কান্ডারী - The guide of life

কান্ডারী - The guide of life The Guide of Life
(1)

কান্ডারী দ্যা গাইড ট্রাভেল সার্ভিসে আপনাকে স্বাগতম-
আমাদের সেবা সমুহ---
১- বাস, বিমান, জাহাজ ইত্যাদির টিকেট এর সু ব্যাবস্থা
২- কম খরচে বাংলাদেশের যে কোন স্থান ভ্রমণের নিশ্চয়তা
৩- নিজস্ব ট্যুর গাইডের সু ব্যাবস্থা
৪- বাজেট অনুযায়ী রিসোর্ট বুকিং এর সু ব্যাবস্থা
৫- কর্পোরেট ট্যুরের সু ব্যাবস্থা

28/09/2023

আপনাকে আমন্ত্রণ

20/07/2023

হাসতে হলে দেখতে হবে
হা হা রিএক্ট এর সাউন্ড না শুনে গেলেই মিস

04/05/2023

টেস্ট অফ বাংলা

29/04/2023

প্রিয় এসএসসি পরীক্ষার্থী ছোট ভাই-বোন রা,
নিজেকে মেসি, পরীক্ষার হল কে লুসাইল স্টেডিয়াম আর পরীক্ষার খাতা কে ফ্রান্স মনে করে জাস্ট খেলে দিয়ে আসো।😶🖤

ইন্না লিল্লাহ
16/04/2023

ইন্না লিল্লাহ

15/04/2023

আমিন

আল্লাহ আমাদের তাওফিক দান করুন- আমিন
12/04/2023

আল্লাহ আমাদের তাওফিক দান করুন- আমিন

আজ সূর্যাস্তের পরই শুরু হচ্ছে রমজানের শেষ দশক। শেষ দশকের বেজোড় ২১,২৩,২৫,২৭ ও ২৯ রাতগুলোর মধ্যেই একটি রাত 'শবে কদর'। যে রাতে ইবাদত করা হাজার মাস বা ৮৪ বছর ইবাদত করা থেকে উত্তম। যার যতটুকু সম্ভব এরাতগুলো জেগে ইবাদত করার চেষ্টা করুন। কমপক্ষে নীচের আমলগুলো অবশ্যই করুন যাতে শবে কদরের ফযীলতের মধ্যে শামিল হতে পারি ইনশাআল্লাহ।

১) সময়মত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন। পুরুষগণ জামায়াতে পড়ুন। ফজর ও ইশার নামাজ মসজিদে জামায়াতে পড়লে সারা রাত ইবাদতের সওয়াব পাবেন। ২/৪/৬/৮/১০ রাকাত, যে যতটুকু পারেন রাতে, বিশেষত সেহরি খেতে উঠে নফল নামাজ পড়ুন।

২) কিছু না কিছু দান করুন এবং অন্যকে দান করতে উৎসাহিত করুন। কেউ একান্ত না পারলে সামান্য টাকা হলেও দান করুন। মহিলারা নিজেদের জমানো টাকা থেকে দান করুন। একান্ত না পারলে সামান্য চাল, ডাল, পেঁয়াজ, রসুন বা অন্য যেকোনো কিছু দান করুন।

৩) যত বেশি পারেন মানুষের উপকার করার চেষ্টা করুন। আল্লাহর নিকট ঐ ব্যক্তিই সবচেয়ে বেশি প্রিয় যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে।

৪) সকল মানুষের সাথে ভালো ব্যবহার করুন। আমাদের ব্যবহারে কেউ যেন কষ্ট না পায়।

৫) যে যতটুকু পারেন কুরআন তেলাওয়াত করুন। একান্ত না পারলে ৩ বার সূরা ফাতিহা, ১০ বার সূরা ইখলাস পড়ুন।

৬) বেশি বেশি তওবা ইস্তেগফার করুন। যত বেশি পারেন এই দুআ পড়ুন- " আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা আফুআন্নি"- হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন।

৭) জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত চেয়ে আল্লাহ তা' আলার নিকট বেশি বেশি দুআ করুন ।

৮) যতবার পারেন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দূরুদ শরীফ পড়ুন।

আল্লাহ বেহেশত দান করুন
11/04/2023

আল্লাহ বেহেশত দান করুন

ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা গেছেন। 😭

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী স্যার আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

প্রকৃত দেশপ্রেমিক তোমায় সালাম... আল্লাহ তায়া’লা তোমাকে জান্নাত দান করুন

09/04/2023

WOW

🙏
09/04/2023

🙏

গরমের দিনে রোদ থেকে বাঁচতে ওরা হয়তো আপনার গাড়ীর নিচে এভাবে আশ্রয় নেবে। জানেন ই তো অবুঝ প্রাণী হলেও প্রাণ তাদেরো আছে তাই আপনারা গাড়ী চালু করার আগে হর্ন বাজাবেন ও গাড়ির নীচটা একবার দেখে নেবেন।

আল্লাহ আপনাকে সুস্থ রাখুন....

আল্লাহ হেফাজত করুন
04/04/2023

আল্লাহ হেফাজত করুন

😂😂😂😂
30/03/2023

😂😂😂😂

সপ্তাহে এক ঘন্টা কাজ এবং দুইটি মুরগি যদি পালন করে থাকেন তাহলে আপনি বেকার নন😂

চিত্রঃ- আমার পালিত মোরগ মুরগী

25/03/2023

হেফাজতের মালিক আল্লাহ তায়া’লা

দেশ ও দেশের বাহিরে আমার পরিচিত, অপরিচিত আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী  সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা...
23/03/2023

দেশ ও দেশের বাহিরে আমার পরিচিত, অপরিচিত আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
🤲

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
23/03/2023

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
🌙রমজানের চাঁদ দেখা গেছে, কাল প্রথম রোজা শুরু🌙

23/02/2023

লজিক

অমর একুশে ফেব্রুয়ারি
21/02/2023

অমর একুশে ফেব্রুয়ারি

পরিক্ষার্থীদের জন্য শুভকামনা রইল ❤️❤️❤️
20/02/2023

পরিক্ষার্থীদের জন্য শুভকামনা রইল ❤️❤️❤️

এস,এস,সি পরীক্ষা -২০২৩ এর সময় সূচী প্রকাশঃ
পরীক্ষা শুরু ৩০/০৪/২০২৩ খ্রিঃ,,,,,,

সানফ্লাওয়ার গার্ডেন নাগরিয়াকান্দি
27/01/2023

সানফ্লাওয়ার গার্ডেন
নাগরিয়াকান্দি

বসন্ত উপলক্ষ্যে কে কোথায় যাওয়ার চিন্তা করছেন? আপনার ভ্রমণ তালিকায় রাখতে পারেন সুনামগঞ্জের শিমুল বাগান। ১০০ বিঘারও বেশি জ...
27/01/2023

বসন্ত উপলক্ষ্যে কে কোথায় যাওয়ার চিন্তা করছেন? আপনার ভ্রমণ তালিকায় রাখতে পারেন সুনামগঞ্জের শিমুল বাগান।

১০০ বিঘারও বেশি জায়গাজুড়ে অবস্থিত শিমুল বাগান। বসন্ত আসতেই গাছে শিমুল ফুল ফুটতে শুরু করে। উপর থেকে দেখলে মনে হবে লাল চাদর ছড়িয়ে রাখা হয়েছে মাটিতে। বড় বড় শিমুল গাছ বসন্তে পূর্ণযৌবণা হয়ে ওঠে।

স্থানটি হচ্ছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মানিগাঁও এলাকায়। যাদুকাটা নদীর তীরে ঘেঁষে গড়ে ওঠা এই বাগানই দেশের সবচেয়ে বড় শিমুল বাগান বলে পরিচিত। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে যাদুকাটা নদী আর এপারে শিমুল বাগান। শিমুল বাগান ভ্রমণে গিয়ে চারপাশের এসব সৌন্দর্যও উপভোগ করতে পারবেন। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই পুরো এলাকাজুড়ে টকটকে লাল শিমুল ফুল দেখা যায়। রক্তিম আভায় পর্যটকরাও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন এই খোলামেলা বাগানে। ফাল্গুন আসতেই দেশ-বিদেশ থেকে আসতে শুরু করেন পর্যটকরা।

শিমুল বাগানে যাওয়ার সময় দুটি। লাল টকটকে শিমুল ফুল দেখতে হলে ফাল্গুনে যেতে হবে। শিমুল ফুল গাছে থাকে মাত্র ১৫-২০ দিন। তাই ফেব্রুয়ারির ১০-২৫ তারিখের মধ্যে গেলেই সেখানকার বিস্ময়কর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর বর্ষায় গেলে ঘন সবুজ শিমুল বাগান পাবেন। তবে ফুলের দেখা পাবেন না। তখন টাঙ্গুয়ার হাওর পানিতে পরিপূর্ণ থাকে। তাই শিমুল বাগানে গেলে টাঙ্গুয়ার হাওরও ঘুরে আসতে পারে নৌকায় চড়ে।

সুনামগঞ্জ নেমে আব্দুর জহুর ব্রিজে মোটরসাইকেল, সিএনজি, লেগুনা দাঁড়িয়ে থাকে। মোটসাইকেলে গেলে বারেক টিলা নদীর এপার পর্যন্ত ভাড়া নেবে ২০০ টাকা।(যানবাহন ভাড়া কমবেশি হতে পারে) দামাদামি করে ১৫০ টাকায়ও যাওয়া সম্ভব! এক বইকে চালকসহ ৩ জন ওঠা যায়।যাদুকাটা নদীর সামনে নামিয়ে দেবে। ৫ টাকা দিয়ে নৌকা পার হয়ে ওপারে গেলেই বারেক টিলা। বারেক টিলা থেকে নেমেই চোখে পড়বে কয়েকটি চায়ের দোকান। তাদেরকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে শিমুল বাগান যাওয়ার পথ। বিকেল পর্যন্ত বাগানে সময় কাটিয়ে যাদুকাটা নদী পার হয়ে ফিরে আসুন বারেক টিলায়। সেখান থেকে সিএনজি বা মোটর সাইকেলে সুনামগঞ্জে ফিরে আসতে হবে। অন্যান্য স্পট ঘুরতে চাইলে বাগানে সকালে গিয়ে দুপুরের মধ্যে ঘুরে আসুন। তাহলে ফেরার পথে ট্যাকেরঘাট, নীলাদ্রি লেক ও টাঙ্গুয়ার হাওরও ঘুরে আসতে পারবেন। তবে হাতে দুদিন থাকলে মোটামুটি সবগুলো স্থানেই ঘুরতে পারবেন।

শিমুল বাগানের আশপাশে তেমন কোনো থাকার ব্যস্থা নেই। বড়ছড়া বাজারে কয়েকটি গেস্ট হাউজ ও তাহিরপুর বাজারে দুটি হোটেল আছে। তবে সুনামগঞ্জ শহরে থাকাই ভালো। সেখানে ২০০-১০০০ টাকার মধ্যে পছন্দের মতো হোটেল পেয়ে যাবেন। বারেক টিলায় খাবারের দোকান পেয়ে যাবেন। এ ছাড়াও ট্যাকেরঘাট, বড়ছড়া, তাহিরপুর বাজারেও পাবেন খাবারের হোটেল। তবে ভালো রেস্টুরেন্টে খেতে চাইলে সুনামগঞ্জে যেতে হবে।

তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ধর্ণাঢ্য ব্যবসায়ী জয়নাল আবেদীন ২০০২ সালে গড়ে তোলে এই শিমুল বাগান। শখের বসে তিনি প্রায় ৩ হাজার শিমুল ফুলের চারা রোপণ করেন। এই সেই চারা বিশাল বিশাল গাছ হয়ে উঠেছে। শিমুল বাগানের পাশে একটি লেবুর বাগানও আছে।

তথ্যসূত্র জাগোনিউজডটকম

সেন্ট মার্টিন
24/01/2023

সেন্ট মার্টিন

চর বিজয় - কুয়াকাটা
22/01/2023

চর বিজয় - কুয়াকাটা



18/01/2023

I've received 5,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

আসুন জানি এবং জানাইঃ- নেক্সট ভ্রমণ কোন জেলায় করতে চান....❤️🖤❤️1. Barguna (বরগুনা)2. Bandarban (বান্দরবান)3.Chittagong (চ...
18/01/2023

আসুন জানি এবং জানাইঃ- নেক্সট ভ্রমণ কোন জেলায় করতে চান....❤️🖤❤️

1. Barguna (বরগুনা)
2. Bandarban (বান্দরবান)
3.Chittagong (চিটাগাং)
4. Barisal (বরিশাল)
5. Bagerhat (বাগেরহাট)
6. Bhola (ভোলা)
7. Brahmanbaria (ব্রাহ্মণবাড়িয়া)
8.Chandpur (চাঁদপুর)
9. Sylhet (সিলেট)
10. Chuadanga (চুয়াডাঙ্গা)
11. Comilla (কুমিল্লা)
12. Cox's Bazar (কক্সবাজার)
13. Dhaka (ঢাকা)
14. Dinajpur (দিনাজপুর)
15. Faridpur (ফরিদপুর)
16. Feni (ফেনী)
17. Gaibandha (গাইবান্ধা)
18. Gazipur (গাজীপুর)
19. Gopalganj (গোপালগঞ্জ)
20. Habiganj (হবিগঞ্জ)
21. Jaipurhat (জয়পুরহাট)
22. Jamalpur (জামালপুর)
23. Jessore (যশোর)
24. Jhalakathi (ঝালকাঠী)
25. Jhinaidah (ঝিনাইদাহ)
26. Khagrachari (খাগড়াছড়ি)
27. Khulna (খুলনা)
28. Kishoreganj (কিশোরগঞ্জ)
29. Kurigram (কুড়িগ্রাম)
30. Kushtia (কুষ্টিয়া)
31. Lakshmipur (লক্ষ্মীপুর)
32. Lalmonirhat (লালমনিরহাট)
33. Madaripur (মাদারীপুর)
34. Magura (মাগুরা)
35. Manikganj (মানিকগঞ্জ)
36. Meherpur (মেহেরপুর)
37. Moulavibazar (মৌলভীবাজার)
38. Munshiganj (মুন্সীগঞ্জ)
39. Mymensingh ( ময়মনসিংহ)
40. Naogaon (নওগাঁ)
41. Narayanganj (নারায়ণগঞ্জ)
42. Narsingdi (নরসিংদী)
43. Natore (নাটোর)
44. Nawabgonj (নওয়াবগঞ্জ)
45. Netrokona (নেত্রকোনা)
46. Nilphamari (নীলফামারী)
47. Noakhali (নোয়াখালী)
48. Norail (নড়াইল)
49. Pabna (পাবনা)
50. Panchagarh (পঞ্চগড়)
51. Patuakhali (পটুয়াখালী)
52. Pirojpur (পিরোজপুর)
53. Rajbari (রাজবাড়ী)
54. Rajshahi (রাজশাহী)
55. Rangamati (রাঙ্গামাটি)
56. Rangpur (রংপুর)
57. Satkhira (সাতক্ষীরা)
58. Shariyatpur (শরীয়তপুর)
59. Sherpur (শেরপুর)
60. Sirajgonj (সিরাজগঞ্জ)
61. Sunamganj (সুনামগঞ্জ)
62. Bogura (বগুড়া)
63.Thakurgaon(ঠাকুরগাঁও)
64.Tangail( টাঙ্গাইল)

আসুন জানি এবং জানাই : সব শেষ কোন জেলায় ভ্রমণ করেছেন...❤️1. Barguna (বরগুনা)2. Bandarban (বান্দরবান)3.Chittagong (চিটাগাং...
18/01/2023

আসুন জানি এবং জানাই : সব শেষ কোন জেলায় ভ্রমণ করেছেন...❤️

1. Barguna (বরগুনা)
2. Bandarban (বান্দরবান)
3.Chittagong (চিটাগাং)
4. Barisal (বরিশাল)
5. Bagerhat (বাগেরহাট)
6. Bhola (ভোলা)
7. Brahmanbaria (ব্রাহ্মণবাড়িয়া)
8.Chandpur (চাঁদপুর)
9. Sylhet (সিলেট)
10. Chuadanga (চুয়াডাঙ্গা)
11. Comilla (কুমিল্লা)
12. Cox's Bazar (কক্সবাজার)
13. Dhaka (ঢাকা)
14. Dinajpur (দিনাজপুর)
15. Faridpur (ফরিদপুর)
16. Feni (ফেনী)
17. Gaibandha (গাইবান্ধা)
18. Gazipur (গাজীপুর)
19. Gopalganj (গোপালগঞ্জ)
20. Habiganj (হবিগঞ্জ)
21. Jaipurhat (জয়পুরহাট)
22. Jamalpur (জামালপুর)
23. Jessore (যশোর)
24. Jhalakathi (ঝালকাঠী)
25. Jhinaidah (ঝিনাইদাহ)
26. Khagrachari (খাগড়াছড়ি)
27. Khulna (খুলনা)
28. Kishoreganj (কিশোরগঞ্জ)
29. Kurigram (কুড়িগ্রাম)
30. Kushtia (কুষ্টিয়া)
31. Lakshmipur (লক্ষ্মীপুর)
32. Lalmonirhat (লালমনিরহাট)
33. Madaripur (মাদারীপুর)
34. Magura (মাগুরা)
35. Manikganj (মানিকগঞ্জ)
36. Meherpur (মেহেরপুর)
37. Moulavibazar (মৌলভীবাজার)
38. Munshiganj (মুন্সীগঞ্জ)
39. Mymensingh ( ময়মনসিংহ)
40. Naogaon (নওগাঁ)
41. Narayanganj (নারায়ণগঞ্জ)
42. Narsingdi (নরসিংদী)
43. Natore (নাটোর)
44. Nawabgonj (নওয়াবগঞ্জ)
45. Netrokona (নেত্রকোনা)
46. Nilphamari (নীলফামারী)
47. Noakhali (নোয়াখালী)
48. Norail (নড়াইল)
49. Pabna (পাবনা)
50. Panchagarh (পঞ্চগড়)
51. Patuakhali (পটুয়াখালী)
52. Pirojpur (পিরোজপুর)
53. Rajbari (রাজবাড়ী)
54. Rajshahi (রাজশাহী)
55. Rangamati (রাঙ্গামাটি)
56. Rangpur (রংপুর)
57. Satkhira (সাতক্ষীরা)
58. Shariyatpur (শরীয়তপুর)
59. Sherpur (শেরপুর)
60. Sirajgonj (সিরাজগঞ্জ)
61. Sunamganj (সুনামগঞ্জ)
62. Bogura (বগুড়া)
63.Thakurgaon(ঠাকুরগাঁও)
64.Tangail( টাঙ্গাইল)

💥কেয়ারি সিন্দবাদঃ-☞মেইন ডেক  -১১০০/(আপ এন্ড ডাউন)☞অপেন ডেক -১২৫০/(আপ এন্ড ডাউন)☞ব্রিজ ডেক  -১৩৫০/(আপ এন্ড ডাউন)💥কেয়ারি ...
16/01/2023

💥কেয়ারি সিন্দবাদঃ-

☞মেইন ডেক -১১০০/(আপ এন্ড ডাউন)
☞অপেন ডেক -১২৫০/(আপ এন্ড ডাউন)
☞ব্রিজ ডেক -১৩৫০/(আপ এন্ড ডাউন)

💥কেয়ারি ক্রুজ এন্ড ডাইনঃ-

☞এক্সক্লুসিভ লাউঞ্জ -১৪০০/-(আপ এন্ড ডাউন)
☞কোরাল লাউঞ্জ -১৬০০/- (আপ এন্ড ডাউন)
☞পার্ল লাউঞ্জ -২০০০/- (আপ এন্ড ডাউন)
টিকেট বুকিং সংক্রান্ত বিষয় বিস্তারিত জানতে ইনবক্স করুন।
সেন্টমার্টিন অফিস ☎️-01534344022
ঢাকা অফিস ☎️-01710310667

☎️📞 Hotline:01815654107🌹🌹 Welcome Sundarban Best Tour Package Service🛑পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন থেকে ঘুরে ...
15/01/2023

☎️📞 Hotline:01815654107
🌹🌹 Welcome Sundarban Best Tour Package Service
🛑পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন থেকে ঘুরে আসি ৩ দিন ২ রাতের জন্য, সুন্দরবন ভ্রমণে থাকছে আকর্ষণীয় অফার।
🌳 ভ্রমণের তারিখ: জানুয়ারি ২০,২১,২২ & ২৩,২৪,২৫ & ২৭,২৮,২৯
🌳 ভ্যাসেল: এম ভি মোহাম্মদী ২
🌳 ভ্যাসেল ক্যাপাসিটি: ৭৫ জন(গ্রুপ ট্যুর এর জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট)
🌳 প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি আমাদের সুন্দরবন, বন্যপ্রাণী ও সবুজ অরণ্যে ভরপুর আমাদের সুন্দরবন এছাড়াও থাকছে নৌ-বিহার, ক্যানেল ট্রাকিং, সুন্দরবনের বিভিন্ন স্পট সমূহ দর্শন।
🌳 ভ্রমণের স্থানসমূহ:
🌲 হাড়বাড়িয়া
🌲 কটকা অফিস পাড়
🌲 জামতলা ওয়াচ টাওয়ার
🌲 বাদামতলা সী বিচ
🌲 হিরনপয়েন্ট
🌲 দুবলার চর
🌲 করমজল

🛑 যোগাযোগ:
সুন্দরবন ট্যুরস খুলনা
অফিস: খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ ঘাট, খুলনা-৯১০০
মোবাইল:০১৪০৮১৯০৮৮৭,০১৮১৫৬৫৪১০৭
ব্যাংক একাউন্ট: ডাচ বাংলা ব্যাংক লিমিটেড
একাউন্ট: সুন্দরবন ট্যুরস খুলনা
একাউন্ট নাম্বার: ১২০১১০০০৪৩৮০০
বিকাশ: ০১৪০৮১৯০৮৮৭
ই-মেইল: [email protected]

☎️📞 Hotline:01815654107🌹🌹 Welcome Sundarban Best Tour Package Service🛑পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন থেকে ঘুরে ...
14/01/2023

☎️📞 Hotline:01815654107
🌹🌹 Welcome Sundarban Best Tour Package Service
🛑পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন থেকে ঘুরে আসি ৩ দিন ২ রাতের জন্য, সুন্দরবন ভ্রমণে থাকছে আকর্ষণীয় অফার।
🌳 ভ্রমণের তারিখ: জানুয়ারি ১৬,১৭,১৮ & ২০,২১,২২ & ২৩,২৪,২৫ & ২৭,২৮,২৯
🌳 ভ্যাসেল: এম ভি মোহাম্মদী ২
🌳 ভ্যাসেল ক্যাপাসিটি: ৭৫ জন(গ্রুপ ট্যুর এর জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট)
🌳 প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি আমাদের সুন্দরবন, বন্যপ্রাণী ও সবুজ অরণ্যে ভরপুর আমাদের সুন্দরবন এছাড়াও থাকছে নৌ-বিহার, ক্যানেল ট্রাকিং, সুন্দরবনের বিভিন্ন স্পট সমূহ দর্শন।
🌳 ভ্রমণের স্থানসমূহ:
🌲 হাড়বাড়িয়া
🌲 কটকা অফিস পাড়
🌲 জামতলা ওয়াচ টাওয়ার
🌲 বাদামতলা সী বিচ
🌲 হিরনপয়েন্ট
🌲 দুবলার চর
🌲 করমজল

🛑 যোগাযোগ:
সুন্দরবন ট্যুরস খুলনা
অফিস: খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ ঘাট, খুলনা-৯১০০
মোবাইল:০১৪০৮১৯০৮৮৭,০১৮১৫৬৫৪১০৭
ব্যাংক একাউন্ট: ডাচ বাংলা ব্যাংক লিমিটেড
একাউন্ট: সুন্দরবন ট্যুরস খুলনা
একাউন্ট নাম্বার: ১২০১১০০০৪৩৮০০
বিকাশ: ০১৪০৮১৯০৮৮৭
ই-মেইল: [email protected]

নতুন বছরের স্পেশাল অফার ♨️🌆(সেন্টমার্টিন সী পয়েন্ট রিসোর্ট)১০ - ৪০% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সুযোগ।সম্মানিত অতিথিবৃন্দ,ন...
14/01/2023

নতুন বছরের স্পেশাল অফার ♨️🌆
(সেন্টমার্টিন সী পয়েন্ট রিসোর্ট)
১০ - ৪০% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সুযোগ।

সম্মানিত অতিথিবৃন্দ,
নতুন বছর উপলক্ষে যারা সেন্টমার্টিন ঘুরার জন্য আসতে চাচ্ছেন। তাদের জন্য থাকছে অগ্রিম বুকিং এ স্পেশাল সব ডিসকাউন্ট।

🏢Room Types
♦️Couple Room
♦️Double bed Room
🔸Beach view Double bed Room

***১ রুমে ৪ জন Double Bed 1 Room।
***আমাদের কাপল রুমের ও সুবিধা আছে।
***প্রতিটা রুমের সাথে Attached বাথরুম আছে।
***২৪ ঘন্টা পানির সুবিধা আছে সাথে আছে সাবান, টিসু, শ্যাম্পু ও রুম সার্ভিস।
***২৪ ঘন্টা বিদ্যুৎ ও জেনেরেটর এর সুবিধা আছে।
**-**আমাদের রিসোর্ট থেকে সী-বীচ এ যেতে সময় লাগে মাত্র ১ মিনিট।
রুম বুকিং সংক্রান্ত বিস্তারিত জানতে ইনবক্স করুন।

সেন্টমার্টিন অফিস☎️01534344022

টেকনাফ - সেন্টমার্টিন - টেকনাফ জাহাজের টিকিটের নতুন তালিকা  এই সিজনে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন ও কেয়ারি সিনবাদ এর টিকিট...
12/01/2023

টেকনাফ - সেন্টমার্টিন - টেকনাফ জাহাজের টিকিটের নতুন তালিকা

এই সিজনে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন ও কেয়ারি সিনবাদ এর টিকিটের মূল্য দেখে নিন এক নজরে:

কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনের জাহাজের টিকিট মূল্য:
1. পার্ল লউঞ্জ = 2000 ( আসা :1050, যাওয়া: 950 )
2. কুরাল লাউঞ্জ = 1600 ( আসা : 850, যাওয়া: 750 )
3. এক্সক্লুসিভ লাউঞ্জ = 1400 ( আসা :750 , যাওয়া: 650 )

কেয়ারি সিনবাদ জাহাজের টিকেট মূল্য:
1. ব্রিজ ডেক = 1350 ( আসা :725 , যাওয়া: 625 )
2. ওপেন ডেক = 1250 ( আসা : 675, যাওয়া: 775 )
3. মেইন ডেক = 1100 ( আসা :600, যাওয়া: 500 )

🖍️🖍️ প্রতি টিকিটে প্রায় 350 টাকা মূল্য বেড়েছে।

বুকিং: 📞 01534-344022--01846-529578

অাগামী শুক্রবার থেকে টেকনাফ থেকে সেন্টমার্টিন অাইল্যান্ড নিয়মিত জাহাজ চলাচল করবে।-সকল জাহাজের টিকেটের বিস্তারিত শীগ্রই জ...
11/01/2023

অাগামী শুক্রবার থেকে টেকনাফ থেকে সেন্টমার্টিন অাইল্যান্ড নিয়মিত জাহাজ চলাচল করবে।
-
সকল জাহাজের টিকেটের বিস্তারিত শীগ্রই জানিয়ে দেওয়া হবে।

05/01/2023

আগামী সোমবার থেকে টেকনাফ থেকে সেন্টমার্টিন আইল্যান্ড জাহাজ চলাচল শুরু হবে।

04/01/2023



সেন্ট মার্টিন এ এসে বারবিকিউ পার্টি হবে না তা কি করে সম্ভব, বারবিকিউ পার্টির আসল মনা সেন্ট মার্টিন এ🤤🤤
02/01/2023

সেন্ট মার্টিন এ এসে বারবিকিউ পার্টি হবে না তা কি করে সম্ভব, বারবিকিউ পার্টির আসল মনা সেন্ট মার্টিন এ🤤🤤


Address

Dhaka
1216

Telephone

+8801534344022

Website

Alerts

Be the first to know and let us send you an email when কান্ডারী - The guide of life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কান্ডারী - The guide of life:

Videos

Share

Our Story..

Promote Your Talent-promolent.


Other Tourist Information Centers in Dhaka

Show All