16/12/2023
কথা ছিল একটা দেশ পাব। যেই দেশে গণতন্ত্র, সাম্যবাদ, সার্বভৌমত্ব ও ধর্ম পালনের স্বাধীনতা থাকবে। কিন্তু স্বাধীনতার ৫২ বছর পরেও এর কিছুই আমরা পাইনি। যুদ্ধে শহিদ, যুদ্ধাহত এবং প্রতিটি ত্যাগী মানুষের আত্মা সেদিন তৃপ্ত হবে যেদিন আমাদের স্বাধীনতার লক্ষ্য অর্জিত হবে। না হয় আমরা বয়ে বেড়াব তাদের অভিশাপ। স্বাধীনতার লক্ষ্য অর্জনে দল, মত, ধর্ম ও বর্ণের উর্ধে উঠে আমাদের সকলকে দেশকে অগ্রাধিকার দিতে হবে। লক্ষ্য অর্জনের মাধ্যমে আমরা সেদিন পাব সত্যিকারের স্বাধীনতা এবং এ লড়াই চলবে আমার লক্ষ্য অর্জন পর্যন্ত।