#চট্টগ্রাম #খৈয়াছড়া #waterfall
#আটাখোর #নেশা #চট্টগ্রাম #আগ্রাবাদ
#পাহাড় #সীতাকুণ্ড #চন্দ্রনাথপাহাড়
বৃষ্টিতে চন্দ্রনাথ পাহাড়ে উঠা খুবই কষ্টের, চন্দ্রনাথ পাহাড়ে উঠার রোমাঞ্চকর দৃশ্য এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি।
#চন্দ্রনাথপাহাড় #পাহাড় #সীতাকুণ্ড
বর্ষায় সব ঝর্ণায় অনেক সুন্দর তেমনি ঝুঁকিপূর্ণ। খৈয়াছড়া ঝর্ণা পর্যন্ত যেতে কাঁদাযুক্ত পিচ্ছিল রাস্তায় অনেক কষ্ট হয়েছিল। তবে সব কষ্ট ঝর্ণার পানিতে গোসলের সাথে ধুঁয়ে চলে যায়। এই ঝর্ণার যাওয়ার সামান্য কিছু চিত্র তুলে ধরতে পেরেছিলাম, সেট শেয়ার করলাম আপনাদের সাথে❤️।
#চট্টগ্রাম #খৈয়াছড়া #ঝর্ণা #travel #waterfall
ভারত ও বাংলাদেশের মানুষ একই জায়গা।
#ডাউকি #জাফলং #Sylhet
#প্রিয়তমা #ShakibKhan #song #CRB
সামান্য ভুলে হতে পারে মারাত্মক দূর্ঘটনা। সবাই সতর্কতার সাথে রাইড করবেন।
#highway
#কক্সবাজারে প্যারাসেলিং করতে যেয়ে মহাবিপদে!!
#Hotel sea cox থেকে সাগরের দৃশ্য
#coxsbazar
#বায়োজিদলিংকরোড চট্টগ্রাম শহরের কাছে অনেক সুন্দর একটা জায়গা।
#১মে
#কাপ্তাইলেক
#আসামবস্তি থেকে কাপ্তাই পর্যন্ত অসাধারণ সুন্দর রাস্তা, পাহাড় ও কাপ্তাই লেকের সৌন্দর্যে পরিপূর্ণ।
#সিন্দুকছড়ি টু মহালছড়ি রোড আঁকাবাঁকা সড়কের সৌন্দর্য উপভোগ করা শুরু করবেন জালিয়াপাড়া বাজারের পর থেকেই। পাহাড়ের প্রতিটা বাঁকে বাঁকে রোমাঞ্চকর অনুভূতি জাগবে। এই সড়কটি মূলত বাইকারদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। পাহাড়ি রাস্তা বরাবরই বাইকারদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে।
চট্টগ্রাম থেকে যাওয়ার জন্য আপনাকে হাটহাজারী যেতে হবে। হাটহাজারী থেকে সোজা চলে যেতে হবে খাগড়াছড়ি রোডে। ফটিকছড়ি পার হওয়ার পর জালিয়াপাড়া থেকে হাতের ডানে সিন্দুকছড়ি রোডে ঢুকে যাবেন। এই রোড দিয়ে আপনি খাগড়াছড়ি যেতে পারবেন আবার রাঙামাটিও যেতে পারবেন।
এতো সুন্দর রাস্তা দেখে মুগ্ধ হয়ে সিন্দুকছড়ি থেকে মহালছড়ির রাস্তার কিছু অংশ শেয়ার করলাম।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে লক্ষাধিক লোকের সমাবেশ।
#চট্টগ্রাম #জশনেজুলুস
সমুদ্রের গর্জন অদ্ভুত সুন্দর, এই সমুদ্রের দিকে তাকিয়ে অনেকটা সময় পার করে দেওয়া যায়।
#অকটেনের দাম ১৩৫ টাকা হওয়ায়, আজ সাইকেল নিয়ে ঘুরতে বের হলাম।
#বাইসাইকেল
I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉
সাম্প্রতিক রাশিয়া - ইউক্রেন যুদ্ধ সম্পর্কেও সে অবগত।এরা কি পাগল? নাকি পাগক সাজে??
এরা নাকি পাগল?? উনি নিজেকে পণ্ডিত ও ন্যাটোর সদস্য মনে করেন।