Reluxe Travel

Reluxe Travel Tour & Travels

গুণবতী, পদুয়া, লাটিমি,মোহাম্মদ আলী থেকে ফেনী পর্যন্ত সিএনজির ভেতরে থাকা একটি শপিং ব্যাগের  ভেতর আই ফোনের একটি অরিজিনাল চ...
21/06/2024

গুণবতী, পদুয়া, লাটিমি,
মোহাম্মদ আলী থেকে ফেনী পর্যন্ত সিএনজির ভেতরে থাকা একটি শপিং ব্যাগের ভেতর আই ফোনের একটি অরিজিনাল চার্জার ও একটি অ্যান্ড্রয়েড চার্জার ও কিছু ব্যবহারিক পোশাক এবং কিছু প্রয়োজনীয় কাগজপত্র ছিল।
যদি কোন সম্মানিত যাত্রী ভাই পেয়ে থাকেন তাহলে নিম্মে দেওয়া নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।

০১৬২৪-৭৬২০৫০

20/06/2024

নোয়াখালী জেলার যেই কোন যায়গায় রাসেল'স ভাইপার বা চন্দ্রবোড়া সাপ দেখলে সাথে সাথে বাংলাদেশ স্নেক রেসকিউ টিমকে ফোন করবেন। উনারা সম্পূর্ণ ফ্রিতে সাপ উদ্ধার করে আপনাদেরকে বিপদমুক্ত করবে।

সভাপতি, স্নেক রেসকিউ টিম বাংলাদেশ
মোবাইল - 01780932717

শেয়ার করে সবাইকে জানিয়ে দিন

20/06/2024

• রাসেল ভাইপার-চন্দ্রবড়া • শেয়ার করুন

এই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষাধর। কাউকে ছোবল দিলে এন্টি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা ২০%.।এন্টি ভেনম এটার টা নাই এ দেশে।
আর এই দেশের জলবায়ুতে প্রকৃতিতে এদের কোন অবদান নাই।
আরও ভয়ংকর ব্যাপার হল অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারও সামনে পড়লে ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে।
অন্য সাপ ১ রকম বিষ ধারন করলেও রাসেল ভাইপারের বিষ একই সাথে ৫/৬ ধরনের হয়।
এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে, এরা সরাসরি বাচ্চা দেয়---৫০ থেকে ৮০ টি পর্যন্ত বাচ্চা দিতে পারে।
সম্প্রতি রাজশাহী, মানিকগঞ্জ, মাওয়া, পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে।
তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
আপনারা তো ভাইরাল বস্তু ছাড়া শেয়ার করেন না,,
জনসাধারণের উপকার এর জন্য শেয়ার করতে পারেন।

20/06/2024

পুরুষ চাকরি পেলে বিয়ে করার চিন্তা করে..!
আর-নারী চাকরি পেলে স্বামী ছাড়ার চিন্তা করে..!

20/06/2024
সস্তায় যে কোন এয়ার টিকেট করুন♥️ ♥️ উমরাহ ভিসা♥️গ্রুপ টিকেট♥️মক্কায় 40 তলা বিশিষ্ট হোটেলে, ড্রিম লাইনার বিমানে উমরাহ প...
04/06/2024

সস্তায় যে কোন এয়ার টিকেট করুন♥️ ♥️ উমরাহ ভিসা♥️গ্রুপ টিকেট♥️

মক্কায় 40 তলা বিশিষ্ট হোটেলে, ড্রিম লাইনার বিমানে উমরাহ প্যাকেজ মাত্র 115,000 (ফুড বাদে)টাকা।

মক্কা ও মদিনায় হোটেল 500/800মিটারের মধ্যে
খাবারের জন্য ১০ হাজার টাকা যোগ করতে হবে।

🕋 🕋 উমরাহ প্যাকেজে যা যা থাকছে:

✔ রিটার্ন এয়ার টিকেট
✔ ওমরাহ্ ভিসা ।
✔ হেলথ ইনস্যুরেন্স।
✔ মক্কায় হারাম থেকে ৪/৫মিনিট হাঁটার দূরত্বে নিকটবর্তী হোটেল ।
✔ মদিনায় মসজিদে নববী থেকে৪/৫মিনিট হাঁটার দূরত্বে নিকটবর্তী হোটেল
✔ সকল ট্রান্সপোর্টঃ জেদ্দা – মক্কা – মদিনা / মদিনা - মক্কা - জেদ্দাহ ।
✔ মক্কা মদিনা জিয়ারা (ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন।
✔ অভিজ্ঞ গাইড /মুয়াল্লিম।

মক্কা জিয়ারা :(ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন।
: জাবালে সূর, জাবালে নূর, জাবালে রাহমাহ, মিনা, মুজদালিফা, আরাফাহ, মসজিদে খাইফ, মসজিদে নামিরা, মসজিদে জীন, জান্নাতুল মুয়াল্লা ও মাওলুদুন নবী পরিদর্শন।

✔ মদিনা জিয়ারা: (ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন)
: সুহাদায়ে উহুদ আমির হামজার রওজা, উহুদ পাহাড়, মসজিদুল কিবলাতাইন, ওসমান (রা)-এর খেজুরের বাগান, মসজিদে কুবা, জান্নাতুল বাকি,রিয়াদুস জান্নাহ , মসজিদে বেলাল, মসজিদে গামামা, ইত্যাদি পরিদর্শন।

তাই আপনার পছন্দের ফ্লাইট সিডিউল কে সামনে রেখে পাসপোর্ট ও পেমেন্ট দিয়ে বুকিং কনফার্ম করুন।

Feni IT Center & Reluxe Travel ⬇️
Office : Jumma Shopping centre,
4th floor, Mizan Road, Feni.
+8801619785509 📲

Labbaik Ltd (Government Approved Travel Agency)

04/06/2024

নতুন কাস্টমস আইন
বিমানবন্দরে লাগেজের বিষয়ে মিথ্যা তথ্য দিলে লাখ টাকা জরিমানা

বিদেশ থেকে আসা কোনো যাত্রী নিজের লাগেজ সম্পর্কে মিথ্যা তথ্য দিলে বা ঘোষণা বহির্ভূত পণ্য আনলে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে এবং তার লাগেজে থাকা পণ্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। এ ছাড়া নিষিদ্ধ পণ্য বহন করলে প্রচলিত আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে। কাস্টমসের নতুন আইন-২০২৩ অনুসারে এমন বিধান রাখা হয়েছে; যা আগামী ৬ জুন থেকে কার্যকর হচ্ছে।

গত ৩০শে মে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

কাস্টমস আইনের ১৫৪ ধারায় বলা আছে, বিদেশ থেকে আসা যাত্রীদের কাস্টমসের কাছে তার লাগেজ সম্পর্কে তথ্য দিতে হবে। যাত্রী বা ক্রু লাগেজে রক্ষিত পণ্য সম্পর্কে কাস্টমস কর্মকর্তার কাছে লিখিত বা মৌখিক ঘোষণা দিতে পারবেন ও কাস্টমস কর্মকর্তার প্রশ্নের জবাব দিতে হবে। লাগেজ তল্লাশির আগে যাত্রী যদি রক্ষিত পণ্য সম্পর্কে সঠিক তথ্য দিতে ব্যর্থ হন এবং তল্লাশিকালে ঘোষণা বহির্ভূত পণ্য পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কাস্টমস কর্মকর্তা সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা করতে পারবেন। এ ছাড়া, সংশ্লিষ্ট পণ্য বাজেয়াপ্তযোগ্য হবে।

এর আগে, ২০২৩ সালের ৩১শে অক্টোবর জাতীয় সংসদে কাস্টমস আইন-২০২৩ পাস হয়। পুরোনো আইনে ২২৩টি ধারা ছিল। নতুন আইনে ২৬৯টি ধারা রয়েছে। রাজস্ব সংগ্রহ ও বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে বিশ্ব কাস্টমস সংস্থার (ডব্লিউসিও) অনুমোদিত আন্তর্জাতিক চুক্তি ও কনভেনশন অনুযায়ী এবং আন্তর্জাতিক উত্তম চর্চা, যেমন- অনুমোদিত অর্থনৈতিক অপারেটর (এইও), পারস্পরিক স্বীকৃতি চুক্তি (এমআরএ), ইলেকট্রনিক ঘোষণা, ঝুঁকি ব্যবস্থাপনা, পোস্ট ক্লিয়ারেন্স অডিট (পিসিএ) ইত্যাদি নতুন আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, কাস্টমস আইন ১৯৬৯ অনুযায়ী, পণ্যের ক্ষেত্রে অসত্য তথ্য দিলে বা কোনো প্রশ্নের জবাব দিতে অস্বীকার অথবা ব্যর্থ হলে, সেক্ষেত্রে যাত্রীকে ওই পণ্য-মূল্যের অনধিক তিনগুণ পরিমাণ অর্থদণ্ডের বিধান ছিল।

04/06/2024

যারা দীর্ঘ দিন আগে সৌদি আরব থেকে ধরা খেয়ে দেশে গেছেন বা কোম্পানি পাঠিয়ে দিয়েছে আপনাকে।
আপনি নতুন করে আবার আসতে চাচ্ছেন কিন্তু জানেন না যে, আপনি সৌদিতে ঢুকতে পারবেন কি না তাদের সুবিধার জন্য এই পোস্টটি।
আপনার পাসপোর্টটি নিয়ে সৌদি এম্বাসি বারিধারায় গিয়ে চেক করাতে পারবেন। অবশ্যই নিজে যেতে হবে পাসপোর্ট সাথে নিয়ে।। এম্বাসির গেটে গিয়ে দারোয়ানকে বলতে হবে সৌদি যেতে পারবো কি না চেক করাতে আসছি।
তখন আপনাকে উনারাই দেখায় দিবে কোন রুমে যেতে হবে। কোনো টাকা লাগবে না চেক করতে । ⭐⭐⭐
বিঃদ্রঃ বিষয়টা অনেকেই জানেন আবার বেশির ভাগ মানুষ জানেন না তাই পোস্ট করলাম।। হয়তো কারো উপকার হবে।।এবং নিজে সচেতন থাকুন অন্য জন কে সচেতন করুন!!

- সংগ্রহীত।

যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন
03/06/2024

যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন

22/05/2024

“তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই,যাদের আচার আচরণ সবচেয়ে ভালো” – বুখারী

22/05/2024

কক্সবাজার আগমন ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।
১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন।
২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন।
৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।
৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম।
৫. কিটকটে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মিকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ বিরক্ত করলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন।
৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনারা ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন।
৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবেন এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।
৯. বিচবাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।
১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।
১১. কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।
১২. হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।
১৩. স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।
১৪. কক্সবাজার বীচ এলাকা ও এর আশপাশ নিরাপদ তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় না যাওয়ায় উত্তম।
১৫. জোয়ার-ভাটার সময় দেখে নিন। ভাটার সময় পানিতে নামবেন না। লাল পতাকা দেখলে বীচে গোসল পরিহার করুন।
১৬. যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭, এএসপি ০১৩২০১৫৯২০৯, অতিরিক্ত পুলিশ সুপার ০১৩২০১৫৯০৩৫
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন ২৪/৭ পর্যটকদের নিরাপত্তা

18/05/2024
18/05/2024

Thanks for watching

18/05/2024

কি মধুর আযানের ধ্বনি!
ফজরের সময়।

16/05/2024

বিশ্বস্ত কেউ না হলে ব্যাংকের গ্যারান্টার হবেন না!
কারণ লোন উত্তোলনকারী টাকা না দিতে পারলে আপনি অনেক বড় বিপদে পড়তে পারেন।

09/05/2024

কানাডা গত ছয় মাস এক বছর গণহারে টুরিস্ট/ ভিসিট ভিসা দিয়েছে বাঙ্গালীদের " ✌️😍

এখন আর তেমন দিচ্ছে না গণহারে রিজেক্ট করতেছে! 🇨🇦🇨🇦✈️

রিয়েল ইনভাইটেশন হউক আর হোটেল বুকিং হউক,
গণহারে কানাডা ভিসা রিফিউসাল ফ্যাক্ট 🇨🇦✈️

যেসমস্ত ভাইয়েরা কানাডা ভিসা আগে পেয়েছে ডকুমেন্টস অনুযায়ী মোটামুটি সবাই এপলাই করার সময় মিলিয়নিয়ার ছিলো, তারপর কানাডা পৌছানুর পর মোটামুটি সবাই ফকির হয়ে গিয়েছে এবং সেখানে গিয়ে নিজেকে রিফিউজি দাবি করছে।🇨🇦✈️

( তোরা রিফিউজি দাবি করবি আমেরিকায় গিয়ে কর কি দরকার এত সুন্দর রাস্তাটা নষ্ট করার / বাঙালি যেখানে যায় সেখানেই তার পরিচয় দিয়ে আসে। ) 🇺🇸🇨🇦

তাই কানাডিয়ান ইমিগ্রেশন অফিসাররা আমাদেরকে নিয়ে কনফিউসড হয়ে গিয়েছে যে এ কোন অদ্ভুত জাতিরে বাবা দেশে থাকতে মিলিয়নিয়ার, কানাডা এসে উদ্বাস্তু 😀🇨🇦

তাই তারা এখন গণহারে রিফিউসাল দিচ্ছে।
তারপরও আপনারা বলবেন আমাদের ভিসা দেওয়া উচিত? 🇨🇦✈️

সবার জন্য শুভকামনা রইল ❤️‍🩹🇪🇺🤲

24/04/2024

Address

Feni IT Center, Jumma Shopping Centre, 4th Floor, Mizan Road, Feni. 01619785509
Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Reluxe Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category