NOON Tours & Travels

NOON  Tours & Travels we provide:
International Tour packages
Air-Ticket
Visa Processing
Hotel Reservation
Umrah Packages

Dua roilo vaia jonno
09/02/2025

Dua roilo vaia jonno

চীনগামী যাত্রীদের জন্য সতর্কতাঅনেকেই টিকিট বুকিংয়ের সময় নিজের নামের বানানের বিষয়ে উদাসীন থাকেন।  নামের বানান প্রায়শই ...
05/02/2025

চীনগামী যাত্রীদের জন্য সতর্কতা
অনেকেই টিকিট বুকিংয়ের সময় নিজের নামের বানানের বিষয়ে উদাসীন থাকেন। নামের বানান প্রায়শই ভুল দেখা যায়। এই ধরনের ত্রুটি গুরুতর জটিলতা তৈরি করতে পারে।
বিশেষকরে চীনের এয়ারলাইনগুলো জানিয়েছে, বুকিং ডকুমেন্টস ও পাসপোর্টে নামের বানানে মিল না থাকলে বোর্ডিং পাস দেয়া হবে না। সেক্ষেত্রে নতুন করে আবার টিকিট কাটতে হতে পারে।
এজন্য টিকিট কাটার সময় সচেতন হতে হবে। যে কোনও রিজার্ভেশন সম্পন্ন করার আগে যাত্রীদের নাম তাদের পাসপোর্টে ঠিক যেমন আছে ঠিক তেমনভাবে যাচাই করে স্ট্যান্ডার্ড বুকিং পদ্ধতি কঠোরভাবে অনুসরণ করুন।এমনকি বানানে সামান্য অসঙ্গতি, মাঝের নাম বাদ দেওয়া, বা ভুল ফর্ম্যাটিংয়ের ফলে যাত্রী এবং বিমান সংস্থা উভয়ের জন্যই অপ্রয়োজনীয় অসুবিধা হতে পারে।
সমস্যা এড়াতে, দয়া করে:
✅ পাসপোর্টে ঠিক নামটি ব্যবহার করুন।
✅ বুকিং করার আগে যাত্রীর পাসপোর্টের একটি স্পষ্ট পাসপোর্ট কপি অনুরোধ করুন।
✅ টিকিট নিশ্চিত করার আগে বানান দুবার পরীক্ষা করুন।
✅ পাসপোর্টে উল্লেখ না করা থাকলে ডাকনাম, আদ্যক্ষর বা সংক্ষিপ্ত রূপ এড়িয়ে চলুন।

বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া, যেখানে এক প্রান্তে সকাল হয় আর অন্য প্রান্তে সন্ধ্যা নামে 😱🇷🇺
03/02/2025

বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া, যেখানে এক প্রান্তে সকাল হয় আর অন্য প্রান্তে সন্ধ্যা নামে 😱🇷🇺

03/02/2025

ক্রোশিয়ার ভিসা পেতে যেতে হবে না দিল্লি বা নেপালে, বাংলাদেশ থেকেই হবে আপনার স্বপ্নের দেশ ক্রোয়েশিয়ার ভিসা! 🇭🇷🇪🇺👈

এটি ইউরোপের একটি সেনজেনভুক্ত দেশ" এই দেশে বাংলাদেশী কর্মীরা মাসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারে গড়ে !
সাথে কোম্পানি থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা আছে! গত কয়েক বছর ধরেই বাংলাদেশ থেকে অনেক কর্মী যাচ্ছে এই দেশে! 🇭🇷🇧🇩

কিভাবে আপনি ওয়ার্ক পারমিট ভিসা পাবেন এ নিয়ে সম্পূর্ণ ধারণা দেওয়া হল আজকের পোস্টে " 🇭🇷👈🤝

✅ইউরোপের সেনজেন দেশ ক্রোয়েশিয়ার সম্পূর্ণ ভিসা প্রসেসঃ

🟢যারা নতুন এপ্লাই করবেন বা করেছেন, অথবা ধারনা নিতে চান তারা পড়ুন।

১. আবেদন করতে পাসপোর্ট, অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স,ছবি লাগে। বাংলাদেশের বাইরে বসবাসরত থাকলে অই দেশের পুলিশ ক্লিয়ারেন্স এবং ইকামা/আইডি কপি লাগবে।

২. অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স নিকটস্থ বাংলাদেশ এম্বাসি+ ক্রোয়েশিয়া এম্বাসি থেকে এটাস্টেশন করতে হবে। বাংলাদেশ থেকে দিল্লিতে করতে হয়।

৩. পাসপোর্ট কপি, এটাস্টেশন করা পুলিশ ক্লিয়ারেন্স, ছবি, অন্য দেশে থাকলে ইকামা/ইকামা/আইডির কপি, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট থাকলে সব সহ কোম্পানিতে জমা করতে হয়।

৪. কোম্পানি কাজের ভেকেন্সি অনুযায়ী কনট্রাক্ট লেটার রেডি করবে এবং ওয়ার্ক পারমিটের জন্য HZZ ( Harvatski Zavod za Zaposlzavanje ) পোর্টালে অনলাইন করবে।

৫. ওয়ার্ক পারমিট ইস্যু হতে ২-৬ মাস সময় লাগবে। শহর ভেদে কমবেশি হয়। অনেক সময় পারমিট রিজেক্ট হতে পারে।

৬. পারমিট, কন্ট্রাক্ট লেটার, একোমোডেশন ডকুমেন্টস, গ্যারান্টি লেটার এসব আনুষাঙ্গিক ডকুমেন্টস দিবে। যা আপনার এজেন্ট//এজেন্সি ভিএফএস বা এম্বাসির সাবমিশনের সময় আপনাকে দিবে।

৭. ওয়ার্ক পারমিটের ইস্যু তারিখ থেকে ৬০ দিনের মধ্যে এম্বাসিতে জমা দিতে হবে। সেই জন্য এম্বাসির এপয়েন্টমেন্ট নিতে হবে।

৮. এপয়েন্টমেন্ট নরমাল ও আর্জেন্ট সিস্টেম আছে। যে দেশের যে সিস্টেম আর কি। নরমাল এপয়েন্টমেন্ট ইন্ডিয়া বা নেপালের জন্য ১৫/২০ হাজার লাগতে পারে। ইমেইল/আর্জেন্ট এপয়েন্টমেন্ট নিতে মোটা দাগে টাকা লাগে। সুতরাং একান্ত সমস্যা না থাকলে নরমাল এপয়েন্টমেন্ট করুন।

৯. ভিএফএস/ এম্বাসিতে জমার পর কোম্পানিতে ইনকোয়ারি করবে এম্বাসি থেকে। সব কিছু ঠিক থাকলে এবং এম্বাসি যদি চায় তাহলে ভিসা ইস্যু করবে। মনে রাখবেন, সব ঠিক থাকার পরেও এম্বাসি রিজেক্ট করার ক্ষমতা রাখে। এটা সম্পু

01/02/2025

প্রিয় সম্মানিত পার্টনার,

সৌদি আরব ভ্রমণের জন্য বাধ্যতামূলক টিকাদান নোটিশ

প্রযোজ্য তারিখ: ১লা ফেব্রুয়ারি ২০২৫ থেকে

***ভ্যাকসিন কোথায় কোথায় পাওয়া যাচ্ছে***
মেনিনজাইটিস (Quadrivalent Neisseria meningitis) এর দুই ধরণের টিকা পাওয়া যায়।

১.⁠ ⁠Polysaccharide: মেয়াদ ৩ বছর, Ingovax (ইনসেপ্টা) এর দাম ১০০০ টাকা।
২.⁠ ⁠Conjugate: মেয়াদ ৫ বছর / লাইফটাইম, দাম ৪০০০-৪৫০০ টাকা

যেখানে পাওয়া যাচ্ছে :
১.⁠ ⁠ইবনে সিনা হসপিটাল (শুধু ধানমন্ডি). ১০০০ টাকা / ৪৫০০ টাকা, দুই মানের আছে। যেকোন দিন সকাল ৭টা থেকে রাত ১০ টা
২.⁠ ⁠ICDDR,B, মহাখালী (৪৮০০ টাকা + ১০০ টাকা রেজিস্ট্রেশন)
৩.⁠ স্কয়ার হসপিটাল (৪৫০০ টাকা )
৪.⁠ ⁠Bangladesh Specialized Hospital, মিরপুর, (৪৬০০/৪৮০০)
৫.⁠ ⁠Praava Health, বনানী (১০০০ টাকা + ৩০০ টাকা সার্ভিস চার্জ )

‘ভুলে যাওয়া’ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ নেয়ামত। তিনি যদি আমাদের এই নিয়ামত না দিতেন, বেঁচে থাকাটা যে কী ভীষণ দু...
30/01/2025

‘ভুলে যাওয়া’ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ নেয়ামত। তিনি যদি আমাদের এই নিয়ামত না দিতেন, বেঁচে থাকাটা যে কী ভীষণ দুঃসহ হয়ে উঠত তা আমরা কল্পনাও করতে পারি না।

প্রিয় কোন মানুষ যখন মারা যায়, প্রথম কিছুদিন আমাদের অসম্ভব খারাপ লাগে। সারা দুনিয়াটাকেই কেমন রঙহীন, বিস্বাদ আর বিরক্ত লাগে কিছুদিন।

কিন্তু, সময় যত গড়ায়, আমরা আস্তে আস্তে সেই শোক আর ক্ষতটা সেরে উঠি। সময়ের সাথে সাথে প্রিয় মানুষের স্মৃতিগুলোও ধূসর হতে থাকে আমাদের মানসপটে।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে এই ‘ভুলে যাওয়ার’ ক্ষমতাটুকুনা দিতেন, ভাবুন তো কেমন হতো আমাদের জীবনটা? একবার শুধু চিন্তা করুন, আপনার মা মারা যাওয়ার দিন যে কষ্ট আপনার অনুভূত হবে, পাঁচবছর অতিক্রান্ত হওয়ার পরও যদি আপনার ঠিক একইরকম কষ্ট লাগে, আপনি কি আদৌ বেঁচে থাকতে পারবেন?

আবার, ভবিষ্যত না জানাও একরকম নিয়ামত।

ধরুন, আজ রাতে যদি কোনোভাবে আপনি জেনে যান যে, আপনার ফুটফুটে সন্তানটা আগামি বছরের ঠিক আজকের দিনটায় মারা যাবে, আপনার দ্বারা কি সম্ভব হবে আজ থেকে স্বাভাবিক জীবনযাপন করে যাওয়া? আপনি কি খেতে পারবেন ঠিক মতো? ঘুমোতে পারবেন এই ভবিষ্যত জেনে নিয়ে?

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত প্রত্যেকটা বিষয় এমনই হিকমাহপূর্ণ। তিনি যখন বান্দাকে কোনোকিছু দেন না বা জানান না, সেটা বান্দার কল্যাণের জন্যেই৷ আবার, তিনি যখন বান্দাকে কোনোকিছু ভুলিয়ে দেন, সেটাও বান্দার কল্যাণের জন্যেই।

Alhamdulillah  Serbia online done..
25/01/2025

Alhamdulillah Serbia online done..

24/01/2025

🇭🇷 যারা ক্রোয়েশিয়া ফাইল VFS জমা দিবেন তাদের জন্য কিছু কথাঃ

🇭🇷 লোকেশনঃ
ঢাকা বনানী ( হোটেল শেরাটনের বিপরীত বিল্ডিং), রোড #১৭, যা কাকলী টু গুলশান রোডে অবস্থিত।
🇭🇷 যে সকল ডকুমেন্টস সাথে রাখা প্রয়োজনঃ
▪️ মূল পাসপোর্ট ( ১ কপি কালার ফটোকপি)
▪️ ছবি ২ কপি (৩৫×৪৫)
▪️ এ্যাপয়েন্টমেন্টডেট কপি
▪️ এপ্লিকেশন কপি
▪️ ওয়ার্ক পারমিট কপি
▪️ কোম্পানির হাউজ ( accommodation) কপি
▪️ গ্যারান্টি লেটার
▪️ ইন্সুইরেন্স কপি
▪️ টিকেট রিজার্ভেশন কপি
▪️ টিটি ( ভিসা ফি)
▪️ পুলিশ ক্লিয়ারেন্স লিগ্যালাইজেশন কালার ফটোকপি
🇭🇷 VFS Global service ফি -১১,৪৪০/-টাকা

🇭🇷 ইন্টারভিউঃ ভয়ের কোন কারণ নেই। কোন প্রকার প্রশ্নের উত্তর দিতে হবে না। যা হবে তা আপনার ডকুমেন্টস অনুযায়ী সিদ্ধান্ত।

আমাদের রোহান ভাই ছোট বাচ্চা রেখে প্রবাসে রওনা হলেন সৌদি আরবের উদ্দেশ্য।তার জন্য  নুন টুরস & ট্রাভেলস এর পক্ষ থেকে অনেক অ...
21/01/2025

আমাদের রোহান ভাই ছোট বাচ্চা রেখে প্রবাসে রওনা হলেন সৌদি আরবের উদ্দেশ্য।তার জন্য নুন টুরস & ট্রাভেলস এর পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ সৌদি পৌঁছানোর পরের ভিডিও খুব শীঘ্রই আপলোড করব ইনশাআল্লাহ।

Alhamdullillah   3Years Multiple visit visa Done. Visa Info ltd হয়ে উঠুক মানুষের উন্নত রাষ্ট্রের স্বপ্ন পূরণের সাথী |-🇨🇦...
17/01/2025

Alhamdullillah
3Years Multiple visit visa Done.

Visa Info ltd হয়ে উঠুক মানুষের উন্নত রাষ্ট্রের স্বপ্ন পূরণের সাথী |-🇨🇦🇺🇸🇬🇧🇪🇺
বিস্তারিত জানতে সরাসরি ভিজিট করুন আমাদের অফিসে।
আমাদের অফিস শুক্রবার বন্ধ থাকে-
শনি থেকে বৃহস্পতি সকাল ১০ টা থেকে রাত ৭ টা -

   05 বছরের মাল্টিপল ভিসা। ✈️✈️৩ থেকে ৪ টা দেশ ভ্রমণ থাকলে ঘুরে আসুন স্বপ্নের দেশ .বিস্তারিত জানতে সরাসরি ভিজিট করুন আমা...
16/01/2025

05 বছরের মাল্টিপল ভিসা। ✈️✈️
৩ থেকে ৪ টা দেশ ভ্রমণ থাকলে ঘুরে
আসুন স্বপ্নের দেশ .
বিস্তারিত জানতে সরাসরি ভিজিট করুন আমাদের অফিসে।
আমাদের অফিস শুক্রবার বন্ধ থাকে-
শনি থেকে বৃহস্পতি সকাল ১০ টা থেকে রাত ৭ টা -
Note :Previous Refuse থাকলে অবশ্যই জানাতে হবে!








🇰🇭 #কম্বোডিয়ায় ভিসা সাপোর্ট 🇰🇭              Visa Categories:🇰🇭Visit visa (TR)🇰🇭Business Visa Single entry (E)🇰🇭1 Year Mu...
16/01/2025

🇰🇭 #কম্বোডিয়ায় ভিসা সাপোর্ট 🇰🇭
Visa Categories:
🇰🇭Visit visa (TR)
🇰🇭Business Visa Single entry (E)
🇰🇭1 Year Multiple Visa (EB)
🇰🇭Work Permit

➦ঘরে বসেই Visa করুন
➦দ্রুত ভিসা পেতে আজই যোগযোগ করুন

Contact with me 01794-713713

   05 বছরের মাল্টিপল ভিসা। ✈️✈️৩ থেকে ৪ টা দেশ ভ্রমণ থাকলে ঘুরে আসুন স্বপ্নের দেশ .বিস্তারিত জানতে সরাসরি ভিজিট করুন আমা...
15/01/2025

05 বছরের মাল্টিপল ভিসা। ✈️✈️
৩ থেকে ৪ টা দেশ ভ্রমণ থাকলে ঘুরে
আসুন স্বপ্নের দেশ .
বিস্তারিত জানতে সরাসরি ভিজিট করুন আমাদের অফিসে।
আমাদের অফিস শুক্রবার বন্ধ থাকে-
শনি থেকে বৃহস্পতি সকাল ১০ টা থেকে রাত ৭ টা -
Note :Previous Refuse থাকলে অবশ্যই জানাতে হবে

বিস্তারিত জানতে সরাসরি ভিজিট করুন আমাদের অফিসে।
আমাদের অফিস শুক্রবার বন্ধ থাকে-
শনি থেকে বৃহস্পতি সকাল ১০ টা থেকে রাত ৭ টা -

🏢 NooN tours&travels
Jashore Office:kazi para katattala 1st floor
Jashore,
☎Call:+01919847945(what’s app)
☎Call:+01794713713(what’s app)
E-mail:bsslpvt20@gmail

আসসালামু আলাইকুম,আলহামদুলিল্লা  #কানাডা, #ইউরোপ, #আমেরিকা, #ইংল্যান্ড, #অষ্ট্রেলিয়া ভিসা প্রসেসিংয়ে আমরা সফলতার শীর্ষে...
15/01/2025

আসসালামু আলাইকুম,
আলহামদুলিল্লা #কানাডা, #ইউরোপ, #আমেরিকা, #ইংল্যান্ড, #অষ্ট্রেলিয়া ভিসা প্রসেসিংয়ে আমরা সফলতার শীর্ষে -
আমরা মাক্সিমাম কান্ট্রি গুলোতে নো ভিসা-নো ফিতে কাজ করে থাকি।
✌️৮ বছরের অভিজ্ঞতাই আমাদের সফলতার ম্যাজিক✌️
আমরা প্রতিটি ক্লাইন্টের ফাইল ভালো করে দেখে আমরা রিসার্চ করি এবং ভিসা হওয়ার সম্ভাবনা যাচাই করে তবেই ফাইল রিসিভ করি 🤝
অন্যথায় তাকে ভালো পরামর্শ দেই,এটাই আমাদের ভিসার সফলতার মূল মন্ত্র।
--------------------------------
উন্নত দেশ গুলোর ভিসা করতে হলে আপনাকে মিনিমাম ৪-৫ দেশ ভ্রমন থাকতে হবে।
-----------------------------
প্রয়োজনীয় কাগজপত্র:
উন্নত দেশের জন্য -
১.পুরানো পাসপোর্ট সহ ছয় (০৬) মাস মেয়াদী পাসপোর্ট।
২.রঙিন ছবি ২ কপি। ছবির আকার: দেশ অনুযায়ী ভিন্নতা -
৩.গত ছয় (০৬) মাসের ব্যক্তিগত ব্যাংক সলভেন্সি ব্যাংক স্টেটমেন্ট।
৪.আবেদনকারীর NID কপি।
৫.বিয়ের সার্টিফিকেট ও নিকাহ নামা।
৬.ব্যাংক থেকে সার্টিফিকেট সহ ফিক্সড ডিপোজিট কপি।
৭.সম্পদ মূল্যায়ন (ফ্ল্যাট নথি, বাড়ির নথি, দোকানের নথি, ফিক্সড ডিপোজিট, জমির দলিল, গাড়ির নথি, সঞ্চয়পত্র এবং অন্যান্য আর্থিক নথি)।
৮.আয়কর প্রশংসাপত্র (গত 3 বছর)
৯.টিআইএন সার্টিফিকেট।
১০.৪ মাসের স্টেটমেন্ট সহ ক্রেডিট কার্ডের কপি (যদি থাকে)
১১.ডাক্তারের জন্য BMDC সার্টিফিকেট।
১২.অ্যাডভোকেটের জন্য বার কাউন্সিলের প্রশংসাপত্র-
ব্যবসায়িক ব্যক্তির জন্য:-
১.গত ছয় মাসের কোম্পানির ব্যাংক সলভেন্সি ব্যাংক স্টেটমেন্ট
২.অফিস প্যাডের ফাঁকা পৃষ্ঠা।
৩.নবায়ন ট্রেড লাইসেন্স।
৪.লিমিটেড কোম্পানির জন্য স্মারকলিপি।
৫.ভিজিটিং কার্ড।
চাকুরীজীবীর জন্য:-
১.NOC/ফরোয়ার্ডিং লেটার। ছুটির তারিখ/সময়কাল এবং কোম্পানিতে আবেদনকারীর কাজ/পেশা উল্লেখ করে।
২.অফিস আইডি কার্ডের কপি।
৩.ভিজিটিং কার্ড।
৪.স্যালারি সার্টিফিকেট।
৫.গত ছয় মাসের বেতন স্লিপ বা বেতন অ্যাকাউন্টের বিবরণী।
ছাত্রদের জন্য:-
১.ছুটির চিঠি
২.স্কুল আইডি কার্ড কপি
———————————-
বিস্তারিত জানতে সরাসরি ভিজিট করুন আমাদের অফিসে।
আমাদের অফিস শুক্রবার বন্ধ থাকে-
শনি থেকে বৃহস্পতি সকাল ১০ টা থেকে রাত ৭ টা -

🏢 NooN tours&travels
Jashore Office:kazi para katattala 1st floor
Jashore,
☎Call:+01919847945(what’s app)
☎Call:+01794713713(what’s app)
E-mail:bsslpvt20@gmail

আলহামদুলিল্লাহ 😇🇪🇺🇭🇷ক্রোয়েশিয়া  HZZ Submission 🤲      #ক্রোয়েশিয়ার Call on whats app 01733126092
14/01/2025

আলহামদুলিল্লাহ 😇🇪🇺🇭🇷
ক্রোয়েশিয়া HZZ Submission 🤲




#ক্রোয়েশিয়ার
Call on whats app 01733126092

14/01/2025

💥যারা স্কিল নিয়ে বিদেশ যেতে চান তাদের জন্য বিশাল সুযোগ।

💥দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ ও সম্মান দুটোই বাড়ে।

আমরাই কাজ শিখাই এবং আমরাই বিদেশ পাঠাই।
কোন কাজে দক্ষ না হয়ে বিদেশ গেলে তাদের প্রত্যেকেরই প্রতারণার স্বীকার ও বড় বিপদের সম্মুখীন হতে হয়।
আর তাই স্কিল অর্জন ও কর্মসংস্থান সৃষ্টির ব্রত নিয়ে যশোর জেলায় প্রতিষ্ঠিত হয়েছে এ.এস.কে ট্রেনিং সেন্টার যশোর।

আপনি আমাদের সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে ডেলিকেটেড দ্বারা ইন্টারভিউ দিয়ে সরাসরি বিদেশ যেতে পারবেন।

আমাদের কোর্সসমূহ
👉ওয়েল্ডিং
👉পাইপ ফিটার
👉স্টিল ফিটার
👉প্লাম্বিং
👉রাজ ও রড মিস্ত্রী
👉ইলেক্ট্রিক্যাল

বি:দ্র:কাজ শিখে আমাদের মাধ্যমেই আপনি ইন্টারভিউ দিয়ে বিদেশ যেতে পারবেন।

আরো থাকছে।
💫দূরের ছাত্রদের জন্য থাকা ও খাওয়ার সুব্যবস্থা।
💫প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান।
💫নিশ্চিত চাকুরির ব্যবস্থা।

যোগাযোগ :
এ.এস.কে ট্রেনিং সেন্টার যশোর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার
বাহাদুরপুর নিউমার্কেট সদর যশোর
০১৯১৯৮৪৭৯৪৫ ০১৭৯৪৭১৩৭১৩

Address

Jashore Sadar
Jessore

Telephone

+8801794713713

Website

Alerts

Be the first to know and let us send you an email when NOON Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category