Muskan Travels & Tours মুসকান ট্রাভেলস এন্ড ট্যুরস।

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Muskan Travels & Tours মুসকান ট্রাভেলস এন্ড ট্যুরস।

Muskan Travels & Tours মুসকান ট্রাভেলস এন্ড ট্যুরস। Air Ticket, Visa prosses, Tours package, Hotel booking, Haji Umra.

আজ ভোরবেলায় পুচং এর মেরান্তি দ্বীপে  সবজি বাগানে অবৈধ ভাবে ববসবাসরত ২২জন কে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।তারমধ্যে ১৭জন ইন্দ...
08/06/2023

আজ ভোরবেলায় পুচং এর মেরান্তি দ্বীপে সবজি বাগানে অবৈধ ভাবে ববসবাসরত ২২জন কে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।

তারমধ্যে ১৭জন ইন্দোনেশিয়ান ও ৫জন বাংলাদেশী আছে। তাদের সবাইকে মালয়েশিয়ার আইন অনুযায়ী জেল/জরিমান দেয়া হবে, এবং তারপর নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

RTK 2.0 চলমান আছে, সকলেই নিজ নিজ কর্মস্থলে বৈধতা নেয়ার সর্বোচ্চ চেষ্টা করুন।

30/05/2023
11/05/2023

মালয়েশিয়ার বাংলাদেশি কলিং ভিসার কর্মীরা কাজ না পেয়ে মালয়েশিয়ার রাস্তায়!
মালয়েশিয়ার কলিং পরিস্থিতি বর্তমানে 2007 সালের অবস্থার দিকে যাচ্ছে। তাই যারা আসবেন মালয়েশিয়া বুঝেশুনে আসুন। এরকম অনেক কোম্পানির লোক এনে কাজ দিতে পারছে না। করোনার পরে মালয়েশিয়ায় প্রচুর পরিমাণে কাজের চাপ ছিল এখন সেরকম কাজের চাপ নাই। কোম্পানিগুলো তাদের কোটার অতিরিক্ত কর্মী ব্যবসার লাভের জন্য আনার কারণে তাদেরকে কাজ দিতে পারছে না। কর্মীদেরকে রুম থেকে কাজ থেকে বের করে দিতেছে এবং বাংলাদেশি কর্মীরা রাস্তায় হেঁটে দূতাবাসমুখী রওনা দিয়েছে এটা খুবই দুঃখজনক বাংলাদেশী প্রবাসীদের জন্য যে কলিং ভিসা নতুন প্রবাসীরা মালয়েশিয়া রাস্তায় নামতে হচ্ছে 😭😭😭

09/04/2023
17/07/2022

মালয়েশিয়ায় কর্মীদের জন্য সুখবর অবশেষে মালয়েশিয়ায় নিয়োগদাতাদের মূল ভিসা বা চাহিদাপত্রের সত্যায়ন কার্যক্রম শুরু করেছে। মালয়েশিয়ায় কলিং ভিসায় কর্মী নিয়োগের জন্য নিন্মোক্ত সেক্টর গুলোঃ
১। উৎপাদন কারখানা
✅ ইলেকট্রনিক্স ফ্যাক্টরি
✅ হাত মোজা ফ্যাক্টরি
✅ ফার্নিচার ফ্যাক্টরি
✅ ফুড ফ্যাক্টরি
✅ গার্মেন্টস ফ্যাক্টরি
✅ প্লাস্টিক ফ্যাক্টরি
✅ ষ্টীল ফ্যাক্টরি
✅ রাবার ফ্যাক্টরি
✅ গ্লাস ফ্যাক্টরি
✅ অটোমোবাইল ফ্যাক্টরি
✅ অয়েল ফ্যাক্টরি
২। সার্ভিস সেক্টর
✅ রেস্টুরেন্ট
✅ মার্কেট
✅ লোডিং-আনলোডিং
✅ পেট্রোল পাম্প
✅ ক্লিনার➡️আবাসিক হোটেল, দোকান, মার্কেট, এয়ারপোর্ট, স্কুল, কলেজ, হাসপিটাল, আবাসিক ইত্যাদি।
৩। কন্সট্রাকশন
✅ অল ট্রেড টেকনিশিয়ান
✅ লেবার
৪। এগ্রিকালচার
✅ কৃষি কাজ
✅ মৎস্য খামার
✅ পোল্ট্রি ফার্ম
✅ পশু খামার
৫। প্লানটেশন
✅ পামওয়েল বাগান
✅ নার্সারী
সুবিধাদিঃ
✅ বেতনঃ ১৫০০ রিঙ্গিত + ওভারটাইম।
✅ কন্ট্রাক্টঃ ৩ বছর। ভিসা নবায়নযোগ্য।
✅ বাসস্থান+ চিকিৎসা কোম্পানি দিবে।
✅ খাবারঃ নিজ।

ডকুমেন্টস
#পাসপোর্ট ১৮মাস মেয়াদ।
#মডার্না/ফাইজার/এসট্রোজেনেকার ২ডোস অথবা সিনোভ্যাক/সিনোফার্মের বুষ্টার ডোজ ভেক্সিন কার্ড।
#ছবি ৮কপি।
#বয়স ১৮-৪৫বছর।
নিবন্ধন কপি।
#মেডিকেল ৭০০০/-

30/03/2022
15/03/2022

✈️ব্রেকিং নিউজ✈️
প্রবাসীকল্যান মন্ত্রী ইমরান আহম্মেদ আগামী ২৫-০৩-২০২২ইং তারিখে মালায়েশিয়ার আমন্ত্রণে ৩দিনের সফরে মালায়েশিয়াতে যাবেন। সেখানে গিয়ে MOUতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনার মাধ্যমে মালায়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও খরচসহ পূর্ণ ঘোষণা আসবে ইনশাআল্লাহ।

27/12/2021

মালয়েশিয়তে কর্মী নিয়োগ
====================
✅ অগ্রীম কোনো টাকা লাগবে না (বিঃদ্রঃ মেডিক্যাল ফিট হলে টাকা ১ম ধাপে, কলিং হলে ২য় ধাপে এবং বাকি টাকা ফ্লাইটের সময় দিতে হবে)
✅ কাজের ধরনঃ➮ ফ্যাক্টরী ➮ কন্সট্রাকশন ➮ এগ্রিকালচার
➮ প্লানটেশন ➮ মার্কেট ➮
✅ মাসিক বেতন ১২০০-১৫০০ রিঙ্গিত+ ওভার টাইম। থাকা ফ্রী, খাবার নিজ।
✅খরচ পরে জানানো হবে।
✅ প্রয়োজনীয় কাগজ পত্রঃ
➮ অরিজিনাল পাসপোর্ট
➮ জাতীয় পরিচয় পত্র/ জন্মনিবন্ধনের কপি
➮ ১০ কপি রঙ্গিন ছবি (পাসপোর্ট সাইজ, সাদা ব্যাকগ্রাউন্ড-ল্যাব প্রিন্ট)
➮ পাসপোর্ট কমপক্ষে ২বছরের মেয়াদ থাকতে হবে
➮ আবেদনকারীর পিতা ও মাতার জন্মনিবন্ধন/ জাতীয় পরিচয়পত্র
➮যে কোন কোম্পানির ভ্যাক্সিন সার্টিফিকেট।

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Muskan Travels & Tours মুসকান ট্রাভেলস এন্ড ট্যুরস। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muskan Travels & Tours মুসকান ট্রাভেলস এন্ড ট্যুরস।:

Videos

Share

Category