Kazi sobuj ব্লগ

Kazi sobuj ব্লগ Blogger

01/01/2025

2025 এর প্রথম প্রহরে কেমন ছিল লন্ডন শহর !

24/11/2024

এর নতুন সাজ

সফলতার ১৬ সূত্রঃ১. আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কী ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের স...
08/10/2024

সফলতার ১৬ সূত্রঃ
১. আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কী ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর।

২. এডিসন বলেন, সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল।

৩. যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি পড়তে পারে না দুই-ই সমান।

৪. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোন কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাত হওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। We never get a 2nd chance to make the first impression.

৫. আপনি কী অর্জন করেছেন, সাফল্য মাপার মানদন্ড সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।

৬. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও খারাপ।

৭. একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়। কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্ম-মূল্য হারিয়ে ফেলে যেটা পরবর্তী পরাজয়ের কারণ।

৮. পরাজিতরা কোন কিছু ঘটার অপেক্ষায় থাকে। তারা কখনই কোন কিছু ঘটাতে পারে না।

৯. যে সবকিছু তৈরি পাওয়ার জন্য তৈরি, সে জীবনে কিছু করতে পারে না। সফল ও ব্যর্থ উভয়ের দিনই ২৪ ঘন্টায়।

১০. NO মানে একেবারে না নয়। NO = Next Opportunity.

১১. বাহ্যিক সাফল্য আচরণের উপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস করেন তাহলে এগুলো আপনার আচরণে প্রতিফলিত হবে।

১২. জয়ী হতে হলে কী কী করতে হবে বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়। আর বিজিতরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয়।

১৩. আপনি সবসময় যা করে এসেছেন, এখনও যদি সেটাই করেন তাহলে সবসময় যা পেয়েছেন, এখনও তাই পাবেন।

১৪. সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া, প্রচেষ্টার ফলাফল। কোন আকষ্মিক ঘটনা না।

১৫. আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে।
নিয়তই নিয়তি পাল্টে দিতে পারে।
১৬. স্বপ্নপুরণে শুধু আবেগ নয় বেগ দরকার। সাথে বিনয়ী মনোভাব, শেখার তাড়না ও প্রেরণা।
#এক্স_ফ্যাক্টর #ক্যারিয়ার_ক্যারিশমা।

07/10/2024

#পৃথীবির সব জায়গাতেই জাত নিয়ে দ্বন্দ্ব আছে । সাদা ,কালা দের ঝগড়া দেখুন এখানে ও জাত নিয়ে দ্বন্দ্ব আছে ।

21/08/2024

#লন্ডনের ভাইরাল ডাব বিক্রেতা

01/05/2024
29/04/2024

এই অভিনয় দেখার পরে বাংলাদেশর মানুষ কি ভাবে অনন্ত, জায়েদ, বাপি এদের অভিনয় সহ্য করে বুঝিনা

অন্ধকার ছাড়া তো প্রদীপ জ্বলতে পারে না।আঁধার যত তীব্র, আলো তত উজ্জ্বল। কৃষ্ণা চতুর্দশীতে নিশুতি অমাবস্যায় গভীর জংগল, গোরস...
15/04/2024

অন্ধকার ছাড়া তো প্রদীপ জ্বলতে পারে না।

আঁধার যত তীব্র, আলো তত উজ্জ্বল।

কৃষ্ণা চতুর্দশীতে নিশুতি অমাবস্যায় গভীর জংগল, গোরস্থান বা শ্মশানে সামান্য একটা দিয়াশলাই কাঠি জ্বালালে আলোয় উদ্ভাসিত হয়।

একই দিয়াশলাই কাঠি পূর্ণিমা রাতে জ্বালালে কোনো উজ্জ্বল্যই দৃশ্যমান হয় না।

দুঃখ বিষাদ "মেঘের পরে মেঘ জমে আঁধার করে" আসলে সংগ্রাম, নিষ্ঠার সাথে অর্জিত নিরবিচ্ছিন্ন সাফল্য আলোয় চতুর্দিক উদ্ভাসিত করে তোলে।

জীবনের কষ্ট, ব্যথা, বঞ্চনাকে উপহাস করো না। এগুলোই তোমার সাফল্যের অনুঘটক।

ঈদ মোবারক
10/04/2024

ঈদ মোবারক

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
18/03/2024

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

নিজেকে গড়তে হলে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হবে।রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন। নজরুল তো বেশি পড়তেই পারলো না। লালন ...
11/03/2024

নিজেকে গড়তে হলে
প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হবে।

রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন। নজরুল তো বেশি পড়তেই পারলো না। লালন তো বুঝলোই না স্কুল কি জিনিস।অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করছে।
অ্যান্ড্রু কার্নেগীকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয় নি। ৩০ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইন বোর্ড লাগিয়ে দেন “সবার জন্য উন্মুক্ত”।
স্টিভ জবস শুধু মাত্র ১ দিন ভাল খাবারের আশায় ৭ মাইল দূরে পায়ে হেটে মন্দিরে যেতেন।
ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। তাঁকে ক্লাসের বেঞ্চে বসতে দেয়া হতো না, কোন গাড়ি তাঁকে নিতো না। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এর ক্যাডেট কলেজে ভর্তির টাকা হাটুরেদের নিকট থেকে টাকা তুলে যোগাড় করেছিলেন তার চাচারা। গরু না থাকায় তিনি নিজে জমিতে লাঙ্গল টেনেছেন একসময়।
সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদী এর চেহারা যথেষ্ট কদাকার ছিল, লতা মঙ্গেস্কারের চেহারা মোটেই সুশ্রী নয়। তৈমুর লং খোঁড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন। শচীন টেল্ডুলকারের উচ্চতা তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল।
স্মৃতি শক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ীর ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না।
কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোন কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন। সাফল্য আসবেই আজ অথবা কাল।









Contact Me any update information .

06/03/2024

সফল হওয়ার আগ পর্যন্ত আপনাকে ভালোবাসার মত কাউকে পাবেন না।
কিন্তু একবার সফল হয়ে গেলে এত বেশি ভালোবাসা পাবেন যে, সব ভালোবাসার রিপ্লাই দেয়ার সময়ও পাবেন না।
সফল হওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজেই ভালোবাসতে হয়, কষ্টের উপর কষ্ট রেখে, দাঁতে দাঁত চেপে জেদ করে শুধু লেগে থাকতে হবে টার্গেট পূরণের আশায়।
আজ যারা বলছে :
"তোমাকে দিয়ে আর কিছুই হবে না",
কাল আপনি সফল হলে পরশু আবার তারাই বলবে
"জানতাম তোমাকে দিয়েই হবে "

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi sobuj ব্লগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share