ভিশন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ভিশন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার

ভিশন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার Golden opportunity to go to Singapore by skill

11/01/2024
আপনি কি  #বিদেশগামী  #যাত্রী ?                যে কোন  #আন্তর্জাতিক গন্তব্যে যেতে ফ্লাইটের নির্ধারিত সময়ের আগে ৩ ঘন্টা সম...
12/10/2023

আপনি কি #বিদেশগামী #যাত্রী ?

যে কোন #আন্তর্জাতিক গন্তব্যে যেতে ফ্লাইটের নির্ধারিত সময়ের আগে ৩ ঘন্টা সময় হাতে নিয়ে #বিমানবন্দরে প্রবেশ করুন।

#ফ্লাইট ছাড়ার ১ ঘন্টা আগে এয়ারলাইন্সের চেক ইন কাউন্টার বন্ধ হয়ে যায়। আপনার টিকিটে ফ্লাইটের নির্ধারিত সময় লেখা আছে। সেই সময়ের এক ঘন্টা আগে চেক ইন কাউন্টারে না গেলে, আপনি চেক ইন করতে পারবেন না, #ফ্লাইট মিস করবেন।

বিমানবন্দরে এয়ারলাইন্সের কাউন্টার নির্ধারিত নয়। শুধু মাত্র ফ্লাইটের আগে কাউন্টার চালু হয় । আপনার টিকিটে এয়ারলাইন্সের নাম ও #ফ্লাইট নাম্বার লেখা আছে। আপনার কোন কাউন্টারে চেক ইন হবে, তা বিমানবন্দরের নির্দেশনার মনিটরে দেখানো হবে। সেই মনিটরে ফ্লাইট নাম্বারসহ চেক ইন কাউন্টারের নাম্বার উল্লেখ করা হয়। তাই #বিমানবন্দরে প্রবেশ করে নির্দেশনা মনিটর লক্ষ্য রাখুন।

চেক ইন কাউন্টারে গিয়ে #লাগেজ জমা দিয়ে চেক ইন সম্পন্ন করে #বোর্ডিং কার্ড সংগ্রহ করুন। আপনার লাগেজ ট্যাগ বুঝে নিন। নিজের #পাসপোর্ট ফেরত নিন।

চেক ইন করার পর #ইমিগ্রেশন সম্পন্ন করুন। #ইমিগ্রেশন সম্পন্ন করার পর কোন গেট দিয়ে আপনি #বিমানে উঠবে তা সেখানেও মনিটরে প্রর্দশন করা হয়। আপনার বোর্ডিংকার্ডে লেখা আছে আপনি কোন গেট দিয়ে #বিমানে উঠবেন।

#বিমানবন্দরে অবস্থান করার সময় #ইনফরমেশন মনিটরে লক্ষ্য রাখুন। প্রয়োজনে বিমানবন্দরের #হেল্প ডেস্কের সহায়তা নিন।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ সময়সূচি
21/09/2023

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ সময়সূচি

18/09/2023

#বুয়েট পাস এমন একজনকে চিনি, যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নাই।

#ব্যাংকের এ,জি,এম এমন একজনকে চিনি, যার বউ দুইটা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনে সফলতা-পূর্ণতা সবই ছিলো, কিন্তু ভালোবাসাটা কপালে জুটেনি।

#এম,বি,এ পাশ করা একজনকে চিনি, পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্যে চলে যান দেশের বাহিরে , তারপর বিবাহের প্রস্তাব দেন ১৪ বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি। ভালো চাকুরী মানেই কি সব কিছু??

#প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটা জানি, কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিলো। ভালোবাসার জন্যে ঘর ছেড়েছিলো, সফলতা আসেনি কখনও।

#দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটার গল্পটা জানি। শুধু গায়ের রঙটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকাপ করতে হয়েছিলো। সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না।

#ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে, তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই।

#চাকুরী না পাওয়া তরুণের গল্পটাও করুণ। বেকার থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারে নাই। চাকুরীটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেলো। "সফলতা মানেই সুখ" বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা।

#পুলিশের একজন এসপি-কে জানি, যিনি ভাগ্যের গেড়াকলে পড়ে; সন্তান হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, সংসার ও চাকুরি সব হারিয়ে, এখন ক্ষমতাহীন নিঃস্ব জীবন-যাপন করছেন। সফলতা তার জীবনে সুখ আনতে পারেনি।

#একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিলো। তিনি বলেছিলেন, "বিবাহের চার বছর পর থেকে স্বামী অসুস্থ। আজ বারো বছর হলো দুই সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম?" সবই ছিলো, ভালো চাকুরী, দুই সন্তান। শুধু অর্থই জীবনের সব কিছু, একথা তার কাছে হাস্যকর।

#এক পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও এখন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক।

#একজন এম এ(ফার্স্ট ক্লাস ১৬তম)এলএল বি পাশ করে ওকালতি প্রাকটিস ও কলেজের প্রভাষক পদ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক!

আসলে জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে কয়জনকে? জীবনে সফলতা মানেই কি সুখ? একটা জীবনে সুখী হয়ে মারা গেছে ক'জন!!

সুখী দেখেছিলাম আমার এলাকার নসু পাগলাকে, সে এক বেলা পেট ভরে খেয়ে কি আয়েশী হাসিটাই না হেসেছিলো!! শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেও নাই!! আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না।

একটু সুখের জন্যে অনেক কিছুর দরকার নেই। চলুন, আমরা মনটাকে একটু ভালো করি, ক্ষমতা ও অর্থের দম্ভ থেকে সরে আসি, হিংসা, লোভ, স্বার্থপরতা ত্যাগ করি, সৃষ্টিকর্তার তরে নিজেকে সপে দিই; আর কাউকে না ঠকাই।
আমাদের জীবন সুখের হবে।

সংগৃহীত পোস্ট

চিত্র-১যদি রাস্তার মাঝখানে কাটাকাটা সাদা দাগ থাকে, তাহলে বুঝবেন, আপনি ওভারটেক করতে পারবেন।চিত্র-২যদি দাগ এক টানা হয়ে থাক...
29/08/2023

চিত্র-১
যদি রাস্তার মাঝখানে কাটাকাটা সাদা দাগ থাকে, তাহলে বুঝবেন, আপনি ওভারটেক করতে পারবেন।

চিত্র-২
যদি দাগ এক টানা হয়ে থাকে, তাহলে বুঝবেন, ওভারটেক করা ঝুঁকিপূর্ণ।

চিত্র-৩
যদি দাগ ডাবল দেওয়া থাকে, তাহলে ভুলেও ওভারটেক করার চেষ্টা করবেন না। এটা সম্পূর্ণ নিষিদ্ধ, বিপদজনক এবং আইনত দণ্ডনীয়।

23/08/2023

সিঙ্গাপুর গিয়ে BCA স্কিল করা সুর্বণ সুযোগ
🎤 আমরা খুব কম সময়ের মধ্যে সিঙ্গাপুর স্কিল করার ব্যবস্থা করে দিব।
🎤 আমরা সহজ কিছু কোর্স এর মাধ্যমে পরিক্ষা নিয়ে স্কিল করাই যা কিনা সহজে পরীক্ষায় পাশ করতে সাহায্য করে।
🎤আমরা স্কিল পরীক্ষায় পাশ করার জন্য সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকি ।
🕛১৫ দিনের মধ্যে ফ্লাইট এর ব্যাবস্থা করি।

নব্বই দশক বনাম  বর্তমান
23/08/2023

নব্বই দশক বনাম বর্তমান

12/06/2023

আসসালামু আলাইকুম...

ভর্তি চলছে💥 ভর্তি চলছে💥 ভর্তি চলছে💥💥

সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টারে ভর্তি চলছে.....

স্কিল করার সুর্বন সুযোগ।

👉বাংলাদেশ থেকে ১৫-২০ দিন
ট্রেনিং করিয়ে আমরা সিঙ্গাপুর নিয়ে স্কিল পরিক্ষা করাবো।

👉আমরা সিঙ্গাপুর নিয়ে একমাস মধ্যেই স্কিল টেস্ট পরিক্ষা দেওয়ার ব্যবস্তা করে দেশে নিয়ে আসব।

👉দেশে আসার পর আমরা পাসপোর্ট রিলিজ দিয়ে থাকি।

👉আমরা সিঙ্গাপুরে কাজ করতে যাওয়া প্রবাসী ভাইদের কে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সিঙ্গাপুরে পাঠিয়ে থাকি।।।

👉আমাদের এই সেন্টারে প্রায় সকল ধরনের ট্রেডই আছে।।।

( বাংলাদেশ স্কিল সেন্টার কৌঠা না থাকার কারণে যারা পরীক্ষা দিতে পারতেছেনা তারা অতি তারাতারি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

07/01/2023

★★★★☆ · Vocational school

29/07/2022
17/05/2022

ভতি চলছে ★ ভতি চলছে ★ভতি চলছে
যারা অতি স্বল্প সময়ে স্কিল করে সিঙ্গাপুর যেতে চান তারা আজই যোগাযোগ করুন।
ভিশন সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টার
অঠবি মোড়, আক্রান,বিরুলিয়া, সাভার,ঢাকা
০১৭৪৮১২১৮০৭,০১৭২২০৯৮৬৭১

Address

Dhaka

Opening Hours

Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

+8801748121807

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভিশন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভিশন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার:

Videos

Share

Category