কক্সবাজার ট্যুর ঈদের পরের দিন জয়দেবপুর গাজীপুর হতে ( ৩ রাত ২ দিন )।
ভ্রমণ তারিখঃ ঈদের পরের দিন রাত ৮ টায় জয়দেবপুর থেকে রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে।
৩ রা জুলাই সোমবার সকাল ৭টায় ঢাকায় থাকবো এবং অফিসগামীরা অফিস করতে পারবেন।
প্যাকেজ
জনপ্রতি = ৩৩০০ টাকা
কাপল = ৭৫০০ টাকা
============
🤝শিশু পলিসিঃ
০-৩ বছর ফ্রি এবং ৩ বছরের উর্দ্ধে আলোচনা সাপেক্ষে।
🏠হোটেলঃ 3 Star (★ ★ ★) মানের
🚌বাসঃ চেয়ারকোচ নন এসি বাস
🛑যে কোন তথ্য জানতে এবং বুকিং দিতে কল দিন/যোগাযোগ করুনঃ
01791766784 (Redowan Al Mahmud Rabbi)
01767-293720(Meherab Hossain Maruf)
সকল ট্যুর আপডেট,বিস্তারিত এবং সবার মতামত জানতে জয়েন করুন আমাদের গ্রুপে গ্রুপ লিংক কমেন্টে।
যা যা দেখবো:
🌼কক্সবাজার সমুদ্র সৈকত।
🌼মহেশখালী দ্বীপ।
🌼মহেশখালী বনাঞ্চল।
🌼 হিমছড়ি জাতীয় উদ্যান।
🌼 হিমছড়ি ঝর্ণা
🌼ঝাউবাগান
🌼প্যারাসাইলিং পয়েন্ট
🌼কাকড়া বীচ
🌼সুগন্ধা পয়েন্ট।
🌼 লাবনী পয়েন্ট।
কুয়াকাটা ভ্রমণ
সত্যি বলতে অসাধারণ
#কুয়াকাটা_ভ্রমণ শেল্টার ট্রাভেল এর সাথে।
তিন_রাত_দুই_দিন
মাএ_২৬৯৯_টাকা।
***কেনো আপনি যাবেন কুয়াকাটাঃ
কুয়াকাটা হলো দক্ষিণ এশিয়ায় একটিমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায়। সমুদ্রের পেট চিরে সূর্য উদয় হওয়া এবং সমুদ্রের বক্ষে সূর্যকে হারিয়া যাওয়ার দৃশ্য অবলোকন করা নিঃসন্দেহে ভাগ্যের ব্যপার।
যা যা রয়েছে :
সমুদ্র সৈকতের দৈর্ঘ্য প্রায় ১ কিলোমিটারের বেশি। সমুদ্র সৈকতে গেলেই দেখা যাবে সারি সারি কাঠের বেড আর রোদ থেকে রক্ষা পাওয়ার ছাতা। এ সকল বেড ভাড়া প্রতি ঘন্টা ২০-৩০ টাকা। সমুদ্র দিনের বেলা সাধারণত আশেপাশের শব্দের কারণে গর্জন শোনা যায় না। সমুদ্রের যে একটা ভয়ংকর রূপ আছে তা বোঝা যায় রাতে।
দর্শণার্থী ও ভ্রমণ পিপাসুদের জন্য এই সৈকতে আছে ভাড়ায় চালিত মটর সাইকেল ও ঘোড়া। ভাড়া সাধারণত দূরত্ব ও সময় অনুযায়ী হয়। কুয়াকাটার আশে পাশের বেশ
#কুয়াকাটা_ভ্রমণ শেল্টার ট্রাভেল এর সাথে।
তিন_রাত_দুই_দিন
মাএ_২৬৯৯_টাকা।
***কেনো আপনি যাবেন কুয়াকাটাঃ
কুয়াকাটা হলো দক্ষিণ এশিয়ায় একটিমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায়। সমুদ্রের পেট চিরে সূর্য উদয় হওয়া এবং সমুদ্রের বক্ষে সূর্যকে হারিয়া যাওয়ার দৃশ্য অবলোকন করা নিঃসন্দেহে ভাগ্যের ব্যপার।
যা যা রয়েছে :
সমুদ্র সৈকতের দৈর্ঘ্য প্রায় ১ কিলোমিটারের বেশি। সমুদ্র সৈকতে গেলেই দেখা যাবে সারি সারি কাঠের বেড আর রোদ থেকে রক্ষা পাওয়ার ছাতা। এ সকল বেড ভাড়া প্রতি ঘন্টা ২০-৩০ টাকা। সমুদ্র দিনের বেলা সাধারণত আশেপাশের শব্দের কারণে গর্জন শোনা যায় না। সমুদ্রের যে একটা ভয়ংকর রূপ আছে তা বোঝা যায় রাতে।
দর্শণার্থী ও ভ্রমণ পিপাসুদের জন্য এই সৈকতে আছে ভাড়ায় চালিত মটর সাইকেল ও ঘোড়া। ভাড়া সাধারণত দূরত্ব ও সময় অনুযায়ী হয়। কুয়াকাটার আশে পাশের বেশ
গাজীপুরের রুথ মেলা জমে ওঠেছে।
কুয়াকাটা ভ্রমণ এর কিছু অংশ।
ওর বাবার সম্পদ অনেক এই ভারসাম্যহীনতাই সমাজের মধ্যে অরাজকা সৃষ্টির নিয়ামক।
ঢাকা শহরে লোডশেডিং এর সাথে কারিগরি এ্রুটি।
সীতাকুণ্ড ভ্রমণটি ছিলো মাএ ৯৯৯ /- টাকায়।
আম্মু যদি গরু কিনতে যেতো।
ফেসবুকে আলহামদুলিল্লাহ বলে ক্রয়কৃত কোরবানির পশুর ছবি পোস্ট করা হলো "রিয়া"এর অন্তর্ভুক্ত।"
(রিয়া অর্থ হলো-লোক দেখানো ইবাদাত। যা শিরকের অন্তর্ভুক্ত)
ফেসবুকে একমাত্র মানুষকে দেখানোর জন্য, আর নিজের বড়ত্ব জাহির করার জন্যই পোস্ট করা হয়, এছাড়া আর কোনো যৌক্তিক কারন নাই..!!
অথচ কোরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়।
আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক ও হেদায়েত দান করুক।
আমিন 🤲
ঈদের পর আমরা যাচ্ছি রাঙামাটি, কক্সবাজার এবং কুয়াকাটা।
আছি জয়দেবপুর রেলস্টেশনে ❤️❤️❤️
বহু দিন ধ’রে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।
– রবীন্দ্রনাথ ঠাকুর (স্ফুলিঙ্গ হতে সংগ্রহীত)
BRTC বাসের ওপর থেকে বলছি।
যাচ্ছি লাল পাহাড়ের দেশে #রাঙামাটি
ভালোবাসা মানে সুন্দর সুন্দর কমেন্ট করা। 😋❤️❤️❤️