29/10/2024
বিশ্বের যে ৪০ দেশে ভিসা ছাড়াই যেতে পারেন বাংলাদেশিরা
আগে থেকে পাসপোর্ট করে রাখার সুবিধা:-
পাসপোর্ট করলে কী কী সুবিধা পাবেন?
★★অনেকেই মনে করেন, "এখন তো বিদেশ যাবো না, পাসপোর্ট করে কী হবে?"
শুধুমাত্র বিদেশ যাবার প্রসেস হলেই পাসপোর্ট করবেন, এমন না।
একজন সচেতন নাগরিক হিসেবে আপনার পাসপোর্ট থাকাটা খুবই জরুরি। পাসপোর্ট থাকলে আপনি বিভিন্ন সুবিধা পাবেন, যেটা পাসপোর্ট ছাড়া সম্ভব না।
পাসপোর্ট থাকলে কী কী সুবিধা পাবেন? আসুন দেখে নিই:⤵️
১.ভিসা-ফ্রি দেশে যাবার সুবিধা:
★★বাংলাদেশী পাসপোর্ট দিয়ে প্রায় ৪০টি দেশে ভিসা-ফ্রি বা অন-এরাইভাল সুবিধা পাওয়া যায়। সেসব দেশে খুব সহজেই ভ্রমণ করতে পারবেন আপনার যদি একটা পাসপোর্ট থাকে।
★★অর্থাৎ, শুধুমাত্র লন্ডন-আমেরিকা যাবার জন্যই পাসপোর্ট না। ঐসব দেশ ছাড়াও এই ৪০ টি দেশে পাসপোর্ট ছাড়া যাওয়া যায়।
1.ভুটান
2.কম্বোডিয়া*
3.মালদ্বীপ*
4.নেপাল*
5শ্রীলঙ্কা**
6পূর্ব তিমুর*
7.বলিভিয়া
8.রুয়ান্ডা*
9.সেশেলস*
10.সিয়েরা লিওন*
11.সোমালিয়া*
12.গাম্বিয়া
13.টোগো*
14বুরুন্ডি*
15.কেপ ভার্দে*
16.কমোরো দ্বীপপুঞ্জ*
17.জিবুতি*
18.গিনি-বিসাউ*
19.লেসোথো
20.মাদাগাস্কার*
21.মৌরিতানিয়া*
22.মোজাম্বিক*
23.ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন
24.ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
25.বাহামা
26.বার্বাডোস
27.ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড
28.ডমিনিকা
29.গ্রানাডা
30.হাইতি
31.জ্যামাইকা
32.মন্টসেরাত
33.সেন্ট কিটস অ্যান্ড নেভিস
34.কুক আইল্যান্ড
35.ফিজি
36.মাইক্রোনেশিয়া
37.নুউয়ে
38.সামোয়া*
39.টুভালু*
40.ভানুয়াতু
২.ইমার্জেন্সি চিকিৎসা সুবিধা:
★★আপনার যদি হঠাৎ এমন কোনো অসুখ হয় যেটার চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট থাকা আবশ্যক। সেই মুহূর্তে সময়ের অনেক মূল্য। ইমার্জেন্সি পাসপোর্ট করতে যতোদিন সময় লাগবে, এতোদিনে আপনার চিকিৎসা হবে না। এজন্য পাসপোর্ট থাকা দরকার।
৩.পাসপোর্ট হলো ইন্টারন্যাশনাল আইডেন্টিটি কার্ড:
★★আপনার ভোটার আইডি কার্ড বা যেটাকে ন্যাশনাল আইডি কার্ড বলা হয়, এটা দেশের মধ্যেই ব্যবহার করতে পারবেন। কিন্তু, বিদেশের কোনো কিছু করতে গেলে আপনার পাসপোর্ট লাগবে। এমনকি আপনি দেশে থেকে বিদেশে ব্যবসা করতে গেলে, অনেক কোম্পানিতে জব করতে গেলে আপনার পাসপোর্ট লাগতে পারে।
৪.স্কলারশিপের আবেদন, কনফারেন্সে যাবার সুযোগ:
★★বেশিরভাগ ভার্সিটিতে আবেদনের সময় পাসপোর্ট লাগে। শুধু তাই না, বিদেশী অনেক ভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রাম থাকে যেখানে ফ্রি-তে যাবার সুযোগ থাকে। অনেকসময় আপনি যে কলেজ-ভার্সিটিতে পড়েন, সেখানকার উদ্যোগেও ঐসব কনফারেন্সে যাবার সুযোগ মিলে।
এরকম শর্ট-নোটিশে যেতে চাইলে পাসপোর্ট থাকতে হয়।
অনেকেই আছে যাদের শুধুমাত্র পাসপোর্ট না থাকার কারণে অনেক কনফারেন্সে সুযোগ থাকা সত্ত্বেও তারা অংশগ্রহণ করতে পারেনি।
৫.পরীক্ষা দিতে পাসপোর্ট প্রয়োজন:
★★বাংলাদেশে থেকেও বিভিন্ন পরীক্ষা দিতে চাইলে পাসপোর্ট প্রয়োজন। যেমন: IELTS, GRE, GMAT, SAT, TOEFL ইত্যাদি।
৬. ডুয়েল কারেন্সী ডেবিট কার্ড:
দেশের বাহিরে অনলাইনে ই-কমার্স বা ইন্টারন্যাশনাল ট্রাঞ্জেকশন করতে অবশ্যই বাংলাদেশের ব্যাংকের কার্ড পাসপোর্ট দিয়ে ডলার এন্ডোর্স্মেন্ট করে নিতে হবে।
এক্ষেত্রেও পাসপোর্ট লাগবে।
যারা পাসপোর্ট করবেন তারা আগে সার্টিফিকেট,এনআইডি কার্ড, পিতা-মাতার এনআইডি কার্ডে আপনার নাম,পিতা/মাতার নাম যেনো একই থাকে লক্ষ্য রাখবেন যদি অমিল থাকে আগে সব কিছু ঠিক করবেন তারপর পাসপোর্ট করবেন অন্যথায় ভোগান্তিতে পড়বেন❤❤️।
ই-পাসপোর্টের অনলাইন আবেদন এবং ফী জমা দেওয়া সংক্রান্ত সেবা নিতে যোগাযোগ করুনঃ
🔥আল খিদমাহ কম্পিউটার🔥
👉ঠিকানা: বোতাম ফ্যাক্টরি রোড, পালের মাঠ, বাসন, গাজীপুর। (গাজীপুর পাসপোর্ট অফিসের পশ্চিম পাশে)
☎️মোবাইলঃ 01775-58 22 58