Voboghure Tourism - ভবঘুরে ট্যুরিজম

Voboghure Tourism - ভবঘুরে ট্যুরিজম Voboghure is a travel agency.

বিয়েতে মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে গেলাম ২৪৬ জন।মেয়ের বাবা আড়ালে ডেকে বললেন" বাবা,তোমাদের না ১০০ বরযাত্রী আনার কথা ছিলো? ...
23/07/2024

বিয়েতে মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে গেলাম ২৪৬ জন।মেয়ের বাবা আড়ালে ডেকে বললেন

" বাবা,তোমাদের না ১০০ বরযাত্রী আনার কথা ছিলো? "

বললাম " বাবা আমি পরিবারের ছোট ছেলে।সবার শখ বিয়েতে আসবে।কিকরে না বলি বলুন তো? "

" সে নাহয় ঠিক আছে।আগে থেকে বললে ভালো হতো।এখন ওদেরকে একটু বলে দাও খাবারে সামান্য দেরী হবে।সবার আয়োজন করে একসাথে খেতে দিবো "

" বাবা আপনি টেনশন করবেন না।আমি বলে দিবো "

বিয়েতে আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব কাউকে আনা বাদ রাখিনি।সবাই তো কাছের মানুষ, কাকে রেখে কাকে বাদ দেই!

বিয়ে হয়ে গেলো।বছর ফিরতে স্ত্রীর ডে"লিভা"রি।হসপিটালে আমার রুদ্ধশ্বাস! এ নে"গেটিভ র"ক্তের অভাব।আত্নীয়-স্বজন অনেকের সাথে র"ক্ত মিলে যায়,তারা বাহানা দিয়ে এড়িয়ে গেলো।

রিক্সায় উঠে রওনা হলাম কলেজ গুলোর উদ্দেশ্য।সেখানে র"ক্ত জোগাড় করার সেচ্চাসেবী কমিটির ছেলেমেয়েরা থাকে।ওদের বললে যদি কোনো উপায় হয়!

আমার ছটফটানি দেখে রিক্সাওয়ালা মামা বললো " মামা এতো ঘাবড়াইছেন কেন? কার কি হইছে? "

" র"ক্ত লাগবে।জোগাড় হয়নি, স্ত্রীর ডে"লিভা"রি "

" কি র"ক্ত লাগবো? "

" এ নে"গেটিভ "

" মামা আমার তো এই র"ক্ত। আমার কাছে র"ক্ত নিবেন? "

শেষমেশ রিকশাওয়ালা মামার র"ক্ত দিয়েই স্ত্রীর ডে"লিভা"রি হলো।মাথায় হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, বিয়েতে গোষ্ঠীবদ্ধ হয়ে কাদের নিয়ে গিয়ে খাওয়ালাম?কাদের আপন ভাবতাম?এই বিপদের দিনে আমি একা! কেউ নাই।

রিকশাওয়ালা মামার নাম্বার নিয়ে রাখলাম।বাড়িতে ভালোমন্দ রান্না হলে তাকে ডেকে খাওয়াই।সে আপনজন।
©️

মাত্র ৩৯৯৯৳ ১৫-১৬ জুলাই  প্রিমিয়াম লাক্সারিয়াস হাউস বোটে টাঙ্গুয়া হাওর ট্যুর।মাত্র-৩৯৯৯/-টাকায় ১৫-১৬ জুলাই টাঙ্গুয়ার  হ...
10/07/2024

মাত্র ৩৯৯৯৳ ১৫-১৬ জুলাই প্রিমিয়াম লাক্সারিয়াস হাউস বোটে টাঙ্গুয়া হাওর ট্যুর।

মাত্র-৩৯৯৯/-টাকায় ১৫-১৬ জুলাই টাঙ্গুয়ার হাওড় #"মনাই লাক্সারি অন ওয়েভ"বোটে রাত্রি যাপন সহ ৩ রাত ২ দিনের ট্যুর।😍

🚞 যাত্রার তারিখঃ ১৪ জুলাই সোমবার রাত ১০টা ৩০মিনিটে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা দিবো।

🚞 ফেরার তারিখঃ ১৭ ই জুলাই বৃহস্পতিবার সকাল ৬টা বাজে ঢাকা সায়দাবাদ সময় সাপেক্ষে কেন্দ্রীয় শহীদমিনার ইনশাআল্লাহ।

ইভেন্ট ফিঃ জনপ্রতি- ৩৯৯৯৳

সিঙ্গেল প্যাকেজ লবি ৩৯৯৯৳(পার পারসন)

সিঙ্গেল প্যাকেজ ডুপ্লেক্স রুজ ৪৯৯৯৳ (পার পারসন)

সিঙ্গেল প্যাকেজ ফ্যামিলী রুম জনপ্রতি ৫৫০০৳( এটাচ ওয়াশরুম ও পারসোনাল বারান্দা) (পার পারসন)

কাপল প্যাকেজ জনপ্রতি ৭০০০৳ (এটাচ ওয়াশরুম ও পারসোনাল বারান্দা) (পার পারসন)

৩ বছর থেকে ৬ বছর পর্যন্ত বাচ্চা বাবা মায়ের সাথে বাসের সিট ও রুম শেয়ার করবে ২০০০৳ খাবার খরচ এড হবে।৬ বছরের বড় বাচ্চার পূর্ন বয়স্কদের ফি দিতে হবে।

বুকিংঃ অফিসে এসে দিলে জনপ্রতি ২০০০/-টাকা

বিকাশে দিলেঃ- ২০৪০৳ (অফেরতযোগ্য)

বুকিংয়ের সিরিয়াল অনুসারে আসন বন্টন করা হবে। মহিলা,কাপল,বাচ্চা,বৃদ্ধদের সামনের ৪ লাইনের সিটে অগ্রাধিকার দেওয়া হবে।

--------------------------------------------------------------------

❑ এই ট্যুরে আমরা যা যা দেখবো।।

================

☞ সুনামগঞ্জ

☞ টাঙ্গুয়ার হাওর

☞ শিমুল বাগান

☞ বারিক্কাটিলা

☞ যাদু কাটা নদী

☞ নীলাদ্রি লেক

☞ টেকের ঘাট

☞ লাকমাছড়া

এই ইভেন্ট ফি তে যা যা থাকছেঃ

===================

✔ ঢাকা - সুনামগঞ্জ - ঢাকা চেয়ারকোচ নন এসি বাসের টিকিট

✔ দুইদিন ঘুরার জন্যে "মনাই লাক্সারি অন ওয়েভ"বোট।

✔ ৫ বেলা মুল খাবার

✔ দুইবেলা স্নেক্স ও আন লিমিটেড চা

✔️মিনারেল ওয়াটার।

✔ এক রাত #"মনাই লাক্সারি অন ওয়েভ"বোটে রাত্রি যাপন।

✔ সবসময় অভিজ্ঞ গাইড খরচ

❑ এই ইভেন্ট ফি এর মধ্যে যা যা থাকবে না।

==================

✘ হাইওয়ে হোটেল যাত্রা বিরতিতে খাবার।

✘ আসার দিন রাতের খাবার

✘ মেন্যুর বাহিরে অতিরিক্ত খাবার খরচ

✘ ব্যক্তিগত কোন খরচ

✘ ইভেন্টে উল্লেখ্য নাই এরকম কোন খরচ

খাবারের ম্যানুঃ

==========

সকালের নাস্তাঃ ভুনা খিচুড়ি,ডিম,আচার,সালাদ।

দুপুরের লাঞ্চঃ ভাত, মুরগী আলু ভর্তা, সবজি,ডাল,সালাদ।

রাতের ডিনারঃ ভাত, ভর্তা, সবজি,ডাল, হাস, সালাদ।

সম্ভাব্য ট্যুর প্লানঃ
=============

১ম দিনঃ ১৪ ই জুলাই সোমবার রাত ১০ঃ৩০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় শহীদমিনার থেকে রিজার্ভ বাসে আমাদের যাত্রা শুরু।

২য় দিনঃ ১৫ জুলাই মঙ্গলবার খুব সকাল বেলা আমরা সুনামগঞ্জ পৌছে মনাই লাক্সারিয়াছ ওয়েভ নৌকায় চড়ে নাস্তা করে টেকের ঘাটের উদ্দেশ্যে রওনা দিবো। পথিমধ্যে ওয়াচ-টাওয়ার গোসল করে চলে যাবো টেকের ঘাট। টেকের ঘাট পৌছে হেটে/অটোতে করে চলে যাবো লাকমাছড়া, এখানে ফটোসেশান আর গোসল করে ফ্রেস হয়ে টেকের ঘাট এসে দুপুরের লাঞ্চ করবো। একটু রেস্ট নিয়ে বিকেলে নিলাদ্রি লেকে ফটোসেশান আর নৌকায় ঘুরে পাড় করবো সন্ধার পরে নৌকায় গান,আড্ডা গল্প হবে রাতের ডিনার করে আবারো গভীর রাত পর্যন্ত চলবে গান আর আড্ডা এরপর ঘুম।

৩য় দিনঃ ১৬ ই জুলাই বুধবার সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে নৌকায় করে চলে যাবো শিমুল বাগান,যাদু কাটা নদী ও বারিক্কাটিলা দেখতে। বারিক্কাটিলা থেকে নেমে যাদুকাটা নদীতে গোসল করে লাঞ্চ করে সুনামগঞ্জের উদ্দেশে রওনা হবো। সুনামগঞ্জ পৌছে বাসে চড়ে ঢাকার উদ্দেশে রওনা হবো।

৪র্থ দিনঃ ১৭ ই জুলাই বৃহস্পতিবার খুব ভোরে আমরা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থাকবো ইনশাআল্লাহ।

এই ট্যুরে যা যা নেওয়া দরকারঃ

======================

√গামছা, সানগ্লাস, ক্যাপ, সান্সক্রীম, টুথপেস্ট, ব্রাশ, টয়লেট পেপার, ক্যামেরা, এক্সটা ব্যাটারী, পাওয়ার ব্যাংক, টর্চলাইট,গোসলের জন্যে পর্যাপ্ত জামাকাপড়, ব্যক্তিগত ঔষধ।

-----------------------------------------------------------
বিস্তারিত জানতে আমাদের ইনবক্স করুন
অথবা কল করুন ০১৭৪২৯০০০৮৮

22/06/2024

আজকের খেলায় বাংলাদেশ জিতলে টাঙ্গুয়ার হাওর ট্যুরে ৫০% ডিসকাউন্ট

সকল ভ্রমণ পিপাসুদের ভবঘুরে ট্যুরিজমের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
10/04/2024

সকল ভ্রমণ পিপাসুদের ভবঘুরে ট্যুরিজমের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।

মাত্র- ৬৯৯০৳ ২৬,২৭,২৮ জানুয়ারি ট্যুরিস্ট শীপে গহীন  সুন্দরবন ৪ রাত ৩ দিনের ট্যুর (হিডেন চার্জ নেই)।🚞 যাত্রার তারিখঃ২৫ জা...
16/01/2024

মাত্র- ৬৯৯০৳ ২৬,২৭,২৮ জানুয়ারি ট্যুরিস্ট শীপে গহীন সুন্দরবন ৪ রাত ৩ দিনের ট্যুর (হিডেন চার্জ নেই)।

🚞 যাত্রার তারিখঃ
২৫ জানুয়ারি রাত ১১.৩০ টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরু।

🚋 ফেরার তারিখঃ
২৮ জানুয়ারি রাত ১০.৩০ টায় ঢাকা সায়দাবাদ থাকবো / সময় সাক্ষেপে কেন্দ্রীয় শহীদ মিনার থাকবো ইনশাআল্লাহ।

বুকিংয়ের সিরিয়াল অনুসারে আসন বন্টন করা হবে। মহিলা,কাপল,বাচ্চা,বৃদ্ধদের সামনের ৪ লাইনের সিটে অগ্রাধিকার দেওয়া হবে।

📢 ডেডলাইনঃ সিট খালি থাকা সাপেক্ষ।

ইভেন্ট ফি :
৬৯৯০(এটাচ বাথরুম ছাড়া রুম )
৭৪৯০ (এটাচ বাথরুম সহ রুম)

বুকিংঃ
অফিসে এসে দিলে জনপ্রতি ৪০০০/-টাকা
বিকাশে দিলেঃ- ৪০৮০৳ (অফেরতযোগ্য)

বি.দ্র : ট্যুরের ৩ দিন আগে সম্পূর্ণ ইভেন্ট ফি পরিশোধ করতে হবে।

--------------------------------------------------------------------
যোগাযোগের ঠিকানাঃ
================
ভবঘুরে ট্যুরিজম, ৭/৫ জান্নাতবাগ, কামরাংগীর চর, ঢাকা ১২১১। ফোন: 01742900088

❑ এই ট্যুরে আমরা যা যা দেখবো।।
===================================
> গহীন সুন্দরবন।
> হাড়বাড়িয়া পর্যটন কেন্দ্র।
> জামতলা সী বীচ। ।
> কটকা অভয়ারণ্য।
> হিরণ পয়েন্ট।
> দুবলার চর।
> শুটকি পল্লি।
> করমজল পর্যটন কেন্দ্র।
> মংলা নৌ বন্দর।
> রূপসা ব্রীজ ।
> সময় সাপেক্ষে আরো কিছু স্পট।

❑ এই ইভেন্ট ফি এর মধ্যে যা যা থাকবে --
===================================

✔ ঢাকা - খুলনা - ঢাকা আপ-ডাউন নন এসি বাসের টিকেট।
✔ খুলনা -সুন্দরবন - খুলনা রিজার্ভ জাহাজ।
✔ সর্বোমোট ৮ বেলা মূল খাবার।
✔ অতিরিক্ত ৬ বেলা স্ন্যাকস।
✔ স্পট ভ্রমণ ও ক্যানেল ক্রুজিংয়ের জন্য এক্সট্রা ট্রলার।
✔ সুন্দরবন ফরেস্ট অফিসের পারমিশন ফি।
✔ প্রতিটি স্পটের এন্ট্রি টিকেট
✔ ফরেস্ট অফিসের গানম্যান ফি।
✔ 🙋‍♂️ অভিজ্ঞ গাইড ফি।

❑ এই ইভেন্টের ফি এর মধ্যে যা যা থাকবে না --
===================
> ️ হাইওয়ে হোটেল যাত্রা বিরতিতে খাবার ।
> আসার দিন রাতের খাবার।
> মেন্যুর বাহিরে অতিরিক্ত খাবার খরচ।
> ইভেন্টে উল্লেখ্য নাই এরকম কোনো খরচ।

❑ ট্যুর প্ল্যান -

✅ ০০ দিন : ২৫ জানুয়ারি রাত ১১.৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে খুলনার উদ্যেশ্যে যাত্রা শুরু।

✅ ১ম দিন: ২৬ জানুয়ারী খুব ভোরে খুলনা নেমে জাহাজঘাট থেকে শীপে উঠবো । তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। জাহাজ মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা ব্রীজ, খুলনা শীপ ইর্য়াড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে। দুপুর ১ টা থেকে ২টার মধ্যে আমরা চাঁদপাই ফরেস্ট অফিস পৌছাবো। বন-বিভাগের অনুমোদনপত্র ও গার্ড নিয়ে বিকাল ৩/৪ টার মধ্যে হাড়বাড়িয়ায় পৌছাবো, সেখানে বন বিভাগের ইকো ট্যুরিজম স্পট দেখবো। এরপর বনের ভিতর দিয়ে ছোট ছোট ক্যানেল পার হয়ে কটকার উদ্দেশ্যে রওনা হয়ে আনুমানিক রাত ১০ টায় পৌছাবও এবং রাতে জাহাজে অবস্থান করবো।
✅ ২য় দিন: ২৭ জানুয়ারী ভোরে ট্রলারে করে কটকার আশেপাশে ক্যানেল ক্রুজিং। তারপর ওয়াচ টাওয়ার হয়ে জামতলা সী বিচে গহীন বনের মধ্যে দিয়ে পায়ে হেটে ভ্রমন, ফিরে এসে ব্রেকফাস্ট করে কটকার অফিস পার নামবো ভাগ্য সুপ্রসন্ন হলে সেখানে প্রচুর হরিণের দেখা পেতে পারি, সেখান থেকে ঘুরে আমরা লঞ্চে ফিরবো, লাঞ্চ করে আমরা হিরণ পয়েন্টের দিকে রওনা করবো। সন্ধায় দুবলার চরে ঘুরাঘুরি করে সূর্যাস্তের পরে শীপে এসে বার-বি-কিউ ডিনার করে জাহাজে রাত্রি যাপন।

✅ ৩য় দিন: ২৮ জানুয়ারি সকালের নাস্তা খেয়ে করমজল ইকো ট্যুরিজম স্পট পরিদর্শন। সকাল ১০টায় করমজলে কুমিরের প্রজননকেন্দ্র দেখে দুপুরের দিকে খুলনার উদ্দেশ্যে রওনা। সন্ধায় খুলনা পৌছে আনুমানিক ৬ টায় রাতের বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো।ইনশাল্লাহ রাত ১১ টার মধ্যে ঢাকায় থাকবো।

❑ খাবার মেন্যু-
🔹১ম দিন-
🔸ব্রেকফাস্ট (সকাল ৮ টা) - পরেটা,মিক্স সবজি,ছোলার ডাল,ডিম ভাজি,চা।
🔸স্ন্যাকস ( সকাল ১১ টা) - পেয়ারা / আমড়া মাখানো, চা।
🔸লাঞ্চ (দুপুর ২ টা) - ভাত, ডিম-আলু ভর্তা, চিংড়ি সবজি, চিকেন কারি,সামুদ্রিক মাছ ভুনা,ডাল, সালাদ।
🔸বিকালের স্ন্যাকস ( বিকাল ৫ টা) - পুরি, চা।
🔸ডিনার (রাত ৯ টা) - পরেটা, চিকেন বার বি কিউ, ছোলার ডাল, সালাদ, সফট ড্রিংকস।

🔹 ২য় দিন -
🔸মর্নিং টি (ভোর ৫.৩০) - বিস্কুট,মুড়ি,চা।
🔸ব্রেকফাস্ট ( সকাল ৯ টা) - ভুনা খিচুড়ি, বেগুন ভাজি, এগ মালাই কারি,আচার,চা।
🔸ট্রেইল শেষে - কমলা, ট্যাং।
🔸লাঞ্চ (দুপুর ২ টা) - ভাত, ভর্তা, লাউ চিংড়ি,চিকেন কারি, সামুদ্রিক মাছ,ডাল,সালাদ,দই।
🔸বিকালের স্ন্যাকস (বিকাল ৫ টা) - এগ নুডলস, চা।
🔸ডিনার (রাত ৯ টা) - পরেটা, চিকেন বার বি কিউ,ছোলার ডাল,সালাদ,সফট ড্রিংকস।

🔹৩য় দিন
🔸ব্রেকফাস্ট ( সকাল ৯ টা) - পরেটা,মিক্স সবজি,ডিম, চা।
🔸স্ন্যাকস (বেলা ১১ টা) - ড্রাক কেক, চা
🔸লাঞ্চ ( দুপুর ২ টা) - ভাত, ভর্তা,মিক্স সবজি,চিকেন কারি,ডাল,সালাদ।
🔸 বিকালের স্ন্যাকস ( বিকাল ৪.৩০) - ছোলা-মুড়ি,চা/কফি।
===================================

🖐️ যারা যারা এই ট্যুরে যেতে আগ্রহী তারা এই ইভেন্টটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে পারেন। তাহলে আপনার দেখাদেখি আপনার বন্ধুবান্ধব, পরিচিতরাও জয়েন করতে পারবেন।

🪁 বিঃদ্রঃ আমরা সবসময় বাজেট ট্যুর করে থাকি যারা সবকিছুতে অতিমাত্রায় প্রিমিয়াম সার্ভিস খুঁজেন তারা এই ইভেন্ট থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

16/12/2023

গরু তো গরুই

🚉 ট্রেনের নাম : কক্সবাজার এক্সপ্রেস 🙋টিকিটের দাম : ঢাকা টু কক্সবাজার শোভন চেয়ারের ভাড়া ৬৯৫ টাকা স্নিগ্ধতে (এসি চেয়ার) ভা...
05/12/2023

🚉 ট্রেনের নাম : কক্সবাজার এক্সপ্রেস 🙋

টিকিটের দাম : ঢাকা টু কক্সবাজার শোভন চেয়ারের ভাড়া ৬৯৫ টাকা
স্নিগ্ধতে (এসি চেয়ার) ভাড়া ১৩২৫ টাকা এবং বার্থের (স্লিপার) ভাড়া ২০৩৮ টাকা।

🕙সময়:
ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত ১০:৩০ মিনিটে, কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল ০৭:২০ মিনিটে।

❌ ঢাকা - কক্সবাজারগামী ট্রেনের অফ ডে সোমবার
❌ কক্সবাজার - ঢাকাগামী ট্রেনের অফ ডে মঙ্গলবার

জানালার পাশের (window seat) সিট:
🌸শোভন চেয়ার/S_Chair:
ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত ৬০-৩৩ সোজা বা যাত্রামূখী আসন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকা ০১-৩২ সোজা বা যাত্রামূখী আসন হবে।

🌸এসি চেয়ার/Snigdha:
ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত ৫৫-২৮ সোজা বা যাত্রামূখী আসন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকা ০১-২৭ সোজা বা যাত্রামূখী আসন হবে।

© কালেক্টেড পোস্ট

ব্রেকিং নিউজ.....!!! ট্রেনের নাম - কক্সবাজার এক্সপ্রেস!!! আগামীকাল থেকে টিকেট বিক্রি শুরু!!প্রথম যাত্রার তারিখ ০১-ডিসেম্...
20/11/2023

ব্রেকিং নিউজ.....!!!
ট্রেনের নাম - কক্সবাজার এক্সপ্রেস!!!
আগামীকাল থেকে টিকেট বিক্রি শুরু!!
প্রথম যাত্রার তারিখ ০১-ডিসেম্বর-২০২৩ ইংরেজি ।
টিকেট পাওয়া যাবে অনলাইন ও কাউন্টারে - একই সাথে আগামীকাল সকাল ৮ টা থেকে ।। যেতে পারবেন একসাথে ৭৮০ জন যাত্রী!!!

19/11/2023

আপনার প্রেডিকশন কমেন্ট করুন-
২০২৩ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হবে কোন দেশ?
A. Australia
B. Bharat

যারা এতো দিন বাস জার্নির ভয়ে কক্সবাজার যেতেন না তাদের জন্য সুখবরহবে নাকি একটা ট্যুর?
01/11/2023

যারা এতো দিন বাস জার্নির ভয়ে কক্সবাজার যেতেন না তাদের জন্য সুখবর
হবে নাকি একটা ট্যুর?

24/10/2023

Biggest Tourism Festival 2023

পূজার ছুটিতে সবচেয়ে কম খরচে ঘুরে আসুন কক্সবাজার থেকে ভবঘুরে ট্যুরিজম এর সাথে। ট্যুর প্যাকেজ: ৩ রাত ২ দিন।যাত্রা শুরুঃ ২৪...
15/10/2023

পূজার ছুটিতে সবচেয়ে কম খরচে ঘুরে আসুন কক্সবাজার থেকে ভবঘুরে ট্যুরিজম এর সাথে।

ট্যুর প্যাকেজ: ৩ রাত ২ দিন।

যাত্রা শুরুঃ ২৪ অক্টোবর ২০২৩ ইং, বিকেল ৫ টা।
ফেরার তারিখঃ ২৬ অক্টোবর ২০২৩ ইং, সন্ধ্যা ৬ টা।
ইনশাআল্লাহ ২৭ তারিখ সকাল ৮ টার মধ্যে যে যার গন্তব্যে উপস্থিত থাকব।

রূট: সিরাজগঞ্জ - সাভার - গাবতলি - ঢাকা নিউমার্কেট - সায়দাবাদ - কক্সবাজার।

যারা ঢাকা থেকে যাবেন তারা গাবতলী, নিউমার্কেট, সায়দাবাদ থেকে বাসে উঠতে পারবেন।

ইভেন্ট ফীঃ জনপ্রতি ২৯৯০ টাকা মাত্র (১ রুমে ৪/৫ জন)
কাপল ৬৯৯০ টাকা (১ রুমে ২ জন)
-----------------------------------

👇 যা যা দেখবো -
➡ সুগন্ধা পয়েন্ট
➡ লাবনী পয়েন্ট
➡ হিমছড়ি
➡ ইনানী বিচ
➡ সালসা বিচ
➡ পাটুয়ার টেক
➡ মিনি বান্দরবান

যা থাকছে প‍্যকেজে:-
➡ সিরাজগঞ্জ - ঢাকা- কক্সবাজার নন এসি বাস সার্ভিস (আসা যাওয়া)
➡ ৫ বেলা খাবার
➡ গাইড খরচ
➡ ১ রাত্রি যাপন হোটেল খরচ,
=========================

যা থাকছে না:-
🚫 হাইওয়ে যাত্রা বিরতি খাবার
🚫 কোনো প্রকার ব‍্যক্তিগত খরচ
🚫 আসার দিন রাতের খাবার
🚫 লোকাল ট্রান্সপোর্ট খরচ
=========================

হিমছড়ি, ইনানি, মিনি বান্দরবান এডমিনের সাথে যেতে হবে।
লোকাল ট্রান্সপোর্ট খরচ পরবে ৩০০/- বাধ্যতামূলক নয়।

আসন সংখ্যাঃ ৪৫ জন (সীট খালি থাকা সাপেক্ষে)
বাস রিজার্ভ (চেয়ারকোচ বাস)

বুকিং করতে যোগাযোগ 01742900088, 01671382202,

বুকিং মানি বাবদ ১৫১৫/- টাকা বিকাশ বা নগদে পাঠাতে হবে (অফেরতযোগ‍্য)

বিকাশঃ 0742900088
নগদঃ 01742900088

ট‍্যুর চলাকালীন সাবধানতা
➡ কারো সাথে কোনো প্রকার খারাপ আচরণ করা যাবে না
➡ ট‍্যুরে কোনো মেয়ে মেম্বারদের সাথে কোনো মিস বিহেইভ করলে তার জন্য কঠোর ব‍্যবস্থা নেয়া হবে
➡ গাড়িতে কোনো প্রকার মাদক সেবন বা বহন করা যাবে না। জানতে পারলে তাকে গ্রুপ থেকে বের করে দেয়া হবে। তাই সবসময় মেয়েদের নিরাপত্তা দিয়ে থাকি আমরা 🙂
ছেলে, মেয়ে, কাপল, পরিবার সবাই জয়েন হতে পারবেন আমাদের এই ট‍্যুরে।

একটি নিরাপদ ভ্রমন ভবঘুরে ট্যুরিজম এর সাথে।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।প্রিয় এডমিন ভাই ও বোনেরা...BIGGEST TOURISM FESTIVAL 2023 আয়োজনের লক্...
21/09/2023

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় এডমিন ভাই ও বোনেরা...

BIGGEST TOURISM FESTIVAL 2023 আয়োজনের লক্ষে আগামী ২৪ই অক্টোবর রোজ মঙ্গলবার ২০২৩ইং আইডিইবি ভবন -অডিটোরিয়াম,
১৬০/এ ভিআইপি রোড, কাকরাইল, ঢাকা এক বৃহৎ মিলন মেলার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইন শা আল্লাহ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ পর্যটন মন্ত্রনালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, হোটেল, মোটেল, রিসোর্ট, বাস ও শিপ মালিক সমিতির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। এছাড়াও থাকবেন গণমাধ্যমকর্মী এবং বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা ছোট-বড় বিভিন্ন ট্যুর গ্রুপ বা প্রতিষ্ঠানের ফাউন্ডার, এডমিন, মডারেট, হোস্ট।

অনুষ্ঠান সূচিতে থাকছেঃ-
* দোয়া মাহফিল
* পরিচিতি সভা
* অনুষ্ঠানের ম্যানেজমেন্ট ও স্পন্সরদের নাম প্রকাশ
* দেশের পর্যটন খাত নিয়ে সাধারণ বক্তব্য
* প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য
* সম্মাননা স্মারক প্রদান
* সাংস্কৃতিক পর্ব
* দুপুরের খাবার ও সন্ধ্যার নাস্তা।

এ অনুষ্ঠানে প্রতি গ্রুপ থেকে একাধিক ফাউন্ডার, এডমিন,মডারেটর, হোস্ট এবং নিজের পরিবার নিয়ে অংশগ্রহণ করতে পারবে।

অনুষ্ঠানে যোগ দিতে চাইলে অবশ্যই আপনাকে রেজিষ্ট্রেশনের আওয়াত আসতে হবে এতে করে ভবিষ্যতে আপনি পর্যটন খাতের সকল ধরনের সহযোগিতা পাবেন ইন শা আল্লাহ।

রেজিষ্ট্রেশন ও স্পনসরশীপ প্রক্রিয়াঃ-

১। স্বনামধন্য কোম্পানীর স্পন্সরশীপ।

২। রিসোর্ট , হোটেল ,মোটেল,বাস, শীপ মালিক সমিতির স্পন্সরশীপ সর্বনিম্ন ফি ৫০০০৳

৩। ট্রাভেল গ্রুপ ভিত্তিক স্পনসরশীপ।
(প্রতি গ্রুপ ২০০০৳) সর্বনিম্ন।

৪। রেজিষ্ট্রেশন ফি জনপ্রতি ৫০০ টাকা

আমাদের ভবঘুরে ট্যুরিজমের যে কোন মেম্বার এই ইভেন্টে যোগদান করতে পারেন।

এখন ঠিক আছে 😌
16/09/2023

এখন ঠিক আছে 😌

যাবেন নাকি পৃথিবীর সবচেয়ে বড় কক্সবাজারে 😁
29/08/2023

যাবেন নাকি পৃথিবীর সবচেয়ে বড় কক্সবাজারে 😁

🏍️ মোটরসাইকেলে দীর্ঘতম যাত্রার বিশ্ব রেকর্ডটি আর্জেন্টিনার এমিলিও স্কটোর।১৭ জানুয়ারী, ১৯৮৫ সালে ভ্রমণের উদ্দেশ্যে বাড়ি...
27/08/2023

🏍️ মোটরসাইকেলে দীর্ঘতম যাত্রার বিশ্ব রেকর্ডটি আর্জেন্টিনার এমিলিও স্কটোর।

১৭ জানুয়ারী, ১৯৮৫ সালে ভ্রমণের উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন এবং ২ এপ্রিল, ১৯৯৫ এ বাড়ি ফিরেন। এ যাত্রায় মোট ৭,৩৫,০০০ কিলোমিটার পাড়ি দেওয়ার সময় তিনি ২১৪টি স্বাধীন দেশ ও অঞ্চল পরিদর্শন করেন।

পুরো যাত্রায় তার সাথে ছিল লিজেন্ডারি Honda GL1100 Goldwing মোটরসাইকেলের ১৯৮০ সালের মডেল। নিজের বাহনকে এমিলিও-র দেওয়া নাম ছিল "ব্ল্যাক প্রিন্সেস"।

১০ বছরের এই ভ্রমণে "ব্ল্যাক প্রিন্সেস" ৪৭,০০০ লিটার জ্বালানী, ১,৩০০ লিটার ইঞ্জিন অয়েল, ৮৬টি টায়ার, ১২টি ব্যাটারি ব্যবহৃত হয় এবং ৯টি সিট পাল্টাতে হয়!
এই দীর্ঘ ৭ লাখ ৩৫ হাজার কিলোমিটার ভ্রমণে শুধুমাত্র ১টি ইঞ্জিন পরিবর্তন করতে হয়েছিল।

ভ্রমণ শেষে দেশে ফিরে এমিলিও লিখেন 'দ্য লংগেস্ট রাইড', ২২৪ পৃষ্ঠারও বেশি এ লিখায় তিনি তার অবিশ্বাস্য যাত্রা বর্ণনা করেছেন।

"আমার মায়ের জন্য ঔষধ বাবদ প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা লাগতো। গত দুই মাস আগে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। মা মারা...
11/07/2023

"আমার মায়ের জন্য ঔষধ বাবদ প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা লাগতো। গত দুই মাস আগে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। মা মারা যাওয়ার কারণে, আমার তো এখন প্রতিমাসে পনেরো থেকে বিশ হাজার টাকা অতিরিক্ত থাকার কথা! কিন্তু সে টাকা কই ? আমি টাকার কোন হিসেব পাই না।"
--- স্যার শাহ্ আব্দুল হান্নান ---(সাবেক সচিব)।
স্যারের কথার সারমর্ম হল- মানুষ যখন চলে যায়, তার রিযক্বের অংশও সাথে করে নিয়ে যায়। অর্থাৎ ভাই-বোন, আত্নীয়-স্বজন, পিতা-মাতার রিযিক্বের অংশ আপনার আয়ের মধ্যেই দেওয়া থাকে। কখনো ভাববেন না যে, আপনি যদি তাদের জন্য খরচ না করেন, তাহলে বরাদ্দকৃত অংশ আপনার মূল টাকায় যোগ হবে। তারা তাদের রিযক্ব খাচ্ছে, ঠিক যতটুকু আপনার ভান্ডারে তাদের জন্য তিনি (রিযক্বদাতা) রেখেছেন। পরিবারের জন্য খরচ করার মতো সৌভাগ্য সবার হয়না, আর না সবাই সেই মানসিকতা রাখে।

Address

7/5 Jannat Bag, 56 No Ward, Kamrangir Char
Dhaka
1211

Alerts

Be the first to know and let us send you an email when Voboghure Tourism - ভবঘুরে ট্যুরিজম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category