Shahriar Rahman Shovon

Shahriar Rahman Shovon ঝিনাইদহ জেলা থেকে দেশের যে কোন প্রান্তে ট্যুর অপারেট করা হয়।
(1)

জীবনের অধ্যয়ে সাকসেস নামক শব্দটা আনতে হলে এই টুকুতে হাল ছেড়ে দিলে চলবে না।তুমি যত বার হোঁচোট খাবে ততবার উঠে দাড়াবে! যদি ...
27/02/2024

জীবনের অধ্যয়ে সাকসেস নামক শব্দটা আনতে হলে এই টুকুতে হাল ছেড়ে দিলে চলবে না।
তুমি যত বার হোঁচোট খাবে ততবার উঠে দাড়াবে!
যদি কখনো হোঁচোট না খাও তাহলে তুমি সামনে আগাতে পারবে না।
লোকের কথায় কান না দিয়ে সামনে এগিয়ে যাও সময় এর সাথে ।

27/02/2024
মাত্র "৯৯৯৯/= টাকায় ঝিনাইদহ থেকে কক্সবাজার ও সেন্টমার্টিন প্রিমিয়াম ট্যুর   ২২ ফেব্রুয়ারি ২০২৪আসা যাওয়া মোট ৪ রাত ৪ দিন...
15/02/2024

মাত্র "৯৯৯৯/= টাকায় ঝিনাইদহ থেকে কক্সবাজার ও সেন্টমার্টিন প্রিমিয়াম ট্যুর ২২ ফেব্রুয়ারি ২০২৪
আসা যাওয়া মোট ৪ রাত ৪ দিন (সেন্টমার্টিনে ১ রাত্র ২ দিন ও কক্সবাজারে ১ রাত্র ১ দিন।) হোটেলে থাকা খাওয়া সব কিছুর যাতায়াত এই খরচের মধ্যেই।
প্রিয় ঝিনাইদহবাসী, আমাদের এলাকা থেকে বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার ও সেন্টমার্টিন ভ্রমনে গিয়ে, আমরা অনেকেই জেনে না বুঝে দালালদের খপ্পরে অনেকটাকা নষ্ট করে আসি। এবং কক্সবাজার থেকে একটা বাজে অভিজ্ঞতা নিয়ে আসি। ঝিনাইদহ থেকে একমাত্র আমরাই খুব সুষ্ঠুভাবে কক্সবাজার সহ দেশের সব জায়াগায় ভ্রমন সুবিধা দিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় আমরা আগামী ২২ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আবারো প্রানের শহর ঝিনাইদহ থেকে সুদূর কক্সবাজার ও প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ইভেন্ট করতে যাচ্ছি।
চলুন দেখে নেই আমাদের ভ্রমন বিস্তারিত
২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪ টায় ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রওনা, ২৩ তারিখ শুক্রবার সকালে সেন্টমার্টিন জেটিঘাট ইনশাআল্লাহ।
(৪ রাত্র ৪ দিনের ট্যুর)
গাড়ি ছাড়ার সময় ও স্থান
দুপুর ৪ টায় ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে।
ইভেন্ট ফি- ৯৯৯৯/- টাকা মাত্র
(একরুমে ৪ জন করে)
কাপল পলেসি
দুইজন- ২২০০০/- মাত্র।

(ঢাকা থেকে জয়েন্ট হলে)
ইভেন্ট ফি- ৮৯৯৯/- টাকা মাত্র (এসি বাস)
(একরুমে ৪ জন করে)
কাপল পলেসি
দুইজন ২০০০০/- মাত্র। (এসি বাস)
(একরুমে দুইজন)
বেবি পলেসি
৫ বছরের নিচে শিশুদের কোন খরচ নেই।
তারা মায়ের সাথে বসবে, থাকবে ও খাবে।
৬-১০ এর ব্যপারে আলোচনা সাপেক্ষে..
যা থাকছে এই খরচে..........
১) ঝিনাইদহ থেকে যাতায়াত খরচ।
২) শীপে সেন্টমার্টিন আসা-যাওয়ার ভাড়া।
৩) সেন্টমার্টিন ১ রাত্র থাকার হোটেল ভাড়া।
৪) কক্সবাজার ১ রাত্র থাকার হোটেল ভাড়া,
৫) কক্সবাজার থেকে জেটিঘাট যাতায়াত খরচ,
৬) হিমছড়ি, ইনানি যাওয়া-আসার গাড়ি।
৭) ট্যুর চলা কালিন মোট ৯ বেলা মুল খাবার।
৮) স্পেশাল বার্বিকিউ
৯) ককক্সবাজার থেকে ঝিনাইদহ যাতায়াত খরচ।
যা যা থাকছেনা.....
১) ছেড়াদ্বিপ যাওয়ার ভাড়া,
একেকজন একেকভাবে যায়, কেউ হেটে,কেউ সাইকেলে তাই এটাকে স্বাধীন থাকবে,
(ট্রলারে আপ-ডাউন ২৫০/- খরচ হয়)
২) নিজের ব্যক্তিগত সকল খরচ.....
এছাড়া সব খরচ আমাদের
খাবারে যা থাকছে..
প্রতি দিন সকালে
রুটি, ভাজি, ডাল, ডিম। / খিচুরী ডিম
প্রতি দুপুরে,
কক্সবাজার, মুরগি/গরু, সবজি, ডাল, ভাত, সালাত
সেন্টমার্টিন, মাছ, সবজি,ডাল, ভাত, সালাত।
প্রতি রাতে,
কক্সবাজার , গোস্ত/ মাছ ইত্যাদির সাথে,ডাল, ভাত, সালাত।
সেন্টমার্টিন, বার্বিকিউ, পরটা, সালাত, সস..
আমাদের রিসোর্ট
কক্সবাজার -কক্স ভ্যালী / কক্স ওয়েভ
সেন্টমার্টিন - স্বপ্ন বিলাশ, ব্লু সী স্টার্ন, রয়েল রিসোর্ট ইত্যাদী সমমান।
শীপ
কর্ণফুলী, বারো আউলিয়া, ইত্যাদী।
বাস
ঝিনাইদহ, কক্সবাজার নিয়মিত যাওয়া আসা করে এমন বাস।
(গেস্ট বেশি হলে ৪০ সিটের চেয়ারকোচ এসি বাস রিজার্ভ ও হতে পারে )
- বুকিং পলেসি - জনপ্রতি ৫০০০/= (বাকি টাকা গাড়িতে উঠার পর)
01601277270 (বিকাশ, রকেট)
01720654871 (নগদ)
বিঃদ্রঃ মোবাইল ব্যাংকিং এ বুকিং ফি পাঠালে অবশ্যই খরচ সহ পাঠাতে হবে।
...সরাসরি যোগাযোগের ঠিকানা
ইমরান বই ঘর, ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল, ঝিনাইদহ।
আসার আগে অবশ্যই কল করে আসবেন।
মোবাইলঃ 01601277270 শাহরিয়ার রহমান শোভন
01869000069
নোট: যারা ঢাকা থেকে ভ্রমণে যেতে চান তারা আমার সাথে সরাসরি ইনবক্সে যোগাযোগ করবেন।বিঃদ্রঃ চাইলে ঝিনাইদহের পার্শ্ববর্তী জেলা যেমন, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, রাজবাড়ি, যশোর এসব এলাকার ভ্রমণ আগ্রীরাও অংশগ্রহন করতে পারবেন সেইম বাজেটেই
আমরা এমন নিয়মিত অফার দিয়ে দীর্ঘ ৪ বছর যাবত কাজ করছি। দেশের যেকোনো জায়গায় অফিশিয়াল ট্যুর, ফ্যামিলি ট্যুর ম্যানেজমেন্ট করতে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ ভ্রমনের ক্ষেত্রে আমার ঝিনাইদহ বাসি যেন ভাল কিছু পায় সে জন্য আমরা আরও বড় পরিশরে কাজ করে যাচ্ছি।
ভ্রমনের পাশাপাশি
১) দেশের যেই কোন জায়গায় হোটেল বুকিং।
২) বাস রিজার্ভ।
৩) অভ্যন্তরীণ এবং ইন্টারন্যাশনাল এয়ার টিকেট।
৪) ইন্ডিয়ান ভিসার আবেদন।
দেশের সবচে কম খরচে ভাল সেবা পেতে আমাদের পাশে থাকুন.......
Jhenaidah Tour & Travels

15/02/2024

আসলে অনেক সময় সফরে থাকছি আর যে সময় অকেনেকেই কল করে দেখা করাবার কথা বলেছেন। তারা একটু আমাকে কল বা টেক্সট করুন। কারন সফরে থাকলে অনেক সময় ভুলে যায়। আমি।

03/02/2024
ডে ট্রিপ এ Jhenaidah tour & Travels এর সাথে সীতাকুণ্ড - চট্টগ্রাম ভ্রমণ আশাকরি আমরা সুন্দর একটা ভ্রমণ আপনাদেরকে উপহার দি...
17/01/2024

ডে ট্রিপ এ Jhenaidah tour & Travels এর সাথে সীতাকুণ্ড - চট্টগ্রাম ভ্রমণ
আশাকরি আমরা সুন্দর একটা ভ্রমণ আপনাদেরকে উপহার দিতে পারবো যা স্মরণীয় হয়ে থাকবে আজীবন।
ট্যুরের সৌজন্য ফি নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ২৮০০/- টাকা।।
গাড়ি ঝিনাইদহ থেকে ছাড়া হবে
বুকিং সংক্রান্ত প্রয়োজনে কল করুন :- 01601277270, 01869000069
◾ এর মধ্যে যা যা থাকছে :
✅ সকল প্রকার যাতায়াত খরচ।
✅ সকাল, দুপুর এবং রাতের খাবার! এবং যাত্রার শুরুর রাতে হালকা স্ন্যাকস।।
✳দর্শনীয় স্থানের এন্ট্রি ফি
▶ যা যা থাকছেনা:-
*যাত্রাপথে কোন ব্যাক্তিগত খরচ বা হোটেল ব্রেকের খরচ
*ঘুরাঘুরির সময় ব্যাক্তিগত খরচ
ট্যুর সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে বা টাকা পাঠানোর জন্য সরাসরি বা বিকাশে টাকা পাঠাতে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করবেন ।
বিকাশ ও নগদের ক্ষেত্রে ২৮৫০ টাকা। অফিসে এসে জমা দিলে ২৮০০/= মাত্র।
Shahriar Rahman - 01720654871(Bkash & Nogod)
🔰 ভ্রমণ তারিখ, সময়, স্থানঃ
যাত্রা শুরু >> ২৫/০১/২০২৪ তারিখ বৃহস্পতিবার রাত ৯ ঘটিকা
যাত্রা শেষ >> ২৭/০১/২০২৪ তারিখ শনিবার সকাল ৬ঃ০০ ঘটিকা।।
✨ এই ট্যুরে আমরা যা যা দেখবোঃ
১ চন্দ্রনাথ পাহাড় ও মন্দির
২ গুলিয়াখালী সী বিচ
৩ বাঁশবাড়িয়া সী বিচ
৪ পতেঙ্গা সী বিচ
⭕যা যা সাথে নেওয়া উচিতঃ
✔এক্সট্রা কাপড় এবং টাওয়েল
✔ পানির বোতল।
✔ প্রয়োজনীয় ঔষধ/স্যালাইন।
✔ চার্জের জন্য পাওয়ার ব্যাংক।
✅ কিছু কথাঃ
✳ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাইকে আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
✳আমরা শালীনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
✳প্রতিটি জায়গাই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন ট্যুরিজম এর কোন ক্ষতি না হয়, সেটা সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
✳অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
✳স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না।
Jhenaidah Tour & Travels এর পক্ষ থেকে ধন্যবাদ।

ডে ট্রিপ এ Jhenaidah tour & Travels এর সাথে সীতাকুণ্ড - চট্টগ্রাম ভ্রমণ আশাকরি আমরা সুন্দর একটা ভ্রমণ আপনাদেরকে উপহার দি...
15/01/2024

ডে ট্রিপ এ Jhenaidah tour & Travels এর সাথে সীতাকুণ্ড - চট্টগ্রাম ভ্রমণ

আশাকরি আমরা সুন্দর একটা ভ্রমণ আপনাদেরকে উপহার দিতে পারবো যা স্মরণীয় হয়ে থাকবে আজীবন।

ট্যুরের সৌজন্য ফি নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ২৮০০/- টাকা।।
গাড়ি ঝিনাইদহ থেকে ছাড়া হবে
বুকিং সংক্রান্ত প্রয়োজনে কল করুন :- 01601277270, 01869000069

◾ এর মধ্যে যা যা থাকছে :
✅ সকল প্রকার যাতায়াত খরচ।
✅ সকাল, দুপুর এবং রাতের খাবার! এবং যাত্রার শুরুর রাতে হালকা স্ন্যাকস।।
✳দর্শনীয় স্থানের এন্ট্রি ফি

▶ যা যা থাকছেনা:-
*যাত্রাপথে কোন ব্যাক্তিগত খরচ বা হোটেল ব্রেকের খরচ
*ঘুরাঘুরির সময় ব্যাক্তিগত খরচ

ট্যুর সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে বা টাকা পাঠানোর জন্য সরাসরি বা বিকাশে টাকা পাঠাতে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করবেন ।
বিকাশ ও নগদের ক্ষেত্রে ২৮৫০ টাকা। অফিসে এসে জমা দিলে ২৮০০/= মাত্র।

Shahriar Rahman - 01720654871(Bkash & Nogod)

🔰 ভ্রমণ তারিখ, সময়, স্থানঃ

যাত্রা শুরু >> ২৫/০১/২০২৪ তারিখ বৃহস্পতিবার রাত ৯ ঘটিকা
যাত্রা শেষ >> ২৭/০১/২০২৪ তারিখ শনিবার সকাল ৬ঃ০০ ঘটিকা।।

✨ এই ট্যুরে আমরা যা যা দেখবোঃ
১ চন্দ্রনাথ পাহাড় ও মন্দির
২ গুলিয়াখালী সী বিচ
৩ বাঁশবাড়িয়া সী বিচ
৪ পতেঙ্গা সী বিচ

⭕যা যা সাথে নেওয়া উচিতঃ
✔এক্সট্রা কাপড় এবং টাওয়েল
✔ পানির বোতল।
✔ প্রয়োজনীয় ঔষধ/স্যালাইন।
✔ চার্জের জন্য পাওয়ার ব্যাংক।

✅ কিছু কথাঃ
✳ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাইকে আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
✳আমরা শালীনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
✳প্রতিটি জায়গাই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন ট্যুরিজম এর কোন ক্ষতি না হয়, সেটা সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
✳অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
✳স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না।
Jhenaidah Tour & Travels এর পক্ষ থেকে ধন্যবাদ।

15/01/2024

আসছে ফেব্রুয়ারী মাসের ভ্রমণ সিডিউল
১। সিলেট -৩ রাত ৩ দিন। ১ তারিখ রওনা -১- ৪ তারিখ সকালে ঝিনাইদহ -৫৫০০/৬০০০
২। সেন্টমার্টিন ও কক্সবাজার ৪ রাত ৪ দিন - ৮ তারিখ রওনা - ৮-১২ তারিখ সকালে ঝিনাইদহ থাকবো ৭৫০০/৮৫০০, ৯০০০/১০০০০/=
৩। সাজেক ৩ রাত ২দিন - ৬৫০০/৭০০০/=
৪। ডে ট্যুর ২১ কুয়াকাটা - ১৭০০/=
৫। সুন্দরবন - ২ রাত ৩ দিন - ২২-২৫ ঝিনাইদহ। দুপুরে।
৬। কুয়াকাটা ৩রাত ২ দিন ২৫-২৬-২৭-২৮ ভোর রাতে ঝিনাইদহ থাকবো।

মাত্র "৭৪৯৯ টাকায় ঝিনাইদহ থেকে কক্সবাজার ও সেন্টমার্টিন প্রিমিয়াম ট্যুর 🏖️🏖️ ১৮ জানুয়ারি ২০২৪আসা যাওয়া মোট ৪ রাত ৪ দিন (...
06/01/2024

মাত্র "৭৪৯৯ টাকায় ঝিনাইদহ থেকে কক্সবাজার ও সেন্টমার্টিন প্রিমিয়াম ট্যুর 🏖️🏖️ ১৮ জানুয়ারি ২০২৪

আসা যাওয়া মোট ৪ রাত ৪ দিন (সেন্টমার্টিনে ১ রাত্র ২ দিন ও কক্সবাজারে ১ রাত্র ২ দিন।) হোটেলে থাকা 🏘️খাওয়া🧆 সব কিছুর যাতায়াত এই খরচের মধ্যেই।

প্রিয় ঝিনাইদহবাসী, আমাদের এলাকা থেকে বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার ও সেন্টমার্টিন ভ্রমনে গিয়ে, আমরা অনেকেই জেনে না বুঝে দালালদের খপ্পরে অনেকটাকা নষ্ট করে আসি। এবং কক্সবাজার থেকে একটা বাজে অভিজ্ঞতা নিয়ে আসি। ঝিনাইদহ থেকে একমাত্র আমরাই খুব সুষ্ঠুভাবে কক্সবাজার সহ দেশের সব জায়াগায় ভ্রমন সুবিধা দিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় আমরা আগামী ১৮ জানুয়ারি রোজ বৃহস্পতিবার আবারো প্রানের শহর ঝিনাইদহ থেকে সুদূর কক্সবাজার ও প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ইভেন্ট করতে যাচ্ছি। 💝💝

💢চলুন দেখে নেই আমাদের ভ্রমন বিস্তারিত💢

১৮ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪ টায় ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রওনা, ১৯ তারিখ শুক্রবার সকালে টেকনাফ ইনশাআল্লাহ।
(৪ রাত্র ৪ দিনের ট্যুর)
🚌 গাড়ি ছাড়ার সময় ও স্থান 🚌
দুপুর ৪ টায় ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে।
🛑 ইভেন্ট ফি ৭৪৯৯/- টাকা মাত্র 🛑
(একরুমে ৪ জন করে)

👩‍❤️‍💋‍👨 কাপল পলেসি 👩‍❤️‍👩
দুইজন ১৬৯৯৯/- মাত্র।
(একরুমে দুইজন)
👨 বেবি পলেসি 👨‍🦰
৫ বছরের নিচে শিশুদের কোন খরচ নেই।
তারা মায়ের সাথে বসবে, থাকবে ও খাবে।
৬-১০ এর ব্যপারে আলোচনা সাপেক্ষে..

📓যা থাকছে এই খরচে..........
১) ঝিনাইদহ থেকে টেকনাফ যাতায়াত খরচ।
২) শীপে সেন্টমার্টিন আসা-যাওয়ার ভাড়া।
৩) সেন্টমার্টিন ১ রাত্র থাকার হোটেল ভাড়া।
৪) কক্সবাজার ১ রাত্র থাকার হোটেল ভাড়া,
৫) কক্সবাজার থেকে টেকনাফ যাতায়াত খরচ,
৬) হিমছড়ি, ইনানি যাওয়া-আসার গাড়ি।
৭) ট্যুর চলা কালিন মোট ৯ বেলা মুল খাবার।
৮) স্পেশাল বার্বিকিউ
৯) ককক্সবাজার থেকে ঝিনাইদহ যাতায়াত খরচ।
যা যা থাকছেনা.....
১) ছেড়াদ্বিপ যাওয়ার ভাড়া,
একেকজন একেকভাবে যায়, কেউ হেটে,কেউ সাইকেলে তাই এটাকে স্বাধীন থাকবে,
(ট্রলারে আপ-ডাউন ২০০/- খরচ হয়)
২) নিজের ব্যক্তিগত সকল খরচ.....
এছাড়া সব খরচ আমাদের ❤️
🍜 খাবারে যা থাকছে.. 🍜
প্রতি দিন সকালে
রুটি, ভাজি, ডাল, ডিম। / খিচুরী ডিম
প্রতি দুপুরে,
কক্সবাজার, মুরগি/গরু, সবজি, ডাল, ভাত, সালাত
সেন্টমার্টিন, মাছ, সবজি,ডাল, ভাত, সালাত।

প্রতি রাতে,
কক্সবাজার , গোস্ত/ মাছ ইত্যাদির সাথে,ডাল, ভাত, সালাত।
সেন্টমার্টিন, বার্বিকিউ, পরটা, সালাত, সস..
🏢 আমাদের রিসোর্ট 🏥
কক্সবাজার -কক্স ভ্যালী / কক্স ওয়েভ
সেন্টমার্টিন - স্বপ্ন বিলাশ, ব্লু সী স্টার্ন, রয়েল রিসোর্ট ইত্যাদী সমমান।
🛳️ শীপ🛳️
কেয়ারী সিন্দবাদ, পারিজাত,ফারহান, আটলান্টিক, ইত্যাদী।
🚌 বাস
ঝিনাইদহ, কক্সবাজার, টেকনাফ নিয়মিত যাওয়া আসা করে এমন বাস।
(গেস্ট বেশি হলে ৪০ সিটের চেয়ারকোচ বাস রিজার্ভ ও হতে পারে )

- বুকিং পলেসি - জনপ্রতি ৩৫০০/=(বাকি টাকা গাড়িতে উঠার পর)
01601277270 (বিকাশ, রকেট)
01720654871 (নগদ)
বিঃদ্রঃ মোবাইল ব্যাংকিং এ বুকিং ফি পাঠালে অবশ্যই খরচ সহ পাঠাতে হবে।
🏦...সরাসরি যোগাযোগের ঠিকানা 🏦
ইমরান বই ঘর, ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল, ঝিনাইদহ।
আসার আগে অবশ্যই কল করে আসবেন।
মোবাইলঃ 01601277270 শাহরিয়ার
01869000069
বিঃদ্রঃ চাইলে ঝিনাইদহের পার্শ্ববর্তী জেলা যেমন, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, রাজবাড়ি, যশোর এসব এলাকার ভ্রমণ আগ্রীরাও অংশগ্রহন করতে পারবেন সেইম বাজেটেই
আমরা এমন নিয়মিত অফার দিয়ে দীর্ঘ তিন বছর যাবত কাজ করছি। দেশের যেকোনো জায়গায় অফিশিয়াল ট্যুর, ফ্যামিলি ট্যুর ম্যানেজমেন্ট করতে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ ভ্রমনের ক্ষেত্রে আমার ঝিনাইদহ বাসি যেন ভাল কিছু পায় সে জন্য আমরা আরও বড় পরিশরে কাজ করে যাচ্ছি।

ভ্রমনের পাশাপাশি
১) দেশের যেই কোন জায়গায় হোটেল বুকিং।
২) বাস রিজার্ভ।
৩) অভ্যন্তরীণ এবং ইন্টারন্যাশনাল এয়ার টিকেট।
৪) ইন্ডিয়ান ভিসার আবেদন।

আমাদের গ্রুপে জয়েন্ট হয়ে থাকুন।
https://m.facebook.com/groups/662081402763617/?ref=share&mibextid=NSMWBT

আমাদের পেজ লিংকে ক্লিক করুন।

https://www.facebook.com/jhenaidahtourandtravels?mibextid=ZbWKwL

দেশের সবচে কম খরচে ভাল সেবা পেতে আমাদের পাশে থাকুন....... Jhenaidah Tour & Travels

আসসালামু আলাইকুম!!

26/12/2023

আমি কী সত্যিই আগের থেকে অনেক বদলে গেছি?
নিজেকে পথ ভুলা পথিকের মত খুজছি?
জীবন কী উপন্যাসের পাতা?
এত প্রশ্ন থাকবে কেনো সরল এই জীবন টাতে?
আমি বার বার কেনো এত নিজেকে প্রশ্ন বৃদ্ধ করি?
আমি আবার কেনো আমাকে খুজি?
বলতে পারো কেউ?

হেরে যাওয়ার অভ্যাস থাকা লাগে! কষ্ট পাওয়ার অভ্যাস থাকা লাগে! অপমানিত হওয়ার অভ্যাস থাকা লাগে! হারিয়ে ফেলার অভ্যাস থাকা লাগ...
17/01/2023

হেরে যাওয়ার অভ্যাস থাকা লাগে! কষ্ট পাওয়ার অভ্যাস থাকা লাগে! অপমানিত হওয়ার অভ্যাস থাকা লাগে! হারিয়ে ফেলার অভ্যাস থাকা লাগে! একের পর এক সহ্য করে নেয়ার অভ্যাস থাকা লাগে! এটাই তো জীবনের মূল অবিচ্ছেদ্য অংশ।

পিতলের এই জগ ষোড়শ শতকে নিশাপুরে তৈরি করা হয়েছিল।
25/12/2022

পিতলের এই জগ ষোড়শ শতকে নিশাপুরে তৈরি করা হয়েছিল।

পাথরঘাটা 🥰 হাতে সময় নিয়ে হুট করে ঘুরে আসুন। ভালো লাগবে। দেখার মত, মন ভালো করার মত আরো অনেক কিছু আছেঅপরূপ সৌন্দর্যের হরিণ...
23/11/2022

পাথরঘাটা 🥰 হাতে সময় নিয়ে হুট করে ঘুরে আসুন। ভালো লাগবে। দেখার মত, মন ভালো করার মত আরো অনেক কিছু আছে

অপরূপ সৌন্দর্যের হরিণঘাটা।
কর্ম ব্যস্ততার মাঝেই একটু সময় বের করে ঘুরে আসুন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা বনাঞ্চলে। চিরসবুজের মধ্যদিয়ে বয়ে গেছে বনের প্রবেশ করার রাস্তাটি। যার দুই পাশে ঠায় দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির বনজ বৃক্ষ। এই বনকে বলা হয় সুন্দরবনের এক অংশ। কারণ এই দুই বনকে আলাদা করেছে একটি মাত্র নদী। বনের আরেক পাশে বলেশ্বর, বিষখালি, পায়রা নদী গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। নদী আর সাগরের অপরূপ সৌন্দর্য উপভোগ করার সঙ্গে দেখতে পাবেন বিশাল ঝাউবন। এ যেন একের ভিতর দুই। বন দেখার পাশাপাশি সাগরও দেখা হবে। বিশাল এই জায়গাজুড়ে রয়েছে শুধু নীরবতা ও পাখিদের কলরব। নীরবতার মাঝে পাখিদের ডাক ক্ষণিকের জন্য ভুলিয়ে দেয় সব ধরনের যান্ত্রিক কোলাহল ও কর্ম ব্যস্ততা।

#যা_দেখবেন
দেখা হতে পারে বনের প্রধান আকর্ষণ হরিণ, শূকর ও সাপের সঙ্গে। আনন্দের মাত্রা বাড়াতে দেখা মিলবে দুষ্ট প্রকৃতির বানরেরও। আরো দেখতে পাবেন বিভিন্ন ধরনে পশুপাখি। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য দর্শনার্থীদের জন্য রয়েছে ওয়াচিং টাওয়ারের সুব্যবস্থা। ইচ্ছে করলে বনের ভেতরের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যাবে নদীর কাছে। বনের মধ্যে থাকা খাল দিয়ে ট্রলারে করে বন দেখতে দেখতে চলে যেতে পারবেন তিন নদীর মোহনা ও সমুদ্রের কাছে। সেখানে থাকবে কৃত্রিম সুবিশাল ঝাউ গাছের বাগান। শরীর ঠান্ডা করার জন্য গোসল করতে পারবেন তিন নদী ও সাগরের মোহনায়। হরিণঘাটায় রয়েছে পর্যটকদের পিকনিক করার জন্য সুব্যবস্থা।

একই সঙ্গে বলেশ্বর নদী পাড়ি দিয়ে দেখে আসতে পারবেন অপরূপ সৌন্দর্যের ম্যানগ্রোব বনাঞ্চল সুন্দরবনও। আর একটু কষ্ট করে দুই-তিন ঘণ্টার পথ অতিবাহিত করে দেখে আসতে পারবেন কুয়াকাটা সুবিশাল সমুদ্র সৈকত।

#যেভাবে_যাবেন
ঢাকা খেকে খুব সহজেই আপনি পৌঁছে যেতে পারবেন হরিণঘাটায়। সেক্ষেত্রে ঢাকার প্রধান দুই বাস টার্মিনাল সায়েদাবাদ ও গাবতলী থেকে সরাসরি বাসে করে পাথরঘাটায় পৌঁছাতে হবে। বাসে করে ঢাকা থেকে পাথারঘাটাতে যেতে সময় লাগবে আট-নয় ঘণ্টা। আর একটু শান্তিময় যাত্রার জন্য যেতে পারেন নৌপথে লঞ্চে করে। লঞ্চে নৌপথে যেতে হলে সদরঘাট থেকে সরাসরি বরগুনার লঞ্চে উঠতে হবে। ১১-১২ ঘণ্টার লঞ্চ জার্নির পর কাকচিড়ায় গিয়ে নামতে হবে। কাকচিড়া থেকে মোটরবাইক অথবা মাহিন্দ্রতে করে আধা ঘণ্টার পথ পাড়ি দিয়ে পাথরঘাটায় আসতে হবে। পাথারঘাটায় নেমে টেম্পু, মাহিন্দ্র অথবা মোটরবাইকে যাত্রা করে ১০-১৫ মিনিট পরই দেখা মিলবে সেই কাঙ্ক্ষিত জায়গা হরিণঘাটার। বনের আশপাশে ভালো খাবার সুব্যবস্থা না থাকায় পাথারঘাটা থেকেই সব ধরনের খাবার কিনে নিতে হবে।

#থাকার_জায়গা
খুব বেশি উন্নত না হওয়ায় হরিণঘাটায় তেমন কোনো থাকার ব্যবস্থা নেই। রাত্রি যাপন করতে হবে পাথারঘাটা সদরে এসে সরকারি ডাকবাংলো অথবা কোনো আবাসিক হোটেলে। পাথারঘাটা বঙ্গোপসাগরের খুব কাছের অঞ্চল হওয়ায় এখানে খাবার হোটেলগুলোতে পাবেন সব ধরনের সামুদ্রিক মাছও।

তো আর দেরি না করে আজই প্ল্যান করে ফেলুন 😊

চলুন ঘুরে আসি সরাসরি ঝিনাইদহ থেকে  রুপের রাণী রাঙ্গামাটি কাপ্তাই লেক, মেঘের রাজ্য সাজেক ভ্যালি ও খাগড়াছড়িতে ৪ রাত ৪ দি...
23/11/2022

চলুন ঘুরে আসি সরাসরি ঝিনাইদহ থেকে রুপের রাণী রাঙ্গামাটি কাপ্তাই লেক, মেঘের রাজ্য সাজেক ভ্যালি ও খাগড়াছড়িতে ৪ রাত ৪ দিনের ট্যুরে ঘুরে আসুন "ঝিনাইদহ ট্রাভেল গ্রুপ" এর সাথে।

আমরা কেমন পরিশেবা দেই আমাদের গ্রুপ ঘুরে আসুন এবং আমাদের গেস্টদের রিভিউর দেখে আসুন।

ভ্রমণের ধরন: প্যাকেজ ট্যুর
** যাত্রা শুরুঃ ৬ ডিসেম্বর (মঙ্গলবার)২০২২ সন্ধ্যা ৫ টা
** যাত্রার শেষঃ ১০ ডিসেম্বর (শনিবার) সকাল ১০ টা
বিঃদ্রঃ- আমরা আমাদের ট্যুরিস্টদের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তার কথা মাথায় রাখি এবং মেয়েদের জন্য আমরা সর্বোচ্চ সিকিউরিটির নিশ্চয়তা দিয়ে থাকি। সুতরাং ছেলে-মেয়ে, ছাত্র-ছাত্রী, কাপল এবং পরিবারের সবাইকে নিয়ে এই ট্যুরে জয়েন করতে পারেন।

****এই ট্যুরে আমরা যা যা দেখবোঃ
👉 রাঙ্গামাটি
১. শুভলং ঝর্না -১
২. শুভলং ঝর্না -২
৩. পলওয়েল পার্ক
৪. ঝুলন্ত ব্রিজ
৫. কাপ্তাই লেক
৬. পেদাটিং টিং

👉 সাজেক
১. সাজেক ভ্যালি।
২. রুই লুই পাড়া
৩. হ্যালিপ্যাড
৪. কংলাক পাহাড়
৫. স্টোন গার্ডেন
৬. লুসাই গ্রাম

👉 খাগড়াছড়ি
১. রিসাং ঝর্না
২. আলুটিলা গুহা
৩. জেলা পরিষদ পার্ক
৪. খাগড়াছড়ি
*********************
আসন সংখ্যা : ১২সিট

** প্যাকেজ প্রাইজঃ
۞ প্রতি জন ৯০০০/- মাত্র
۞ কাপলদের জন্য দুজন ২০০০০/- মাত্র
********************
✔✔✔ যা যা থাকছে প্যাকেজের মধ্যেঃ
✅ ৯ বেলা পর্যাপ্ত খাবার।
✅ ঝিনাইদহ -রাঙ্গামাটি - খাগড়াছড়ি - ঝিনাইদহ নন এ/সি কোচ বাস এর টিকিট।
✅ সকল পর্যটন কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য রিজার্ভ চান্দের গাড়ি ও নৌকা।
✅ খাগড়াছড়ি ১ রাত্র হোটেলে থাকার খরচ।
✅ সাজেকে ১ রাত রিসোর্টে থাকার খরচ।
✅ সকল পর্যটন কেন্দ্রগুলোর প্রবেশ ফি।
✅ Tour BD (Travelig & Tourism) এর লোগো সংবলিত একটি আকর্ষণীয় টি-শার্ট

ভ্রমণ পরিকল্পনা ********

১ম দিন (মঙ্গলবার)
৬ ডিসেম্বর বিকাল ৫ টায় সবাই একসাথে মিলিত হয়ে বাসে পদ্মা সেতু হয়ে রাওনা।

২য় দিন (বুধবার)
ভোরবেলা রাঙ্গামাটি শহরে পৌছে সকালের নাস্তা শেষ করে রিজার্ভ ট্রলারে করে। ঝুলন্ত ব্রিজ, পালওয়েল পার্ক, শুভলং- ১, শুভলং - ২ ও পেটা টিং টিং এ আমরা দুপুরের খাবার খাাবো। কাপ্তাই লেকের সুস্বাদু মাছ দিয়ে।
তাপর রাঙ্গামাটি শহরে ফিরে এসে বিকাল ৩ টার গাড়িতে করে খাগড়াছড়ি শহরের উদ্দেশ্যে রওনা। রাতে খাগড়াছড়ি শহরে খাবার খেয়ে হোটেলে রাত্রি যাপন।

৩য় দিন (বৃহস্পতিবার)
৭ টার ভিতরে হেটেল চেক আউট করে খাগড়াছড়ি শহরে সকালের নাস্তা শেষ করে সাজেকের উদ্দেশ্যে রওনা। দুপুরে সাজেকে পৌছে কটেজে চেক-ইন। তারপর ফ্রেস হয়ে খেয়ে নিবো দুপুরের খাবার। খাওয়া দাওয়ার পর বিশ্রাম। বিকালে ঘুরে আসবো লুসাই গ্রাম, স্টোন গার্ডেন ও হেলিপ্যাড সন্ধ্যায় রুইলুই পাড়া নিজের মতো করে ঘুরে দেখবো । রাত সাড়ে ৮ টায় সবাই একসাথে বসে খেয়ে নিবো রাতের খাবার। সাজেকে রাতে থাকার উদ্দেশ্যই হচ্ছে মেঘ দেখা সে জন্য গভির রাত না করে সবাই ঘুমিয়ে যাব।

৪র্থ দিন (রবিবার)
ভোরবেলা ঘুম থেকে উঠে কংলাক পাহাড়ে যাবো ঘুড়তে, কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া, মেঘ দেখার জন্য সবচেয়ে আদর্শ জায়গা। সেখান থেকে ফিরে সকাল সাড়ে ৮ টায় নাস্তা শেষে সাড়ে ৯টায় রিসোর্ট থেকে চেকআউট। তারপর সকাল ১০ টায় আর্মি স্কোয়াডের সাথে সাজেক ত্যাগ করব । দুপুরে খাগড়াছড়ির আদিবাসী রেস্তোরায় দুপুরের খাবার।
দুপুরের খাবারের পর রহস্যময় আলুটিলা ও রিচাং ঝর্নায় যাব। শেষ বিকেলের দিকে আমরা যাবো খাগড়াছড়ি পার্বত্য জেলা পার্ক এবং আমাদের ইভেন্টের ইতি টানা হবে। সেখান থেকে সরাসরি আমরা ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হবো।
শনিবার সকাল ১০ টার মধ্যে ইনশাল্লাহ আমরা ঝিনাইদহ পৌঁছাবো।

আমাদের খাবার মেনুতে যা যা থাকছেঃ
====================
***সাজেকে প্রথম দিন সকালঃ পরটা২/৩ টা-ডাল ভাজি-চা-মিনারেল ওয়াটার।
*** দুপুরঃ ভাত+মুরগির মাংস+বেগুন/আলু/মাছ ভর্তা+সবজি+ডাল+মিনারেল ওয়াটার ।
*** রাতঃ ভাত+পাহাড়িদের বিখ্যাত খাবার বেম্বো চিকেন+পাহাড়ি মিক্স সবজি+আলু ভর্তা+সালাদ+ডাল+মিনারেল ওয়াটার।
*** পরের দিন সকালঃ ভূনা খিচুড়ী+ ডিম + চাটনী + সালাদ + মিনারেল ওয়াটার।
**** দুপুরঃ ভাত+মুরগির মাংস+বেগুন/আলু/মাছ ভর্তা+সবজি+ডাল+মিনারেল ওয়াটার ।
*** রাতঃ স্পেশাল বার-বি-কিউ চিকেন+পরটা+ সালাদ+ সবজি+সস+,মিনারেল ওয়াটার।
*** সাজেকে শেষ দিন সকালঃ পরটা২/৩ টা-ডাল ভাজি-চা-মিনারেল ওয়াটার।
*** দুপুর - ভাত+গরু মাংস+সবজি+ মাশরুম ভাজি/শুটকি ভর্তা+ডাল+ মিনারেল ওয়াটার।
**** রাত - ভাত+গরু মাংস+সবজি+ মাশরুম ভাজি/শুটকি ভর্তা+ডাল+ মিনারেল ওয়াটার।
**********★★************
** প্যাকেজে যা যা থাকছে নাঃ
- কোন ব্যক্তিগত খরচ
- কোন ঔষধ
- প্যাকেজে উল্লেখ নেই এমন কোনো খরচ।
*****************
↪️ কনফার্মেশন সিস্টেম
মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। আসন কনফার্ম করার জন্য আপনাকে ৫০০০+১০০(বিকাশ চার্জ) = ৫১০০/- টাকা বিকাশের মাধ্যমে প্রদান করে আসন কনফার্ম করতে হবে যা অফেরতযোগ্য। কিংবা সরাসরি আমাদের অফিসে এসেও টাকা জমা দিতে পারেন। বাকি টাকা ট্যুরের দিন দিলেই হবে।
* অফিসের ঠিকানাঃ ইমরান বই ঘর কেন্দ্রীয় বাস টার্মিনাল ঝিনাইদহ।
***********************
📲 বুকিং এর জন্য যোগাযোগঃ 01601277270, 01869-000069 (শাহরিয়ার রহমান)
****** টাকা পাঠানোর নম্বরঃ
◙ বিকাশ (Personal): 01601-277270

আমাদের বুকিং :- ৩-১২-২০২২ তারিখ পর্যন্ত চলবে।
তবে আমাদের আসন পূর্ণ হয়ে গেলে আগেই বুকিং ক্লোজ করা হবে।

**********★★************
🤘ট্যুর কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবে:
🔘 এটি একটি গ্রুপ ট্যুর, অন্য কেউ কষ্ট পাবে এমন কোন আচরণ গ্রহণযোগ্য নয়।
🔘 ন্যাশনাল আইডি কার্ড এবং এর ফটোকপি নিতে হবে, যদি না থাকে সেক্ষেত্রে যেকোন ছবিযুক্ত পরিচয়পত্র এবং এর ফটোকপি নিতে হবে।
🔘 কোন ধরনের মাদকদ্রব্য সেবন বা সাথে নেয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
🔘 বুকিং কনফার্মেশন এর উপর ভিত্তি করে বাসের সিট দেয়া হবে।
🔘 কেউ আলাদাভাবে রুম নিতে চাইলে আগে থেকেই জানাতে হবে, সম্ভব হলে করা হবে। অন্যথায় মেয়েরা আলাদা রুমে, ছেলেরা আলাদা রুমে থাকার ব্যবস্থা করা হবে।
► প্রাকৃতিক দূর্যোগ বা অনাকাঙ্ক্ষিত সমস্যার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
******************
• ঝিনাইদহ ও পার্শবর্তী জেলার ভ্রমণপিপাসু মানুষদের বাংলাদেশের অপুরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করানোই "ঝিনাইদহ ট্রাভেল গ্রুপ" এর উদ্দেশ্য।

****আমাদেরকে ভাল করে যাচাই বাচাই করুন।

আমাদের সম্পর্কে ধারনা পেতে নিচের লিংকে গিয়ে ঘুরে আসুন।

গ্রুপের লিংক:- https://www.facebook.com/groups/1686327444925513/?ref=share

ইভেন্টের বিস্তারিত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমাদের সাজেক ইভেন্টের ৮০% ইভেন্টি হয় ২ রাতের,  অনেকেই ডাহা ভাবে বলেদেন সাজেকে ২ রাত থেকে কোন লাভ নেই! কিন্তু আমি বলব না।...
29/10/2022

আমাদের সাজেক ইভেন্টের ৮০% ইভেন্টি হয় ২ রাতের, অনেকেই ডাহা ভাবে বলেদেন সাজেকে ২ রাত থেকে কোন লাভ নেই! কিন্তু আমি বলব না। বরং আপনি অনেক বড় কিছু মিস করতেছে।

সাজেকে আপনি এতদূর থেকে টাকা পয়সা, শ্রম সব খরচ করে পাহাড়ে ঘুরতে গেলেন। অথচ পাহাড়ে গিয়ে আপনার ঝর্না দেখা হলো না ব্যপারটাতে কেমন যেন একটা অপূর্ণতা থেকেই যায়।

বলতেছি কংলাক ঝর্ণার ব্যপারে, সাজেকের ৯০% ট্যুরিস্টদের সেখানে যাওয়া হয় না, একরাত থেকে পরদিন সকালের স্কোয়াডে চলে আসেন। অথচ ২ রাতের প্ল্যান করে গেলে অনায়াসে প্রকৃতির মাঝের এই সুন্দরীর দেখা পাওয়া যায়। যদিও সেখানে যাওয়া আসা একটু কষ্টসাধ্য, তবে কংলাক সুন্দরীর দেখা পাওয়ার পর এসব নিমিষেই ভুলে যাবেন।

Tour BD (Travelling & Tourism) নিয়মিতই সাজেকে ২ রাতের প্ল্যানিং নিয়ে ইভেন্ট রাখে এবং হোস্টরা কষ্ট হবে জেনেও গেস্টদের ভ্রমণ সুবিধার্থে কংলাক ঝর্নায় নিয়ে যায়।

আগামী ৩ নভেম্বর, ঝিনাইদহ, খুলনা, কুষ্টিয়া থেকে ৪ রাত ৩ দিনের সাজেক ইভেন্টের বুকিং চলছে মাত্র ৭৫০০ টাকায়, ঢাকা থেকে ৬০০০ টাকা।

আমরা নিজেদের ভালো করতে যেয়ে খারাপ করে ফেলি। আমরা নিজেদের সার্থ খুজতে যেয়ে অন্যের কথা ভুলে যায়।কেমন মানুষ আমরা?
17/10/2022

আমরা নিজেদের ভালো করতে যেয়ে খারাপ করে ফেলি।
আমরা নিজেদের সার্থ খুজতে যেয়ে অন্যের কথা ভুলে যায়।
কেমন মানুষ আমরা?

শুরু হয়েছে সেন্টমার্টিন সীজন সেন্টমার্টিন ট্যুরের যাবতীয় সার্ভিস একজায়গা থেকে পেতে আমাদের সাথে যোগাযোগ করুন ।সেন্টমার্টি...
16/10/2022

শুরু হয়েছে সেন্টমার্টিন সীজন

সেন্টমার্টিন ট্যুরের যাবতীয় সার্ভিস একজায়গা থেকে পেতে আমাদের সাথে যোগাযোগ করুন ।

সেন্টমার্টিন ট্যুরের ওয়ানস্টপ সার্ভিস
- রিসোর্ট বুকিং
- শীপ টিকিট
- বাস টিকিট
- লোকাল সাপোর্ট

মোবাইল: 01601277270 & 01869000069

একটি বিশেষ সুখবর:ঢাকা থেকে প্রতিদিন দেশ ট্রাভেলসের নন এসি বাস লক্ষ্মীপাশা, নড়াইল, যশোর ও বেনাপোলের উদ্দেশ্যে (ভায়া পদ্...
15/10/2022

একটি বিশেষ সুখবর:

ঢাকা থেকে প্রতিদিন দেশ ট্রাভেলসের নন এসি বাস লক্ষ্মীপাশা, নড়াইল, যশোর ও বেনাপোলের উদ্দেশ্যে (ভায়া পদ্মা সেতু ও ফেরি ঘাট) যাচ্ছে এবং আসছে।

ঢাকা থেকে ছাড়ার সময়সূচী:

১) আব্দুল্লাহপুর: সকাল ৭:০০ মিনিট (পদ্মা সেতু হয়ে)
উত্তরা: সকাল ৭:১৫ মিনিট
নর্দা: সকাল ৭:৪৫ মিনিট
বাড্ডা: সকাল ৮:০০ মিনিট
আরামবাগ: সকাল ৯:৩০ মিনিট

২) আব্দুল্লাহপুর: সকাল ৯:০০ মিনিট (পদ্মা সেতু হয়ে)
উত্তরা: সকাল ৯:১৫ মিনিট
নর্দা: সকাল ৯:৪৫ মিনিট
বাড্ডা: সকাল ১০:০০ মিনিট
আরামবাগ: সকাল ১১:৪৫ মিনিট

৩) আব্দুল্লাহপুর: রাত ৯:১৫ মিনিট (পদ্মা সেতু হয়ে)
উত্তরা: রাত ৯:৩০ মিনিট
নর্দা: রাত ১০:০০ মিনিট
বাড্ডা: রাত ১০:১৫ মিনিট
আরামবাগ: রাত ১০:৪৫ মিনিট

৪) কল্যাণপুর: রাত ৯:৪০ মিনিট (ফেরি ঘাট হয়ে)
টেকনিক্যাল: রাত ৯:৪৫ মিনিট
গাবতলী: রাত ৯:৫০ মিনিট
সাভার: রাত ১০:১০ মিনিট
নবীনগর: রাত ১০:২০ মিনিট

বেনাপোল থেকে ছাড়ার সময়সূচী:

১) বেনাপোল: ভোর ৬:০০ মিনিট (পদ্মা সেতু হয়ে আরামবাগ)
যশোর: সকাল ৭:১৫ মিনিট
নড়াইল: সকাল ৮:০০ মিনিট
লক্ষ্মীপাশা: সকাল ৮:৩০ মিনিট

২) বেনাপোল: সকাল ৭:৩০ মিনিট (পদ্মা সেতু হয়ে আরামবাগ)
যশোর: সকাল ৮:৪৫ মিনিট
নড়াইল: সকাল ৯:৩০ মিনিট
লক্ষ্মীপাশা: সকাল ১০:০০ মিনিট

৩) বেনাপোল: সকাল ১১:০০ মিনিট (পদ্মা সেতু হয়ে আব্দুল্লাহপুর)
যশোর: দুপুর ১২:১৫ মিনিট
নড়াইল: দুপুর ১:০০ মিনিট
লক্ষ্মীপাশা: দুপুর ১:৩০ মিনিট

৪) বেনাপোল: দুপুর ৩:৩০ মিনিট (পদ্মা সেতু হয়ে আরামবাগ)
যশোর: বিকাল ৪:৪৫ মিনিট
নড়াইল: বিকাল ৫:৩০ মিনিট
লক্ষ্মীপাশা: সন্ধ্যা ৬:০০ মিনিট

ভাড়ার তালিকা:
ঢাকা - লক্ষ্মীপাশা: ৫০০ টাকা
ঢাকা - নড়াইল: ৫৫০ টাকা
ঢাকা - যশোর: ৬৫০ টাকা
ঢাকা - বেনাপোল: ৭৫০ টাকা

টিকেটের জন্য যোগাযোগ:
আব্দুল্লাহপুর ১: 01762684432
আব্দুল্লাহপুর ২: 01762685091
উত্তরা: 01762684438
নর্দা: 01791033335
বাড্ডা: 01919394383
সোহরাব পাম্প: 01762684403
কল্যাণপুর: 01762684440
টেকনিক্যাল: 01762684404
গাবতলী: 01762684433
সাভার: 01762684434
নবীনগর: 01762684435
কলাবাগান: 01762684431
আরামবাগ: 01762684430
লক্ষ্মীপাশা: 01914927604
নড়াইল: 01791712728
যশোর: 01733351943
বেনাপোল: 01733351941

অনলাইন টিকেট: www.deshtravelsbd.com

বি.দ্র.: যেকোন সময় যেকোন সিডিউলের পরিবর্তন হতে পারে।

১০ অক্টোবর মধুমতি সেতু উদ্বোধন হওয়ার পর ১১ অক্টোবর থেকে ঢাকা আবদুল্লাহপুর(উত্তরা)-পদ্মা সেতু-গোপালগঞ্জ (ভাটিয়াপাড়া)-মধুম...
15/10/2022

১০ অক্টোবর মধুমতি সেতু উদ্বোধন হওয়ার পর ১১ অক্টোবর থেকে ঢাকা আবদুল্লাহপুর(উত্তরা)-পদ্মা সেতু-গোপালগঞ্জ (ভাটিয়াপাড়া)-মধুমতি সেতু(কালনা)- লোহগড়া-নড়াইল-যশোর রুটে চলাচল শুরু করবে দেশ ট্রাভেলস।।

এসএসসি পরীক্ষার ছুটিতে সরাসরি ঝিনাইদহ থেকে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এমন একটা জায়গা যেখানো বার বার গেলেও আরো...
11/10/2022

এসএসসি পরীক্ষার ছুটিতে সরাসরি ঝিনাইদহ থেকে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এমন একটা জায়গা যেখানো বার বার গেলেও আরো যেতে হচ্ছে করে। আর জীবনটাই বা কয় দিনের!! যেতে ইচ্ছে করছে, কিন্তু একটু সুযোগের জন্য যেতে পারছেন না?
"ঝিনাইদহ ট্রাভেল গ্রুপ" আপনার জন্য নিয়ে এলো ঝিনাইদহ থেকে সাধ এবং সাধ্যের মধ্যে একটি প্রিমিয়াম প্যাকেজ 💥💥
৩ রাত ২ দিনের ট্যুরে ঘুরে আসুন "ঝিনাইদহ ট্রাভেল গ্রুপ" এর সাথে।

ভ্রমণের ধরনঃ প্রিমিয়াম
** যাত্রা শুরুঃ২২ অক্টোবর (শুক্রবার)২০২২ বিকাল ৪ টা
** যাত্রার শেষঃ ২৫ অক্টোবর (সোমবার) সকাল ১০ টা
বিঃদ্রঃ- আমরা আমাদের ট্যুরিস্টদের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তার কথা মাথায় রাখি এবং মেয়েদের জন্য আমরা সর্বোচ্চ সিকিউরিটির নিশ্চয়তা দিয়ে থাকি। সুতরাং ছেলে-মেয়ে, ছাত্র-ছাত্রী, কাপল এবং পরিবারের সবাইকে নিয়ে এই ট্যুরে জয়েন করতে পারেন।

****এই ট্যুরে আমরা যা যা দেখবোঃ
১. কক্সবাজার সমুদ্র সৈকত।
২. হিমছড়ি পাহাড়।
২. হিমছড়ি ঝর্না।
৩. মেরিন ড্রাইভ।
৪. ইনানি বিচ।
*********************
আসন সংখ্যা : ১৫সিট

** প্যাকেজ প্রাইজঃ
۞ প্রতি জন ৬০০০/- মাত্র
۞ কাপলদের জন্য দুজন ১৪০০০/- মাত্র
********************
★ কাপলদের জন্য আলাদা কাপল রুম থাকবে👫।
★ছেলেদের আলাদা মেয়েদের আলাদা রুম থাকবে, এবং প্রতি বেডে (খাটে) মাত্র ২ জন করে অবস্থান করবে।

✔✔✔ যা যা থাকছে প্যাকেজের মধ্যেঃ
✅ ৬ বেলা পর্যাপ্ত খাবার।
✅ ঝিনাইদহ-কক্সবাজার-ঝিনাইদহ এসি বাস সার্ভিস।
✅ এসি হোটেল সার্ভিস।
✅ সকল পর্যটন কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য রিজার্ভ গাড়ি।
✅ কক্সবাজারে ১ রাত রিসোর্টে থাকা।
✅ হিমছড়ি পাহাড়ের প্রবেশ ফি।

ভ্রমণ পরিকল্পনা ********

প্রথম দিন (শুক্রবার)
২২ অক্টোবর বিকাল ৪ টায় সবাই একসাথে মিলিত হয়ে এসি বাসে কক্সবাজার সমুদ্র সৈকত এর উদ্দেশ্যে রওনা।

দ্বিতীয় দিন (শনিবার)
সকাল বেলা পথের বিরতিতে সকালের নাস্তা। তারপর সকাল ১১ টার মধ্যে কক্সবাজার হোটেলে চেকইন করবো। তারপর ফ্রেশ হয়ে রেস্ট করবো এর পর দুপুরের খাবার খেয়ে রিজার্ভ গড়ি নিয়ে হিমছড়ি পাহাড়, ঝর্না ও ইনানি বিচ দেখতে যাবো। রাতে ফিরে সামুদ্রিক মাছের বারবিকি পার্টি শেষে ঘুম।

তৃতীয় দিন (রবিবার)
ভোরবেলা ঘুম থেকে উঠে সমুদ্র পাড়ে হাটতে যাবো। এসে সকালের নাস্তা করে সমুদ্রতে গোসল করবো। তারপর দুপুরের খাবার খেয়ে নিজেদের মত ঘোরাঘুরি সন্ধ্যা ৭ টা পর্যন্ত। এর রাতের খাবার খেয়ে রাত ৯ টার এসি বাসে রওনা দিয়ে। সোমবার দুপুর ১ টার মধ্যে ইনশাল্লাহ আমরা ঝিনাইদহ পৌঁছাবো।

আমাদের খাবার মেনুতে যা যা থাকছেঃ
====================
***প্রথম দিন
★★সকালঃ পরটা২/৩ টা-ডাল ভাজি।
★★ দুপুরঃ ভাত+সামুদ্রিক কোরাল মাছ+বেগুন/আলু/শুটকি ভর্তা+সবজি+ডল।
★★রাতঃ নানরুটি + সামুদ্রিক মাছের বারবিকিও।
*** পরের দিন
★★সকালঃ ভূনা খিচুড়ী+ ডিম।
★★দুপুরঃ ভাত+গরু মাংস+বেগুন/আলু/শুটকি ভর্তা+সলাদ।
★★রাতঃ ভাত + মুরগির মাংস+ সবজি+ শুটকি ভর্তা।
**********★★************
** প্যাকেজে যা যা থাকছে নাঃ
- কোন ব্যক্তিগত খরচ
- কোন ঔষধ
- প্যাকেজে উল্লেখ নেই এমন কোনো খরচ।
*****************
↪️ কনফার্মেশন সিস্টেম
মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। আসন কনফার্ম করার জন্য আপনাকে ৩০০০+৬০(বিকাশ চার্জ) = ৩০৬০/- টাকা বিকাশের মাধ্যমে প্রদান করে আসন কনফার্ম করতে হবে যা অফেরতযোগ্য। কিংবা সরাসরি আমাদের অফিসে এসেও টাকা জমা দিতে পারেন। বাকি টাকা ট্যুরের দিন দিলেই হবে।
* অফিসের ঠিকানাঃ ইমরান বই ঘর কেন্দ্রীয় বাস টার্মিনাল ঝিনাইদহ।
***********************
📲 বুকিং এর জন্য যোগাযোগঃ 01601277270, 01869-000069 (শাহরিয়ার রহমান)
****** টাকা পাঠানোর নম্বরঃ
◙ বিকাশ ও নগদ (Personal): 01720-654871

আমাদের বুকিং :- ১৮/১০/২০২২ তারিখ পর্যন্ত চলবে।
তবে আমাদের আসন পূর্ণ হয়ে গেলে আগেই বুকিং ক্লোজ করা হবে।

**********★★************
🤘ট্যুর কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবে:
🔘 এটি একটি গ্রুপ ট্যুর, অন্য কেউ কষ্ট পাবে এমন কোন আচরণ গ্রহণযোগ্য নয়।
🔘 ন্যাশনাল আইডি কার্ড এবং এর ফটোকপি নিতে হবে, যদি না থাকে সেক্ষেত্রে যেকোন ছবিযুক্ত পরিচয়পত্র এবং এর ফটোকপি নিতে হবে।
🔘 কোন ধরনের মাদকদ্রব্য সেবন বা সাথে নেয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
🔘 বুকিং কনফার্মেশন এর উপর ভিত্তি করে বাসের সিট দেয়া হবে।
🔘 কেউ আলাদাভাবে রুম নিতে চাইলে আগে থেকেই জানাতে হবে, সম্ভব হলে করা হবে। অন্যথায় মেয়েরা আলাদা রুমে, ছেলেরা আলাদা রুমে থাকার ব্যবস্থা করা হবে।
► প্রাকৃতিক দূর্যোগ বা অনাকাঙ্ক্ষিত সমস্যার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
******************
• ঝিনাইদহ ও পার্শবর্তী আশেপাশের জেলা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, রাজবাড়ি ও ফরিদপুর এসব এলাকার ভ্রমণ পিপাসু আগ্রহীরাও এড হতে পারবেন আমাদের সাথে ও ভ্রমণপিপাসু মানুষদের বাংলাদেশের অপুরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করানোই "ঝিনাইদহ ট্রাভেল গ্রুপ" এর উদ্দেশ্য।

****আমাদেরকে ভাল করে যাচাই বাচাই করুন।

আমরা কেমন পরিশেবা দেই আমাদের গ্রুপ ঘুরে আসুন এবং আমাদের গেস্টদের রিভিউর দেখে আসুন।

আমাদের সম্পর্কে ধারনা পেয়ে যাবেন।

গ্রুপের লিংক:- https://www.facebook.com/groups/1686327444925513/?ref=share

ইভেন্টের বিস্তারিত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ Tour BD ( Travelling & Tourism) এরপক্ষ থেকে।

মাত্র ৫৪৯৯/- সাজেক - খাগড়াছড়ি ভ্রমণ🟢সাজেক ইভেন্টঃযাত্রাঃ ঝিনাইদহ  (নির্দিষ্ট স্থান) থেকেঃ ১১/০৮/২০২২ইংফেরাঃ খাগড়াছড়ি থ...
25/07/2022

মাত্র ৫৪৯৯/- সাজেক - খাগড়াছড়ি ভ্রমণ

🟢সাজেক ইভেন্টঃ
যাত্রাঃ ঝিনাইদহ (নির্দিষ্ট স্থান) থেকেঃ ১১/০৮/২০২২ইং
ফেরাঃ খাগড়াছড়ি থেকেঃ ১৩/০৮/২০২২ইং

বুকিং - 01601277270
বুকিং চলবে - ০৮/০৮/২০২২ তারিখ পর্যন্ত।

💰প্যাকেজ মূল্যঃ৫৪৯৯/-টাকা মাত্র (জনপ্রতি), ১রুমে ৪/৬জন/ফ্যামিলি।
💰কাপল শেয়ারিং প্যাকেজ মূল্যঃজনপ্রতি ৫৯৯৯/- টাকা মাত্র (২জন-১২০০০/-), ১রুমে ২জন/কাপল।

__________________
🔹সিঙ্গেল ছেলে /মেয়ে/পরিবার/কাঁপল যে-কেউ আমাদের সাথে ট্যুরে জয়েন করতে পারবেন।

◙ এটি ৩ রাত ২ দিনের ট্যুর । ১রাত সাজেকে থাকা ইভেন্ট বিস্তারিত,
কি কি দেখবো:
✅ সাজেক ভ্যালী।
✅ রুই লুই পাড়া।
✅ কংলাক পাড়া।
✅ স্টোন গার্ডেন।
✅ হেলিপ্যাড
✅দোকানী বিহীন দোকান।
✅পাহাড়িদের সাথে আড্ডা ।
✅লুসাই ভিলেজ।
✅ আলুটিলা গুহা।
✅ঝুলন্ত ব্রিজ।
✅জেলা পরিষদ পার্ক। (অনুমতি পেলে)

◙ বিস্তারিত সাজেক ট্যুর প্ল্যান:
🌙 ১ম রাতঃবৃহস্পতিবার
দুপুরের বাসে ঝিনাইদহ এর (নির্দিষ্ট স্থান) থেকে খাগড়াছড়ি যাত্রা।

🌅 ১ম দিনঃ
সকালে খাগড়াছড়ি পৌঁছে চলে যাব দিঘীনালা/বাঘাইহাট পথে নাস্তা করে নিব. রিজার্ভ সবুজ চাঁদের গাড়িতে করে সকালের আর্মি স্কটে চলে যাবো সাজেক। সাজেকে পৌঁছে প্রথমেই হোটেলে চেক-ইন করে ফ্রেশ হয়ে নিবো। তারপর দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে চলে যাবো রুইলুই পাড়া থেকে কংলাক পাড়া। সূর্যাস্ত দেখে ফিরে এসে হেলিপ্যাডে আড্ডা দিবো সবাই মিলে। এরপর রাতের খাবার খেয়ে রিসোর্টে রাত্রিযাপন।

ফুড সেট মেন্যু: ১ম দিন :
✅সকালঃ রুটি ২টি, ডিম ভাজি, ডাল-সবজি+চা।
✅দুপুর : Bamboo Chicken, সবজি, আলু ভর্তা, ডাল, ভাত।
✅রাতে : Live Chicken BBQ+রুটি ২টি+কোল্ড ড্রিঙ্কস।

🌅 ২য় দিন : শনিবার
খুব সকালে ঘুম থেকে উঠে চলে যাবো হেলিপ্যাডে। মেঘ দেখবো। সূর্য-উদয় দেখবো। তারপর সকালের নাস্তা করে চলে যাবো খাগড়াছড়ি। দুপুরের খাবার খেয়ে আলুটিলা গুহা, ঝুলন্ত ব্রিজ, জেলা পরিষদ পার্ক ঘুরবো। রাতের বাসে খাগড়াছড়ি থেকে ঝিনাইদহর উদ্দেশ্যে রওনা দেবো।রাতে খাগড়াছড়িতে হবে ফানুস উৎসব ।

ফুড সেট মেন্যু: ২য় দিন :
✅সকাল : ভেজিটেবল খিচুড়ি, ডিম।
✅দুপুর : হাঁসের কালা ভুনা, সবজি, ভর্তা, ডাল, ভাত।
✅ আলোচনা সাপেক্ষে।

🌅 ৩য় দিন : রবিবার
দুপুর ১২/১ টার মধ্যে ঝিনাইদহ পৌঁছে যাব ইন শাহ আল্লাহ।

🧒👦শিশু পলিসি: আলোচনা সাপেক্ষে।

🔹এই টাকায় যা যা থাকছে:
✅ ঝিনাইদহ -খাগড়াছড়ি -ঝিনাইদহ নন-এসি বাস ।
✅দুই দিন মোট ৬ বেলা খাবার (Bamboo chicken & Live BBQ
✅ দুই(২) দিনের জন্য রিজার্ভ চাঁন্দের গাড়ি(সবুজ) ভাড়া (ড্রাইভার ও হেল্পারের থাকা-খাওয়ার খরচ সহ)।
✅ মেঘালয়/সাইরু ইকো কটেজ/চাঁদের বাড়ি রিসোর্ট / অথবা সমমান এর রিসোর্টে একরাত শেয়ার বেসিসে রাত্রি যাপনের খরচ।
✅ শুধুমাত্র সাজেকে এন্ট্রি টিকেট।
✅গাইড খরচ

🔹স্পেশাল ফিচার:
✅ (Bamboo chicken & Live BBQ).।

⛔ যা যা থাকছেনা:
🚫 যেকোন ধরনের ব্যাক্তিগত খরচ।
🚫 প্যাকেজে উল্লেখ নেই এমন খরচ।

📢অংশগ্রহণকালীন যা মেনে চলতে হবে:
😒এটি একটি গ্রুপ ট্যুর, অন্য কেউ কষ্ট পাবে এমন কোন আচরণ গ্রহণযোগ্য নয়।
⏰যে কোন পরিস্থিতিতে ভ্রমণ পরিকল্পনার পরিবর্তিত বা পরিমার্জিত হতে পারে।
🐝ঘ্যান ঘ্যান করা যদি আপনার স্বভাব হয় তাহলে বাসায় থাকুন আমাদের সঙ্গে
জয়েন করার প্রয়োজন নেই।
🍁 প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করা যাবে না।
🚙এক চান্দের (সবুজ) গাড়িতে ১২/১৩ জন করে বসতে হবে।
👩 মেয়েদের জন্য রুম অবশ্যই আলাদা হবে।
🚫কোন ধরনের #মাদক_দ্রব্য সেবন বা সাথে নেয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

📢কনফার্মেশন সিস্টেম:
মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। আসন কনফার্ম করার জন্য আপনাকে বিকাশ অথবা নগদে খরচসহ ৫০% টাকা অগ্রিম প্রদান করে আসন কনফার্ম করতে হবে (অফেরতযোগ্য)। অথবা আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসেও টাকা জমা দিতে পারেন।
অফিস: ইমরান বই ঘর, কেন্দ্রীয় বাস টার্মিনাল, ঝিনাইদহ।

☎️ যোগাযোগ - 01601277270, 01869000069,01850-799893

বিকাশ - 01601277270
নগদ - 01720654871

এছাড়াও আমরা গ্রপ ট্যুর, ফ্যামিলি ট্যুর গুলো মানসম্মত প্যাকেজে করে থাকি। যে কোনো প্রকার তথ্যের জন্য ইনবক্সে যোগাযোগ করুন।

Address

Bus Tarminal
Jhenida
7300

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:15
Sunday 10:00 - 17:00

Telephone

+8801601277270

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahriar Rahman Shovon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahriar Rahman Shovon:

Share

Category


Other Jhenida travel agencies

Show All

You may also like