Khondoker Hajj & Umrah Services

Khondoker Hajj & Umrah Services মুসলিম উম্মাহ যেন সহজে হজ্জ ও উমরা পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে তাই আছি আপনার পাশে।

19/03/2024

আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানীতে সহিসালামতে বাংলাদেশে এসে পৌঁছেছি

19/03/2024

মক্কার জমিন থেকে বিদায় নিচ্ছি
দিলের মধ্যে বড় কষ্ট হচ্ছে

15/03/2024

+966550172462 এটা আমার সৌদি আরবের নাম্বার। ইনশাআল্লাহ মক্কা মদিনায় অবস্থান কালে এই নাম্বারে যোগাযোগ করবেন।

15/03/2024

ব্যক্তিগত অনুভূতি শেয়ার করছি,
আলহামদুলিল্লাহ রমজানুল মুবারকে বাইতুল্লার এই মুবারক সফর আল্লাহ যেন বাকি জীবনের জন্য কবুল করেন।

আজকে বাইতুল্লাহর ইফতারে
14/03/2024

আজকে বাইতুল্লাহর ইফতারে

মসজিদে নববীতে প্রথম ইফতারি
11/03/2024

মসজিদে নববীতে প্রথম ইফতারি

11/03/2024

আজ পহেলা রমজান ফজরের নামাজের শেষে মসজিদে নববীতে আগত মুসল্লিদের একাংশ।

07/03/2024

আজ বৃহস্পতিবার মদিনার মসজিদে রোজাদাররা ইফতারিতে ব্যস্ত

07/03/2024

আজ সকালে মসজিদে নববীর চত্বরে দাঁড়িয়ে থাকা ছাতাগুলো ফুলের মত প্রস্ফুটিত হচ্ছে

আজ সকালে জান্নাতুলবাকীতে। যেখানে জান্নাতি সাহাবীরা শুয়ে আছেন।
07/03/2024

আজ সকালে জান্নাতুলবাকীতে। যেখানে জান্নাতি সাহাবীরা শুয়ে আছেন।

দোয়ার প্রত্যাশায়
06/03/2024

দোয়ার প্রত্যাশায়

আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানীতে সোনার  মদিনার উদ্দেশ্যে রওনা হলাম।
06/03/2024

আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানীতে সোনার মদিনার উদ্দেশ্যে রওনা হলাম।

04/03/2024

আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আগামী ০৬ মার্চ বুধবার ভোর ৬.৪০ সাউদিয়া এয়ারলাইন্সে ১৫ জনের একটা গ্রুপ নিয়ে ওমরাহ তে যাচ্ছি ইনশাআল্লাহ। সবার কাছে দোয়ার দরখাস্ত। রমাদানের ওমরাহ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হজের বরাবর নেকি।

02/03/2024

দূরে গিয়ে মরো
_____ রশীদ জামীল

তিনি বললেন, মে’ইয়ারে হক কুরআনের কোথাও নেই। তাহলে কেন মানবো? আমি বললাম, তাওহিদের কথাও তো কুরআনে নাই। এখন তাহলে কী হবে? তিনি বললেন, তাওহিদের কথা কুরআনে থাকবে না কেন? সুরা ইখলাসেই তো আছে, ‘কুল হুয়াল্লাহু আহাদ’। আহাদের ভেতরেই তো তাওহিদ আছে। আমি বললাম, তুমি আহাদের ভেতরে তাওহিদ খুঁজে পাও কিন্তু ‘ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম’ অথবা ‘আমিনু কামা আমানান নাস’র ভেতরে মে’ইয়ারে হক খুঁজে পাও না? তোমার মগজে কোন শয়তান পেশাব করল?
ছাগল যদি পাগলও হয়ে যায়؛ একে তো ছাগল, তার উপর আবার পাগলও, তাহলে তো মুশকিল। সাহাবাবিদ্বেষী ছাগলের সংখ্যা যে হারে বাড়ছে, এত কাঁঠালপাতা আমরা কোথায় পাবো?
যাঁদের রক্তের বিনিময়ে দ্বীন পেলাম, তাঁদের নিয়ে যদি কারও চুলকানি হয়, বুঝতে হবে সেটা তার রক্তের দোষ। আর ‘মা আনা আলাইহি ওয়া আসহাবি’ সূত্রে জাহান্নামই তাদের একমাত্র ঠিকানা।
বি:দ্র:
তুমি যদি সাহাবাবিদ্বেষী হও, নবির সাহাবিদের দোষত্রুটি খুঁজতে যদি ভালো লাগে তোমার, তাহলে দূরে গিয়ে মরো। তুমি যেই হও, এমন তুমি’র সাথে আমি কোনো সম্পর্কই রাখতে চাই না।কপি পোস্ট

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
01/03/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

28/02/2024

মসজিদে নববীতে আগতদের ৪ নির্দেশনা

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় মসজিদে নববীতে আগতদের জন্য চারটি জরুরি নির্দেশনা জারি করছে। হজ ও ওমরা মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক ও এক্স (টুইটার) অ্যাকাউন্টে এই নির্দেশনা জারি করেছে।

১— মসজিদে নববীতে আগতরা নিজেদের মূল্যবান সময় দুনিয়ারি কথা ও কাজে নষ্ট করবেন না। মসজিদে নববীতে অবস্থানের সময় নিজেকে বেশি বেশি ইবাদতে মগ্ন রাখুন।

২— পবিত্র এই মসজিদের পবিত্রতা রক্ষার্থে এর পরিচ্ছন্নতার প্রতি বিশেষভাবে গুরুত্ব দিন। এই মসজিদের সব ব্যবস্থাপনা ও সুবিধা আপনার সেবার জন্য, যেন আপনি একাগ্রতার সঙ্গে ইবাদত করতে পারেন।

৩— আগতরা মসজিদের নিরাপত্তা ব্যবস্থায় দায়িত্বরত কর্মী ও সংশ্লিষ্টদের কাজে সহায়তা করুন এবং তাদের নির্দেশনা মেনে চলুন। এতে আপনি কষ্ট থেকে রক্ষা পাবেন এবং ইবাদত পালনের সময় প্রশান্তি লাভ করবেন।

৪— মসজিদে নববীতে অবস্থানের পুরো সময়টি গুরুত্বপূর্ণ, তাই কোনো মুহুর্ত নষ্ট করবেন না। এই জায়গার গুরুত্ব অনুধাবন করে নিজে ধীরস্থিরভাবে ইবাদত পালন করুন এবং অন্যের ইবাদতে বিঘ্নতা সৃষ্টি থেকে বিরত থাকুন।

25/02/2024

আসসালামু আলাইকুম

23/02/2024

শবে বরাতের রোযা:

আমাদের দেশে শবে বরাত উপলক্ষ্যে একটি বা দুটি রোযা রাখার প্রচলন রয়েছে। কিন্তু শরীয়তে শবে বরাতের রোযা বলে কোনো নির্দিষ্ট রোযা নেই। এ ক্ষেত্রে সুনানে ইবনে মাজাহ-এর একটি হাদীস দ্বারা দলিল দেয় হয়, “তোমরা এই রাত জেগে ইবাদত কর এবং দিনে (অর্থাৎ পনেরো শাবান) রোযা রাখ।”
কিন্তু সনদের দিক দিয়ে এই হাদীসটি যয়ীফ। মুফতী তাকী উসমানী হাফি. তাঁর ইসলাহী খুতুবাব কিতাবে শাবানের ১৫ তারিখের রোযাকে সুন্নত বলাকে ভুল আখ্যায়িত করেছেন।

এ প্রসঙ্গে শাইখুল ইসলাম মুফতী তাকী উসমানী হাফি. বলেন, “শুধু ১৫ শাবানের কারণে এ রোজাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে সুন্নত বলে দেওয়া অনেক আলেমের মতেই সঠিক নয়। আর সে কারণেই অধিকাংশ ফুকাহায়ে কেরাম মুস্তাহাব রোযার তালিকায় মুহাররামের ১০ তারিখ ও ইয়াওমে আরাফা (জিলহজের ৯ তারিখ) এর কথা উল্লেখ করেছেন। অথচ শাবানের ১৫ তারিখের কথা পৃথকভাবে কেউই উল্লেখ করেননি। বরং তারা বলেছেন, শাবানের যেকোনো দিনই রোজা রাখা উত্তম। সুতরাং এ সকল বিষয়ের দিকে দৃষ্টি রেখে যদি কেউ রোজা রাখে, ইনশাআল্লাহ সে সওয়াব পাবে। তবে মনে রাখতে হবে যে, রোজা রাখার ব্যাপারে এ মাসের নির্দিষ্ট কোনো দিনের পৃথক কোনো বৈশিষ্ট্য নেই।’ (ইসলাহি খুতুবাত: ৪/২৬৭-২৬৮)

তবে মনে রাখতে হবে, প্রতি আরবি মাসের মাঝের তিন দিন, অর্থাৎ ১৩, ১৪, ১৫ তারিখ রোযা রাখা মুস্তাহাব। হাদীসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমার জন্য যথেষ্ট যে তুমি প্রত্যেক মাসে তিন দিন রোযা রাখবে, কারণ নেক আমলের পরিবর্তে তোমার জন্য রয়েছে দশ গুণ সওয়াব। এভাবে সারা বছরের রোযা রাখা হয়ে যায়। (সহীহ বুখারী, ১৯৭৫)

এ ছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোযা রাখতেন। তাই কেউ চাইলে আইয়ামে বীয হিসেবে তিনটি রোযা রাখতে পারেন। কিন্তু ১৫ তারিখের রোযাকে শবে বরাতের রোযা বলা যাবে না।

এই মাসের আইয়ামে বীযের রোযার তারিখ:

১৩ই শাবান - ২৪ ফেব্রুয়ারি- শনিবার
১৪ই শাবান - ২৫ ফেব্রুয়ারি- রবিবার
১৫ই শাবান - ২৬ ফেব্রুয়ারি- সোমবার

যারা এ মাসের আইয়ামে বীযের রোযা রাখবেন নিয়ত করেছেন, তারা আজ রাতে সাহরি খেয়ে রোযা শুরু করতে পারেন ইনশাআল্লাহ।

22/02/2024
আলহামদুলিল্লাহ মাদ্রাসায়ে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু এর ছাত্রদের বার্ষিক পরীক্ষা চলছে।
22/02/2024

আলহামদুলিল্লাহ মাদ্রাসায়ে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু এর ছাত্রদের বার্ষিক পরীক্ষা চলছে।

21/02/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু

17/02/2024

হজ্জ ২০২৩ মুজদালিফায় খোলা আকাশের নিচে আল্লাহর মেহমানরা রাত্রি যাপন করছেন।

15/02/2024

আহ্ যদি রমাদানে আল্লাহর ঘরের মেহমান হতে পারতাম।এ রকম আকাঙ্ক্ষা পুরা পৃথিবীর মুসলমানের।কারণ,রমাদানে ওমরাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম এর সাথে হজ করার বরাবর নেকি।এই আশা নিয়ে আগামী মার্চের ছয় সাত তারিখে আমরা যাব ইনশাআল্লাহ। এখনো সুযোগ আছে বন্ধুরা যারা
যেতে চাও আমাদের সাথে চলে আসো।

আল্লার ঘরের বাইরে
15/02/2024

আল্লার ঘরের বাইরে

মদীনার খেজুর গাছ
15/02/2024

মদীনার খেজুর গাছ

13/02/2024

আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ যদি কাউকে তার মেহমান বানাতে চান তাকে চোখে দেখে আল্লাহর ঘর পর্যন্ত যেতে হয় না। এই অন্ধ মানুষটি ই তার প্রমাণ।তিনি একা একা আল্লাহর ঘর তাওয়াফ করছেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক নসিব করেন।

Address

147/5, Mia Chan Goli, Rawshan Monjil, 3rd Floor, Arambagh
Dhaka
1000

Telephone

+8801712548547

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khondoker Hajj & Umrah Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khondoker Hajj & Umrah Services:

Videos

Share

Category