Abim Tourism & Travels

Abim Tourism & Travels Enthusiastic Tourism Officer who understands the importance of making a goold first impression
(1)

22/11/2023

ঢাকা-কক্সবাজার পথে ট্রেনের টিকিট বিক্রি শুরু কাল

অনলাইন টিকিট বিক্রি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী। তিনি প্রথম আলোকে বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। চট্টগ্রামের জন্যও টিকিট বরাদ্দ রাখা হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, কক্সবাজার এক্সপ্রেসে ঢাকার কমলাপুর স্টেশন ছাড়বে রাত সাড়ে ১০টায়। চট্টগ্রামে এসে পৌঁছাবে রাত ৩টা ৪০ মিনিটে। ২০ মিনিট যাত্রা বিরতি দিয়ে রাত ৪টায় কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। কক্সবাজারে পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে। অর্থাৎ রাজধানী থেকে পর্যটন শহরে যেতে সময় লাগবে ৮ ঘণ্টা ১০ মিনিট।
আর কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ট্রেন ছাড়বে দুপুর ১২টা ৪০ মিনিটে। এই ট্রেন চট্টগ্রামে আসবে বেলা ৩টা ৪০ মিনিটে। আর ঢাকায় পৌঁছবে রাত ৯টা ১০ মিনিটে।

ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৩২৫ টাকা, এসি সিটের ১ হাজার ৫৯০ টাকা এবং এসি বার্থের (ঘুমিয়ে যাওয়ার আসন) ভাড়া ২ হাজার ৩৮০ টাকা।

চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ২০৫ টাকা, স্নিগ্ধা শ্রেণির ৩৮৬ টাকা, এসি সিটের ৪৬৬ এবং এসি বার্থের ৬৯৬ টাকা।

30/10/2023
18/06/2023
বর্তমানে অনেকেই ট্রেনের টিকিট অনলাইনে কাটতে গিয়ে শ্রেনী সিলেক্ট করতে গিয়ে F Seat, AC B ইত্যাদি এসব দেখে বুঝতে পারেন না ক...
18/06/2023

বর্তমানে অনেকেই ট্রেনের টিকিট অনলাইনে কাটতে গিয়ে শ্রেনী সিলেক্ট করতে গিয়ে F Seat, AC B ইত্যাদি এসব দেখে বুঝতে পারেন না কোনটা কাঙ্ক্ষিত শ্রেনী। তাই আজকের পোস্টে বাংলাদেশ রেলওয়ের বর্তমান বিভিন্ন শ্রেনী অনলাইন অপশনের বিস্তারিত তুলে ধরছি 👇

1️⃣ AC_B = AC Birth / তাপানুকুল স্লিপার। রাত্রীকালীন সময় চলাচলকারী ট্রেনের এসি ক্যাবিন অপশন এটি। এই ডাবল ক্যাবিনে রাতে ৪ জন যাত্রী শুয়ে যেতে পারে এবং সিঙ্গেল ক্যাবিনে ২ জন যাত্রী শুয়ে যেতে পারে।

2️⃣ AC_S = AC Seat / তাপানুকুল স্লিপার। দিনের বেলায় চলাচলকারী ট্রেনে এসি ক্যাবিন অপশন এটি। এই ডাবল ক্যাবিনে দিনে ৬ জন যাত্রী বসে যেতে পারে এবং সিঙ্গেল ক্যাবিনে ৩ জন যাত্রী বসে যেতে পারে।

3️⃣ Snigdha / তাপানুকুল চেয়ারকার। দিবা / রাত্রী যেকোনো ট্রেনের এসি চেয়ার অপশন এটি।

4️⃣ F Birth = First Birth/প্রথম। রাত্রীকালীন সময় চলাচলকারী ট্রেনের নন এসি ক্যাবিন অপশন এটি। এই ডাবল ক্যাবিনে রাতে ৪ জন যাত্রী শুয়ে যেতে পারে এবং সিঙ্গেল ক্যাবিনে ২ জন যাত্রী শুয়ে যেতে পারে।

5️⃣ F Seat = First Seat / প্রথম। দিনের বেলায় চলাচলকারী ট্রেনে নন এসি ক্যাবিন অপশন এটি। এই ডাবল ক্যাবিনে দিনে ৬ জন যাত্রী বসে যেতে পারে এবং সিঙ্গেল ক্যাবিনে ৩ জন যাত্রী বসে যেতে পারে।

6️⃣ F Chair = First Chair / প্রথম চেয়ার। ভ্যাকুয়াম এবং ইরানী রেকে চলাচলকারী ট্রেনের শোভন চেয়ারে কাগজে - কলমে উন্নত সংস্করণ।

7️⃣ S Chair = Shovon Chair / শোভন চেয়ার। ভ্যাকুয়াম, ইরানী, চাইনিজ, পিটি ইনকা, এল.এইচ.বি এর নন এসি চেয়ার আসন অপশন এটি।

8️⃣ Shovon = শোভন। ভ্যাকুয়াম রেকের আন্তঃনগর ট্রেনের সর্বনিম্ন মানের আসন, খাস বাংলা খাড়া সিট।

9️⃣ Shulov = সুলভ। মেইল বা কমিউটার ট্রেনের ২য় শ্রেনীর আসন এটি, খাস বাংলায় খাড়া সিট।

সংগৃহীত

সুখবর,সুখবর,সুখবর আগামী সেপ্টেম্বরে চলু হচ্ছে ঢাকা - চট্টগ্রাম  কক্সবাজার ট্রেন সেবা। প্রথমে ট্রায়াল চালু হবে চট্টগ্রাম ...
02/06/2023

সুখবর,সুখবর,সুখবর

আগামী সেপ্টেম্বরে চলু হচ্ছে ঢাকা - চট্টগ্রাম কক্সবাজার ট্রেন সেবা। প্রথমে ট্রায়াল চালু হবে চট্টগ্রাম থেকে ২ টি ট্রেন, একটি ১ সেমি ননস্টপ ১ টি লোকাল। তার কিছু দিন পর চালু হবে ঢাকা থেকে ২ টা, ১ টি ননস্টপ ১ টি সেমি ননস্টপ। ডিসেম্বরের মধ্যে সিলেট থেকে কক্স-বাজার ট্রেন চালুর সম্ভাবনা রয়েছে।

💰 ভাড়াঃ ঢাকা হতে নন এসি ৭০০ - ৮৫০ টাকা, এসি ১৪০০ থেকে ১৫০০ টাকা। চট্টগ্রাম থেকে সেমি ননস্টপের নন এসি ভাড়া ২০০ টাকা এসি ভাড়া ২৫০ - ৩০০ টাকা। লোকালের ভাড়া ৯০ - ১২০ টাকা। কেবিন ভাড়া ঠিক হয় নি।

01/05/2023

বাংলাদেশিদের জন্য আজ থেকে সৌদি আরবের ই-ভিসা চালু

07/02/2023

Coxbazar

Address

Link Road , Moddho Badda
Dhaka
1212

Telephone

+8801714277399

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abim Tourism & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abim Tourism & Travels:

Videos

Share

Category