Ekota Express - একতা এক্সপ্রেস

Ekota Express - একতা এক্সপ্রেস পঞ্চগড় - ঢাকা - পঞ্চগড় রুটে সাপ্তাহিক ছুটি ছাড়াই চলাচল করি 💚

ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর ট্রেন
Ekota Express - একতা এক্সপ্রেস...
বাংলাদেশের সেরা আন্তনগর ট্রেনগুলোর মধ্যে আমাদের দিনাজপুরের এই ট্রেনটি অন্যতম....
Dhaka to Ponchogor Intercity
Ekota Express train is one of the best intercity trains in Bangladesh...

৭০৬ একতা এক্সপ্রেস ঢাকা প্রবেশ ০৯:২০ মিনিটে।পঞ্চগড়গামী ৭০৫ একতা এক্সপ্রেস ঢাকা ছাড়বে রাইট টাইমে।
08/01/2025

৭০৬ একতা এক্সপ্রেস ঢাকা প্রবেশ ০৯:২০ মিনিটে।

পঞ্চগড়গামী ৭০৫ একতা এক্সপ্রেস ঢাকা ছাড়বে রাইট টাইমে।

ভাই-ভাই ক্রসিং :৭৫৭ দ্রুতযান এক্সপ্রেস আত্রাই থ্রু পাস ০২:৫৬ মিনিটে।৭০৬ একতা এক্সপ্রেস আত্রাই ছাড়লো ০৩:০১ মিনিটে।
07/01/2025

ভাই-ভাই ক্রসিং :
৭৫৭ দ্রুতযান এক্সপ্রেস আত্রাই থ্রু পাস ০২:৫৬ মিনিটে।

৭০৬ একতা এক্সপ্রেস আত্রাই ছাড়লো ০৩:০১ মিনিটে।

৭০৬ একতা এক্সপ্রেস আক্কেলপুর ছাড়লো ০১:৪৯ মিনিটে।বিলম্ব - ০২ মিনিট।
07/01/2025

৭০৬ একতা এক্সপ্রেস আক্কেলপুর ছাড়লো ০১:৪৯ মিনিটে।

বিলম্ব - ০২ মিনিট।

পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭০৬ একতা এক্সপ্রেস জয়পুরহাট ছাড়লো রাইট টাইম ০১:৩১ মিনিটে।লোকোমোটিভ : ৬৬১৭ট্রেনের এটেনড...
07/01/2025

পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭০৬ একতা এক্সপ্রেস জয়পুরহাট ছাড়লো রাইট টাইম ০১:৩১ মিনিটে।
লোকোমোটিভ : ৬৬১৭

ট্রেনের এটেনডেন্ট সম্ভব ট্রেনে নেই, থাকলেও ঘুমিয়ে নয়তো অন্য কাজে। বিনা টিকিটের যাত্রীরা এসি কোচ গুলোর দরজা লাগিয়ে বসে আছে, ফলস্বরূপ ২ কোচ পেছনে গিয়ে উঠতে হলো ট্রেনে।

অবশেষে ভারতীয় রেলওয়েকে বুঝিয়ে দেওয়া হলো ঢাকা-এনজেপি-ঢাকা রুটে চলাচলকারী মিতালী এক্সপ্রেসের রেক। গত ৫ই আগষ্ট এর পর থেকে...
11/12/2024

অবশেষে ভারতীয় রেলওয়েকে বুঝিয়ে দেওয়া হলো ঢাকা-এনজেপি-ঢাকা রুটে চলাচলকারী মিতালী এক্সপ্রেসের রেক। গত ৫ই আগষ্ট এর পর থেকে বাংলাদেশে আটকে পড়া ভারতীয় এই রেকটি গতকাল রাত ৮ টায় ঢাকা থেকে ছেড়ে আজ সকালে চিলাহাটি-হলদিবাড়ি বর্ডার অতিক্রম করে ভারতের নিউ জলপাইগুড়ি পৌঁছায়।

লোকোমোটিভ দায়িত্ব ছিল WDM 3D 6547

আর কি এপার বাংলায় ফেরা হবে মিতালী এক্সপ্রেস ট্রেনের?

সাফকাত আমিন‌।

05/11/2024

সেপ্টেম্বরের সর্বোচ্চ আয়কারী ট্রেন আমাদের Ekota Express - একতা এক্সপ্রেস🚆

সারা দেশে চলাচল করা ১১২টি আন্তঃনগর ট্রেনের মধ্যে শীর্ষে উঠে এসেছে পঞ্চগড়-দিনাজপুর-ঢাকা রুটের একতা এক্সপ্রেস। গত সেপ্টেম্বর মাসে এই ট্রেনটি যাত্রী পরিবহন করে রেকর্ড ৪ কোটি ১৬ লাখ টাকা আয় করেছে। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের এই ট্রেনটি প্রতিদিন ১২৩০-১২৫৪ আসনের যাত্রী নিয়ে চলাচল করে।

দিনাজপুরবাসীর প্রিয় একতা এক্সপ্রেসের এই সাফল্য নিয়ে আপনার মতামত কী?
বিউটিফুল দিনাজপুর / Beautiful Dinajpur

ছবি: নওশাদ এলাম নওয়াজ
#দিনাজপুর #একতা_এক্সপ্রেস #বাংলাদেশ_রেলওয়ে #ট্রেন #সফলতা

পঞ্চগড় -ঢাকা রুটের ৭০৬ একতা এক্সপ্রেসট্রেনটির যাত্রা বাতিল করা হয়েছে। আপনারা অন-লাইনের টিকিট অন-লাইনে এবং কাউন্টারের টিক...
25/10/2024

পঞ্চগড় -ঢাকা রুটের ৭০৬ একতা এক্সপ্রেস
ট্রেনটির যাত্রা বাতিল করা হয়েছে।

আপনারা অন-লাইনের টিকিট অন-লাইনে এবং কাউন্টারের টিকিট কাউন্টারে রিফান্ড করবেন।

তথ্য: parvez
Motahar Hossain Murad

কৃষি পন্যের মূল্য নিয়ন্ত্রণে পরিবহন ব্যায় কমাতে বাংলাদেশ রেলওয়ে ল্যাগেজ ভ্যান চালু করছে।আগামী ২২ অক্টোবর থেকে ঢাকা-খু...
25/10/2024

কৃষি পন্যের মূল্য নিয়ন্ত্রণে পরিবহন ব্যায় কমাতে বাংলাদেশ রেলওয়ে ল্যাগেজ ভ্যান চালু করছে।

আগামী ২২ অক্টোবর থেকে ঢাকা-খুলনা-ঢাকা, ঢাকা-পঞ্চগড়-ঢাকা ও ঢাকা-রহনপুর-ঢাকা রুটে "কৃষি পন্য স্পেশাল" নামে মালবাহী ট্রেন চলাচল শুরু করবে।

ট্রেনটি সপ্তাহে একদিন করে উক্ত রুট গুলোতে চলাচল করবে।

সাপ্তাহিক চলাচলের দিন:
প্রতি মঙ্গলবার খুলনা থেকে তেজগাঁও হয়ে ঢাকা;
প্রতি বৃহস্পতিবার বী.মু.সি.ই. (পঞ্চগড়) থেকে তেজগাঁও হয়ে ঢাকা এবং
প্রতি শনিবার রহনপুর থেকে তেজগাঁও হয়ে ঢাকা থেকে রবিবার খুলনা এসে যাত্রা শেষ হবে।

13/10/2024

গুরুতর অসুস্থ অবস্থায় পঞ্চগড় সদর হাসপাতালে পুরুষ ওয়ার্ডে ছটফট করছেন এই চাচা। তিনি ট্রেনে করে পঞ্চগড় স্টেশন পর্যন্ত আসেন। ট্রেনে অসুস্থ হলে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করানো হয়। গত তিন দিন যাবত হাসপাতালে তার স্যালাইন চলমান। চাচা কে কেউ চিনে থাকলে তার পরিবারের সন্ধান দিয়ে সহযোগিতা করুন। এই মুহূর্তে তার পরিবারের সেবা খুবই জরুরী। চাচার স্বাভাবিক কোন জ্ঞান নেই, পোষ্টি শেয়ার করে চাচার পরিবারটি খুঁজে পেতে সহযোগিতা করুন।

©️মুরাদ ভাই

পঞ্চগড় গামী একতা এক্সপ্রেস বিমানবন্দর ছাড়লো ১১:১৯
10/10/2024

পঞ্চগড় গামী একতা এক্সপ্রেস বিমানবন্দর ছাড়লো ১১:১৯

পঞ্চগড়গামী ৭০৫ একতা এক্সপ্রেসকে বসিয়ে ঢাকাগামী ৭৯৮ কুড়িগ্রাম এক্সপ্রেস জামতৈল থ্রু ১৪.১৬
26/09/2024

পঞ্চগড়গামী ৭০৫ একতা এক্সপ্রেসকে বসিয়ে ঢাকাগামী ৭৯৮ কুড়িগ্রাম এক্সপ্রেস জামতৈল থ্রু ১৪.১৬

আপ একতা এবং ডাউন পঞ্চগড় এক্সপ্রেস  সান্তাহার ছেড়ে যাচ্ছে ১৬/৫৫
25/09/2024

আপ একতা এবং ডাউন পঞ্চগড় এক্সপ্রেস সান্তাহার ছেড়ে যাচ্ছে ১৬/৫৫

🚆 স্যাটেলাইট ফ্রম মহাকাশ স্টেশন ...... 😍🤗√ চিলাহাটি অভিমুখী ৮০৫ চিলাহাটি এক্সপ্রেস ৮০ মিনিট বিলম্বে সান্তাহার আসতেছে। √ ...
20/09/2024

🚆 স্যাটেলাইট ফ্রম মহাকাশ স্টেশন ...... 😍🤗

√ চিলাহাটি অভিমুখী ৮০৫ চিলাহাটি এক্সপ্রেস ৮০ মিনিট বিলম্বে সান্তাহার আসতেছে।

√ খুলনা অভিমুখী ৭৬৪ চিত্রা এক্সপ্রেস ১৫ মিনিট বিলম্বে ঈশ্বরদী আসতেছে।

√ পঞ্চগড় অভিমুখী ৭৫৭ দ্রুতযান এক্সপ্রেস ৪৫ মিনিট বিলম্বে লাহিড়ী মোহনপুর আসতেছেন।

√ কুড়িগ্রাম অভিমুখী ৭৯৭ কুড়িগ্রাম এক্সপ্রেস ৭০ মিনিট বিলম্বে সেতু পূর্ব।

√ বেনাপোল অভিমুখী ৭৯৬ বেনাপোল এক্সপ্রেস সঠিক সময়ে কেরানিগঞ্জ আসতেছে৷

√ রাজশাহী অভিমুখী ৭৫৯ পদ্মা এক্সপ্রেস ৪৫ মিনিট বিলম্বে টঙ্গী।

√ পঞ্চগড় অভিমুখী ৭৯৩ পঞ্চগড় এক্সপ্রেস ৩০ মিনিট বিলম্বে ঢাকা।

√ ঢাকাগামী ৭৬৬ নীলসাগর এক্সপ্রেস ১৫ মিনিট বিলম্বে আহসানগঞ্জ।

√ ঢাকাগামী ৮১০ বুড়িমারী এক্সপ্রেস ৫০ মিনিট বিলম্বে বোনারপাড়া।

√ ঢাকাগামী ৭৭২ রংপুর এক্সপ্রেস ১৫ মিনিট বিলম্বে আলতাফনগর আসতেছে।

√ ঢাকাগামী ৭০৬ একতা এক্সপ্রেস ০৫ মিনিট বিলম্বে পার্বতীপুর।

√ ঢাকাগামী ৭৭০ ধুমকেতু এক্সপ্রেস ৪০ মিনিট বিলম্বে রাজশাহী।

√ ঢাকাগামী ৭২৫ সুন্দরবন এক্সপ্রেস ২০ মিনিট বিলম্বে সাফদাপুর আসতেছে।

√ খুলনা অভিমুখী ৭৪৮ সীমান্ত এক্সপ্রেস ৩০ মিনিট বিলম্বে ঈশ্বরদী।

√ চিলাহাটি অভিমুখী ৭৪৭ সীমান্ত এক্সপ্রেস ২০ মিনিট বিলম্বে জয়রামপুর।

সময়ঃ ০০.০০।

ঢাকাগামী ৭৫৮ দ্রুতযান এক্সপ্রেস চাটমোহর ছাড়লোপঞ্চগড়গামী ৭০৫ একতা এক্সপ্রেসকে বসিয়ে ঢাকাগামী ৭৬৩ চিত্রা এক্সপ্রেস লাহিড়ী ...
19/09/2024

ঢাকাগামী ৭৫৮ দ্রুতযান এক্সপ্রেস চাটমোহর ছাড়লো

পঞ্চগড়গামী ৭০৫ একতা এক্সপ্রেসকে বসিয়ে ঢাকাগামী ৭৬৩ চিত্রা এক্সপ্রেস লাহিড়ী মোহনপুর থ্রু

ঢাকাগামী ৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস পার্বতীপুর

চাঁপাইনবাবগঞ্জগামী ৭৯১ বনলতা এক্সপ্রেস মৌচাক প্রবেশ করবে

ঢাকাগামী ৭৯৮ কুড়িগ্রাম এক্সপ্রেস সেতু অতিক্রম করছে

সময়ঃ ১৪.৫৭

 #ব্রেকিং_নিউজ আগামী ১৭ তারিখের থেকে অনলাইনে এক্সট্রা কোচের টিকেট বিক্রির ক্ষেত্রে যাত্রীদের গুণতে হবে অতিরিক্ত টাকা।🔰 এ...
16/09/2024

#ব্রেকিং_নিউজ

আগামী ১৭ তারিখের থেকে অনলাইনে এক্সট্রা কোচের টিকেট বিক্রির ক্ষেত্রে যাত্রীদের গুণতে হবে অতিরিক্ত টাকা।

🔰 এসি কোচের জন্য ৩০%
🔰 শোভন চেয়ার কোচের ক্ষেত্রে ২০%

09/09/2024

ইঞ্জিন সমস্যার কারণে পঞ্চগড় গামী একতা এক্সপ্রেস মির্জাপুর দাঁড়িয়ে আছে
১৬:১০

23/08/2024

আজ ঢাকাগামী ৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট ছাড়ার পরে যাত্রীরা যখন নিজেদের সিট খুঁজতে ব্যস্ত ছিলো তখন এক পকেটমার যাত্রীর পকেটে হাত দিয়ে টাকা তুলে নেয়। যাত্রী সাথে সাথে বুঝতে পেরে তার হাত ধরে ফেলে এবং পকেটমার তুলে নেওয়া টাকাগুলো নিচে ফেলে দেয়।

এরপর সাধারণ যাত্রীরা তাকে ধরে হালকা খাতির যত্ন করে ও রেলওয়ে পুলিশের কাছে তাদের তুলে দেন‌ পরবর্তীতে তাঁকে শান্তাহার রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

পকেটমার স্পষ্ট ছবি কমেন্ট বক্সে যুক্ত করা হলো।

© মাহফুজুর রহমান তানভীর

23/08/2024

পঞ্চগড় গামী একতা এক্সপ্রেস জয়দেবপুর প্রবেশ করেছে ১১:০৭

Address

Dinajpur Railway Station
Dinajpur
5200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ekota Express - একতা এক্সপ্রেস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Our Story

ঢাকা থেকে দিনাজপুর-পঞ্চগড়গামী আন্তনগর ট্রেন একতা এক্সপ্রেস..... বাংলাদেশের সেরা আন্তনগর ট্রেনগুলোর মধ্যে আমাদের বৃহত্তর দিনাজপুরের এই ট্রেনটি অন্যতম.... Dhaka to Dinajpur-Panchagarh Intercity Train Ekota Express train is one of the best intercity trains in Bangladesh we have got in our Greater Dinajpur ...