Jum International Tour & Travels

Jum International Tour & Travels This is a tour & travel company

26/03/2023

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৩ উপলক্ষে “রিবেঙ আইটি” স্বাধীন প্যাকেজে দিচ্ছে বিশেষ মূল্য ছাড়। এ সুযোগ সীমিত সময়ের জন্য...

এই প্যাকেজের মধ্যে রয়েছেঃ
১) বেসিক কম্পিউটার ও অফিস এ্যাপ্লিকেশন
২) গ্রাফিক্স ডিজাইন ও আউটসোর্সিং
৩) ওয়েব ডিজািইন এন্ড ডেভেলপমেন্ট ও আউটসোর্সিং
৪) ডিজিটাল মার্কেটিং ও আউটসোর্সিং

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
রিবেঙ আইটি
কল্যাণপূর, পানখাইয়া পাড়া রোড, খাগড়াছড়ি।
মোবাইল: ০১৮৪১৫৫৬৪৮৮, ০১৫৫২৫৫৬৪৮৮

01/01/2023

Happy New Year 2023 all group member of the "Jum International Tour & Travels" with love.

06/11/2022
10/10/2022

দুনিয়াকে জানুন,দেখুন
🥀🥀🥀🥀🥀🥀🥀

মাত্র ১৪৯৯৯/- টাকায় "JUM INTERNATIONAL TOUR & TRAVELS"- এর পক্ষ থেকে আমরা দিচ্ছি দার্জিলিং ভ্রমণের সুবর্ণ সুযোগ। হ্যাঁ, তিনদিন দুই রাত ভ্রমণে বাংলাদেশী টাকায় আমরা নিচ্ছি স্রেফ জনপ্রতি ১৪৯৯৯/- টাকা।

*প্যাকেজে যা যা থাকছে-
♦তিনবেলা মূল খাবার (ব্রেকফাস্ট,লাঞ্চ,ডিনার)
♦কম্পোর্টেবল রিজার্ভ গাড়ি
♦দুই রাত আরামদায়ক হোটেল রুম (গিজার,রুম হিটার,ওয়াইফাই সুবিধা)

*ভ্রমণের সম্ভাব্য সময়:
আগামী নভেম্বর মাসের যে কোনো সময়। যারা ভ্রমণে আসবেন তাদের সুবিধামোতাবেক তারিখ নির্ধারণ করা হবে।

👉ট্যুরে অংশ নিতে ইচ্ছুক যারা তাদের পাসপোর্ট এবং ভিসা করার ক্ষেত্রে আমরা যাবতীয় সহযোগীতা করে থাকি।

*বিস্তারিত যোগাযোগ-
India: +919366151807
Bangladesh: +8801552556488
Bangladesh: +8801860706396
E-mail: [email protected]

*ট্যুরের বিস্তারিত:
দিন - ০১
👉জলপাইগুড়ি/শিলিগুড়ি থেকে সবাইকে একত্রিত করে আমরা রিজার্ভ গাড়িতে রওনা দেবো দার্জিলিঙের উদ্দ্যেশ্যে। যেতে যেতে দার্জিলিঙের পাহাড় উঠতে উঠতে আপনার মনে হবে এই বুঝি মেঘের রাজ্যে উঠে যাচ্ছি আমরা। সারি সারি চা বাগান,পাইন বন, সবুজ পাহাড় আর পাহাড় ছুঁয়ে যাওয়া শুভ্র মেঘ দেখে আপনার মন অবশ্যই আনন্দে দোলা দিয়ে উঠবে তাতে কোন সন্দেহ নেই। এদিন দার্জিলিঙে পৌঁছে যদি আমাদের হাতে কিছু সময় থাকে তবে দেখে নিবো-
♥১৯৭২ সালে নির্মিত ঐতিহ্যবাহী জাপানিজ টেম্পল বা পিস প্যাগোদা,
♥ডার্লি মনস্ট্রি এবং
♥দার্জিলিং চিড়িয়াখানা।
এসব দেখে আমরা হোটেলে ফিরে যাব।দার্জিলিঙের হিমেল হাওয়ার রোমাঞ্চকর রাত আপনাকে স্বাগত জানাবে। ডিনার সেরে হোটেলের আরামদায়ক বেডে দার্জিলিঙয়ে রাত্রিযাপন।

দিন - ০২
👉ভোর চারটা বাজে আমরা রওনা দেবো টাইগার হিল। সমুদ্রপৃষ্ট থেকে এটি ৮৪৪২ ফুট উচুঁতে অবস্থিত। দার্জিলিং থেকে ১১ কিলোমিটার দূরে এর অবস্থান। টাইগার হিলের সূর্যোদয় গোটা পৃথিবী জুড়ে বিখ্যাত। এখানে সূর্যোদয়ের সময় রঙের খেলা শুরু হয়। পূর্বদিকে যখন সূর্যের কিরণ ঝিলিক দিয়ে উঠে তখন উত্তর দিকে থাকা ধবধবে শুভ্র কাঞ্চনঝঙ্গা সোনালি আকার ধারণ করে চকমক আভা ছড়িয়ে দেয়। আর ঠিক সেই সময়ে নিচের দিকের দার্জিলিঙে দেখবেন তখনও অন্ধকার। সেই সময়টাতে নিচের দিকে দেখবেন সোডিয়াম লাইটগুলো আঁধারের বুকে তখনও দিব্যি জ্বলছে। প্রকৃতির এমন দ্বৈত রুপ একমাত্র টাইগার হিলেই দেখবেন। এ যেন সূর্য আর কাঞ্চনঝঙ্গার এক সম্মিলিত জাদু। এখান থেকে পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট দেখা যায়। সূর্যোদয়ের অপরুপ দৃশ্য, কাঞ্চনঝঙ্গা, মাউন্ট এভারেস্ট এবং ৩২০ ডিগ্রী এঙ্গেলে দার্জিলিংটাকে একনজর দেখতে খুব ভোরে এখানে প্রচুর পর্যটকের সমাগম হয়। ভোর চারটার ভিতর রওনা না দিলে গাড়ির দীর্ঘ লাইনের পিছে পড়ে আপনাকে কয়েক কিলোমিটার হাঁটতে হবে। তাই ভোর চারটায় রওনা দিতে হবে।

👉বাতাসিয়া লুপ: টাইগার হিল থেকে ফিরতে আমরা দেখবো বাতাসিয়া লুপ। টয়ট্রেন এখানে দার্জিলিং থেকে এসে ৩৬০ ডিগ্রী এঙ্গেল ঘুরে ঘুম স্টেশনের দিকে রওনা হয়। ট্রেন আসার আগে রেল লাইনের ওপর হরেক রকমের পসরা সাজিয়ে দোকানদারেরা বসে। আর ট্রেন আসার আগে সবকিছু গুছিয়ে দোকান সরিয়ে নেওয়া হয়। ট্রেন চলে গেলে আবার রেললাইনগুলো হরেকরকম পসরায় সেজে ওঠে। এটি পৃথিবীতে অন্যতম আকর্ষণীয় একটি বাজার। এখানে অনেক সিনেমার শ্যুটিং হয়েছে। গোর্খা ওয়ার্ল্ড মেমোরিয়াল বাতাসিয়া লুপের মাঝখানে অবস্থিত। ভারতের বিভিন্ন যুদ্ধে যে গোর্খা সৈনিকরা শহীদ হয়েছেন গোর্খা ওয়াল্ড মিউজিয়ামে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মেমোরিয়াল। টয়ট্রেন ব্রিটিশ সময়ের এক অবাক করা আবিষ্কার। দার্জিলিং থেকে ঘুম স্টেশন অনেক উচ্চতায় হওয়াতে ১৪০ ফিট চড়াই উৎরাই যাতায়াতের জন্য ১৯১৯ সালে ঘুম স্টেশন পর্যন্ত এ রেল লাইন চালু হয়। ৫০ হাজার স্কয়ার ফিট জায়গা জুড়ে এই বাতাসিয়া লুপ অবস্থিত।

👉দার্জিলিং রোপওয়ে: দার্জিলিং আসলে রোপওয়েতে চড়বেননা তা কি হয়? ৭ হাজার ফিট উচ্চতা থেকে ৬ হাজার ফিট উচ্চতায় নেমে এসে আবার উঠে যায় রোপওয়েগুলো। রোপওয়েতে যেতে যেতে আপনি দেখবেন সারি সারি চা বাগান,সবুজ পাহাড়। মাঝে মাঝে মেঘ আপনাকে ছুঁয়ে যাবে। ভাড়া ৫ থেকে ৮ বছর পর্যন্ত ১০০ আর তার ওপরের যারা তাদের জন্য ২০০ রুপি। এটির শুরু ১৯৬৮ সাল থেকে। মেনটেইনেন্সের জন্য প্রতিমাসের ১৯ তারিখ রোপওয়ে বন্ধ থাকে।

👉হ্যাপি ভ্যালি টি এস্টেট-১৮৫৪ সালে বৃটিশ শাসনামলে এটি চালু হয়েছিলো। ৪৪০ একর জায়গা জুরে বিস্তৃত বিশাল এই চা বাগান দার্জিলিঙের ২য় সবচেয়ে পুরনো চা বাগান।এখানকার বেশিরভাগ চা গাছের বয়স ১০০ বছরেরও বেশি। দেড় হাজার থেকে দুই হাজার শ্রমিক এখানে কাজ করে। এখানে সরাসরি আপনি ফ্যাক্টরিতে গিয়ে চা প্রসেসিং কিভাবে হয় সেটা দেখতে পারবেন। তার বিনিময়ে একস্ট্রা কিছু ফি দিতে হয়। হ্যাপি ভ্যালি টি এস্টেটের নাম্বার ওয়ান টি হলো দুটি কচি পাতা এবং একটি কুড়ির চা পাতা। ২য় বেস্ট ওয়ান হলো তিনটি কচি পাতা একটি কুড়ির চা পাতা। এখানকার গ্রিন টির বিশ্বজুড়ে সুনাম রয়েছে।

👉দার্জিলিং মেল: দার্জিলিংয়ে এসে টয়ট্রেন এবং দার্জিলিং মেল দর্শন না করলে দার্জিলিং ভ্রমণটা অপূর্ণ থেকে যায়। দার্জিলিং মেল ভারতের সবচেয়ে পুরনো ট্রেন সার্ভিস। এটি পহেলা জানুয়ারী ১৯৭৮ সালে চালু হয়ে আজ অব্দি চলছে। দার্জিলিং মেল দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি যাতায়াত করে।ট্রেন নাম্বার ১২৩৪৩ এবং ১২৩৪৪।আমরা এখানে এসে টয়ট্রেনও দর্শন করবো।
👉মহাকাল ধাম: হিন্দু মন্দীর হলেও এখানে রয়েছে বৌদ্ধদেরও কিছু নমুনা। ট্যুরিস্টদের কাছে এই মহাকাল ধাম খুবই প্রিয় জায়গা। ১৭৮২ সালে লামা দর্জি এটি নির্মান করেছিলেন।

তারপর রাত্রে হোটেলে ফিরে ডিনার সেরে নরম বেডে রাত্রিযাপন।

দিন - ০৩
👉সকালে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দেবো রক গার্ডেন। রক গার্ডেন যেতে যেতে কথা দিচ্ছি আপনাদের মনটা হারিয়ে যাবে প্রকৃতির রুপের সাগরে। প্রকৃতির সৌন্দর্যটা এখানে বহুগুণে বৃদ্ধি পেয়েছে। রক গার্ডেনের চাইতে পথে পড়া প্রকৃতির অপরুপ সৌন্দর্য কোন অংশেই কম নয়। রক গার্ডেন যেতে আসতে যেমনি সময় লাগে তেমনি এটি দেখতেও কিছুটা সময় লাগে। পাহাড়ের খাঁজগুলো ধাপে ধাপে ওপরে উঠে গেছে যেখানটায় কিছুটা না উঠলে আপনি এর সৌন্দর্যটা অনুভব করতে পারবেননা। রক গার্ডেন দেখা শেষ করে আমরা চলে যাবো ফুলবাড়ি স্থল বন্দরের দিকে। পথে যেতে যেতে সাইড সিং দেখতে দেখতে এগিয়ে আসবে বিদায়ের ঘন্টা। ফুলবাড়ি স্থলবন্দরে আপনাদের সসম্মানে ড্রপ দিয়ে ভালাোবাসার বিদায় জানাবো JUM INTERNATIONAL TRAVEL & TOURS -এর পক্ষ থেকে। ইমিগ্রেশনের কাজ শেষ করে আপনারা পঞ্চগড় থেকে অহরহ রাতের বাস পাবেন ঢাকা পর্যম্ত।

♦উল্লেখ্য, এই প্যাকেজ শেষ করে যারা আমাদের পরবর্তী সিকিম ট্যুর প্যাকেজে অংশ নিতে চান তারা থেকে যাবেন দার্জিলিং। তার পরের দিন থেকে একের পর এক সাইড সিং দেখতে দেখতে আমরা দার্জিলিং থেকে এগিয়ে যাবো সিকিমের উদ্দ্যেশ্যে।

প্যাকেজে যা যা থাকছেনা-
*পাসপোর্ট, ভিসার খরচ বহন।
*বাংলাবান্দা-ফুলবাড়ি পর্যন্ত যাতায়াতের খরচ।
*দর্শনীয় যে কোনো স্থানের এন্ট্রি ফি।
*রোপওয়ের টিকিট ফি।
*হ্যাপি ভ্যালি টি এস্টেট ফ্যাক্টরি দর্শন ফি।

বি.দ্রঃ প্যাকেজ মূল্য ধরা হবে ইন্ডিয়া প্রবেশের পর থেকে।

ধন্যবাদান্তে-
JUM INTERNATIONAL TOUR & TRAVELS

https://www.facebook.com/groups/1218992608954350/?ref=share_group_link

https://www.facebook.com/profile.php?id=100084878598292

গুরুত্বপূর্ণ পোস্ট🥀🥀🥀🥀🥀আগামী নভেম্বরে শুরু হতে যাচ্ছে আমাদের JUM INTERNATIONAL TOUR & TRAVELS- এর পক্ষ থেকে Darjeeling T...
06/10/2022

গুরুত্বপূর্ণ পোস্ট
🥀🥀🥀🥀🥀

আগামী নভেম্বরে শুরু হতে যাচ্ছে আমাদের JUM INTERNATIONAL TOUR & TRAVELS- এর পক্ষ থেকে Darjeeling Tour। আমাদের দার্জিলিং উদ্বোধনী প্যাকেজ ট্যুরে যারা আসবেন তারা পরবর্তী প্যাকেজ "নর্থ সিকিম" ট্যুরেও অংশ নিতে পারবেন। যারা দার্জিলিং এবং সিকিম ভ্রমণে যেতে চান তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক স্থলবন্দর হলো বাংলাবান্ধা(বাংলাদেশ)-ফুলবাড়ি(ইন্ডিয়া) স্থলবন্দর। কারণ ফুলবাড়ি থেকে শিলিগুড়ি শহরের দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। আর দার্জিলিং,সিকিম যেতে হলে শিলিগুড়ি দিয়েই যেতে হয়।

যারা ইন্ডিয়াতে যাবেন তাদের জন্য ভিসা এবং যাতায়াত সংক্রান্ত কিছু গুরুবপূর্ণ তথ্য তুলে ধরলাম।
👉ভিসাঃ-বর্তমানে ভিসা আবেদনের সময় ৫ টি পোর্ট আবেদন করা যায়। ইন্ডিয়া ভিসার মেয়াদ যেহেতু দেড় বছর পর্যন্ত পাওয়া যায় সেজন্য ভিসা আবেদনের সময় নিচের ৫ টি গুরুত্বপূর্ণ পোর্ট অবশ্যই উল্লেখ করবেন। বলাতো যায়না আজ দশ দিনের জন্য আপনি যে কোনো কারণে ফুলবাড়ি বা বেনাপোল বর্ডার দিয়ে যাচ্ছেন হয়তো তিনমাস পরে আরেকবার এসে তামাবিল-ডাউকি পোর্ট দিয়েও আপনাকে দেশে ফিরতে হবে। তাই নিচের ৫ টি পোর্ট ভিসার আবেদনে উল্লেখ করলে আপনি ৫ টির যে কোনো পোর্ট দিয়ে দেশে ফিরতে পারবেন।
১।ফুলবাড়ি(শিলিগুড়ি)
২।ডাউকি(মেঘালয়)
৩।পেট্রাপোল
৪।আগরতলা
৫।বাই রেল জলপাইগুড়ি।
বাংলাদেশের বাংলাবান্ধা আর ভারতের ফুলবাড়ি,বাংলাদেশের সিলেটের তামাবিল আর ভারতের ডাউকি,বাংলাদেশের যশোরের বেনাপোল আর ভারতের পেট্রাপোল,বাংলাদেশের কুমিল্লার আখাউড়া আর ভারতের আগরতলা স্থলবন্দর।

👉মিতালী এক্সপ্রেস ট্রেনঃ-
মিতালী এক্সপ্রেস ট্রেন ঢাকা টু জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি টু ঢাকা আসা-যাওয়া করে। ঢাকা ক্যান্টমেন্ট রেলওয়ে স্টেশন থেকে মিতালী এক্সপ্রেস ছেড়ে যায় ইন্ডিয়ার জলপাইগুড়ি রেলস্টেশনের উদ্দ্যেশ্যে। ভিসা প্রসেসিং এর সময় এন্ট্রিপোর্টে "বাই রেল নিউ জলপাইগুড়ি পোর্ট" উল্লেখ করতে হবে। সোম ও বৃহষ্পতিবার রাত ৯.৫০ এ ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন ছেড়ে যায় মিতালী এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি পৌঁছায় সকাল ৭.০৫ এ। আর নিউ জলপাইগুড়ি থেকে ঢাকার উদ্দ্যেশ্যে সকাল ১১ টায় ছেড়ে রাত ১০.৩০ এ ঢাকায় পৌঁছায়। একমাত্র ভিসা পাওয়ার পরেই মিতালী এক্সপ্রেস ট্রেনের টিকিট পাওয়া যায়। ভিসায় বাই রেল জলপাইগুড়ি পোর্ট পাওয়ার পরিই সেটা নিয়ে সরাসরি কমলাপুর রেল স্টেশন অথবা চট্টগ্রাম রেল স্টেশন থেকে ভিসা দেখিয়ে মিতালী এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে হয়। তবে সে সময় নিজে স্বশরীরে উপস্থিত থাকতে হবে। যাত্রার ৩০ দিন আগে মিতালী এক্সপ্রেস ট্রেনের টিকিটের জন্য আবেদন করতে হয়। উল্লেখ্য মিতালী এক্সপ্রেস ট্রেন ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে ছাড়ার আগে বাংলাদেশের ইমিগ্রেশন করিয়ে নিতে হয়।আর ইন্ডিয়ায় ইমিগ্রেশন হয় নিউ জলপাইগুড়ি রেলস্টেশনে গিয়ে।
মিতালী এক্সপ্রেস ট্রেনের ভাড়া-
এসি চেয়ার-২,৭০৫/-
এসি সিট-৩,৮০৫/-
এসি বার্থ-৪,৯০৫/- টাকা।
উল্লেখ্য এই ভাড়ার সাথে ট্রাভেল টেক্স ইনক্লুড থাকে।

👉শ্যামলীঃ-ঢাকা টু কোলকাতা পর্যন্ত শ্যামলীর বাস সার্ভিস চালু রয়েছে। এই বাসে করে আপনি শিলিগুড়ি পর্যন্তও যেতে পারেন।শ্যামলীর এই গাড়িটি প্রতিদিন সন্ধ্যা ৬ টায় ঢাকা থেকে ছেড়ে যায়।প্রতিদিন একটি বাস ঢাকা থেকে যায় এবং একটি বাস কোলকাতা থেকে ঢাকায় আসে।

👉ঢাকা থেকে পঞ্চগড় রুটে প্রতিদিন যেসব ট্রেন এবং গাড়ি যাতায়াত করেঃ-
দ্রুতযান এসপ্রেস ট্রেনটি প্রতিদিন ঢাকা রেলস্টেশন থেকে ০৭ঃ০০ মিনিটে ছাড়ে এবং ১৮ঃ১০ মিনিটে পঞ্চগড় আসে। পঞ্চগড় থেকে দ্রুতযান এক্সপ্রেস প্রতিদিন ০৮ঃ০০ মিনিটে যাত্রা শুরু করে এবং ১৮ঃ৩৫ মিনিটে ঢাকায় পৌছায়। দ্রুতযান এক্সপ্রেসের ভাড়া এসি স্লিপার ১৯৪২ টাকা,এসি চেয়ার ১০৫৩। নন এসি ১১৪২ টাকা,নন এসি চেয়ার ৫৫০ টাকা। কমলাপুর রেলস্টেশন,চট্টগ্রাম রেলস্টেশন থেকে দ্রুতযান এক্সপ্রেসের টিকিট পাওয়া যায়। অনলাইনেও এর টিকিট পাওয়া যায়।

👉যেসব গাড়ি বাংলাবান্ধা পর্যন্ত যায়ঃ-
শ্যামলি এবং হানিফ এ দুটো গাড়ি প্রতিদিন ঢাকা থেকে সন্ধ্যার পরে বাংলাবান্ধার উদ্দ্যেশ্যে রওনা দিয়ে সকাল ৮ টা নাগাদ বাংলাবান্ধা পৌঁছে যায় এবং তদ্রুপ প্রতিদিন সন্ধ্যা ৬ টার পরে বাংলাবান্ধা থেকে রওনা দিয়ে সকালে ঢাকায় পৌঁছে যায়। হানিফের গাড়িগুলো সন্ধ্যা ৬ টায় গাবতলী থেকে,সন্ধ্যা ৭ টায় উত্তর আব্দুলাপুর থেকে,সন্ধ্যা ৮ টায় গাবতলী থেকে ছেড়ে যায়। ভাড়া জনপ্রতি ৭৫০/- । শ্যামলীর গাড়িগুলিও সন্ধ্যার পরে বাংলাবান্ধার উদ্দ্যেশ্যে ছেড়ে যায়। বাংলাবান্ধা থেকেও শ্যামলির গাড়িগুলি সন্ধ্যার পরে ঢাকার উদ্দ্যেশ্যে রওনা দিয়ে সকালে পৌঁছোয়।

এছাড়াও ঢাকা-পঞ্চগড় রুটে প্রতিদিন অনেক বাস যাতায়াত করে। পঞ্চগড় থেকে বাংলাবান্ধার দূরত্ব ৫২ কিলোমিটার।

যেসব গাড়ি প্রতিদিন ঢাকা-পঞ্চগড় রুটে যাতায়াত করে-
১।শ্যামলী
২।হানিফ
৩।বুড়িমারী এক্সপ্রেস
৪।বরকত
৫।এস,আর,ট্রাভেলস
৬।শাহ আলী।

👉নিচে আমাদের সিডিউলগুলো একনজর দেখুন-
১। ট্যুরের নাম: উদ্বোধনী ট্যুর
সময়ঃ নভেম্বর
গন্তব্যঃ দার্জিলিং
প্যাকেজ মূল্যঃ ১৪,৯৯৯/-

২। ট্যুরের নামঃ থার্টি-ফাস্ট ট্যুর
সময়ঃ ডিসেম্বর
গন্তব্যঃ দার্জিলিং
প্যাকেজ মূল্যঃ ১৪,৯৯৯/-

৩। ট্যুরের নামঃ হ্যাপি ২০২৩ ট্যুর
সময়ঃ জানুয়ারী
গন্তব্যঃ অরুনাচল
প্যাকেজ মূল্যঃ ২২,৪৯৯/-

৪। ট্যুরের নামঃ ভ্যালেন্টাইন্স ট্যুর
সময়ঃ ফেব্রুয়ারি
গন্তব্যঃ কাঠমান্ডু, নেপাল
প্যাকেজ মূল্যঃ ২০,৯৯৯/-

৫। ট্যুরের নামঃ স্প্রিং ট্যুর
সময়ঃ মার্চ
গন্তব্যঃ সাউথ সিকিম
প্যাকেজ মূল্যঃ ১৯,৯৯৯/-

৬। ট্যুরের নামঃ বিজু ট্যুর
সময়ঃ এপ্রিল
গন্তব্যঃ মিজোরাম (ডাউকি, শিলং, শীলচর হয়ে)
প্যাকেজ মূল্যঃ ২১,৪৯৯/-
বাস্তবতার কারণে প্যাকেজমূল্য কিছুটা পরিবর্তনও হতে পারে।

ধন্যবাদান্তে
Jum International Tour and Travels
Contact:
India: +919366151807
Bangladesh: +8801552556488
Bangladesh: +8801860706396
E-mail: [email protected]

আমাদের অফিসগুলোর ঠিকানাঃ-
ইন্ডিয়া-
JUM INTERNATIONAL TOUR & TRAVELS
Gandhi road,Near Hotel vila evarest,Pin code-734101,
Darjeeling,
West Bengal,India.

বাংলাদেশ(অস্থায়ী)-
RIBANG IT, Pankhaiya Para Road, Kallyanpur, Khagrachari 4400, Bangladesh.

Address

Pankhaiya Para Road, Kallyanpur
Khagrachari
4400

Alerts

Be the first to know and let us send you an email when Jum International Tour & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jum International Tour & Travels:

Videos

Share

Category

Nearby travel agencies