Mokka Tours And Travels BD

Mokka Tours And Travels BD ‌বিমান টি‌কেট‌(সকল দে‌শের জন‌্য)। টি‌কেট রিইসু ও রিকনফার্ম। ভিসা প্রসে‌সিং। হজ্জ্ব ও ওমরাহ প‌্যা‌কেজ।

বাংলাদেশ থেকে ভিসা ছাড়া  ৪১ টি দেশে যেতে পারবেন। #এশিয়ার মধ্যে রয়েছে-৫ টি১। ভুটান ২। মালদ্বীপ ৩।নেপাল ৪। শ্রীলঙ্কা ৫। প...
17/08/2023

বাংলাদেশ থেকে ভিসা ছাড়া ৪১ টি দেশে যেতে পারবেন।
#এশিয়ার মধ্যে রয়েছে-৫ টি
১। ভুটান ২। মালদ্বীপ ৩।নেপাল ৪। শ্রীলঙ্কা ৫। পূর্ব তিমুর।
#আফ্রিকার মধ্যে রয়েছে-১৬ টি
৭। বেনিন ৮। কেপ ভার্দ ৯। কমোরো দ্বীপপুঞ্জ ১০। জিবুতি ১১। গাম্বিয়া ১২। গিনি বিসাউ ১৩। কেনিয়া ১৪। লেসোথো ১৫। মাদাগাস্কার ১৬। মৌরিতানিয়া ১৭। মোজাম্বিক ১৮। রুয়ান্ডা ১৯। সিসিলি ২০। সোমালিয়া ২১। টোগো ২২। উগান্ডা।
#আমেরিকার মধ্যে রয়েছে-১ টি
২৩। বলিভিয়া
#ওশেনিয়া অঞ্চলের মধ্যে রয়েছে-৭ টি
২৪। কুক আইল্যান্ডস ২৫। ফিজি ২৬। মাইক্রোনেশিয়া ২৭। নিউই ২৮। সামাউ ২৯। ত্রিভালু ৩০। ভানুয়াতু।
#ক্যারিবীয় অঞ্চলের মধ্যে রয়েছে-১২ টি
৩১। বাহামা ৩২। বার্বাডোজ ৩৩। ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস ৩৪। ডোমিনিকা ৩৫। গ্রেনাডা ৩৬। হাইতি ৩৭। জামাইকা ৩৮। মন্টসেরাত ৩৯। সেন্ট কিটস অ্যান্ড নেভিস ৪০। সেন্ট ভিনসেন্ট
৪১। ত্রিনিদাদ ৪২। টোব্যাগো।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন
#মক্কা ট্যুরস এন্ড ট্রা‌ভেলস বি‌ডি,ম‌নি‌ক‌োঠা বাজার সদরপুর,ফ‌রিদপুর।
মোবাইলঃ 01722844265 সি এম জা‌কির এবং
01781-797427 ম‌নির ।

16/05/2023

""প্রতারণার হাত থেকে রক্ষা পেতে বিদেশ যাওয়ার আগে বিষয়গুলো খেয়াল রাখুন।।।""

মিস্টি মিষ্টি কথা বলে দালাল ‍বুঝিয়েছে ফ্রি ভিসায় অনেক লাভ। যেকোন ধরণের কাজ করা যায়। মন চাইলে কাজ চেঞ্জ করা যায়। দালালের কথায় সৌদি গিয়ে পড়েছেন বিপদে। ৬ মাস ধরে তিনি বেকার। ৩ মাস ধরে ঠিক মতো খাওয়ার ব্যবস্থা হচ্ছে না, অমানবিক জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

দালালের মিস্টি কথায় শুনে আপনিও প্রতারিত হবে না। ফ্রি ভিসা—বলে কোন ভিসা হয় না। কোন দেশে ফ্রি- ভিসা নামে কোন ভিসা ইস্যু করে না। খুব সহজ বিষয়- প্রতারণার আরেক নাম ‘ফ্রি ভিসা’। আপনাকে কেউ যদি ফ্রি ভিসায় বিদেশ যাবার বিষয়ে অফার করে বুঝবেন আপনার পরিস্থিতি মজিদ চাচার মতো হতে পারে। যিনি ফ্রি ভিসায় আপনাকে বিদেশ যেতে বলছে তিনি ১ নম্বর খাটি প্রতারক।

নির্দিষ্ট কাজের ভিসা নিয়ে, এজন্সির সাথে কাজের বিষয়ে চুক্তি করে, ব্যাংকিং চ্যানেলে লেনদেন করে বিদেশ যান। প্রয়োজনে আপনার জেলা জনশক্তি অফিসে যোগাযোগ করে পরামর্শ নিন।

দেশ যাওয়ার পূর্বের প্রস্তুতি ও করণীয়

১/ বৈধভাবে বিদেশ যাবার জন্য সিদ্ধান্ত নিন এবং পাসপোর্ট করুন।
২/ নিজের জাতীয় পরিচয়পত্র/শিক্ষাগত সনদ অনুযায়ী নিজের নাম, বয়স, বাবা-মায়ের নাম ঠিকানা দিয়ে পাসপোর্ট করুন।
৩/ দালালের কথা মতো ভুল তথ্য দিয়ে পাসপোর্ট করবেন না, যা ভবিষৎ এ আপনাকে জটিলতার মধ্যে ফেলবে।
৪/ প্রথমে লাভ ক্ষতি হিসাব করুন তারপর বিদেশ গমনের ব্যাপারে সিদ্ধান্ত নিন
৫। পাসপোর্ট পাবার পর আপনার নিজ জেলার জোন DEMO তে গিয়ে নিবন্ধন করুন।
৬। গন্তব্য দেশের ভাষার প্রশিক্ষণ নিন। সারাদেশে ৪০টি টিটিসিতে মন্ত্রণালয়ের আওতাধীন বিএমইটি ভাষা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
৭। পছন্দ ও দক্ষতা অনুযায়ী কাজের প্রশিক্ষণ গ্রহণ করুন। বর্তমানে ৬৪টি টিটিসি এবং ৬টি আইএমটিতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
৮। সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি‘র মাধ্যমে গমন করুন।
৯। ভালোমত পড়ে ও বুঝে চুক্তিপত্র স্বাক্ষর করুন।টিভিসি-১
১০। বিদেশ যাওয়ার পূর্বে সমস্ত কাগজপত্রের ৩ সেট ফটোকপি করুন।
১১। বিএমইটির স্মার্ট কার্ড গ্রহণ করুন।টিভিসি-২
১২। বিদেশ যাওয়ার পূর্বে নিজের নামে বা যৌথ নামে ব্যাংক হিসাব খুলু্ন।
১৩। বিদেশ যাওয়ার পূর্বে ৩ দিনের প্রাক বর্হিগমন প্রশিক্ষণে অংশ নিন।
১৪। সংশ্লিষ্ট ডিইএমও অফিসে ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ নিন।
১৩। অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করুন।
১৪। প্রবাসীদের সহযোগিতা ও সামগ্রিক কল্যাণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সাহায্য নিন।

02/05/2023

এখন থেকে সৌদি এম্বেসী পাসপোর্টে স্টিকার ভিসার পরিবর্তে ইলেকট্রনিক পাতা ভিসা প্রদান করবে ۔ আজ ইলেকট্রনিক ভিসার শুভ উদ্ভোধন করা হয় ۔ উপস্থিত ছিলেন , মাননীয় সৌদি এম্বাসেডর , এম্বাসির কর্মকর্তা , BMET DG, Baira president সহ নেতৃবৃন্দ ,বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ ۔
এই সময় বায়রার নেতৃবৃন্দ , সপ্তাহে 5 দিন, আনলিমিটেড পাসপোর্ট জমাদেয়ার জন্য অনুরোধ করলে , মান্যবর রাষ্ট্রদূত , অতিতাড়াতাড়ি সে ব্যবস্থা করবেন বলে আস্বস্থ করেন ۔

 #‌বে‌শির ভাগ মানুষই জানেনা কিভাব‌ে বিমা‌নের টি‌কেট কাট‌তে হয়। অ‌নে‌কেই আবার বি‌ভিন্ন সাইট হ‌তে টি‌কেট কাট‌তে গি‌য়ে ভুল ...
16/04/2023

#‌বে‌শির ভাগ মানুষই জানেনা কিভাব‌ে বিমা‌নের টি‌কেট কাট‌তে হয়। অ‌নে‌কেই আবার বি‌ভিন্ন সাইট হ‌তে টি‌কেট কাট‌তে গি‌য়ে ভুল ক‌রে থা‌কে । মা‌ঝে ম‌ধ্যে প্রতা‌রিত ও হয়রা‌নির শিকার হ‌য়ে থা‌কেন।
#বর্তমান সম‌য়ে আপ‌নি ই‌চ্ছে কর‌লেই বিমা‌নের টি‌কেট ঘরে ব‌সেই বি‌ভিন্ন দক্ষ ব‌্যক্তি বা প্রতিষ্ঠা‌নের মাধ‌্যমে কাট‌তে বা ক্রয় কর‌তে পা‌রেন। যারা বিশ্বস্ততা ,দক্ষতা এবং সুনা‌মের সা‌থে এসব কাজ ক‌রে আস‌ছে।
#মক্কা ট‌্যুরস এন্ড ট্রা‌ভেলস বি‌ডি ঠিক এমন এক‌টি প্রতিষ্ঠান যারা দীর্ঘ দিন ধ‌রে সুনা‌মের সা‌থে ট্রা‌ভেলস জগ‌তের এসব সেবা প্রদান ক‌রে আস‌ছে।
#আমা‌দের সেবাসমূহ:-
১। সব‌চে‌য়ে কম দা‌মে ড‌মে‌স্টিক এবং ইন্টারন‌্যাশনাল বিমা‌নের টি‌কেট (সকল দে‌শের জন‌্য)।
২‌। টি‌কেট রিইসু ও রিকনফার্ম।
৩।ভিসা প্রসে‌সিং।
৪। বি‌ভিন্ন দে‌শের ম‌্যানপাওয়ার/ বিএমই‌টি কার্ড ।
৫। হজ্জ্ব ও ওমরাহ প‌্যা‌কেজ।
৬। পাস‌পোর্ট এর আ‌বেদন।
#আমা‌দের ঠিকানাঃ- মক্কা ট‌্যুরস এন্ড ট্রা‌ভেলস বি‌ডি,ইকবাল হো‌সেন সুপার মা‌র্কেট,ম‌নি‌কোঠা বাজার,সদরপুর,ফ‌রিদপুর।
মোবাইল নংঃ-
01722-844265
সি এম জা‌কির
ব‌্যাবস্থাপনা প‌রিচালক ।
এবং
01781-797427
ম‌নির
প‌রিচালক।

Address

Iqbal Hossain Super Market, Monikotha Bazar, Sadarpur
Faridpur
7810

Telephone

+8801781436266

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mokka Tours And Travels BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mokka Tours And Travels BD:

Share

Category


Other Tour Agencies in Faridpur

Show All