Deshi Escapes

Deshi Escapes Explore the Wonders of Bangladesh in sundarban

If you don't want to get or lose your life partner today, once you say I love you from your heart, I think he won't retu...
31/12/2023

If you don't want to get or lose your life partner today, once you say I love you from your heart, I think he won't return you
So everyone open up and say I love you
And that's Happy New Year

Happy New Year
31/12/2023

Happy New Year

Sundarban tour 31st night now booking start Dhaka to Sundarban to Khulna 4 day 3 Nights booking number 01894950810WhatsA...
11/12/2023

Sundarban tour 31st night now booking start Dhaka to Sundarban to Khulna 4 day 3 Nights
booking number 01894950810
WhatsApp number 01714969991
email ID [email protected]/[email protected]

Sundarban tour 3 days & 2 nights Dhaka to Sundarban to Khulna Booking start CALL 01714969991/01894950810
03/12/2023

Sundarban tour 3 days & 2 nights Dhaka to Sundarban to Khulna Booking start
CALL 01714969991/01894950810

আবার সুন্দরবনের দিকে ফিরে আসতেছি
02/10/2023

আবার সুন্দরবনের দিকে ফিরে আসতেছি

The greatest discovery of my life
09/09/2023

The greatest discovery of my life

tour meeting start from Inter Continental hotel Dhaka
04/09/2023

tour meeting start from Inter Continental hotel Dhaka

Vessel Name :- M V FlamingoBed capacity :- 50 paxWe're looking for corporate or family group for full ship reservation o...
09/07/2023

Vessel Name :- M V Flamingo
Bed capacity :- 50 pax
We're looking for corporate or family group for full ship reservation on September & April for two nights three days Sundarban Tour package. Fully air-conditioned luxurious ship & geyser facility Available.
Grab your booking hurry,!!
Hotline :- 01894950810

winding party For M V Flamingo ship
06/07/2023

winding party For M V Flamingo ship

🇧🇩 🌿 সবাইকে আমাদের কোম্পানির পক্ষ থেকে লাল গোলাপ ফুলের শুভেচ্ছা রইলো ও সুন্দরবন ভ্রমনের জন্য  আমন্ত্রণ   জানাচ্ছি এবং আপ...
05/07/2023

🇧🇩 🌿 সবাইকে আমাদের কোম্পানির পক্ষ থেকে লাল গোলাপ ফুলের শুভেচ্ছা রইলো ও সুন্দরবন ভ্রমনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনার ভ্রমণটি নিশ্চিত করতে প্যাকেজটি নেওয়ার জন্য যোগাযোগ করুন 🌹🌹

▪ খুলনা - সুন্দরবন - খুলনা ।
▪ ভ্রমনের সময়: ৩ দিন ২ রাত
▪ খুলনা - সুন্দরবন - খুলনা
♦️সেপ্টেম্বর/১/২০২৩ থেকে শুরু হচ্ছে সুন্দরবন ট্যুর ।

🌿ভ্রমণের স্থানঃ
হাড়বাড়ীয়া ইকো ট্যুরিজম, কটকা অফিস পার, টাইগার টিলা, কটকা ওয়াচ টাওয়ার, টাইগার পয়েন্ট, জামতলা সী বীচ, কচিখালী,ডিমের চর ও করমজল ।

🌿প্যকেজ অন্তর্ভুক্তঃ
৩ দিন ২ রাত ট্যুরিষ্ট শিপে থাকা, তিন দিনের সকল প্রকার খাবার, ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী (ব্রেকফাষ্ট + লাঞ্চ + ডিনার ও প্রতিদিন ২ টি স্নাক্স), ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী সকল স্পট পরিদর্শন, ছোট বোটে করে ক্যানেল ক্রুজিং, শেষ রাতে বার-বি-কিউ ডিনার, ২৪ ঘন্টা খাবার পানি সরবরাহ, ফরেষ্ট পারমিশন ও সকল প্রকার এন্ট্রি ফি, নিরাপওার জন্য ফরেষ্ট ডিপার্টমেন্ট থেকে অস্ত্রধারী গার্ড, অভিজ্ঞ সার্ভিস বয়, দক্ষ ক্রু, অভিজ্ঞ গাইড, কোন রকম হিডেন চার্জ নাই।

🌿আপনার প্যাকেজটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুনঃ

যোগাযোগ:
Deshi Escape
Jashore It Park hotel and resort

#মোবাইল: ☎️+88 01714969991 (What's App)
☎️+88 01894950810


🚸 Sheik Hasina Software Technology park, Nazir Shangkorpur road, Jashore, Bangladesh.

🌿আপনার প্যাকেজটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুনঃ
+8801894950810
Email:- [email protected]
www.deshiescape.com

18/06/2023

08/06/2023

জুন জুলাই আগষ্ট তিন মাস সুন্দরবন বন্ধ থাকবে। সেপ্টেম্বর এর ১ তারিখে খুলবে। আর প্রথম দিনেই আমরা যাবো সুন্দরবনের আসল সৌন্দর্য উপভোগ করতে।
এই ভ্রমণ হবে পুরোটাই ভিন্ন মাত্রার। যাবো বাঘের সন্ধানে সাম্ভাব্য সব জায়গায় যদি থাকে নসিবে।
আর এই সময় সুন্দরবনকে আপনি পাবেন একদম কাচা (Raw). তো আপনি রেডি তো।
বিশেষ আকর্ষণ আগষ্ট এর ৩১ তারিখ পূর্ণিমা আকাশে থাকবে বিশাল একথালা চাঁদ।

sundarban tour photo
22/05/2023

sundarban tour photo

30/04/2023
সুইমিং পুল সংযুক্ত ও "সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রিত" আধুনিক বিলাশবহুল নতুন জাহাজ "এম.ভি. দি ওয়েভ" এ পৃথিবীর সর্ব বৃহৎ উপক...
30/04/2023

সুইমিং পুল সংযুক্ত ও "সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রিত" আধুনিক বিলাশবহুল নতুন জাহাজ "এম.ভি. দি ওয়েভ" এ পৃথিবীর সর্ব বৃহৎ উপকূলীয় ম্যানগ্রোভ বন সুন্দরবন ভ্রমন করুন।
সুন্দরবন এর অভ্যান্তরে ভ্রমনের জন্য, পর্যটকদের আরাম আয়েশ এর চাহিদা পূরন ও তারকা মান এর সেবা দেওয়ার লক্ষ্যে, নির্মিত হয়েছে সর্বাধুনিক ও বিলাসবহুল ট্যুরিস্ট ভেসেল “এম ভি দি ওয়েভ” ।
বুকিং চলছেঃ
ভ্রমন শুরুর তারিখঃ ৪ মে, ২০২৩ সকাল ৭ টা (খুলনা জেল খানা ঘাট)
ভ্রমন শেষঃ ৬ মে, ২০২৩ বিকাল ৫ টা (খুলনা জেল খানা ঘাট)
ভ্রমণ রুটঃ খুলনা – সুন্দরবন – খুলনা (জামতলা সমুদ্র সৈকত, কটকা ওয়াচ টাওয়ার, কটকা অফিস পাড়া (টাইগার পয়েন্ট), কচিখালী , ডিমের চর, করমজল ও হাড়বাড়িয়া)।
(ঢাকা থেকে যারা যাবেন তাদের বাস ও ট্রেন টিকেট প্রাপ্তি তে সহযোগিতা করা হবে। বাস/ট্রেন থেকে নামলে, আমাদের জাহাজ ঘাট অল্প দূরত্ব। সেখানে আমাদের গাইড আপনাকে রিসিভ করবেন।)
১৫০ ফুট দৈর্ঘ্য ও ৩৫ ফুট (প্রায়) প্রস্থ বিশিস্ট জাহাজ টিতে মোট ৭৫ জন এর আবাসন ব্যাবস্থা করা হয়েছে। মোট ৩২ টি কেবিন নিয়ে গঠিত আবাসন পরিকল্পনায় , ফ্যামিলি কেবিন রয়েছে ১২ টি এবং অবশিস্ট ২০ টি কেবিন এর মধ্যে ডাবল বেড ও ট্রিপল বেড কেবিন রয়েছে । প্রতিটি কেবিন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। সব গুলো কেবিন এ ইউরোপিয়ান স্টাইলের, এটাচ বাথরুম সংযোজিত হয়েছে ।
এম ভি দি ওয়েভ জাহাজ এর ২য় তলার পেছন এর সান ডেক এ একটি ৪০০ বর্গফুট বিশিষ্ট সুইমিং পুল স্থাপন করা হয়েছে । নৌযান টিতে ১৬০০ বর্গফুট বিশিস্ট প্রায় ১০০ আসন সমৃদ্ধ শীতাতপ নিয়ন্ত্রিত একটি কনফারেন্স হল রুম নির্মাণ করা হয়েছে । যাতে অত্যাধুনিক সাউন্ড সিস্টেম এর সমন্বয়ে কর্পোরেট পার্টি, ট্রেনিং, মিটিং এবং সেমিনার এর আয়োজন করা যাবে । শিশুদের জন্য থাকছে ইনডোর গেইমস জোন ।
সাধারন ট্যুরিস্ট ভেসেল এর তুলনায় এই জাহাজ টির নির্মাণ, পরিচালনা ও সেবার মান এ ভিন্নতা আনা হয়েছে । এ লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি । নান্দনিক ডিজাইন, ইন্টেরিয়র সাজ সজ্জা ও লাইটিং এ সজ্জিত হয়েছে পুরো জাহাজ টি । প্রতিটি কেবিন এ রয়েছে ইন্টারকম সুবিধা । উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন সংযোজন এর পাশা পাশি , নেভিগেশন ব্রীজ এ রয়েছে উন্নত প্রযুক্তি সম্পন্ন রাডার, জি পি এস, ইকো সাউন্ডার, ইলেক্ট্রো হাইড্রোলিক স্টিয়ারিং সিস্টেম । সেফটি সরঞ্জাম এর ভেতর স্বয়ংক্রিয় ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট, ফায়ার এলার্ম, লাইফ জ্যাকেট, লাইফ বয়া সংযুক্ত করা হয়েছে । ইমারজেন্সি তে স্পীড বোট সাপোর্ট থাকবে।
এম ভি দি ওয়েভ জাহাজ এ অন-বোর্ড সার্ভিসে যেসব ফ্যাসিলিটি পাওয়া যাবেঃ
** বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত ক্রুজ শীপ
** বাচ্চাদের প্লে গ্রাউন্ড
** বার-বি-কিউ কর্নার
** রাতে কনফারেন্স রুম এ সকল গেস্ট একসঙ্গে থিয়েটরে মুভি দেখার ব্যবস্থা।
** ৫০,০০০ লিটার মিষ্টি পানির রির্জাভার।
** নামাজের জায়গা
** আধুনিক জি.পি. এস. রার্ডার, ইকো সাউন্ড সিস্টেম, ফায়ার এর্লাম সহ সংক্রিয় অগ্নিনির্বাপক ব্যাবস্থা।
** ৪টি ফ্রিজের মাধ্যমে খাবার সংরক্ষন করা।
** শীপের অভ্যন্তরে ফ্লোর এবং ওয়ালে উডের নান্দনিক ইন্টোরিয়ার ডিজাইন।
** কনফারেন্স রুম
** ৭৫ জনের বেড ক্যাপাসিটি ইন ৩২ কেবিন উইথ
** এটাস্ট ওয়াশরুম।
** সুইমিংপুল
** ডক্টরস চেম্বার
** প্রতিদিন থাকছে ডাবল ফুড মেন্যু
** তিন বেলা খাবার ও দুইবেলা স্নাক্স এবং সার্বক্ষণিক চা-কফির সুব্যবস্থা।
** একদিন স্পেশাল BBQ নাইট
** প্রতিদিন আপনাদের জন্য সুস্বাদু খাবার আয়োজনের জন্য আমাদের রয়েছে অভিজ্ঞ শেফ এবং খাবার সার্ভের জন্য দক্ষ ওয়েটার
** নিরাপত্তার জন্য আমাদের প্রতিটি ট্যুরে দুজন করে বন বিভাগ থেকে সরকারি সিকিউরিটি গার্ড উইথ আর্মস
** অভিজ্ঞ গাইড।
** প্রযুক্তি সম্পন্ন নেভিগেশন যন্ত্রপাতি
** লাইফ জ্যাকেট, লাইফ বয়া
বি. দ্রঃ জাহাজে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।
শিশু পলিসি ও অনান্যঃ
৩ বছরের নিচে তারা বাবা মা এর সাথে ফ্রি যেতে পারবে, টাকা লাগবে বা আলাদা, আলাদা বেড ও পাবে না। ৩ থেকে ৭ বছর বয়স এর শিশু এর জন্য পার্শিয়াল পেমেন্ট লাগবে, আলাদা বেড পাবে না। এর বেশী বয়সে ফুল পেমেন্ট লাগবে।
দ্রুত আপনার বুকিং টি কনফার্ম করে ফেলুন। আসন সংখ্যা সীমিত ।
প্যাকেজ টি বুকিং সংক্রান্ত আরো তথ্য জানতে যোগাযোগ করুনঃ +01894950810 01714-969991 (Whats App)
আপনার প্রতিষ্ঠান এর কর্পোরেট গ্রুপ ট্যুর সহ যে কোন ট্যুর এর আয়োজন এর ব্যাপারে আস্থা রাখুন আমাদের উপর।
সুন্দরবন এ এসি বা নন এসি জাহাজ এ ফ্যামিলি ট্রিপ , কর্পোরেট ট্রিপ , স্টাডি ট্যুর , গ্রুপ ট্যুর এর জন্য স্পেশাল প্যাকেজ করে দেয়া হবে আলোচনা সাপেক্ষে । সুন্দরবন এ গ্রুপ ট্যুর, স্টাডি ট্যুর , কর্পোরেট ট্যুর ও ফ্যামিলি নিয়ে সুন্দরবন সহ দেশ এর ভেতর ও বাইরে যে কোন স্থানে ভ্রমনের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে । আমরা স্বল্প খরচে আপনাদের বাস টিকেট, জাহাজ রিজার্ভেশন, হোটেল /রিসোর্ট , খাওয়া দাওয়া সকল কিছুর ব্যাবস্থা করে দেবো । সম্পূর্ণ ভ্রমনের নির্ঝঞ্জাট ভাবে ব্যাবস্থা করবো ।
সুন্দরবন ভ্রমণ বিষয়ক সকল তথ্যের জন্য সংযুক্ত থাকুন এই গ্রুপে www.facebook.com/Sundarbansagor https://www.facebook.com/profile.php?id=100042064165117
সাথে বন্ধু বান্ধব ও পরিচিত সকল কে এড করুন।
(গ্রুপে মেম্বার এড করে, এখন বা ভবিষ্যতে আমাদের যে কোন সার্ভিসে আকর্ষণীয় ডিসকাউন্ট বুঝে নিন।)

সকলকে পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মুবাররক ❤️তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।আল্লাহ তাআলা আমাদের নেক আমল গুলো...
21/04/2023

সকলকে পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা,
ঈদ মুবাররক ❤️
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
আল্লাহ তাআলা আমাদের নেক আমল গুলো কবুল করুন।আমিন

এপ্রিল এর ১৩ তারিখ বৃহস্পতিবার বুকিং দিলেই পাবেন Special Discount....এই offer শুধু বৃহস্পতিবারের জন্যই প্রযোজ্য..ঈদ ট্যু...
18/04/2023

এপ্রিল এর ১৩ তারিখ বৃহস্পতিবার বুকিং দিলেই পাবেন Special Discount....এই offer শুধু বৃহস্পতিবারের জন্যই প্রযোজ্য..

ঈদ ট্যুর‼️সুন্দরবন‼️লাক্সারি এসি শীপ‼️ঈদ ট্যুর‼️

⭕ | এসি শীপ | প্রিমিয়াম ফুড

EiD Tour‼️Sundarban‼️Luxury AC Ship‼️EiD Tour‼️

🔸খুলনা-সুন্দরবন-খুলনাঃ এসি শীপ ARAL SEA Cruise

3 days 2 nights

Khulna-Sundarban-Khulna

Ac Room with attached bath

Per Person Cost : 17000tk

Child: Below Age 3 Free

From Age 3 Cost : 7000tk per person sharing bed with parents

⭕ ঈদ ট্যুর ডেটঃ

এপ্রিল ২৪-২৫-২৬
২৮-২৯-৩০

🔖থাকছে আপনার পছন্দ অনুযায়ী রুম বেছে নেয়ার সুযোগ

🔖গ্রুপ/কর্পোরেট বুকিং এ রয়েছে এক্সট্রা ডিসকাউন্ট

এই প্রথম সুন্দরবন এর কোন ট্যুরে আস্ত খাসির বার-বি-কিউ থাকছে যা কিনা অন্য যেকোনো ট্যুর প্যাকেজ এর চেয়ে আলাদা 🍖

এছাড়াও রয়েছে 🦐 চিংড়ী, রুপচাঁদা, পারসে ফিশ ফ্রাই ও কারি, থাকছে ট্র‍্যাডিশনাল বীফ চুই ঝাল, চাইনিজ আইটেম সহ নানারকম আয়োজন 🍱

একটা ট্যুরে এমন খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকলে এর চেয়ে রিল্যাক্স ট্যুর আর কি হতে পারে বলুন তো⁉️

𝐅ᴏʀ ʀᴇ𝐬ᴇʀᴠᴀᴛɪᴏɴ𝐬 ᴏʀ ɪɴ𝐨̨ᴜɪʀʏ:

01894950818
01714-969991
01580315279

আসসালামু আলাইকুম,

আলহামদুলিল্লাহ কথা ও কাজে মিল রেখে আগাচ্ছে আরাল সী. ইনশাআল্লাহ্ সর্বোচ্চ অতিথি সেবার অঙ্গীকার করছি.

( খুলনা -সুন্দরবন- খুলনা / ৩ দিন ২ রাতের )

#ভ্রমণ_স্পট :

🛑▪আন্ধারমানিক🐅
🛑▪জামতলা সী-বীচ🐅
🛑▪কটকা অফিস পাড়🐅
🛑▪কচিখালি অফিস পাড়
🛑▪ডিমের চর🐅
🛑▪করমজল 🐅
🛑▪ক্যানেল ক্রুজিং (আন্ধারমানিক,কটকা,কচিখালি)

#খাবার_ম্যানু:

বুফে ---------

~১ম দিন~

-স্পেশাল ওয়েল্কাম ড্রিংকস-

সকালঃ ব্রেড + বাটার + জ্যাম +কর্নফ্লাক্স+ দুধ + ডিম পোচ + পাখির ডিম সিদ্ধ + খালিসা ফুলের মধু + কলা + মাল্টা + চা/কফি

স্নাক্সঃ চিকেন রোল + আপেল / পেপে + চা/কফি

দুপুরঃ বাসমতী চালের ভাত + ভর্তা + লাউ চিংড়ি + রুপ চান্দা মাছ দোপিয়াজা + চুইঝালের গরুর মাংস + ডাল + সালাদ + কোল্ড ড্রিংকস + রসো গোল+ ফ্রুট + চা/কফি

স্নাক্সঃ ফিস ফ্রাই + হট এন্ড সাওয়ার সুপ + ফ্রান্স ফ্রাই + চা/কফি

রাতঃ মিক্সড ফ্রাইড রাইচ + সুইট এন্ড সাওয়ার প্রন + ফ্রাইড চিকেন + চাইনিজ ভেজিটেবল + কেসনাট সালাদ + ফ্রুট কাস্টার্ড / ফালুদা + কোল্ড ড্রিংক্সস + চা/কফি

~২য় দিন~

মর্নিং টিঃ খাটি গরুর দুধ / গ্লুকোজ + ড্রাই কেক + চা/কফি

সকালঃ ভুনাখিচুড়ি + কোয়েল পাখি ফ্রাই + খাসির কলিজা ভুনা + বেগুন ভাজি + আচার + গ্রিন সালাদ + জিরাপানি ড্রিংকস + চা/কফি

স্নাক্সঃ ফ্রুট জুস + চিকেন স্যান্ডিউজ + পেয়ারা / বরই + চা/কফি

দুপুরঃ বাসমতী চালের ভাত + চিংড়ি ভর্তা + কলা ভর্তা + মিক্সড ভেজিটেবল + চিকেন কারি + ফাইসা মাছ দোপিয়াজা + ডাল + সালাদ + সরপুরিয়া + চা/কফি

স্নাক্সঃ চিকেন ভেজ পাকুড়া + ফ্রেন্স ফ্রাই + থাই সুপ + চা/কফি

রাতঃ বাটার নান + চিকেন বারবিকিউ + ফিস বারবিকিউ + ম্যাশ পটেটো + ভেজিটেবল ফ্রাই + রাশিয়ান সালাদ + কোল্ড ড্রিংক্সস + স্পেশাল রস মালাই + চা/কফি

~৩য় দিন~

মর্নিং টিঃ গরুর দুধ + লেক্সাস বিস্কুট + চা/কফি

সকালঃ তুর্কীস রুটি + হাসের মাংস ভুনা + ডিম ভাজি + ডাল মাখানো + রসের পায়েস + চা/কফি

স্নাক্সঃ বেলের সরবত / লেমন জুস + ফ্রুট কেক + মিক্সড ফ্রুট + চা/কফি

দুপুরঃ পোলাউ + কোরাল মাছ দোপিয়াজা + চিকেন রোস্ট + বেগুন ভাজি + গ্রিন সালাদ + দই + কোল্ড ড্রিংক্সস + চা/কফি

স্নাক্সঃ গোটা খাসি বারবিকিউ + বসনিয়ান নান + ফ্রাইড ভেজিটেবল + কোল্ড ড্রিংক্সস + চা/কফি

বিঃদ্রঃ সিজন পরিবর্তন এবং বাজার উপস্থিতির উপরে ভিত্তি করে খাবার মেনু কিছুটা পরিবর্তন হতে পারে।

⭕ #বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে বাঘশুমারির কাজ শেষ হয়েছে। এখন শুমারি চলছে খুলনা রেঞ্জে। যা চলবে আগ...
17/04/2023

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে বাঘশুমারির কাজ শেষ হয়েছে। এখন শুমারি চলছে খুলনা রেঞ্জে। যা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। পরে ৬ মাস বিরতি দিয়ে ফের শুমারি শুরু হবে শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে। সুন্দরবনের চারটি রেঞ্জে শুমারি শেষে ২০২৪ সালের ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবসে ফল ঘোষণা করবে বনবিভাগ।

এর আগে চলতি বছরের ১ জানুয়ারি সুন্দরবনে বাঘ শুমারির কাজ শুরু হয়। সুন্দরবনের কালাবগি ফরেস্ট অফিস এলাকায় ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে এই জরিপ কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ও বাঘ সংরক্ষণ প্রকল্প পরিচালক আবু নাসের মো. মোহসিন হোসেন জানান, এরইমধ্যে সাতক্ষীরা রেঞ্জে এ শুমারি শেষ হয়েছে। জরিপের জন্য এই রেঞ্জে ২০০টি ক্যামেরা স্থাপন করা হয়। কিছুদিন আগে খুলনা রেঞ্জে ১৮০টি ক্যামেরার মাধ্যমে শুমারির কাজ শুরু হয়, যা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে খুলনা রেঞ্জে শুমারি শেষ হওয়ার পর ৬ মাস বন্ধ রাখা হবে। এরপর ১ নভেম্বর থেকে চাঁদপাই রেঞ্জে এবং শেষ পর্যায়ে শরণখোলা রেঞ্জে আবারও শুমারি করা হবে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে মাঠ পর্যায়ে শুমারির কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে সুন্দরবনে তৃতীয়বারের মতো বাঘ শুমারি চলছে। সুন্দরবনের চারটি রেঞ্জে মোট ৬৬৫টি গ্রিডে দুটি করে ক্যামেরা স্থাপনের মাধ্যমে শুমারি করা হচ্ছে। প্রতিটি গ্রিডে ক্যামেরা রাখা হয় ৪০ দিন করে। মাটি থেকে ৫০ সেন্টিমিটার ওপরে গাছে এসব ক্যামেরা স্থাপনা করা হয়। ১৫ দিন পরপর ক্যামেরার ব্যাটারি ও মেমোরি কার্ড পরিবর্তন কর হয়।

বন বিভাগ সূত্র আরও জানায়, বাঘের হালনাগাদ তথ্য সংগ্রহ ও সুন্দরবনের বাঘ সংরক্ষণের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় ২০২২ সালের ২৩ মার্চ ‘সুন্দরবনের বাঘ সংরক্ষণ প্রকল্প’ শীর্ষক প্রকল্পের প্রশাসনিক অনুমোদন দেয়। প্রকল্পটির মোট ব্যয় ৩৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা। এর মধ্যে শুধুমাত্র বাঘ শুমারি খাতে ব্যয় ধরা হয় ৩ কোটি ২১ লাখ টাকা। প্রকল্পটির মেয়াদ ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত।

17/04/2023

Address

Sheik Hasina Software Technology Park, Nazir Shangkorpur Road, Jashore
Jessore
7400

Alerts

Be the first to know and let us send you an email when Deshi Escapes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deshi Escapes:

Videos

Share


Other Eco Tours in Jessore

Show All