Bus Rental BD

Bus Rental BD All kind of AC, Non AC Bus, Mini bus, Tourist coach rented from here to anywhere in Bangladesh

অত্যাধুনিক মেট্রোরেলের যুগে বাংলাদেশ। আমরা সবাই যত্ন করে পরিছন্ন করে ব্যবহার করব।
28/12/2022

অত্যাধুনিক মেট্রোরেলের যুগে বাংলাদেশ। আমরা সবাই যত্ন করে পরিছন্ন করে ব্যবহার করব।

09/08/2022
পদ্মা সেতুর টোল:১. মোটরসাইকেল ১০০ টাকা।২. কার, জীপ ৭৫০ টাকা।৩. পিকআপ ১২০০ টাকা।৪. মাইক্রোবাস ১৩০০ টাকা।৫. ছোট বাস (৩১ আস...
18/05/2022

পদ্মা সেতুর টোল:

১. মোটরসাইকেল ১০০ টাকা।
২. কার, জীপ ৭৫০ টাকা।
৩. পিকআপ ১২০০ টাকা।
৪. মাইক্রোবাস ১৩০০ টাকা।
৫. ছোট বাস (৩১ আসন/১ রুম) ১৪০০ টাকা।
৬. মাঝারি বাস (৩২ আসন/বেশি) ২০০০ টাকা।
৭. বড় বাস (৩ এক্সেল) ২৪০০ টাকা।
৮. ছোট ট্রাক (৫ টন) ১৬০০ টাকা।
৯. মাঝারি ট্রাক (৫-৮ টন) ২১০০ টাকা।
১০. মাঝারি ট্রাক (৮-১১ টন) ২৮০০ টাকা।
১১. ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ৫৫০০ টাকা।
১২. ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ৬০০০ টাকা।
১৩. ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ৬০০০+ প্রতি এক্সেল ১৫০০টাকা।

19/04/2022
13/04/2022

গাড়ির লো বীম ও হাই বীমের মধ্যে পার্থক্য কখন ব্যবহার করবেন??

অনেকেরই জানা থাকে না হাই এবং লো বীমের পার্থক্যটা কোথায়,দৃশ্যমানতা/স্পষ্টতা কমে গেলে গাড়ি চালানো, সেটা আবহাওয়ার কারণে হোক বা কম আলো, চালকের জন্য দুটি প্রধান চ্যালেঞ্জ নিয়ে আসে; আপনি কোথায় যাচ্ছেন তা দেখার ক্ষমতা এবং অন্যান্য রাস্তা ব্যবহারকারীদের দেখার ক্ষমতা। গাড়ির হেডলাইটের দুটি সেটিংস রয়েছে: হাই বীম এবং লো বীম▫️◾

হাই বীম উজ্জ্বল হয় এবং এটি মুলত হাইওয়ে বা নিরব, ফাঁকা রাস্তায়(গ্রাম) জ্বালানো যাতে সামনের রাস্তাটি দীর্ঘ দূরত্বের হওয়ায় বেশি আলোকিত হয়। কম দূরত্বের রাস্তার জন্য/ছোট দূরত্ব আলোকিত করতে লো বীম ব্যবহার করে।কারণ বেশি দূরে দেখতে হয় না,পর্যাপ্ত লাইটিং থাকে।যেখানে রাস্তার আলো আছে সেখানে (শহরের)গাড়ি চালানোর জন্য লো বিম; অন্ধকার রাস্তার জন্য হাই বিম।
না বুঝে হাই বিম ব্যবহার করে অন্যের ড্রাইভিং এ কষ্ট বা গাড়ির দূর্ঘটনার শিকার হতে পারে।কিছুক্ষণ আগেও এক এক্সিডেন্ট এর পোস্ট দেখেছি।এভাবে অজ্ঞ হয়ে অন্যের জীবনের সাথে ছিনিমিনি খেলার অধিকার নেই,তাই যা জানা নেই তা জেনে নেয়া টাই শ্রেয়।।

সবার সাবধানতা অবলম্বন করা উচিত ⚠️

25/02/2022

গ্লাস ব্রেকার সম্পর্কে জেনে রাখুন!❌
২২ ফেব্রুয়ারী মধ্যরাতে চাঁদপুর জেলায় ঢাকা-চাঁদপুর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি প্রাইভেট গাড়ি। এতে গাড়ির ভেতরে থাকার ৫ জন যাত্রীদের মধ্যে প্রত্যেকেই মারা যায়।

◾ একটা প্রয়োজনীয় জিনিস সম্পর্কে সবার জ্ঞান থাকা উচিৎ। গাড়ির সিটের সাথে যেইসব হেডরেস্ট থাকে, সেইগুলা কিন্তু চাইলেই খুলে রাখা যায়। হেডরেস্ট খুললে দেখতে পারবেন, হেটরেস্ট এর নিচে দুইটা বেশ শক্তপোক্ত দন্ড আছে। যেইগুলা দিয়ে কিন্তু গাড়ির গ্লাস ভেঙে ফেলা সম্ভব! দূর্ঘটনার কোনও পরিস্থিতিতে যদি গাড়ির দরজা/জানালা খোলা সম্ভব না হয়, তাহলে তৎক্ষনাৎ হেডরেস্ট খুলে জালানা বরাবর যতটা সম্ভব শক্তি প্রয়োগ করে আঘাত করুন। দুই-তিনবারেই গ্লাস ভেংগে আসবে। ইউটিউবে অনেক ভিডিও পাবেন, এই সম্পর্কে। সেইগুলো ও একটু দেখে নিবেন। এই ব্যাপারটা সম্পর্কে প্রত্যেকেরই ধারণা থাকা উচিত। এই ছোট একটা জিনিস জানার কারণে কিন্তু আপনি একটা দূর্ঘটনায় মৃত্যুর কবল থেকে রেহাই পেতে পারেন। ২২ ফেব্রুয়ারির ঘটনায় ও গাড়িটি একটি পুকুরে পড়ে যায়, ভেতরের যাত্রীরা গাড়ি থেকে বের হয়ে আসতে পারে নি। সেইসব মানুষদের আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস দান করুক।

◾উক্ত গ্লাস ব্রেকার অর্থাৎ হেডরেস্ট এর নিচের অংশের কাজ সম্পর্কে নিজে জানুন, নিজের পরিবারের মানুষদের ও জানান। নিরাপদে এ গাড়ি চালান এবং নিজের পরিবারকে নিরাপদে রাখুন। ট্রাফিক আইন মেনে চলুন। বাংলাদেশের হাইওয়েতে স্পিড-লিমিট ৮০ কিলোমিটার। এই স্পীড লিমিট মেনে গাড়ি ড্রাইভ করুন।
Safe Drive💝

‼️‼️©️This blog is the property of Hotshot Automotive ‼️‼️

https://www.hotshotautomotive.com/গ্লাস-ব্রেকার-সম্পর্কে-জ/

🟢Join Cars Feed BD

01/02/2022

আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি সঠিক কি না যাচাই করুন.....এস এম এস এর মাধ্যমে....😊

Address

Baishakhi Super Market, Mirpur/1
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Bus Rental BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bus Rental BD:

Share

Nearby travel agencies


Other Bus Tour Agencies in Dhaka

Show All