30/04/2024
USA Valid multiple entry visa with visa free
Countries Bangladesh passport holder
আমেরিকার ভিসআপনার যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ভেলিট ভিসা মাল্টিপল এন্ট্রি ও কমপক্ষে একবার ইউজ করা হয়েছে।সে ক্ষেত্রে আপনি ২৩ টি দেশ ট্রাভেল করতে পারবেন ভিসা ফ্রি।অবশ্যই ভিসা ক্যাটাগরি গুলো
B1,B2,H1,L1,F1,J1 এর মধ্যে হতে হবে।(অবশ্যই মাল্টিপল এন্ট্রি ও ভ্যালিড এবং কমপক্ষে একবার ইউজ করা)
কিছু দেশের ক্ষেত্রে আনইউজ করা।অর্থাৎ ইউএস ভিসা থাকলেই on arrival/e-visa এ যেতে পারবেন।
তবে বোর্ডিং পাস নেওয়ার সময় অনেক সময় ঝামেলা করে।তাই ভিসা পেয়ে কমপক্ষে একবার ইউজ করুন।
Note এখন বর্তমানে আমেরিকা ভ্রমণ করলে।
Immigration entry exit stamps করে না।
প্রমাণের জন্য আপনাকে।CBP one apps download করে হিস্টোরি দেখাতে হবে।
অথবা প্রিন্ট আউট করতে পারেন।এছাড়া
USA territory Guam 🇬🇺 immigration entry stamps এখনো চলমান রয়েছে।
দেশগুলো হলো
১)মেক্সিকো
২)বেলিজ
৩)কোস্টারিকা
৪)পানামা
৫)অ্যাঙ্গুইলা
৬)বার্বুডা
৭)বারমুডা
৮)ভার্জিন দ্বীপ
৯)কিউবা
১০)ডোমিনিকান প্রজাতন্ত্র
১১)কাইকোস
১২)আলবেনিয়া
১৩)বসনিয়া
১৪)জর্জিয়া
১৫)মন্টিনিগ্রো
১৬)উত্তর মেসিডোনিয়া
১৭)তুরস্ক (US,UK, IRELAND,OR any Schengen county visa/ resident permit দিয়ে আপনি এক
মিনিটেই ই- ভিসা নিতে পারবেন।
১৮)সার্বিয়া
১৯)বাহারাইন
২০)কাতার (এ ভিসা নিতে পারবেন USA ভিসা দিয়ে
২১)সৌদি আরব।on arrival যেতে পারবেন।
ওদের ওয়েবসাইটে ৪৪০ রিয়েল দেওয়া।আমি লাস্ট ইয়ারে ভ্রমন করে আসছি।৫০০ রিয়েল ভিসা ফি দিতে হয়।ভিসা এক বছরের মাল্টিপল এন্টি দেয়।
তবে বর্ডার দিয়ে ঢোকার সময় পাবেন না।
যেমন বাহারাইন থেকে বাস দিয়ে সৌদি দাম্মাম।
অনলি ফ্লাইটে বড় এয়ারপোর্ট গুলাতে।
২২)মিশর (কেউ যদি মিশর থেকে ফিলিস্তিনি বর্ডার দিয়ে যেতে চান।সে ক্ষেত্রে আপনার re-entry permit নিয়ে যেতে হবে থাইল্যান্ডের মতো।
কারণ মিশর সিঙ্গেল এন্টি এক মাসের ভিসা দেয়।
অবশ্যই রিএনটি পারমিট নিবেন।কারণ ফিলিস্তিনি থেকে ফ্লাইট এভেলেবেল নাই।
২৩)মরক্কো (ই-ভিসার জন্য উপযুক্ত হবেন)
Exceptional
অনলাইনে আপনি অনেক সাইট পাবেন।
৪০ টির উপরে দেওয়া।তবে বাংলাদেশীরা সব দেশের জন্য উপযুক্ত নয়।
মালয়েশিয়াতে আপনি পাঁচদিনের ট্রানজিট পারমিশন পাবেন।যদি সরাসরি যুক্তরাষ্ট্রের ফ্লাইট থাকে।এছাড়া যুক্তরাজ্যে আপনি ২৪ ঘন্টার পারমিশন পাবেন।তবে মালয়েশিয়াতে ভিসা নিয়ে যাওয়াই ভালো।আমার সাথে অনেক ঝামেলা করেছিল।একবার অনারেবল কাউন্টারে পাঠায় আরেকবার ইমিগ্রেশন কাউন্টারে পাঠায়।রীতিমত অনেকটা বিরক্ত হয়ে গিয়েছিলাম।ধন্যবাদ