গুরুতর অসুস্থ অবস্থায় পঞ্চগড় সদর হাসপাতালে পুরুষ ওয়ার্ডে ছটফট করছেন এই চাচা। তিনি ট্রেনে করে পঞ্চগড় স্টেশন পর্যন্ত আসেন। ট্রেনে অসুস্থ হলে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করানো হয়। গত তিন দিন যাবত হাসপাতালে তার স্যালাইন চলমান। চাচা কে কেউ চিনে থাকলে তার পরিবারের সন্ধান দিয়ে সহযোগিতা করুন। এই মুহূর্তে তার পরিবারের সেবা খুবই জরুরী। চাচার স্বাভাবিক কোন জ্ঞান নেই, পোষ্টি শেয়ার করে চাচার পরিবারটি খুঁজে পেতে সহযোগিতা করুন।
©️মুরাদ ভাই
আজ ঢাকাগামী ৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট ছাড়ার পরে যাত্রীরা যখন নিজেদের সিট খুঁজতে ব্যস্ত ছিলো তখন এক পকেটমার যাত্রীর পকেটে হাত দিয়ে টাকা তুলে নেয়। যাত্রী সাথে সাথে বুঝতে পেরে তার হাত ধরে ফেলে এবং পকেটমার তুলে নেওয়া টাকাগুলো নিচে ফেলে দেয়।
এরপর সাধারণ যাত্রীরা তাকে ধরে হালকা খাতির যত্ন করে ও রেলওয়ে পুলিশের কাছে তাদের তুলে দেন পরবর্তীতে তাঁকে শান্তাহার রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে।
পকেটমার স্পষ্ট ছবি কমেন্ট বক্সে যুক্ত করা হলো।
© মাহফুজুর রহমান তানভীর
ঢাকাগামী ৭৫৮ দ্রুতযান এক্সপ্রেসকে বসিয়ে পঞ্চগড়গামী ৭০৫ একতা এক্সপ্রেস জামতৈল থ্রু ১৭.১৫
ঢাকাগামী ৮০৬ চিলাহাটি এক্সপ্রেসকে বসিয়ে পঞ্চগড়গামী ৭০৫ একতা এক্সপ্রেস সেতু পূর্ব প্রবেশ করলো ১৪.১১
(ফাইল ভিডিও)
ঢাকাগামী ৮০৬ চিলাহাটি এক্সপ্রেস ঢাকা ক্যান্টনমেন্ট আউটসাইড
ঢাকাগামী ৭৫৮ দ্রুতযান এক্সপ্রেস টঙ্গি আউটসাইড
ঢাকাগামী ৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস সেতু অতিক্রম করলো
পঞ্চগড়গামী ৭০৫ একতা এক্সপ্রেস ভবানীপুর থ্রু
সময়ঃ ২০.৪০
পঞ্চগড় হতে ছেড়ে আসা ঢাকাগামী ৭০৬ একতা এক্সপ্রেস কুড়িল পাস ০৯.৪৭
পঞ্চগড়গামী ৭০৫ একতা এক্সপ্রেস আনুমানিক ১০.৩০ এর পরে ছাড়বে
কুড়িগ্রাম এক্সপ্রেস আপডেট :
০১ ঘন্টা ৩০ মিনিট বসার পরে সান্তাহার থেকে আসা উদ্ধারকারী লোকোমোটিভ ২৪০২ দিয়ে ৭৯৮ কুড়িগ্রাম এক্সপ্রেস লোকোমোটিভ ৩০১৭ ফেইল স্পট ছাড়লো ১৫:০৮ মিনিটে।
৭৯৮ কুড়িগ্রাম এক্সপ্রেসকে নন-ভ্যাকুয়ামে ২৪০২ লোকোমোটিভ দিয়ে সান্তাহার নিয়ে গিয়ে লাইন ক্লিয়ার করা হবে।
ওপর দিকে লালমনিরহাট থেকে ৩০০৮ লোকোমোটিভ ছেড়ে এসেছে। সান্তাহার ৭৯৮ কুড়িগ্রাম এক্সপ্রেসের সাথে যুক্ত হবে।
বাংলাদেশ রেলওয়ের পরিবেশ বান্ধব লোকোমোটিভ ২৪০২ নিয়ে ৭৯৮ কুড়িগ্রাম এক্সপ্রেস তিলকপুর অতিক্রম করলো ১৫:১৩ মিনিটে।
পঞ্চগড়গামী ৭০৫ একতা এক্সপ্রেস শহীদ মনসুর আলী ছাড়লো
ঢাকাগামী ৭৫৮ দ্রুতযান এক্সপ্রেস চাটমোহর প্রবেশ করলো
সময়ঃ ১৫.১০
পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস মির্জাপুর স্টেশন অতিক্রম করে গেল ১২:৪৮ মিনিট
পঞ্চগড়গামী ৭০৫ একতা এক্সপ্রেস ঈশ্বরদী বাইপাস প্রবেশ করলো
ঢাকাগামী ৮০৬ চিলাহাটি এক্সপ্রেস সেতু অতিক্রম করছে
সময়ঃ ১৯.৩০
চিলাহাটিগামী ৭৬৫ নীলসাগর এক্সপ্রেস সেতু অতিক্রম করছে
ঢাকাগামী ৭৫৮ দ্রুতযান এক্সপ্রেস ফুলবাড়ী প্রবেশ করছে
রংপুরগামী ৭৭১ রংপুর এক্সপ্রেস হাইটেক সিটি প্রবেশ করছে
পঞ্চগড়গামী ৭০৫ একতা এক্সপ্রেস বনানী থ্রু
ঢাকাগামী ৮০৬ চিলাহাটি এক্সপ্রেস গফুরাবাদ থ্রু
সময়ঃ ১১.০০
ডাবল লাইনের এ সেকশনে গতিতে কোনো আপোষ হবে না🔥🔥