Abrar Hajj Agency

Abrar Hajj Agency Best travel agency in Dinajpur, Bangladesh

28/01/2022
হজ্জ প্রশিক্ষণhttps://youtu.be/HsywS_yVGKM
14/01/2022

হজ্জ প্রশিক্ষণ
https://youtu.be/HsywS_yVGKM

Haj Training Documentary 2019. Created by Ministry of Religious Affairs, Government of the People's Republic of Bangladesh.

হজ্জের নিয়মকানুনএক নজরে হজ্ব ও ওমরাহ্হজ্জের ফরজ ৩টি১। ইহরাম বাধা ২। উ’কুফে আ’রাফা (আরাফাতের ময়দানে অবস্থান) ৩। তাওয়াফুয্...
13/01/2022

হজ্জের নিয়মকানুন
এক নজরে হজ্ব ও ওমরাহ্
হজ্জের ফরজ ৩টি
১। ইহরাম বাধা ২। উ’কুফে আ’রাফা (আরাফাতের ময়দানে অবস্থান) ৩। তাওয়াফুয্ যিয়ারাত

হজ্জের ওয়াজিব ৬টি
(১) ‘সাফা ও মারওয়া’ পাহাড় দ্বয়ের মাঝে ৭ বার সায়ী করা।
(২) অকুফে মুযদালিফায় (৯ই জিলহজ্জ) অর্থাৎ সুবহে সাদিক থেকে সুর্যদয় পর্যন্ত একমুহুর্তের জন্য
হলেও অবস্থান করা।
(৩) মিনায় তিন শয়তান (জামারাত) সমূহকে পাথর নিপে করা।
(৪) ‘হজ্জে তামাত্তু’ ও ‘কি্বরান’ কারীগণ ‘হজ্জ’ সমাপনের জন্য দমে শোকর করা।
(৫) এহরাম খোলার পূর্বে মাথার চুল মুন্ডানো বা ছাটা।
(৬) মক্কার বাইরের লোকদের জন্য তাওয়াফে বিদা অর্থাৎ মক্কা থেকে বিদায়কালীন তাওয়াফ করা।
এছাড়া আর যে সমস্ত আমল রয়েছে সব সুন্নাত অথবা মুস্তাহাব।

ওমরাহর ফরজ, ওয়াজিব
দুইটি ফরজ: (১) ইহরাম পরিধান করা (২) তাওয়াফ
দুইটি ওয়াজিব: (১) সাফা ও মারওয়া মধ্যবর্তী (সবুজ বাতি) স্থানে সাতবার সায়ী করা (২) মাথার চুল
মুন্ডানো বা ছাটা।

তালবিয়া
”লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক, লাব্বাঈক, লা-শারীকা-লাকা লাব্বাঈক, ইন্নাল হামদা ওয়ান্ নি’মাতা লাকা ওয়াল-মুল্ক, লা শারীকালাক।”
অর্থ: আমি হাজির হে আল্লাহ! আমি উপস্থিত! আপনার ডাকে সাড়া দিতে আমি হাজির। আপনার কোন অংশীদার নেই। নিঃসন্দেহে সমস্ত প্রশংসা ও সম্পদরাজি আপনার এবং একচ্ছত্র আধিপত্য আপনার।
আপনার কোন অংশীদার নেই।

ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ
(১) সেলাইযুক্ত যে কোন কাপড় বা জুতা ব্যবহার, এক্ষেত্রে স্পঞ্জ সেন্ডেলের ব্যবহার করা।
(২) মস্তক ও মুখমন্ডল (ইহরামের কাপড়সহ যে কোন কাপড় দ্বারা) ঢাকা,
(৩) পায়ের পিঠ ঢেকে যায় এমন জুতা পরা।
(৪) চুলকাটা বা ছিড়ে ফেলা,
(৫) নখকাটা,
(৬) ঘ্রানযুক্ত তৈল বা আতর লাগানো।
(৭) স্ত্রীর সঙ্গে সংগম করা।
(৮) যৌন উত্তেজনামূলক কোন আচরণ বা কোন কথা বলা।
(৯) শিকার করা।
(১০) ঝগড়া বিবাদ বা যুদ্ধ করা।
(১১) চুল দাড়িতে চিরুনী বা আঙ্গুলী চালনা করা, যাতে ছিড়ার আশংকা থাকে।
(১২) শরীরে সাবান লাগানো।
(১৩) উকুন, ছারপোকা, মশা ও মাছিসহ কোন জীবজন্তু হত্যা করা বা মারা।
(১৪) কোন গুনাহের কাজ করা, ইত্যাদি।

12/06/2021

এবার পবিত্র হজ্জ পালিত হবে কিনা এখনও বলা যাচ্ছে না।

18/03/2021

বিশ্বের মুসলিমদের জন্য সুখবর যে সৌদি বাদশাহ নিশ্চয়তা দিয়ে বলেছেন, ‘কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়াই স্বাভাবিকভাবে ২.....

13/01/2021

পবিত্র ওমরাহ পালন করতে হলে করোনার টিকা নিতে হবে বলে জানিয়েছেন সউদীর হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ সালেহ বেনত.....

20/12/2020

আপনি কি হজ্জ করতে ইচ্ছুক? আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

28/07/2020

প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবের এ সময়ে অনুষ্ঠিত হচ্ছে ১৪৪১ হিজরির পবিত্র হজ। কঠোর স্বাস্থ্যবিধ....

22/07/2020

নির্বাচিত হাজিদের কোয়ারেন্টিনে অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে ২০২০ সালের হজ কার্যক্রম। গত রবিবার থেকে তাঁদের

21/07/2020

আরাফাত-মিনায় হজ পারমিট ছাড়া প্রবেশ নিষিদ্ধ করেছে সউদী আরব সরকার। করোনাভাইরাসের কারণে সউদী আরবে এ বছর হজ পালন করা.....

21/07/2020

মহামারি করোনাভাইরাসের কারণে চলতি বছর বিশ্বের কোনো দেশ থেকে হজযাত্রী নিচ্ছে না সৌদি সরকার। চলতি বছর...

20/07/2020

আওয়ার ইসলাম: করোনার কারণে এবার সীমিত পরিসরে হজের আয়োজন করা হয়েছে। তাই সরকারি-বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের ....

16/07/2020

এভাবেই বিমানের অবস্থা ভালো যাচ্ছে না। ক'রোনার কারণে অনেক ক্ষ'তির মুখে পড়েছে বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান .....

16/07/2020

জিলকদ মাস ২৯ দিন হলে ২২ জুলাই থেকে শুরু হবে জিলহজ মাস। আর জিলকদ পূর্ণ হলে ২৩ জুলাই হবে জিলহজের...

14/07/2020

করোনা পরিস্থিতিতে সৌদি আরবের সিদ্ধান্ত এ বছর বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারছেন না। ফলে নিবন্ধিত হজযাত্রীরা

13/07/2020

মহামারি করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছে বিশ্বের আধুনিক চিকিৎসা ব্যবস্থা। অন...

13/07/2020

মহামারি করোনাভাইরাসের কারণে এবারের সীমিত পরিসরে হজের জন্য বিশেষ স্বাস্থ্

13/07/2020

মহামারি করোনাভাইরাসের কারণে এ বছর কোনো দেশ থেকে কোনো হজযাত্রী পবিত্র হজ পালন করতে সৌদি আরব যেতে পারবেন না...

13/07/2020

এ বছর হজে যাওয়ার জন্য যারা নিবন্ধন করেছিলেন তাদের বেশির ভাগই আগামী বছরের জন্য নিবন্ধন বহাল রাখছেন। নিবন্ধন বাতিল...

13/07/2020

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে বিজনেস অটোমেশন লিমিটেড কতৃক পরিচালিত তথ্য সহায়তা কেন্দ্রের ফোন নম্বরঃ +৮৮০৯৬০...

13/07/2020

সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২০ সনে হজে গমনেচ্ছুদের নিবন্ধন রিফান্ড বিষয়ক প্রশিক্ষণ আগামী ১৩ জুলাই .....

13/07/2020

বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীগণের মধ্যে যারা জানুয়ারি/২০২০ হতে জুন/২০২০ পর্যন্ত সময়ে প্রাক-নিব...

হজের টাকা ফেরত ১২ জুলাই।https://www.amadershomoy.com/bn/2020/06/24/1170716.html
29/06/2020

হজের টাকা ফেরত ১২ জুলাই।https://www.amadershomoy.com/bn/2020/06/24/1170716.html

লাইজুল ইসলাম : [২] হজ বিষয়ক সভা শেষে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো নূরুল ইসলাম জানান, নির্ধারিত তারিখে অনলাইনে আবেদনের ....

29/05/2020

ইবাদত-বন্দেগি, নামাজ ও তাওয়াফের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে পবিত্র কাবা। মক্কা-মদিনা নগরীও ফিরছে স্বাভাবিক জীব...

29/05/2020

সৌদি আরবের পবিত্র মক্কায় লকডাউন পরিস্থিতি শিথিল করার জন্য দুই ধাপের পদক্ষে...

27/05/2020

করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। এমন পরিস্থিতিতে সংক্রমণ ঠেকা...

27/05/2020

সৌদি আরব করোনাভাইরাসের কারণে চলমান কারফিউ, লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে। যা ধাপে ধাপে পুরো সৌদি আরবজুড়ে কার্যকর হ...

26/05/2020

করোনাভাইরাস মহামারিতে জারি করা লকডাউন আরও শিথিলের পথে হাঁটছে সৌদি সরকার।&nbs...

25/02/2020

স্বল্প খরচে সাশ্রয়ী হজ প্যাকেজ আসছে
ফয়েজ উল্লাহ ভূঁইয়া ২৪ ফেব্রুয়ারি ২০২০,


সর্বনিম্ন তিন লাখ ১৫ হাজার টাকার সাশ্রয়ী প্যাকেজসহ প্রথমবারের মতো হজের তিনটি প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে সরকার। মন্ত্রিসভার আজকের বৈঠকে এ সম্পর্কিত প্রস্তাব অনুমোদন হতে পারে।

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে গত বছরের বছরের সর্বনিম্ন প্যাকেজ মূল্য থেকে ২৯ হাজার টাকা কমে নতুন তৃতীয় এই প্যাকেজটির প্রস্তাব তৈরি করা হয়েছে। এতে হজযাত্রীদের মক্কায় প্রায় আড়াই হাজার মিটার দূরে স্থায়ী বাড়িতে রাখা, এক মাস সময় সৌদি আরবে অবস্থান এবং প্রথমেই মদিনায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

Ad by Valueimpression
এ বছর বাংলাদেশের জন্য এক লাখ ৩৭ হাজার ১৯৮ জনের কোটার মধ্যে সরকারি ব্যবস্থাপনার জন্য ১৭ হাজার ১৯৮ জন পাঠানেরার টার্গেট রাখা হয়েছে।

বেসরকারি হজ এজেন্সিগুলো সরকার ঘোষিত সর্বনিম্ন প্যাকেজের সাথে সমন্বয় করে হজ প্যাকেজ ঘোষণা করতে পারবে, যা কোনোভাবেই ওই প্যাকেজের কম হতে পারবে না। গত বছর সরকারি ব্যবস্থাপনার কোটা ছিল সাত হাজার ১৯৮ জন। এ বছর সৌদি সরকার বাংলাদেশের জন্য ১০ হাজার কোটা বৃদ্ধি করে, যা সরকারি ব্যবস্থাপনার গত বছরের কোটার সাথে যুক্ত করা হয়।

গত বছর সরকারি ব্যবস্থাপনার জন্য প্যাকেজ ‘এ’ ও ‘বি’ নামে দু’টি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। যার মূল্য ছিল যথাযক্রমে চার লাখ ১৮ হাজার ৫০০ টাকা ও তিন লাখ ৪৪ হাজার টাকা। থাকার বাড়ি বা হোটেলের দূরত্বের তারতম্যের কারণে প্যাকেজ মূল্যে তারতম্য হয়ে থাকে। এই দু’টি প্যাকেজের হজযাত্রীদের মসজিদুল হারাম শরিফের অদূরে মিছফালাহ ও ইব্রাহীম খলিল রোড় এলাকায় যথাক্রমে সর্বোচ্চ এক মিটার ও দুই কিলোমিটার দূরত্বে হোটেলে রাখার ব্যবস্থা করা হয়। এ বছর প্রথম দুই প্যাকেজের হজযাত্রীদের আবাসন এমন দূরত্বেই হবে।


তবে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সবশেষ এ বছর হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের এক লাখ ২৮ হাজার থেকে ১০ হাজার টাকা বৃদ্ধি করে এক লাখ ৩৮ হাজার টাকা করায় এবং সৌদি সরকারের কিছু নতুন ফি আরোপ হওয়ায় অগের প্রথম দু’টি প্যাকেজের মূল্য বৃদ্ধি করে যথাক্রমে তিন লাখ ৬০ হাজার ও চার লাখ ২৫ হাজার টাকা করা হচ্ছে। ধর্ম মন্ত্রণালয় প্যাকেজ মূল্য সমন্বয় করার ক্ষেত্রে হজযাত্রীদের খাওয়ার খরচ ৩০ হাজার টাকা থেকে কমিয়ে ২৮ হাজার টাকা ধার্য করেছে।

মন্ত্রিসভার আজকের বৈঠকের কার্যতালিকায় হজ প্যাকেজ অনুমোদন অন্তর্ভুক্ত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভায় প্রস্তাবিত প্যাকেজ অনুমোদন হওয়ার পর ধর্ম মন্ত্রণালয় প্যাকেজ ঘোষণা করতে পারবে এবং বেসরকারি এজেন্সিগুলোও তাদের প্যাকেজ দিতে পারবে।

হজযাত্রীদের জন্য সাশ্রয়ী প্যাকেজ নির্ধারণ করার জন্য ধর্ম মন্ত্রণালয় গত বছরের হজের পর থেকেই সম্ভাব্যতা যাচাই শুরু করে। হজের পর ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো: আবদুল্লাহ সংবাদ সম্মেলনে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী বৃদ্ধির কথা জানিয়েছিলেন।

এ জন্য হজযাত্রীদের মক্কায় আজিজিয়া নামক স্থানে রাখা এবং প্রথমেই হজযাত্রীদের মদিনায় রাখার বিষয়টিকে সামনে আনা হয়। এ লক্ষ্যে ধর্ম প্রতিমন্ত্রীসহ কর্মকর্তারা মক্কায় সম্ভাব্য এলাকাও পরিদর্শন করেন।

সর্বশেষ চলতি বছরের হজচুক্তিতেও মদিনা থেকে হজ ফ্লাইট বৃদ্ধির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। তবে বেসামরিক বিমান মন্ত্রণালয় হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের চেয়ে ১২ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্তে অটল থাকলে সাশ্রয়ী তৃতীয় প্যাকেজ ঘোষণা কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়ে। এরই পরিপ্রেক্ষতে চলতি মাসের প্রথম সপ্তাহে ধর্ম প্রতিমন্ত্রীসহ কর্মকর্তারা আবারো সৌদি আরব সফর করেন। বাড়ি ভাড়া কমিয়ে সাশ্রয়ী প্যাকেজ নির্ধারণের বিষয়কে প্রাধান্য দিয়ে বাড়ির খোঁজখবর নেন। অন্য দিকে বিমান ভাড়া কমানোর জন্যও ধর্ম মন্ত্রণালয় ও হাব বেসামরিক বিমান মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানায়।

সরেজমিন দেখে ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে কর্মকর্তারা প্রায় আড়াই হাজার মিটার দূরে দোর কুদাই নামক স্থানে সাশ্রয়ী প্যাকেজের হজযাত্রীদের বিকল্প হিসেবে আজিজিয়া নামক স্থানে রাখার ব্যাপারে একমত হন। দোর কুদাই থেকে পায়ে হেঁটে মসজিদুল হারামে যাওয়া সম্ভব। ওই এলাকায় ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশের হজযাত্রীদের একটি অংশকে রাখা হয়।

দেশে ফেরত আসার পর ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে বেসামরিক বিমান মন্ত্রণালয় বিমান ভাড়া দুই হাজার টাকা কমিয়ে এক লাখ ৩৮ হাজার টাকা করতে সম্মত হয়। হজযাত্রীদের বিমান ভাড়া এবং হাজীদের ওপর সৌদি সরকারের ইন্স্যুরেন্স বাবদ দুই হাজার এবং ভিসা ফি বাবদ প্রায় সাত হাজার টাকা বৃদ্ধি ছাড়া হজ প্যাকেজের সব ব্যয়ই অপরিবর্তিত থাকছে বলে জানা গেছে।

এ দিকে চলমান প্রাক-নিবন্ধনের ক্রম তালিকা অনুযায়ী ইতোমধ্যেই বেসরকারি ব্যবস্থাপনায় এ বছরে যে এক লাখ ২০ হাজার জনের কোটা রয়েছে তা অতিক্রম করেছে। তবে সরকারি ব্যবস্থাপনায় এ বছরের জন্য নির্ধারিত কোটা এখনো খালি রয়েছে। গতকাল পর্যন্ত বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা দাঁড়ায় দুই লাখ ১২ হাজার চারজন। অন্য দিকে সরকারি ব্যবস্থাপনার প্রাক-নিবন্ধিত হয়েছেন ছয় হাজার ৫৯ জন।

18/02/2020

হজ্ব একটি কঠিন ইবাদত। একে জিহাদের সাথেও তুলনা করা হয়েছে। এ কারণে এতে ছওয়াবও বেশি এবং উপকারিতাও অনেক।

13/02/2020

আপনি কি হজ্জ ও উমরা করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। https://abrarhajjagency.com/

ABRAR HAJJ AGENCY

Address

Pulhat
Dinajpur
5200

Alerts

Be the first to know and let us send you an email when Abrar Hajj Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abrar Hajj Agency:

Share

Category


Other Travel Agencies in Dinajpur

Show All

You may also like