15/12/2023
আরাফা থেকে মুজদালিফা ফিরছি। এক ভাই আমাকে ফোন করে বলল: আপনার গ্রুপে আমার এক বন্ধুর ওয়াইফ আছে। আমার বন্ধু ওই বাসে উঠতে পারে নাই। আপনি একটু উনার ওয়াইফকে সাহায্য করবেন!
বাস থেকে নামার সময় খুঁজে পেলাম উনাকে। উনার কাছেই সব ব্যাগ! الله مستعان
ফজরের পর হেঁটে মুজদালিফা পার হয়ে মিনায় আসতে হবে।
মহিলার হাঁটতে সমস্যা আবার অ্যাজমার প্রবলেম আছে। আছে সাথে ডাবল ব্যাগ! কী মুসিবত! আমি ভাবছি, আল্লাহ না করুক পড়ে গেলে বা অসুস্থ হয়ে গেলে কী বিপদটাই না হবে। ইহরাম অবস্থায় মাহরাম পুরুষ ছাড়া বিশেষ প্রয়োজনীয় মুহূর্তে কেও সহসা এগিয়ে আসতে চাইবে না!
বোনেরা, হজ একটা বড় সফর! যেকোনো সময় যে কোন সমস্যার বা পরিস্থিতির মুখোমুখি হতে পারেন! তাই যদিও সৌদি সরকার অনুমতি দিয়েছে মাহরাম ছাড়া হজে যেতে পারবেন, যদিও কোন কোন মাযহাবে শর্ত সাপেক্ষে এটার অনুমতি আছে - মাহরাম ছাড়া হজে যাবেন না! দেখা যাবে হজের যে বিশাল সাওয়াব তার পরিবর্তে অনেক গুনাহর ভাগি হয়ে যাচ্ছেন!
খেয়াল করুন: হজ কবুল হচ্ছে কিনা এটা নিশ্চিত কেও বলতে পারবেনা যতক্ষণ না আমরা জান্নাতে প্রবেশ করি! কিন্তু মাহরাম ছাড়া হজ সফর করা, রাসূলুল্লাহ ﷺ এর আদেশের শানে চাকু মারা সমতুল্য।
তাই আমাদের আলেমগণ মহিলাদের উপর হজ ফরজ হওয়ার জন্য টাকা-পয়সা ও সামর্থ্যের সাথে - মাহরাম আবশ্যক করেছেন।
রাসূলুল্লাহ ﷺ এর আদেশ মেনে যদি হজে না যান, তবে আল্লাহ চাইলে হজ না করেও কবুল হজের সওয়াব পেতে পারেন إن شاء الله