Magic English Language Club

Magic English Language Club +441796117664

20/04/2024

Nabhan & Sanju's conversation after the Eid holiday.

19/04/2024

Q. How was your Eid holiday?
A. My Eid holiday was very good. I enjoyed my Eid holiday very much.
Q. How many new dresses did you receive/get as gift?
A. I received / got four new dresses as a gift.
Q. Where did you go travel?
A. I went to the children’s park on Eid day.

18/04/2024

আগামীকাল শুক্রবার ১৯/০৪/২৪ সকাল ৯.০০ টার সময় Magic English Language Club এর ক্লাস যথারীতি শুরু হবে। সকল ছাত্র/ছাত্রীদের যথা সময়ে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য জানানো যাচ্ছে।

25/03/2024

আমার প্রথমবার ঢাকা মেট্রোতে যাত্রা | My first time metro journey in Dhaka.

18/03/2024

5
(এই ধরনের আরো কিছু বাক্য নিজে তৈরি করে বাড়িতে বেশি বেশি অনুশীলন করতে হবে)
1>After eating rice, I'll go to school.
2>Before going to school, I did the work.
3>After you calling me, I get up every day.
4>Before getting money, I bought my clothes.
5>He plays football after going to school.
6>After getting khata, I have written my answer.
7>I left before he arrived.
8>I'll go home after class.

1>(ভাত খেয়ে আমি স্কুলে যাবো)
2>(স্কুলে যাওয়ার আগে আমি কাজটি করেছিলাম।)
3>(প্রতিদিন তুমি ডাকার পরে আমি ঘুম থেকে উঠি)
4>(টাকা পাওয়ার আগেই আমি আমার কাপড় কিনেছিলাম)
5>(স্কুলে গিয়ে সে ফুটবল খেলে)
6>(খাতা পাওয়ার পর আমি আমার উত্তর লিখেছি)
7>(সে আসার আগেই আমি চলে গিয়েছিলাম)
8>(ক্লাস শেষে আমি বাড়িতে যাবো)

13/03/2024

It is very easy to learn English by acting. It is called real practice. | অভিনয়ের মাধ্যমে ইংরেজি শেখা অনেক সহজ, এটাকেই বলা হয় বাস্তব অনুশীলন।

11/03/2024

Afia & Moni are making conversation, today is Afia's very first day in this English Language club.

08/03/2024

আমার Magic English Language club এর ছাত্র ছাত্রীদের অসাধারণ পারফর্মেন্স | Excellent performance of students of my Magic English Language club.

07/03/2024

Class 4:
Part-2: "WH" যুক্ত প্রশ্ন ও তার উত্তর :
Q. What is it.( এটা কি?)
A. It is my book.(এটা আমার বই)
Q. Where was your school.? (তোমার স্কুল কোথায় ছিল?)
A. My school was at Paharpur, Dinajpur. (আমার স্কুল দিনাজপুরের পাহাড়পুরে ছিল)
Q. Who is your brother? ( কে তোমার ভাই?)
A. He is my brother and his name is Shakil.( সে হচ্ছে আমার ভাই, তার নাম শাকিল)
Q. Why have you come here? ( তুমি কেনো এখানে এসেছো?)
A. I have come here to learn how to speak english. (ইংরেজিতে কিভাবে কথা বলতে হয় তা শেখার জন্য আমি এখানে এসেছি)
Q. Which is your pen? (কোনটা তোমার কলম?)
A. It is my pen.( এটা আমার কলম)
Q. Whom do you want?(তুমি কাকে চাও?)
A. I want my younger brother. ( আমি আমার ছোট ভাইকে চাই)
Q. Whose is this book? ( এটা কার বই?)
A. It is Rakib's book. (এটা রাকিবের বই)
Q. When will you go to school? (তুমি কখন স্কুলে যাবে?)
A. I'll go to school at 9 o'clock/am. (আমি সকাল ৯ টায় স্কুলে যাবো)
Q. How did you go to the market? (তুমি কিভাবে মার্কেটে গিয়েছিলে?)
A. I went to the market by auto.( আমি অটোতে করে মার্কেটে গিয়েছিলাম।)

02/03/2024

ইংরেজিতে কথা বলতে চাইলে এর থেকে কার্যকর পদ্ধতি আর হতেই পারে না।

01/03/2024

দেখুন কিভাবে সহজে অভিনয়ের মাধ্যমে ইংরেজিতে কথা বলা শেখা যায় | See how easy it is to learn to speak English through acting.

28/02/2024
25/02/2024

Abtahi and Tawfiq are trying to make conversation, but they are facing some problems.

23/02/2024

Today Sohana and Sharika's performance was excellent!

22/02/2024

আগামীকাল তোমাদের সবাইকে এটা দুইজন দুইজন করে প্র্যাকটিস করতে হবে।
Come here. Look at me and listen to me. Take a pen. Write your address on the board. Clean the board by duster. Keep the duster on the table. Put the pen in your pocket. Take off your shirt.Throw the paper out of the window. Pick up the book. Put down the shoe. Have your seat please.
এখানে আসো। আমার দিকে তাকিয়ে আমার কথা শোন। একটি কলম নাও। বোর্ডে তোমার ঠিকানা লিখ। ডাস্টার দিয়ে বোর্ড পরিষ্কার কর। টেবিলে ডাস্টার রাখো। কলমটা পকেটে রাখো। তোমার শার্টটা খুলে ফেলো। জানালার বাইরে কাগজটি ছুঁড়ে ফেলে দাও। বইটা তুলো। জুতাটা নিচে রাখো। দয়া করে তোমার আসন গ্রহণ কর।

13/02/2024

Fahim's self introduction was just excellent!

11/02/2024

Abtahi and Tawfiq, it was 1'st conversation of Tawfiq and he was just excellent.

10/02/2024

Today Sharika and Sohana's performance was just excellent!

09/02/2024

এসব তোমাদের বুঝতে হবে এবং মুখস্থ করতে হবে
How? = কিভাবে?... However =যেভাবেই হোক
What? = কি?........ Whatever =যাই হোক
When? = কখন?... . Whenever =যখনি হোক
Whose?= কার?.. ... Whosever =যারই হোক
Where? = কোথায়?.. Wherever =যেখানেই হোক
Whom? = কাকে?....whomever =যে কেউ হোক
Which? = কোনটি? Whichever =যেটাই হোক
Who? = কে?.... .... Whoever =যেই হোক
Why? = কেনো? (+ it is = +না কেনো)

09/02/2024

আগামীকাল থেকে সকাল ১০ টার পরিবর্তে সকাল ৯ টায় Language club এর ক্লাস শুরু হবে।

07/02/2024

A very little girl is trying to speak english with an elder one.

06/02/2024

Raha and Lamia's conversation in English.

06/02/2024

Class 3: Self introduction of Akhi(আঁখির আত্ম পরিচয়)

Hello, Assalamualaikum.
Today I'd(আইড) like to tell about myself. /
Today I'd like to introduce myself.(আজকে আমি আমার নিজের সম্পর্কে বলতে চাই)
This is Akhi.(আমি আঁখি)
I'm from Baluadanga, Dinajpur. / I live in Baluadanga, Dinajpur. (আমি বালুয়াডাঙ্গা, দিনাজপুরে থাকি)
My father's name is Alomgir and my mother's name is Sabina.(আমার বাবার নাম আলমগির এবং আমার মায়ের নাম সাবিনা)
My father is a business man and my mother is a homemaker(হোমমেখা). (আমার বাবা একজন ব্যবসায়ি এবং আমার মা একজন গৃহিণী) /
My father is a government(গভর্নমেন্ট) /public job holder and my mother is a teacher(ঠিচা). (আমার বাবা একজন সরকারি চাকুরিজীবী এবং আমার মা একজন শিক্ষিকা)
I have no sibling. (আমার কোনো ভাই বোন নাই)
I am alon of my parents. (আমি আমার পিতামাতার একজনই সন্তান)
I read in class three/ I am in class three. (আমি তৃতীয় শ্রেণীতে পড়ি).
My school's /Institute's name is Dinajpur girls high school . (আমার প্রতিষ্ঠানের নাম দিনাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়)
That's all from my side.(আমার তরফ থেকে এতটুকুই বলার ছিল)

04/02/2024

Class #2: Conversation between Rafi & Sami
Part:3
Rafi> Do you have any wish to go to the market?(তোমার কি মার্কেটে যাওয়ার কোনো ইচ্ছে আছে?)
Sami>Yes, I wish to go to the market. (হ্যা, আমার মার্কেটে যাওয়ার ইচ্ছে আছে) / I want to go to the market.(আমি মার্কেটে যেতে চাই)
Do you have any wish to buy a new bicycle? (তোমার কি একটি নতুন সাইকেল কেনার ইচ্ছে আছে?)
Rafi>No, I have no wish to buy a new bicycle.(না আমার নতুন সাইকেল কেনার কোনো ইচ্ছে নাই) / I don’t want to buy a new bicycle. (আমি নতুন সাইকেল কিনতে চাই না)
But I wish to buy a new car. (কিন্তু আমার একটি নতুন গাড়ি কেনার ইচ্ছে আছে)
Do you want to travel by train. (তুমি কি ট্রেনে ভ্রমণ করতে চাও?)
Sami> Yes, I want to travel by train. (হ্যা, আমি ট্রেনে ভ্রমণ করতে চাই)

03/02/2024

What an excellent performance of Sohona & Sharika!

02/02/2024

Sadiba and Ayat are facing difficulties but the important thing is that they are trying to tell.

01/02/2024

Class 2: Conversation between Rafi & Sami
Part 2:
Rafi>Where will you go today?(আজকে তুমি কোথায় যাবে?)
Sami>I have to go to school today. (আজকে আমাকে স্কুলে যেতে হবে) / I'll go to school today. (আজকে আমি স্কুলে যাবো)
Where will you go today? (তুমি আজকে কোথায় যাবে?)
Rafi> Today I have to go to my grandmother's home.(আজকে আমাকে নানিবাড়ি যেতে হবে) / Today I'll go to my grandmother's home.(আজকে আমি নানিবাড়ি যাবো)
Where did you go yesterday? (গতকাল তুমি কোথায় গিয়েছিলে?)
Sami>I had to go to market yesterday. (গতকাল আমাকে মার্কেটে যেতে হয়েছিল) / I went to market yesterday.(গতকাল আমি মার্কেটে গিয়েছিলাম)
Where did you go yesterday? (গতকাল তুমি কোথায় গিয়েছিলে?)
Rafi>I had to go to the park yesterday . (গতকাল আমাকে পার্কে যেতে হয়েছিল) / I went to the park yesterday.(গতকাল আমি পার্কে গিয়েছিলাম)

31/01/2024

Class 2: Conversation between Rafi & Sami
Part 1:
Rafi>Have you a ball?(তোমার কি একটি বল আছে?)
Sami>Yes, I have a ball.(হ্যা, আমার একটি বল আছে?)
Had you a cat?(তোমার কি একটি বিড়াল ছিল?)
Rafi>Yes, I had a cat.(হ্যা, আমার একটি বিড়াল ছিল?)
Had you a pat bird?(তোমার কি একটি পোষা পাখি ছিল?)
Sami>No, I didn’t(ডিডেন্ট) have a pat bird / I had no a pat bird(না, আমার কোনো পোষা পাখি ছিল না)
Have you a flower garden?(তোমার কি ফুলের বাগান আছে?)
Rafi>No, I don’t(ডোন্ট) have a flower garden./ I have no a flower garden.( না, আমার ফুলের বাগান নাই)
Has he(She/Rafiq) an umbrella?(তার/রফিকের কি একটি ছাতা আছে?)
Sami>Yes, He(She/Rafiq) has an umbrella.( হ্যা, তার/রফিকের একটি ছাতা আছে)
Has he(She/Sadia) a nice dress?(তার/সাদিয়ার কি একটি সুন্দর পোশাক আছে?)
Rafi>No, He(She/Sadia) doesn’t(ডাজেন্ট) have a nice dress./ He(She/Sadia) has no a nice dress.(তার কোনো সুন্দর পোশাক নাই)

30/01/2024

Use of 'have to'

Address

Dinajpur
5200

Telephone

+8801850727678

Website

Alerts

Be the first to know and let us send you an email when Magic English Language Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Magic English Language Club:

Videos

Share

Category