Mridha Hajj Travels

Mridha Hajj Travels রাসূল (সা:) বলেছেন মাবরুর হজ্জের (কবুল হজ্জের) প্রতিদান জান্নাত ব‍্যতিত আর কিছুই নয়।

আলহামদুলিল্লাহ
05/11/2024

আলহামদুলিল্লাহ

➖আলহামদুলিল্লাহ প্রিয় মাতৃভূমিতে পৌঁছেছেন আমাদের সকলেরই অতান্ত মোহাব্বতের মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারী হাফি: Mridha ...
02/10/2024

➖আলহামদুলিল্লাহ
প্রিয় মাতৃভূমিতে পৌঁছেছেন আমাদের সকলেরই
অতান্ত মোহাব্বতের মানুষ
ডক্টর মিজানুর রহমান আজহারী হাফি:
Mridha Hajj Travels এর পক্ষ থেকে অভিনন্দন

আসসালামু আলাইকুম। ওমরাহ এজেন্সির সম্মানিত মালিক এবং অপারেটরদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মেইনটেনেন্স সংক্রান্ত কাজের...
01/10/2024

আসসালামু আলাইকুম।
ওমরাহ এজেন্সির সম্মানিত মালিক এবং অপারেটরদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মেইনটেনেন্স সংক্রান্ত কাজের প্রেক্ষিতে আগামি ২-৫ অক্টোবর পবিত্র মদিনায় রিয়াদুল জান্নাতে প্রবেশ বন্ধ থাকবে।
اعلان هام❗
السلام عليكم ورحمة الله وبركاته نحيطكم علما بان هناك اعمال صيانة على روضه الشريفة تبدا اعمال الصيانة من تاريخ 2 اكتوبر حتى 5 اكتوبر او حتى اكثر من ذلك لذا من كان لديه روضة بهذا التاريخ يرجى التواصل مع رؤساء القروبات وابلاغهم بذللك
شاكرين لكم تفهمكم وتعاونكم معنا
Important announcement❗
May the peace, mercy, and blessings of ALLAH be upon you. We would like to inform you that there are maintenance works on the RAWDAH, Maintenance works will begin from October 2nd until October 5th or even later. Therefore, whoever has a RAWDAH on this date, please contact the group leaders and inform them of this.
We thank you for your understanding and cooperation with us.

29/09/2024

*জরুরী নোটিশ*

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন রাতে সাড়ে ৩ ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। রানওয়ে মেইনটেন্যান্সে এবং আইএলএস-২ ইন্সটলেশনের জন্য রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বিরত থাকবে বলে জানিয়েছে শাহজালাল কর্তৃপক্ষ।

রোববার রাতে শাহজালাল বিমানবন্দরের পরিচালক কামরুল ইসলাম জানান, বিমানবন্দরের ফ্লাইট অপারেশনের নিয়মমাফিক কাজের মধ্যে একটি কাজ রানওয়ে মেইনটেন্যান্স। এই কাজের অংশ হিসাবে রানওয়ে সেন্ট্রাললাইন লাইটস, টাচ ডাউন জোন লাইটস, ইনস্টলেশন অফস্টপ ওয়ে লাইটিং সিস্টেম ফর রানওয়ে ১৪ এবং ৩২ এবং রানওয়ে মেইনটেন্যান্সের কার্যক্রম *আগামী ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর অর্থাৎ এই ১৪ দিন রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত অর্থাৎ এই ৩ ঘণ্টা ৩০ মিনিট বন্ধ থাকবে।* এতে রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বিরত থাকবে। সংশ্লিষ্ট সব এয়ারলাইনস ও সংস্থাকে জানাতে ইতোমধ্যেই নোটাম জারি করা হয়েছে।

তিনি জানান, এই মেরামতকালীন বিমানবন্দরের সব ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। ফলে ফ্লাইট সূচিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ সংক্রান্ত সব এয়ারলাইনস ও স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

যাত্রীদেরকে তাদের স্ব স্ব ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে সংশ্লিষ্ট এয়ারলাইনসকে এবং যাত্রীদের তাদের ফ্লাইট সূচি পুনরায় নিশ্চিত হওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজনে বিমানবন্দর কল সেন্টার ১৩৬০০ তে কল করা যেতে পারে।

সূত্র: যুগান্তর

আসসালামু আলাইকুম। 🗓️ নভেম্বর /ডিসেম্বর -২০২৪ ইং  ইনশাআল্লাহ।🕋 এছাড়াও ২০২৫ সনের হজ্ব এর প্রাক নিবন্ধন চলছে।আপনিও আমাদের স...
26/09/2024

আসসালামু আলাইকুম।
🗓️ নভেম্বর /ডিসেম্বর -২০২৪ ইং
ইনশাআল্লাহ।

🕋 এছাড়াও ২০২৫ সনের হজ্ব এর প্রাক নিবন্ধন চলছে।

আপনিও আমাদের সাথি হতে পারেন

🔹কম খরচে নয় মানসম্মত প্যাকেজে ওমরাহ করুন।
কম খরচে গিয়ে কষ্ট করা বা অন্য ভাবে টাকা খরচ করার চেয়ে আমাদের দায়িত্ব দিন আপনি শুধু এবাদত করুন।

🔹প্যাকেজে যা থাকবে-
📄 ওমরাহ ভিসা
💳 এয়ার টিকেট
🚌 জেদ্দা-মক্কা যাতায়াত
🖼️ মক্কায় জেয়ারা (দর্শনীয় স্থান পরিদর্শন)
🚌 মক্কা থেকে মদিনায় যাতায়াত
🖼️ মদিনায় জেয়ারা (দর্শনীয় স্থান পরিদর্শন)
🚌 মদিনা থেকে এয়ারপোর্ট যাতায়াত
🏣 হোটেল ভাড়া শেয়ারিং রুম
🏛️ মক্কায় কবুতর চত্তরের সাথে হোটেল
🌇 মদিনায় মার্কাজিয়ার ভিতরে হোটেল
🍽️ ৩ বেলা রুচিসম্মত বাংলা খাবার
🌐 সার্বক্ষণিক অনলাইন সেবার মাধ্যমে স্বজনদের সাথে যুক্ত থাকা
⏰ মক্কায় মদিনায় সার্বক্ষণিক এটেন্ডেন্ট
📞 বিভিন্ন অবস্থানে সঠিক তথ্য প্রদান
📚 কুরআন হাদিস ভিত্তিক পরামর্শ প্রদান
✅ অভিজ্ঞ গাইড
👉 বয়স্কদের জন্য বিশেষ নজরদারী

🏢 আলাদা রুম নিয়ে থাকতে চাইলে অতিরিক্ত বেডের খরচ বহন করতে হবে।

🚌 জেদ্দা এবং তায়েফ গেলে নিজ খরচে যেতে হবে। গাড়ীর ব্যাবস্থা করে দেয়া হবে।

🚌 মদিনায় জিন পাহাড় এবং বদরে গেলে নিজ খরচে যেতে হবে। যাওয়ার বিষয়ে সাথে থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

💰প্যাকেজ মূল্যঃ- ১৪ দিনের জন্য
🔸প্যাকেজ A (ডিরেক্ট ফ্লাইট) ১ লাখ ৪০ হাজার টাকা।
🔸প্যাকেজ B (ট্রান্জিট ফ্লাইট) ১ লাখ ৩০ হাজার টাকা।

(অনেকে প্রশ্ন করছেন "আরো কম খরচে যাওয়া যায়।" কম খরচের হোটেলের মান এবং দূরত্ব বেশী হয়ে থাকে। আমি কাছে এবং মান সম্পন্ন হোটেলে থাকার চেষ্টা করি, তাই হোটেল ভাড়া বেশী)

👉 বুকিং এর জন্য যা প্রয়োজনঃ পাসপোর্ট এবং ৫০% টাকা

যোগাযোগ করুন-
🏠 গাজীপুর অফিস :-
এফ- ১৯৩/২ উত্তর ছায়াবিথী, ২৮ নং ওয়ার্ড, গাজীপুর মহানগর।
🏠 ঢাকা অফিস :-
রোড:- ১৫ বাড়ি:-- ৩৫ সেক্টর - ১১
উত্তরা, ঢাকা -১২৩০
+88 01886-165096 (WhatsApp, IMO)

মসজিদে কুবা বা কুবা মসজিদ (আরবি: مسجد قباء) সৌদি আরবের মদিনায় অবস্থিত। এটি ইসলামের প্রথম মসজিদ। হিজরতের পর মুহাম্মদ সাল...
24/09/2024

মসজিদে কুবা বা কুবা মসজিদ (আরবি: مسجد قباء) সৌদি আরবের মদিনায় অবস্থিত। এটি ইসলামের প্রথম মসজিদ। হিজরতের পর মুহাম্মদ সাল্লেলাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। এখানে তিনি বেশ কিছুদিন অবস্থান করেছিলেন।

🌹ফজিলত ও মর্যাদার দিক থেকে মসজিদে কুবার অবস্থান ৪র্থ। মক্কার মসজিদে হারাম, মদিনার মসজিদে নববী এবং জেরুসালেমের মসজিদে আকসার পরই মসজিদে কুবার স্থান।

🌹অবস্থান
কুবা মসজিদ সৌদি আরবের মদিনা শহরের নিকটবর্তী কুবা গ্রামে অবস্থিত। মক্কা শহর থেকে প্রায় ৩২০ কিলোমিটার উত্তরে মসজিদটি অবস্থিত। মসজিদে নববীর দক্ষিণ-পশ্চিম কোণ বরাবর প্রায় ৩.২৫ কিলোমিটার দূরে এই মসজিদ অবস্থিত।

🌹 নামকরণ
পূর্বে মসজিদের আশেপাশেকুবা নামে একটি বিখ্যাত কূপ ছিল। তৎকালীন সময়ে এই কূপকে কেন্দ্র করে একটি জনবসতি গড়ে উঠে, সেই জনবসতি কুবা মহল্লা নামে পরিচিত হয়। কালের পরিক্রমায় এইসূত্রে মসজিদে কুবা নামকরণ হয়।

🌹উল্লেখ
ধারণা করা হয়, কুরআন মাজিদে সূরা তওবার ১০৮ নং আয়াতে বলা মসজিদটি মূলত কুবা মসজিদ।
আপনি কখনো সেখানে দাড়াবেন না, তবে যে মসজিদের ভিত্তি রাখা হয়েছে তাকওয়ার উপর প্রথম দিন থেকে, সেটিই আপনার দাঁড়াবার যোগ্য স্থান। সেখানে রয়েছে এমন লোক, যারা পবিত্রতাকে ভালবাসে। আর আল্লাহ পবিত্র লোকদের ভালবাসেন।
— আল কুরআন, সূরা ৯ (আত-তওবা), আয়াত ১০৮[৬]

🌹হাদিসে কুবা মসজিদ বিষয়ে নয়টি "সহিহ আল-বুখারি" হাদিস, তেরোটি "সহীহ মুসলিম", দুটো "সুনানে আবু দাউদ" হাদিস, ছয়টি মালিক ইবনে আনাস হাদিসে এসেছে।

মুহাম্মদ (সঃ) বারবার ঐ মসজিদে যেতেন এবং এ মসজিদের বিশেষ গুরুত্বের কথাও বিভিন্ন হাদিসে এসেছে।
উসাইদ ইবনু যুহাইর আল-আনসারী (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাহাবা ছিলেন। তিনি (রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)) বলেন, কুবার মসজিদে নামায আদায় করলে ‘উমরা করার সমান নেকী পাওয়া যায়।

সহীহ্‌। ইবনু মাজাহ-(১৪১১)।

সকলকে সৌদি আরবের ৯৪তম জাতীয় দিবসের শুভেচ্ছা 🇸🇦
23/09/2024

সকলকে সৌদি আরবের ৯৪তম জাতীয় দিবসের শুভেচ্ছা 🇸🇦

আজ সৌদি আরবের ৯৪ তম স্বাধিনতা দিবস🇸🇦
23/09/2024

আজ সৌদি আরবের ৯৪ তম স্বাধিনতা দিবস
🇸🇦

14/09/2024

আলহামদুলিল্লাহ 🇧🇩

🇧🇩 দেশের পথে...  ১৪ সেপ্টেম্বর -২০২৪শনিবার
14/09/2024

🇧🇩 দেশের পথে...

১৪ সেপ্টেম্বর -২০২৪
শনিবার

🔰ওমরাহ কাদের জন্য, এর ফজিলত ও কবুল হওয়ার শর্ত🔰‘হজ’ আরবি শব্দ, যার আভিধানিক অর্থ অভিপ্রায় বা সংকল্প করা, কোথাও যাওয়ার ইচ্...
10/09/2024

🔰ওমরাহ কাদের জন্য, এর ফজিলত ও কবুল হওয়ার শর্ত

🔰‘হজ’ আরবি শব্দ, যার আভিধানিক অর্থ অভিপ্রায় বা সংকল্প করা, কোথাও যাওয়ার ইচ্ছা করা। ওমরাহ অর্থ পরিদর্শন। হজের সময় ব্যতীত বছরের যেকোনো দিন ওমরাহ পালন করা যায়।

🔰ওমরাহর ফজিলত

عَنْ أبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنهُ: أنَّ رَسُولَ الله صلى الله عليه وسلم قَالَ: «العُمْرَةُ إِلَى العُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالحَجُّ المَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلا الجَنَّةُ». متفق عليه.

১) হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,এক উমরাহ অন্য উমরাহ পর্যন্ত মধ্যবর্তী সবকিছুর কাফফারা। আর মাবরুর হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। ( বুখারী ও মুসলিম )

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُما قَالَ: قَالَ رَسُولُ الله صلى الله عليه وسلم: «تَابعُوا بَيْنَ الحَـجِّ وَالعُمْرَةِ فَإِنَّـهُـمَا يَــنْــفــِيَــانِ الــفَــقْــرَ وَالــذنــُوبَ كَمَا يــَنْــفِــي الــكِــيــرُ خــَبــَث الــحَــدِيــدِ». أخرجه النسائي.
২) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেনঃ তোমরা বার বার হজ্জ ও উমরাহ আদায় কর, কেননা এ দুটো দরিদ্রতা ও গুনাহকে সে ভাবে মুছে ফেলে, যে ভাবে কর্মকারের হাওয়া দেয়ার যন্ত্র লোহার ময়লাকে দূর করে থাকে। (নাসায়ী- হাদীস সহীহ)

ওমরাহ পালনের অসংখ্য ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। নবী কারিম (সা.) ইরশাদ করেন, ‘এক ওমরাহর পর আরেক ওমরাহ, উভয়ের মধ্যবর্তী সময়ের গোনাহের কাফফারা। আর জান্নাতই হজে মাবরুরের একমাত্র প্রতিদান।’ সহিহ মুসলিম : ১৩৪৯

🔰ওমরাহ ওয়াজিব না সুন্নত?

ওমরাহ ওয়াজিব না সুন্নত তা নিয়ে ফিকহের ইমামদের মধ্যে মতভেদ রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ও ইমাম শাফেয়ি (রহ.)-এর মতে, ওমরাহ ওয়াজিব। পক্ষান্তরে ইমাম মালিক ও আবু হানিফা (রহ.) বলেছেন, ওমরাহ পালন করা সুন্নত। কারণ হজরত জাবের ইবনে আবদুল্লাহ (রা.) বর্ণনা করেন, নবী কারিম (সা.)-কে জিজ্ঞেস করা হলো, ‘ওমরাহ কি ওয়াজিব?’ তিনি বলেছেন, ‘না, ওমরাহ করা তোমার জন্য উত্তম।’ সুনানে দারাকুতনি : ২৭২৪

🔰ওমরাহ কাদের জন্য

হজের মতো ওমরাহর জন্যও সুস্থ, শারীরিকভাবে সক্ষম এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পাশাপাশি আর্থিক সামর্থ্যও থাকতে হবে, তাহলেই ওমরাহ করা সুন্নত। আর্থিকভাবে সামর্থ্যবান হওয়ার মর্ম হলো, সফরের সময়ে নিজের, পরিবারের ও অধীন ব্যক্তিদের সব ধরনের খরচ নিশ্চিত করার পর ওমরাহ পালনের মতো অর্থ জমা থাকা।

হজ যেমন জীবনে একবার আদায় করা ফরজ, তেমনি ওমরাহও জীবনে অন্তত একবার আদায় করা সুন্নত। সামর্থ্যবান ব্যক্তির জন্য একাধিক ওমরাহ করতে অসুবিধা নেই। তবে হজ ফরজ থাকা অবস্থায় হজ বাদ দিয়ে বারবার ওমরাহ করা অনুচিত। অবশ্য ওমরাহ আদায় করলে হজ ফরজ হয়ে যায়, এ কথা সঠিক নয়। কারণ হজ ও ওমরাহর খরচে অনেক পার্থক্য বিদ্যমান। আর ওমরাহ হজের সফরে যেমন করা যায়, আলাদাভাবেও করা যায়। নারীদের জন্য মাহরাম পুরুষ সঙ্গে থাকার শর্ত রয়েছে।

🔰ওমরাহ কবুল হওয়ার শর্ত

ওমরাহ একটি ইবাদত। তাই অন্যান্য ইবাদতের মতো এটিও ইখলাস ও নবী কারিম (সা.)-এর অনুসরণ ছাড়া আল্লাহর দরবারে কবুল হয় না। ওমরাহতে ইখলাসের মর্ম হলো, শুধু আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন সাফল্যের উদ্দেশ্যে ওমরাহ সম্পাদন করা; কোনো ধরনের পার্থিব উদ্দেশ্য এখানে গ্রহণযোগ্য নয়; বিশেষ করে প্রচারপ্রিয়তা ইবাদতের সওয়াব নষ্ট করে দেয়। আর নবী কারিম (সা.)-এর অনুসরণের মর্ম হলো, তিনি যেভাবে ওমরাহ পালন করেছেন, সাহাবিদের শিখিয়েছেন এবং সম্মতি দিয়েছেন, সেভাবেই তা পালন করা।

🔰হজ্জ বা উমরা কবুলের জন্যও উপরে উল্লেখিত শর্তের সাথে আরো কিছু শর্ত রয়েছে যেমন-

১। হালাল মাল বা অর্থ দিয়ে হজ্জ করা-

আল্লাহর ইবাদাত করবে অথচ তার উপার্জন হালাল হবে না, এটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। অতএব হালাল উপার্জন ইবাদাত কবুল হওয়ার পূর্বশর্ত। আবূ হুরায়রা রা.থেকে বর্ণিত, রাসূলুল্লাহ স. বলেন,

নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র। তিনি শুধু পবিত্র বস্তুই গ্রহণ করেন। তিনি মুমিনদের সেই আদেশই দিয়েছেন, যে আদেশ তিনি দিয়েছিলেন রাসূলগণের। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ তোমরা পবিত্র বস্তু-সামগ্রী আহার কর, যেগুলো আমি তোমাদেরকে রুযী হিসেবে দান করেছি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে দীর্ঘ সফরে থাকা অবস্থায় এলোমেলো চুল ও ধূলি-ধুসরিত ক্লান্ত-শ্রান্ত বদনে আকাশের দিকে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করে ডাকছে, হে আমার রব, হে আমার রব অথচ সে যা খায় তা হারাম, যা পান করে তা হারাম, যা পরিধান করে তা হারাম এবং হারামের দ্বারা সে পুষ্টি অর্জন করে। সুতরাং তার প্রার্থনা কীভাবে কবুল হবে?। ইমাম মুসলিম: ২৩৯৩।

২। যাবতীয় মন্দ কাজ ও ঝগড়া থেকে দূরে থাকা ও আল্লাহর ভয় ও মক্কার ফযিলত অন্তরে জাগ্রত রাখার সিদ্ধান্ত নেয়া।

মহান আল্লাহ বলেছেন

হজ্জের মাসগুলো সবার জানা। যে ব্যক্তি এই নির্দিষ্ট মাসগুলোতে হজ্জ করার নিয়ত করে, তার জেনে রাখা উচিত, হজ্জের সময়ে সে যেন যৌন সম্ভোগ, দুষ্কর্ম ও ঝগড়া-বিবাদে লিপ্ত না হয়। আর যা কিছু সৎকাজ তোমরা করবে আল্লাহ‌ তা জানেন। হজ্জ সফরের জন্য পাথেয় সঙ্গে নিয়ে যাও আর সবচেয়ে ভালো পাথেয় হচ্ছে তাকওয়া। কাজেই হে বুদ্ধিমানেরা! আমার নাফরমানী করা থেকে বিরত থাকো। সূরা আল বাকারা:১৯৭

যে ব্যক্তি মক্কার যমীনে সীমালংঘন করে কোন অন্যায় কাজ করতে ইচ্ছা পোষন করবে,আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করাব। সূরা হজ্জ:২৫

৩। হজ্জ উমরাহ বিনষ্টকারী কাজ সমূহ থেকে দূরে থাকা

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারামসজিদে হারাম কর্তৃপক্ষ জানায়, মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে...
06/09/2024

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

মসজিদে হারাম কর্তৃপক্ষ জানায়, মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ৩ রবিউল আওয়াল, ৬ সেপ্টেম্বর) জুমার নামাজের ইমামতি করবেন ও খুতবা দেবেন যারা, তারা হচ্ছেন প্রখ্যাত দুই শায়খ।

🔹শায়খ ড. আবদুল বারি বিন আওয়াদ আস সুবাইতি (বামে) ও শায়খ ড. সালেহ বিন হুমাইদ।

🔸শায়খ ড. আবদুল বারি বিন আওয়াদ আস সুবাইতি (বামে) ও শায়খ ড. সালেহ বিন হুমাইদ।


আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন সুপ্রসিদ্ধ ইসলামিক স্কলার শায়খ ড. সালেহ বিন হুমাইদ। তিনি ১৪০৪ হিজরির মহররম মাসে ৩৩ বছর বয়সে মসজিদে হারামের ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত হন। সৌদি আরবের সাবেক বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজ তাকে সম্মানিত এ পদে নিযুক্ত করেছিলেন।

তার পুরো নাম সালেহ বিন আব্দুল্লাহ বিন মুহাম্মদ আল হুমাইদ। তিনি সৌদি আরবের শুরা কাউন্সিলের সভাপতির পাশাপাশি উচ্চ বিচার বিভাগীয় কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের উলামা অনুষদের একজন অধ্যাপক ও প্রশাসক এবং সিনিয়র ওলামা কাউন্সিলের সদস্য। শায়খ হুমাইদ সৌদি আরবের রাজকীয় আদালতের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৫০ সালে সৌদি আরবের বুরাইদাহ শহরে জন্মগ্রহণ করেন শায়খ সালেহ আল হুমাইদ। তিনি ১৯৭৫ সালে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, ১৯৭৬ সালে মাস্টার্স এবং ১৯৮২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

🔷 মসজিদে নববি


মসজিদে নববিতে আজ জুমার নামাজ পড়াবেন শায়খ ড. আবদুল বারি বিন আওয়াদ আস সুবাইতি। তিনি ১৩৮০ হিজরিতে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি মক্কায় বড় হয়েছেন। এখানেই তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা হয়েছিল। তার বংশ ওতাইবা গোত্রের সঙ্গে সম্পর্কিত।

তিনি অল্প বয়সেই পবিত্র কোরআন মুখস্থ করেন। এরপর তিনি ১৩৮৯ হিজরিতে শরিয়া বিজ্ঞান অধ্যয়নের জন্য আল-আরকাম ইনস্টিটিউটে যোগদান করেন। তিনি ১৪০৪ হিজরিতে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

১৩৯৯ হিজরিতে মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তিনি প্রথম হন। ১৪১০ হিজরিতে তারাবিহ নামাজের ইমামতির জন্য তাকে মসজিদে হারামে ইমাম নিযুক্ত করা হয়। তিনি চার বছর ধরে মসজিদে হারামে নামাজের ইমামতি করেন। ১৪১৪ হিজরিতে তিনি মসজিদে নববিতে ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত হন।

আলহামদুলিল্লাহ 🕋 ওমরাহ কাফেলা নিয়ে কাবার পথে রওনা,দোয়ার মোহতাজ।
31/08/2024

আলহামদুলিল্লাহ
🕋 ওমরাহ কাফেলা নিয়ে কাবার পথে রওনা,
দোয়ার মোহতাজ।

🕋 আল্লাহ  আমাদের সবাইকে বায়তুল্লাহর মেহমান হিসেবে কবুল করুন✅ এই কাফেলায় মোয়াল্লেম হিসেবে থাকবেন-  #মৃধা_হজ্জ_ট্রাভেলস এর...
27/08/2024

🕋 আল্লাহ আমাদের সবাইকে বায়তুল্লাহর মেহমান হিসেবে কবুল করুন
✅ এই কাফেলায় মোয়াল্লেম হিসেবে থাকবেন-

#মৃধা_হজ্জ_ট্রাভেলস এর সম্মানিত পরিচালক

অভিজ্ঞ আলেম #মাওলানা_বোরহান_উদ্দিন_মৃধা

🕋  #ওমরাহ বুকিং চলমান...
18/08/2024

🕋 #ওমরাহ বুকিং চলমান...

14/08/2024
🕋 আগষ্ট মাসে  #ওমরাহ প‍্যাকেজ বুকিং চলছে... ▪অভিজ্ঞ আলেম মুয়াল্লেমের সাথে কুরআন-সুন্নাহর আলোকে পবিত্র হজ ও ওমরাহ সহীহভাব...
07/07/2024

🕋 আগষ্ট মাসে
#ওমরাহ প‍্যাকেজ বুকিং চলছে...

▪অভিজ্ঞ আলেম মুয়াল্লেমের সাথে কুরআন-সুন্নাহর আলোকে পবিত্র হজ ও ওমরাহ সহীহভাবে পালন করুন।
▪ইনশাআল্লাহ দায়িত্ব সহকারে ওমরাহ এর সকল কাজ সুন্দর ভাবে আন্জাম দেওয়া হয়।

👉 ওমরাহ প‍্যাকেজ:- ১৪ দিন ✅ ১,৩০,০০০/= মাত্র

✈️ ফ্লাইট : ১৫-২০ আগষ্ট, ইনশাআল্লাহ

🎫 ঢাকা - জেদ্দা - মদিনা - ঢাকা ( শর্ট ট্রানজিট )

📙প্যাকেজে যা যা থাকছে :

☑️ রিটার্ন এয়ার টিকিট
☑️ ভিসা ও ইন্সুরেন্স
☑️ স্ট্যান্ডার্ড মানের হোটেল ( প্রতি রুমে ৩/৪জন) ।
☑️ সম্পূর্ণ ট্রান্সপোর্ট ( জেদ্দা -মক্কা- মদিনা-মদিনা এয়ারপোর্ট
☑️ গাইড সার্ভিস
☑️ মক্কা এবং মদিনা জিয়ারাহ্।
☑️রিয়াদুল জান্নাহ রেজিস্ট্রেশন

🕋 মক্কা হোটেলঃ তাহারাত আল হুদা অথবা সমমানের ( ৫০০-৬০০ মিটার দূরত্বে)

🌄 মদিনা হোটেলঃ করম সিলভার / করম গোল্ডেন অথবা সমমানের ( ২৫০-৫০০ মিটার দূরত্বে)

✅ মক্কা জিয়ারার:-

🚌 নবীজির বাড়ী
🚌 জাবালে সাওর
🚌 হেরা গুহা ( ওহী নাজিলের পাহাড়)
🚌 আরাফার ময়দান
🚌 মিনা
🚌 মুজদালিফা
🚌 জান্নাতুল মোআল্লা
🚌 জিন মসজিদ
🚌 মসজিদে আয়েশা রা.

✅ মদিনা মনোয়ারা জিয়ারার:-

🚌 রিয়াজুল জান্নাহ
🚌 জান্নাতুল বাকী
🚌 খন্দকের কূপ
🚌 খন্দকের ময়দান
🚌 উহুদ পাহাড়
🚌 মাকবারায়ে শোহাদায়ে উহুদ
🚌 মসজিদে কিবলাতাইন
🚌 মসজিদে কুবা।
🚌 মসজিদে বেলাল রাযি.
🚌 মসজিদে আবু বকর রাযি.
🚌 মসজিদে গামামাহ

🚎 তায়েফ, জেদ্দা, বদর ও জ্বীন পাহাড় ভ্রমণ নিজ খরচে। তবে আমাদের পক্ষ থেকে আনজাম করে দেয়া হবে, ইনশাআল্লাহ

বি:দ্র: প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত নাই
আপনি চাইলে ৩ বেলা খাবার নিতে পারেন তাতে ১০,০০০/= টাকা যোগ হবে।

👋 অতএব পাসপোর্ট ও পেমেন্ট প্রদান করে আপনার সফর নিশ্চিত করুন।

যোগাযোগ :
🏠 অফিস :- হাউস-১৯৩/২, উত্তর ছায়াবিথী, ২৮নং ওয়ার্ড, গাজীপুর মহানগর।
মোবাইল :-
01712 165096
01886-165096




#ওমরাহ
#উমরাহ২০২৪

Address

F-193/2 Uttar Chayabithi, Word No-28
Gazipur

Telephone

+8801886165096

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mridha Hajj Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mridha Hajj Travels:

Videos

Share

Category