Fly World Edu and Travel Consultancy

Fly World Edu and Travel Consultancy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fly World Edu and Travel Consultancy, Travel Agency, East Dogair, Demra, Dhaka.

থাইল্যান্ড ই-ভিসা আবেদন করার পদ্ধতি: সহজ ধাপে ধাপে গাইড  থাইল্যান্ডে ভ্রমণ করতে চান? এখন আবেদন প্রক্রিয়া আরও সহজ! e-Vis...
21/12/2024

থাইল্যান্ড ই-ভিসা আবেদন করার পদ্ধতি: সহজ ধাপে ধাপে গাইড

থাইল্যান্ডে ভ্রমণ করতে চান? এখন আবেদন প্রক্রিয়া আরও সহজ! e-Visa পদ্ধতিতে ঘরে বসেই ভিসার জন্য আবেদন করা সম্ভব। নিচে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো:

---

ধাপ ১: রেজিস্ট্রেশন এবং আবেদন
1. ওয়েবসাইট ভিজিট করুন:
[https://www.thaievisa.go.th](https://www.thaievisa.go.th)।
2. একটি অ্যাকাউন্ট তৈরি করুন:
- একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১০ জনের আবেদন জমা দেওয়া যাবে।
- পাসপোর্ট বায়োডাটা পেজ এবং ছবি আপলোড করুন (jpg ফাইল, ৩MB এর কম)।
- পাসপোর্ট থেকে তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফর্মে আসবে। তথ্য সঠিকভাবে যাচাই করুন।
3. তথ্য এবং ডকুমেন্ট আপলোড করুন:
- প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট বা বর্তমান অবস্থানের প্রমাণ আপলোড করুন।
4. ভিসার ধরন নির্বাচন করুন:
ভিসা ফি (টাকা):
- ট্যুরিস্ট ভিসা (সিঙ্গেল এন্ট্রি): ৩,৫০০
- ট্যুরিস্ট ভিসা (মাল্টিপল এন্ট্রি): ১৭,০০০
- অন্যান্য ভিসার বিস্তারিত ফি ও তথ্য ওয়েবসাইটে পাবেন।
5. এম্বেসি নির্বাচন করুন:
- বাংলাদেশ থেকে আবেদনকারীরা শুধুমাত্র ঢাকার রয়্যাল থাই এম্বেসির মাধ্যমে আবেদন করতে পারবেন।

---

ধাপ ২: পেমেন্ট প্রক্রিয়া
1. পেমেন্ট ইনফো সামারি (P*S) শীট:
- আবেদন জমা দেওয়ার পর এটি পাবেন। শীটটিতে QR কোড এবং রেফারেন্স নম্বর থাকবে।
2. পেমেন্ট করুন:
- [Commercial Bank of Ceylon](https://www.combank.net.bd/thaievisa)-এর ওয়েবসাইটে যান।
- ভিসা ফি জমা দেওয়ার পর P*S শীটটি পেমেন্ট প্ল্যাটফর্মে আপলোড করুন।
- পেমেন্ট নিশ্চিত হলে ই-রিসিট ইমেইলে পাঠানো হবে।

---

ধাপ ৩: ভিসা অনুমোদন
1. প্রসেসিং সময়:
- আবেদন প্রক্রিয়ার জন্য অন্তত ১০ কার্যদিবস সময় লাগবে।
- অতিরিক্ত ডকুমেন্ট চাওয়া হতে পারে।
2. ই-ভিসা গ্রহণ:
- ইমেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন।
- ই-ভিসা প্রিন্ট করে থাই ইমিগ্রেশনে দেখান।

---

কী প্রাপ্তি ও সময়সূচি (পয়েন্ট আকারে)

- রেজিস্ট্রেশন:
- অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড পাবেন।

- আবেদন জমা দেওয়ার পর:
- P*S শীট (QR কোড এবং পেমেন্ট তথ্য সহ) পাবেন।

- পেমেন্টের পর:
- ই-রিসিট পাবেন।

- অনুমোদনের পর:
- ই-ভিসা / অতিরিক্ত তথ্যের অনুরোধ / আবেদন প্রত্যাখ্যান সংক্রান্ত ই-মেইল পাবেন।

---

থাইল্যান্ড ভ্রমণ এখন আরও সহজ এবং দ্রুত। সময় নষ্ট না করে আজই আবেদন করুন! .

18/11/2024
আপনার ভিসার সফলতার জন্য ভালো বিশ্ববিদ্যালয়ের ভুমিকা গুরুত্বপূর্ণ!ইউএসএ ভিসা প্রসেসিংয়ে বিশ্ববিদ্যালয় নির্বাচন একটি বড় ফ্...
16/11/2024

আপনার ভিসার সফলতার জন্য ভালো বিশ্ববিদ্যালয়ের ভুমিকা গুরুত্বপূর্ণ!

ইউএসএ ভিসা প্রসেসিংয়ে বিশ্ববিদ্যালয় নির্বাচন একটি বড় ফ্যাক্টর। ভালো র‍্যাংকিং এবং স্ট্যান্ডার্ড বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ভিসার সফলতার হার অনেক বেশি। অন্যদিকে, নিম্নমানের বা খুব সহজে অ্যাকসেপটেন্স পাওয়া যায় এমন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ভিসা রিজেকশনের ঝুঁকি থাকে।

🔸 নিম্নমানের বিশ্ববিদ্যালয়ের উদাহরণ:
1. International Technological University
2. University of the Potomac
3. Westcliff University

🔹 ভালো র‍্যাংকিং বিশ্ববিদ্যালয়ের উদাহরণ:
1. Kent State University
2. University of Delaware
3. Middle Tennessee State University

আমরা F1 স্টুডেন্ট ভিসা এবং B1/B2 ভিসা প্রসেস করছি। সঠিক নির্দেশনা পেতে এবং ভিসা সফলতার সম্ভাবনা বাড়াতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন!

📞 যোগাযোগ করুন: 01884501224

FastTrack US

Tag:

ইউএসএ তে পড়তে চাইলে, কেমন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো? (Self Funding)শুরুতেই বলে নিচ্ছি, এই পোস্টটি যারা নিজের ব্যায়ে ...
14/11/2024

ইউএসএ তে পড়তে চাইলে, কেমন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো? (Self Funding)

শুরুতেই বলে নিচ্ছি, এই পোস্টটি যারা নিজের ব্যায়ে ইউএসএ লেখাপড়া করতে চান তাদের জন্য। যারা ফান্ডিং বা স্কলারশিপ নিয়ে ভাবছেন, তাদের জন্ন্য নয়।

ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার আগে আপনার কিছু প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখতে হবে, যেমন- শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়ন ও সনদ, IELTS/ Duolingo / PTE, recommendation letter, Bank statement and sponsor, SOP, Resume, passport. এই জিনিস গুলো রেডি করার পাশাপাশি ইউনিভার্সিটি খোজা সুরু করতে হবে।

ইউনিভার্সিটি খোজার সময় কিছু বিষয় মাথায় খুব ভালো করে গেথে নিতে হবে। আমার একান্ত ধারনা মতে (মতবিভেদ থাকতে পারে), এম্বাসির লোকজন ধরেই নেয় বাংলাদেশের স্টুডেন্টরা বছরে ২০ থেকে ২৫ লাখ তাকার বেশী খরচ করতে পারবে না। আমি অনেকের সাথে কথা বলেছি যারা সেলফ ফান্ডিংয়ে পড়তে এসেছে তাদের সবার টিউশন ফি বছরে ১০ থেকে ১৫ হাজার ইউএসডি এর ভিতরে। যেহেতু আপনি self funding এ চেষ্টা করছেন, তাই এমন ইউনিভার্সিটি নির্বাচন করতে হবে, যেন টিউশন ফি বছরে ১০ হাজার ইউএসডি বেশি না হয়। ইন-এস্টেট টিউশন ফি হলে আরো ভালো। ইউনিভার্সিটির রেংকিন যেন ৮০০ এর নিচে থাকে, ইউনিভার্সিটি থেকে যেন কিছু স্কলারশিপ থাকে।

আরো কিছু বাহ্যিক বিষয় মাথায় রাখতে পারেন। যেমন আবহাওয়া, বাংলাদেশি কমিউনিটি, (আসলে সব কথা লিখা বা বলা যায় না) ভিন দেশের পরিবেশে খাপ খাইয়ে নিতে এরাই আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করবে। সেই দিক থেকে নিউ ইয়র্ক হয়তো সবার মাথায় আসবে। কিন্তু বিশ্বাস করুন খরছ পুষাতে পারবেন না। তাই আমর পছন্দ এরিজোনা, এখানের পরিবেশ, বাংলাদেশি কমিউনিটি, জীবন যাত্রার মান অনেক ভালো আর খরছ ও অনেক কম তুলনা মুলক অন্য এস্টেট থেকে। তাই এরিজোনা কে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। ইউএসএ তে উচ্চ শিক্ষার বিষয়ে আরো ইনফর্মেশন লাগলে কমেন্ট করতে পারেন।

14/11/2024

নতুন জাপান ভিসা আবেদন পদ্ধতিবাংলাদেশিদের জন্য ভিসা ফি লাগবেনা শুধু vfs ১৯০০ টাকা সার্ভিস ফি নিবে।সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ...
03/11/2024

নতুন জাপান ভিসা আবেদন পদ্ধতি
বাংলাদেশিদের জন্য ভিসা ফি লাগবেনা শুধু vfs ১৯০০ টাকা সার্ভিস ফি নিবে।
সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইন্টারভিউ ফেস করতে হবেনা এবং ভিসা ইস্যু হবে ডকুমেন্টস বেজড্। আমি এটাকে সুখবর ই বলবো ।
৩ নভেম্বর, ২০২৪ থেকে, ভিএফএস গ্লোবাল (VFS Global) জাপান দূতাবাসের পক্ষ থেকে ভিসা আবেদন পরিষেবা প্রদান করবে। জাপান দূতাবাস এর পর সরাসরি ভিসার আবেদন গ্রহণ করবে না।
প্রয়োজনীয় ডকুমেন্টস :
১. এপ্লিকেশন ফর্ম
২. ভেলিড পাসপোর্ট ও ফটোকপি
৩ .পুরনো পাসপোর্ট ও ফটোকপি
৪ .ছবি ২ কপি – ৩৫*৪৫
৫ .এয়ারলাইন্স বুকিং কপি
৬ .হোটেল বুকিং কপি
৭ . ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট ( লাস্ট ৩ বছরের )
৮ .ব্যাংক স্টেমেন্ট ( বিগত ছয় মাসের )
৯ . ভিজিট শিডিউল
১০ .এন ও সি
১১ কাভার লেটার
** এক্সট্রা বৈধ ডকুমেন্টস
যদি গ্যারান্টার থাকে
১ .ইনভাইটেশন লেটার গ্যারান্টেরের কাছ থেকে
২ .গ্যারান্টারের সাথে সম্পর্কের প্রত্যয়িত বা ব্যাখ্যা করার নথি
৩ .ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের সর্বশেষ (ব্যক্তিগত/কোম্পানী) যদি ভ্রমণ খরচ জাপানে বসবাসকারী একজন গ্যারান্টার দ্বারা বহন করা হয়
৪ .গ্যারান্টি লেটার
কারোও কোন তথ্য লাগলে নক দিতে পারেন।

Study in USA -Step by step আমেরিকায় ছাত্র ভিসার (F1 Visa) জন্য আবেদন করার প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হয়। নিচে প...
23/10/2024

Study in USA -Step by step

আমেরিকায় ছাত্র ভিসার (F1 Visa) জন্য আবেদন করার প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হয়। নিচে প্রক্রিয়াটি ধাপে ধাপে তুলে ধরা হলো:

১. বিশ্ববিদ্যালয়ে আবেদন ও I-20 ফর্ম পাওয়া:

প্রথমে আপনাকে আমেরিকার স্বীকৃত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে (সাধারণত বিশ্ববিদ্যালয়) ভর্তি হতে হবে। ভর্তি নিশ্চিত হলে, সেই প্রতিষ্ঠান আপনাকে I-20 ফর্ম দেবে, যা আপনাকে F1 স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে সাহায্য করবে।

২. DS-160 ফর্ম পূরণ:

এরপর, আপনাকে অনলাইনে DS-160 ফর্ম পূরণ করতে হবে। এটি নন-ইমিগ্র্যান্ট ভিসার জন্য অনলাইন আবেদন ফর্ম। ফর্মটি পূরণ করার সময় আপনার ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের তথ্য এবং শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য উল্লেখ করতে হবে।

৩. ভিসা ফি প্রদান:

DS-160 ফর্ম পূরণের পর, আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য একটি নির্দিষ্ট ফি প্রদান করতে হবে। আপনি এটি অনলাইনে বা ব্যাংকের মাধ্যমে দিতে পারেন।

৪. ভিসা ইন্টারভিউয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং:

ফি প্রদান শেষে, আপনি আপনার ভিসা ইন্টারভিউয়ের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এটি সাধারণত যুক্তরাষ্ট্রের দূতাবাস বা কনস্যুলেট অফিসে হয়ে থাকে। অ্যাপয়েন্টমেন্টের তারিখ ও সময় অনুসারে আপনাকে ইন্টারভিউয়ে অংশ নিতে হবে।

৫. SEVIS ফি প্রদান:

I-20 ফর্ম পাওয়ার পর, আপনাকে SEVIS ফি (Student and Exchange Visitor Information System Fee) প্রদান করতে হবে। এই ফি প্রদান ছাড়া আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন না।

৬. ভিসা ইন্টারভিউ:

ইন্টারভিউয়ের সময় আপনাকে নিন্মোক্ত নথিগুলো সাথে নিতে হবে:

• পাসপোর্ট
• DS-160 ফর্মের কনফার্মেশন পেজ
• I-20 ফর্ম
• SEVIS ফি পরিশোধের প্রমাণ
• ভিসা ফি পরিশোধের রসিদ
• ফটোগ্রাফ (যদি অনলাইন ছবি জমা না দেয়া থাকে)
• অন্যান্য প্রাসঙ্গিক শিক্ষাগত দলিল (যেমন: মার্কশিট, সার্টিফিকেট ইত্যাদি)

ইন্টারভিউয়ের সময় আপনার পড়াশোনা, পরিকল্পনা এবং অর্থায়নের ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা হতে পারে। ইন্টারভিউ সফল হলে, আপনার পাসপোর্টে F1 স্টুডেন্ট ভিসা প্রদান করা হবে।

৭. ভিসা প্রাপ্তি:

ইন্টারভিউ সফল হলে, কয়েকদিনের মধ্যে আপনার পাসপোর্টে ভিসা মঞ্জুর হয়ে যাবে। তারপর আপনি আমেরিকায় পড়াশোনার জন্য যেতে পারবেন।

আপনার সম্পূর্ণ প্রক্রিয়া তে আমরা আছি আপনার সাথে

কারো সাহায্য ছাড়াই নিজে কিভাবে পাসপোর্ট করবেন ….বাংলাদেশে পাসপোর্ট করার জন্য আপনাকে নিজেই আবেদন করতে পারেন। ই-পাসপোর্ট ...
21/10/2024

কারো সাহায্য ছাড়াই নিজে কিভাবে পাসপোর্ট করবেন ….

বাংলাদেশে পাসপোর্ট করার জন্য আপনাকে নিজেই আবেদন করতে পারেন। ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট) করতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে, যা সহজভাবে সম্পন্ন করা যায়। নিচে ধাপগুলো দেওয়া হলো:

ধাপ ১: আবেদন ফর্ম পূরণ
১.১. ই-পাসপোর্ট ওয়েবসাইটে প্রবেশ
প্রথমেই আপনাকে বাংলাদেশ ই-পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে: [www.epassport.gov.bd](https://www.epassport.gov.bd)।
১.২. রেজিস্ট্রেশন
যদি আপনি নতুন ব্যবহারকারী হন, তাহলে "Create Account" বা "নতুন একাউন্ট তৈরি করুন" অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের সময় আপনাকে নিচের তথ্য দিতে হবে:
- নাম
- ইমেইল আইডি
- মোবাইল নম্বর
- পাসওয়ার্ড তৈরি করতে হবে
এরপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাবে, যা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
১.৩. ফর্ম পূরণ
লগইন করার পর আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মে নিচের তথ্যগুলো চাওয়া হয়:
- ব্যক্তিগত তথ্য (নাম, জন্ম তারিখ, ঠিকানা)
- জাতীয় পরিচয়পত্রের নম্বর (NID)
- পেশাগত তথ্য (যদি প্রযোজ্য হয়)
- পাসপোর্টের ধরন নির্বাচন (৫ বছর বা ১০ বছরের মেয়াদ)
১.৪. ফর্ম সাবমিশন ও প্রিন্ট
আপনি যখন অনলাইনে ফর্ম পূরণ করবেন, তখন আপনাকে তা যাচাই করতে হবে। যাচাই করার পর ফর্মটি সাবমিট করে তার প্রিন্ট কপি সংরক্ষণ করুন। এটি পরবর্তীতে প্রয়োজন হবে।

ধাপ ২: পাসপোর্ট ফি জমা করা
২.১. ফি নির্ধারণ
Passport with 48 pages and 5 years validity
Regular delivery within 21 days: TK 4,025
Express delivery within 10 days: TK 6,325
Super Express delivery within 2 days: TK 8,625
Passport with 48 pages and 10 years validity
Regular delivery within 21 days: TK 5,750
Express delivery within 10 days: TK 8,050
Super Express delivery within 2 days: TK 10,350
Passport with 64 pages and 5 years validity
Regular delivery within 21 days: TK 6,325
Express delivery within 10 days: TK 8,625
Super Express delivery within 2 days: TK 12,075
Passport with 64 pages and 10 years validity
Regular delivery within 21 days: TK 8,050
Express delivery within 10 days: TK 10,350
Super Express delivery within 2 days: TK 13,800
২.২. ফি জমা দেওয়ার পদ্ধতি
আপনি নিচের যেকোনো মাধ্যম দিয়ে পাসপোর্ট ফি জমা দিতে পারবেন:
- ব্যাংক ডিপোজিট: নির্দিষ্ট ব্যাংকে গিয়ে সরাসরি জমা দিতে পারেন।
- অনলাইন পেমেন্ট: ব্যাংক ট্রান্সফার, মোবাইল ব্যাংকিং (যেমন বিকাশ, নগদ), অথবা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে পারেন।

ধাপ ৩: বায়োমেট্রিক তথ্য প্রদান
৩.১. নির্ধারিত কেন্দ্রে উপস্থিতি
আপনার ফর্ম এবং ফি জমা দেওয়ার পর আপনাকে একটি তারিখ দেওয়া হবে। সেই তারিখে নির্দিষ্ট পাসপোর্ট অফিস বা ই-পাসপোর্ট সেন্টারে উপস্থিত হতে হবে।
৩.২. প্রয়োজনীয় কাগজপত্র
বায়োমেট্রিক তথ্যের দিন আপনার সাথে নিচের কাগজপত্রগুলো নিয়ে যাবেন:
- প্রিন্ট করা আবেদন ফর্ম
-জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদ
- আগের পাসপোর্ট (যদি থাকে)
- পাসপোর্ট ফি জমার রশিদ
৩.৩. বায়োমেট্রিক প্রক্রিয়া
সেন্টারে গিয়ে আপনাকে নিচের কাজগুলো করতে হবে:
- আপনার ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ)
- আপনার ছবি তোলা হবে
- স্বাক্ষর প্রদান

ধাপ ৪: পাসপোর্ট সংগ্রহ
৪.১. পাসপোর্ট প্রস্তুতির সময়
বায়োমেট্রিক তথ্য জমা দেওয়ার পর পাসপোর্ট প্রস্তুতির জন্য কিছু সময় নেয়। সাধারণত ১৫ থেকে ৩০ কর্মদিবস সময় লাগতে পারে, যদি দ্রুত সেবা না নেন।
৪.২. এসএমএস নোটিফিকেশন
পাসপোর্ট প্রস্তুত হলে আপনাকে মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এছাড়াও ই-পাসপোর্ট ওয়েবসাইটে লগইন করেও আপনার পাসপোর্টের অবস্থা দেখতে পারবেন।
৪.৩. পাসপোর্ট সংগ্রহ
এসএমএস পাওয়ার পর নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে আপনার জাতীয় পরিচয়পত্র এবং প্রাপ্তি স্লিপ দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
পাসপোর্ট প্রক্রিয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস:
- সব সময় ফর্ম পূরণ করার সময় সঠিক তথ্য প্রদান করবেন।
- ফি জমা দেওয়ার পর রশিদটি সাবধানে রাখুন।
- ছবি তোলার দিন পরিষ্কার পোশাক পরিধান করবেন এবং মুখ পরিষ্কার রাখতে হবে (ধূসর ব্যাকগ্রাউন্ডে ছবি তোলা হয়)।

আপনি পুরো প্রক্রিয়াটি নিজে সম্পন্ন করতে পারেন, কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই।

জাতি হিসাবে আমার অতান্ত নিম্নমানের,
17/10/2024

জাতি হিসাবে আমার অতান্ত নিম্নমানের,

কম খরচে শর্তসাপেক্ষে শুধুমাত্র পাসপোর্ট থাকলেই মেক্সিকো ভ্রমণমেক্সিকোতে কম খরচে ভ্রমণের সুযোগ রয়েছে, তবে কিছু নির্দিষ্ট ...
17/10/2024

কম খরচে শর্তসাপেক্ষে শুধুমাত্র পাসপোর্ট থাকলেই মেক্সিকো ভ্রমণ

মেক্সিকোতে কম খরচে ভ্রমণের সুযোগ রয়েছে, তবে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। মূলত, মেক্সিকোতে প্রবেশের জন্য অধিকাংশ দেশের নাগরিকদের পাসপোর্টের পাশাপাশি ট্যুরিস্ট কার্ড (Forma Migratoria Multiple, FMM) প্রয়োজন হয়, যা অনলাইনে বা প্রবেশস্থলে সংগ্রহ করা যায়। তবে কিছু দেশের জন্য শর্তসাপেক্ষে শুধুমাত্র বৈধ পাসপোর্ট থাকলেই প্রবেশ করা সম্ভব।

কারা শুধুমাত্র পাসপোর্টে মেক্সিকোতে যেতে পারবেন?

যারা যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, যুক্তরাজ্য বা শেনজেন ভিসার মালিক অথবা এই দেশগুলোর রেসিডেন্ট পারমিটধারী, তারা শুধুমাত্র তাদের পাসপোর্ট ব্যবহার করেই মেক্সিকোতে প্রবেশ করতে পারেন। এছাড়া, যুক্তরাষ্ট্র, কানাডা বা ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের পাসপোর্ট দেখিয়েই মেক্সিকোতে প্রবেশের অনুমতি দেয়া হয়।

খরচ কেমন হতে পারে?

FMM ট্যুরিস্ট কার্ড ফি: $25-$30 (যদিও কিছু কিছু ক্ষেত্রে এটি ফ্রি পাওয়া যায়)

প্লেন টিকিট: ভ্রমণের সময়, স্থান ও এয়ারলাইনের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। মধ্যপ্রাচ্য বা এশিয়া থেকে কম খরচে অফার পাওয়া যেতে পারে।

প্রয়োজনীয় খরচ: হোটেল, খাবার ও অন্যান্য দৈনন্দিন খরচ তুলনামূলক কম।

শর্তাবলী

১. পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে। ২. FMM কার্ড পূরণ করতে হবে। ৩. ভ্রমণের সময়সীমা ১৮০ দিনের মধ্যে হতে হবে। ৪. ইমিগ্রেশন কর্মকর্তার অনুমোদন অবশ্যই নিতে হবে।

তবে যেকোনো পরিস্থিতিতে ভ্রমণের আগে মেক্সিকোর কনস্যুলেট বা দূতাবাসের সাথে যোগাযোগ করে আপডেটেড তথ্য সংগ্রহ করা উচিৎ।

জাপানে MEXT University Recommendation (UR) Scholarship এর জন্য এপ্লিকেশান শুরু হয়েছে। বিস্তারিতনামঃ Asia Pacific Univers...
14/10/2024

জাপানে MEXT University Recommendation (UR) Scholarship এর জন্য এপ্লিকেশান শুরু হয়েছে।

বিস্তারিত

নামঃ Asia Pacific University MEXT (UR) Scholarship 2025
Host Country: Japan
Degree Level: Bachelors, Masters, PhD
Financial Benefits: Fully Funded
Deadline: 13th November 2024

Scholarship বেনিফিট

Full Admission Fee: The scholarship covers the entire admission fee.

Tuition Coverage: 100% of tuition is covered by the scholarship.

Monthly Stipend: 144,000 JPY (বাংলাদেশী টাকায় 115379.73 টাকা ) per month for living expenses.

Travel Expenses: Economy class air travel between the home country and APU at the beginning and end of the program.

Eligibility Criteria

Nationality: Must be a national of a MEXT-designated country (বাংলাদেশ থেকে প্রতিবছর বেশ উল্লেখযোগ্য সংখ্যাক মেক্সট স্কলারশিপ প্রাপ্ত ছেলেমেয়ে যায় )
Age: Must be born on or after April 2, 1990.

Academic Achievement:

আন্ডারগ্রেডঃ
▪Humanities & Social Science : GPA 4.5 both in SSC & HSC / Grade A+ in English & Mathematics
▪Science (Engineering/ Medical Science) : GPA 5 both in SSC & HSC / Grade A+ in English, Mathematics, Physics & Chemistry

গ্রেজুয়েশানঃ
All through first class (Mark 60% or CGPA 3.5 out of 4)

IELTS স্কোর 6.5 মিনিমাম তাও পরীক্ষার রেজাল্ট March 22, 2023 এর আগে হলে হবেনা। আর মিডিয়াম অফ ইন্সট্রাকশান সাবমিট করলে IELTS লাগেনা।

বাংলাদেশের জাপান এম্বাসিঃ https://www.bd.emb-japan.go.jp/itpr_en/scholarshipnotice.html

এশিয়া প্যাসিফিকের মেক্সট স্ক্লারশিপ ডিটেইলসঃ https://admissions.apu.ac.jp/graduate/how_to_apply/external_scholarship/u_recommendation/

মেক্সট এর এক্সামের প্রশ্ন কেমন হয় এবং বিগত বছরের প্রশ্ন ও উত্তরঃ https://www.studyinjapan.go.jp/en/planning/scholarships/mext-scholarships/examination.html

বিঃদ্রঃ এখানে শুধু Ritsumeikan Asia Pacific University (APU) এর ব্যাপারে বলেছি। জাপানের আরো অনেক ইউনি স্কলারশিপ অফার করে। চাইলে সেগুলোও এক্সপ্লোর করা যায়।

©

Study in the USA without IELTS.  100% granted admission with upto 70% scholarship MOI Accepted University in USA1. UNIVE...
13/10/2024

Study in the USA without IELTS. 100% granted admission with upto 70% scholarship

MOI Accepted University in USA

1. UNIVERSITY OF KANSAS
2. CENTRAL MICHIGAN UNIVERSITY
3. LAMAR UNIVERSITY
4. CALIFORNIA STATE UNIVERSITY
5. WESTCLIFF UNIVERSITY
6. STANTON UNIVERSITY
7. GANON UNIVERSITY
8. INTERNATIONAL AMERICAN UNIVERSITY
9. WEST TANSEE STATE UNIVERSITY
10. BAY ATLANTIC UNIVERSITY

13/10/2024

আমার সিজিপিএ ৩ এর নিচে আমি কি জার্মানিতে মাস্টার্স করতে পারবো??

ব্যাচেলরে কম CGPA অর্জন করা জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের বড় চিন্তার বিষয় সঠিক বিশ্ববিদ্যালয় খুঁজে পাওয়া। CGPA 3.00 এর কম থাকা সত্ত্বেও আবেদন করা যায় এবং ভর্তি হওয়ার সুযোগ রয়েছে এমন কিছু পরিচিত বিশ্ববিদ্যালয়ে তালিকা:

1. University of Leipzig
2. Anhalt University of Applied Sciences
3. University of Passau
4. Technische Universität Chemnitz (TU Chemnitz)
5. University of Kassel
6. Hof University of Applied Sciences
7. Technical University of Ingolstadt
8. Otto von Guericke University Magdeburg
9. BTU Cottbus
10. Bielefeld University
11. Leibniz Universität Hannover
12. University of Hohenheim
13. Mannheim university of applied sciences
14. Stralsund University of Applied Sciences
15. Otto-Friedrich-University Bamberg

05/10/2024

Happy Teachers' Day!

Address

East Dogair, Demra
Dhaka
1361

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fly World Edu and Travel Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category