Ross Air International রোজ এয়ার ইন্টারন্যাশনাল

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Ross Air International রোজ এয়ার ইন্টারন্যাশনাল

Ross Air International রোজ এয়ার ইন্টারন্যাশনাল বাসায় বসে বসে চিন্তা না করে সরাসরি এসে কথা বলুন ইনশাআল্লাহ ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে।

১০০% কোম্পানির নামে ভিসা হবে। ওকালা রেডি জরুরি যোগাযোগ করুন।
16/12/2024

১০০% কোম্পানির নামে ভিসা হবে। ওকালা রেডি জরুরি যোগাযোগ করুন।

যোগাযোগ করুন
16/12/2024

যোগাযোগ করুন

মহান বিজয়ের শুভেচ্ছা শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ ২৩ বছরের লড়াই সংগ্রামের পর ১৯৭১ সালের এই ম...
15/12/2024

মহান বিজয়ের শুভেচ্ছা
শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ ২৩ বছরের লড়াই সংগ্রামের পর ১৯৭১ সালের এই মাসেই স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিজয় অর্জন হয়েছে, এ মাসে সেসব লাখো শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবে বাঙালি জাতি।

প্রতি বছরের মতো এবারও বিজয়ের মাস নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করবে।

১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ৯ মাসের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্নসাধ পূরণ হয় ১৬ ডিসেম্বর।

স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য-খচিত নিজস্ব জাতীয় পতাকা। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এ দিনে।

বাঙালির হাজার বছরের স্বপ্নপূরণ হওয়ার পাশাপাশি বহু তরতাজা প্রাণ বিসর্জন আর মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এ অর্জন হওয়ায়- বেদনাবিধুর এক শোকগাঁথার মাসও এ ডিসেম্বর।

এ মাসেই দেশের মেধাবী, শ্রেষ্ঠ সন্তান-বুদ্ধিজীবী হত্যার নৃশংস ঘটনা ঘটে। সমগ্র জাতিকে মেধাহীন করতে ১৪ ডিসেম্বর দেশের অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করা হয়।

১৬ ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন।
12/12/2024

বিস্তারিত জানতে যোগাযোগ করুন।

11/12/2024

প্রবাসে যাওয়ার আগে একটা কাজ শিখে গেলে আপনার জন্য আর ঝুঁকি থাকে না...

জরুরি সৌদি আরব যেতে আগ্রহীরা যোগাযোগ করুন           #বাংলাদেশ    #ক্রিকেট  #ক্রিকেট  #ক্রিকেট
10/12/2024

জরুরি সৌদি আরব যেতে আগ্রহীরা যোগাযোগ করুন

#বাংলাদেশ #ক্রিকেট #ক্রিকেট #ক্রিকেট

সৌদি আরব যেতে আগ্রহী সকলে জরুরি যোগাযোগ করুন ওকালা রেডি আছে খুব দ্রুত সময়ের মধ্যে চলে যেতে পারবোন।
10/12/2024

সৌদি আরব যেতে আগ্রহী সকলে জরুরি যোগাযোগ করুন ওকালা রেডি আছে খুব দ্রুত সময়ের মধ্যে চলে যেতে পারবোন।

অভিনন্দন অনূর্ধ্ব ১৯ দল।ভারতের সাথে এশিয়া কাপে চ্যাম্পিয়ন।        #বাংলাদেশ  #ক্রিকেট
08/12/2024

অভিনন্দন অনূর্ধ্ব ১৯ দল।
ভারতের সাথে এশিয়া কাপে চ্যাম্পিয়ন।

#বাংলাদেশ #ক্রিকেট

সৌদি আরব যেতে আগ্রহীরা অতি জরুরি যোগাযোগ করুন
04/12/2024

সৌদি আরব যেতে আগ্রহীরা অতি জরুরি যোগাযোগ করুন

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের বিরুদ্ধে ১৫ বছর পর ঐতিহাসিক টেস্ট জয়। দেশকে ভরপুর আনন্দের উপলক্ষ এনে দেয়া এই জয়ের জন্য রোজ ...
04/12/2024

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের বিরুদ্ধে ১৫ বছর পর ঐতিহাসিক টেস্ট জয়। দেশকে ভরপুর আনন্দের উপলক্ষ এনে দেয়া এই জয়ের জন্য রোজ এয়ার ইন্টারন্যাশনাল -এর পক্ষ থেকে টাইগারদের জানাই অনেক ধন্যবাদ এবং অভিনন্দন।

03/12/2024
সৌদি আরব জরুরী নিয়োগ কোম্পানির নামঃ amazon.comকাজের ধরনঃ ফ্যাক্টরি ওয়ার্কার বেতনঃ ১৪০০ রিয়াল+ওটি১০০% কাজের গেরান্টি প্র...
03/12/2024

সৌদি আরব জরুরী নিয়োগ
কোম্পানির নামঃ amazon.com
কাজের ধরনঃ ফ্যাক্টরি ওয়ার্কার
বেতনঃ ১৪০০ রিয়াল+ওটি
১০০% কাজের গেরান্টি প্রয়োজনে ৩০০ টাকার স্টাম্পে লিখিত থাকবে
ডিউটিঃ ১০ ঘন্টা+ওভারটাইম
বয়সঃ ২১-৩৫ বছর
থাকাঃ কোম্পানির, খাওয়াঃ নিজের
অন্যান্য সুযোগ-সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী।

জরুরি যোগাযোগ করুন
03/12/2024

জরুরি যোগাযোগ করুন

সৌদি আরব জরুরী নিয়োগ কোম্পানির নামঃ amazon.comকাজের ধরনঃ ফ্যাক্টরি ওয়ার্কার বেতনঃ ১৪০০ রিয়াল+ওটি১০০% কাজের গেরান্টি প্র...
02/12/2024

সৌদি আরব জরুরী নিয়োগ
কোম্পানির নামঃ amazon.com
কাজের ধরনঃ ফ্যাক্টরি ওয়ার্কার
বেতনঃ ১৪০০ রিয়াল+ওটি
১০০% কাজের গেরান্টি প্রয়োজনে ৩০০ টাকার স্টাম্পে লিখিত থাকবে
ডিউটিঃ ১০ ঘন্টা+ওভারটাইম
বয়সঃ ২১-৩৫ বছর
থাকাঃ কোম্পানির, খাওয়াঃ নিজের
অন্যান্য সুযোগ-সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী।

শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ ২৩ বছরের লড়াই সংগ্রামের পর ১৯৭১ সালের এই মাসেই স্বাধীনতা লাভ কর...
01/12/2024

শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ ২৩ বছরের লড়াই সংগ্রামের পর ১৯৭১ সালের এই মাসেই স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিজয় অর্জন হয়েছে, এ মাসে সেসব লাখো শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবে বাঙালি জাতি।

প্রতি বছরের মতো এবারও বিজয়ের মাস নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করবে।

১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ৯ মাসের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্নসাধ পূরণ হয় ১৬ ডিসেম্বর।

স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য-খচিত নিজস্ব জাতীয় পতাকা। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এ দিনে।

বাঙালির হাজার বছরের স্বপ্নপূরণ হওয়ার পাশাপাশি বহু তরতাজা প্রাণ বিসর্জন আর মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এ অর্জন হওয়ায়- বেদনাবিধুর এক শোকগাঁথার মাসও এ ডিসেম্বর।

এ মাসেই দেশের মেধাবী, শ্রেষ্ঠ সন্তান-বুদ্ধিজীবী হত্যার নৃশংস ঘটনা ঘটে। সমগ্র জাতিকে মেধাহীন করতে ১৪ ডিসেম্বর দেশের অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করা হয়।

১৬ ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

কাতার জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি,,,যোগাযোগ করুন অতি তাড়াতাড়ি..!
26/11/2024

কাতার জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি,,,
যোগাযোগ করুন অতি তাড়াতাড়ি..!

ইন্টারভিউর  সিরিয়াল আগে পেতে এখনই যোগাযোগ করুন।
15/11/2024

ইন্টারভিউর সিরিয়াল আগে পেতে এখনই যোগাযোগ করুন।

সরাসরি কোম্পানির ভিসায় কর্মী নিয়োগ চলছে।সরাসরি কোম্পানির ভিসায় যেতে আগ্রহীরা জরুরী যোগাযোগ করুন।
12/11/2024

সরাসরি কোম্পানির ভিসায় কর্মী নিয়োগ চলছে।
সরাসরি কোম্পানির ভিসায় যেতে আগ্রহীরা জরুরী যোগাযোগ করুন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ross Air International রোজ এয়ার ইন্টারন্যাশনাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ross Air International রোজ এয়ার ইন্টারন্যাশনাল:

Videos

Share

Category