চৌধুরী ট্রাভেল এজেন্সি

চৌধুরী ট্রাভেল এজেন্সি ভ্রমণ করুন টাকা ফিরে আসবে কিন্তু সময় ফিরে আসবে না।
(4)

12/12/2023
17/09/2023

খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্র! 🥰

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা।দেখে নিন টুরিস্ট ভিসা করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন ⤵️ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে যা যা প্রয়োজনঃ১।...
15/09/2023

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা।

দেখে নিন টুরিস্ট ভিসা করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন ⤵️

ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে যা যা প্রয়োজনঃ
১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি
২। এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি
৩। বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি/ বিদ্যুৎ বিলের কপি।
৪। লাস্ট ১ মাসের ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ২০০০০৳) / ডলার এনডোর্সমেন্ট।
৫। পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স ইত্যাদি)
৬। লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
৭। পাসপোর্ট কপি
৮। নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)

---------------------------------------------------------------
দেখে নিন আপনি কোথায় যেতে চাইলে কোন পোর্ট দিয়ে ভিসা করবেন??
সিক্কিম/দার্জিলিং/শিলিগুড়ি/ডুয়ার্স/সান্দাকফু/গোচেলা ট্রেক ইত্যাদি যেতে চাইলেঃ
চ্যাংড়াবান্ধা অথবা ফুলবাড়ি দিতে হবে। ফুলবাড়ি দিলে আপনি খুব সহজেই শিলিগুড়ি পৌঁছে যাবেন। তবে এই পোর্টে সুযোগ সুবিধা কম থাকায় বেশির ভাগ ট্যুরিস্ট চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করে। চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করলে আপনাকে ২ ঘণ্টার মত জার্নি করে শিলিগুড়ি যেতে হবে।

মেঘালয়/নাগাল্যান্ড/অরুণাচল প্রদেশ যেতে চাইলেঃ
আপনাকে ডাউকি পোর্ট দিয়ে ভিসা করতে হবে। যা আমাদের সিলেটের তামাবিল দিয়ে প্রবেশ করতে হয়।

ত্রিপুরা যেতে চাইলেঃ
আপনাকে আগরতলা পোর্ট দিয়ে ভিসা করতে হবে।
আগের নিয়মে উপরের যে কোন পোর্ট নিলে এডিশোনাল পোর্ট হিসেবে (বেনাপোল+গেদে+ট্রেন+এয়ার) পাওয়া যায় বিধায় আলাদা করে শুধু বেনাপোল পোর্ট নেওয়া লস।

বিঃদ্রঃ এছাড়া আপনি ভিসা করার পর মাত্র ৪০০ টাকা দিয়ে আরও ২টি পোর্ট সংযুক্ত করতে পারবেন ৭ দিন সময় এর মধ্যে।

14/07/2023

ঝিরিপথ,পাহাড়ি ঝর্না।

তৈদুছড়া ঝর্না। দিঘীনালা - খাগড়াছড়ি।
14/07/2023

তৈদুছড়া ঝর্না।
দিঘীনালা - খাগড়াছড়ি।

14/07/2023

তৈদুছড়া ঝর্না, দিঘীনালা - খাগড়াছড়ি।

চৌধুরী ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে জানাই ইংরেজি শুভ নববর্ষ ❤️২০২৩ ইংনিরাপদে চলুন সুস্থ থাকুন। চৌধুরী ট্রাভেল এজেন্...
31/12/2022

চৌধুরী ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে জানাই ইংরেজি শুভ নববর্ষ ❤️২০২৩ ইং

নিরাপদে চলুন সুস্থ থাকুন।
চৌধুরী ট্রাভেল এজেন্সি।

আবারও সাজেকে সড়ক দূর্ঘটনায় ১২ পর্যটক আহত। এর মধ্যে গুরুতর আহত ৪জন।সোমবার দুপুরে সাজেক রোডের হাউজপাড়া ডাব আদাম নামক এলাকা...
26/12/2022

আবারও সাজেকে সড়ক দূর্ঘটনায় ১২ পর্যটক আহত। এর মধ্যে গুরুতর আহত ৪জন।
সোমবার দুপুরে সাজেক রোডের হাউজপাড়া ডাব আদাম নামক এলাকায় পর্যটকবাহী জীপগাড়ি (চট্টমেট্রো- ন ১১-৭৯৩০) দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর চালক পলাতক রয়েছে।
অদক্ষ চালক, অসচেতনতা এবং বেপরোয়া গতি এসব দুর্ঘটনার অন্যতম কারণ।

সাজেকে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেলবাহী এক পর্যটক নিহত হয়েছেন।নিহতের নাম হৃদয়। তিনি চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা।রাই...
23/12/2022

সাজেকে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেলবাহী এক পর্যটক নিহত হয়েছেন।নিহতের নাম হৃদয়। তিনি চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা।

রাইডার ভাইদের বারবার দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা পাহাড়ি পথে একটু কম গতিতে বাইক চালাবেন। একটু সাবধানে ড্রাইভ করবেন। একটা দূর্ঘটনা সারাজীবনের কান্না।

❤️শুভ জন্মদিন❤️❤️প্রিয়তমা খাগড়াছড়ি❤️❤️১৯৮৩ সালের ৭ নভেম্বর খাগড়াছড়ি পার্বত্য জেলা গঠিত হয়❤️
07/11/2022

❤️শুভ জন্মদিন❤️

❤️প্রিয়তমা খাগড়াছড়ি❤️

❤️১৯৮৩ সালের ৭ নভেম্বর খাগড়াছড়ি পার্বত্য জেলা গঠিত হয়❤️

ড্রাইভিংলাইসেন্স ও ফিটনেস  শতভাগ ঠিক থাকলেই কেবল আপনি গাড়ী নিয়ে সাজেক যেতে পারবেন, সকাল থেকেই  সেনাবাহিনীর কড়ানজরধারী ও ...
21/10/2022

ড্রাইভিংলাইসেন্স ও ফিটনেস শতভাগ ঠিক থাকলেই কেবল আপনি গাড়ী নিয়ে সাজেক যেতে পারবেন, সকাল থেকেই সেনাবাহিনীর কড়ানজরধারী ও লাইসেন্স যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হাজারো পর্যটকসহ স্থানীয়রা।

নিরাপদে চলুন সুস্থ থাকুন।
চৌধুরী ট্রাভেল এজেন্সি।

সাজেক হাউজ পাড়ায় আবারও দুর্ঘটনা যাত্রীবাহী চাঁদের গাড়ী ১০০ ফুট গভীর  খাদেআহত কমপক্ষে ১২ জন|তাং..২০/১০/২২ ইংনিরাপদে চলুন ...
20/10/2022

সাজেক হাউজ পাড়ায় আবারও দুর্ঘটনা
যাত্রীবাহী চাঁদের গাড়ী ১০০ ফুট গভীর খাদে
আহত কমপক্ষে ১২ জন|

তাং..২০/১০/২২ ইং

নিরাপদে চলুন সুস্থ থাকুন
চৌধুরী ট্রাভেল এজেন্সি।

সাজেক থেকে ফেরার পথে হাউস পাড়া এলাকায় চাঁদের গাড়ি (জীপ)উল্টে গেছে। এঘটনায় এক পর্যটক নিহতের খবর পাওয়া গেছে !নিরাপদে চলুন...
19/10/2022

সাজেক থেকে ফেরার পথে হাউস পাড়া এলাকায় চাঁদের গাড়ি (জীপ)উল্টে গেছে। এঘটনায় এক পর্যটক নিহতের খবর পাওয়া গেছে !

নিরাপদে চলুন, সুস্থ থাকুন।
চৌধুরী ট্রাভেল এজেন্সি।

আগামীকাল থেকে রুমা ও রোয়াংছড়িতে পর্যটক ভ্রমণ  নিষিদ্ধবান্দরবনের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী...
19/10/2022

আগামীকাল থেকে রুমা ও রোয়াংছড়িতে পর্যটক ভ্রমণ নিষিদ্ধ
বান্দরবনের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী এবং র‌্যাবের যৌথ অভিযান চলায় মঙ্গলবার ১৮ অক্টোবর থেকে দুই উপজেলায় পর্যটকদের ভ্রমণে না যাওয়ার অনুরোধ করা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেবতা খুম, বগা লেক, কেওকাড়াডং, তাজিংডংও এই নিষেধাজ্ঞার আওতায়। পাহাড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে গত ১৫ দিন ধরে বড় আকারে অভিযান শুরু করেছে সেনাবাহিনী ও RAB। এসব অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে।

এসব সন্ত্রাসী গোষ্ঠী যৌথবাহিনী কোণঠাসা করতে পর্যটক অপহরণের মত ঘটনাও ঘটাতে পারে। এছাড়া দু পক্ষের সংঘর্ষ চলমান থাকায় এসব অঞ্চলে পর্যটকরা ক্রসফায়ারেও পড়ে যেতে পারেন। তাই পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত রুমা এবং রোয়াংছড়ি আপনার ভ্রমণ তালিকা থেকে বাদ দিন।

ছবি:- বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের CT ইউনিট।

ঈদের ছুটিতে সাজেক ভ্যালিতে প্রাকৃতির সাথে নিরাপদ মনোরম ও সুন্দর পরিবেশে রাত্রি যাপন করতে বুকিং করে ফেলুন এখনি!0151860727...
01/05/2022

ঈদের ছুটিতে সাজেক ভ্যালিতে প্রাকৃতির সাথে নিরাপদ মনোরম ও সুন্দর পরিবেশে রাত্রি যাপন করতে বুকিং করে ফেলুন এখনি!

01518607275

31/03/2022
সাজেক থেকে উদয়পুর সিমান্ত সড়ক ঘুরে দেখা...❤️ভালো রেজুলেশনে দেখতে ক্লিক করুন https://youtu.be/-Uf0XIWvxKs
30/03/2022

সাজেক থেকে উদয়পুর সিমান্ত সড়ক ঘুরে দেখা...❤️

ভালো রেজুলেশনে দেখতে ক্লিক করুন https://youtu.be/-Uf0XIWvxKs

সাজেক থেকে উদয়পুর সিমান্ত সড়ক ঘুরে দেখা...❤️তারপর, একটু CINEMATIC VIDEO করার ট্রাই করলাম আর কি 😊🤙Facebook Id link : https://www.facebook.com/faijulahmed.24

https://www.banglanews24.com/tourism/news/bd/921132.details
29/03/2022

https://www.banglanews24.com/tourism/news/bd/921132.details

ঢাকা: আগামী ৩০ মার্চ থেকে সড়ক পথে ট্যুরিস্ট ভিসায় ভারত যাওয়া যাবে। এছাড়া এখন থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে স্থলবন্দরগ.....

প্রিয় সাজেক বারবার শুধু তোমার প্রেমেই পরে যাই আমি। 🖤🥰
27/03/2022

প্রিয় সাজেক
বারবার শুধু তোমার প্রেমেই পরে যাই আমি। 🖤🥰

কমখরচে আরামদায়ক দার্জিলিং, সিকিম যাওয়ার দ্বার উন্মোচিত হতে চলেছেভাড়া শুরু মাত্র ২৭০৫ টাকা থেকেট্রাভেল ট্যাক্স সহ।
21/03/2022

কমখরচে আরামদায়ক দার্জিলিং, সিকিম যাওয়ার দ্বার উন্মোচিত হতে চলেছে

ভাড়া শুরু মাত্র ২৭০৫ টাকা থেকে
ট্রাভেল ট্যাক্স সহ।

শুভ সকাল!
15/03/2022

শুভ সকাল!

শুভ সকাল সাজেক ভ্যালি!
14/03/2022

শুভ সকাল সাজেক ভ্যালি!

ভালো লাগার জায়গা!
12/03/2022

ভালো লাগার জায়গা!

 #মনোমুগ্ধকর_পরিবেশ ♥আপনার ভালোবাসার রাত্রি যাপনের বিশ্বস্ততায় আমরা অঙ্গীকারবদ্ধ।প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সাজেক ভ্যালিতে ...
11/03/2022

#মনোমুগ্ধকর_পরিবেশ ♥
আপনার ভালোবাসার রাত্রি যাপনের বিশ্বস্ততায় আমরা অঙ্গীকারবদ্ধ।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সাজেক ভ্যালিতে আমাদের পরিবারে আপনাদের আমন্ত্রন।

চলছে আমাদের বুকিং আপনার পছন্দমতো তারিখে বুকিং করে চলে আসুন প্রিয় সাজেকে।

বুকিং এর জন্য কল-ঃ
০১৫১৮৬০৭২৭৫

সময়ের পরিবর্তনে সাজেক।
05/03/2022

সময়ের পরিবর্তনে সাজেক।

04/03/2022

সাজেকের সকাল...☁️

চিরসবুজ প্রকৃতির রাণী সাজেকের  সাথে দৃষ্টিনন্দন নানান স্থাপনায় ভরপুর হয়ে উঠতে শুরু করেছে দিঘীনালা , আপনার সাজেক ভ্রমণকে ...
04/03/2022

চিরসবুজ প্রকৃতির রাণী সাজেকের সাথে দৃষ্টিনন্দন নানান স্থাপনায় ভরপুর হয়ে উঠতে শুরু করেছে দিঘীনালা , আপনার সাজেক ভ্রমণকে আরোএকটু রিলেক্স করে দিতে দিঘীনালার প্রাণ কেন্দ্রে গড়ে উঠেছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা, #হোটেল_একতা_ইন।

আপনার/আপনাদের ভ্রমনের আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে দিতে আমরা হাতে নিয়েছি আরও নানান ধরণের পরিকল্পনা। আর এই পরিকল্পনা বাস্তবায়নে আমরা এগিয়ে চলেছি...

সাজেক বেড়াতে যাচ্ছেন পরিবার অথবা বন্ধুদের নিয়ে। ব্যস্ত শহর পাড়ি দিয়ে যখন কোলাহল মুক্ত পরিবেশ কথা চিন্তা করবেন তখন পেয়ে যাবেন আমাদের হোটেল।

হোটেল এ ঢুকতেই হাস্যোজ্জ্বল কর্মীরা আপনাদের স্বাগত জানালো, চেক-ইন হতেই স্যানিটাইজ করা রুমে পৌঁছে গেল আপনার লাগেজ, আর রুমের দরজা খুলতেই দেখলেন আপনার জন্যে অপেক্ষা করছে আরামদায়ক বিছানা আর সর্বাধুনিক সুযোগ-সুবিধা আর সব আসবারে সাজানো একটি কামরা। স্যানিটাইজ করা সারা হোটেল এ বিস্তৃত ফ্রি ওয়াইফাই ইন্টারনেট দিয়ে।
বারান্দা/জানালার পাশে যেতেই আপনাকে স্বাগতম জানাবে প্রকৃতি।

আমাদের এক্সক্লুসিভ এসি/ননএসি রুমগুলোসহ বিভিন্ন ক্যাটাগরির রুমগুলো আপনার চাহিদার সকল দিক বিবেচনা করেই সাজানো হয়েছে। আপনার ও আপনার পরিবার পরিজনের মনোমুগ্ধকর ও নিরাপদ সাজেক ভ্রমণ সব সময় কামনা করি।

#হোটেল_একতা_ইন সাথেই রয়েছে #রাঙ্গাবন_রেস্টুরেন্ট দেশি-বিদেশি সহ রয়েছে স্থানীয় ট্রেডিশনাল খাবার ।

হোটেল এবং রেস্টুরেন্টের প্রবেশমুখ, রিসিপশন এরিয়া, সম্পূর্ণ রুম, সিঁড়ি,
গাড়ি পার্কিং, এরিয়াসহ বিভিন্ন স্থানে থাকছে জীবাণুনাশক স্প্রে দ্বারা জীবাণুমুক্ত
করার ব্যবস্থা।

প্রয়োজনীয় স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে আপনাকে সুরক্ষিত সেবা দিতে আমাদের একদল কর্মী বাহিনী সর্বদা প্রস্তুত।

আমাদের আন্তরিকতা এবং অথিতিয়তায় আমাদের মূল শক্তি। আর সাথে থাকছে

★ আনলিমিটেড ওয়াইফাই
★ এসি এবং ননএসি রুম
★ সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং
★ সুবিশাল পার্কিং সুবিধা
★ ট্যুর প্লান কনসালটেন্স
★ ইমারজেন্সি জেনারেটর পাওয়ার সাপ্লাই
★ সাথে থাকছে অারো অনেক অনেক সার্ভিসেস

📞 :

01885445541
01944990884

দিঘীনালা ভ্রমণ স্থান সমূহ...

১...তৈদুছড়া ঝর্না।
২..তৈজংমা ঝর্না।
৩...হাজাছড়া/শুনকাছড়ি ঝর্না।
৪..দিঘীনালা বন বিহার সহ অনেক জায়গা এবং ঘুরে দেখতে পারবেন দিঘীনালার দর্শনীয় স্থান।

ধন্যবাদ সবাইকে, ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

📌 : Dighinala bus stand, Khagrachari Hill District, Bangladesh.

👍 Page Link...https://www.facebook.com/Hotelekatainn/

Address

Khagrachari
4400

Website

Alerts

Be the first to know and let us send you an email when চৌধুরী ট্রাভেল এজেন্সি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Travel Agencies in Khagrachari

Show All