
05/07/2024
অনলাইন জুয়ায় আসক্ত দেশের অর্ধকোটি মানুষ! এখনি লাগাম টানতে ব্যর্থ হলে জুয়ার মহামারিতে পরিবারগুলো ধ্বংস হয়ে যাবে। ধনী থেকে গরিব, কিশোর থেকে অবসরপ্রাপ্ত বৃদ্ধ, কেউই বাদ নেই এই জরিপে। দেশটা মদ্যপ আর অলস কর্ম বিমুখ মানুষে ছেয়ে গেলে তাদেরকে নিয়ে উন্নয়নের স্বপ্ন দেখা বৃথা। এই অশনি সংকেতকে আমলে নিয়ে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায় থেকে সর্বাত্মক জনসচেতনতা ও কার্যকরী পদক্ষেপ নেওয়া একান্ত জরুরি।