Al Qibla Hajj and Umrah

Al Qibla Hajj and Umrah Hajj is a spiritual duty and a pillar of Islam, and for many, it is a once in a lifetime event.

27/01/2025

আসসালামু আলাইকুম।
প্রশিক্ষণ নিয়ে হজ- উমরা পালন করুন।আল কিবলা হজ মিশন হাজিদের জন্য আয়োজন করেছে প্রশিক্ষণ কর্মশালা।শুরুতেই উমরা প্রশিক্ষণ ।আগামী মংগলবার ২৮শে জানুয়ারি'২৫ বিকাল ৪.৩০ মিনিটে আল কিবলা হজ মিশন অফিসে প্রশিক্ষণ এর ব্যবস্হা করা হয়েছে।আগ্রহী ভাই-বোনেরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন।

কাস্টমাইজড ভিআইপি উমরাহ প্যাকেজ।
14/01/2025

কাস্টমাইজড ভিআইপি উমরাহ প্যাকেজ।

14/01/2025
23/12/2024

ওমরাহ মানে কি শুধুই এক সফর❓
না, এটি একটি বিশেষ যাত্রা, যেখানে প্রশান্তি, নির্ভুলতা, এবং চিন্তামুক্ত অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। যা নিশ্চিন্ত মনে ওমরাহ পালনে, নিজেকে উৎসর্গ করার সুযোগ তৈরি করে দেয়। এজন্যই আমাদের বিশেষ 'ক্বাবা ভিউ প্যাকেজ'।

এই প্যাকেজের প্রতিটি সেবা এমনভাবে সাজানো হয়েছে, যাতে আপনার ওমরাহ হয়ে ওঠে স্মরণীয়, সার্থক ও সাফল্যময়। 💎

প্যাকেজটি কেন বিশেষ?
✔ আরামদায়ক থাকা ও ক্বাবার কাছে থাকার সুযোগ
✔ মক্কা ও মদিনার ৫ তারকা হোটেল
✔ মসজিদুল হারাম থেকে দূরত্ব মাত্র ০-২০ মিটার।

ক্লক টাওয়ার এর পুলমান জমজম মক্কা, সুইসোটেল বা সমমানের হোটেল।
মদিনায় মসজিদে নববীর পাশে আনওয়ার আল মুভেনপিক বা সমমানের হোটেল।

✈️ সরাসরি ফ্লাইট (সৌদি এয়ারলাইনস)
ঢাকা থেকে জেদ্দা এবং মদিনা থেকে ঢাকা—কোনো ট্রানজিট ছাড়াই।

🚄 মক্কা থেকে মদিনা বুলেট ট্রেনে যাতায়াত
আরামের সাথে দ্রুত যাত্রার অভিজ্ঞতা।

🕌 মক্কা ও মদিনায় জিয়ারাহ:সম্পূর্ণ প্রাইভেট সার্ভিস:

মক্কা: জাবালে নুর, জাবালে রহমত, মুয়াল্লা গারকাদ, নবিজির জন্মস্থান, মিনা-মুজদালিফা,আরাফাহ ময়দান

মদিনা: মসজিদে কুবা, ওহুদ প্রান্তর, বাকী গারকাদ, খেজুর বাগান।
বিশেষ প্রাইভেট কারে তায়েফ ও অন্যান্য ঐতিহাসিক স্থান ঘুরে দেখার সুযোগ।

🎁 এক্সক্লুসিভ গিফট প্যাকঃ
ওমরাহ যাত্রায় প্রয়োজনীয় জিনিস নিয়ে আল কিবলা হজ মিশনের বিশেষ গিফট প্যাক।

🍴 আন্তর্জাতিক মানের বুফে ব্রেকফাস্ট এর
ব্যবস্থা।

🧑‍🏫 অভিজ্ঞ গাইডের/ আলেমের তত্ত্বাবধানে যাত্রা সরাসরি গাইডলাইন এবং তরুণদের আন্তরিক সহযোগিতা।

কেন এই প্যাকেজ বেছে নেবেন?
☑ ক্বাবার নিকটে থাকার সুযোগ – ইবাদতে প্রশান্তি।
☑ সময় এবং মানের সর্বোচ্চ সংমিশ্রণ।
☑ সবকিছু পরিকল্পিত করার প্রচেষ্টা।
☑ চিন্তামুক্ত সেবা – আপনারা শুধু ইবাদতে মনোযোগ দিবেন।

আমাদের 'ক্বাবা ভিউ প্যাকেজ' এমনভাবে তৈরি, যাতে আপনি শুধুমাত্র আত্মার তৃপ্তি এবং ইবাদতের আনন্দ উপভোগ করতে পারেন। চিন্তামুক্ত ইবাদতের ভাবনা।

📞 বিস্তারিত জানতে এখনই কল করুন: 01911311012
01550001027

সীমিত সময়ের জন্য বুকিং চলছে – দেরি না করে এখনই যোগাযোগ করুন।প্যাকেজটি ৪ রাত মক্কা ৩ রাত মদিনা

🕋 আল কিবলা হজ মিশন এর একটি প্রতিষ্ঠান এস- ফোর ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি, হজ লাইসেন্স নং -১৪৩৩

ইবাদত আপনার সেবা আমাদের।

গাইড নিয়োগ আবদেনের সময়সীমা বাড়িয়েছে ২০ নভেম্বর ২০২৪ পর্যন্ত । আপনি হজ্জ করে থাকলে বাদবাকি শর্তে আবদেন করতে পারেন। সেবা ক...
16/10/2024

গাইড নিয়োগ আবদেনের সময়সীমা বাড়িয়েছে ২০ নভেম্বর ২০২৪ পর্যন্ত । আপনি হজ্জ করে থাকলে বাদবাকি শর্তে আবদেন করতে পারেন। সেবা করার উত্তম একটি জায়গা।

16/10/2024

হজ্জ সম্পন্ন করার পর কিছু বিশেষ আমল ও ইবাদত আছে যা হাজিদের জন্য গুরুত্বপূর্ণ। এ ধরনের আমলগুলো পালন করা হজ্জের সৌন্দর্য ও পূর্ণতা বৃদ্ধি করে। হজ্জ পরবর্তী আমলগুলো নিম্নরূপ:

1. আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও ইস্তিগফার: হজ্জের মাধ্যমে অনেক পাপ ক্ষমা হয়, তবে আল্লাহর কাছে নিয়মিত ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করে যাবার গুরুত্ব অপরিসীম।

2. নফল রোজা রাখা: যারা মক্কা থেকে ফিরে আসেন, তারা চাইলে নফল রোজা রাখতে পারেন, বিশেষত প্রতি সোমবার ও বৃহস্পতিবার। এটি সওয়াব বৃদ্ধির অন্যতম মাধ্যম।

3. নফল হজ্জ বা ওমরাহ করার আশা করা: যারা হজ্জের সওয়াব পেতে চান, তারা জীবনের পরবর্তী সময়গুলোতে পুনরায় হজ্জ বা ওমরাহ পালনের ইচ্ছা পোষণ করতে পারেন।

4. দৈনন্দিন জীবনে নৈতিক ও আধ্যাত্মিক পরিবর্তন: হজ্জের শিক্ষা অনুযায়ী, আত্মশুদ্ধি ও খোদাভীরুতা জীবনের প্রতিটি কাজে প্রতিষ্ঠিত করা উচিত। গিবত, মিথ্যা কথা, ও অন্যের প্রতি অন্যায় আচরণ পরিহার করা আবশ্যক।

5. ধৈর্য ধারণ করা: হজ্জের সময় যেমন কষ্ট সহ্য করা হয়, তেমনই হজ্জ পরবর্তী জীবনেও ধৈর্যশীল হওয়া এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা জরুরি।

6. আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আরও ইবাদত করা: নিয়মিত নামাজ, কুরআন তিলাওয়াত, সাদকা করা, এবং দোয়া-দরুদ পাঠ করা হজ্জ পরবর্তী সময়েও অব্যাহত রাখতে হবে।

7. হজ্জের কথা স্মরণে রাখা: নিয়মিত হজ্জের অভিজ্ঞতা স্মরণ করা এবং নিজের মধ্যে হজ্জের মাধ্যমে অর্জিত শিক্ষা ধরে রাখা গুরুত্বপূর্ণ।

এছাড়া, পরিবারের সদস্যদের এবং আশেপাশের মানুষদের মধ্যে হজ্জের বার্তা প্রচার করা এবং তাদের ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করা উচিত।

আপনার হজ্জ আল্লাহ কবুল করুক।

হজ্ব উমরাহ ভিসার বায়োমেট্রিক পদ্ধতি অনেক সময়  মানুষকে চরম ভোগান্তিতে রাখে। ধৈর্যের সাথে কয়েবার বা কয়েকদিন ট্রাই করতে হতে...
09/10/2024

হজ্ব উমরাহ ভিসার বায়োমেট্রিক পদ্ধতি অনেক সময় মানুষকে চরম ভোগান্তিতে রাখে। ধৈর্যের সাথে কয়েবার বা কয়েকদিন ট্রাই করতে হতে পারে।
এক্ষত্রে বাংলা সরকার বা এজেন্সি সমূহের এ মুহূর্তে কিছু করার নাই

অধিক অফারের ছড়াছড়ি থেকে সাবধান
14/07/2024

অধিক অফারের ছড়াছড়ি থেকে সাবধান

14/07/2024

উমরার ভিসা কি রিজেক্ট হয়?
উমরা ভিসা রিজেক্ট হলে পুনরায় সাবমিট করলে কি ঝুঁকি রয়েছে?

জী, উমরার ভিসা রিজেক্ট হয়। ভিসা করার সময় রিজেক্ট হওয়ার ঝুঁকি রয়েছে।

যারা উমরায় লোক পাঠান তারা এবার ভিসার ব্যাপারটিতে নিজে এবং যাত্রীকে কিছু বিষয়ে সতর্ক করা আবশ্যক।

সেটি হচ্ছে- এবার ভিসা রিজেক্টের হার পূর্বের তুলনায় বেশি। যেহেতু নন-রিফান্ডেবল তাই এটি একটি বড় লস। এমনকি পুনরায় সাবমিট করেও ভিসা রিজেক্ট হতে পারে।

যেহেতু এখানে ভালো একটা আর্থিক বিষয় সম্পৃক্ত সেহেতু এটি এজেন্সি এবং যাত্রীর উভয়ের নলেজে থাকলে ভুল বোঝাবুঝি কম হবে।

কেননা ইতোপূর্বে ভিসা রিজেক্টের হার একেবারেই কম থাকায় যা চোখে না পড়ার মতো ছিলো বিধায় মনে হতো ভিসা শতভাগ হয়; কিন্তু এবারের দৃশ্যপট ভিন্ন।

তাই উমরা প্যাকেজ ঘোষণার সময় এই ঝুঁকির বিষয়টি মাথায় রাখা, সে হিসেবে প্যাকেজ ঘোষণা করা, যাত্রীকে অবহিত করা। অনেকের নসিবে উমরা না-ও থাকতে পারে এ ধরনের জটিলতায়।

তাই ঝুঁকির এই বিষয়টি আমাদের আলোচনায় থাকলে আশা করি অনেক বিড়ম্বনা থেকে মুক্ত থাকা সহজ হবে।

12/07/2024

পবিত্র হজ্ব ২০২৫ এর রোডম্যাপ ঘোষনা। আপনার নাম তালিকাভুক্ত করতে তথা প্রাক নিবন্ধন করতে যা লাগবে
১- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
২- পাসপোর্ট এর কপি
৩- মোবাইল নম্বর
৪- ৩০০০০ টাকা
৫- পুর্ন নিবন্ধনের জন্য সরকার নির্ধারতি ফি ২১০০০০ (+-) টাকা। (২০২৫ সালে হজ্ব করতে চাইলে)

*"বিলাসিতার হজ নয়, হজ করার বিলাসিতা হোক"*২০২৫ সালের হজের জন্য প্রাক-নিবন্ধন করুন। আমরা আল-কিবলা হজ মিশন আপনার ইবাদত সম্...
04/07/2024

*"বিলাসিতার হজ নয়, হজ করার বিলাসিতা হোক"*

২০২৫ সালের হজের জন্য প্রাক-নিবন্ধন করুন। আমরা আল-কিবলা হজ মিশন আপনার ইবাদত সম্পন্ন করার জন্য আপনার পাশে আছি।

*ইবাদত আপনার, সহযোগিতা আমাদের*

তীব্র গরম, বার্ধক্য, পথশ্রম কিছুই দমাতে পারেনি এই ‘হাজ্জা’-কে। ১৩ কিলোমিটার দূরে আরফাতের পানে হেঁটে চলছেন এই অদম্য ‘মুমি...
17/06/2024

তীব্র গরম, বার্ধক্য, পথশ্রম কিছুই দমাতে পারেনি এই ‘হাজ্জা’-কে।
১৩ কিলোমিটার দূরে আরফাতের পানে হেঁটে চলছেন
এই অদম্য ‘মুমিন নারী।
তিনি মূলত যাচ্ছেন তার প্রিয়তম রবের দিকে।
রবের দিকে হাঁটলে দূরত্ব যতই হোক, সেটা কাছেই।
লাব্বাইকাল্লাহুম্মা লাব্বাইক।
লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক।

হজের নিয়ত করেছি তো?
টাকা জমাচ্ছি তো?
পাসপোর্ট করা হয়েছে তো?
কী বললেন?
টাকা নেই?
কী আশ্চর্য, হজে নিবেন তো আল্লাহ তাআলা।
হজে যাওয়ার তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও টাকার জন্য হজে যেতে পারেননি এমন ঘটনা বিরল।
আজ থেকেই শুরু হোক হজের প্রস্তুতি।
লাব্বাইকাল্লাহুম্মা লাব্বাইক।

আল কিবলা হজ এন্ড উমরা
মোবাইল :০১৯১১৩১১০১২

🕋🕋 লাব্বাইক, আল্লাহুমা লাব্বাইক, লাব্বাইক, শারিকালাক লাব্বাইক, ইন্নাল হামদা,  ওয়ান্না মাতা,  লাকাওয়াল মুলক, লা শারিকাল...
15/06/2024

🕋🕋 লাব্বাইক, আল্লাহুমা লাব্বাইক, লাব্বাইক, শারিকালাক লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়ান্না মাতা, লাকাওয়াল মুলক, লা শারিকালাক,🕋🕋

আরাফা হতে সরাসরি খুতবাহ শুনার জন্য এই লিংক ব্যবহার করতে পারেন
লাব্বাইক

يوم عرفة، حيث يجتمع الحجاج للدعاء والتقرب إلى الله، على اختلاف ثقافاتهم وتعدد لغاتهم، ينصتون إلى خطبة واحدة، خطبة يوم عرفة. حرصاً من المملكة العربية السعودية، على إ...

২০২৪ সালের বাংলাদেশী হজযাত্রীদের মিনা ও আরাফার তাঁবু লোকেশন ম্যাপ।পিডিএফ ফাইল ডাউনলোড লিঙ্ক:
12/06/2024

২০২৪ সালের বাংলাদেশী হজযাত্রীদের মিনা ও আরাফার তাঁবু লোকেশন ম্যাপ।

পিডিএফ ফাইল ডাউনলোড লিঙ্ক:

Address

718/1 West Nakhalpara, Lucas Mor Tejgaon
Dhaka
1215

Telephone

+8801818490595

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Qibla Hajj and Umrah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Qibla Hajj and Umrah:

Videos

Share

Category