Green Tours & Travels

Green Tours & Travels Air Ticket
visit visa
student visa
umrah package

দুবাই,কাতার, ওমান ,মালয়েশিয়া থেকে ইউরোপের সেনজেন কান্ট্রি রোমানিয়া🇪🇺🇷🇴ফ্যাক্টরি,ওয়ার হাউস,কনস্ট্রাশন কাজের জন্য কিছু...
15/10/2024

দুবাই,কাতার, ওমান ,মালয়েশিয়া থেকে ইউরোপের সেনজেন কান্ট্রি রোমানিয়া🇪🇺🇷🇴

ফ্যাক্টরি,ওয়ার হাউস,কনস্ট্রাশন কাজের জন্য কিছু ফাইল নেওয়া হবে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:-
WhatsApp
01715-369325
01756667333

26/09/2024

*শুধুমাত্র কনস্ট্রাকশন সেক্টর ওয়ার্ক পার্মিটের জন্য এপ্লাই করতে পারবেন*
ক্রোয়েশিয়ার জন্য মধ্যপ্রাচ্য থেকে ফাইল সাবমিট করার নিয়ম
1.পাসপোর্ট কপি
2. আইডি কপি
3. ফটো 2x2 সাইজ
4.কাজ সম্পর্কিত ভিডিও
(যদি থাকে)
5.পুলিশ ক্লিয়ারেন্স
(মোফা ও দূতাবাস সত্যায়িত )

*6.টিকিট সহ মোট ১০ লাখ টাকা সৌদিআরব দুবাই কাতার ওমান কুয়েত বাহরাইন থেকে।*

*বাংলাদেশ থেকে-১২ লাখ ৫০ হাজার নেপালের খরচ বাদে এবং পুলিশ ক্লিয়ারেন্স সত্যায়িত ফি কাস্টমার বহন করবেন।*

*7. এম্বাসি ফি কাস্টমার কে প্রদান করতে হবে।*
*8. সময়কাল ৭-৮ মাস।*
*9.ফাইল ওপেনিংTk-100,000/- টাকা।*
*10.ওয়ার্ক পার্মিট আসার তিন দিনের মধ্যেই আরও এক লক্ষ টাকা দিতে হবে। যদি কোন কারনে রিফিউজ হয় আমারা ৩ দিনের মধ্যেই আপিল করবো আল্লাহ না করুক যদি ভিসা না হয় ৩৫ থেকে ৪০হাজার টাকা এপ্লাই চার্জ রেখে বাকি টাকা রিটার্ন করা হবে।*

*11. চাকরির শূন্যতা- ওয়েলডার, প্লামবিং, ইলেকট্রিশিয়ান, নির্মাণকর্মী, কারখানার কর্মী।তবে কনস্ট্রাকশন এ ভিসার রেসিও বেশী।*
Contact
01715-369325
01756667333

10/08/2024
Please call for more information... 01715-369325 01756667333
18/07/2024

Please call for more information...
01715-369325
01756667333

17/07/2024

ওমরাহ হজ্জের বুকিং চলছে... বিস্তারিত জানতে
যোগাযোগ করুন 01715-369325

🇮🇹 ইতালির ওয়ার্ক ভিসার জন্য নতুন অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম চালু হয়েছে-রবিবার ৩১ শে মার্চ সকাল ০৯ টা থেকে “ওয়ার্ক ...
29/03/2024

🇮🇹 ইতালির
ওয়ার্ক ভিসার জন্য নতুন অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম চালু হয়েছে-রবিবার ৩১ শে মার্চ সকাল ০৯ টা থেকে “ওয়ার্ক ভিসা” আবেদনকারীরা ইমেল [email protected]এ পাঠাতে হবে । নিম্নলিখিত ফরম্যাট অনুযায়ী:

1. First Name:
2. Family Name:
3. Date of Birth (DD/MM/YYYY)
4. Passport no.
5. Mobile no.
6. Email
7. Nulla Osta Number

 উল্লেখ্য: প্রতিটি তথ্য ১ লাইনের মধ্যে সম্পন্ন করতে হবে। এবং ১ জন আবেদনকারী শুধুমাত্র একটি একক ইমেল এবং মোবাইল নম্বর দিয়ে আবেদন সম্পন্ন করবে। একাধিক লাইন, ১ জন আবেদনকারী এবং ১ নুলাওস্তার সাথে যুক্ত করা যাবে না৷

 একই ইমেল/মোবাইল নম্বর থেকে একাধিক আবেদন স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে।

 প্রতিটি ইমেলের আগমনের অগ্রাধিকার অনুযায়ী আবেদনকারীদের একটি স্লট দেওয়া হবে।

 একটি Nullaosta আগামী 30 দিনের মধ্যে মেয়াদ শেষ হচ্ছে এমন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে৷

 যেসব আবেদনকারীর বৈধ এবং যাচাইকৃত নুল্লাওস্তা নেই তাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না। এই ক্ষেত্রে তারা ইতালিতে তাদের নিয়োগকর্তাদের কাছে সরাসরি উল্লেখ করবে, স্পষ্টীকরণের জন্য জিজ্ঞাসা করবে।

হাঙ্গেরি ওয়ার্ক ভিসার জন্য ইন্ডিয়া যাওয়ার ঝামেলা নেই কারন আপনার ফাইল সাবমিট করবেন ঢাকায়। শুধুমাত্র কনস্ট্রাকশন সেক্টর ও...
12/03/2024

হাঙ্গেরি ওয়ার্ক ভিসার জন্য ইন্ডিয়া যাওয়ার ঝামেলা নেই কারন আপনার ফাইল সাবমিট করবেন ঢাকায়। শুধুমাত্র কনস্ট্রাকশন সেক্টর ওয়ার্ক পার্মিট।
কাতার,কুয়েত,দুবাই,সৌদি আরব,ওমান,বাহরাইন এবং বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া 🇭🇷
Call - 01715-369325 WhatsApp

10/03/2024

🇭🇺 মধ্য ইউরোপের শেংগেন(Schengen) ভুক্ত একটি স্থলবেষ্টিত প্রজাতান্ত্রিক রাষ্ট্র হাঙ্গেরি, যার বুকচিরে বয়ে গেছে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম নদী দানিউব।

❏ হাঙ্গেরির রাজধানী ও বৃহত্তম শহর হলো বুদাপেস্ট, যা দানিউব নদীর উভয় তীরে অবস্থিত। শহরটি পূর্ব-মধ্য ইউরোপের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত।হাঙ্গেরি মোটামুটি সমৃদ্ধ দেশ। হাঙ্গেরিতে রয়েছে উন্নত শিক্ষাব্যবস্থা ও সার্বজনীন চিকিৎসাব্যবস্থা।

❏ বাংলাদেশের নাগরিকদের হাঙ্গেরিতে যেতে ভিসার দরকার হয়। বাংলাদেশের নাগরিকরা যেসব ভিসায় হাঙ্গেরিতে যেতে পারেন - স্টাডি ভিসা , ওয়ার্ক ভিসা , বিজনেস ভিসা, ইনভেস্টমেন্ট প্রোগ্রাম ভিসা ইত্যাদি। আজকে আমরা জানব হাঙ্গেরির ওয়ার্ক(কাজের) ভিসা সম্পর্কে

❏ হাঙ্গেরিতে কেন যাবেন?

♦ হাঙ্গেরি ইউরোপের শেংগেন ভুক্ত একটি দেশ। হাঙ্গেরিতে নির্দিষ্ট সময়(১০ থেকে ১২ মাস) কাজ করার পর আপনি ইউরোপের অন্যান্য দেশে শর্তসাপেক্ষে সহজেই যেতে পারবেন।

♦ হাঙ্গেরিতে তিন মাসের মধ্যেই আপনি টিআরসি (টেম্পোরারি রেসিডেন্ট কার্ড পাবেন)।

♦ হাঙ্গেরিতে ৮ বছর থাকার পর আপনি পার্মানেন্ট রেসিডেন্সি এবং নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

♦ আপনার স্পাউজক (হাজব্যান্ড/ওয়াইফ) এবং সন্তানদের ফ্যামিলি ভিসায় হাঙ্গেরি নিয়ে যেতে পারবেন।
হাঙ্গেরির জীবন যাত্রার মান উন্নত, এছাড়া দেশটি নিরাপদ ও রাজনৈতিকভাবে স্থিতিশীল।

❏ হাঙ্গেরিতে কোন ধরনের কাজের সুযোগ রয়েছে?

হাঙ্গেরিতে বাংলাদেশিদের জন্য মূলত বিভিন্ন ধরনের ব্লু-কলার জবের সুযোগ রয়েছে। যেসব সেক্টরে ব্লু-কলার জবের সুযোগ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য- কন্সট্রাকশন, অটোমোবাইল ফ্যাক্টরি, ফুড প্রসেসিং ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি, ইলেক্ট্রিশিয়ান, ওয়েল্ডিং, এগ্রিকালচার, লজিস্টিকস (ট্রাক ড্রাইভিং/ওয়ারহাউজ), প্রোডাকশন (সিএনসি), মেইন্টেনেস এন্ড ক্লিনিং ইত্যাদি।

❏ হাঙ্গেরিতে বেতন কত?

হাঙ্গেরিতে ২০২৩ সালে এভারেজ গ্রস স্যালারি ৩ লাখ ৭৪ হাজার ফরিন্ট। যেটা বাংলাদেশি টাকায় ১ লাখ ১৫ হাজার টাকা। ট্যাক্স পে করার পর নেট স্যালারি ৩ লাখ ৪ হাজার ফরিন্ট ( ৯৩ হাজার টাকা )
অভিজ্ঞতার উপর ভিত্তি করে স্যালারি কম বেশি হতে পারে।

❏ হাঙ্গেরিতে কত ঘণ্টা কাজ করতে হয়?

হাঙ্গেরিয়ান আইন অনুযায়ী আপনাকে প্রতি সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করতে হবে । প্রতিদিন ৮ ঘণ্টা করে সপ্তাহে ৫ দিন । আপনি চাইলে হাঙ্গেরিতে ওভারটাইমও কাজ করতে পারবেন। এর জন্য অতিরিক্ত স্যালারি পাবেন।

❏ হাঙ্গেরির ভিসার প্রসেস কিভাবে হয়?

হাঙ্গেরিতে ভিসার প্রসেসের জন্য আপনাকে প্রথমে একটি কোম্পানি খুঁজে বের করতে হবে। তাদের কাছে আপনার সিভি জমা দেয়ার পর, তারা যদি আপনাকে চাকুরীতে নিতে রাজি হয় , তাহলে আপনার পাসপোর্ট ও ছবি দিতে হবে।

এরপর হাঙ্গেরিয়ান কোম্পানি লোকাল ইমিগ্রেশন অফিসে ওয়ার্ক ফোর্স লেটার (ইগাজোলাস) এর জন্য আবেদন করবে। এরপর ওয়ার্ক ফোর্স লেটার , জব কন্ট্রাক্ট পেপার, একোডোমেশন পেপার সহ ভিসার জন্য অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে পাঠাবে।

হাঙ্গেরির ওয়ার্ক ফোর্স লেটারের মেয়াদ থাকে ২ মাস, ২ মাস পর তা আবার ২ মাসের জন্য একবার রিনিউ করা যায়। এই ৪ মাসের ভিতরেই ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসহ আপনাকে বাংলাদেশে অবস্থিত হাঙ্গেরিয়ান এমব্যাসিতে এপয়েন্টমেন্ট নিতে হবে।

এপয়েন্টমেন্টের দিন পাসপোর্ট সহ সকল ডকুমেন্টস নিয়ে আপনাকে এমব্যাসিতে উপস্থিত হতে হবে। সেখানে একটি ইন্টার্ভিউ নেওয়া হয়। ইন্টার্ভিউতে খুব ব্যাসিক কিছু প্রশ্ন করা হয়। আপনি চাইলে ইংরেজি অথবা বাংলাতে ইন্টার্ভিউ ফেইস করতে পারবেন।

❏ হাঙ্গেরির ওয়ার্ক ফোর্স লেটার ও অন্যান্য ডকুমেন্টস আসতে কতদিন লাগে?

কোম্পানি ভেদে ওয়ার্ক ফোর্স লেটার ও অন্যান্য ডকুমেন্টস আসতে সর্বনিম্ন ১৫ দিন থেকে সর্বোচ্চ ৩/৪ মাস পর্যন্ত লাগতে পারে।

❏ এমব্যাসি ফেইসের পর ভিসার ডিসিশন/স্ট্যাম্পিং আসতে কতদিন লাগে?

ভিসার ডিসিশন আসতে এমব্যাসি ফেইস করার পর ৬০ থেকে ১০০ কর্মদিবস লাগতে পারে অর্থাৎ ২ থেকে ৩ মাস ১০ দিন।

❏ হাঙ্গেরির ভিসা রেশিও কেমন ?

হাঙ্গেরির ভিসা রেশিও সম্পর্কে ভেরিফাইড/অফিসিয়াল কোন তথ্য নেই। তবে বিগত দিনে ভিসা প্রাপ্তদের সংখ্যা পর্যালোচনা করে দেখে গেছে, কোম্পানি প্রোফাইল যদি ভালো হয়ে তাহলে ভিসা প্রাপ্তির সম্ভাবনা ৯৫% এর চেয়েও বেশি ।

❏ হাঙ্গেরির ভিসার জন্য কি ইন্ডিয়া যেতে হবে?

হাঙ্গেরির ভিসার জন্য ইন্ডিয়া যাওয়ার দরকার নেই। হাঙ্গেরি এম্বব্যাসীর ঢাকা অফিসের মাধ্যমেই ভিসার আবেদন করা যাবে।

ক্রোয়েশিয়া 🇭🇷🇭🇷 বাংলাদেশ-ক্রোয়েশিয়া সৌদে আরব-ক্রোয়েশিয়াকাতার -ক্রোয়েশিয়াবাহরাইন -ক্রোয়েশিয়াডুবাই - ক্রোয়েশিয়া ...
16/02/2024

ক্রোয়েশিয়া 🇭🇷🇭🇷
বাংলাদেশ-ক্রোয়েশিয়া
সৌদে আরব-ক্রোয়েশিয়া
কাতার -ক্রোয়েশিয়া
বাহরাইন -ক্রোয়েশিয়া
ডুবাই - ক্রোয়েশিয়া
*যাদের অভিজ্ঞতা আছে শুধু তারাই যোগাযোগ করবেন।।*
যারা বাংলাদেশ থেকে ফাইল দিবেন তাদের অবশ্যই
ইন্ডিয়া বা নেপাল গিয়ে ভি,এফ,এসে জমা করতে হবে।।।
*কাতার,ওমান,সৌদি থেকে সময় লাগবে ৭-৮ মাস।*
*বাংলাদেশ থেকে ১০-১২ মাস বা কম বেশি হতে পারে।।।বাংলাদেশে থেকে যারা ফাইল দিবেন অবশ্যই হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকলে ফাইল দেওয়ার অনুরোধ করছি সময় কম থাকলে ফাইল দেওয়ার দরকার নাই।।।*

*ফাইল দেওয়ার আগে অফিসে সকল নিয়েম কানুন ভালো ভাবে যেনে বুঝে ফাইল দেওয়ার অনুরোধ করছি।।।।*

পোস্ট ভালো করে পড়ে দেখবেন তার পর যোগাযোগ করবেন।।।।

বিশেষ অনুরোধ 🙏🙏 যারা কাজ করতে পারবেন এবং গিয়ে কোম্পানিতে থাকবেন তারা শুধু মাত্র যোগাযোগ করবেন।।।।
সরাসরি কল না দিয়ে আপনার প্রশ্নটি হোয়াইটসআপে লিখুন ওথবা ভয়েস ক্লিপে পরিষ্কার করুন।
Details :
Call 01715-369325 or WhatsApp.

ইউরোপের ভিসা প্রসেসিং সব সময়-ই অনিশ্চিত। এই অনিশ্চিত গন্তব্যে নিশ্চিতভাবে পৌঁছাতে চান সবাই।কিছু মানুষ এই অনিশ্চিত গন্তব...
10/02/2024

ইউরোপের ভিসা প্রসেসিং সব সময়-ই অনিশ্চিত। এই অনিশ্চিত গন্তব্যে নিশ্চিতভাবে পৌঁছাতে চান সবাই।কিছু মানুষ এই অনিশ্চিত গন্তব্যে, নিশ্চিতভাবে কাজ করে দিতে পারবেন বলে গ্যারান্টি দিয়ে মানুষের কাছ থেকে পাসপোর্ট এবং নগদ অর্থ গ্রহণ করেন। যার কারনে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের সহজ সরল মানুষ গুলো সুদের উপর লোন করে, ভিটে জমি বিক্রি করে,বউ এবং মা,বা বোনের গয়না বন্ধক রেখে, হাঁস,মুরগি,গরু,ছাগল বিক্রি করে টাকা জমিয়ে,সেই টাকা ইউরোপের জন্য তুলে দেন তার পরিচিত,অথবা আত্মীয়,অথবা স্বল্প পরিচিত কোন মাধ্যমে।

দীর্ঘ সময় ধরে কাজ করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। তার আলোকে আজকে আপনাদেরকে কিছু নির্দেশনা ও পরামর্শ দিচ্ছি যেগুলো পালন করলে অন্তত আপনি ক্ষতিগ্রস্ত বা প্রতারিত হবেন না।

*শর্টকাটে অথবা তাড়াতাড়ি যাওয়ার রাস্তা বাদ দিয়ে দেরি হলেও, বা বেশি সময় লাগলেও বিশ্বস্ত কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে আপনার দায়িত্ব দিতে পারেন।

*ইউরোপে যাওয়ার জন্য প্রথমেই সুদের উপর লোন করে বা ঋণ করে বা স্থাবর বা অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে নগদ টাকা সংগ্রহ করে জমা দেয়া থেকে বিরত থাকুন।

*প্রথমেই কষ্ট করে কিছু টাকা সঞ্চয় করে সেটা জমা দিন। ভিসা হওয়ার পর নগদ অর্থ না থাকলেও আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে আপনার ব্যয় বহন করতে পারবেন।

*আবেদন জমা দেয়ার পর ভিসা কখন হবে বা পারমিট কখন আসবে বা কখন এম্বাসিতে জমা দিব এ বিষয়গুলোর আপডেট না নিয়ে বরং যেকোনো একটি কাজে নিজেকে নিয়োজিত রাখুন, বেকার না থেকে ছোটখাটো যেকোনো ধরনের কাজে নিজেকে ব্যস্ত রাখুন। মাঝেমধ্যে কাজের আপডেট নিন। আপনার কাজ হলে বা কাজ সফলতার কাছাকাছি আসলে আপনার প্রতিষ্ঠান বা ব্যক্তি আপনাকে আপডেট জানিয়ে দিবেন।

*ইউরোপের জন্য যারা গ্যারান্টি দিয়ে দায়িত্ব নেয় তাদেরকে বর্জন করে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখুন।

*বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে না ঘুরে বরং নিজেকে যোগ্য হিসেবে প্রস্তুত করে গড়ে তুলুন,সেজন্য স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদি কারিগরি শিক্ষা বা হাতে কলমে শিক্ষা গ্রহণ করুন।

*সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপনে আকৃষ্ট না হয়ে ব্যক্তির সম্পর্কে বা প্রতিষ্ঠান সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়ে যাচাই বাছাই করে, ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পন্ন করে আপনার আবেদন জমা দিন।

*আপনার আবেদন বা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার সাথে সাথে চাকরি থেকে অবসর বা বিজনেস বন্ধ করে দেয়া থেকে বিরত থাকুন। কেবলমাত্র ভিসা হাতে পাওয়ার পর পর চাকরি বা ব্যবসা বন্ধ করে দিন। ভিসা হাতে পাওয়ার আগে আপনাকে যত ধরনের গ্যারান্টি দেয়া হোক না কেন ভুলেও সে সমস্ত কথায় আকৃষ্ট না হয়ে বর্তমান পেশায় নিজেকে নিয়োজিত রাখুন।

হাঙ্গেরি ভ্রমণের খরচ এবং ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪বর্তমানে বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে কাজের উদ্দেশ্যে প্রচুর বাংলাদেশী নাগর...
09/02/2024

হাঙ্গেরি ভ্রমণের খরচ এবং ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪
বর্তমানে বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে কাজের উদ্দেশ্যে প্রচুর বাংলাদেশী নাগরিক দেখা যাচ্ছে। হাঙ্গেরিতে ওয়ার্ক পারমিট ভিসা প্রয়োজন হওয়ায় বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে হাঙ্গেরিতে যাওয়া যাচ্ছে। আগে বাংলাদেশী নাগরিকদের হাঙ্গেরিতে প্রবেশের জন্য ইউরোপের অন্যান্য দেশে প্রবেশ করা হত। কিন্তু বর্তমানে সময়ের সাথে সাথে হাঙ্গেরিতে প্রচুর পরিমাণে কাজ পাওয়া যাচ্ছে।

তাই, আপনারা বাংলাদেশ থেকে কিভাবে কাজের ভিসা নিয়ে হাঙ্গেরিতে যাবেন এবং হাঙ্গেরি যেতে কত টাকা লাগে, এবং কিভাবে হাঙ্গেরি ওয়ার্ক পারমিট পাবেন, এই সম্পর্কে নিয়ে আজকের এই আর্টিকেলে আলোচনা করা হবে। তাই আপনারা যারা হাঙ্গেরিতে যেতে আগ্রহী, তারা অবশ্যই আমার এই নিবন্ধটি পড়বেন।

হাঙ্গেরি যেতে কত টাকা লাগে

বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে যাওয়ার খরচ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য যা ইউরোপ মহাদেশে অবস্থিত। এই দেশের কাজের মান অনেক উন্নত এবং বর্তমানে প্রচুর বাংলাদেশী যেতে আগ্রহী

বাংলাদেশী যেতে আগ্রহী, তাই অনেকেই জানেন না হাঙ্গেরি যেতে কত টাকা লাগে। বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে যাওয়ার জন্য আবশ্যক খরচ প্রায় ১০ লক্ষ টাকা থেকে ১৩ লক্ষ টাকা পর্যন্ত। এই খরচের মধ্যে আপনার পাসপোর্ট থেকে শুরু করে ভিসা প্রসেসিং এবং অন্যান্য খরচগুলি রয়েছে। তাই যারা বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে যাবেন, তারা অবশ্যই ১০ থেকে ১৩ লক্ষ টাকা হাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।

হাঙ্গেরি ভিসা খরচ

একসময়ে বাংলাদেশ থেকে হাঙ্গারিতে কাজের ভিসা প্রাপ্ত করার জন্য খরচ প্রায় ৪ লাখ থেকে ৫ লাখ টাকা ছিল। কিন্তু বর্তমানে ডলারের দাম বৃদ্ধি এবং বাংলাদেশে হাঙ্গেরিতে প্রচুর চাহিদা থাকার কারণে বর্তমানে হাঙ্গেরিতে ভিসা প্রাপ্ত করার খরচ প্রায় ১০ থেকে ১৩ লাখ টাকা পর্যন্ত হতে পারে।

হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা

হাঙ্গেরিতে কাজ করার জন্য বাংলাদেশী নাগরিকদের সাধারণত ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। বাংলাদেশীদের জন্য বর্তমানে ওয়ার্ক পারমিট পাওয়াটা একটু চ্যালেঞ্জিং হবে কারণ বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে প্রবেশ করে ইউরোপের অনেকটা চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে। তাই বাংলাদেশীদের জন্য হাঙ্গেরির ওয়ার্ক পারমিট পেতে আবেদন করা একটু চ্যালেঞ্জিং। আপনি যদি হাঙ্গেরিতে দীর্ঘমেয়াদী বসবাস করার পরিকল্পনা করেন তবে অবশ্যই আপনাকে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে হাঙ্গেরিতে প্রবেশ করতে হবে। হাঙ্গেরির ওয়ার্ক পারমিট পেতে হলে আপনাকে নির্দিষ্ট কিছু মানদণ্ড পূরণ করতে হবে এবং উপযুক্ত ভিসার জন্য আবেদন করতে হবে। তবে, আবেদনের জন্য আপনাকে সরকারি বা বেসরকারি এজেন্সির মাধ্যমে আবেদন করা উত্তম।

হাঙ্গেরিতে বেতন

হাঙ্গেরিতে কাজের বেতন এখন বেশি হয়েছে। একজন শ্রমিকের মোটামুটি বেতন ৬৫ হাজার থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত। হাঙ্গেরিতে যারা ফ্যাক্টরির ভিসা পেয়েছেন তাদের বেতন আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ৭০ হাজার টাকা থেকে শুরু করে ৮০ হাজার টাকা পর্যন্ত ফ্যাক্টরিতে ইনকাম করা যায়। পারদর্শী শ্রমিকরা এক লাখ টাকার উপর পর্যন্ত বেতন উপভোগ করতে পারেন।

যদি আপনি বাংলাদেশ থেকে বৈধ পথে হাঙ্গেরি যেতে চান, তাহলে অবশ্যই সরকারি বা বেসরকারি এজেন্সির মাধ্যমে হাঙ্গেরি যাওয়ার চেষ্টা করবেন। এজেন্সির ছাড়া কখনোই পাসপোর্ট কারো কাছে জমা দিবেন না শুধুমাত্র বাংলাদেশ থেকে এজেন্সির মাধ্যমে হাঙ্গেরিতে যাওয়া যায়।

যদিও হাঙ্গেরি ভ্রমণের জন্য কঠিন প্রক্রিয়া আছে, তারপরও এটি সম্পন্ন করা সম্ভব। আপনি যদি এই প্রক্রিয়ার জন্য সঠিক পদক্ষেপ নেন, তাহলে হাঙ্গেরি যেতে সম্ভব হবে। সাথে সাথে আপনি পুরো প্রক্রিয়া সম্পন্ন করে এবং হাঙ্গেরি প্রবাসী হয়ে যাওয়ার পর, বিভিন্ন সুযোগ ও অধিকার উপভোগ করতে পারেন।

আপনার সাফল্যের জন্য শুভ কামনা রইলো! আরো যদি কোনো প্রশ্ন থাকে বা সাহায্য প্রয়োজন হয়, আমি এখানেই আছি।
Call 01715-369325 WhatsApp

আপনারা যারা কাতার থেকে ক্রোয়েশিয়ায় যেতে চান তাদের জন্য আজকের এই পোস্ট। কাতার থেকে ক্রোয়েশিয়ার যাওয়ার জন্য আপনার যে স্টেপ...
08/02/2024

আপনারা যারা কাতার থেকে ক্রোয়েশিয়ায় যেতে চান তাদের জন্য আজকের এই পোস্ট। কাতার থেকে ক্রোয়েশিয়ার যাওয়ার জন্য আপনার যে স্টেপ অনুসরণ করতে হবে। তা নিয়ে বিস্তারিত জানতে পারবেন :

1. প্রস্তুতি করুন: পাসপোর্ট এবং ভিসা সম্পর্কে সম্পূর্ণ জানতে হবে। আপনার সঠিক ডকুমেন্ট আছে কিনা নিশ্চিত হোন।

2. টিকেট বুক করুন: আপনার যাত্রার জন্য টিকেট বুক করুন। কাতার থেকে ক্রোয়েশিয়ার প্রধান শহরে ডিরেক্ট বা কানেক্টিং ফ্লাইট আছে তা পরীক্ষা করুন।

3. ভিসা অ্যাপ্লাই করুন: ক্রোয়েশিয়ার ভিসা সম্পর্কে জানা আবশ্যক। ক্রোয়েশিয়ান সফর ভিসা এবং আপ্লিকেশনের যাচাই করুন।

4. আকার করুন: আপনার যাত্রার পরিকল্পনা করুন। কোনও হোটেল অ্যাকমোডেশন বুক করুন এবং যাত্রার ট্রান্সপোর্ট প্রস্তুত করুন।

5. ভালো স্বাস্থ্য পরীক্ষা করুন: সময়ে মেডিকেল চেকআপ করে নিশ্চিত হোন যেন যাত্রায় কোনো সমস্যা না হয়।

6. ভালো ব্যবস্থা করুন: যাত্রায় যে সমস্যাগুলি হতে পারে সেগুলির জন্য সঠিক পরিকল্পনা করুন। মুসাফির প্রশান্তি এবং সুরক্ষার জন্য যত্ন করুন।

এই ধাপগুলি মনে রাখলে, আপনি কাতার থেকে ক্রোয়েশিয়ার যাওয়ার জন্য প্রস্তুত হতে সক্ষম হবেন।

ক্রোয়েশিয়ান ভিসা জন্য সাধারণত নিম্নলিখিত ডকুমেন্টগুলি প্রয়োজন হতে পারে:

1. পাসপোর্ট: আপনার বৈধ পাসপোর্টের কপি আবেদন জমা দেওয়ার সময় প্রয়োজন হবে। পাসপোর্টের মেয়াদ সমাপ্ত না হওয়া উচিত।

2. ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম: ভিসা আবেদন ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মটি সাধারণত অনলাইনে অ্যাপ্লাই করতে হয়।

3. ছবি: সাধারণত নির্দিষ্ট আকারের একটি ছবি দরকার হয়। ছবিতে আপনার মুখ স্পষ্টভাবে দেখা যাবে এবং তা সফটওয়্যার দ্বারা নিজেকে না পরিবর্তন করে তৈরি করা হবে।

4. ভ্যালিড ব্যাঙ্ক স্টেটমেন্ট: আপনার অর্থনৈতিক অবস্থা প্রমাণ করার জন্য ভ্যালিড ব্যাঙ্ক স্টেটমেন্ট দরকার হতে পারে।

5. অ্যাকমোডেশন বুকিং প্রুফ: ক্রোয়েশিয়ান ভিসা জন্য আপনার অ্যাকমোডেশন বুকিং প্রুফ দরকার হতে পারে।

6. ট্রাভেল ইনশ্যুরেন্স প্রুফ: যাত্রা বেশ মামুলি ভিত্তিতে ট্রাভেল ইনশ্যুরেন্স প্রুফ প্রয়োজন হতে পারে।
7. কাতারের রেসিডেন্সি পারমিট

আরও বিস্তারিত জানতে ক্রোয়েশিয়ার সরকারি ওয়েব সাইটে ভিজিট করুন অথবা আপনার নিকটস্ত ক্রোয়েশিয়ার এম্বাসিতে যোগাযোগ করুন।
Call 01715-369325 WhatsApp

08/02/2024

Serbia 🇷🇸
Work permit for visa 6-9 months
For all citizens
Required documents for making invitation letter and employment contract:
 Passport copy with all pages,
 Address registration
Documents requared for Visa application - applicant to check himself.

Job decscriptions:

construction skill workers 500 euro
profesional construction worker 700-800 euro
Needed: men under 55 years old

Working hours: 10 hours, 5-6 days a week
A place for living is provided by the employer for free.
Call 01715-369325 WhatsApp

08/02/2024

নর্থ মেসিডোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা ।
🌐 ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়া, বাংলাদেশ থেকে জনশক্তি আমদানী করে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে দেশটির সরকার।
✅ কাজের ধরন :
◽ জেনারেল ওয়ার্কার।
◽ প্লাম্বার।
◽ প্যাকেজিং।
◽ ওয়েল্ডার।
💵 বেতন : ৬৫০ - ৮০০ ইউরো ।
🕰️ প্রসেসিং টাইম : ৪ মাস
100% ভিসা রেসিও এবং এম্বাসি ফেইসের জামেলা নেই।

Document requirements:
01. Passport scan copy
02. Work experience if possible
03. Police clearance
04. Photo -35/45 size.
05. Academic Certificate if possible
Contact Details
Call - 01715-369325 WhatsApp.

ক্রোয়েশিয়া 🇭🇷🇭🇷 বাংলাদেশ-ক্রোয়েশিয়া সৌদে আরব-ক্রোয়েশিয়াকাতার -ক্রোয়েশিয়াবাহরাইন -ক্রোয়েশিয়াডুবাই - ক্রোয়েশিয়া ...
08/02/2024

ক্রোয়েশিয়া 🇭🇷🇭🇷
বাংলাদেশ-ক্রোয়েশিয়া
সৌদে আরব-ক্রোয়েশিয়া
কাতার -ক্রোয়েশিয়া
বাহরাইন -ক্রোয়েশিয়া
ডুবাই - ক্রোয়েশিয়া
*যাদের অভিজ্ঞতা আছে শুধু তারাই যোগাযোগ করবেন।।*
যারা বাংলাদেশ থেকে ফাইল দিবেন তাদের অবশ্যই
ইন্ডিয়া বা নেপাল গিয়ে ভি,এফ,এসে জমা করতে হবে।।।
*কাতার,ওমান,সৌদি থেকে সময় লাগবে ৭-৮ মাস।*
*বাংলাদেশ থেকে ১০-১২ মাস বা কম বেশি হতে পারে।।।বাংলাদেশে থেকে যারা ফাইল দিবেন অবশ্যই হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকলে ফাইল দেওয়ার অনুরোধ করছি সময় কম থাকলে ফাইল দেওয়ার দরকার নাই।।।*

*ফাইল দেওয়ার আগে অফিসে সকল নিয়েম কানুন ভালো ভাবে যেনে বুঝে ফাইল দেওয়ার অনুরোধ করছি।।।।*

পোস্ট ভালো করে পড়ে দেখবেন তার পর যোগাযোগ করবেন।।।।

বিশেষ অনুরোধ 🙏🙏 যারা কাজ করতে পারবেন এবং গিয়ে কোম্পানিতে থাকবেন তারা শুধু মাত্র যোগাযোগ করবেন।।।।
সরাসরি কল না দিয়ে আপনার প্রশ্নটি হোয়াইটসআপে লিখুন ওথবা ভয়েস ক্লিপে পরিষ্কার করুন।
Call 01715-369325 WhatsApp.

ইউরোপের দেশ হাংগেরি প্রতি বছরই বিপুল সংখ্যক দক্ষ জনবলকে বাংলাদেশ থেকে ভিসা দিয়ে থাকে৷ তাদের ভিসা রেশিও অন্যান্য সকল ইউরো...
02/02/2024

ইউরোপের দেশ হাংগেরি প্রতি বছরই বিপুল সংখ্যক দক্ষ জনবলকে বাংলাদেশ থেকে ভিসা দিয়ে থাকে৷ তাদের ভিসা রেশিও অন্যান্য সকল ইউরোপীয় দেশের তুলনায় অনেক বেশি। সঠিক ভাবে ফাইল প্রোসেসিং করতে পারলে হাংগেরি ৯০ শতাংশ এর বেশি ভিসা দিয়ে থাকে।
আমাদের অভিজ্ঞ টিম দীর্ঘ সময় ধরে সঠিক এবং নির্ভুলভাবে ফাইল প্রোসেসিং করে আসছে।
বি:দ্র: হাংগেরি এম্বাসী বাংলাদেশেই অবস্থিত। তাই ইন্ডিয়া যাবার কোনো ঝামেলা নেই।

প্রয়োজনীয় কাগজপত্র:
১. পাসপোর্ট (২ বছর মেয়াদ থাকতে হবে)
২. জন্ম নিবন্ধন (ইংরেজি কপি)
৩. ছবি
৪. পুলিশ ক্লিয়ারেন্স
বেতন: ৮০০ থেকে ১০০০ ইউরো

হাঙ্গেরি ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন চলছে।
হটলাইন নাম্বার:
MD.Didarul Islam Titu
01715-369325 WhatsApp

Address

Dhanmondi Zigatola Tenarimor
Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category