থাইল্যান্ড ভিসা আবেদন লস্ট পাসপোর্ট
#kfc
#chinatown
#thailandtravel
বাংলাদেশীদের জন্য ভিসা অন এ্যারাইভাল দেশসমূহ
#tour,
#visaonarraival
২০২৩ সালে ভ্রমণ করলাম বিশ্বের পাঁচটি দেশ।ভারত, থাইল্যান্ড, কম্বোডিয়া, চায়না, মালোয়েশিয়া। এই পাঁচটি দেশে কত শত সহস্র স্মৃতি ফেলে রেখে এসেছি । সেই স্মৃতিগুলো আবারও পিছু ডাকে। মাঝেমধ্যে মনে হয় যাযাবর জীবনটাই সুন্দর। একটা পিছুটানহীন জীবন হলে কতই না সুন্দর হতো। ৬৮ বছর বয়স্ক ভদ্রলোকটি হলেন আমার বন্ধুর Ade. থাইল্যান্ডের পাতায়ায় সমুদ্রে তীরে যার সাথে আমার কেটেছে অনেক লম্বা একটি সময়। আমার বয়স যখন 68 হবে তখন কি আমি পারবো তার মত ঘুরে বেড়াতে? তার ফোন বের করে সে আমাকে দেখাচ্ছিলো তার ঘুরাঘুরির কিছু ছবি। সে গাছে উঠেছে, সমুদ্রের মাছ শিকার করেছে, একা একা ক্যাম্পফায়ার করে রাত্রি যাপন করেছে। আমি দেখেছি ও বিমোহিত হয়েছে। নিজের তারুণ্যকে কত সহজে ধরে রাখা যায়? ৬৮ বছর বয়সে এসে বলছে তার মন এখনো ২০ বছরেই পড়ে আছে। আমি কি আদৌ ৬৮ বছর বেঁচে থাকতে পারবো? সময় খুব দ্রুতই ফুরিয
ট্রাভেল Cost কমানোর উপায়,
চায়নাতে ১ কেজি মিক্স ফল( আম, তরমুজ, ড্রাগন,) ১৫০ টাকা করে কেজি। আমরা ফল ১ কেজি কিনে রাস্তার ধারে বসে খাচ্ছি আর মানুষ আমাদের দিকে তাকিয়ে হাসছে।
এর একটি কারণ হল আমরা এসেছি #xintang. এখানে কখনো কোন বাংলাদেশী টুরিস্টকে তারা কখনোই দেখেনি। একজন তো জিজ্ঞেস করে বসলো তোমরা কি রাশিয়া থেকে এসেছো?
কলকাতা টু ব্যাংকক; কলকাতার ইমিগ্রেশন বাংলাদেশীদের জন্য কেমন
কলকাতার সবচেয়ে সস্তা হোটেল ৩৬৮ টাকায়
বৃষ্টিস্নাত শিয়ালদা
#kolkata
বাশবাড়িয়া সী বীচ, সীতাকুন্ড