হবিগঞ্জ ট্যুর গ্রুপ এইচ-টি-জি

হবিগঞ্জ ট্যুর গ্রুপ এইচ-টি-জি আপনার ভ্রমনের স্বপ্নপূরনই আমাদের মূল লক্ষ্য🥰
(1)

17/10/2023

এইচ-টি-জির সাথে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ❣️
🚎যাত্রা শুরুঃ
৯ নভেম্বর বৃহস্পতিবার সন্ধায় আমাদের যাত্রা শুরু। শুক্রবার সারাদিন ঘুরে আবার রাতে ব্যাক করবো।

যা যা দেখবোঃ

• কলাতলি সমুদ্র সৈকত
• সুগন্ধা সমুদ্র সৈকত
• লাবনী সমুদ্র সৈকত
• ইনানী সমুদ্র সৈকত (সময় সাপেক্ষে)

📢 ভ্রমণ খরচ:
💵 সিঙ্গেল জনপ্রতি ২২২২/- টাকা।
💴 কাপল (সেইম)।
✋ কনফার্ম এর জন্য ১০০০/= টাকা বুকিং মানি দিতে হবে(যা অফেরতযোগ্য) বিকাশে দিলে খরচ সহ(১০২০টাকা) দিতে হবে।
⚠️ কনফার্ম করার লাষ্ট ডেট : (সীট খালি থাকা সাপেক্ষে)

👉টাকা দেখা করে সরাসরি দিতে পারেন
অথবা
👉টাকা বিকাশ এর মাধ্যমে দিতে পারেন।
টাকা বিকাশ করার পর এসএমএস অথবা ফোন করে শিউর হয়ে নিবেন।

***যারা আগে বুকিং মানি দিবেন তাদের সিট পালাক্রমে গাড়ির সামনে, সুবিধাজনক স্থানে থাকবে। তাই দ্রুত কনফার্ম করে নিবেন।

★ বুকিং করার জন্যঃ-
বিকাশ পার্সোনাল নাম্বারঃ-
01917726661 = মাহবুব(এডমিন)- বিকাশ

01984833337 = মাহবুব(এডমিন)- বিকাশ, নগদ, রকেট, উপায় একাউন্ট।

DBBL Account no-
1871030008811
Md Mahbubul Alam

📢ভ্রমণ খরচে যা যা অন্তর্ভুক্তঃ
👉 হবিগঞ্জ-কক্সবাজার-হবিগঞ্জ রিজার্ভ বাস।
👉 এইচ-টি-জির লোগো সহ একটি টি-শার্ট
👉 মোট দুই বেলা খাবার(১ টা সকালের,১টা দুপুরের)
👉 রাতে হালকা স্নেক্স।
👉 রিলাক্স এবং চেঞ্জিং এর জন্য হোটেলের ব্যাবস্থা।
👉 সার্বক্ষণিক হোস্ট সেবা, যে কোন প্রয়োজনে।

🍴খাবার মেনু:
সকাল: ডিম, সবজি, পরটা, চা, পানি
অথবা, ভূনা ডিম খিচুড়ি।
দুপুর: সাদা ভাত, সবজি/ভর্তা, ডাল, মাংস/মাছ , সালাদ, পানি।

☎ বিস্তারিত জানতে:
★ মাহবুবঃ 01917726661
★ সবুজঃ 01770525694
★ রিপনঃ 01765003307
★ শাহ-আলমঃ 01731268111
★ বাবুলঃ 01790066913
★ স্বন্দিপঃ 01775955355
★ সোয়েবঃ 01753564471
★ হাফিজঃ 0 1735-146991
★ আলেয়াঃ0 1850-510853
★ মাজেদুলঃ01723-704101
★ উজ্জ্বলঃ01746-705858

এই টাকায় যা যা থাকছে নাঃ
★যাওয়ার আসার পথে বিরতিতে কোন খাবার খরচ।
★শুকনো খাবারের খরচ।
★কোন ধরনের ব্যক্তিগত খরচ।
★মেন্যুর বাইরে কোন খাবার অর্ডার করলে তার খরচ।

*যা যা নিতে হবে সাথেঃ-
১। এন আই ডি কার্ডের ২কপি ফটোকপি(এন আই ডি না থাকলে জন্ম নিবন্ধন)।
২। রেইনকোট বা ছাতা
৩। প্যান্ট ও টিশার্ট।(আপনার প্রছন্দ অনুযায়ী)
৪। স্যান্ডেল
৫। শুকনো খাবার
৬। ক্যাপ, সানগ্লাস
৭। পাওয়ার ব্যাংক

মেয়েদের জন্যঃ-
* এইচ-টি-জি একটি ফিমেল ফ্রেন্ডলি ট্রাভেল গ্রুপ।
* নিরাপত্তা ও প্রাইভেসি নিয়ে এইচ-টি-জি কখনই আপোস করেনা।
* আমাদের সাথে অনেক মেয়ে ভ্রমণ সঙ্গি হিসাবে যুক্ত হয় তাই আপনি ও আপনার পরিবারের সদস্যগন নিশ্চিন্তে এইচ-টি-জি তে জয়েন করতে পারেন।

যে কোন প্রয়োজনে পাশে পাবেনঃ-
#মাহবুব- ০১৯৮৪৮৩৩৩৩৭(এডমিন)
#সবুজ- ০১৭৭০৫২৫৬৯৪(এডমিন)

ট্যুরমেটদের জন্য কিছু কথাঃ

** প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে
হবে।
** ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা
আলোচনা করে সমাধান করতে হবে।
** ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য
সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে
হবে।
** আমরা শালিনতার মধ্যে থেকে সর্বোচ্চ
আনন্দ উপভোগ করব।
** প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই
তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব।
যেন ট্যুরিজম এর কোন ক্ষতি না হয়, সেটা
সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
** অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময়
সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে
মিলেই ঠিক করব।
** স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ
আচরণ করা যাবে না। নতুন কারো সাথে
কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের
সহায়তা নিতে হবে।
** কোনভাবেই কোন প্রকার মাদক
সাথে বহন করা যাবে না।
** দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে ।

বিঃদ্রঃ আপনি এইচ-টি-জি পরিবারের সদস্য হওয়ার অন্যতম বৈশিষ্ট্য হলো প্রকৃতিকে সম্মান করা।

নোটঃ- প্রকৃতিকে তার প্রকৃত রূপে থাকতে দিন, তার সাথে নিজের তৈরী করা ময়লা শেয়ার করবেন না। নিজের ময়লা নিজে বহন করুন, পিছনে পদচিহ্ণ ছাড়া কিছু রেখে যাবেন না।❤❤


সাজেকের জন্য বুকিং করছেন না কেন..? এইচ-টি-জির এই সাজেক ট্যুরে বুকিং করা হয়েছে সাজেকের বিখ্যাত অবকাশ - Abakash Emanuel Ec...
05/10/2023

সাজেকের জন্য বুকিং করছেন না কেন..? এইচ-টি-জির এই সাজেক ট্যুরে বুকিং করা হয়েছে সাজেকের বিখ্যাত অবকাশ - Abakash Emanuel Eco Resort Sajek। অসাধারণ ভিউ দেখতে আর দেরি না করে আজকের মধ্যেই বুকিং করে ফেলুন😊

22/09/2023

||সাজেক ভ্রমণ||এইচ-টি-জি||১১ই অক্টোবর ২০২৩||৫১৯৯ টাকা||
আমাদের এই ট্যুরে সম্পুর্ন নিরাপত্তার সাথে আপনি আপনার ফ্যামিলি এবং বন্ধু-বান্ধবী নিয়ে জয়েন করতে পারবেন🥰
------------------------------------------
📢 ভ্রমণ স্থান সমূহ:

📌আলুটিলা গুহা
📌রিচাং ঝর্ণা
📌কংলাক পাহাড়
📌লুসাই পাড়া
📌হেলিপ্যাড

ভ্রমন শুরু: ১১ ই অক্টোবর বুধবার রাত ১০ঃ ৩০ মিনিটে শায়েস্থাগঞ্জ নতুনব্রীজ থেকে যাত্রা শুরু।
ভ্রমণ শেষে: ১৪ ই অক্টোবর শনিবার সকাল ৬ঃ০০ শায়েস্তাগঞ্জ নতুনব্রীজে।

📢 ভ্রমণ খরচ:
★জনপ্রতি ৫,১৯৯/- টাকা। (১ রুমে ৪ জন শেয়ারিং)
★কাপল (২) জন-১২,১০০/- (১ রুমে ২ জন)

✋ কনফার্ম এর জন্য ৩০০০/-/= টাকা বুকিং মানি দিতে হবে (যা অফেরতযোগ্য)(বিকাশ খরচ সহ ৩০৬০/- টাকা)

⚠️ কনফার্ম করার লাষ্ট ডেট : আমাদের টার্গেট ফিলআপ হওয়া পর্যন্ত বুকিং চলবে। টার্গেট ফিলআপ হয়ে গেলে বুকিং বন্ধ করে দেয়া হবে। তাই দ্রুতই কনফার্ম করে ফেলুন।

👉টাকা দেখা করে সরাসরি দিতে পারেন
অথবা
👉টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারেন।
টাকা সেন্ড করার পর এসএমএস অথবা ফোন করে শিওর হয়ে নিবেন।

★ বুকিং করার জন্যঃ-
পার্সোনাল নাম্বারঃ-
01917726661 = মাহবুব(এডমিন)- বিকাশ

01984833337 = মাহবুব(এডমিন)- বিকাশ, নগদ, রকেট, উপায় একাউন্ট।

DBBL Account no-
1871030008811
Md Mahbubul Alam

*** আসন সংখ্যাঃ অল্প সংখ্যক ট্রাভেলার যেতে পারবেন আমাদের সাথে।

📢ভ্রমণ খরচে যা যা অন্তর্ভুক্তঃ
👉 শায়েস্তাগঞ্জ থেকে খাগড়াছড়ি প্রিমিয়াম বাস।
👉 সাজেকের জন্য চান্দের গাড়ি ভাড়া
👉 ৩ রাত দুই দিনে মোট ৫ বেলা খাবার।
👉সাজেক রাত্রী যাপনের জন্য ভালো মানের রিসোর্টে থাকা।
👉মেয়েদের জন্য থাকবে স্পেশাল নিরাপত্তা ব্যবস্থা।

🍴খাবার মেনু:

মোট ৫ বেলা খাবার।

সকালে নাস্তাঃ- পরোটা, ডালভাজি, ডিম,খিচুড়ি এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে।

দুপুরের খাবারঃ- মাছ, মাংস,ডিম,ডাল,সবজি,মাছ বর্তা,ইত্যাদি। পাহাড়িরা যা দিয়ে আপ্যায়ন করে তা খেতে হবে।

রাতের খাবারঃ ব্যাম্বু চিকেন,সালাত,পানি

*যা যা নিতে হবে সাথেঃ-
১। নিজের গুছানো ব্যাগপ্যাক।
২। রেইনকোট বা ছাতা
৩। প্যান্ট ও টিশার্ট।(আপনার প্রছন্দ অনুযায়ী)
৪। ক্যাপ, সানগ্লাস

মেয়েদের জন্যঃ-
* আমাদের মেয়ে এডমিন আমাদের এই ট্যুরে যাচ্ছেন তাই আপনারা বিনা সংকোচে আমাদের সাথে জয়েন করতে পারেন।
* এইচ-টি-জি একটি ফিমেল ফ্রেন্ডলি ট্রাভেল গ্রুপ।
* নিরাপত্তা ও প্রাইভেসি নিয়ে এইচ-টি-জি কখনই আপোস করেনা।
* আমাদের সাথে অনেক মেয়ে ভ্রমণ সঙ্গি হিসাবে যুক্ত হয় তাই আপনি ও আপনার পরিবারের সদস্যগন নিশ্চিন্তে এইচ-টি-জি জয়েন করতে পারেন।

যে কোন প্রয়োজনে পাশে পাবেনঃ-
★ মাহবুবঃ 01917726661
★ সবুজঃ 01770525694
★ রিপনঃ 01765003307
★ শাহআলমঃ 01731268111
★ বাবুলঃ 01790066913
★ স্বন্দিপঃ 01775955355
★ সোয়েবঃ 01753564471
★ হাফিজঃ 017 35146991

ট্যুরমেটদের জন্য কিছু কথাঃ

** প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে
হবে।
** ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা
আলোচনা করে সমাধান করতে হবে।
** ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য
সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে
হবে।
** আমরা শালিনতার মধ্যে থেকে সর্বোচ্চ
আনন্দ উপভোগ করব।
** প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই
তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব।
যেন ট্যুরিজম এর কোন ক্ষতি না হয়, সেটা
সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
** অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময়
সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে
মিলেই ঠিক করব।
** স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ
আচরণ করা যাবে না। নতুন কারো সাথে
কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের
সহায়তা নিতে হবে।
** কোনভাবেই কোন প্রকার মাদক
সাথে বহন করা যাবে না।
** দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে ।

বিঃদ্রঃ আপনি এইচ-টি-জি পরিবারের সদস্য হওয়ার অন্যতম বৈশিষ্ট্য হলো প্রকৃতিকে সম্মান করা।

নোটঃ- প্রকৃতিকে তার প্রকৃত রূপে থাকতে দিন, তার সাথে নিজের তৈরী করা ময়লা শেয়ার করবেন না। নিজের ময়লা নিজে বহন করুন, পিছনে পদচিহ্ণ ছাড়া কিছু রেখে যাবেন না।❤❤


20/09/2023

মেঘের সাগরে ভাসতে চান..? তাইলে সাজেক যান🥰
||সাজেক ভ্রমণ||এইচ-টি-জি||১১ই অক্টোবর ২০২৩||৫১৯৯ টাকা||
আমাদের এই ট্যুরে সম্পুর্ন নিরাপত্তার সাথে আপনি আপনার ফ্যামিলি এবং বন্ধু-বান্ধবী নিয়ে জয়েন করতে পারবেন🥰
------------------------------------------
📢 ভ্রমণ স্থান সমূহ:

📌আলুটিলা গুহা
📌রিচাং ঝর্ণা
📌কংলাক পাহাড়
📌লুসাই পাড়া
📌হেলিপ্যাড

ভ্রমন শুরু: ১১ ই অক্টোবর বুধবার রাত ১০ঃ ৩০ মিনিটে শায়েস্থাগঞ্জ নতুনব্রীজ থেকে যাত্রা শুরু।
ভ্রমণ শেষে: ১৪ ই অক্টোবর শনিবার সকাল ৬ঃ০০ শায়েস্তাগঞ্জ নতুনব্রীজে।

📢 ভ্রমণ খরচ:
★জনপ্রতি ৫,১৯৯/- টাকা। (১ রুমে ৪ জন শেয়ারিং)
★কাপল (২) জন-১২,১০০/- (১ রুমে ২ জন)

✋ কনফার্ম এর জন্য ৩০০০/-/= টাকা বুকিং মানি দিতে হবে (যা অফেরতযোগ্য)(বিকাশ খরচ সহ ৩০৬০/- টাকা)

⚠️ কনফার্ম করার লাষ্ট ডেট : আমাদের টার্গেট ফিলআপ হওয়া পর্যন্ত বুকিং চলবে। টার্গেট ফিলআপ হয়ে গেলে বুকিং বন্ধ করে দেয়া হবে। তাই দ্রুতই কনফার্ম করে ফেলুন।

👉টাকা দেখা করে সরাসরি দিতে পারেন
অথবা
👉টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারেন।
টাকা সেন্ড করার পর এসএমএস অথবা ফোন করে শিওর হয়ে নিবেন।

★ বুকিং করার জন্যঃ-
পার্সোনাল নাম্বারঃ-
01917726661 = মাহবুব(এডমিন)- বিকাশ

01984833337 = মাহবুব(এডমিন)- বিকাশ, নগদ, রকেট, উপায় একাউন্ট।

DBBL Account no-
1871030008811
Md Mahbubul Alam

*** আসন সংখ্যাঃ অল্প সংখ্যক ট্রাভেলার যেতে পারবেন আমাদের সাথে।

📢ভ্রমণ খরচে যা যা অন্তর্ভুক্তঃ
👉 শায়েস্তাগঞ্জ থেকে খাগড়াছড়ি প্রিমিয়াম বাস।
👉 সাজেকের জন্য চান্দের গাড়ি ভাড়া
👉 ৩ রাত দুই দিনে মোট ৫ বেলা খাবার।
👉সাজেক রাত্রী যাপনের জন্য ভালো মানের রিসোর্টে থাকা।
👉মেয়েদের জন্য থাকবে স্পেশাল নিরাপত্তা ব্যবস্থা।

🍴খাবার মেনু:

মোট ৫ বেলা খাবার।

সকালে নাস্তাঃ- পরোটা, ডালভাজি, ডিম,খিচুড়ি এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে।

দুপুরের খাবারঃ- মাছ, মাংস,ডিম,ডাল,সবজি,মাছ বর্তা,ইত্যাদি। পাহাড়িরা যা দিয়ে আপ্যায়ন করে তা খেতে হবে।

রাতের খাবারঃ ব্যাম্বু চিকেন,সালাত,পানি

*যা যা নিতে হবে সাথেঃ-
১। নিজের গুছানো ব্যাগপ্যাক।
২। রেইনকোট বা ছাতা
৩। প্যান্ট ও টিশার্ট।(আপনার প্রছন্দ অনুযায়ী)
৪। ক্যাপ, সানগ্লাস

মেয়েদের জন্যঃ-
* আমাদের মেয়ে এডমিন আমাদের এই ট্যুরে যাচ্ছেন তাই আপনারা বিনা সংকোচে আমাদের সাথে জয়েন করতে পারেন।
* এইচ-টি-জি একটি ফিমেল ফ্রেন্ডলি ট্রাভেল গ্রুপ।
* নিরাপত্তা ও প্রাইভেসি নিয়ে এইচ-টি-জি কখনই আপোস করেনা।
* আমাদের সাথে অনেক মেয়ে ভ্রমণ সঙ্গি হিসাবে যুক্ত হয় তাই আপনি ও আপনার পরিবারের সদস্যগন নিশ্চিন্তে এইচ-টি-জি জয়েন করতে পারেন।

যে কোন প্রয়োজনে পাশে পাবেনঃ-
★ মাহবুবঃ 01917726661
★ সবুজঃ 01770525694
★ রিপনঃ 01765003307
★ শাহআলমঃ 01731268111
★ বাবুলঃ 01790066913
★ স্বন্দিপঃ 01775955355
★ সোয়েবঃ 01753564471
★ হাফিজঃ 017 35146991

ট্যুরমেটদের জন্য কিছু কথাঃ

** প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে
হবে।
** ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা
আলোচনা করে সমাধান করতে হবে।
** ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য
সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে
হবে।
** আমরা শালিনতার মধ্যে থেকে সর্বোচ্চ
আনন্দ উপভোগ করব।
** প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই
তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব।
যেন ট্যুরিজম এর কোন ক্ষতি না হয়, সেটা
সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
** অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময়
সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে
মিলেই ঠিক করব।
** স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ
আচরণ করা যাবে না। নতুন কারো সাথে
কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের
সহায়তা নিতে হবে।
** কোনভাবেই কোন প্রকার মাদক
সাথে বহন করা যাবে না।
** দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে ।

বিঃদ্রঃ আপনি এইচ-টি-জি পরিবারের সদস্য হওয়ার অন্যতম বৈশিষ্ট্য হলো প্রকৃতিকে সম্মান করা।

নোটঃ- প্রকৃতিকে তার প্রকৃত রূপে থাকতে দিন, তার সাথে নিজের তৈরী করা ময়লা শেয়ার করবেন না। নিজের ময়লা নিজে বহন করুন, পিছনে পদচিহ্ণ ছাড়া কিছু রেখে যাবেন না।❤❤


একমুটো বিকেলকে হাতে নিয়ে প্রিয়জনের সাথে গ্রামীণ প্রকৃতি দেখুন।ভালো ফ্রেমে ছবিটি দেখতে ছবিতে ক্লিক করুন!☺️ছবিটি তুলা হয়েছ...
12/09/2023

একমুটো বিকেলকে হাতে নিয়ে প্রিয়জনের সাথে গ্রামীণ প্রকৃতি দেখুন।
ভালো ফ্রেমে ছবিটি দেখতে ছবিতে ক্লিক করুন!☺️

ছবিটি তুলা হয়েছে হবিগঞ্জ, শৈলজুরা থেকে

#এডমিন_পোস্ট

হবিগঞ্জের জনপ্রিয় ট্রাভেল গ্রুপ এইচ-টি-জিতে মডারেটর ও হোস্ট নিয়োগ চলতেছে।আপনার যোগ্যতা আছে কিন্ত কেউ আপনাকে দিয়ে ফ্রি ফ্...
11/09/2023

হবিগঞ্জের জনপ্রিয় ট্রাভেল গ্রুপ এইচ-টি-জিতে মডারেটর ও হোস্ট নিয়োগ চলতেছে।

আপনার যোগ্যতা আছে কিন্ত কেউ আপনাকে দিয়ে ফ্রি ফ্রি কাজ করিয়ে নিচ্ছে নাতো..?
আপনার যোগ্যতাকে পুজি করে অন্য কেউ স্বার্থ হাসিল করছে নাতো..?

📎 যোগ্যতা থাকলে জয়েন করুন HTG মডারেটর হিসেবে। আপনার কাজের মূল্যায়ন এবং পারিশ্রমিক দুটোই পাবেন।

আমাদের মডারেটর হিসেবে যুক্ত হলে অন্যান্য সুযোগ সুবিধার পাশাপাশি অর্থনৈতিক যে সুবিধাগুলো পাচ্ছেন, আসুন দেখে নেই:-

👉🏾 ট্রিপ হোস্ট হিসেবে দৈনিক/প্রতি ট্যুর গাইডিং এ ১০০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত আয়ের সুযোগ।

👉🏾 ট্রিপে গেস্ট রেফারেলে জনপ্রতি ১০% পর্যন্ত প্রফিট শেয়ারিং।

👉🏾 কর্পোরেট ট্রিপ ডিলে ২০% প্রফিট শেয়ারিং পলিসি।

👉🏾 দেশের বাইরে ১০-২০% ডিসকাউন্টে ট্রিপ।

👉🏾 কিছু নির্দিষ্ট ট্যুরে সম্পুর্ন ফ্রি অংশগ্রহণের সুযোগ।

👉🏾 ফ্যামিলি সহ ট্যুরে গেলে বিশাল ডিস্কাউন্ট।

প্রার্থীর যোগ্যতা যা যা থাকতে হবেঃ

১। ঘুরতে পছন্দ করেন, ভ্রমনপ্রেমী মানুষ, ভ্রমন নিয়ে কাজ করতে আগ্রহী।

২। ভ্রমন নিয়ে নিজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কমবেশি ফটোগ্রাফি জানতে হবে, ট্রাভেলোগ্রাফার হলে ভালো হয়🥰

৩। গ্রুপ এর ট্যুর এ যেতে হবে😍(সমস্যা থাকলে এডমিনের সাথে কথা বললে পরিস্থিতি বিবেচনায় এটা শিতিল করা যাবে)

৪। আন্তরিক (ফ্রি মাইন্ডেড) হতে হবে এবং সর্বোপরি প্রতিদিন গ্রুপে কিছু সময় দিতে হবে।

আপনি নিজেকে যোগ্য মনে করলে যোগাযোগ করুন এখনই🥰

নোটঃ- প্রকৃতিকে তার প্রকৃত রূপে থাকতে দিন, তার সাথে নিজের তৈরী করা ময়লা শেয়ার করবেন না। নিজের ময়লা নিজে বহন করুন, পিছনে পদচিহ্ণ ছাড়া কিছু রেখে যাবেন না।❤❤


||এইচ-টি-জি|| কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস, ময়নামতি, শালবন, বৌদ্ধ বিহার ভ্রমন||১৭৫০ টাকা||১৫ সেপ্টেম্বর||ভ্রমন শুরুর তারি...
31/08/2023

||এইচ-টি-জি|| কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস, ময়নামতি, শালবন, বৌদ্ধ বিহার ভ্রমন||১৭৫০ টাকা||১৫ সেপ্টেম্বর||

ভ্রমন শুরুর তারিখ:
১৫/০৯/২০২৩ ইং রোজ শুক্রবার সকাল ০৬ টায় যাত্রা শুরু এবং রাত ৭/৮ টায় অলিপুর এসে ইভেন্ট সমাপ্তি।

📢 ভ্রমণ স্থান সমূহ:
* ম্যাজিক প্যারাডাইস
* ওয়ার্ল্ড ওয়ার সিমেট্রি
* শালবন বিহার
* বৌদ্ধ বিহার
* ময়নামতি জাদুঘর

📢 ভ্রমণ খরচ: ১৭৫০ টাকা।
✋ কনফার্ম এর জন্য= ১০২০/= টাকা (বিকাশে) বুকিং মানি দিতে হবে (যা অফেরতযোগ্য)
বাকি টাকা ট্যুরের দিন দিতে হবে।

★ বুকিং করার জন্যঃ-
বিকাশ পার্সোনাল নাম্বারঃ-
01917726661 = মাহবুব(এডমিন)- বিকাশ

01984833337 = মাহবুব(এডমিন)- বিকাশ, নগদ, রকেট, উপায় একাউন্ট।

01770525694 = সবুজ(এডমিন) নগদ একাউন্ট।

DBBL Account no-
1871030008811
Md Mahbubul Alam

⚠️ কনফার্ম করার লাষ্ট ডেট : সিট খালি থাকা সাপেক্ষে।

👉টাকা দেখা করে সরাসরি দিতে পারেন
অথবা
👉টাকা বিকাশ এর মাধ্যমে দিতে পারেন।
টাকা বিকাশ করার পর এসএমএস অথবা ফোন করে শিউর হয়ে নিবেন।

*** আসন সংখ্যাঃ আসন সংখ্যা সীমিত। যারা আগে বুকিং মানি দিবেন তাদের সিট পালাক্রমে গাড়ির সামনে থাকবে। তাই দ্রুত কনফার্ম করে নিবেন।

📢ভ্রমণ খরচে যা যা অন্তর্ভুক্তঃ

১। অলিপুর,থেকে কুমিল্লা হয়ে অলিপুর আসা যাওয়া এর রিজার্ভ গাড়ি ভাড়া।
২। সকালের নাস্তা
৩।উল্লেখ্য ভ্রমন স্থানের এন্ট্রি ফিঃ
৪। ডাইনোসর ওয়ার্ল্ড ও ২ টি ড্রাই রাইড ও এন্ট্রি ফি:
৫। দুপুরের খাবার
৬। বিকালের হালকা নাস্তা।

🍴খাবার মেনু:
সকাল: ডিম, সবজি, পরটা, চা, পানি
অথবা, ভূনা খিচুড়ি
দুপুর: সাদা ভাত, সবজি/ভর্তা, ডাল, মাংস/মাছ , সালাদ, পানি।

☎ বিস্তারিত জানতে:
★ মাহবুবঃ 01984833337
★ সবুজঃ 01922055431

*যা যা নিতে হবে সাথেঃ-
১। নিজের গুছানো ব্যাগপ্যাক।
২। রেইনকোট বা ছাতা
৩। প্যান্ট ও টিশার্ট।(আপনার প্রছন্দ অনুযায়ী)
৪। ক্যাপ, সানগ্লাস
৫। পাওয়ার ব্যাংক

মেয়েদের জন্যঃ-
* এইচ-টি-জি ফিমেল ফ্রেন্ডলি ট্রাভেল গ্রুপ।
* নিরাপত্তা ও প্রাইভেসি নিয়ে এইচ-টি-জি কখনই আপোস করেনা।
* আমাদের সাথে অনেক মেয়ে ভ্রমণ সঙ্গি হিসাবে যুক্ত হয় তাই আপনি ও আপনার পরিবারের সদস্যগন নিশ্চিন্তে এইচ-টি-জি জয়েন করতে পারেন।

যে কোন প্রয়োজনে পাশে পাবেনঃ
মাহবুব- 01917726661
সবুজ- 01922055431
রিপন- 01765003307
বাবুল- 01618771908
শাহআলম - 01905083543
সুয়েব- 01753564471
সন্দীপ - 01775955355
হাফিজ - 01782085721

ট্যুরমেটদের জন্য কিছু কথাঃ

** প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে
হবে।
** ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা
আলোচনা করে সমাধান করতে হবে।
** ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য
সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে
হবে।
** আমরা শালিনতার মধ্যে থেকে সর্বোচ্চ
আনন্দ উপভোগ করব।
** প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই
তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব।
যেন ট্যুরিজম এর কোন ক্ষতি না হয়, সেটা
সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
** অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময়
সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে
মিলেই ঠিক করব।
** স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ
আচরণ করা যাবে না। নতুন কারো সাথে
কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের
সহায়তা নিতে হবে।
** কোনভাবেই কোন প্রকার মাদক
সাথে বহন করা যাবে না।
** দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে ।

বিঃদ্রঃ আপনি এইচ-টি-জি 🇧🇩 পরিবারের সদস্য হওয়ার অন্যতম বৈশিষ্ট্য হলো প্রকৃতিকে সম্মান করা।

নোটঃ- প্রকৃতিকে তার প্রকৃত রূপে থাকতে দিন, তার সাথে নিজের তৈরী করা ময়লা শেয়ার করবেন না। নিজের ময়লা নিজে বহন করুন, পিছনে পদচিহ্ণ ছাড়া কিছু রেখে যাবেন না।❤❤


শুভ সকাল   আমাদের নৌকা ভ্রমন ট্যুরে কিন্তু আর অল্প কয়েকটা সিট খালি। সেক্ষেত্রে যাদের যাওয়ার আগ্রহ আছে আপনারা দ্রুত বুকিং...
25/07/2023

শুভ সকাল
আমাদের নৌকা ভ্রমন ট্যুরে কিন্তু আর অল্প কয়েকটা সিট খালি। সেক্ষেত্রে যাদের যাওয়ার আগ্রহ আছে আপনারা দ্রুত বুকিং কনফার্ম করে ফেলুন 🥰
||এইচ-টি-জির নৌকা ভ্রমন-২০২৩||৮৯৯ টাকা||০৪ আগষ্ট||

||এইচ-টি-জির নৌকা ভ্রমন-২০২৩||৮৯৯ টাকা||০৪ আগষ্ট||আমাদের এই ট্যুরে সম্পুর্ন নিরাপত্তার সাথে আপনি আপনার ফ্যামিলি এবং বন্ধ...
19/07/2023

||এইচ-টি-জির নৌকা ভ্রমন-২০২৩||৮৯৯ টাকা||০৪ আগষ্ট||
আমাদের এই ট্যুরে সম্পুর্ন নিরাপত্তার সাথে আপনি আপনার ফ্যামিলি এবং বন্ধু-বান্ধবী নিয়ে জয়েন করতে পারবেন🥰
------------------------------------------
📢 ভ্রমণ স্থান সমূহ: মিঠামইন, অষ্টগ্রাম হাওর, মিঠামইন-ইটনার ভাইরাল রাস্তা।

ভ্রমন শুরু: ০৪ আগস্ট শুক্রবার সকাল ৬ঃ৩০ মিনিটে সুতাং নৌকা ঘাট থেকে যাত্রা শুরু।
ভ্রমণ শেষে: ০৪ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭ঃ০০ মিনিটে সুতাং নৌকা ঘাটে।

📢 ভ্রমণ খরচ:
💵 জনপ্রতি ৮৯৯ টাকা।
✋ কনফার্ম এর জন্য ৫০০/= টাকা বুকিং মানি দিতে হবে (যা অফেরতযোগ্য)(বিকাশ খরচ সহ ৫১০ টাকা)

⚠️ কনফার্ম করার লাষ্ট ডেট : আমাদের টার্গেট ফিলআপ হওয়া পর্যন্ত বুকিং চলবে। টার্গেট ফিলআপ হয়ে গেলে বুকিং বন্ধ করে দেয়া হবে। তাই দ্রুতই কনফার্ম করে ফেলুন।

👉টাকা দেখা করে সরাসরি দিতে পারেন
অথবা
👉টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারেন।
টাকা সেন্ড করার পর এসএমএস অথবা ফোন করে শিওর হয়ে নিবেন।

★ বুকিং করার জন্যঃ-
পার্সোনাল নাম্বারঃ-
01917726661 = মাহবুব(এডমিন)- বিকাশ

01984833337 = মাহবুব(এডমিন)- বিকাশ, নগদ, রকেট, উপায় একাউন্ট।

DBBL Account no-
1871030008811
Md Mahbubul Alam

*** আসন সংখ্যাঃ অল্প সংখ্যক ট্রাভেলার যেতে পারবেন আমাদের সাথে। যারা আগে বুকিং মানি দিবেন তাদের সিট পালাক্রমে নৌকার সুবিধা জনক স্থানে থাকবে। তাই দ্রুত কনফার্ম করে নিবেন।

📢ভ্রমণ খরচে যা যা অন্তর্ভুক্তঃ
👉আমাদের লগো সহ একটা প্রিমিয়াম মানের টি-শার্ট।
👉সুতাং-মিঠামইন-সুতাং রিজার্ভ নৌকা ভাড়া।
👉গান-বাজনার জন্য সাউন্ড বক্স।(গানের প্রতিযোগিতা এবং পুরস্কার এর ব্যবস্থা থাকবে।)
👉ডান্সিং কর্নার থাকবে নাচের প্রেমিদের জন্য।
👉 সকালের নাস্তা এবং দুপুরের খাবার।
👉ছায়ায় বসে হাওরের সৌন্দর্য উপভোগের জন্য নৌকার উপর ছামিয়ানা।
👉মেয়েদের জন্য থাকবে স্পেশাল নিরাপত্তা ব্যবস্থা এবং সাথে থাকবে আমাদের মেয়ে মডারেটর।

🍴খাবার মেনু:

চিকেন বিরিয়ানি।

*যা যা নিতে হবে সাথেঃ-
১। নিজের গুছানো ব্যাগপ্যাক।
২। রেইনকোট বা ছাতা
৩। প্যান্ট ও টিশার্ট।(আপনার প্রছন্দ অনুযায়ী)
৪। ক্যাপ, সানগ্লাস

মেয়েদের জন্যঃ-
* আমাদের মেয়ে এডমিন আমাদের এই ট্যুরে যাচ্ছেন তাই আপনারা বিনা সংকোচে আমাদের সাথে জয়েন করতে পারেন।
* এইচ-টি-জি একটি ফিমেল ফ্রেন্ডলি ট্রাভেল গ্রুপ।
* নিরাপত্তা ও প্রাইভেসি নিয়ে এইচ-টি-জি কখনই আপোস করেনা।
* আমাদের সাথে অনেক মেয়ে ভ্রমণ সঙ্গি হিসাবে যুক্ত হয় তাই আপনি ও আপনার পরিবারের সদস্যগন নিশ্চিন্তে এইচ-টি-জি জয়েন করতে পারেন।

যে কোন প্রয়োজনে পাশে পাবেনঃ-
★ মাহবুবঃ 01917726661
★ সবুজঃ 01770525694
★ রিপনঃ 01765003307
★ শাহআলমঃ 01731268111
★ বাবুলঃ 01790066913
★ রিপাঃ 01749001735
★ স্বন্দিপঃ 01775955355
★ সোয়েবঃ 01753564471
★ হাফিজঃ 017 35146991

ট্যুরমেটদের জন্য কিছু কথাঃ

** প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে
হবে।
** ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা
আলোচনা করে সমাধান করতে হবে।
** ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য
সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে
হবে।
** আমরা শালিনতার মধ্যে থেকে সর্বোচ্চ
আনন্দ উপভোগ করব।
** প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই
তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব।
যেন ট্যুরিজম এর কোন ক্ষতি না হয়, সেটা
সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
** অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময়
সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে
মিলেই ঠিক করব।
** স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ
আচরণ করা যাবে না। নতুন কারো সাথে
কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের
সহায়তা নিতে হবে।
** কোনভাবেই কোন প্রকার মাদক
সাথে বহন করা যাবে না।
** দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে ।

বিঃদ্রঃ আপনি এইচ-টি-জি পরিবারের সদস্য হওয়ার অন্যতম বৈশিষ্ট্য হলো প্রকৃতিকে সম্মান করা।

নোটঃ- প্রকৃতিকে তার প্রকৃত রূপে থাকতে দিন, তার সাথে নিজের তৈরী করা ময়লা শেয়ার করবেন না। নিজের ময়লা নিজে বহন করুন, পিছনে পদচিহ্ণ ছাড়া কিছু রেখে যাবেন না।❤❤


৯৯৯ টাকায় তাকছে ৫ টি স্পট ঘুরে দেখার সুযোগ 😱 ||হামহাম জলপ্রপাত||এইচ-টি-জি||১৪ জুলাই শুক্রবার। ||৯৯৯ টাকা|| 👈📢 ভ্রমণ স্থা...
04/07/2023

৯৯৯ টাকায় তাকছে ৫ টি স্পট ঘুরে
দেখার সুযোগ 😱
||হামহাম জলপ্রপাত||এইচ-টি-জি||১৪ জুলাই শুক্রবার। ||৯৯৯ টাকা|| 👈

📢 ভ্রমণ স্থান সমূহ: হামহাম জলপ্রপাত।
ভ্রমন শুরুর তারিখ: ১৪/০৭/২৩ শুক্রবার সকাল ৬ টায়।
👉ভ্রমণ শেষের তারিখ: ১৪/০৭/২৩ শুক্রবার সন্ধ্যা ৬ টায়।

➡️ যা যা দেখবো
হামহাম জলপ্রপাত
চা কন্যা স্ট্যচু।
দার্জিলিং টিলা।
বধ্যভূমি।
লাউয়াছড়া জাতীয় উদ্যান (সময় সাপেক্ষে)

📢 ভ্রমণ খরচ:
💵 জনপ্রতি ৯৯৯ টাকা।
✋ কনফার্ম এর জন্য ৫০০/= টাকা বুকিং মানি দিতে হবে (যা অফেরতযোগ্য)

★ বুকিং করার জন্যঃ-
বিকাশ পার্সোনাল নাম্বার।

01765003307 - রিপন (এডমিন)
01886783387 - রিপন (এডমিন)- বিকাশ।

⚠️ কনফার্ম করার লাষ্ট ডেট : সিট খালি থাকা সাপেক্ষে।

*** আসন সংখ্যাঃ আসন সংখ্যা সীমিত, মাত্র ২৫ জন যেতে পারবেন আমাদের সাথে। যারা আগে বুকিং মানি দিবেন তাদের সিট পালাক্রমে গাড়ির সামনে থাকবে। তাই দ্রুত কনফার্ম করে নিবেন।

★যে কোন প্রয়োজনেঃ-
01765003307 = রিপন (এডমিন)

📢ভ্রমণ খরচে যা যা অন্তর্ভুক্তঃ

সকালে দেখা হওয়ার পরে সবার জন্য থাকবে সকালের নাস্তা,
কলাবন পাড়া পর্যন্ত রিজার্ভ গাড়ি ভাড়া,
হাটার জন্য লাটির ব্যবস্থা,
দুপুরের খাবার,
গাইডের খরচ।

কোন ব্যক্তিগত খরচ এই টাকার অন্তর্ভুক্ত নয়❌

🍴খাবার মেনু:
সকাল: ডিম, সবজি, পরটা, চা, পানি
অথবা, ভূনা খিচুড়ি
দুপুর: সাদা ভাত, সবজি/ভর্তা, ডাল, মাংস/মাছ , সালাদ, পানি।

মেয়েদের জন্যঃ-
* হবিগঞ্জ ট্যুর গ্রুপ (এইচ-টি-জি) একটি ফিমেল ফ্রেন্ডলি ট্রাভেল গ্রুপ।

* নিরাপত্তা ও প্রাইভেসি নিয়ে হবিগঞ্জ ট্যুর গ্রুপ কখনই আপোস করেনা।

যে কোন প্রয়োজনে পাশে পাবেনঃ-
মাহবুব- ০১৯৮৪৮৩৩৩৩৭
সবুজ- ০১৭৭০৫২৫৬৯৪

ট্যুরমেটদের জন্য কিছু কথাঃ

** প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে
হবে।

** আমরা শালিনতার মধ্যে থেকে সর্বোচ্চ
আনন্দ উপভোগ করব।

নোটঃ- প্রকৃতিকে তার প্রকৃত রূপে থাকতে দিন, তার সাথে নিজের তৈরী করা ময়লা শেয়ার করবেন না। নিজের ময়লা নিজে বহন করুন, পিছনে পদচিহ্ণ ছাড়া কিছু রেখে যাবেন না।❤❤


সিলেটের কোল ঘেঁষে ইন্ডিয়ার মেঘালয় অপরুপ সবুজের সমারোহ মিশ্রিত প্রকৃতির এই দৃশ্য দেখতে আমরা যাচ্ছি "জাফলং ও লালাখাল" ঈদের...
13/06/2023

সিলেটের কোল ঘেঁষে ইন্ডিয়ার মেঘালয় অপরুপ সবুজের সমারোহ মিশ্রিত প্রকৃতির এই দৃশ্য দেখতে আমরা যাচ্ছি "জাফলং ও লালাখাল" ঈদের ২য় দিন সকালে।

যারা যাবেন কিনা শিউর না, তারা Interested এ ক্লিক করে রাখলে সব আপডেট পাবেন।
আর একেবারে শিউর হয়েই Going ক্লিক করুন, তাহলে আমাদের জন্য সম্ভাব্য সঙ্গী সম্পর্কে ধারণা পেতে এবং পরবর্তীতে যোগাযোগ করতে সহজ হয়।

🌳🌳 আর যারা নিশ্চিতভাবে যাচ্ছেন, তারা এই ইভেন্ট নিজস্ব টাইমলাইনে শেয়ার করবেন, যেন আপনার নিজের পরিচিতরাও যাবার সুযোগ পায়।

🚘আমাদের যাত্রা শুরুঃ
ঈদুল আযহার ২য় দিন সকালে আমাদের যাত্রা শুরু। সারাদিন ঘুরে রাত ৮:০০ টায় অলিপুর থাকবো ইনশাআল্লাহ্!

যা যা দেখবোঃ
* ❤️সিলেট মালনীছড়া চা বাগান❤️
* ❤️লালাখাল❤️
* ❤️শ্রীপুর ভিউ পয়েন্ট❤️
* ❤️জাফলং জিরো পয়েন্ট❤️

📢 ভ্রমণ খরচ:
💵 সিঙ্গেল জনপ্রতি ১৪৯০ টাকা।
💴 কাপল (সেইম)।
✋ কনফার্ম এর জন্য ১০০০/= টাকা বুকিং মানি দিতে হবে(যা অফেরতযোগ্য) বিকাশে দিলে খরচ সহ(১০২০/-টাকা) দিতে হবে।
⚠️ কনফার্ম করার লাষ্ট ডেট : ২৬/০৬/২০২৩ ইং।

👉টাকা দেখা করে সরাসরি দিতে পারেন
অথবা
👉টাকা বিকাশ এর মাধ্যমে দিতে পারেন।
টাকা বিকাশ করার পর এসএমএস অথবা ফোন করে শিউর হয়ে নিবেন।

***যারা আগে বুকিং মানি দিবেন তাদের সিট পালাক্রমে গাড়ির সামনে, সুবিধাজনক স্থানে থাকবে। তাই দ্রুত কনফার্ম করে নিবেন।

★ বুকিং করার জন্যঃ-
বিকাশ পার্সোনাল নাম্বারঃ-
01917726661 = মাহবুব(এডমিন)- বিকাশ

01984833337 = মাহবুব(এডমিন)- বিকাশ, নগদ, রকেট, উপায় একাউন্ট।

DBBL Account no-
1871030008811
Md Mahbubul Alam

📢ভ্রমণ খরচে যা যা অন্তর্ভুক্তঃ
👉 হবিগঞ্জ-জাফলং-হবিগঞ্জ রিজার্ভ গাড়ি।
👉 মোট দুই বেলা খাবার(১ টা সকালের,১টা দুপুরের)
👉 ইন্টার্নাল আপ-ডাউন লোকাল ট্রান্সপোর্ট ভাড়া।
👉 উল্লেখিত স্পট গুলার এন্টি ফি।
👉 সার্বক্ষণিক হোস্ট সেবা, যে কোন প্রয়োজনে।

🍴খাবার মেনু:
সকাল: ডিম, সবজি, পরটা, চা, পানি
অথবা, ভূনা ডিম খিচুড়ি।
দুপুর: সাদা ভাত, সবজি/ভর্তা, ডাল, মাংস/মাছ , সালাদ, পানি।

☎ বিস্তারিত জানতে:
★ মাহবুবঃ 01917726661
★ সবুজঃ 01770525694
★ রিপনঃ 01765003307
★ শাহআলমঃ 01731268111
★ বাবুলঃ 01790066913
★ স্বন্দীপঃ 01775955355
★ সোয়েবঃ 01753564471
★ হাফিজঃ +880 1735-146991

এই টাকায় যা যা থাকছে নাঃ
★যাওয়ার আসার পথে বিরতিতে কোন খাবার খরচ।
★শুকনো খাবারের খরচ।
★কোন ধরনের ব্যক্তিগত খরচ।
★মেন্যুর বাইরে কোন খাবার অর্ডার করলে তার খরচ।

*যা যা নিতে হবে সাথেঃ-
১। এন আই ডি কার্ডের ২কপি ফটোকপি(এন আই ডি না থাকলে জন্ম নিবন্ধন)।
২। রেইনকোট বা ছাতা
৩। প্যান্ট ও টিশার্ট।(আপনার প্রছন্দ অনুযায়ী)
৪। স্যান্ডেল
৫। শুকনো খাবার
৬। ক্যাপ, সানগ্লাস
৭। পাওয়ার ব্যাংক

মেয়েদের জন্যঃ-
* এইচ-টি-জি একটি ফিমেল ফ্রেন্ডলি ট্রাভেল গ্রুপ।
* নিরাপত্তা ও প্রাইভেসি নিয়ে এইচ-টি-জি কখনই আপোস করেনা।
* আমাদের সাথে অনেক মেয়ে ভ্রমণ সঙ্গি হিসাবে যুক্ত হয় তাই আপনি ও আপনার পরিবারের সদস্যগন নিশ্চিন্তে এইচ-টি-জি তে জয়েন করতে পারেন।

যে কোন প্রয়োজনে পাশে পাবেনঃ-
#মাহবুব- ০১৯৮৪৮৩৩৩৩৭(এডমিন)
#সবুজ- ০১৭৭০৫২৫৬৯৪(এডমিন)

ট্যুরমেটদের জন্য কিছু কথাঃ

** প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে
হবে।
** ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা
আলোচনা করে সমাধান করতে হবে।
** ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য
সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে
হবে।
** আমরা শালিনতার মধ্যে থেকে সর্বোচ্চ
আনন্দ উপভোগ করব।
** প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই
তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব।
যেন ট্যুরিজম এর কোন ক্ষতি না হয়, সেটা
সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
** অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময়
সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে
মিলেই ঠিক করব।
** স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ
আচরণ করা যাবে না। নতুন কারো সাথে
কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের
সহায়তা নিতে হবে।
** কোনভাবেই কোন প্রকার মাদক
সাথে বহন করা যাবে না।
** দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে ।

বিঃদ্রঃ আপনি এইচ-টি-জি পরিবারের সদস্য হওয়ার অন্যতম বৈশিষ্ট্য হলো প্রকৃতিকে সম্মান করা।

নোটঃ- প্রকৃতিকে তার প্রকৃত রূপে থাকতে দিন, তার সাথে নিজের তৈরী করা ময়লা শেয়ার করবেন না। নিজের ময়লা নিজে বহন করুন, পিছনে পদচিহ্ণ ছাড়া কিছু রেখে যাবেন না।❤❤


সিলেটের কোল ঘেঁষে ইন্ডিয়ার মেঘালয় অপরুপ সবুজের সমারোহ মিশ্রিত প্রকৃতির এই দৃশ্য দেখতে আমরা যাচ্ছি "জাফলং ও লালাখাল" ঈদের...
12/06/2023

সিলেটের কোল ঘেঁষে ইন্ডিয়ার মেঘালয় অপরুপ সবুজের সমারোহ মিশ্রিত প্রকৃতির এই দৃশ্য দেখতে আমরা যাচ্ছি "জাফলং ও লালাখাল" ঈদের ২য় দিন সকালে।

যারা যাবেন কিনা শিউর না, তারা Interested এ ক্লিক করে রাখলে সব আপডেট পাবেন।
আর একেবারে শিউর হয়েই Going ক্লিক করুন, তাহলে আমাদের জন্য সম্ভাব্য সঙ্গী সম্পর্কে ধারণা পেতে এবং পরবর্তীতে যোগাযোগ করতে সহজ হয়।

🌳🌳 আর যারা নিশ্চিতভাবে যাচ্ছেন, তারা এই ইভেন্ট নিজস্ব টাইমলাইনে শেয়ার করবেন, যেন আপনার নিজের পরিচিতরাও যাবার সুযোগ পায়।

🚘আমাদের যাত্রা শুরুঃ
ঈদুল আযহার ২য় দিন সকালে আমাদের যাত্রা শুরু। সারাদিন ঘুরে রাত ৮:০০ টায় অলিপুর থাকবো ইনশাআল্লাহ্!

যা যা দেখবোঃ
* ❤️সিলেট মালনীছড়া চা বাগান❤️
* ❤️লালাখাল❤️
* ❤️শ্রীপুর ভিউ পয়েন্ট❤️
* ❤️জাফলং জিরো পয়েন্ট❤️
* ❤️ মায়াবী ঝর্ণা সময় সাপেক্ষে 👈

📢 ভ্রমণ খরচ:
💵 সিঙ্গেল জনপ্রতি ১৪৯০ টাকা।
💴 কাপল (সেইম)।
✋ কনফার্ম এর জন্য ১০০০/= টাকা বুকিং মানি দিতে হবে(যা অফেরতযোগ্য) বিকাশে দিলে খরচ সহ(১০২০/-টাকা) দিতে হবে।
⚠️ কনফার্ম করার লাষ্ট ডেট : ২৬/০৬/২০২৩ ইং।

👉টাকা দেখা করে সরাসরি দিতে পারেন
অথবা
👉টাকা বিকাশ এর মাধ্যমে দিতে পারেন।

***যারা আগে বুকিং মানি দিবেন তাদের সিট পালাক্রমে গাড়ির সামনে, সুবিধাজনক স্থানে থাকবে। তাই দ্রুত কনফার্ম করে নিবেন।🙂

★ বুকিং করার জন্যঃ-
বিকাশ পার্সোনাল নাম্বারঃ-
01765003307 =রিপন(এডমিন)

01886783387 = রিপন(এডমিন)- বিকাশ

📢ভ্রমণ খরচে যা যা অন্তর্ভুক্তঃ
👉 হবিগঞ্জ-জাফলং-হবিগঞ্জ রিজার্ভ গাড়ি।
👉 মোট দুই বেলা খাবার(১ টা সকালের,১টা দুপুরের)
👉 ইন্টার্নাল আপ-ডাউন লোকাল ট্রান্সপোর্ট ভাড়া।
👉 উল্লেখিত স্পট গুলার এন্টি ফি।
👉 সার্বক্ষণিক হোস্ট সেবা, যে কোন প্রয়োজনে।

🍴খাবার মেনু:
সকাল: ডিম, সবজি, পরটা, চা, পানি
অথবা, ভূনা ডিম খিচুড়ি।
দুপুর: সাদা ভাত, সবজি/ভর্তা, ডাল, মাংস/মাছ , সালাদ, পানি।

☎ বিস্তারিত জানতে:
★ রিপনঃ 01765003307 (এডমিন)

মেয়েদের জন্যঃ-
* এইচ-টি-জি একটি ফিমেল ফ্রেন্ডলি ট্রাভেল গ্রুপ।
* নিরাপত্তা ও প্রাইভেসি নিয়ে এইচ-টি-জি কখনই আপোস করেনা।
* আমাদের সাথে অনেক মেয়ে ভ্রমণ সঙ্গি হিসাবে যুক্ত হয় তাই আপনি ও আপনার পরিবারের সদস্যগন নিশ্চিন্তে এইচ-টি-জি তে জয়েন করতে পারেন।

যে কোন প্রয়োজনে পাশে পাবেনঃ-
#মাহবুব- ০১৯৮৪৮৩৩৩৩৭(এডমিন)
#সবুজ- ০১৭৭০৫২৫৬৯৪(এডমিন)

নোটঃ- প্রকৃতিকে তার প্রকৃত রূপে থাকতে দিন, তার সাথে নিজের তৈরী করা ময়লা শেয়ার করবেন না। নিজের ময়লা নিজে বহন করুন, পিছনে পদচিহ্ণ ছাড়া কিছু রেখে যাবেন না।❤❤


আলহামদুলিল্লাহ🥰আমরা আমাদের মেলখুম ও মহামায়া লেক ভ্রমণ মাত্র ১৪৯৯ টাকায় ইভেন্টের বুকিং বন্ধ ঘোষণা করছি। আপনারা যারা আমাদে...
06/06/2023

আলহামদুলিল্লাহ🥰
আমরা আমাদের মেলখুম ও মহামায়া লেক ভ্রমণ মাত্র ১৪৯৯ টাকায় ইভেন্টের বুকিং বন্ধ ঘোষণা করছি। আপনারা যারা আমাদের এই ট্যুরে যাচ্ছেন, ট্যুরের বিস্তারিত আমাদের মেসেঞ্জার গ্রুপে জানানো হবে🥰🥰 ঈদে আমাদের চন্দ্রনাথ পাহাড় এবং গুলিয়াখালী সী বিচের ইভেন্ট আসতেছে🥰🥰

04/06/2023

টাঙ্গুয়ার হাওরের বিলাসবহুল হাউজবোট 'রাজার তরী "এলিটে"' আপনাকে স্বাগতম..❣️
এক নজরে দেখে নিন "এলিটে"র প্যাকেজ বিস্তারিত -

❑ সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জ (পিক এন্ড ড্রপ)

* বৃহস্পতি, শুক্র, শনি সহ সরকারি ছুটির দিনগুলোতে এক রাত দুই দিনের জন্য জনপ্রতি প্যাকেজ মূল্য-

১৭-২১ জন ৫,৫০০/- জন প্রতি

১৩-১৬ জন ৬,০০০/- জন প্রতি

১০-১২ জন ৬,৫০০/- জন প্রতি

০৮-০৯ জন ৯,৫০০/- জন প্রতি

০৬-০৭ জন ১২,৫০০/- জন প্রতি

* রবি-বুধবার মূল প্যাকেজের উপর থাকছে ১৫% ছাড়।

❑ যা যা ঘুরে দেখবঃ

টাঙ্গুয়ার হাওড়, ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক, বারিক্কা টিলা, শিমুল বাগান, যাদুকাটা নদী ইত্যাদি।

❑ খাবার-দাবারঃ

নাস্তা-০১ঃ খিচুড়ি, ডিম, আচার, সালাদ

স্ন্যাক্স-০১ঃ চা, বিস্কুট, লেবুর শরবত, ফ্রুটস

লাঞ্চ-০১ঃ ভাত, আলুভর্তা, সবজি, মাছ ভুনা, ডাল, সালাদ

স্ন্যাক্স-০২ঃ সেমাই , চা

ডিনার-০১ঃ ভাত, হাঁস ভুনা, ভর্তা, সবজি, ডাল

নাস্তা-০২ঃ খিচুড়ি , ভর্তা, আচার, ডিম, সালাদ

স্ন্যাক্সঃ০৩- চা, বিস্কিট

লাঞ্চ-০২ঃ ভাত, চিকেন কারি, ভর্তা, ডাল, সালাদ

স্ন্যাক্স-০৪ঃ নুডুলস ও সন্ধ্যায় চা বিস্কুট

* খাবার বাজারের আইটেম এভেইলেবিলিটির উপর নির্ভর করে পরিবর্তন হতে পারে৷

টাঙ্গুয়ার হাওরে হাউজ বোট রাজার তরী এলিটে স্বাগতম।

⛵ টাঙ্গুয়ার হাওর বিশাল এই জলাভূমিতে প্রকৃতি বেড়ে উঠেছে তার আপন খেয়ালে। এক পাশে মেঘালয় রাজ্যের বিশাল সব পাহাড় আর ঝর্নার সৌন্দর্য আর এক পাশে হাওরের হিজল করচের মুগ্ধতা। জীববৈচিত্র্যে সমৃদ্ধ মিঠা পানির এ হাওরকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় রামসার অঞ্চল।

🍁 হাওড়ের আমাদের দুটো হাউজবোট, আমাদের হাউজবোটে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা পরিবার পরিজন নিয়ে বেড়ানোর জন্য আরামদায়ক এবং রুচিসম্মত।

👉কি কি থাকছে আমাদের হাউজবোটে:

রাজার তরীর "এলিট" হাউজ বোটে যা যা সুবিধা পাবেনঃ

★ ৬ টি কেবিন

★ প্রশস্ত লবি

★ সোজা হয়ে হাঁটার মতো উচ্চতা

★ লাইফ জ্যাকেট

★ ছাঁদে উঠার জন্য সিঁড়ি

★ মিনারেল পানির ব্যবস্থা

★ সার্বক্ষণিক চা/কফি

★ ৩টি ওয়াশরুম ও একটি চেঞ্জিং রুম

★ দিনে রাতে নির্দিষ্ট সময়ে জেনেরেটর সার্ভিস

★ সাবান, শ্যাম্পু

★ হাইজেনিক উপকরণ

★ জায়নামাজ

★ ফোন ল্যাপটপ চার্জিং সিস্টেম

★ ইনডোর গেমসের বেশ কিছু উপকরণ

★সার্বক্ষণিক রুম সার্ভিস

★ অভিজ্ঞ গাইড

★ অভিজ্ঞ বাবুর্চির

বি:দ্র: নদী ও হাওড়ে পর্যাপ্ত পানি থাকলে এলিট সুনামগঞ্জ টু সুনামগঞ্জ সার্ভিস পরিচালনা করে।

আরো বিস্তারিত জানতে ও বুকিং করতে যোগাযোগ

+8801917726661- মাহবুব

সরাসরি বুকিং করতে চাইলে-

সিলেট অফিস:

Travelers Of Greater Sylhet

Mirzajangal Road, Sylhet

ধন্যবাদান্তে

টিম রাজার তরী

আমাদের ৮ তারিখের এইচ-টি-জির সাথে মেলখুম ও মহামায়া লেক ভ্রমণ মাত্র ১৪৯৯ টাকায় ইভেন্টের শেষ মুহূর্তের বুকিং চলতেছে। আপনারা...
30/05/2023

আমাদের ৮ তারিখের এইচ-টি-জির সাথে মেলখুম ও মহামায়া লেক ভ্রমণ মাত্র ১৪৯৯ টাকায় ইভেন্টের শেষ মুহূর্তের বুকিং চলতেছে। আপনারা যারা আগ্রহী আছেন দ্রুতই বুকিং কনফার্ম করে ফেলেন🥰🥰

19/05/2023

মেরিন ড্রাইভ 🥰🥰🏝️🏝️

হবিগঞ্জ ট্যুর গ্রুপে আপানাকে স্বাগতম। অনেকেই আছেন কর্মব্যস্ত জীবনে অবসর সময় পাচ্ছেন না কিন্তু কিছুটা সময়ের জন্যে হলেও প্...
15/05/2023

হবিগঞ্জ ট্যুর গ্রুপে আপানাকে স্বাগতম। অনেকেই আছেন কর্মব্যস্ত জীবনে অবসর সময় পাচ্ছেন না কিন্তু কিছুটা সময়ের জন্যে হলেও প্রকৃতির কাছে গিয়ে একটু হাঁফ ছাড়তে চান। তাদের জন্যেই আমাদের এই ডে লং সেমি ট্রাকিং ট্যুর। পরিবার,বন্ধু- বান্ধব,সহকর্মী কিংবা একাকী প্রকৃতিকে উপভোগ করতে আমাদের সাথে নির্দ্বিধায় যেতে পারেন এই ট্যুরে।

❑ যাত্রা শুরু: শায়েস্তাগঞ্জ রেল স্টেশন থেকে ৮ জুন রাত ১১:৪৫ টায়।
❑ যাএা শেষ: ১০ জুন সকাল ৬:০০ টার মধ্যে আমরা শায়েস্তাগঞ্জ থাকবো ইনশাআল্লাহ।
❑ ট্যুরের ধরণ: ডে লং সেমি ট্রাকিং

❑ ভ্রমন/ ইভেন্ট ফি -
১৪৯৯ টাকা। বুকিং মানি ১০০০ টাকা অফেরতযোগ্য
★টিম সাইজঃ ১৫/২০ জন

❑ যা যা দেখবো
১। মেলখুম
২। মহামায়া লেক

★ যা যা থাকছেঃ
১। শায়েস্তাগঞ্জ টু ফেনির আসা যাওয়ার ট্রেনের টিকেট।
২। ফেনি থেকে মেলখুম ও মহামায়া লেকের সকল লোকাল খরচ।
৩। সকাল ও দুপুরের খাবার
৪। দক্ষ গাইড
৫। মহামায়া লেকের এন্ট্রি টিকেট।

★যা যা থাকছেনাঃ
১) কোন ব্যক্তিগত খরচ
২) কোন ঔষধ
৩) কোন ধরেণের বীমা
৪) উল্লেখিত সার্ভিস ব্যতিত অন্য যেকোনো খরচ।

★ ভ্রমণ পরিকল্পনা:
৮ জুন বৃহস্পতিবার রাত ১১:৪৫ টায় শায়েস্তাগঞ্জ রেল স্টেশন থেকে আমরা মীরসরাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো ইনশাআল্লাহ। আশা করি সকাল ৬/৭ টার মধ্যে আমরা পৌঁছে যাবো। মীরসরাই পৌঁছে স্থানীয় রেস্টুরেন্টে ফ্রেশ হয়ে নাস্তা করে মেলখুমের উদ্দেশ্যে ট্রেকিং শুরু করবো। ট্রেকিং শেষে লাঞ্চ সেরে সেখান থেকে চলে যাবো মহামায়া লেক এর উদ্দেশ্যে। মহামায়া লেক পৌছে যে যার মতো করে ঘুরাফেরা করে রাতের ট্রেনে শায়েস্তাগঞ্জে উদ্দেশ্যে রওনা দিবো। সকাল ৬ টার মধ্যে আমরা শায়েস্তাগঞ্জ পৌঁছে যাব ইনশাআল্লাহ।

★★যেনে রাখা ভালো
# ইহা একটি ট্রেকিং ট্যুর।। #ট্রেকিং জুতা, গামছা, ক্যাপ ১ সেট কাপড়, পলিথিন,
পানি, ও হালকা নাস্তা সাথে নিবেন।
#দলের সাথে থাকবেন।।
#হোষ্টের কথা মেনে চলবেন
#সাথে ১ কপি আইডি কার্ডের কপি রাখবেন

★ বুকিং পাঠানোর মাধ্যম
বিকাশ: 01922055431
নগদ: 01770525694 (সবুজ)
বিকাশ/নগদ: +880 1984-833337 (মাহবুব)
বুকিং কনফার্ম করার লাস্ট ডেইট ০৪/০৬/২০২৩

★বুকিং পদ্ধতিঃ
-- বিকাশ বা সরাসরি দেখা করে বুকিং মানি জমা দিতে পারবেন
বুকিং মানি বিকাশ করলে খরচসহ পাঠাতে হবে। শুধুমাত্র মৌখিক বা মেসেজ কনফার্মেশন গ্রহনযোগ্য নয়।
-- এ্যাডভান্স মানি অফেরৎযোগ্য। তবে কেউ যদি নিজের পরিবর্তে অন্যকে স্থলাভিষিক্ত করতে পারেন তাহলে সম্পূর্ণ বুকিং মানি ফেরত পেয়ে যাবেন।

❑ যা সাথে নেওয়া উচিতঃ
১। পাওয়ার ব্যাংক।
২। পানির বোতল (৫০০ এম এল )।
৩। বর্ষা মৌসুম হলে রেইনকোট/ছাতা।
৪। তোয়ালে এবং গোসলের জন্যে কাপড়।
৫। পলিথিন (মোবাইল,ক্যামেরা বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য।)।
৬। সানগ্লাস, হ্যাট, সান ক্রিম।
৭। ট্র‌্যাকিং ট্যুর হলে সাথে এংলেট এবং নি-গার্ড নিতে পারেন।
৮। ট্রেকিং ট্যুরে হাল্কা জুতা বা স্যান্ডেল নিতে পারেন।
৯। ট্র্যাকিং ট্যুরে হাঁটার সময় সাথে কিছু শুকনো খাবার যেমন কিসমিস, বাদাম, খেজুর রাখবেন এবং সাথে গ্লুকোজ, স্যালাইন।
১০। জরুরী ঔষধ সামগ্রী।

❑ ভ্রমনের শর্ত এবং নির্দেশনা সমূহঃ
১। প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২। ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩। ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৪। আমরা শালিনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
৫। প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন ট্যুরিজম এর কোন ক্ষতি না হয়, সেটা সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
৬। অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
৭। স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৮। কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে।
৯। দুর্ঘটনা যেকোন সময় হতে পারে তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে ।
১০। এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতার কোন রকম সুযোগ নেই। কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের সাথে ভ্রমণে যান, সেটি বুঝে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না। এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো।

★যেকোনো তথ্য ও সেবা পেতে যোগাযোগ করুনঃ
+8801770525694 (সবুজ)
+880 1984-833337 (মাহবুব)
+8801775955355 (সন্দীপ)
+8801765003307 (রিপন)
+880 1618-771908 (বাবুল)

Address

Habiganj

Telephone

+8801984833337

Website

Alerts

Be the first to know and let us send you an email when হবিগঞ্জ ট্যুর গ্রুপ এইচ-টি-জি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হবিগঞ্জ ট্যুর গ্রুপ এইচ-টি-জি:

Videos

Share


Other Habiganj travel agencies

Show All