12/03/2024
প্রতিদিন অসংখ্য বাংলাদেশী পর্যটক বিভিন্ন কারণে ভারত ভ্রমণ করে। এর মধ্যে প্রচুর সংখ্যক মানুষ ভারতীয় রেলে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে। চেন্নাই, ভেলোর, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, দিল্লী, জম্মু, নিউ জলপাইগুড়ি এই রুট গুলোয় ভারতীয়ারা ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী যাত্রী ভ্রমণ করে। যেকারণে এইসব রুটে টিকিটের জন্য লম্বা লাইন থাকে বেশ আগে থেকেই। এই রুটগুলোর যাত্রীদের যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত:
▶️ মোটামুটি মাস খানেক আগে থেকে যাত্রার দিন ঠিক করে ফেলুন। সম্ভব হলে তখনই অগ্রীম টিকিট করে ফেলবেন। যাত্রা বিলম্ব বা বাতিল হলে প্রয়োজনে টিকিট বাতিল ও রিফান্ড করতে পারবেন। তাহলে কম মূল্যে জেনারেল টিকিট এবং সিট দুটোই নিশ্চিত পেয়ে যাবেন। আমরা বেশিরভাগ বাংলাদেশিরা যাত্রার ২, ৩ দিন বা ১ সপ্তাহ আগে টিকিটের খোঁজ করি। অনেকটা আমাদের দেশের বাসের মতো মনে করি ভারতীয় রেলকে। এটা সম্পূর্ণ ভুল। আমি নিজে অন্তত ২০/২৫ দিন আগে টিকিট করে রাখি। শর্ট টাইমে টিকিট করা মানে বাড়তি বেশ কিছু টাকা খরচ হওয়া। তাই চেষ্টা করবেন ট্যুর প্ল্যান ঠিক করার পর সর্বপ্রথম ট্রেনের টিকিট কনফর্ম করতে।
▶️ ট্রেনের টিকিট করার সময় সেটা CNF নাকি RAC নাকি WL সেটা আগে খেয়াল রাখবেন। RAC ও WL হলে সেটার চান্স কত % সেটাও খেয়াল রাখবেন।
❇️ CNF এর মানে হলো আপনার টিকিটটি কনফর্ম।
❇️ RAC মানে হলো Reservation against confirmation. সহজ করে বললে ১ সিটে দু'জন যেতে পারবেন। ট্রেনে উঠে সিট ফাকা থাকলে টিটিই আপনাকে সিট নাম্বার দিয়ে দিবে। আর সিট ফাকা না থাকলে শেয়ার করেই যাওয়া লাগবে।
❇️ WL এর মানে হলো আপনার টিকিট কনফর্ম হয়েছে, কিন্তু কোন সিট দেওয়া হয়নি। ভাগ্য ভালো থাকলে সেটা RAC বা CNF পর্যন্তও আসতে পারে। আর না হলে বিনা সিটে আপনাকে ভ্রমণ করতে হবে। আপনি চাইলে যাত্রার আগে আপনার টিকিট বাতিল করে রিফান্ড নিতে পারবেন।
▶️ টিকিট করার সময় নিজের নামে ইস্যু করে নিবেন। এবং ভুল করেও কখনো অন্যের নামে ইস্যুকৃত টিকিটে ভ্রমণ করবেননা। এটা ভারতীয় রেল আইনে দন্ডনীয় অপরাধ। ধরা পড়লে জেল, জরিমানা এমনকি বিদেশীদের ভিসা বাতিল পর্যন্ত হতে পারে। তাই কোন দালাল বা ট্র্যাভেল এজেন্সীর মন গলানো কথায় অন্যের নামে ইস্যু করা টিকিট নিবেননা।
▶️ ট্রেনে খাবার কেনার ক্ষেত্রে মানি রিসিট নেয়ার চেষ্টা করবেন।
▶️ ট্রেনে কোন অসুবিধা, অনিয়ম বা বিপদে পড়লে ভারতীয় রেলের এক্স/টুইটার এ্যাকাউন্টে টিকিটের বিস্তারিত সহ একটা টুইট করে দিবেন। ফলাফল তখনই দেখবেন।
সর্বোপরি বিদেশে ভ্রমণের ক্ষেত্রে সেদেশের আইন, নিয়ম ও আদব মেনে চলবেন। আপনার পাসপোর্ট শুধু আপনার একার নয়, এটা দেশের সম্পত্তি এবং আপনি আপনার দেশকে উপস্থাপন করছেন।