Zulhas Travels & Tours

Zulhas Travels & Tours services.

We are pleased to introduce Zulhas Travels & Tours, a reputable and faithful name in the fields of flight ticketing, work permit visa, tourist visa, Hajj and Umrah etc.

04/11/2024

✈️🤝 সতর্কীকরন বিজ্ঞপ্তি🤝✈️

প্রিয় গ্রাহকবৃন্দ,

আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৮ নভেম্বর হতে ১৪ ই নভেম্বর'২০২৪ পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে রক্ষণাবেক্ষণের কাজে রাত ১ হতে ৪:৩০ পর্যন্ত সমস্ত ধরনের ফ্লাইটের ওঠা-নামা বন্ধ থাকিবে। তাই সমস্ত এজেন্টকে অনুরোধ করা হচ্ছে যে,ফ্লাইটের একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করে অথবা এয়ার লাইন্সের ওয়েবসাইট থেকে ফ্লাইটের স্ট্যাটাস চেক করে নেয়ার জন্য।

04/11/2024

WhatsApp Only -00966545168370

04/11/2024

আসসালামু আলাইকুম...
Zulhas Travels & Tours এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম🤝

ঢাকা টু রিয়াদ ✈️
#০৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৩
( কোনো ট্রানজিট নেই )

#০৮ ডিসেম্বর,১০ ডিসেম্বর,১১ডিসেম্বর ২০২৩
( ০২ ঘন্টা ট্রানজিট)

ঢাকা টু জেদ্দা ✈️

# ০৪ ডিসেম্বর, ০৫ ডিসেম্বর, ০৬ ডিসেম্বর, ০৭ ডিসেম্বর,০৮ ডিসেম্বর,১০ ডিসেম্বর ২০২৩
(কোনো ট্রানজিট নেই)

সুলভ মূল্যে এয়ার টিকেটের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন.
বাংলাদেশ🇧🇩
Hotline number :
Samrat Mahmud
+880 1763-687742
(WhatsApp , imo)
সৌদি আরব:
কাজী আরফিন +00966545168370(Whatsapp
Only)..
★★★
ট্রাভেলস সংক্রান্ত সেবার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

04/11/2024

১. আইডি থাকলে, আইডি মতে ই পাসপোর্ট করতে পারবেন।

২. আইডি না থাকলে জন্মনিবন্ধন।

৩. জন্মনিবন্ধন অবশ্যই বর্তমান পাসপোর্টের সঙ্গে সব তথ্যের সম্পূর্ণ মিল থাকতে হবে।

৪. মিল না থাকলে, বর্তমান পাসপোর্ট মতে আপনার জন্মনিবন্ধন সংশোধন করে নিতে হবে। যেখান থেকে আপনি জন্ম নিবন্ধন নিয়েছেন, সেখানে।

৫. এমআরপি নবায়নের আবেদন করে যারা হতাশ হয়ে অপেক্ষা করছেন, তারা চাইলে দূতাবাসে উপস্থিত হয়ে এমআরপি বাতিল করে ই- পাসপোর্ট আবেদন করতে পারবেন।




09/10/2024

আব্দুল মজিদ চাচার ফ্লাইট রাত ১২টায়। তিনি বিমানববন্দরে ঢুকলেন পৌনে ১২টায়। তিনি ভেবেছেন বাসের কাউন্টারের মতো ১০/১৫ মিনিট আগে গেলেই ফ্লাইট ধরতে পারবেন।কিন্তু তিনি তা পারলেন না।এমন পরিস্থিতিতে পড়তে না চাইলে সতর্ক হোন।

বাংলা এভিয়েশনের পরামর্শ

** বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করে নিন।

** যানজটের বিষয়টি মাথায় রেখে হাতে সময় নিয়ে যাত্রা করুন।

** ফ্লাইটের ৩ ঘন্টার সময় হাতে নিয়ে বিমানবন্দরে উপস্থিত হোন।

** চেক ইন কাউন্টার খুঁজে পেতে বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন।

** বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে আপনার নির্ধারিত এয়ারলাইনে চেক ইন সম্পন্ন করুন।

** ফ্লাইটের ১ ঘন্টা আগে এয়ারলাইনের বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যায়। এরপর আসলে আপনি আর চেক ইন করতে পারবেন না।

** চেক ইন করার সময় যে কয়টি লাগেজ জমা দিবেন, ততটি লাগেজ ট্যাগ বুঝে নিন।

** পাসপোর্ট, বোর্ডিং কার্ড, লাগেজ ট্যাগ বুঝে নিয়ে চেক ইন কাউন্টার ত্যাগ করুন।

** চেকইন সম্পন্ন করার পর অযথা ঘোরাফেরা না করে ইমিগ্রেশন সম্পন্ন করুন।

** ইমিগ্রেশন করা পর পুনরায় বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন। আপনার বোর্ডিং কার্ডে অথবা মনিটরে প্রদর্শিত গেট ব্যবহার করে উড়োজাহাজে উঠুন।

** আপনার বোর্ডিং কার্ডে লেখা নির্ধারিত সিটে বসুন। খালি থাকলেও অন্য সিটে বসবেন না।

#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস

09/10/2024

এই মাস থেকে এক মাসের জন আমেরিকা ডিভি লটারি চালু করেছেন এমন নিউজ সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে ।এই নিউজটা পুরোটাই হচ্ছে মিথ্যা, প্রতারক থেকে সাবধান!
2012 সাল থেকে, বাংলাদেশ আর আমেরিকান ডাইভারসিটি ভিসা (Dv)প্রোগ্রামে অংশগ্রহণের যোগ্য নয় ।
WhatsApp Only -00966545168370

08/10/2024

বিমানের যেকোন টিকিটের জন্য যোগাযোগ করুন
Only WhatsApp -00966545168370

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল। ❤️❤️❤️❤️
03/09/2024

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল। ❤️❤️❤️❤️

কথায় আছে চোরের দশদিন  গৃহস্থের একদিনদুবাই  থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট নং- ইএ-১৪৮ ফ...
02/09/2024

কথায় আছে চোরের দশদিন গৃহস্থের একদিন

দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট নং- ইএ-১৪৮ ফ্লাইট। আর এই ফ্লাইটে চট্টগ্রামের যাত্রীরা চট্টগ্রামে নেমে যান আর সেখান থেকে ঢাকাগামী কিছু ডমেস্টিক যাত্রী ফ্লাইটে উঠেন। এই সুযোগটি কাজে লাগাতো একটি চক্র। ব্যবহার করা হতো নারীদের।

০২ সেপ্টম্বর সকাল ৮ টা ৪৫ মিনিটে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আসে একটি ফ্লাইট। সেই ফ্লাইটে চট্টগ্রাম থেকে উঠেন ছনিয়া আক্তার ও ছালমা বেগম।

ঢাকায় আসার পর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা তাদের কাস্টমস হলের গ্রীন চ্যানেলে এনে দুটি হাতব্যাগ স্ক্যানিং করে ¯^র্ণের অস্তিত্ব পাওয়া যায়। অতঃপর গ্রীন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে হাতব্যাগগুলি খোলা হয়।

হাতব্যাগের মধ্য থেকে কালো স্কচ টেপে মোড়ানো ২টি বান্ডিলে (১২+১২) = ২৪ পিছ ¯^র্ণবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার মোট ওজন ২.৭৮৪ (দুই কেজি সাতশত চুরাশি গ্রাম) যার আনুমানিক বাজার মূল্য ২,৬৪,০০,০০০/- (দুই কোটি চৌষট্টি লক্ষ) টাকা।

বিমানবন্দর থানায় যাত্রীদের হস্তান্তর করে ফৌজদারী মামলা দায়ে করা হয়েছে।

বৈধ, অবৈধ সকল ধরণের পণ্য/জিনিসের বেআইনি চোরাচালান প্রতিরোধে বাংলা এভিয়েশনকে তথ্য দিন। দেশে বা বিদেশে আপনি যেখানেই থাকুন না কেনো, তথ্য দিয়ে চোরাচালান প্রতিরোধে সহায়তা করুন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। চোরাচালানের বিরুদ্ধে লড়াই আপনিও অংশ নিন।
#বাংলা_এভিয়েশন
#বাংলা_প্রবাস

21/08/2024

ফেনী ভেসে যাচ্ছে। নোয়াখালী এবং কুমিল্লা ভয়ংকর বিপদে! আপাতত প্রধান কাজ হচ্ছে সারাদেশ মিলে বন্যার্তদের পাশে দাঁড়ানো।

বেশ কিছু স্পীডবোট পরশুরামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আপনাদের যাদের সহযোগিতা লাগবে দ্রুত যোগাযোগ করুন।

হেল্পলাইনঃ

মোঃ আরাফাত-01836-889812
মোঃফোরকান -01818738984
আরাফাত হোসেন-01829260044
নাদের চৌধুরী -01690-028474
মীর হোসাইন হৃদয় -01875-149204
মাহেদী হাসান -01766-046785
জিয়াউর রহমান ফারুকী 01820746314(ফুলগাজী)
আবদুর রহমান -01887954818(ফুলগাজী)
আসাদুল ইসলাম -01402933308(পরশুরাম)
ওমর ফারুক -01822789872(ছাগলনাইয়া)
মেহেদী হাসান -01865445795(ছাগলনাইয়া)
চিথলিয়া: 01639746448
পরশুরাম UNO: 01713187316

আশেপাশে যারা অনলাইন আসতে পারছেন তারা পরিচিত কেউ বিপদগ্রস্ত এলাকায় থাকলে নাম্বারগুলো পৌঁছানোর ব্যবস্থা করেন।

Zulhas Travels & Tours

Address

Noor Tower (3rd Floor). Shahid Shahidullah Kayser Road, Mohipal
Feni

Telephone

+966545168370

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zulhas Travels & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zulhas Travels & Tours:

Videos

Share

Category