An Noor Hajj Umrah Kafela

An Noor Hajj Umrah Kafela বাইতুল্লার মেহমানদের বিশ্বস্ত রাহবার

08/10/2024

উমরাহ্ 🕋
আপনি কি পবিত্র উমরাহ্ 🕋 পালনের নিয়্ত করেছেন? সাশ্রয়ী খরচে উমরাহ পালন করতে আজই আপনার বুকিং কনফার্ম করুন! An Noor Hajj Umrah Kafela

আলহামদুলিল্লাহ,
আমাদের উমরাহ কাফেলা অভিজ্ঞ মোয়াল্লিম/ গাইড এর তত্ত্বাবধানে পরিচালিত৷ যার ফলে আমাদের সম্মানিত বাইতুল্লাহর মেহমানগণ বিশুদ্ধভাবে তাদের উমরাহ কার্যক্রম সম্পন্ন করতে পারেন৷

🕒 সফরঃ ১৪ দিন ১৩ রাত৷
✈️ ফ্লাইটঃ ডিরেক্ট অথবা ট্রানজিট৷
🟪 প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত থাকবেঃ
🔹 বীমাসহ উমরাহ ভিসা।
🔹 যাত্রার পূর্বে উমরাহ ও যিয়ারাহ বিষয়ে প্রশিক্ষণ।
🔹 ইকোনমি ক্লাস রিটার্ন এয়ার টিকেট।
🔹 মক্কায় মসজিদে হারামের নিকটবর্তী হোটেল৷
🔹 মদীনায় মসজিদে নববীর নিকটবর্তী হোটেল৷
🔹 সকল ট্রান্সপোর্ট সেবা৷
🔹 সকাল, দুপুর ও রাতে তিনবেলা বাঙালি খাবার৷
🔹 মক্কা ও মদিনার দর্শনীয় স্থান সমূহ যিয়ারাহ।
🔹 মক্কা ও মদীনায় সার্বক্ষণিক অভিজ্ঞ গাইড৷
বিস্তারিত জানতে সরাসরি ফোন, এসএমএস বা হোয়াটসঅ্যাপ করুনঃ
📱 01989-050193

01/09/2024

২০২৫ সালের হজ্জের প্রাথমিক নিবন্ধন চলছে
যা যা লাগবে।

♦১/জাতীয় পরিচয় পত্র।
♦২/মোবাইল নাম্বার- ইমেল যদি থাকে ।
♦৩/পেশা / পদবী ।
♦৪/৩০ হাজার টাকা দিয়ে প্রাথমিক নিবন্ধণ করুন ।
২০২৫ সালে হজ্জ করতে আগ্রহী গণ
♦যোগাযোগ করুনঃ
আন নূর হজ্জ ওমরা কাফেলা
01989-050193

22/08/2024

ফেনী, নোয়াখালী সহ আশেপাশের বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে সবাই কম বেশি অবগত হয়েছেন। অনেকেই যার যার সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়েছেন। আবার অনেকেই সাহায্য করতে চাচ্ছেন কিন্তু বিশ্বস্ত মাধ্যম খুঁজে পাচ্ছেন না।

আলহামদুলিল্লাহ।। #আস সুন্নাহ ফাউন্ডেশন, একটি বিশ্বাসযোগ্য মাধ্যম।
যে কোনো পেমেন্ট মেথড থেকে এই প্রকল্পে অনুদান পাঠাতে ক্লিক করুন: https://asf.sh/flood

A/c Name: As Sunnah Foundation
A/c No.07511100103013
EXIM Bank Limited
Satarkul Branch
SWIFT Code: EXBKBDDH
Routing:100264025
Dhaka

📲বিকাশ/নগদ মার্চেন্ট: 01958 277609 (পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে।)

03/07/2024
27/06/2024

উমরাহ্ 🕋
আপনি কি পবিত্র উমরাহ্ 🕋 পালনের নিয়্ত করেছেন? সাশ্রয়ী খরচে উমরাহ পালন করতে আজই আপনার বুকিং কনফার্ম করুন! An Noor Hajj Umrah Kafela

আলহামদুলিল্লাহ,
আমাদের উমরাহ কাফেলা অভিজ্ঞ মোয়াল্লিম/ গাইড এর তত্ত্বাবধানে পরিচালিত৷ যার ফলে আমাদের সম্মানিত বাইতুল্লাহর মেহমানগণ বিশুদ্ধভাবে তাদের উমরাহ কার্যক্রম সম্পন্ন করতে পারেন৷
🕒 সফরঃ ১৪ দিন ১৩ রাত৷
✈️ ফ্লাইটঃ ডিরেক্ট ও ট্রানজিট৷
🟪 প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত থাকবেঃ
🔹 বীমাসহ উমরাহ ভিসা।
🔹 যাত্রার পূর্বে উমরাহ ও যিয়ারাহ বিষয়ে প্রশিক্ষণ।
🔹 ইকোনমি ক্লাস রিটার্ন এয়ার টিকেট।
🔹 মক্কায় মসজিদে হারামের নিকটবর্তী হোটেল৷
🔹 মদীনায় মসজিদে নববীর নিকটবর্তী হোটেল৷
🔹 সকল ট্রান্সপোর্ট সেবা৷
🔹 সকাল, দুপুর ও রাতে তিনবেলা বাঙালি খাবার৷
🔹 মক্কা ও মদিনার দর্শনীয় স্থান সমূহ যিয়ারাহ।
🔹 মক্কা ও মদীনায় সার্বক্ষণিক অভিজ্ঞ গাইড৷
বিস্তারিত জানতে সরাসরি ফোন, এসএমএস বা হোয়াটসঅ্যাপ করুনঃ
📱 01989-050193

27/06/2024

বাইতুল্লাহর মেহমানদের বিশ্বস্ত রাহবার।।।

🕋 প্যাকেজে কি কি থাকছে :

✅ ওমরাহ্ ভিসা

✅ রিটার্ন এয়ার টিকেট

✅ অভিজ্ঞ মুয়াল্লিম

✅ মক্কায় ও মদিনায় হোটেল রুম ৪/৫/৬

✅ বাংলাদেশী খাবার

✅ ট্রান্সপোর্ট সুবিধা

✅ এক সফরে একের অধিক উমরা করার সুযোগ।

01989-050193

22/06/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।।
পবিত্র কাবাঘরের চাবি সংরক্ষক ড. শায়খ সালেহ আল শাইবা ইন্তেকাল করেছেন

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক-ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফার ময়দান।।।হজরত আয়েশা (রা.) বলেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ...
15/06/2024

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক-ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফার ময়দান।।।
হজরত আয়েশা (রা.) বলেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনোদিনই এমন নেই, যেদিন আল্লাহতায়ালা আরাফার দিনের চেয়েও অধিক সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তিদান করেন। আর তিনি তাদের নিকটবর্তী হন। এরপর ফেরেশতাদের সঙ্গে তাদের নিয়ে গর্ব করে বলেন, কী চায় এরা? -সহিহ মুসলিম। হজরত আবু হুরায়রা (রা.) বলেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহতায়ালা ফেরেশতাদের সঙ্গে আহলে আরাফাকে নিয়ে গর্ব করেন এবং বলেন, আমার এইসব বান্দাকে দেখ, কেমন উস্কোখুস্কো চুলে, ধূলিমলিন হয়ে আমার কাছে এসেছে। -মুসনাদে আহমদ

আরাফার দিনে দোয়ার ফজিলত
হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফা দিবসের শ্রেষ্ঠ দোয়া এবং আমি ও পূর্ববর্তী নবীরা যা বলেছিল তার সর্বশ্রেষ্ঠ দোয়া হলো, ‘লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির। ’ -জামে তিরমিজি
সংগৃহিত।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম (সা.)-কে জিজ্ঞেস করা হয়েছে, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, ‘আল্লাহ ...
04/06/2024

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম (সা.)-কে জিজ্ঞেস করা হয়েছে, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, ‘আল্লাহ ও তার রাসুলের ওপর ইমান আনয়ন করা।’ পুনরায় জিজ্ঞেস করা হলো, এরপর কোনটি? তিনি বললেন, ‘আল্লাহর রাস্তায় জিহাদ করা।’ পুনরায় জিজ্ঞেস করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, ‘হজে মাবরুর করা।’ (অর্থাৎ মকবুল হজ করা)। (বুখারি, হাদিস : ১৪২৯)

আর হজ মূলত তিন প্রকার। তামাত্তু, কিরান ও ইফরাদ।
সংগৃহীত।।

01/04/2024

আসসালামু আলাইকুম,
>>সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ৫ এপ্রিল হতে ১৪ এপ্রিল পর্যন্ত সৌদি এম্বাসি বন্ধ থাকবে।

21/03/2024

রামাদান ওমরাহ প্যাকেজঃ
আর মাত্র ০৫টি সিট খালি আছে।

২৭ মার্চ ঢাকা-জেদ্দা,
১০ এপ্রিল মদিনা -ঢাকা।

ডিরেক্ট ফ্লাইট

🕋 প্যাকেজে কি কি থাকছে :
✅ ওমরাহ্ ভিসা

✅ হেলথ ইনস্যুরেন্স

✅ রিটার্ন এয়ার টিকেট

✅ অভিজ্ঞ মুয়াল্লিম

✅ মক্কায় ও মদিনায় হোটেল রুম ৪/৫/৬

✅ বাংলাদেশী খাবার(পানি হাজি সাহেবদের নিজ দায়িত্ব)

✅ জেদ্দা-মক্কা, মক্কা-মদিনা, মদিনা-মদিনা এয়ারপোর্ট ট্রান্সপোর্ট

✅ এক সফরে একের অধিক উমরা করার সুযোগ।

01989-050193

রামাদান ওমরাহ প্যাকেজঃ২৭ মার্চ ঢাকা-জেদ্দা,১০ এপ্রিল মদিনা -ঢাকা।ডিরেক্ট ফ্লাইট🕋 প্যাকেজে কি কি থাকছে :✅ ওমরাহ্ ভিসা✅ হে...
17/03/2024

রামাদান ওমরাহ প্যাকেজঃ

২৭ মার্চ ঢাকা-জেদ্দা,
১০ এপ্রিল মদিনা -ঢাকা।

ডিরেক্ট ফ্লাইট
🕋 প্যাকেজে কি কি থাকছে :
✅ ওমরাহ্ ভিসা
✅ হেলথ ইনস্যুরেন্স
✅ রিটার্ন এয়ার টিকেট
✅ অভিজ্ঞ মুয়াল্লিম
✅ মক্কায় ও মদিনায় হোটেল রুম ৪/৫/৬
✅ বাংলাদেশী খাবার(পানি হাজি সাহেবদের নিজ দায়িত্ব)
✅ জেদ্দা-মক্কা, মক্কা-মদিনা, মদিনা-মদিনা এয়ারপোর্ট ট্রান্সপোর্ট
✅ এক সফরে একের অধিক উমরা করার সুযোগ।
01989-050193

Address

Vatara, Solmaid, Delowar Market
Dhaka
1212

Telephone

+8801989050193

Website

Alerts

Be the first to know and let us send you an email when An Noor Hajj Umrah Kafela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to An Noor Hajj Umrah Kafela:

Videos

Share

Category