Tours Trek

Tours Trek Discover, Explore, Trek Together
Explore & enjoy the beauty of Bengal with us at a budget-friendly cost. Your satisfaction is our first priority.

Happy Travelling! ✈️

🤣🤣
29/12/2024

🤣🤣

🌕 পূর্ণিমার আলোয় সেজে উঠেছে সেন্টমার্টিন 🌴পূর্ণিমার রাতে সেন্টমার্টিনের সৌন্দর্য যেন অন্য এক জগতে নিয়ে যায়। চাঁদের আলোতে...
14/12/2024

🌕 পূর্ণিমার আলোয় সেজে উঠেছে সেন্টমার্টিন 🌴

পূর্ণিমার রাতে সেন্টমার্টিনের সৌন্দর্য যেন অন্য এক জগতে নিয়ে যায়। চাঁদের আলোতে সমুদ্রের ঢেউগুলো রূপকথার মতো মনে হয়। চারদিকে নীরবতা, হালকা বাতাস, আর দূর থেকে ভেসে আসা ঢেউয়ের সুর—প্রকৃতি যেন কথা বলছে।

যারা এখন সেন্টমার্টিনে আছেন, তাদের জন্য এ এক স্বর্গীয় রাত। যারা নেই, তারা একদিন এমন মায়াবী পূর্ণিমা উপভোগ করতে আসবেন এই দ্বীপে।

আপনার রাত কেমন কাটছে? 🌙

©

05/12/2024

Backbencher 🔥

সরাসরি টাঙ্গাইল থেকে 🌊অবশেষে চালু হলো সেইন্টমার্টিন ইভেন্ট! 🎉👉 জনপ্রতি মাত্র ৭৪৯৯ টাকায়ঘুরে আসুন সাগরের বুকে ভাসমান প্রব...
01/12/2024

সরাসরি টাঙ্গাইল থেকে 🌊
অবশেষে চালু হলো সেইন্টমার্টিন ইভেন্ট! 🎉

👉 জনপ্রতি মাত্র ৭৪৯৯ টাকায়
ঘুরে আসুন সাগরের বুকে ভাসমান প্রবাল দ্বীপ সেইন্টমার্টিন! 🏝️
৪ রাত ৩ দিন | কোন হিডেন চার্জ নেই!

📅 যাত্রার তারিখ: ৮ ডিসেম্বর (রবিবার সন্ধ্যা ৭টা)
📅 ফেরার তারিখ: ১১ ডিসেম্বর (বুধবার)

টাঙ্গাইল থেকে কক্সবাজার এবং সেন্টমার্টিন রিজার্ভ বাস (নন এসি)
১ রাত কক্সবাজার ও ১ রাত সেন্টমার্টিনে রিসোর্টে থাকা
সেন্টমার্টিন শীপ টিকিট
চাঁদের গাড়ি (রিজার্ভ) 🚐
৮ বেলার মানসম্মত খাবার
হিমছড়ি, মিনি বান্দরবান, ইনানী বিচ ভ্রমণ
🍴 খাবারের আকর্ষণীয় মেনুঃ বারবিকিউ, মোরগ পোলাও, সামুদ্রিক মাছ, ডিম খিচুড়ি এবং আরও অনেক কিছু!

🎟️ বুকিং মানি:
জনপ্রতি ৪,০৪০ টাকা (অফেরতযোগ্য)

📲 যোগাযোগঃ
📞 মাহফুজ আহমেদ: 01307617000
📞 মারুফ: 01793190586
📞 রাহাত: 01719934661

🌐 Facebook Group:
ভিজিট করুন : https://www.facebook.com/groups/887180989691091

⏳ সীমিত সিট – দেরি না করে আজই বুক করুন!
পরিবার ও বন্ধুরা মিলে উপভোগ করুন চিরসবুজ ভ্রমণ।
ট্যুরস ট্রেক - চলুন ট্রেক করি, মজা করি! 🌟

আলহামদুলিল্লাহ দীর্ঘ সময়ের পর নানা জটিলতা কাটিয়ে আজকে কক্সবাজারের নুনিয়াছড়া থেকে সেইন্টমার্টিনের উদ্দেশ্যে  ছেড়ে আসা বা...
01/12/2024

আলহামদুলিল্লাহ দীর্ঘ সময়ের পর নানা জটিলতা কাটিয়ে আজকে কক্সবাজারের নুনিয়াছড়া থেকে সেইন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে আসা বারো আউলিয়া জাহাজটি পৌঁছে গেছে সেন্টমার্টিন 🥺❤️

27/11/2024

ট্যুরে যাওয়ার পরে যখন বান্ধবীকে জঙ্গলের ভুতে ধরে😅

সেন্টমার্টিন দ্বীপের জীবন্ত প্রবাল🪸 🌊
27/11/2024

সেন্টমার্টিন দ্বীপের জীবন্ত প্রবাল🪸 🌊

🏝️ সেন্টমার্টিন ট্রিপ প্ল্যান করছেন? 🛳️সেন্টমার্টিন ভ্রমণের জন্য এখনই ট্রাভেল পাস সংগ্রহ করুন!ডিসেম্বরের ১, ২, ৩, ৪, এবং...
25/11/2024

🏝️ সেন্টমার্টিন ট্রিপ প্ল্যান করছেন? 🛳️

সেন্টমার্টিন ভ্রমণের জন্য এখনই ট্রাভেল পাস সংগ্রহ করুন!
ডিসেম্বরের ১, ২, ৩, ৪, এবং ৫ তারিখের জন্য ট্রাভেল পাস ওপেন করেছে কর্তৃপক্ষ।

আপনার যাত্রা নিশ্চিত করতে এখনই নিচের লিংকে ক্লিক করে ট্রাভেল পাস নিন:
👇👇👇
https://saintmartin.sbldevteam.com/login

সীমিত সময়ের জন্য সুযোগ, তাই আর দেরি করবেন না!
Tours Trek – Discover, Explore, Trek Together.

Author: Spellbound, Category: Registration

25/11/2024

Saint Martin ticket is almost booked. Few seats are available,,,,book your ticket soon. Happy travelling 😊

কতো আশায় থাকি 💔
24/11/2024

কতো আশায় থাকি 💔

সকল জল্পনা কল্পনা শেষে অবশেষে চালু হলো সেইন্টমার্টিন ইভেন্ট।🤗জনপ্রতি মাত্র ৭৪৯৯/= টাকায় ঘুরে আসুন বাংলাদেশের একমাত্র প্র...
22/11/2024

সকল জল্পনা কল্পনা শেষে অবশেষে চালু হলো সেইন্টমার্টিন ইভেন্ট।🤗

জনপ্রতি মাত্র ৭৪৯৯/= টাকায় ঘুরে আসুন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন এ ৪ রাত ৩ দিন।🏝️
(কোন হিডেন চার্জ নাই)।

★যাত্রার তারিখঃ ০৮ ডিসেম্বর,রবিবার সন্ধ্যা ৭ টায় রওনা,
★ফেরার তারিখ ১১ ডিসেম্বর বুধবার।

প্যাকেজে যা যা পাচ্ছেনঃ
★ টাঙ্গাইল টু কক্সবাজার টু টাঙ্গাইল রিজার্ভ বাস। (নন এসি চেয়ার
কোচ)
★ ১ রাত কক্সবাজার ও ১ রাত সেন্টমার্টিন দ্বীপে থাকার হোটেল/
রিসোর্ট ব্যবস্থা।
★সেন্টমার্টিন দ্বীপে যাওয়া-আসার টিকিট।
★চাঁদের গাড়ি (রিজার্ভ)
★ট্যুর চলাকালীন মোট ৮ বেলা মানসম্মত খাবার।
★হিমছড়ি, মিনি বান্দরবান, ইনানী বিচ। (সর্ত স্বাপেক্ষে)
★গাইড খরচ।
★ এন্টি ফি।

🍽️ খাবারের মেনু তালিকাঃ
★১ম দিনঃ
🍛 সকালে: ডিম খিচুড়ি।
🍛 দুপুরে: ভাত, ভর্তা, সবজি, সামুদ্রিক মাছ, সালদ।
🍛 রাতে: মোরগ পোলাও।
★২য় দিনঃ
🍛 সকালে: ডিম খিচুড়ি / পরোটা, ডাল/সবজি, ডিম ভাজি।
🍛 দুপুরে: ভাত, ভর্তা, সবজি, সামুদ্রিক মাছ/গরু/মুরগি, সালদ।
🍛 রাতে: বার্বিকিউ, পরোটা, সস।
➡️৩য় দিন
🍛 সকালে: ডিম খিচুড়ি।
🍛 দুপুরে: ভাত, ভর্তা, সবজি, সামুদ্রিক মাছ/মুরগি।

# এই খরচে যা থাকবে না-
★প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ।
★নিজের ব্যক্তিগত সকল খরচ
★যাত্রা বিরতির খাবার খরচ
★ছেড়াদ্বীপ একেকজন একেক ভাবে ভ্রমণ করে তাই এটা ইচ্ছাধিন
রাখা হয়েছে।

★হোটেলের বিস্তারিতঃ

-একরুমে ৪ জন ব্যক্তি।
- কাপলদের জন্য আলাদা রুম।

- কাপল ফিঃ ১৮০০০৳

★রিসোর্ট ★ঃ
বীচের কাছাকাছি কোন রিসোর্ট।

★ শীপঃ
কর্নফুলি,কেয়ারী, বারো আউলিয়া, কাজল,অপারাজিতা ইত্যাদী।

🌐 বুকিং সিস্টেম-
যে আগে বুকিং করবে তাকে আগে সিট দেওয়া হবে।
★বুকিং মানি জনপ্রতি ৪,০৪০ টাকা (অফেরতযোগ্য)
01307617000 ( বিকাশ / নগদ)
01719934661 (নগদ)
01793190586 ( বিকাশ / নগদ)

#অথবা/=
সরাসরি অফিসে এসে ৪,০০০ টাকা জমা দিয়ে বুকিং করতে হবে।

★ আমাদের ফেসবুক গ্রুপ লিংক ★:
https://www.facebook.com/groups/887180989691091/?ref=share&mibextid=NSMWBT

★যা যা সঙ্গে নিবেনঃ
- জাতীয় পরিচয়পত্রের কপি,
-নিজ প্রয়োজনীয় জিনিসপত্র,
⚠️ অতিরিক্ত জিনিস, ভারী ব্যাগ নেবেন না।

★বিস্তারিত জানতে কল অথবা কমেন্ট করুন:

+8801677759375 ( মাহফুজ আহমেদ)।
+8801793190586 মারুফ
★আমাদের ঠিকানা:
- ট্যুরস ট্রেক,
সবুর খান টাওয়ার, গ্রাউন্ড ফ্লোর, শপ নং ২১,নো এক্সিট শোরুম।

★বিঃদ্রঃ
ট্যুর চলাকালীন প্রাকৃতিক দুর্যোগ, অনাকাঙ্ক্ষিত কোন দূর্ঘটনা বা সমস্যার কারণে ট্যুরে ব্যাঘাত ঘটলে ট্যুরস ট্রেক বাংলাদেশ কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিবে তা সবাইকে মানতে হবে।
★⚠️:
মাদকদ্রব্য বহন সম্পূর্ণ নিষিদ্ধ।

হ্যাপি ট্রাভেলিং।☺️

22/11/2024

Saint Martin Event Loading tonight .😊😊

22/11/2024

বুকিং করার আগে অবশ্যই বউ এর সঙ্গে কথা বলে নিবেন তারপর মেসেজ দিবেন।🙂
কারণ আপনারা বউয়ের সঙ্গে আলাপ করতে গেলে আর ফিরে আসেন না।😑

21/11/2024

সেন্টমার্টিন ইভেন্ট দিব নাকি?

20/11/2024

সেইন্টমার্টিন নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর

১/ সেইন্টমার্টিনে কবে থেকে রাত্রিযাপন করা যাবে?
- ডিসেম্বরের ১ তারিখ থেকে রাত্রিযাপন করা যাবে।

২/ এখন কি যাওয়া যাচ্ছে?
- জ্বী, এখন ট্রলারে করে সেইন্টমার্টিন যাওয়া যাচ্ছে। তবে রাত্রিযাপন করা যাচ্ছে না। দিনে গিয়ে দিনে ফিরে আসতে হবে।

৩/ দিনে কতোজন যাওয়া যাবে?
- গড়ে দিনে ২০০০ পর্যটক যেতে পারবে।

৪/ রাত্রিযাপনে কি কোন ধরনের রেজিস্ট্রেশন করতে হবে?
- হ্যাঁ, এপ্সের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। তবে কোন এপ্সের মাধ্যমে, রেজিষ্ট্রেশন ফি কত, কিভাবে করতে হবে, এই ব্যাপারে কোন নির্দেশনা আসে নি। আসলে সবাইকে জানিয়ে দেয়া হবে।

৫/ রেজিস্ট্রেশন করতে না পারলে বা কোন জটিলতা দেখা দিলে কি করবো?
- আমাদের সকল প্যাকেজের গেস্টের জন্য আমরাই রেজিস্ট্রেশন করে দিবো, বিনা সার্ভিস চার্জে। তবে কোন রেজিষ্ট্রেশন ফি লাগলে সেটা আপনাকেই দিতে হবে।

৬/ শিপ ছাড়বে কোথা থেকে? টেকনাফ থেকে কি শিপ চলবে?
- আপাতত কর্ণফুলী এক্সপ্রেস, বারো আউলিয়া ও বে ওয়ান কক্সবাজারের ইনানী ঘাট থেকে চলাচল করবে। টেকনাফ থেকে কবে চলবে এ ব্যাপারে স্পষ্ট কোন নির্দেশনা আসে নি।

20/11/2024

শুধুমাত্র আজকের জন্য অফারটি।

টাংগাইল টু কক্সবাজার ৩ টাত ২ দিনের প্যাকেজটি শুধুমাত্র ২৬৯৯/= টাকায়।

বুকিং এর শেষ সময়ঃ আজ রাত ৯ টা।

20/11/2024

যাওয়া যাবে না ট্রাভেল পাসছাড়া,সেন্টমার্টিন অলাইন(অ্যাপসে) আবেদনের মাধ্যমে ট্রাভেল পাস নিয়ে সেন্টমার্টিন যেতে হবে!

তাড়াতাড়ি বুকিং করেনমাত্র ২৯৯৯ টাকায় কক্সবাজার
19/11/2024

তাড়াতাড়ি বুকিং করেন

মাত্র ২৯৯৯ টাকায় কক্সবাজার

Address

Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tours Trek posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share