30/04/2023
সুইমিং পুল সংযুক্ত ও "সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রিত" আধুনিক বিলাশবহুল নতুন জাহাজ "এম.ভি. দি ওয়েভ" এ পৃথিবীর সর্ব বৃহৎ উপকূলীয় ম্যানগ্রোভ বন সুন্দরবন ভ্রমন করুন।
সুন্দরবন এর অভ্যান্তরে ভ্রমনের জন্য, পর্যটকদের আরাম আয়েশ এর চাহিদা পূরন ও তারকা মান এর সেবা দেওয়ার লক্ষ্যে, নির্মিত হয়েছে সর্বাধুনিক ও বিলাসবহুল ট্যুরিস্ট ভেসেল “এম ভি দি ওয়েভ” ।
বুকিং চলছেঃ
ভ্রমন শুরুর তারিখঃ ৪ মে, ২০২৩ সকাল ৭ টা (খুলনা জেল খানা ঘাট)
ভ্রমন শেষঃ ৬ মে, ২০২৩ বিকাল ৫ টা (খুলনা জেল খানা ঘাট)
ভ্রমণ রুটঃ খুলনা – সুন্দরবন – খুলনা (জামতলা সমুদ্র সৈকত, কটকা ওয়াচ টাওয়ার, কটকা অফিস পাড়া (টাইগার পয়েন্ট), কচিখালী , ডিমের চর, করমজল ও হাড়বাড়িয়া)।
(ঢাকা থেকে যারা যাবেন তাদের বাস ও ট্রেন টিকেট প্রাপ্তি তে সহযোগিতা করা হবে। বাস/ট্রেন থেকে নামলে, আমাদের জাহাজ ঘাট অল্প দূরত্ব। সেখানে আমাদের গাইড আপনাকে রিসিভ করবেন।)
১৫০ ফুট দৈর্ঘ্য ও ৩৫ ফুট (প্রায়) প্রস্থ বিশিস্ট জাহাজ টিতে মোট ৭৫ জন এর আবাসন ব্যাবস্থা করা হয়েছে। মোট ৩২ টি কেবিন নিয়ে গঠিত আবাসন পরিকল্পনায় , ফ্যামিলি কেবিন রয়েছে ১২ টি এবং অবশিস্ট ২০ টি কেবিন এর মধ্যে ডাবল বেড ও ট্রিপল বেড কেবিন রয়েছে । প্রতিটি কেবিন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। সব গুলো কেবিন এ ইউরোপিয়ান স্টাইলের, এটাচ বাথরুম সংযোজিত হয়েছে ।
এম ভি দি ওয়েভ জাহাজ এর ২য় তলার পেছন এর সান ডেক এ একটি ৪০০ বর্গফুট বিশিষ্ট সুইমিং পুল স্থাপন করা হয়েছে । নৌযান টিতে ১৬০০ বর্গফুট বিশিস্ট প্রায় ১০০ আসন সমৃদ্ধ শীতাতপ নিয়ন্ত্রিত একটি কনফারেন্স হল রুম নির্মাণ করা হয়েছে । যাতে অত্যাধুনিক সাউন্ড সিস্টেম এর সমন্বয়ে কর্পোরেট পার্টি, ট্রেনিং, মিটিং এবং সেমিনার এর আয়োজন করা যাবে । শিশুদের জন্য থাকছে ইনডোর গেইমস জোন ।
সাধারন ট্যুরিস্ট ভেসেল এর তুলনায় এই জাহাজ টির নির্মাণ, পরিচালনা ও সেবার মান এ ভিন্নতা আনা হয়েছে । এ লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি । নান্দনিক ডিজাইন, ইন্টেরিয়র সাজ সজ্জা ও লাইটিং এ সজ্জিত হয়েছে পুরো জাহাজ টি । প্রতিটি কেবিন এ রয়েছে ইন্টারকম সুবিধা । উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন সংযোজন এর পাশা পাশি , নেভিগেশন ব্রীজ এ রয়েছে উন্নত প্রযুক্তি সম্পন্ন রাডার, জি পি এস, ইকো সাউন্ডার, ইলেক্ট্রো হাইড্রোলিক স্টিয়ারিং সিস্টেম । সেফটি সরঞ্জাম এর ভেতর স্বয়ংক্রিয় ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট, ফায়ার এলার্ম, লাইফ জ্যাকেট, লাইফ বয়া সংযুক্ত করা হয়েছে । ইমারজেন্সি তে স্পীড বোট সাপোর্ট থাকবে।
এম ভি দি ওয়েভ জাহাজ এ অন-বোর্ড সার্ভিসে যেসব ফ্যাসিলিটি পাওয়া যাবেঃ
** বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত ক্রুজ শীপ
** বাচ্চাদের প্লে গ্রাউন্ড
** বার-বি-কিউ কর্নার
** রাতে কনফারেন্স রুম এ সকল গেস্ট একসঙ্গে থিয়েটরে মুভি দেখার ব্যবস্থা।
** ৫০,০০০ লিটার মিষ্টি পানির রির্জাভার।
** নামাজের জায়গা
** আধুনিক জি.পি. এস. রার্ডার, ইকো সাউন্ড সিস্টেম, ফায়ার এর্লাম সহ সংক্রিয় অগ্নিনির্বাপক ব্যাবস্থা।
** ৪টি ফ্রিজের মাধ্যমে খাবার সংরক্ষন করা।
** শীপের অভ্যন্তরে ফ্লোর এবং ওয়ালে উডের নান্দনিক ইন্টোরিয়ার ডিজাইন।
** কনফারেন্স রুম
** ৭৫ জনের বেড ক্যাপাসিটি ইন ৩২ কেবিন উইথ
** এটাস্ট ওয়াশরুম।
** সুইমিংপুল
** ডক্টরস চেম্বার
** প্রতিদিন থাকছে ডাবল ফুড মেন্যু
** তিন বেলা খাবার ও দুইবেলা স্নাক্স এবং সার্বক্ষণিক চা-কফির সুব্যবস্থা।
** একদিন স্পেশাল BBQ নাইট
** প্রতিদিন আপনাদের জন্য সুস্বাদু খাবার আয়োজনের জন্য আমাদের রয়েছে অভিজ্ঞ শেফ এবং খাবার সার্ভের জন্য দক্ষ ওয়েটার
** নিরাপত্তার জন্য আমাদের প্রতিটি ট্যুরে দুজন করে বন বিভাগ থেকে সরকারি সিকিউরিটি গার্ড উইথ আর্মস
** অভিজ্ঞ গাইড।
** প্রযুক্তি সম্পন্ন নেভিগেশন যন্ত্রপাতি
** লাইফ জ্যাকেট, লাইফ বয়া
বি. দ্রঃ জাহাজে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।
শিশু পলিসি ও অনান্যঃ
৩ বছরের নিচে তারা বাবা মা এর সাথে ফ্রি যেতে পারবে, টাকা লাগবে বা আলাদা, আলাদা বেড ও পাবে না। ৩ থেকে ৭ বছর বয়স এর শিশু এর জন্য পার্শিয়াল পেমেন্ট লাগবে, আলাদা বেড পাবে না। এর বেশী বয়সে ফুল পেমেন্ট লাগবে।
দ্রুত আপনার বুকিং টি কনফার্ম করে ফেলুন। আসন সংখ্যা সীমিত ।
প্যাকেজ টি বুকিং সংক্রান্ত আরো তথ্য জানতে যোগাযোগ করুনঃ +01894950810 01714-969991 (Whats App)
আপনার প্রতিষ্ঠান এর কর্পোরেট গ্রুপ ট্যুর সহ যে কোন ট্যুর এর আয়োজন এর ব্যাপারে আস্থা রাখুন আমাদের উপর।
সুন্দরবন এ এসি বা নন এসি জাহাজ এ ফ্যামিলি ট্রিপ , কর্পোরেট ট্রিপ , স্টাডি ট্যুর , গ্রুপ ট্যুর এর জন্য স্পেশাল প্যাকেজ করে দেয়া হবে আলোচনা সাপেক্ষে । সুন্দরবন এ গ্রুপ ট্যুর, স্টাডি ট্যুর , কর্পোরেট ট্যুর ও ফ্যামিলি নিয়ে সুন্দরবন সহ দেশ এর ভেতর ও বাইরে যে কোন স্থানে ভ্রমনের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে । আমরা স্বল্প খরচে আপনাদের বাস টিকেট, জাহাজ রিজার্ভেশন, হোটেল /রিসোর্ট , খাওয়া দাওয়া সকল কিছুর ব্যাবস্থা করে দেবো । সম্পূর্ণ ভ্রমনের নির্ঝঞ্জাট ভাবে ব্যাবস্থা করবো ।
সুন্দরবন ভ্রমণ বিষয়ক সকল তথ্যের জন্য সংযুক্ত থাকুন এই গ্রুপে www.facebook.com/Sundarbansagor https://www.facebook.com/profile.php?id=100042064165117
সাথে বন্ধু বান্ধব ও পরিচিত সকল কে এড করুন।
(গ্রুপে মেম্বার এড করে, এখন বা ভবিষ্যতে আমাদের যে কোন সার্ভিসে আকর্ষণীয় ডিসকাউন্ট বুঝে নিন।)