Let's Go Tours & Travels

Let's  Go Tours & Travels We Have Own Resort at Saint Martin. And We provide Air Ticket, Visa Processing, Hajj & Ummrah Package, Corporate Tour, Package Tour, Event Tour

সেন্ট মার্টিনে স্টাডি ট্যুর ২০২৫।
30/01/2025

সেন্ট মার্টিনে স্টাডি ট্যুর ২০২৫।

18/01/2025
সেনাবাহিনীর নির্মিত বান্দরবানের পাহাড় ঘেষা সুন্দর রাস্তা
15/01/2025

সেনাবাহিনীর নির্মিত বান্দরবানের পাহাড় ঘেষা সুন্দর রাস্তা

11/01/2025

Marine Beach Resort St Martin

চাইনিজ গেস্টের সাথে   কিছু সময়।
07/01/2025

চাইনিজ গেস্টের সাথে কিছু সময়।

মাত্র ২৫০০ টাকায় পদ্মার বুকে একদিনের বিলাসবহুল হাউজবোটে ভ্রমণ করুন – FANTASY - A Super Luxuary House boat এ ⛴পদ্মার ঢেউয়...
07/01/2025

মাত্র ২৫০০ টাকায় পদ্মার বুকে একদিনের বিলাসবহুল হাউজবোটে ভ্রমণ করুন – FANTASY - A Super Luxuary House boat এ ⛴
পদ্মার ঢেউয়ের সাথে শীতের কোমলতা মিশে যখন নদীর বুকে নেমে আসে সোনালি রোদ আর মিষ্টি কুয়াশা, তখন সেই মোহময় মুহূর্তগুলোকে উপভোগ করার জন্য আমাদের আয়োজন সেজে উঠেছে বিশেষভাবে।
পরিবার কিংবা বন্ধুদের নিয়ে পদ্মার কোল ঘেঁষে দিন শুরু করে সন্ধ্যায় ফিরুন।এবং পদ্মার জলে ভেসে ভেসে উপভোগ করুন শীতের কুয়াশার উৎসব।

✅পদ্মায় ডে লং ট্রিপে আমরা যেসব স্পট কাভার করবো-
➡️লৌহজং ঘাট
➡️মাওয়া ঘাট
➡️পদ্মা সেতু
➡️চর জানাজাত
---
# # # ডে লং প্যাকেজ -মাওয়া থেকে শুরু

- এক রুমে ২ জন – ৩৫০০ টাকা প্রতি জন
- এক রুমে ৩ জন – ৩০০০ টাকা প্রতি জন
- এক রুমে ৪ জন – ২৫০০ টাকা প্রতি জন

- চাইল্ড পলিসি: (০-৫ বছর সম্পূর্ণ ফ্রী)(৫-১০ বছর ৫০%)

---
খাবারের আয়োজন:
ওয়েলকাম ড্রিংকস,শীতের পিঠা।
সকালের নাস্তা:
খিচুড়ী,চিকেন কারি,ডিম ভুনা ,বেগুন ভাজি, সালাদ, চা।
দুপুরের নাস্তা: সিজনাল fruits/মুড়ি মাখা।
দুপুরের খাবার:
সাদা ভাত, পদ্মার ইলিশ ভাঁজা, হাঁস/বিফ ভুনা, ছোট মাছের তরকারি, মিক্সড সবজি, মাছ ভর্তা, ডাল,মুন্সীগঞ্জের মিষ্টি।
বিকেলের নাস্তা:
শীতের পিঠা/নুডলস, চা, বিস্কুট।
অনলিমিটেড চা ও বিশুদ্ধ পানির ব্যবস্থাও রয়েছে।

---
# # # বিশেষ সুবিধা:
সর্বনিম্ন ১০ জন থেকে সর্বোচ্চ ৫০ জনের জন্য ফুল বোট বুকিং।
এবার পদ্মার কোমলতাকে ছুঁয়ে দেখুন, স্মৃতিগুলোকে বন্দী করুন এক অন্যরকম অভিজ্ঞতায়। 🌊
যোগাযোগঃ
01844582872

শুভ সকাল
07/01/2025

শুভ সকাল

.  *জরুরি ঘোষণা*এই বছর  উমরাহ ভিসার মেয়াদ ১লা জিলক্বদ ( ২৯ শে এপ্রিল ২০২৫ ) পর্যন্ত থাকবে।
01/01/2025

. *জরুরি ঘোষণা*

এই বছর উমরাহ ভিসার মেয়াদ ১লা জিলক্বদ ( ২৯ শে এপ্রিল ২০২৫ ) পর্যন্ত থাকবে।

31/12/2024

এক নতুন বাংলাদেশ

থাইল্যান্ড ই-ভিসা আবেদন করার পদ্ধতি: সহজ ধাপে ধাপে গাইড  থাইল্যান্ডে ভ্রমণ করতে চান? এখন আবেদন প্রক্রিয়া আরও সহজ! e-Vis...
31/12/2024

থাইল্যান্ড ই-ভিসা আবেদন করার পদ্ধতি: সহজ ধাপে ধাপে গাইড

থাইল্যান্ডে ভ্রমণ করতে চান? এখন আবেদন প্রক্রিয়া আরও সহজ! e-Visa পদ্ধতিতে ঘরে বসেই ভিসার জন্য আবেদন করা সম্ভব। নিচে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো:

---

ধাপ ১: রেজিস্ট্রেশন এবং আবেদন
1. ওয়েবসাইট ভিজিট করুন:
[https://www.thaievisa.go.th](https://www.thaievisa.go.th)।
2. একটি অ্যাকাউন্ট তৈরি করুন:
- একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১০ জনের আবেদন জমা দেওয়া যাবে।
- পাসপোর্ট বায়োডাটা পেজ এবং ছবি আপলোড করুন (jpg ফাইল, ৩MB এর কম)।
- পাসপোর্ট থেকে তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফর্মে আসবে। তথ্য সঠিকভাবে যাচাই করুন।
3. তথ্য এবং ডকুমেন্ট আপলোড করুন:
- প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট বা বর্তমান অবস্থানের প্রমাণ আপলোড করুন।
4. ভিসার ধরন নির্বাচন করুন:
ভিসা ফি (টাকা):
- ট্যুরিস্ট ভিসা (সিঙ্গেল এন্ট্রি): ৩,৫০০
- ট্যুরিস্ট ভিসা (মাল্টিপল এন্ট্রি): ১৭,০০০
- অন্যান্য ভিসার বিস্তারিত ফি ও তথ্য ওয়েবসাইটে পাবেন।
5. এম্বেসি নির্বাচন করুন:
- বাংলাদেশ থেকে আবেদনকারীরা শুধুমাত্র ঢাকার রয়্যাল থাই এম্বেসির মাধ্যমে আবেদন করতে পারবেন।

---

ধাপ ২: পেমেন্ট প্রক্রিয়া
1. পেমেন্ট ইনফো সামারি (P*S) শীট:
- আবেদন জমা দেওয়ার পর এটি পাবেন। শীটটিতে QR কোড এবং রেফারেন্স নম্বর থাকবে।
2. পেমেন্ট করুন:
- [Commercial Bank of Ceylon](https://www.combank.net.bd/thaievisa)-এর ওয়েবসাইটে যান।
- ভিসা ফি জমা দেওয়ার পর P*S শীটটি পেমেন্ট প্ল্যাটফর্মে আপলোড করুন।
- পেমেন্ট নিশ্চিত হলে ই-রিসিট ইমেইলে পাঠানো হবে।

---

ধাপ ৩: ভিসা অনুমোদন
1. প্রসেসিং সময়:
- আবেদন প্রক্রিয়ার জন্য অন্তত ১০ কার্যদিবস সময় লাগবে।
- অতিরিক্ত ডকুমেন্ট চাওয়া হতে পারে।
2. ই-ভিসা গ্রহণ:
- ইমেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন।
- ই-ভিসা প্রিন্ট করে থাই ইমিগ্রেশনে দেখান।

---

কী প্রাপ্তি ও সময়সূচি (পয়েন্ট আকারে)

- রেজিস্ট্রেশন:
- অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড পাবেন।

- আবেদন জমা দেওয়ার পর:
- P*S শীট (QR কোড এবং পেমেন্ট তথ্য সহ) পাবেন।

- পেমেন্টের পর:
- ই-রিসিট পাবেন।

- অনুমোদনের পর:
- ই-ভিসা / অতিরিক্ত তথ্যের অনুরোধ / আবেদন প্রত্যাখ্যান সংক্রান্ত ই-মেইল পাবেন।

---

থাইল্যান্ড ভ্রমণ এখন আরও সহজ এবং দ্রুত। সময় নষ্ট না করে আজই আবেদন করুন! .

যদি কারো থাইল্যান্ড ভিসা পেতে সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব যথাসাধ্য উপকার করার জন্য

31/12/2024

মেরিন বীচ রিসোর্ট সেন্ট মার্টিন
বুকিং এর জন্য যোগাযোগ : 01911552456

📍ফুরোমন পাহাড়,রাঙ্গামাটি!
31/12/2024

📍ফুরোমন পাহাড়,রাঙ্গামাটি!

জাহানাবাদ এক্সপ্রেসজাহানাবাদ এক্সপ্রেসে খুলনা থেকে ঢাকা শোভন চেয়ার শ্রেণির ভাড়া ৪৪৫ টাকা, স্নিগ্ধা ৭৪০ টাকা, এসি সিট ৮...
30/12/2024

জাহানাবাদ এক্সপ্রেস

জাহানাবাদ এক্সপ্রেসে খুলনা থেকে ঢাকা শোভন চেয়ার শ্রেণির ভাড়া ৪৪৫ টাকা, স্নিগ্ধা ৭৪০ টাকা, এসি সিট ৮৮৫ টাকা, এসি বার্থ ১৩৩০ টাকা। নওয়াপাড়া থেকে ঢাকা শোভন চেয়ার শ্রেণির ভাড়া ৪১০ টাকা, স্নিগ্ধা ৬৮৫ টাকা, এসি সিট ৮২০ টাকা, এসি বার্থ ১২৩০ টাকা।

সিঙ্গিয়া থেকে ঢাকা শোভন চেয়ারের ভাড়া ৩৯৫ টাকা, স্নিগ্ধা ৬৬০ টাকা, এসি সিট ৭৯০ টাকা, এসি বার্থ ১১৮০ টাকা। নড়াইল থেকে ঢাকা শোভন চেয়ারের ভাড়া ৩৭০ টাকা, স্নিগ্ধা ৬১৫ টাকা, এসি সিট ৭৪০ টাকা, এসি বার্থ ১১১০ টাকা।

লোহাগাড়া থেকে ঢাকা শোভন চেয়ার শ্রেণির ভাড়া ৩৫০ টাকা, স্নিগ্ধা ৫৮৫ টাকা, এসি সিট ৭০০ টাকা, এসি বার্থ ১০৫০ টাকা। কাশিয়ানী জংশন থেকে ঢাকা শোভন চেয়ার শ্রেণির ভাড়া ৩০৫ টাকা, স্নিগ্ধা ৬০৫ টাকা, এসি সিট ৫০৫ টাকা, এসি বার্থ ৯১০ টাকা।

ভাঙ্গা জংশন থেকে ঢাকা শোভন চেয়ার শ্রেণির ভাড়া ২৬০ টাকা, স্নিগ্ধা ৪৩৫ টাকা, এসি সিট ৫২০ টাকা, এসি বার্থ ৭৮০ টাকা।

রূপসী বাংলা এক্সপ্রেস

রূপসী বাংলা এক্সপ্রেসে বেনাপোল থেকে ঢাকা শোভন চেয়ারের ভাড়া ৪৫৫ টাকা, স্নিগ্ধা ৭৫৫ টাকা, এসি সিট ৯০৫ টাকা, এসি বার্থ ১৩৫৫ টাকা। যশোর থেকে ঢাকা শোভন চেয়ারের ভাড়া ৪১০ টাকা, ৬৮৫ টাকা, এসি সিট ৮২০ টাকা, এসি বার্থ ১২৩০ টাকা। নড়াইল থেকে ঢাকা শোভন চেয়ারের ভাড়া ৩৭০ টাকা, স্নিগ্ধা ৬১৫ টাকা, এসি সিট ৭৪০ টাকা, এসি বার্থ ১১১০ টাকা।

লোহাগাড়া থেকে ঢাকা শোভন চেয়ারের ভাড়া ৩৫০ টাকা, স্নিগ্ধা ৫৮৫ টাকা, এসি সিট ৭০০ টাকা, এসি বার্থ ১০৫০ টাকা। কাশিয়ানী জংশন থেকে ঢাকা শোভন চেয়ারের ভাড়া ৩০৫ টাকা, স্নিগ্ধা ৫০৫ টাকা, এসি সিট ৬০৫ টাকা, এসি বার্থ ৯১০ টাকা।

ভাঙ্গা জংশন থেকে ঢাকা শোভন চেয়ারের ভাড়া ২৬০ টাকা, স্নিগ্ধা ৪৩৫ টাকা, এসি সিট ৫২০ টাকা, এসি বার্থ ৭৮০ টাকা। এক্ষেত্রে শোভন চেয়ার ছাড়া অন্যান্য সিটের ভাড়ার সঙ্গে ভ্যাট যুক্ত হবে।

ট্রেনের সময়সূচি

জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ভোর ৬টায় খুলনা থেকে ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ঢাকা রুটে যাত্রাবিরতি করবে নওয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশনে। এরপর বেলা ১১টায় ঢাকা থেকে ট্রেনটি রূপসী বাংলা এক্সপ্রেস নামে ছেড়ে যশোরের বেনাপোলে পৌঁছবে দুপুর আড়াইটায়। বিকেল ৩টায় ফের এটি বেনাপোল থেকে ছেড়ে ঢাকা পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। রাত ৮টায় ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস নামে আবার ঢাকা থেকে যাত্রা করে খুলনায় পৌঁছবে রাত ১১টা ৪০ মিনিটে।

নয়াভিরাম সুন্দর প্রাকৃতিক দৃশ্যঘুরে আসুন প্রিয়জনকে সাথে নিয়ে।মারাইংছা হিল - লামা - বান্দরবান❤️😍😶‍🌫️
30/12/2024

নয়াভিরাম সুন্দর প্রাকৃতিক দৃশ্য
ঘুরে আসুন প্রিয়জনকে সাথে নিয়ে।
মারাইংছা হিল - লামা - বান্দরবান❤️😍😶‍🌫️

প্রিয়জন আর সমুদ্র এক সুন্দর কম্বিনেশন। 🖤আর প্রিয়জনকে নিয়ে এই শীতের মজাটা আরও দ্বিগুণ করতে ঘুরে আসুন নীল জলরাশির সেন্টমার...
29/12/2024

প্রিয়জন আর সমুদ্র এক সুন্দর কম্বিনেশন। 🖤আর প্রিয়জনকে নিয়ে এই শীতের মজাটা আরও দ্বিগুণ করতে ঘুরে আসুন নীল জলরাশির সেন্টমার্টিন দ্বীপে।

এবার আমাদের কাছে পাচ্ছেন সেন্টমার্টিন ভ্রমণের ওয়ান স্টপ ট্রাভেল সলিউশন।

❑❑ -সেন্টমার্টিনে আমাদের সেবাসমূহঃ-
❑ বাস টিকেট।
❑ শিপ টিকেট।
❑ প্রিমিয়াম রিসোর্ট বুকিং।
❑ ইকোনমি রিসোর্ট বুকিং।
❑ ট্যুর প্যাকেজ।
❑ কাস্টমাইজ প্যাকেজ ইত্যাদি।

সপ্তাহের যে-কোনো দিন মাত্র ২ জন হলেই আমাদের থেকে প্যাকেজ নিয়ে আপনি সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন নিশ্চিন্তে।🤗

তাই আর দেরি না করে আজই প্ল্যান করে ফেলুন সেন্টমার্টিন ট্রিপ আর আমাদের থেকে বুক করে নিন আপনার সেন্টমার্টিন ট্রিপ।

----------------------------------------------------------
আপনার ভ্রমন আরও সুন্দর, আনন্দময় এবং নিরাপদ করতে আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

☎️ অগ্রিম টিকেট/ট্রিপ বুকিং/রিসোর্ট বুকিং বা বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন -

+8801844582872

কিংবা নিচের লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ করুন -
wa.me/+8801844582871

Address

BSL Office Complex, 2nd Floor, Inter Continental Hotel, Dhaka-1000
Dhaka

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 15:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801844582872

Website

Alerts

Be the first to know and let us send you an email when Let's Go Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Let's Go Tours & Travels:

Videos

Share

Category