HASAN's Air

HASAN's Air make your next trip wasme || book your trip 01911562254
(2)

18/02/2024

আমাদের সম্মানিত গ্রাহক জনপ্রিয় ব্যক্তি আহমদ আব্দুল্লাহ সাহেব

রমজানে স্পেশাল গ্রুপে ওমরাহ করতে যোগাযোগ
wa.me+8801911562254

সম্মানিত গ্রাহক জনপ্রিয় নাশীদ শিল্পী মাহমুদ হুজায়ফা HASAN's Air এর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
16/02/2024

সম্মানিত গ্রাহক জনপ্রিয় নাশীদ শিল্পী মাহমুদ হুজায়ফা
HASAN's Air এর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

সম্মানিত কাস্টমার জনপ্রিয় নাশীদ শিল্পী  আবু উবায়দা
07/02/2024

সম্মানিত কাস্টমার জনপ্রিয় নাশীদ শিল্পী আবু উবায়দা

সিঙ্গাপুরে জরুরী কিছু লোক নিয়োগ হবে ইন্টারভিউ এর মাধ্যমে। আগামী ১ ফেব্রুয়ারিতে ইন্টারভিউ। যোগাযোগ  01911562254
28/01/2024

সিঙ্গাপুরে জরুরী কিছু লোক নিয়োগ হবে ইন্টারভিউ এর মাধ্যমে।
আগামী ১ ফেব্রুয়ারিতে ইন্টারভিউ।
যোগাযোগ 01911562254

আমাদের সম্মানিত কাস্টমার হামিদুল স্যারঢাকা -দাম্মাম রোটে কাতার এয়ারে যাত্রা করেছেন। ধন্যবাদ HASAN's Air থেকে আপনার টিকিট...
26/01/2024

আমাদের সম্মানিত কাস্টমার হামিদুল স্যার
ঢাকা -দাম্মাম রোটে কাতার এয়ারে যাত্রা করেছেন।

ধন্যবাদ HASAN's Air থেকে আপনার টিকিট কনফ্রাম করার জন্য।

বাংলা এভিয়েশনের পরামর্শ** বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করে নিন।** যানজটের বিষয়...
25/01/2024

বাংলা এভিয়েশনের পরামর্শ

** বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করে নিন।

** যানজটের বিষয়টি মাথায় রেখে হাতে সময় নিয়ে যাত্রা করুন।

** ফ্লাইটের ৩ ঘন্টার আগে বিমানবন্দরে উপস্থিত হোন।

** চেক ইন কাউন্টার খুঁজে পেতে বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন।

** বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে আপনার নির্ধারিত এয়ারলাইনে চেক ইন সম্পন্ন করুন।

** ফ্লাইটের ১ ঘন্টা আগে এয়ারলাইনের বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যায়। এরপর আসলে আপনি আর চেক ইন করতে পারবেন না।

** চেক ইন করার সময় যে কয়টি লাগেজ জমা দিবেন, ততটি লাগেজ ট্যাগ বুঝে নিন।

** পাসপোর্ট, বোর্ডিং কার্ড, লাগেজ ট্যাগ বুঝে নিয়ে চেক ইন কাউন্টার ত্যাগ করুন।

** চেকইন সম্পন্ন করার পর অযথা ঘোরাফেরা না করে ইমিগ্রেশন সম্পন্ন করুন।

** ইমিগ্রেশন করা পর পুনরায় বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন। আপনার বোর্ডিং কার্ডে অথবা মনিটরে প্রদর্শিত গেট ব্যবহার করে উড়োজাহাজে উঠুন।

** আপনার বোর্ডিং কার্ডে লেখা নির্ধারিত সিটে বসুন। খালি থাকলেও অন্য সিটে বসবেন না।

ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য

বিমান চলার সময় ওয়াই-ফাই কীভাবে কাজ করেকখনও ভেবেছেন কি ৩৬,০০০ ফুট উঁচুতে থাকা চলন্ত বিমানে কীভাবে ইন্টারনেট ব্যবহার করা য...
19/01/2024

বিমান চলার সময় ওয়াই-ফাই কীভাবে কাজ করে

কখনও ভেবেছেন কি ৩৬,০০০ ফুট উঁচুতে থাকা চলন্ত বিমানে কীভাবে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে? বা বিমানে থাকা ওয়াই-ফাই কীভাবে আপনাকে ইন্টারনেটের সাথে যুক্ত রাখে?

বিমানে চলার সময় যাত্রীদেরকে মোবাইল ফোন বা ডিভাইসগুলি এয়ারপ্লেন মোডে রাখতে হয়, নয়ত একেবারে বন্ধ করে দিতে হয়। এটা অনেকের কাছেই বিরক্তিকর।

অনেকের জরুরি কাজে ভূমিতে থাকা অফিসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হয়। আবার লম্বা বিমান যাত্রায় ইন্টারনেটে অভ্যস্তদের কাছে ইন্টারনেট ছাড়া সময় কাটানো বিরক্তিকর লাগতে পারে। যদি উড়ন্ত বিমানে সব সময় ইন্টারনেট ব্যবহার করা যায়, তা নিঃসন্দেহে দারুণ বিষয়। কিন্তু বিমানে কি ওয়াই-ফাই সুবিধা পাওয়া যায়?

সুখবর হচ্ছে, প্রতিদিন নতুন নতুন এয়ারলাইনস তাদের বিমানে ওয়াই-ফাই সুবিধা চালু করছে যার মাধ্যমে আকাশে থাকা অবস্থায়ও ইন্টারনেট ব্যবহার করা যায়।

কিন্তু মাটি থেকে ৩৬,০০০ ফুট উঁচুতে আকাশে কীভাবে ইন্টারনেট পাওয়া যাচ্ছে? আর ওয়াই-ফাই বলতে এখানে আসলে কী বোঝানো হচ্ছে? এই প্রশ্নের সহজ উত্তরে বলতে হয়: এতদিন আসলে আমরা বিমানে এই ওয়াই-ফাই এর সুবিধা পুরাপুরি কাজে লাগাতে পারিনি। ভবিষ্যতে বিমান ভ্রমণে আপনার কাজে লাগতে পারে এমন কিছু তথ্য জানা যাক।

# বিমানে কি ইন্টারনেট ব্যবহার করা যায়?

এই প্রশ্নের উত্তর নির্ভর করছে কোন এয়ারলাইনসে যাচ্ছেন, যাত্রার রুট অর্থাৎ কোথা থেকে যাচ্ছেন এবং আপনাকে বহনকারী বিমানটি কোন মডেলের।

সবকিছু বিবেচনা করে বলা যায় হ্যাঁ, এখন অনেক এয়ারলাইনসের বিমানে ইন্টারনেট চালাতে পারবেন আপনি, ইন ফ্লাইট ওয়াই-ফাই এর সাহায্যে। যাত্রীদের চাহিদার কথা চিন্তা করে এখন অনেক এয়ারলাইনসই এই সুবিধা দিচ্ছে। ধীরে ধীরে ওয়াই-ফাই সেবা প্রদানকারী এয়ারলাইনসের সংখ্যা আরো বাড়ছে।

আপনাকে এজন্য এয়ারলাইনসে বুকিং করতে হবে। কিছু অপারেটর সিংগেল ইউজ পাস বা একবার ব্যবহারের জন্য ওয়াই-ফাই এর পাস দেয়। আবার কিছু কোম্পানির কাছ থেকে প্যাকেজও নিতে পারবেন।

তবে বেশি ব্যান্ডউইথের জন্য বেশি টাকা গুনতে হবে। তবে যদি বিমানে অবস্থানের সময়ে অফিস বা ব্যবসার কাজের মধ্যে থাকতে চান, এতটুকু খরচ করতেই পারেন। নতুবা আপনাকে বই পড়ে, ঘুমিয়ে, নয়ত জানালা দিয়ে বাইরে তাকিয়ে সময় কাটাতে হবে।

# বিমানে ওয়াই-ফাই কীভাবে কাজ করে?

বিমানে ওয়াই-ফাই চালানোর জন্য দুই ধরনের অপারেটিং সিস্টেম আছে। একটা হচ্ছে গ্রাউন্ড বেইজড, অর্থাৎ ভূমি থেকে নিয়ন্ত্রিত সিস্টেম বা Air-to-Ground (ATG) Wi-Fi, আর অন্যটি স্যাটেলাইট নিয়ন্ত্রিত সিস্টেম বা Satellite Wi-Fi।

মাটি থেকে আকাশে যে ওয়াই-ফাই কাজ করে তার ধরন অনেকটা মোবাইল ফোন সংযোগের মত। এখানে বিমানের মূল কাঠামোর নিচে থাকা একটা অ্যান্টেনা মোবাইল টাওয়ারের সঙ্গে সার্বক্ষণিক সংযোগ রক্ষা করে চলে। বিমান যখন চলে, তখন এই অ্যান্টেনা একটার পর একটা নিকটবর্তী মোবাইল টাওয়ারের ট্রান্সমিটারের সাথে সংযুক্ত হতে থাকে।

মোবাইল ট্রান্সমিটারের সাথে সক্রিয় যোগাযোগ থাকার কারণে পুরো বিমানই ওয়াই-ফাই হটস্পট হয়ে ওঠে। তখন যাত্রীরা স্বাভাবিক ভাবে ইন্টারনেট ব্যবহার করে তাদের সব কাজ করতে পারে—যেমন ইমেইল পাঠানো, ফোন কল করা এবং সিনেমা স্ট্রিম করা। তবে বিমান যখন বিশাল জলরাশির ওপর দিয়ে যায় তখন এই ব্যবস্থা কাজ করে না। যেমনটা হয় ট্রান্সআটলান্টিক পথে যাওয়ার সময়। তখন তখন বিমানে ইন্টারনেট ব্যবহারের জন্য স্যাটেলাইটের ওপর নির্ভর করতে হয়।

পৃথিবীর কক্ষপথে ঘূর্ণায়মান অসংখ্য স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ আছে। এসব স্যাটেলাইটের সাহায্য নিয়েই স্যাটেলাইট ওয়াই-ফাই কাজ করে। এই ক্ষেত্রে বিমানের ওপরে থাকা নির্দিষ্ট অ্যান্টেনা দিয়ে স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ রক্ষা করে বিমান। বিমান আকাশে ওড়ার সময় সবচেয়ে কাছে যে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট খুঁজে পায়, সেটার সঙ্গে বিমানের ওপরে থাকার অ্যান্টেনার যোগাযোগ ঘটে।

স্যাটেলাইট ওয়াই-ফাই দুই ধরনের ব্যান্ডউইথ নিয়ে কাজ করে। ন্যারোব্যান্ড এবং ব্রডব্যান্ড। দুই ধরনের ব্যান্ডউইথেই যাত্রীরা পূর্ণ ইন্টারনেট সেবা পায়, তবে মুভি স্ট্রিম করার জন্য ন্যারোব্যান্ড কম উপযোগী।

# কীভাবে বিমানে ওয়াই-ফাই ব্যবহার করবেন?

বিমানে ওয়াই-ফাই সুবিধা থাকলে সচরাচর এয়ারলাইনস কর্তৃপক্ষ টিকেট কেনার সময়, বিমান ওঠার সময় ও বিমান চলাকালে যাত্রীদের এই সুবিধার কথা জানিয়ে দেয়।

এই সুবিধা ব্যবহার করার জন্য মোবাইল বা ডিভাইসে এয়ারপ্লেন মোড চালু করতে হবে। এরপর ওয়াই-ফাই সেটিংসে গিয়ে In-Flight Wi-Fi খুঁজতে হবে।

তবে বিমানযাত্রায় সব সময় ওয়াই-ফাই সংযোগ যথেষ্ট শক্তিশালী নাও থাকতে পারে। তখন ইন্টারনেটে ঢোকা বা স্ট্রিম করা কঠিন হতে পারে। এছাড়া কিছু বিমানে ওয়াই-ফাই এর জন্য প্রয়োজনীয় অ্যান্টেনা নাও থাকতে পারে।

ভবিষ্যতে বিমানের ওয়াই-ফাই সংযোগ সুবিধা আরও উন্নত হতে যাচ্ছে। এর প্রভাবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইটে আরো বেশি সংখ্যক এয়ারলাইন্স ওয়াই-ফাই চালু করার উদ্যোগ গ্রহণ করছে।

# বিমানগুলির কি নিজস্ব ওয়াই-ফাই আছে?

কিছু এয়ারলাইনস নিজস্ব ব্র্যান্ডের ওয়াই-ফাই এর কথা বললেও, আসলে বিষয়টা ঠিক তা নয়। কারণ বিমান চলাকালে ওয়াই-ফাই এর জন্য মোবাইল টাওয়ার বা স্যাটেলাইটের ওপর নির্ভর করতে হয়। যে উৎসটি কাছে থাকে বিমান সেখান থেকে ইন্টারনেট সুবিধা নেয়। বিমান এখানে কেবল হটস্পট হিসাবেই কাজ করে থাকে।

# বিমানের ওয়াই-ফাই কি বিনামূল্যে ব্যবহার করা যায়?

এটা নির্ভর করে এয়ারলাইনসের ওপর। কিছু এয়ারলাইনস, যেমন জেটব্লু কর্পোরেশন, ফ্রি ওয়াই-ফাই সেবা দেয়, তারা এটিকে বলে ফ্লাই-ফাই (Fly-Fi)। অন্যদিকে কিছু এয়ারলাইনস নির্দিষ্ট ফি এর বিনিময়ে ওয়াই-ফাই সেবা দিয়ে থাকে।

অল্প কিছু এয়ারলাইনস তাদের অভ্যন্তরীণ ফ্লাইটে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা দেয়। অন্যদিকে কিছু এয়ারলাইনস কেবল টেক্সট করার জন্য ফ্লাইটে ওয়াই-ফাই ব্যবহার করার সুযোগ দেয়।

কিছু এয়ারলাইনস প্রতিবার ফ্লাইটে ওয়াই-ফাই ব্যবহারের জন্য নির্দিষ্ট অংকের টাকা চার্জ করে। আবার কেউ কেউ ফ্রি ওয়াই-ফাই এর পরীক্ষামূলক সেবা দেয়। তাদের উদ্দেশ্য ভবিষ্যতে যাত্রীদের জন্য এই সুবিধা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া।

আপনি যদি বিমানযাত্রার সময় উন্মুক্ত ওয়াই-ফাই ব্যবহার করার পরিকল্পনা করে থাকেন, তবে এর ঝুঁকি এবং কীভাবে তা ব্যবহার করতে হয়, এসব বিষয়ে সঠিক ভাবে জেনে নিন। বিমানে থাকার সময়ে সহজে ইন্টারনেট ব্যবহার করা গেলেও কিছু সময় ওয়াই-ফাই বন্ধ করার নির্দেশনাও শুনতে হতে পারে।

আশা করা যাচ্ছে, এক সময় বিমানযাত্রায় ওয়াই-ফাই একটা সাধারণ বিষয় হয়ে উঠবে। তবে বিমানে ওয়াই-ফাই ব্যবহারের নিয়ম, সংযোগ ও ফি এর ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে।

আমাদের আজকের সম্মানিত কাস্টমার মাদিনা ইউনিভার্সিটি থেকে সদ্য গ্রেজুয়েট সম্পন্ন করা সম্মানিত ব্যক্তি মুহাম্মাদ শাহ জাহান ...
15/01/2024

আমাদের আজকের সম্মানিত কাস্টমার মাদিনা ইউনিভার্সিটি থেকে সদ্য গ্রেজুয়েট সম্পন্ন করা সম্মানিত ব্যক্তি
মুহাম্মাদ শাহ জাহান সাহেব।

সৌদি এয়ারলাইনস এর অফার গ্রহণ করার জন্য শোকরিয়া।
আমাদের সঙ্গেই থাকুন।

HASAN's Air থেকে পবিত্র ওমরাহ সম্পন্ন করেছেন জনাব শরীফ উদ্দিন ও তার পরিবার। স্বল্প খরচে ওমরাহ প্যাকেজ গ্রহণ করুন আমাদের ...
10/01/2024

HASAN's Air থেকে পবিত্র ওমরাহ সম্পন্ন করেছেন জনাব শরীফ উদ্দিন ও তার পরিবার।

স্বল্প খরচে ওমরাহ প্যাকেজ গ্রহণ করুন আমাদের থেকে।
01911562254

কাস্টমাইজড প্যাকেজে সপরিবারে ওমরাহ করুন খুব সহজেই।আপনার পাশে আছে HASAN's Air
08/01/2024

কাস্টমাইজড প্যাকেজে সপরিবারে ওমরাহ করুন খুব সহজেই।
আপনার পাশে আছে HASAN's Air

জেদ্দা সৌদি আরবআগামী ফেব্রুয়ারিতে স্পেশাল প্যাকেজে ওমরাহর করতে চাইলে01911562254
30/12/2023

জেদ্দা সৌদি আরব

আগামী ফেব্রুয়ারিতে স্পেশাল প্যাকেজে ওমরাহর করতে চাইলে
01911562254

আগামী ২৮ তারিখ আমাদের কাফেলার সম্মানিত বাইতুল্লাহর মেহমানগনের ভিসা টিকিট হোটেল কনফ্রাম হলো। আপনার প্রয়োজনে wa.me/+me/+88...
24/12/2023

আগামী ২৮ তারিখ আমাদের কাফেলার সম্মানিত বাইতুল্লাহর মেহমানগনের ভিসা টিকিট হোটেল কনফ্রাম হলো।

আপনার প্রয়োজনে wa.me/+me/+8801911562254

আলহামদুলিল্লাহ দৌদি ওমরাহ ভিসা প্রতিনিয়ত সার্ভিস দিচ্ছি আমরা। আমাদের থেকে কাস্টমাইজড প্যাকেজে ওমরাহ করতে পারেন খুব সহজে।...
21/12/2023

আলহামদুলিল্লাহ
দৌদি ওমরাহ ভিসা প্রতিনিয়ত সার্ভিস দিচ্ছি আমরা।
আমাদের থেকে কাস্টমাইজড প্যাকেজে ওমরাহ করতে পারেন খুব সহজে।

যে কোন দেশের বিমান টিকেটের জন্য যোগাযোগ করতে পারেন
wa.me/+8801911562254
Call or WhatsApp

18/12/2023

ডিসেম্বর ২৬ তারিখের ঢাকা- জেদ্দা। জেদ্দা - ঢাকা
গাল্ফ এয়ারের কিছু গ্রুপ টিকিট ডিস্কাউন্টে সেল হবে।
চাইলে ওমরার প্যাকেজ ও গ্রহণ করতে পারেন।
01911562254

আমাদের সম্মানিত গ্রাহকসঙ্গে থাকার জন্য ধন্যবাদ
16/12/2023

আমাদের সম্মানিত গ্রাহক
সঙ্গে থাকার জন্য ধন্যবাদ

জনপ্রিয় ইসলামিক নাশীদ শিল্পী ও গীতিকার আহমদ আব্দুল্লাহ সাহেব HASAN's Air থেকে কাতার ও ওমরা সফর সম্পন্ন করেছেন। আপনার বিদ...
14/12/2023

জনপ্রিয় ইসলামিক নাশীদ শিল্পী ও গীতিকার
আহমদ আব্দুল্লাহ সাহেব HASAN's Air থেকে কাতার ও ওমরা সফর সম্পন্ন করেছেন।

আপনার বিদেশ ভ্রমণ ও ওমরা হজের সফরে আমরা আছি আপনাদের পাশে।

12/12/2023

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
প্রায় ৬ ঘন্টা কোন আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি।

এইচ আল হাদীবাংলাদেশের সুপরিচিত ডিরেক্টর HASAN's Air থেকে টিকেট ভিসা প্রসেসিং সম্পন্ন করে পবিত্র ওমরাহ পালন করেছেন। ডিসেম...
06/12/2023

এইচ আল হাদী
বাংলাদেশের সুপরিচিত ডিরেক্টর
HASAN's Air থেকে টিকেট ভিসা প্রসেসিং সম্পন্ন করে পবিত্র ওমরাহ পালন করেছেন।

ডিসেম্বর শেষে আমাদের ৮/১০ দিনের প্রিমিয়াম ওমরাহ প্যাকেজ রয়েছে। যোগাযোগ wa.me/+8801911562254

28/11/2023

২০২৪ সাল থেকে শুরু হতে যাচ্ছে এক ভিসায় ৬ দেশ ভ্রমণ।
সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, ওমান, কুয়েত ও কাতার।

আলহামদুলিল্লাহ ১০ হাজার সদস্যের পরিবার এখন HASAN's Air
16/11/2023

আলহামদুলিল্লাহ
১০ হাজার সদস্যের পরিবার এখন HASAN's Air

সম্মানিত গ্রাহক আপনাদের দোয়া ও সহযোগিতাই আমাদের পথ চলার অনুপ্রেরণা
15/11/2023

সম্মানিত গ্রাহক আপনাদের দোয়া ও সহযোগিতাই আমাদের পথ চলার অনুপ্রেরণা

HASAN's Air এর ব্যবস্থাপনায় একঝাঁক বাংলাদেশি স্টাররা যাচ্ছেন কাতারে। যে কোন দেশের বিমান টিকেট ও ভিসা সংক্রান্ত ব্যাপারে ...
15/11/2023

HASAN's Air এর ব্যবস্থাপনায় একঝাঁক বাংলাদেশি স্টাররা যাচ্ছেন কাতারে।
যে কোন দেশের বিমান টিকেট ও ভিসা সংক্রান্ত ব্যাপারে আস্থা রাখতে পারেন।

wa.me/+8801911562254

12/11/2023

আগামী ২৬ নভেম্বর সরাসরি সৌদি এয়ারলাইনস এর ফ্লাইটে ওমরাহ করুন স্বল্প খরচে
wa.me/+8801911562254

সম্মানিত গ্রাহক আবু উবায়দা সৌদির এক বছরের মাল্টিপল বিজনেস ভিসা পেয়েছেন। ভিসা করতে wa.me/+8801911562254
11/11/2023

সম্মানিত গ্রাহক আবু উবায়দা
সৌদির এক বছরের মাল্টিপল বিজনেস ভিসা পেয়েছেন।

ভিসা করতে wa.me/+8801911562254

10/11/2023

অবিশ্বাস্য অফার!
সৌদির মাল্টিপল ভিসা করুন সর্বোচ্চ ছাড়ে...
01911562254

Address

Kishorganj
Dhaka
2300

Alerts

Be the first to know and let us send you an email when HASAN's Air posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HASAN's Air:

Videos

Share

Category