Mahbub Umrah Travel Agency

Mahbub Umrah Travel Agency আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ্ব ও ওমরাহ পরিপূর্ণভাবে পালন কর। (সূরা বাকারা : ১৯৬)

বৃষ্টি ভেজা কাবা চত্বর।❤️
18/03/2024

বৃষ্টি ভেজা কাবা চত্বর।❤️

প্রিয় মুসলিম ভাই ও বোনেরা! আপনারা বয়কট করেছেনতো!?বয়কট করেছি ভুলে গেলে চলবে না!  #বয়কট_বয়কট_বয়কট। ১১০/= থেকে কমতে ক...
15/03/2024

প্রিয় মুসলিম ভাই ও বোনেরা!
আপনারা বয়কট করেছেনতো!?
বয়কট করেছি ভুলে গেলে চলবে না!
#বয়কট_বয়কট_বয়কট।
১১০/= থেকে কমতে কমতে ৬০/=
তবুও খাবোনা, ফ্রী দিলেও না ইনশাআল্লাহ।
বয়কট মানে বয়কট.....

14/03/2024

এভাবে কখনো দুয়া করেছেন?

"হে আল্লাহ!
আজ পর্যন্ত যত মুসলিম আমার গিবত করেছে,হক নষ্ট করেছে,কষ্ট দিয়েছে,অপবাদ দিয়েছে,আমি সবাইকে ক্ষমা করে দিলাম,আপনার সন্তুষ্টির জন্য,আপনার ক্ষমা পাওয়ার জন্য"

হে আল্লাহ!
আমি আজ পর্যন্ত যত মুসলিম ভাই বোনের হক নষ্ট করেছি, গিবত, অপমান করেছি, অপবাদ দিয়েছি, ঋণী আছি, আপনি তাদের সবার অন্তর থেকে আমার জন্য ক্ষমা এনে দিন, যেমনভাবে আমি ক্ষমা করলাম"

পবিত্র জায়গায় জান্নাতি পানি দিয়ে ইফতার।এযেন জান্নাতের প্রশান্তি। আলহামদুলিল্লাহ।
12/03/2024

পবিত্র জায়গায় জান্নাতি পানি দিয়ে ইফতার।
এযেন জান্নাতের প্রশান্তি।
আলহামদুলিল্লাহ।

আলহামদুলিল্লাহ, বাইতুল্লাহ এর উদ্দেশ্যে রওনা হচ্ছি, মোট ১৮ জন আলহামদুলিল্লাহ।  দোয়া করবেন 😊
11/03/2024

আলহামদুলিল্লাহ, বাইতুল্লাহ এর উদ্দেশ্যে রওনা হচ্ছি, মোট ১৮ জন আলহামদুলিল্লাহ। দোয়া করবেন 😊

10/03/2024

#আসুন_নজরের_হেফাজত_করি
যে চোখ গাইরে মাহরামে আসক্ত সে চোখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে কী করে!
তাঁকে স্বপ্নে দেখার মতো চোখ তো থাকতে হবে আগে!
হে আল্লাহ! আপনার বন্ধুকে স্বপ্নে দেখার তাওফিক দান করুন।
اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد.
আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ❤️
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ❤️

আলহামদুলিল্লাহ! সুম্মা আলহামদুলিল্লাহ! ত্ব হা যিন নুরাইন অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় মুহতারাম উস্তাদ আবু ত্ব-হা মুহাম্...
10/03/2024

আলহামদুলিল্লাহ! সুম্মা আলহামদুলিল্লাহ!

ত্ব হা যিন নুরাইন অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় মুহতারাম উস্তাদ আবু ত্ব-হা মুহাম্মদ আদনান হাফি'র তত্বাবধানে সফলভাবে সুসম্পন্ন হয়ে গেল সিরাতুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কনফারেন্স ১৪৪৫ হি:

উক্ত কনফারেন্সে উপস্থিত ছিলেন অনলাইন মাদ্রাসার শিক্ষার্থী, তরুণ ইসলামি আলোচক, ইসলামি সঙ্গীত শিল্পী সহ দেশ বরেণ্য ওলামা মাশায়েখগন। সিরাত কনফারেন্সে দিনভর চলে ওলামায়ে কেরামের জবানে সিরাতুন্নাবী (স) কেন্দ্রীক গুরুত্বপূর্ণ আলোচনা। এছাড়াও উক্ত কনফারেন্স ত্ব-হা যিন নুরাইন অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় সিরাতুন্নাবী (স) কোর্স এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেয়া হয়। ফা লিল্লাহিল হামদ।

কনফারেন্সে সিরাত কেন্দ্রীক মূল্যবান বক্তব্য ও নসিহত পেশ করেন উস্তাদদের উস্তাদ বিজ্ঞ আলেম, মাওলানা মুফতী মিজানুর রহমান সাঈদ (দা বা) মুফতি বখতিয়ার হোসাইন সাহেব( দা বা)
শাইখুল হাদিস মুফতী মাওলানা আরিফ বিন হাবিব, মুফতী শামসুদদোহা আশরাফি, লেখক গবেষক এবং তরুণ আলোচক মুফতী রেজাউল করিম আবরার , ইসলামিক অনলাইন মাদ্রাসা পরিচালক মুফতী মওলানা জুবায়ের আহমেদ, দ্বীনিয়াত প্রধান মুফতী সালমান, দায়ী ও মিডিয়া ব্যাক্তিত্ব মুফতী মনোয়ার, দায়ী মোশাররফ হোসেন মাহমুদ , দায়ী ইসলামিক স্কলার ফারিদ উদ্দীন আল মুবারক ,লেখক গবেষক পরিচালক, দাবানল শিল্পী , মাওলানা কাওসার আহমেদ সুহাইল,
অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন খন্দকার, পরিচালক দারুল আজহার মাদ্রাসা উত্তরা।
লেখক গবেষক জাকারিয়া মাসুদ লেখক গবেষক প্রোফেসর মুহাম্মাদ ইমদাদ হোসাইন , মাওলানা ইনামুল হোসাইন ফারুকী , পাবলিশার এবং লেখক মুহাম্মাদ মিরাজ রহমান , বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব ও দায়ী মাওলানা গাজী সানাউল্লাহ রহমানি সহ দেশ বরেণ্য ওলামা মাশায়েখগন। এছাড়াও ইসলামী সঙ্গীত শিল্পী আবু উবায়দা ,মাহমুদ হুজায়ফা ও মাজহারুল ইসলাম প্রমুখ। পরিশেষে সিরাতের সারমর্ম নিয়ে কথা বলেন
ত্ব-হা যিন নুরাইন অনলাইন মাদ্রাসার পরিচালক উস্তাদ আবু ত্ব-হা মুহাম্মদ আদনান হাফিজাহুল্লাহ।

উক্ত কনফারেন্সে পবিত্র কুরআন তিলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী হাফেজ মাওলানা মাহবুবুর রহমান।
পুরো অনুষ্ঠান
পরিচালনায় ছিলাম আমি হাবিবুল্লাহ মিসবাহ।
Md. Habibullah Misbah
পুরো সিরাত কনফারেন্স উপস্থিত শ্রোতা , শিক্ষার্থী এবং আলেমদের পদচারণায় ছিলো ভরপুর। জাতির উদ্দেশ্যে এবং উম্মাহর শ্রেষ্ঠ সন্তানের জন্য দুয়া করেন উস্তাদদের উস্তাদ মাওলানা মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ।

উল্লেখ্য, ত্ব-হা যিন নুরাইন অনলাইন মাদ্রাসা কতৃক আয়োজিত এই সিরাত কনফারেন্স মূলত দেশবরেণ্য আলেমদের মুখে সরাসরি সিরাত কেন্দ্রীক আলোচনা শোনার ,নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাতের প্রচার প্রসার এবং তা সমাজে বাস্তবায়নের লক্ষ্যেই আয়োজিত হয়৷

উক্ত সিরাত কনফারেন্সে সমকালীন প্রকাশনীর পক্ষ থেকে উপস্থিত শ্রোতাদের জন্য ১০০০ কপি 'সিরাতে ইবনে হিশাম' এবং উপস্থিত ওলামায়ে কেরাম এবং আমন্ত্রিত অতিথিদের 'আর রাহিকুল মাখতুম' বিতরণ করা হয়।

আলহামদুলিল্লাহ! প্রিয় নবীজি (সা)'র সিরাতের প্রচার প্রসার এবং তা সমাজে বাস্তবায়নের লক্ষ্যে ত্ব-হা যিন নুরাইন অনলাইন মাদ্রাসা'র ব্যাবস্থাপনায় উস্তাদ আবু ত্ব-হা মুহাম্মদ আদনান হাফিজাহুল্লাহ সিরাত কোর্স , সিরাত কুইজ এবং বিনামূল্যে সিরাতের কিতাব বিতরণ করে আসছেন।

উক্ত কনফারেন্সে যারা নিজ নিজ সময়, শ্রম ,পরামর্শ, মেধা ও আর্থিকভাবে সহোযোগিতা করে দ্বীনের পথে এই খিদমাত আঞ্জাম দিয়েছেন আল্লাহ সুবহানাহুয়া তাআ'লা তাদের সকলকে উত্তম বিনিময় দান করুক। আমিন ইয়া রব্বুল আলামিন।

আল্লাহুম্মা সল্লি আ'লা মুহাম্মাদ ওয়া সাল্লিম ওয়ালা আলিহি ওয়া আসহাবিবি আজমাইন।


#সিরাত_কনফারেন্স_২০২৪

  আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু ‘আলা রাসূলিল্লাহ, ওয়া ‘আলা আলিহি ওয়া আসহাবিহি ...
07/03/2024




আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু ‘আলা রাসূলিল্লাহ, ওয়া ‘আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মানওয়ালাহ।

আসন্ন মহিমান্বিত রামাদানকে সামনে রেখে 'Taw Haa Zin Nurain Online Madrasa'র আয়োজন শুরু হতে যাচ্ছে কুরআন তিলাওয়াত শেখার অনন্য একটি কোর্স। আপনার রামাদান হোক কুরআনময়, সেই সাথে থাকছে বিনামূল্যে পবিত্র বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ। তাই আজই রেজিষ্ট্রেশন করুন "Authentic Recitation of The Glorious Quran" কোর্সে।

✅ কোর্সটি যার জন্য -
⦿ যারা একদমই কুরআন তিলাওয়াত করতে পারে না।
⦿ যারা তিলাওয়াত করতে পারে, কিন্তু উচ্চারণ সাবলিল নয়।
⦿ যাদের সঠিক উচ্চারণ নিয়ে সন্দেহ আছে।
⦿ যারা দীর্ঘদিন চেষ্টা করেও কুরআন তিলাওয়াত শিখতে পারেন নি।
⦿ যাদের আল্লাহর কিতাব বিশুদ্ধভাবে তিলাওয়াত শেখার মনবাসনা রয়েছে।

✅ যে বই থেকে পড়ানো হবে -
১। 'কুরআন পড়ুন'
লেখকঃ ড. আব্দুল আযীয আব্দুর রহীম
প্রকাশনীঃ একাডেমী অব কুরআন স্টাডিস
২। শত হাদিসের মুক্তামালা
লেখকঃ একাডেমী অব কুরআন স্টাডিস

✅ কোর্সটিতে যা যা থাকছে -
⦿ প্রাথমিক অবস্থা থেকে পবিত্র কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত।
⦿ নিত্তনৈমিত্তিক অন্তত ২০ টি সুরাহ তিলাওয়াত ও অর্থ শিক্ষা।
⦿ বাছাইকৃত গুরুত্বপূর্ণ কিছু আয়াত ও হাদিস এগুলোর তিলাওয়াত ও অর্থ শিক্ষা।
⦿ মাসনুন দুয়া ও যিকির।
⦿ প্রতিদিন একটি হাদিস (মোট ৪০ টি)।
⦿ মহিলা এবং পুরুষ আলাদা মশকের ব্যবস্থা।

✅ ক্লাস কে নিবেন?
উস্তায আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান সহ আরও উস্তাযগণ।

✅ কোর্সটি তে যা যা থাকছে
⦿ ২৪ টি লাইভ ক্লাস।
⦿ লাইভ ক্লাস রেকর্ড।
⦿ সূরাহ মশক।
⦿ পিডিএফ নোট।
⦿ ১ম স্থান অধিকারীর জন্য পবিত্র ওমরাহ প্যাকেজ ও সার্টিফিকেট।
⦿ ২য় থেকে ১০ম স্থান অধিকারীর জন্য হাদিয়া ও সার্টিফিকেট।

✅ কোর্স ফি -
⦿ মাত্র ১০০০ টাকা (এককালীন)

✅ সময় ও সময়কাল
⦿ সপ্তাহে ৩ দিন
⦿ সময় - ১ ঘন্টা
⦿ রামাদানে সুবিধামত সময়ে
⦿ মেয়াদ- ২ মাস ব্যাপি

✅ ভর্তির শেষ তারিখ - আগামী ১০ মার্চ, ২০২৪ ইং ইনশাআল্লাহ।
✅ ক্লাস শুরুর তারিখ - আগামী ১৫ মার্চ, ২০২৪ ইং ইনশাআল্লাহ।

✅ ভর্তি লিংকঃ
https://tawhaazinnurain.com/course/authentic-recitation-b3/

✅ হটলাইন নম্বর
+88025 8880 9270 (10 AM - 10 PM)
01740-433580 (Whatsapp Only)

04/03/2024

১১ মার্চ উমরায় যাচ্ছি ইনশাআল্লাহ
কেউ সাথী হতে চাইলে যোগাযোগ করুন।
01911224131

 #আমরা_প্রস্তুত_আপনারা_আসছেন_তো!? ইনশাআল্লাহ আজ দুপুর ২ টা থেকে শুরু হতে যাচ্ছে 'সিরাত কনফারেন্স ১৪৪৫ হিজরি'।লোকেশনঃস্থা...
04/03/2024

#আমরা_প্রস্তুত_আপনারা_আসছেন_তো!?

ইনশাআল্লাহ আজ দুপুর ২ টা থেকে শুরু হতে যাচ্ছে 'সিরাত কনফারেন্স ১৪৪৫ হিজরি'।

লোকেশনঃ
স্থানঃ- রংধনু কনভেনশন সেন্টার,
ঠিকানাঃ- হাউস-১৫৫/১৫৬, রোড-১, ব্লক-এ, মিরপুর সাড়ে ১১, পল্লবী, ঢাকা।

যারা মেট্রোতে আসবেন তারা পল্লবী স্টেশনে নেমে রাস্তার বামদিকে ২০০ ফিট সামনে।

[বিঃদ্রঃ অনলাইন রেজিষ্ট্রেশন বন্ধ আছে। যারা রেজিষ্ট্রেশন করতে পারেন নি তাদের জন্য স্পট রেজিষ্ট্রেশনের ব্যবস্থা থাকছে ইনশাআল্লাহ।]

আল্লাহ দ্বীনের এ দ্বায়ীকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করুন।
03/03/2024

আল্লাহ দ্বীনের এ দ্বায়ীকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করুন।

এই যে শহিদ মিনারে পুষ্পার্পণ করে আসেন। সেই শহিদ মিনারের 'শহিদ'  আরবি শব্দ, 'মিনার' ফারসি শব্দ। আর 'পুষ্প' সংস্কৃত শব্দ। ...
28/02/2024

এই যে শহিদ মিনারে পুষ্পার্পণ করে আসেন। সেই শহিদ মিনারের 'শহিদ' আরবি শব্দ, 'মিনার' ফারসি শব্দ। আর 'পুষ্প' সংস্কৃত শব্দ।

এই শব্দগুলোকে বাংলা ভাষায় মেনে নিয়েছে যে প্রতিষ্ঠান 'বাংলা একাডেমি' সেই বাংলা একাডেমির 'একাডেমি' আবার ইংরেজি শব্দ।

এই যে এতগুলো বিদেশী শব্দের ভীড়ে আমি দুয়েকটা ইংরেজি বলতে কমফোর্ট ফিল করি, এটা কারও সহ্য হয় না। চেতনায় উদ্বেলিত হয়ে জামার কলার ধরে বলে, আরে মিয়া ইংরেজি ঢুকাইও না। কমফোর্ট বলছ কেন? আরাম বলো।

এদিকে আরাম আবার ফারসি শব্দ। কী মুসিবতে আছি! এদিকে মুসিবত আবার আরবি শব্দ!এই পোস্ট পড়ে যে কেউ খুশি হবে তারও উপায় নেই , কারণ, পোস্ট ইংরেজি আর খুশি ফারসি।

লেখা: সংগ্রহীত

সবাইকে আসার দাওয়াত রইলো❤️
27/02/2024

সবাইকে আসার দাওয়াত রইলো❤️

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় দ্বীনি  ভাই ও বোনেরা! আলহামদুলিল্লাহ!আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি উস্তাদ ...
17/02/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা! আলহামদুলিল্লাহ!

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি উস্তাদ Abu Taw Haa Muhammad Adnan পরিচালিত মাহবুব ওমরাহ ট্রাভেল এজেন্সি" উমরাহ প্যাকেজের প্রথম কাফেলাটি আগামী ১১ মার্চ ২০২৪ তারিখে পবিত্র মাহে রামাদানের প্রথম ১০ দিনের জন্য বাইতুল্লা'র
মুসাফির হতে যাচ্ছে ইনশাআল্লাহ!

কাফেলার সাথে উপস্থিত থাকবেন হক্কানি ওলামায়ে কেরাম! আপনারা জেনে খুশি হবেন যে, মাহবুব ওমরাহ ট্রাভেল এজেন্সি" কাফেলাটি সরাসরি উস্তাদ আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান হাফিজাহুল্লাহ'র নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে!

আসন সংখ্যা একেবারেই সীমিত।
আগ্রহীগণ ২০ শে ফেব্রুয়ারির মধ্যে যোগাযোগ করুন।

বিস্তারিত তথ্যের জন্য:
মেহেরবানী করে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন।
01627435579/ 01911224131(কল/মেসেজ)

জাযাকুমুল্লাহ খাইরান আহসানাল জাযা!
আল্লাহুম্মা সল্লি আ'লা মুহাম্মাদ ওয়া সাল্লিম।

#ওমরাহ #হজ্জ #মাহবুবওমরাহট্রাভেলএজেন্সি

16/02/2024

আমার ধারণা, দুইটা কারণে মানুষের জীবন থেকে আল্লাহর নিয়ামত আর বারাকাহ হারিয়ে যায়।

১.

নিয়ামত বা বারাকাহ প্রাপ্তির পর মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঠিক সেভাবে কৃতজ্ঞ হয় না যেভাবে তাঁর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। এবং, যে বা যাকে উসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনে বারাকাহ দেন, সেই উসিলার প্রতিও অকৃতজ্ঞ থাকা।

২.

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামত আর বারাকাহকে নিজের যোগ্যতার ফল মনে করা। নিজের অহংকারের আয়নায় দুনিয়ার বাকি সবকিছুকে তুচ্ছ আর ক্ষুদ্র মনে করা।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা! নবী কারিম সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্ল...
15/02/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।

সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা! নবী কারিম সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম একটি হাদিসে এরশাদ করেন পবিত্র রমজান এলে ওমরাহ সম্পাদন করে নিয়ো। কেননা রমজানের একটি ওমরাহ একটি হজের সমতুল্য।
عمرة في رمضان تعدل حجة
তিরমিযী: হাদিস নং ৮৬১
ইবনে মাজাহ : হাদিস নং ২৯৮২

আপনারা কি আগামী মাহে রামাদানুল মুবারাকে পবিত্র উমরাহ পালনের নিয়্যাত করেছেন? পবিত্র কুরআন ও সুন্নাহ মোতাবেক শিরক বিদআত মুক্ত পবিত্র উমরাহ পালনের জন্য বিশ্বস্ত কোন কাফেলার সন্ধান করছেন?

তবে দেরি না করে আজই রেজিষ্ট্রেশন করে সাশ্রয়ী খরচে ট্রানজিট ও ডিরেক্ট ফ্লাইটের স্ট্যান্ডার্ড প্যাকেজে 'ত্ব-হা যিন নূরাঈন উমরাহ কাফেলা'র সাথে উমরাহ করুন।

আলহামদুলিল্লাহ আপনারা জেনে আনন্দিত হবেন যে মাহবুব ওমরাহ ট্রাভেল এজেন্সি, উমরাহ কাফেলাটি আপনাদের সকলের প্রিয় উস্তাদ Abu Taw Haa Muhammad Adnan হাফিযাহুল্লাহ'র সরাসরি তত্বাবধানে পরিচালিত হচ্ছে।

মহান আল্লাহ সুবহানাহুয়া তা'য়ালা এরশাদ করেন

وَ اَتِمُّوا الۡحَجَّ وَ الۡعُمۡرَۃَ لِلّٰهِ

তোমরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য হাজ্জ এবং উমরাহ পালন করো। সূরাহ আল বাকারাহ।
আয়াত নং ১৯৬

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন,

তোমরা ধারাবাহিকভাবে হাজ্জ ও ওমরাহ আদায় করতে থাকো। এ দুটি আমল দারিদ্র্য ও গুনাহ বিদূরিত করে দেয়। যেমন—ভাটার আগুনে লোহা ও সোনা-রুপার ময়লা-জং দূরীভূত হয়ে থাকে। সুবহানাল্লাহ! সুনান তিরমিজি হাদিস নং : ৮১০

অপর হাদিসে এসেছে:

عمرة إلى عمرة كفارة لما بينها والحج المبرور ليس له جزاء إلا الجنة
বুখারি ১৬৫০....
..........

তাই স্ব-পরিবারে বা একাকী স্বাচ্ছন্দ্যে ও নির্ঝঞ্ঝাট পরিবেশে পবিত্র উমরাহ পালন করতে আপনার বিশ্বস্ত সহযোগী হতে পারে 'ত্ব-হা যিন নূরাঈন উমরাহ কাফেলা।

এছাড়া আমাদের উমরাহ কাফেলা গুলো বিজ্ঞ বরেণ্য ওলামায়ে কেরাম, উস্তায ও মুয়াল্লিমবৃন্দের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত। তাই সম্মানিত বাইতুল্লাহর মেহমানগণ বিশুদ্ধভাবে তাদের উমরাহ কার্যক্রম পালনে সক্ষম হবেন বলে আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি।

🗓 মাহবুব ওমরাহ ট্রাভেল এজেন্সি,কাফেলা'র আসন্ন উমরাহ কাফেলার যাত্রার তারিখ সমূহঃ
ইনশাআল্লাহ আগামী:

🕋 ০৭ ই মার্চ ২০২৪ (রামাদান রহমত প্যাকেজ)
🕋 ১৮ ই মার্চ ২০২৪ (রামাদান মাগফিরাত প্যাকেজ)
🕋 ২৭ শে মার্চ ২০২৪ (রামাদান নাজাত প্যাকেজ)
🕋 ঈদ পরবর্তী প্যাকেজ

🕒 সফরঃ ১৩ রাত ১৪ দিন। (বিশেষ প্রয়োজনে বা পরিস্থিতিতে কম-বেশি হতে পারে)

ফ্লাইটঃ
✈ সৌদি এয়ারলাইন্স (ডিরেক্ট ফ্লাইট)
✈ এমিরেটস, কাতার, গাল্ফ বা অন্যান্য (ট্রানজিট ফ্লাইট)

ঢাকা - জেদ্দা
মদিনা - ঢাকা
অথবা
ঢাকা - মদিনা
জেদ্দা - ঢাকা

🟪 প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত থাকবেঃ

✅ বীমাসহ উমরাহ ভিসা।
✅ যাত্রার পূর্বে উমরাহ ও যিয়ারাহ বিষয়ে প্রশিক্ষণমূলক ওয়ার্কশপ।

✅ ইকোনমি ক্লাস রিটার্ন এয়ার টিকেট।
✅ মক্কায় মসজিদে হারামের নিকটবর্তী হোটেল।
✅ মদীনায় মসজিদে নববীর নিকটবর্তী হোটেল।
✅ সকল ট্রান্সপোর্ট সেবা।

✅ সকাল, দুপুর ও রাতে তিনবেলা বাঙালি খাবার।
✅ মক্কার দর্শনীয় স্থান সমূহ যিয়ারাহ। মক্কার বাইরে তায়েফ, জেদ্দা ইত্যাদি সফর ব্যবস্থাপনা।

✅ মদিনার দর্শনীয় স্থান সমূহ যিয়ারাহ৷ মদিনার বাইরে বদর প্রান্তর, জ্বীন পাহাড় ইত্যাদি সফর ব্যবস্থাপনা।

(মক্কা ও মদিনার যিয়ারাহ এজেন্সি কর্তৃক৷ দূরবর্তী বিশেষ কোন স্থান যিয়ারার জন্য আলাদা গাড়ি ভাড়া প্রযোজ্য)

✅ মক্কা ও মদীনায় সার্বক্ষণিক অভিজ্ঞ গাইড।

বিঃদ্রঃ সৌদি রিয়াল এক্সচেঞ্জ রেট, বিমান ভাড়া, মক্কা-মদিনার হোটেল ভাড়া, বাংলাদেশ ও সৌদি সরকার কর্তৃক কোন খরচ সংযোজন বা কম-বেশি হলে প্যাকেজের রেট পরিবর্তন হতে পারে।

📞যোগাযোগ করুনঃ
মাহবুব ওমরাহ ট্রাভেল এজেন্সি।
আল ইতক্বান ইসলামিক বালিকা মাদ্রাসা।
বাসা নংঃ ১০৬, রোড নংঃ ০৬, লালমাটিয়া
(টেম্পু স্টান্ড সংলগ্ন), মিরপুর - ১১, ঢাকা

অফিস ডেট: সপ্তাহে ৪ দিন
প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার
দুপুর ২.৩০ থেকে রাত ১০ টা পর্যন্ত।

বি:দ্র: ঢাকা অফিস ব্যাতিত আপাতত আমাদের ২য় কোনো শাখা নেই। (তাই প্রতারিত হবেন না)

বিস্তারিত জানতে সরাসরি ফোন, এসএমএস বা হোয়াটসঅ্যাপ করুনঃ

📱 +8801627435579

নিরাপদ ও নির্ঝঞ্ঝাট বাইতুল্লাহ সফরের জন্য আপনার বিশ্বস্ত সহযোগী ত্বহা জিন নূরাইন ওমরা কাফেলা।

মহান আল্লাহ আমাদের সবাইকে বেশি থেকে বেশি তার ঘর যিয়ারাতের তাওফিক দান করুন। আমিন।
আল্লাহুম্মা সল্লি আ'লা মুহাম্মাদ ওয়া সাল্লিম।

14/02/2024

আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

স্ব-পরিবারে বা একাকী স্বাচ্ছন্দ্যে ও নির্ঝঞ্ঝাট পরিবেশে পবিত্র উমরাহ পালন করতে আপনার বিশ্বস্ত সহযোগী হতে পারে "মাহবুব ওমরাহ ট্রাভেল এজেন্সি"।

এছাড়া আমাদের উমরাহ কাফেলা গুলো বিজ্ঞ বরেণ্য ওলামায়ে কেরাম, উস্তায ও মুয়াল্লিমবৃন্দের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত। তাই সম্মানিত বাইতুল্লাহর মেহমানগণ বিশুদ্ধভাবে তাদের উমরাহ কার্যক্রম পালনে সক্ষম হবেন বলে আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি।

#মাহবুবওমরাহট্রাভেলএজেন্সি #ওমরাহ #হজ্জ

Address

Dhaka

Opening Hours

Monday 11:00 - 22:00
Tuesday 11:00 - 22:00
Wednesday 11:00 - 22:00
Thursday 11:00 - 22:00
Friday 06:00 - 22:00
Saturday 11:00 - 22:00
Sunday 11:00 - 22:00

Telephone

+8801627435579

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahbub Umrah Travel Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category