Duniya Tour & Travels Agancy

Duniya Tour & Travels Agancy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Duniya Tour & Travels Agancy, Travel Company, Rajnogor, Habigonj, Habiganj.

➡️ বাংলাদেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সকল টিকেট পাবেনযেকোন এয়ার টিকেট বুক  করতে ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন 017287434...
02/10/2023

➡️ বাংলাদেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সকল টিকেট পাবেন

যেকোন এয়ার টিকেট বুক করতে ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন 01728743411

✪ ১৫টি সহজ মুনাজাত। ১) রাব্বানা আতিনা ফিদ্ দুনইয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবাননার (সুরাঃবাকারা,আয়া...
01/12/2022

✪ ১৫টি সহজ মুনাজাত।

১) রাব্বানা আতিনা ফিদ্ দুনইয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবাননার (সুরাঃবাকারা,আয়াতঃ২০১)

২) রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইললাম তাগফিরলানা ওয়া তারহামনা লানা কূনান্না মিনাল খাসিরীন।(সুরাঃআরাফ,আয়াতঃ২৩)

৩) রাব্বানা লা তুযিগ কুলূবানা বা'দা ইযহাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহহাব। (সুরাঃআল-ইমরান,আয়াতঃ০৮)

৪) রাব্বানাগ ফিরলানা যুনূবানা ওয়া ইসরা'ফানা ফী আমরিনা ওয়া সাব্বিত আক্বদা মানা ওয়ানসুরনা আলাল ক্বাওমিল কাফিরীন।(সুরাঃআল ইমরান,আয়াতঃ১৪৭)

৫) রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিইয়াতিনা কুররাতা আ'ইনিও ওয়াজ আলনা লিল মুত্তাকিনা ইমামা।(সুরাঃফুরকান,আয়াতঃ৭৪)

৬) রাব্বানা আফরিগ্ আলাইনা ছাবরাও ওয়া সাব্বিত আক্বদা মানা ওয়ানসুরনা আলাল ক্বাওমিল কাফিরীন।
(সুরাঃবাকারা,আয়াতঃ২৫০)

৭) রাব্বিজ আলনী মুকীমাছছালাতি ওয়ামিন যুররিইয়াতী রাব্বানা ওয়া তাকাব্বাল দু'আ-ই।(সুরাঃ ইবরাহীম,আয়াতঃ ৪০)

৮) রাব্বানাগ্ ফিরলী ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মু'মিনীনা ইয়াওমা ইয়াক্বুমুল হিসাব।( সুরাঃইবরাহিম,আয়াতঃ৪১)

৯) রাব্বির হামহুমা কামা রাব্বাআনী ছাগিরাহ।(সুরাঃবনী ইসরাঈল,আয়াতঃ ২৪)

১০) রাব্বি যিদনী ইলমা।(সুরাঃত্বহা,আয়াতঃ১১৪)

১১) রাব্বিশ রাহলী ছদরী,ওয়া ইয়াসসিরলী আমরী, ওয়াহলুল উক্বদাতাম মিল লিসানী, ইয়াফক্বাহু ক্বওলী।(সুরাঃত্বহা,আয়াতঃ২৫-২৮)

১২) রাব্বানা তাকাব্বাল মিন্না
ইন্নাকা আনতাস সামীউল আলীম।( সুরাঃবাকারা,আয়াতঃ ১২৭)

১৩) রাব্বানা ফাগফিরলানা যুনূবানা ওয়া কাফফির আন্না সাইয়ি আতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। ( সুরাঃ আল ইমরান,আয়াতঃ ১৯৩)

১৪) রাব্বানা ওয়াজ আলনা মুসলিমাইনি লাকা ওয়ামিন যুররিইয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা ওয়া আরিনা মানা সিকানা ওয়াতুব আলাইনা ইন্নাকা আন্তাত তাওয়াবুর রাহীম।(সুরাঃ বাকারা,আয়াতঃ ১২৮)

১৫) রাব্বানা ইন্নাকা রাউফুর রাহীম।
(সুরাঃহাশর,আয়াতঃ১০)

দ্রষ্টব্য:
আগে পরে দরূদ পড়ে নিয়েন।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহপ্রিয় ভ্রমণ পিপাসু ভাই বোনদের জন্য সুখবর। খুবই কম খরচে আমরা দিচ্ছি ভ্রমণ প্যাকেজ। কক্সবা...
29/11/2022

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
প্রিয় ভ্রমণ পিপাসু ভাই বোনদের জন্য সুখবর।
খুবই কম খরচে আমরা দিচ্ছি ভ্রমণ প্যাকেজ।

কক্সবাজার, সেন্টমার্টিন,সাজেক,সুন্দরবন সহ বাংলাদেশের সকল পর্যটন এলাকায় রয়েছে আমাদের নিজস্ব ব্যবস্থাপনা।

আপনি আপনার বন্ধু বান্ধব, কর্পোরেট প্রতিষ্ঠান, স্কুল, কলেজ,মাদ্রাসা বা পারিবারিক ভ্রমণ নিরাপদ ও আনন্দময় করতে আমাদের সাথে যোগাযোগ করুন।

Duniya Tour & Travels Agancy
Habiganj
mobile : 01728743411

নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত প্রাচীন বৌদ্ধ বিহার।পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর ...
28/10/2022

নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত প্রাচীন বৌদ্ধ বিহার।

পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব (৭৮১-৮২১) অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন। ১৮৭৯ খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সোমপুর বৌদ্ধ বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি ৩০০ বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার (তদানীন্তন ব্রহ্মদেশ), মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। খ্রিস্টীয় দশম শতকে বিহারের আচার্য ছিলে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান।

28/10/2022

#1
♦ কক্সবাজার প্রিমিয়াম ট্যুর প্যাকেজ।

🔷 প্যাকেজ মূল্যঃ ৫,০০০ টাকা জনপ্রতি
🔷 প্যাকেজ সময়কালঃ ৪রাত ৩দিন।

🔷 প্যাকেজের অন্তর্ভুক্তঃ
◾হবিগঞ্জ-কক্সবাজার- হবিগঞ্জ যাতায়াত খরচ
◾ ২রাত ৩দিন থাকা উন্নতমানের হোটেল।
◾ দুইদিন কমপ্লিমেন্টারি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া।

🔷 প্যাকেজের অন্তর্ভুক্ত নয়ঃ
🔹 ব্যক্তিগত খরচ।
🔹 দুর্ঘটনা জনিত বীমা।
🔹 প্যাকেজে উল্লেখ করা হয়নি এমন কোন খরচ।

■ বুকিং পলিসিঃ ৫০শতাংশ টাকা অগ্রিম প্রদান করে বুকিং কনফার্ম করুন অবশিষ্ট টাকা ভ্রমণের ৩দিন পূর্বে পরিশোধ করুন।

✅ বুকিং দেওয়ার মাধ্যমঃ
⏩ পার্সোনাল বিকাশ খরচ সহ।
⏩ ব্যাংক

➡️ ট্যুরিজম রিলেটেড যে কোন সহযোগিতায় যোগাযোগ করুন Duniya tour&travels.

☎01797037934 (WhatsApp)
☎01755934856

সম্রাট আওরঙ্গজেবের ৩য় পুত্র, মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ১৬৭৮ সালে এটার নির্মাণকাজ শুরু করেন। তিনি ব...
28/10/2022

সম্রাট আওরঙ্গজেবের ৩য় পুত্র, মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ১৬৭৮ সালে এটার নির্মাণকাজ শুরু করেন। তিনি বাংলায় ১৫ মাস ছিলেন। দুর্গের নির্মাণকাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এসময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণকাজ পুনরায় শুরু করেন। ১৬৮৪ সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা ইরান দুখত রাহমাত বানুর (পরী বিবি) মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এ দুর্গটিকে অপয়া মনে করেন এবং ১৬৮৪ খ্রিষ্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণকাজ বন্ধ করে দেন।[২] লালবাগের কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হল পরী বিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল; এটিই ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। ১৮৪৪ সালে এলাকাটি "আওরঙ্গবাদ" নাম বদলে "লালবাগ" নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে । #লালবাগ

জাফলং, সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে, ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া-জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থি...
19/10/2022

জাফলং, সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে, ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া-জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত, এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটনস্থল হিসেবে পরিচিত। বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তি এলাকায় জাফলং অবস্থিত। এর অপর পাশে ভারতের ডাওকি অঞ্চল।

অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ ইনায়েতউল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থান রংমহল নামে একটি প্...
18/10/2022

অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ ইনায়েতউল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থান রংমহল নামে একটি প্রমোদভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। বাণিজ্য কুঠি হিসাবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল। এরপরে ১৮৩০-এ বেগমবাজারে বসবাসকারী নওয়াব আবদুল গনির পিতা খাজা আলীমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন। এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আবদুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানী নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল-প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টারপ্ল্যান তৈরী করান, যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল। ১৮৫৯ সালে নওয়াব আবদুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন যা ১৮৭২ সালে সমাপ্ত হয়। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন ‘আহসান মঞ্জিল’। ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিলবিশেষ করে, এটি ইসলামপুরে (পুরান ঢাকা) বুড়িগঙ্গার তীরে অবস্থিত। তদুপরি, এটি মুঘল আমলের একটি বড় প্রাসাদ। এছাড়াও, আপনি যদি মুঘল আমলের জীবনধারা এবং আশ্চর্যজনক নিদর্শন দেখতে চান তবে আপনি এই জায়গাটিতে যেতে পারেন।

তীরে দৃষ্টি হারানোর সাহস না থাকলে মানুষ নতুন মহাসাগর আবিষ্কার করতে পারে না । তুমি কতটুকু শিক্ষিত তা আমাকে বলো না, তুমি ক...
17/10/2022

তীরে দৃষ্টি হারানোর সাহস না থাকলে মানুষ নতুন মহাসাগর আবিষ্কার করতে পারে না । তুমি কতটুকু শিক্ষিত তা আমাকে বলো না, তুমি কত জায়গা ভ্রমন করেছো সেটা বলো । কুসংস্কার, গোঁড়ামি এবং সংকীর্ণতার জন্য ভ্রমণ হলো মহা ঔষধ । পুরো পৃথিবী একটি বই, এবং যারা ভ্রমণ করে না তারা কেবল এর একটি পৃষ্ঠা পড়ে ।

কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজা...
16/10/2022

কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা ১২০ কি.মি. পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন। একসময় কক্সবাজার প্যানোয়া নামেও পরিচিত ছিল যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল। এর আরও একটি প্রাচীন নাম হচ্ছে পালঙ্কি।

➡️ বাংলাদেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সকল টিকেট পাবেনযেকোন এয়ার টিকেট কাটতে ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন 01728743411
13/10/2022

➡️ বাংলাদেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সকল টিকেট পাবেন

যেকোন এয়ার টিকেট কাটতে ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন 01728743411

Address

Rajnogor, Habigonj
Habiganj
3300

Telephone

+8801728743411

Website

Alerts

Be the first to know and let us send you an email when Duniya Tour & Travels Agancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby travel agencies


Other Travel Companies in Habiganj

Show All

You may also like