Rent a private car, Dhaka

Rent a private car, Dhaka Contact us to rent a private car. We are by your side to provide 24 hours service to all types of v
(3)

https://teraboxapp.com/s/1eL4oRWbILz0PF0tpBwdXOw  is a 2023 Hindi dubbed South Indian action thriller film directed by L...
25/11/2023

https://teraboxapp.com/s/1eL4oRWbILz0PF0tpBwdXOw

is a 2023 Hindi dubbed South Indian action thriller film directed by Lokesh Kanagaraj and produced by Seven Screen Studio.

The film stars Vijay in the titular role, alongside Sanjay Dutt, Arjun, Trisha, Gautham Vasudev Menon, Mysskin, Madonna Sebastian, George Maryan, Mansoor Ali Khan, Priya Anand and Mathew Thomas.

It is the third installment in the Lokesh Cinematic Universe and is inspired by A History of Violence (2005), an adaptation of the graphic novel of the same name.

The film follows Parthi, a café owner and animal rescuer in Theog, who is pursued by gangsters Antony and Harold Das who suspect him to be Antony's estranged son, Leo.

09/05/2023

If you are in need of a private car to hire please call or whatsapp our number.

29/03/2023

বিভিন্ন গতিতে একটি সেডান কার এর দূর্ঘটনার চিত্র।

গ্রীষ্মের মাসগুলি সারা দেশে অনেক লোকের জন্য একটি চ্যালেঞ্জিং সময় হতে পারে, কারণ এসময় তাপমাত্রা বেড়ে যায় এবং তাপ প্রায...
07/03/2023

গ্রীষ্মের মাসগুলি সারা দেশে অনেক লোকের জন্য একটি চ্যালেঞ্জিং সময় হতে পারে, কারণ এসময় তাপমাত্রা বেড়ে যায় এবং তাপ প্রায় অসহনীয় হয়ে ওঠে। তাপ একটি অস্বস্তিকর স্তরে বৃদ্ধি পায় জন্যে এটি সমস্ত বয়স এবং ব্যাকগ্রাউন্ডের মানুষের জন্য উল্লেখযোগ্য যন্ত্রণার কারণ হতে পারে।

তাপ আমাদের শরীরের উপর বেশ প্রভাব ফেলে, উচ্চ তাপমাত্রার দীর্ঘায়িত এক্সপোজার -ডিহাইড্রেশন, তাপ ক্লান্তি এবং হিটস্ট্রোকও ঘটাতে পারে যা কিছু কিছু ক্ষেত্রে জীবনের জন্য হুমকির কারণ হতে পারে। যারা এই স্বাস্থ্য সমস্যাগুলির ঝুঁকিতে সবচেয়ে বেশি আছেন তাদের মধ্যে বেশিরভাগ হলেন বয়স্করা এবং ছোট শিশু।

তাপ আমাদের দৈনন্দিন জীবনে অন্যান্য উপায়েও প্রভাব ফেলতে পারে। যেমন, এটি রাতে ঘুমানো কঠিন করে তুলতে পারে যা দিনের বেলা আপনাকে ক্লান্তির দিকে পরিচালিত করে। কাজের প্রতি মনোনিবেশ কমিয়ে আনতে পারে এবং আপনার মানসিকতায় নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে।

অর্থাৎ তাপ আমাদের মেজাজ এবং আবেগকে প্রভাবিত করে। গবেষণায় দেখা গেছে যে উচ্চ তাপমাত্রা আপনার মধ্যে বিরক্তি, আগ্রাসী মনোভাব এবং উদ্বেগের অনুভূতি বাড়িয়ে তোলে, যার ফলে আপনার দিনটি হয় কম আনন্দদায়ক এবং আপনার দ্বারা প্রাপ্ত ভালো ফলাফল গুলো কমে আসে।

তাপের প্রভাব শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি আমাদের পোষা প্রাণী এবং অন্যান্য প্রাণীকেও প্রভাবিত করে। গরম আবহাওয়া তাদের জন্যও বিপজ্জনক হতে পারে।

উপসংহারে, নিরাপদ এবং সুস্থ থাকার জন্য গ্রীষ্মের মাসগুলিতে সতর্কতা অবলম্বন করা অপরিহার্য। এর মধ্যে রয়েছে হাইড্রেটেড থাকা, ঢিলেঢালা, হালকা রঙের পোশাক পরা, দিনের উষ্ণতম সময়ে বাইরের কার্যকলাপ এড়িয়ে চলা এবং যখনই সম্ভব শীতাতপ নিয়ন্ত্রিত এলাকায় থাকা। বয়স্ক এবং ছোট বাচ্চাদের দিকে নজর দেওয়া।


খুব চমতকার, হৃদয় ছোঁয়া একটি লেবেল। 💞
21/01/2023

খুব চমতকার, হৃদয় ছোঁয়া একটি লেবেল। 💞

একজন বয়স্ক চাষী ছিলো এবং তার একটা বুড়ো গাধা ছিল। একদিন এই গাধাটা একটা খোলা কুয়োর মধ্যে পড়ে গেল। কুয়োটা ছিলো প্রায় শু...
15/01/2023

একজন বয়স্ক চাষী ছিলো এবং তার একটা বুড়ো গাধা ছিল। একদিন এই গাধাটা একটা খোলা কুয়োর মধ্যে পড়ে গেল। কুয়োটা ছিলো প্রায় শুকনো এবং ৩০ ফুট গভীর। গাধাটা করুণভাবে চিৎকার শুরু করলো। বেরিয়ে আসতে চাইছিলো কিন্তু আসার কোন পথ নেই। চাষীটি গিয়ে নিচে তাকালো, দেখতে পেল বোকারহদ্দ গাধাটা নিচে পড়ে গেছে। এখন তাকে টেনে তোলা, তার জন্য পয়সা খরচ করা চাষীর কাছে বোকামি মনে হচ্ছিল কেননা গাধাটা একেতো বুড়ো হয়ে গেছে আবার তেমন কোনও কাজও করতে পারে না। চাষী আরো ভাবলো গাধাটিরতো অবসর নেওয়ার সময় হয়ে গেছে তাই সে গাধাটিকে উদ্ধার করার জন্য কোন আগ্রহ দেখালো না। চাষী তখন তার বন্ধু এবং প্রতিবেশীদের কে ডাকলো এবং বলল চলো আমরা কুয়োটাকে বুজে দিই কেননা এমনিতেও কুয়োটা প্রায় শুকনো এবং গাধাটাও কোন কাজের না, বুড়ো হয়ে গেছে। চাষির কথায় সবাই রাজি হয়ে গেল। সবাই বেলচা নিয়ে আসলো তারপর যথারীতি কুয়োর মধ্যে মাটি ফেলতে শুরু করলো। অবস্থা দেখে গাধাটা আতঙ্কে আরো করুণভাবে চিৎকার শুরু করলো। কিন্তু কেউই গাধার কথা শুনলো না বরং তারা মাটি ফেলতেই লাগলো। হঠাৎ করেই গাধাটা তার চিৎকার থামালো আর খুব অদ্ভুত বুদ্ধিমানের মত কিছু একটা করতে শুরু করলো। বেলচার মাটি যতবারই তার পিঠে এসে পড়ছিল ততবারই গাধাটি পিঠ ঝাড়া দিয়ে মাটির উপরে এসে দাঁড়াচ্ছিল। বিষয়টা কুয়োর উপর থেকে গ্রামের লোকজন দেখছিল এবং ভাবছিল গাধাটা সত্যি অনেক বুদ্ধিমান। এভাবে যতবার কুয়োতে মাটি পড়ছিল গাধাটিও ততবার মাটি ঝাড়া দিয়ে নিজেকে ক্রমেই উপরে নিয়ে আসছিল। দেখতে দেখতেই একসময় গাধাটি কুয়ো থেকে বেরিয়ে এলো। আর ততক্ষণে যে সমস্ত লোকজন জমা হয়েছিল সবাই প্রশংসা করছিল, "গাধাটা কত বুদ্ধিমান! গাধাটা সত্যিই একটি বুদ্ধিমান গাধা, ও অনেক কিছু করতে পারে।" তখন সেই বৃদ্ধ চাষীটিও খুব গর্ব অনুভব করলো। সে গিয়ে তার গাধাটাকে আদর করার চেষ্টা করলো কিন্তু গাধাটা সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো এবং মারলো চাষির মুখে একটা লাথি।

গল্পের সারকথা হলঃ
কক্ষনো নিজের মধ্যে লুকায়িত গাধাকে ধামাচাপা দিতে যাবেন না। এটা ঘুরে এসে একদিন ঠিক আপনার মুখে লাথি মারবে। যারা নিজের গাধাময় বোকামি গুলো ধামাচাপা দিতে ব্যস্ত তারা সতর্ক থাকুন।

14/11/2022
তিন/চারজন একসাথে যাত্রা করবেন ? স্লিপিং কোচ বা বিজনেস ক্লাস খুঁজছেন। কি দরকার ? ডোর টু ডোর জার্নি করুন। মাঝে দ্বিতীয় বা ...
30/09/2022

তিন/চারজন একসাথে যাত্রা করবেন ? স্লিপিং কোচ বা বিজনেস ক্লাস খুঁজছেন। কি দরকার ? ডোর টু ডোর জার্নি করুন। মাঝে দ্বিতীয় বা তৃতীয় কোনও ট্রানসপোর্টের ঝামেলা নেই। পথে আপনার যেখানে ইচ্ছা বিরতি নিন। জার্নিতে বিনোদন করুন। যোগাযোগ এর জন্য পেইজ এর কল বাটনে ক্লিক করুন। ২৪/৭ আমরা আছি আপনার সাথে।

08/09/2022
04/06/2022

Page Mobile Number Is Changed. Please Contact The New Number From Now & Onward.

Address

Jessore
7400

Telephone

+8801305802614

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rent a private car, Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby travel agencies


Other Travel Services in Jessore

Show All