Ross Air International রোজ এয়ার ইন্টারন্যাশনাল

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Ross Air International রোজ এয়ার ইন্টারন্যাশনাল

Ross Air International রোজ এয়ার ইন্টারন্যাশনাল বাসায় বসে বসে চিন্তা না করে সরাসরি এসে কথা বলুন ইনশাআল্লাহ ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে।

দেশঃ ক্রোয়েশিয়া  ৯৯% গেরান্টি করা ভিসা হবে ইনশাআল্লাহবিদেশ পেরত ও অভিজ্ঞতা সম্পুর্ণদের জন্য বিশেষ সুবিধা রয়েছে।প্রসেসিং ...
13/01/2025

দেশঃ ক্রোয়েশিয়া
৯৯% গেরান্টি করা ভিসা হবে ইনশাআল্লাহ
বিদেশ পেরত ও অভিজ্ঞতা সম্পুর্ণদের জন্য বিশেষ সুবিধা রয়েছে।

প্রসেসিং সময়ঃ ৫/৬ মাস মাত্র (ফ্লাইট সহ টোটাল সময় লাগবে ৭ মাস) এম্বাসির কারণে সময় (+-) হতে পারে। বই জমা দেওয়ার পর কোন অজুহাত চলবে না, বই বেক নেওয়া যাবে না। প্রয়োজনে ৩০০ টাকার স্টাম্পে বিস্তারিত লেখা থাকবে।

কাজঃ
১. ফ্যাক্টরী ওয়াকার-প্যাকেজিং, লোড আনলোড, ফুড তৈরির কারখানা ইত্যাদি
২. রেস্তোরাঁ ওয়েটার, হোটেল বয় (ইংরেজি জানতে হবে) ইংরেজি না বলতে পারলে কিচেনে কাজ কটতে হবে।
৩. জেনারেল ওয়াকার বা ক্লিনার
৪. কনস্ট্রাকশন ওয়ার্কার
৫. সকল প্রকার টেকনিশিয়ান (টেকনিক্যাল সকল ট্রেড)
বেতনঃ ৮৪০£-১৮০০£ (কোন কাজের অভিজ্ঞতা থাকলে বেশি হবে)।

যে যে ডকুমেন্টস লাগবেঃ
১. মূল পাসপোর্ট
২. ৩৫/৪৫ সাইজের ছবি ৮ কপি ল্যাব প্রিন্ট ও সাদা ব্যাকগ্রাউন্ড
৩. পুলিশ ক্লিয়ারেন্স সাটিফিকেট (পরে দিলে ও চলবে)।
৪. ভোটার আইডি কার্ড
৫. কভিট ভেকসিন কার্ড
৬. পড়া লেখার সাটিফিকেট কপি (যদি থাকে)।
৭. কোন কাজের অভিজ্ঞতার সনদ (যদি থাকে)।
৮. ই-মেইল ও দুটো মোবাইল নাম্বার

মোট খরচঃ ১২,২৫,০০০/- ( বার লক্ষ পঁচিশ হাজার টাকা)।
১. পাসপোর্ট এর সাথে মাত্র দুই লক্ষ টাকা (আলোচনা সাপেক্ষে) দিতে হবে।
২. পারমিট স্কেন পিডিএফ কপি দেওয়ার পর তিন লক্ষ টাকা দিতে হবে।
৩. টিকিট ও মেন পাওয়ার পর সম্পন্ন টাকা পরিশোধ করে পাসপোর্ট নিতে হবে।
৪. ১০০% ভিসা হবে ইনশাআল্লাহ (কোন কারনে ভিসা দিতে না পারলে অজুহাত নেই, কোন সার্ভিস চার্জ নেই বা টাকা কর্তন নেই।
৫. ইন্ডিয়া/নেপাল যেতে হবে না ✌️ এখন ক্রোয়েশিয়া ভিসা বাংলাদেশ থেকে প্রসেসিং হয়।

#ক্রোয়েশিয়া #প্রবাসী #ক্রোয়ে

কম খরচে সৌদি আরব যেতে চাইলে জরুরি যোগাযোগ করুন
13/01/2025

কম খরচে সৌদি আরব যেতে চাইলে জরুরি যোগাযোগ করুন

দেশঃ ক্রোয়েশিয়া  ৯৯% গেরান্টি করা ভিসা হবে ইনশাআল্লাহবিদেশ পেরত ও অভিজ্ঞতা সম্পুর্ণদের জন্য বিশেষ সুবিধা রয়েছে।প্রসেসিং ...
12/01/2025

দেশঃ ক্রোয়েশিয়া
৯৯% গেরান্টি করা ভিসা হবে ইনশাআল্লাহ
বিদেশ পেরত ও অভিজ্ঞতা সম্পুর্ণদের জন্য বিশেষ সুবিধা রয়েছে।

প্রসেসিং সময়ঃ ৫/৬ মাস মাত্র (ফ্লাইট সহ টোটাল সময় লাগবে ৭ মাস) এম্বাসির কারণে সময় (+-) হতে পারে। বই জমা দেওয়ার পর কোন অজুহাত চলবে না, বই বেক নেওয়া যাবে না। প্রয়োজনে ৩০০ টাকার স্টাম্পে বিস্তারিত লেখা থাকবে।

কাজঃ
১. ফ্যাক্টরী ওয়াকার-প্যাকেজিং, লোড আনলোড, ফুড তৈরির কারখানা ইত্যাদি
২. রেস্তোরাঁ ওয়েটার, হোটেল বয় (ইংরেজি জানতে হবে) ইংরেজি না বলতে পারলে কিচেনে কাজ কটতে হবে।
৩. জেনারেল ওয়াকার বা ক্লিনার
৪. কনস্ট্রাকশন ওয়ার্কার
৫. সকল প্রকার টেকনিশিয়ান (টেকনিক্যাল সকল ট্রেড)
বেতনঃ ৮৪০£-১৮০০£ (কোন কাজের অভিজ্ঞতা থাকলে বেশি হবে)।

যে যে ডকুমেন্টস লাগবেঃ
১. মূল পাসপোর্ট
২. ৩৫/৪৫ সাইজের ছবি ৮ কপি ল্যাব প্রিন্ট ও সাদা ব্যাকগ্রাউন্ড
৩. পুলিশ ক্লিয়ারেন্স সাটিফিকেট (পরে দিলে ও চলবে)।
৪. ভোটার আইডি কার্ড
৫. কভিট ভেকসিন কার্ড
৬. পড়া লেখার সাটিফিকেট কপি (যদি থাকে)।
৭. কোন কাজের অভিজ্ঞতার সনদ (যদি থাকে)।
৮. ই-মেইল ও দুটো মোবাইল নাম্বার

মোট খরচঃ ১২,২৫,০০০/- ( বার লক্ষ পঁচিশ হাজার টাকা)।
১. পাসপোর্ট এর সাথে মাত্র দুই লক্ষ টাকা (আলোচনা সাপেক্ষে) দিতে হবে।
২. পারমিট স্কেন পিডিএফ কপি দেওয়ার পর তিন লক্ষ টাকা দিতে হবে।
৩. টিকিট ও মেন পাওয়ার পর সম্পন্ন টাকা পরিশোধ করে পাসপোর্ট নিতে হবে।
৪. ১০০% ভিসা হবে ইনশাআল্লাহ (কোন কারনে ভিসা দিতে না পারলে অজুহাত নেই, কোন সার্ভিস চার্জ নেই বা টাকা কর্তন নেই।
৫. ইন্ডিয়া/নেপাল যেতে হবে না ✌️ এখন ক্রোয়েশিয়া ভিসা বাংলাদেশ থেকে প্রসেসিং হয়।

08/01/2025
যোগাযোগ করুন এখনি🫵
08/01/2025

যোগাযোগ করুন এখনি🫵

জরুরি যোগাযোগ করুন             #সৌদি  #বাংলাদেশ  #প্রবাসি
06/01/2025

জরুরি যোগাযোগ করুন

#সৌদি #বাংলাদেশ #প্রবাসি

সবাই ভালো এবং সুস্থ থাকুন। ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।
31/12/2024

সবাই ভালো এবং সুস্থ থাকুন। ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।

যোগাযোগ করুন
30/12/2024

যোগাযোগ করুন

জরুরি যোগাযোগ করুন
30/12/2024

জরুরি যোগাযোগ করুন

সৌদি আরব জরুরি নিয়োগ 🫵 ফ্যাক্টরীআল কাব্বি রেডি মিক্স কোম্পানিAl Kaabi Ready Mix Company
29/12/2024

সৌদি আরব জরুরি নিয়োগ 🫵 ফ্যাক্টরী
আল কাব্বি রেডি মিক্স কোম্পানি
Al Kaabi Ready Mix Company

ইন্টারভিউ দিতে যোগাযোগ করুন
26/12/2024

ইন্টারভিউ দিতে যোগাযোগ করুন

শুভ বড়দিন ২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন। আমি খ্রিস্টান সম্প্রদায়সহ বাংলাদেশের সকল ...
24/12/2024

শুভ বড়দিন

২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন। আমি খ্রিস্টান সম্প্রদায়সহ বাংলাদেশের সকল মানুষকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। মহান সৃষ্টিকর্তা যুগে যুগে মানব সমাজের পথ প্রদর্শক হিসেবে মহামানব প্রেরণ করেছেন। যীশুখ্রিস্ট তাদের মধ্যে অন্যতম। তিনি মানব মুক্তির পথ প্রদর্শক হিসেবে কাজ করেছেন। মানুষে মানুষে ভালোবাসার বিস্তারের মাধ্যমে একটি মানবিক পৃথিবী গড়ে তোলা ছিল তাঁর লক্ষ্য। যীশুখ্রিস্টের আদর্শ, জীবনের প্রতিটি শিক্ষা, বাণী, ক্ষমা ও মহত্ত্ব পর্যালোচনা করলে আমরা তা দেখতে পাই। তাঁর দর্শন ছিল মানবিকতার দর্শন, মানুষকে ভালোবাসার দর্শন। অথচ আজকের বাংলাদেশে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করা হচ্ছে, ভিন্নধর্মাবলম্বী সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন ও সেটার বিস্তার ঘটানো হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি গভীর সংকটে নিমজ্জিত। এই স্বার্থান্বেষী গোষ্ঠীর ষড়যন্ত্র থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে আমাদের মানবিক সমাজ গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে যীশুখ্রিস্টের জীবনাচরণ, বাণী, শিক্ষা ও আদর্শ গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করবে। তিনি সব ভেদাভেদ ভুলে সবকিছুর ঊর্ধ্বে তুলে ধরতে চেয়েছিলেন মানব আত্মার শ্রেষ্ঠত্বকে। মানুষে মানুষে বাঁধতে চেয়েছেন প্রেমের বাঁধনে। মানুষের দুঃখ-কষ্ট লাঘবে ছুঁটে গেছেন, রোগ থেকে মুক্তি দিয়েছেন।

প্রতি বছর বড়দিন আসে ভ্রাতৃত্ব, ভালবাসা, সহমর্মিতা, উদারতার বার্তা নিয়ে। সংযম, সহিষ্ণুতা, ত্যাগ ও ভালোবাসার মধ্য দিয়ে স্মরণ করা হয় যিশুখ্রিস্টকে। যীশুখ্রিস্টের ত্যাগ ও মহিমায় সবার জীবন উজ্জ্বল হয়ে উঠুক। ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক সকলে। এই শুভদিনে এটাই প্রত্যাশা রাখি।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।

১০০% কোম্পানির নামে ভিসা হবে। ওকালা রেডি জরুরি যোগাযোগ করুন।
16/12/2024

১০০% কোম্পানির নামে ভিসা হবে। ওকালা রেডি জরুরি যোগাযোগ করুন।

যোগাযোগ করুন
16/12/2024

যোগাযোগ করুন

মহান বিজয়ের শুভেচ্ছা শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ ২৩ বছরের লড়াই সংগ্রামের পর ১৯৭১ সালের এই ম...
15/12/2024

মহান বিজয়ের শুভেচ্ছা
শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ ২৩ বছরের লড়াই সংগ্রামের পর ১৯৭১ সালের এই মাসেই স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিজয় অর্জন হয়েছে, এ মাসে সেসব লাখো শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবে বাঙালি জাতি।

প্রতি বছরের মতো এবারও বিজয়ের মাস নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করবে।

১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ৯ মাসের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্নসাধ পূরণ হয় ১৬ ডিসেম্বর।

স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য-খচিত নিজস্ব জাতীয় পতাকা। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এ দিনে।

বাঙালির হাজার বছরের স্বপ্নপূরণ হওয়ার পাশাপাশি বহু তরতাজা প্রাণ বিসর্জন আর মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এ অর্জন হওয়ায়- বেদনাবিধুর এক শোকগাঁথার মাসও এ ডিসেম্বর।

এ মাসেই দেশের মেধাবী, শ্রেষ্ঠ সন্তান-বুদ্ধিজীবী হত্যার নৃশংস ঘটনা ঘটে। সমগ্র জাতিকে মেধাহীন করতে ১৪ ডিসেম্বর দেশের অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করা হয়।

১৬ ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন।
12/12/2024

বিস্তারিত জানতে যোগাযোগ করুন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ross Air International রোজ এয়ার ইন্টারন্যাশনাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ross Air International রোজ এয়ার ইন্টারন্যাশনাল:

Videos

Share

Category