অল্প কিছু টাকার জন্য চোরাকারবারীদের সোনা বহন করে কেন অপারাধী হবেন?
তিনি ওমান থেকে এসেছেন। শুল্ক ফাঁকি দিয়ে চোরাকারবাদের সহায়তা করার জন্য আন্ডার ওয়্যার লুকিয়ে এনেছেন গোল্ড বার আর অলংকার। লুকিয়ে এনেও লাভ হয়নি, ধরা খেলেন তিনি।
বৈধ পণ্য আপনি যদি অবৈধ পদ্ধতিতে কিংবা অবৈধ উদ্দেশ্যে আনেন সেটি অপরাধ। বিদেশ থেকে বাংলাদেশি যাত্রীরা কি কি পণ্য আনতে পারবেন, কোন পণ্য আনলে শুল্ক দিতে হবে তা নির্ধারণ করতে জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাগেজ রুলস রয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাগেজ রুলস অনুযায়ী, যাত্রী তার নিজের কিংবা পরিবারের জন্য নির্ধারিত কিছু পণ্য শুল্ক মুক্ত সুবিধা পাবেন। একই রকম ভাবে নিজের বা পরিবারের জন্য শুল্ক দিয়ে কিছু পণ্য আনতে পারবেন।
জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাগেজ রুলস অনুযায়ী, ব্যবসার উদেশ্যে কিংবা টাকার বিনিময়ে অন্যের মালামাল বহন, চোরাচালান শাস্তিযো
গ্রীস প্রবাসী আব্দুল করিম চাচা বাংলা এভিয়েশনের কাছে জানতে চাইলেন, বিদেশ থেকে কয়টি মোবাইল আনতে পারবো। নতুন কয়টা, পুরাতন কয়টা?
Zulhas Travels & Tours
করিম চাচার মতো প্রবাসীদের কাছ থেকে যে প্রশ্ন বেশি আসে, তার মধ্যে একটি হচ্ছে মোবাইল সংক্রান্ত।
বিদেশ থেকে অনুমতি ছাড়া আপনি ৮ টি মোবাইল আনতে পারবেন। মন দিয়ে পড়ুন, আপনার ফোন নতুন নাকি পুরাতন সেটি বিবেচ্য নয়। আপনি উপহার পেয়েছেন নাকি নিজে কিনেছেন সেটিও বিবেচ্য নয়। আপনি নিজে ব্যবহার করেন কি করেন না তাও কেউ প্রশ্ন করবে না। আইফোন নাকি অ্যান্ড্রোয়েড সেটিও বিবেচ্য নয়।
কাস্টমস আপনার সাথে থাকা মোবাইলের হিসেব করবে। ৮ টির বেশি ফোন আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন।
আবারও বুঝে নিন, নতুন কিংবা পুরাতন, কিংবা বিদেশে আপনার নিজের ব্যবহার করা, উপহার পাওয়া. যা হোক ৮টি ফোন।
এই ৮টি ফোনের কি শুল্ক দিতে হবে ?
এই ৮ টির মধ্যে ২
সৌদি আরব থেকে প্রবাসী আব্দুল মজিদ চাচা জানতে চাইলেন, ১০০ গ্রাম স্বর্ন নেয়া যায় শুল্ক ছাড়া। আমি যদি সব নিয়ম কানুন মেনে ৭০০ রিয়েলের বিনিময়ে অন্যের স্বর্ন বহন করি, সেটি কি অবৈধ হবে?
সোজা উত্তর, এটি অবৈধ কাজ, চোরাচালান। জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ব্যাগেজ রুলস অনুযায়ী যাত্রী হিসেবে আপনি আপনার নিজের পণ্য আনতে পারেবেন। অন্য কারও পণ্য টাকার বিনিময়ে বহন করে নিয়ে আসা দন্ডনীয় অপরাধ।
অন্যের দেয়া সোনার অলংকার, সোনার বার বা অন্য যে কোন কিছু বহন করে আপনি আইনগত ব্যবস্থার মুখোমুখি হতে পারেন। আপনি যদি প্রবাসী হোন, তাহলে আপনার পরবর্তী বিদেশ যাত্রা বাঁধাগ্রস্থ হতে পারে।
তাই কোন ভাবেই অন্যের মালামাল বহন করবেন না। সচেতন হোন, নিজেকে বিপদমুক্ত রাখুন।
বৈধ পণ্য শুল্ক ফাঁকি দিয়ে আমদানী বা রপ্তানী করাও চোরাচালান। বৈধ, অবৈধ সকল ধরণের পণ্য/জিনিসের বেআইনি চোরাচালান প্রতিরো
প্রায় ৫ মাস বন্ধ থাকার পর ফের চীনের গুয়াংজু রুটে ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বৃহস্পতিবার (১৪সেপ্টেম্বর) রাত ১০ টা ২০ মিনিটে বিজি৩৬৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের গুয়াংজুর উদ্দেশ্যে যাত্রা করে। সেই ফ্লাইটে যাত্রী ছিলো ১৫৩ জন। ফ্লাইটটি গুয়াংজু পৌঁছাবে ১৫ সেপ্টেম্বর স্থানীয় সময় ভোর ৪টায়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রীদের শুভেচ্ছা জানিয়ে বিদায় জানান বিমানের পরিচালক ( প্রশাসন ও মানব সম্পদ) মো. ছিদ্দিকুর রহমান।
২০২২ সালের ১৮ আগষ্ট ঢাকা-গুয়াংজু রুটে বিমান ফ্লাইট চালু করে। বিমান জানিয়েছে, ঢাকা থেকে সপ্তাহে প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার রাত ১০ টা ২০ মিনিটে গুয়াংজুর উদ্দেশ্যে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে। সপ্তাহে প্রতি সোমবার, বুধবার ও শুক্রবার বিজি৩৬৭ স্থানীয় সময় ভোর ৫ টা ৩০ মিনিটে
কাবা শরিফে ওমরাহর সময় শিশুদের নিরাপত্তায় নতুন নির্দেশ। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। কাবা শরিফের পবিত্রতা রক্ষায় এসব নির্দেশনা বাবা-মায়ের ওপর বাধ্যতামূলক করা হয়েছে। ফলে ওমরাহর সময়ে শিশুদের সাথে আনলে এসব নির্দেশনা মানতে হবে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। Zulhas Travels & Tours
প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের এক্স (টুইটার) অ্যাকাউন্টে এ নির্দেশনা জানানো হয়েছে। কাবা শরিফের মর্যাদা, নিরাপত্তা ও ওমরাহর সব কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে এমন নির্দেশনা জারি হয়। নির্দেশনাগুলো হলো-
১. মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওমরার কার্যক্রম পরিচালনার সময়ে চেনার ব্রেসলেট বাধ্যতামূলক করা হয়েছে। এতে বলা হয়েছে যে, কার্যক্রম সম্পাদন করার সময়ে শিশুদের হাতে ব্রেসলেট রাখতে ফলে। ফলে যে কোনো প্রয়োজনে তাদের চিহ্নিতকরণ সহজ হবে।২. মন্ত্রণালয় শিশুদের ওমরা পালনের সময় ভিড় ও
আগামী ৪ অক্টোবর থেকে নতুন ভিসা ফি কার্যকর হচ্ছে যুক্তরাজ্যে। বিভিন্ন দিক বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়ার পর ঘোষণাটি দিয়েছে ব্রিটিশ সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য জানিয়েছে, ফি বৃদ্ধির বিষয়টি আগে সংসদে পাস হতে হবে।শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি বিল দেশটির সংসদে উত্থাপন করা হয়।আগেই অবশ্য ভিসা ফি বাড়ানোর কথা বলেছিল যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী চলতি বছরের জুলাইয়ে এমন ইঙ্গিত দিয়ে বলেছিলেন, জনখাতের মজুরি বৃদ্ধিতে সহায়তায় ভিসার আবেদনের ফি বাড়ানো হবে।
Zulhas Travels & Tours
ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, নতুন ফি কাঠামোর ঘোষণায় ব্রিটিশ সরকার বলেছে- আগামী ৪ অক্টোবর থেকে যারা যুক্তরাজ্য ভ্রমণ করতে চান ছয় মাসের ভিসার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের আগের ফির সাথে অতিরিক্ত ১৫ ব্রিটিশ পাউন্ড দিতে হবে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্
Hiring local.......
KSA & Bangladesh.
★ Shef Bakery. 10 person
* Experience..
1.2 years experience.
2.Good English. Speaking..
3 Specially chocolate and cake making should be known..
4.salary -(2000-2500sr) According to experience.
5.Food -450sr.
6.accommodation and transport By the
Company..
7.Visa will be provided by the company.
8.Selection will be done through interview.
9.iqama transfer is required.
Email - [email protected]
Send CV..
Only WhatsApp.. 00966545168370
★★★
. . স্থানীয় নিয়োগ...... KSA & Bangladesh.
★শেফ বেকারি। 10 জন
*অভিজ্ঞতা..
1.2 বছরের অভিজ্ঞতা।
2. ভালো ইংরেজি। কথা বলছে..
3 বিশেষভাবে চকলেট এবং কেক তৈরি সম্পর্কে জানা উচিত..
4. বেতন -(2000-2500sr) অভিজ্ঞতা অনুযায়ী।
5.খাদ্য -450sr.
6. বাসস্থান এবং পরিবহন দ্বারা
প্রতিষ্ঠান..
7.ভিসা কোম্পানি দিবে।
8.ইন্টারভিউ এর মাধ্যমে সিলেট করা হবে।
9.আকামা ট্রান্সফার আবশ্যক।
Email - [email protected]
Send CV..
Only WhatsApp.. 00966545168370
CV..Send
সাবধান
প্রতারক চক্র থেকে সাবধান
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। ৭ অক্টোবর এই টার্মিনালের উদ্বোধন হবে।
এই টার্মিনালকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। তাই সাবধান।
স্বাভাবিক ভাবেই নতুন টার্মিনাল চালু হলে কাজ করার জন্য নতুন করে জনবলের দরকার আছে। এই বিষয়টিকে কাজে লাগিয়ে চাকরি দেয়ার নাম করে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র।
দেশের বিভিন্ন এলাকায় কিংবা অনলাইনে বিমানবন্দর নতুন টার্মিনালে চাকরি দেবার নাম বরে টাকা নিচ্ছে।
কেউ টাকা দিয়ে এভাবে চাকরির নেয়ার চেষ্টা করলে নিশ্চিত ভাবে প্রতারিত হবেন।
১ম কথা হচ্ছে, বিমানবন্দরের সার্বিক তত্ত্ববধান করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। কিন্তু এর বাইরেও সরকারি বেসরকারি ৩০টির বেশি সংস্থার লোকজন বিমানবন্দরে কাজ করে। প্রত্যেক সংস্থা নিজ নিজ জনবল ন
মজিদ চাচা থাকেন কুয়েতে। প্রবাসী মজিদ চাচা বেশ সচেতন। তাই তিনি বাংলা এভিয়েশনের সাথে যোগাযোগ করলেন, আর জানতে চাইলেন আকাশপথে একজন যাত্রী বিনা শুল্কে (ট্যাক্স) কি কি পণ্য সাথে আনতে পারবেন?
মজিদ চাচার মতো আপনিও সচেতন হোন, যে দেশ যাবেন, যাবার আগে জেনে নিন সেদেশের কাস্টমস রুলস।
জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাগেজ পলিসি (অপর্যটক) অনুযায়ী আকাশপথে একজন যাত্রী বিনা শুল্কে (ট্যাক্স) কি কি পণ্য সাথে আনতে পারবেন তার তালিকা নিচে দেয়া হলো।
বিদেশ থেকে ব্যাগেজ সুবিধায় একজন যাত্রী নিম্নে বর্ণিত ১টি করে পণ্য বিনা শুল্কে (ট্যাক্স) সাথে আনতে পারবেন।
** ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার ও ২০০ গ্রাম ওজনের রৌপ্য অলংকার (এক প্রকার অলংকার ১২ টির অধিক হবে না)
** ২টি মোবাইল ফোন
** ২৯ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন
** ক্যাসেট প্লেয়ার/টু-ইন-ওয়ান
** সিডি প্লেয়ার
** ডিস্কম্যান/ওয়াকম্যান (অডিও)
** ডেস্কটপ/ল্যাপটপ
বিশ্বস্হতার বিদেশগামী যাত্রী সব ধরনের কাজে আমাদের সাথে থাকুন।
★★আমাদের সেবা সমূহ ★★★
# নতুন টিকেট।
# তারিখ পরিবর্তন
# ভিসা প্রসেসিং।
# আমেল।
# ড্রাইভার।
# আমেল মঞ্জিল।
# মেডিকেল স্লিপ।
# টিকেট ইস্যু,
# উমরা
# মক্কা এবং মদিনা হোটেল বুকিং।
*** ট্রাভেল সংক্রান্ত কোন সেবা আমাদের সাথে যোগাযোগ করুন।
Hotline Number - 01862600644
WhatsApp Only -00966545168360.
বিমানবন্দরে কোন প্রয়োজনে লেনদন করতে হলে অবশ্যই রশিদ গ্রহন করবেন। কেউ অনৈতিক ভাবে টাকা দাবি করলে. কোন ভাবেই দেবেন না, কর্তৃপক্ষকে অভিযোগ দিন। ভয় পাবেন না । আপনার ফ্লাইট মিস বা আপনার ক্ষতি কেউ করতে পারবে না।
কেউ আপনার সাথে খারাপ আচরণ করলে একই রকম ভাবে কর্তৃপক্ষকে অভিযোগ দিন। পরিবর্তনের লক্ষ্যে প্রতিবাদ করুন। আর যাত্রী হিসেবে আপনার অভিযোগই আপনার প্রতিবাদের ভাষা। যে কোন বিষয়ে তথ্য সহায়তা দিতে আপনার পাশে বাংলা এভিয়েশন।
#BanglaAviation #বাংলা_এভিয়েশন #Bangla_Aviation #বাংলা_প্রবাস
#Bangla_Probash
মেহেদি হাসান। আজ রবিবার (৬ আগস্ট) এসেছেন দুবাই থেকে। বিমানবন্দরে নামার পর সবাই উদগ্রীব থাকেন কখন বাড়ি যাবেন।
মেহেদি হাসান এতই উদগ্রীব ছিলেন যে নিজের দুটি কার্টন বিমানবন্দরে ক্যানোপিতে ফেলে রেখে চলে গেছেন।
বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা তার কার্টন দুটি যত্ন করে রেখেছেন। অপেক্ষা করছেন তার জন্য।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে ; মেহেদি হাসানের বাড়ি চাদপুরের হাজিগঞ্জ থানার ফিরোজপুর গ্রামে।
মেহেদি হাসান আপনি বিমানবন্দরে আমর্ড পুলিশের অফিসে এসে আপনার কার্টন নিয়ে যান।
শুধু মেহেদী হাসান নয়, প্রতিদিনই অনেক যাত্রী এরকম ভুল করে ফেলে যান তাদের লাগেজ। তাই যাত্রীদের কাছে বাংলায় এভিয়েশনের অনুরোধ, গাড়িতে উঠার সময় আপনার সকল লাগেজ নিয়েছেন কিনা নিশ্চিত হয়ে তারপর যাত্রা করুন।
#BanglaAviation #বাংলা_এভিয়েশন #Bangla_Aviation #বাংলা_প্রবাস
#Bangla_Probash
আপনার ট্রাভেলস সংক্রান্ত সেবার জন্য যোগাযোগ করুন। WhatsApp Only -00966545168370
বিশ্বস্হতার বিদেশগামী যাত্রী সব ধরনের কাজে আমাদের সাথে থাকুন।
★★আমাদের সেবা সমূহ ★★★
# নতুন টিকেট।
# তারিখ পরিবর্তন
# ম্যান পাওয়ার।
# ভিসা প্রসেসিং।
# আমেল।
# ড্রাইভার।
# আমেল মঞ্জিল।
# মেডিকেল স্লিপ।
# টিকেট ইস্যু,
# উমরা
# মক্কা এবং মদিনা হোটেল বুকিং।
*** ট্রাভেল সংক্রান্ত কোন সেবা আমাদের সাথে যোগাযোগ করুন।
Hotline Number - 01862600644
WhatsApp Only -00966545168360.
*কম খরচে বিশ্বস্ততার সাথে যে কোন বিমানের টিকেটের তারিখ পরিবর্তণ/রিইস্যু করতে আমাদের সাথে যোগাযোগ করুন।*
আমরা আপনাকে বলে দিবো কোনটা পরিবর্তণ হবে বা হবে না ও কত টাকা লাগবে। রাজি হলে কাজ ও পেমেন্ট করবেন।
*তারিখ পরিবর্তণের জন্য যা হোয়াটসএপে পাঠাতে হবে:*
১) ক্লিয়ার টিকেট কপি
২) পাসপোর্ট ও ভিসা
৩) মোবাইল নাম্বার
৪) কত তারিখে পরিবর্তণ বা রিইস্যু করতে চান
WhatsApp Only -00966545168370.
Zulhas travels & Tour.
বিশ্বস্হতার বিদেশগামী যাত্রী সব ধরনের কাজে আমাদের সাথে থাকুন।
★★আমাদের সেবা সমূহ ★★★
# নতুন টিকেট।
# তারিখ পরিবর্তন
# ম্যান পাওয়ার।
# ভিসা প্রসেসিং।
# আমেল।
# ড্রাইভার।
# আমেল মঞ্জিল।
# মেডিকেল স্লিপ।
# টিকেট ইস্যু,
# উমরা
# মক্কা এবং মদিনা হোটেল বুকিং।
*** ট্রাভেল সংক্রান্ত কোন সেবা আমাদের সাথে যোগাযোগ করুন।
Hotline Number - 01862600644
WhatsApp Only -00966545168360.
বিশ্বস্হতার বিদেশগামী যাত্রী সব ধরনের কাজে আমাদের সাথে থাকুন।
★★আমাদের সেবা সমূহ ★★★
# নতুন টিকেট।
# তারিখ পরিবর্তন
# ম্যান পাওয়ার।
# ভিসা প্রসেসিং।
# আমেল।
# ড্রাইভার।
# আমেল মঞ্জিল।
# মেডিকেল স্লিপ।
# টিকেট ইস্যু,
# উমরা
# মক্কা এবং মদিনা হোটেল বুকিং।
★★★ ট্রাভেল সংক্রান্ত কোন সেবা আমাদের সাথে যোগাযোগ করুন।
Hotline Number - 01862600644
WhatsApp Only -00966545168360.যে কোন ★★★অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটের বিমানের টিকেটের জন্য যোগাযোগ করুন।
নাম : কাজী কুদরত -ই- মাওলা (আরফিন)
ব্যাচ : ১০ তম
রেজিষ্ট্রেশন :২০,০৯১
থানা : কোম্পানী গঞ্জ
জেলা :নোয়াখালী
Email address : [email protected]
সম্পূর্ণ নির্ভুলভাবে সকল ডকুমেন্ট সহ দ্রুততার সহিত সৌদি ভিসা প্রসেসিং করুন।
অন্যথায় আপনাকে অনেক হয়রানির শিকার হতে হবে। আপনাদের একান্ত সুবিধার্থে এক্সপার্ট এর সাহায্য নিন।
আমরাই সর্বনিম্ন প্রসেসিং চার্জে সকল কাগজপত্র তৈরী করে দিয়ে সঠিকভাবে ভিসা প্রসেসিং করে থাকি।
সৌদি আরবের ভিসা প্রসেসিং
১. আমেল ভিসা
২. আমেল মনজিলি ও ড্রাইভার ওকালা সহ
৩.ফ্যামিলি ভিসা।
৪.সকল বিমানের টিকেট করা হয়, টিকেট রিকনফার্ম,টিকেটের ডেট চ্যান্জ করা হয়
৫.ওমরাহ এবং হজ্জ বুকিং।
যোগাযোগ - 0 1862-600644, WhatsApp Only -00966545168370