10/03/2024
আলহামদুলিল্লাহ! সুম্মা আলহামদুলিল্লাহ!
ত্ব হা যিন নুরাইন অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় মুহতারাম উস্তাদ আবু ত্ব-হা মুহাম্মদ আদনান হাফি'র তত্বাবধানে সফলভাবে সুসম্পন্ন হয়ে গেল সিরাতুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কনফারেন্স ১৪৪৫ হি:
উক্ত কনফারেন্সে উপস্থিত ছিলেন অনলাইন মাদ্রাসার শিক্ষার্থী, তরুণ ইসলামি আলোচক, ইসলামি সঙ্গীত শিল্পী সহ দেশ বরেণ্য ওলামা মাশায়েখগন। সিরাত কনফারেন্সে দিনভর চলে ওলামায়ে কেরামের জবানে সিরাতুন্নাবী (স) কেন্দ্রীক গুরুত্বপূর্ণ আলোচনা। এছাড়াও উক্ত কনফারেন্স ত্ব-হা যিন নুরাইন অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় সিরাতুন্নাবী (স) কোর্স এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেয়া হয়। ফা লিল্লাহিল হামদ।
কনফারেন্সে সিরাত কেন্দ্রীক মূল্যবান বক্তব্য ও নসিহত পেশ করেন উস্তাদদের উস্তাদ বিজ্ঞ আলেম, মাওলানা মুফতী মিজানুর রহমান সাঈদ (দা বা) মুফতি বখতিয়ার হোসাইন সাহেব( দা বা)
শাইখুল হাদিস মুফতী মাওলানা আরিফ বিন হাবিব, মুফতী শামসুদদোহা আশরাফি, লেখক গবেষক এবং তরুণ আলোচক মুফতী রেজাউল করিম আবরার , ইসলামিক অনলাইন মাদ্রাসা পরিচালক মুফতী মওলানা জুবায়ের আহমেদ, দ্বীনিয়াত প্রধান মুফতী সালমান, দায়ী ও মিডিয়া ব্যাক্তিত্ব মুফতী মনোয়ার, দায়ী মোশাররফ হোসেন মাহমুদ , দায়ী ইসলামিক স্কলার ফারিদ উদ্দীন আল মুবারক ,লেখক গবেষক পরিচালক, দাবানল শিল্পী , মাওলানা কাওসার আহমেদ সুহাইল,
অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন খন্দকার, পরিচালক দারুল আজহার মাদ্রাসা উত্তরা।
লেখক গবেষক জাকারিয়া মাসুদ লেখক গবেষক প্রোফেসর মুহাম্মাদ ইমদাদ হোসাইন , মাওলানা ইনামুল হোসাইন ফারুকী , পাবলিশার এবং লেখক মুহাম্মাদ মিরাজ রহমান , বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব ও দায়ী মাওলানা গাজী সানাউল্লাহ রহমানি সহ দেশ বরেণ্য ওলামা মাশায়েখগন। এছাড়াও ইসলামী সঙ্গীত শিল্পী আবু উবায়দা ,মাহমুদ হুজায়ফা ও মাজহারুল ইসলাম প্রমুখ। পরিশেষে সিরাতের সারমর্ম নিয়ে কথা বলেন
ত্ব-হা যিন নুরাইন অনলাইন মাদ্রাসার পরিচালক উস্তাদ আবু ত্ব-হা মুহাম্মদ আদনান হাফিজাহুল্লাহ।
উক্ত কনফারেন্সে পবিত্র কুরআন তিলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী হাফেজ মাওলানা মাহবুবুর রহমান।
পুরো অনুষ্ঠান
পরিচালনায় ছিলাম আমি হাবিবুল্লাহ মিসবাহ।
Md. Habibullah Misbah
পুরো সিরাত কনফারেন্স উপস্থিত শ্রোতা , শিক্ষার্থী এবং আলেমদের পদচারণায় ছিলো ভরপুর। জাতির উদ্দেশ্যে এবং উম্মাহর শ্রেষ্ঠ সন্তানের জন্য দুয়া করেন উস্তাদদের উস্তাদ মাওলানা মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ।
উল্লেখ্য, ত্ব-হা যিন নুরাইন অনলাইন মাদ্রাসা কতৃক আয়োজিত এই সিরাত কনফারেন্স মূলত দেশবরেণ্য আলেমদের মুখে সরাসরি সিরাত কেন্দ্রীক আলোচনা শোনার ,নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাতের প্রচার প্রসার এবং তা সমাজে বাস্তবায়নের লক্ষ্যেই আয়োজিত হয়৷
উক্ত সিরাত কনফারেন্সে সমকালীন প্রকাশনীর পক্ষ থেকে উপস্থিত শ্রোতাদের জন্য ১০০০ কপি 'সিরাতে ইবনে হিশাম' এবং উপস্থিত ওলামায়ে কেরাম এবং আমন্ত্রিত অতিথিদের 'আর রাহিকুল মাখতুম' বিতরণ করা হয়।
আলহামদুলিল্লাহ! প্রিয় নবীজি (সা)'র সিরাতের প্রচার প্রসার এবং তা সমাজে বাস্তবায়নের লক্ষ্যে ত্ব-হা যিন নুরাইন অনলাইন মাদ্রাসা'র ব্যাবস্থাপনায় উস্তাদ আবু ত্ব-হা মুহাম্মদ আদনান হাফিজাহুল্লাহ সিরাত কোর্স , সিরাত কুইজ এবং বিনামূল্যে সিরাতের কিতাব বিতরণ করে আসছেন।
উক্ত কনফারেন্সে যারা নিজ নিজ সময়, শ্রম ,পরামর্শ, মেধা ও আর্থিকভাবে সহোযোগিতা করে দ্বীনের পথে এই খিদমাত আঞ্জাম দিয়েছেন আল্লাহ সুবহানাহুয়া তাআ'লা তাদের সকলকে উত্তম বিনিময় দান করুক। আমিন ইয়া রব্বুল আলামিন।
আল্লাহুম্মা সল্লি আ'লা মুহাম্মাদ ওয়া সাল্লিম ওয়ালা আলিহি ওয়া আসহাবিবি আজমাইন।
#সিরাত_কনফারেন্স_২০২৪