Al Qibla Hajj and Umrah

Al Qibla Hajj and Umrah Hajj is a spiritual duty and a pillar of Islam, and for many, it is a once in a lifetime event.

আলহামদুলিল্লাহ, ২০২৪ সাল (১৪৪৫ হিজরি) এর হজ ব্যবস্থাপনার জন্য আমরা প্রস্তুত। আপনি কি প্রস্তুত?যারা ২০২৪ সালে হজ করার নিয...
12/01/2024

আলহামদুলিল্লাহ, ২০২৪ সাল (১৪৪৫ হিজরি) এর হজ ব্যবস্থাপনার জন্য আমরা প্রস্তুত। আপনি কি প্রস্তুত?

যারা ২০২৪ সালে হজ করার নিয়ত করেছেন আপনাদেরকে স্বাগত জানাই আমাদের "আল-ক্বিবলা হজ মিশন" এর পক্ষ থেকে। প্রি-রেজিস্ট্রেশন ও রেজিস্ট্রেশন এর জন্য শীঘ্রই যোগাযোগ করুন।

আপনার ইবাদত সহজতর করার জন্য আমাদের উমরাহ কার্যক্রম চলমান। হজের সময় ব্যতিত বছরের সব সময়ের জন্য আমরা প্রস্তুত।

যোগাযোগ:
আশফাকুর রহমান চৌধুরী
মোবাইল: ০১৭১১৫০৪৮৭৭
আল-ক্বিবলা হজ মিশন
৪০-৪১ নিউ সিদ্ধেশ্বরী সার্কুলার রোড
শান্তিনগর, ঢাকা

05/01/2024
মোট চারটি মাসকে আল্লাহ তাআলা পবিত্র ও সম্মানিত করেছেন। তন্মধ্যে জিলহজ অন্যতম। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আ...
04/01/2024

মোট চারটি মাসকে আল্লাহ তাআলা পবিত্র ও সম্মানিত করেছেন। তন্মধ্যে জিলহজ অন্যতম। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনায় মাস ১২টি, আসমানগুলো ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তন্মধ্যে চারটি মাস সম্মানিত। ’ (সুরা তাওবা, আয়াত: ৩৬) এ আয়াতের ব্যাখ্যায় হাদিস শরিফে এসেছে, ওই চারটি সম্মানিত মাস হলো—জিলকদ, জিলহজ, মহররম ও রজব।

জিলহজ মাসের প্রথম দশদিনের মর্যাদা, মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা এ দিনগুলোর কসম করেছেন।তিনি বলেন, ‘শপথ...
04/01/2024

জিলহজ মাসের প্রথম দশদিনের মর্যাদা, মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা এ দিনগুলোর কসম করেছেন।

তিনি বলেন, ‘শপথ প্রভাতের। শপথ ১০ রাতের।’ (সুরা ফাজর, আয়াত: ১-২)

তাফসিরবিদরা বলেন, এখানে যে ১০ রাতের কথা বলা হয়েছে, এর মাধ্যমে জিলহজের প্রথম দশ দিনকেই বোঝানো হয়েছে। (তাফসিরে ইবনে কাসির, চতুর্থ খণ্ড, পৃষ্ঠা: ৫৩৫)

আর্থিক, শারীরিক ও হজের সফরের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণের পাশাপাশি আরেকটি বিষয়ের প্রতি খুবই গুরুত্বারোপ করতে হবে। সেটি ...
04/01/2024

আর্থিক, শারীরিক ও হজের সফরের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণের পাশাপাশি আরেকটি বিষয়ের প্রতি খুবই গুরুত্বারোপ করতে হবে।

সেটি হলো, হজের মাসলা-মাসায়েল সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা। হজ যেমন ফরজ, তেমনি হজ আদায়ে অতীব প্রয়োজনীয় মাসলা-মাসায়েল জানাও ফরজ। হজের মোবারক সফরে কখন, কোথায় কোন কর্ম সম্পাদন করতে হবে, তা সঠিকভাবে জেনে নেওয়ার চেষ্টা করতে হবে । হজের প্রকারভেদ, করণীয় ও বর্জনীয়,এসব বিষয় অবশ্যই জানতে-বুঝতে হবে এবং সেই মোতাবেক আমল করতে হবে। নতুবা সেই হজ একটি সাধারণ ভ্রমণ ছাড়া কোনো কাজে আসবে না।

হজের মূল কাজগুলো জিলহজ মাসে সম্পাদিত হলেও এর আগের দুই মাসকেও হজের মাস বলা হয়ে থাকে এবং তা এ জন্য বলা হয়েছে যে, যাতে হজ আ...
04/01/2024

হজের মূল কাজগুলো জিলহজ মাসে সম্পাদিত হলেও এর আগের দুই মাসকেও হজের মাস বলা হয়ে থাকে এবং তা এ জন্য বলা হয়েছে যে, যাতে হজ আদায়ে ইচ্ছুক লোকেরা পরিপূর্ণভাবে হজের প্রস্তুতি নিতে পারে। সেই হিসেবে আল্লাহর যেসব প্রিয় বান্দা ও বান্দি যারা হজে যাওয়ার নিয়ত করেছেন, তাঁদের প্রস্তুতি বা করণীয় হলো -

১। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা। হজে যাওয়ার সার্বিক সামর্থ্য ও সক্ষমতা লাভ করা একমাত্র আল্লাহর অনুগ্রহ ও নেয়ামত। অনেক মানুষ হজ করার তীব্র আকাঙ্ক্ষা বুকে নিয়েই কবরে চলে যান। সুতরাং এই মহান সৌভাগ্য ও নেয়ামতের ওপর আল্লাহ তাআলার একনিষ্ঠ শুকরিয়া আদায় করা একান্ত কর্তব্য।

২। হজ ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম একটি। অতএব, হজ আদায়ে ইচ্ছুক ব্যক্তিকে সেই মহান কর্মের গুরুত্ব, তাৎপর্য ও মর্যাদা বোঝার চেষ্টা করা উচিত।

৩। হজের সফর শুরু করার আগেই হজ বিষয়ে প্রিয় নবী (সাঃ)-এর হাদিস সমুহ মনোযোগ সহকারে পাঠ করে নেওয়া উচিত। আবু হুরায়রা (রাঃ) বর্ণনা করেন, নবীজি (সাঃ) ইরশাদ করেন, "এক ওমরাহ পরবর্তী ওমরাহ পর্যন্ত (সগিরা) গুনাহগুলো মুছে দেয় আর হজে মাবরুরের প্রতিদান জান্নাত বৈ কিছু নয়"। (বুখারী শরীফ, হাদীস নং- ১৬৮৩, মুসলিম শরীফ, হাদীস নং - ১৩৪৯) ।

হজ ফরজ হওয়ার শর্তাবলি কারো ওপর হজ ফরজ হওয়ার জন্য ইসলামি শরিয়তে কয়েকটি শর্তারোপ করা হয়েছে। নিম্নে উল্লিখিত শর্তগুলো যাদের...
04/01/2024

হজ ফরজ হওয়ার শর্তাবলি কারো ওপর হজ ফরজ হওয়ার জন্য ইসলামি শরিয়তে কয়েকটি শর্তারোপ করা হয়েছে। নিম্নে উল্লিখিত শর্তগুলো যাদের মধ্যে পাওয়া যাবে, তাদের ওপর যথাসময়ে হজ আদায় করা ফরজ-
১. মুসলমান হওয়া
২. স্বাধীন হওয়া
৩. পূর্ণ বয়সপ্রাপ্ত ও জ্ঞানবান হওয়া
৪. শারীরিকভাবে সুস্থ হওয়া
৫. দৃষ্টিশক্তিসম্পন্ন হওয়া
৬. হজে যাতায়াতের রাস্তা নিরাপদ হওয়া ৭. নারীর সঙ্গে স্বামী বা অন্য কোনো মুহরেম পুরুষ থাকা
৮. পরিবারের খরচ ছাড়া অবশ্যই হজের সব খরচ বহন করার সামর্থ থাকা।

শর্তগুলো কারো মধ্যে থাকা সত্ত্বেও যদি কেউ গড়িমসি করে হজ আদায় না করে মৃত্যুবরণ করেন, তাহলে তার কঠিন শাস্তির ব্যাপারে নবিজি (সা.) বলেছেন,

যে ব্যক্তি এতটুকু পাথেয় ও বাহনের মালিক হয়েছে যা তাকে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে দেবে। অথচ সে হজ আদায় করেনি সে ইহুদি অথবা খ্রিষ্টান হয়ে মৃত্যুবরণ করুক, তাতে কিছু আসে-যায় না। (তিরমিজি: ৮১২)

04/01/2024

হজ কবুল হওয়ার জন্য তিনটি কাজ যথার্থভাবে আদায় করতে হয়:

১. নিয়ত সহিহ করা

২. নির্দিষ্ট সময়েই হজ করা

৩. নির্দিষ্ট কার্যাবলির মাধ্যমে হজ করা।

এ তিন কাজের মধ্যে যে কোনো একটি কাজ সঠিক সময়ে সঠিকভাবে আদায় করতে ব্যর্থ হলে হজ আদায় অসম্পূর্ণ থেকে যাবে।

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। ইন্নাল হামদা ওয়াননিমাতা লাকা ওয়ালমুলক লা শারিকা লাক।’ ...
04/01/2024

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। ইন্নাল হামদা ওয়াননিমাতা লাকা ওয়ালমুলক লা শারিকা লাক।’

মুসলিম উম্মাহর ঐক্য-ভ্রাতৃত্বের মহাসম্মেলন হজ। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে হজ চতুর্থ, যা অবশ্যই পালনীয়। চাঁদ দেখা সাপেক্ষে চ

04/01/2024

তাওয়াফ আল্লাহ-কেন্দ্রিক জীবনের নিরন্তর সাধনাকে বুঝায়। অর্থাৎ একজন মুমিনের জীবন আল্লাহর আদেশ-নিষেধকে কেন্দ্র করে ঘোরে। এক আল্লাহকে সকল কাজের কেন্দ্র বানিয়ে যাপিত হয় মুমিনের সমগ্র জীবন। বায়তুল্লাহর চার পাশে ঘোরা আল্লাহর মহান নিদর্শনের চার পাশে ঘোরা।

তাওহীদের আন্তর্জাতিক কেন্দ্রের চার পাশে ঘোরা। তাওহীদনির্ভর জীবনযাপনের গভীর অঙ্গীকার ব্যক্ত করা। আর সাত চক্কর চূড়ান্ত পর্যায়কে বুঝায়। অর্থাৎ মুমিন তার জীবনের একাংশ তাওহীদের চার পাশে ঘূর্ণায়মান রাখবে আর বাকি অংশ ঘোরাবে অন্য মেরুকে কেন্দ্র করে, এরূপ নয়। মুমিনের শরীর ও আত্মা, অন্তর-বহির সমগ্রটাই ঘোরে একমাত্র আল্লাহকে কেন্দ্র করে যা পবিত্র কুরআনে ‘পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো’ বলে ব্যক্ত করা হয়েছে।

হজ্জের ফযীলত:* হজ্জ জাহান্নামের আগুন থেকে পরিত্রান: মহানবী (সঃ) বলেন; মহান আল্লাহ আরাফাতের দিন যত মানুষকে জাহান্নাম থেকে...
04/01/2024

হজ্জের ফযীলত:

* হজ্জ জাহান্নামের আগুন থেকে পরিত্রান: মহানবী (সঃ) বলেন; মহান আল্লাহ আরাফাতের দিন যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন অন্য কোন দিনে এত লোককে মুক্তি দেন না। (মুসলিম)

* হজ্জ পালনকারী সদ্যজাত শিশুর মত নিষ্পাপ হয়ে যায়: হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন; আমি রাসূল (সঃ) কে বলতে শুনেছি; যে ব্যক্তি হজ্জ করে এবং হজ্জকালে যৌন সম্ভোগ ও কোন পাপাচারী কাজে লিপ্ত হয় না। সে ব্যক্তি সদ্য মাতৃগর্ভ থেকে ভুমিষ্ট শিশুরমত নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে যায়। (বুখারী ও মুসলিম)

আমাদের দেশে দু’টি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত সবচেয়ে বেশী অবহেলিত আর এ দু’টি ইবাদত ফরজ করা হয়েছিল বিত্ত্ববান লোকদের উপর। একটি...
04/01/2024

আমাদের দেশে দু’টি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত সবচেয়ে বেশী অবহেলিত আর এ দু’টি ইবাদত ফরজ করা হয়েছিল বিত্ত্ববান লোকদের উপর। একটি যাকাত আর অপরটি হজ্জ।

হজ্জ বিত্ত্বশালী লোকদের জন্য একটি অন্যতম ইবাদত। মহান আল্লাহ বলেন; মানুষের মধ্যে যার কা’বা ঘরে যাওয়ার সামর্থ আছে তার জন্য...
04/01/2024

হজ্জ বিত্ত্বশালী লোকদের জন্য একটি অন্যতম ইবাদত।

মহান আল্লাহ বলেন;

মানুষের মধ্যে যার কা’বা ঘরে যাওয়ার সামর্থ আছে তার জন্য আল্লাহর উদ্দেশ্যে ঐ গৃহের হজ্জ করা অবশ্য কর্তব্য বা ফরজ। এতদ সত্ত্বেও যে তা অমান্য করবে সে কাফের, আল্লাহ তাঁর সৃষ্টি জগতের কারো মুখাপেক্ষী নন। (আল ইমরান ৯৭)

ইসলামি পরিভাষায়, হজ্জ হল সৌদি আরবের পবিত্র শহর মক্কায় অবস্থিত "আল্লাহর ঘর" কাবার উদ্দেশ্যে করা একটি তীর্থযাত্রা। এটি শ...
04/01/2024

ইসলামি পরিভাষায়, হজ্জ হল সৌদি আরবের পবিত্র শহর মক্কায় অবস্থিত "আল্লাহর ঘর" কাবার উদ্দেশ্যে করা একটি তীর্থযাত্রা। এটি শাহাদাহ (আল্লাহর কাছে শপথ), সালাত (প্রার্থনা), যাকাত (দান) এবং সাওম (রমজানের রোজা) এর পাশাপাশি ইসলামের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ।

Hajj (/hɑːdʒ/; Arabic: حَجّ Ḥajj; sometimes also spelled Hadj, or Haj in English) is an annual Islamic pilgrimage to Mec...
04/01/2024

Hajj (/hɑːdʒ/;

Arabic: حَجّ Ḥajj;

sometimes also spelled Hadj, or Haj in English) is an annual Islamic pilgrimage to Mecca, Saudi Arabia,[
the holiest city for Muslims. Hajj is a mandatory religious duty for Muslims that must be carried out at least once in their lifetime by all adult Muslims who are physically and financially capable of undertaking the journey, and of supporting their family during their absence from home.

Address

3041, New Shiddeshwari Circular Road, Shintinager
Dhaka
1217

Telephone

+8801818490595

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Qibla Hajj and Umrah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Qibla Hajj and Umrah:

Share

Category