Odri Travels Ltd.

Odri Travels Ltd. We are here to make your travel memorable.

Please contact with us for all kinds of:

VISA PROCESSING
TOURIST VISA
STUDENT VISA
HAJJ & UMRAH
AIR TICKETING
PACKAGE TOURS
HOTEL BOOKING

02/01/2025

আমেরিকার ভিসা ইন্টারভিউ: গুরুত্বপূর্ণ প্রশ্ন ও প্রস্তুতি
যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য ভিসা ইন্টারভিউ একটি গুরুত্বপূর্ণ পার্ট । এখানে আপনাকে আপনার ভ্রমণের উদ্দেশ্য, আর্থিক সামর্থ্য এবং ফেরার নিশ্চয়তা সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে। ইন্টারভিউতে সাধারণত নিম্নলিখিত প্রশ্নগুলো করা হয়:
১. আপনার ভ্রমণের উদ্দেশ্য কী?
উত্তর দিন সংক্ষিপ্ত এবং পরিষ্কারভাবে। উদাহরণস্বরূপ:
পর্যটন বা পরিবার পরিদর্শন।
উচ্চশিক্ষা।
ব্যবসায়িক সম্মেলন।
চিকিৎসা সেবা।
২. আপনি কোথায় থাকবেন?
সেই স্থানের নাম এবং ঠিকানা উল্লেখ করুন যেখানে আপনি অবস্থান করবেন।
৩. কে আপনার ভ্রমণের খরচ বহন করবে?
যদি নিজে বহন করেন, তবে নিজের ব্যাংক স্টেটমেন্টের কথা বলুন।
যদি স্পন্সর করেন, স্পন্সরের আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত থাকুন।
৪. আপনার পেশা কী?
আপনার চাকরি বা ব্যবসার বিস্তারিত জানান।
শিক্ষার্থী হলে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এবং কোন বিষয়ে পড়ছেন তা বলুন।
৫. আগে কখনও যুক্তরাষ্ট্রে গেছেন?
যদি আগে ভ্রমণ করে থাকেন, তা সৎভাবে উল্লেখ করুন।
নতুন আবেদনকারী হলে সেই তথ্য জানান।
৬. আপনার দেশে ফিরে আসার নিশ্চয়তা কী?
পারিবারিক বন্ধন, চাকরি, ব্যবসা বা স্থায়ী সম্পত্তির কথা উল্লেখ করুন।
৭. কেন এই নির্দিষ্ট স্থানে যেতে চান?
যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা দর্শনীয় স্থান নির্বাচন করার পেছনে আপনার যুক্তি তুলে ধরুন।
ইন্টারভিউয়ের সময় অনুসরণীয় টিপস:
1. সঠিক ডকুমেন্ট প্রস্তুত রাখুন।
2. সংক্ষিপ্ত এবং আত্মবিশ্বাসের সাথে উত্তর দিন।
3. প্রশ্নের উত্তর যথাসম্ভব সৎভাবে দিন।
4. সময়ানুবর্তিতা বজায় রাখুন।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
পাসপোর্ট।
DS-160 ফর্মের কনফার্মেশন পৃষ্ঠা।
আবেদন ফি প্রদানের রসিদ।
ব্যাংক স্টেটমেন্ট।
ভ্রমণের পরিকল্পনার প্রমাণ।
স্পন্সরশিপ লেটার (যদি প্রযোজ্য হয়)।

Note : যেকোনো তথ্য ভুল হলে বা সন্দেহজনক মনে হলে ভিসা ইন্টারভিউতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই প্রস্তুতি নিন এবং আত্মবিশ্বাস ধরে রাখুন।

HAPPYNEW YEAR2025
31/12/2024

HAPPY
NEW YEAR
2025

Address

Dhaka
1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when Odri Travels Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category