11/05/2024
💚
Ruposhi Chakma
❤️❤️অপরূপ আলুটিলা!
বন্ধুরা আপনাদের কি কোন প্রিয় শহর, প্রিয় জায়গা রয়েছে? যেখানে মন যেতে চাই বারে বারে।
হ্যাঁ বন্ধুরা আমার প্রিয় শহর রয়েছে সেই খাগড়াছড়ি আর প্রিয় জায়গাটির নাম হলো আলুটিলা। এই নামগুলো কেন হলো তা একটু পরে জানাচ্ছি। তার আগে আলুটিলা কেন এত সুন্দরও আকর্ষণীয় মানুষের কাছে, তার কথা-ই বলছি।
তিন পার্বত্য জেলায় পর্যটন খাতে যে বিনিয়োগ ও সৌন্দর্য্য বর্ধন করা হয়েছে তার দিক থেকে খাগড়াছড়ি দ্বিতীয়। আলুটিলায় কোটি টাকা ব্যয় করে জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটনকে সংস্কার করা হয়েছে। এখানে নভোথিয়েটার স্থাপন করা হয়েছে, ঝুলন্ত সেতু, প্রাকৃতিক গুহা, তারেং, রিচাং ঝর্ণাসহ দেখার অনেকগুলো স্পট রয়েছে । এখানে বেসরকারী বিনিয়োগেও অনেকগুলো স্পট তৈরী করা হয়েছে। আর আলুটিলা থেকে খাগড়াছড়ি শহরের দৃশ্য সত্যি অপূর্ব আর রাতের বেলায় মনে হবে দাজিলিং শহরে ভিউ। জেলা পরিষদের আওতায় হটিকালচার সেন্টারটি অপূর্ব সুন্দর।
কেন খাগড়াছড়ি নাম করণ করা হলো- খাগড়াছড়ি শহরের মাঝ বরাবর খাগড়াছড়ি ছড়া বা ছোট্ট নদী বয়ে গেছে। এই ছড়ায় প্রচুর পরিমাণে নল খাগড়া ছিল বা কিছু কিছু জায়গায় এখনো রয়েছে। সে কারণে এই নদী বা ছড়ার নাম খাগড়াছড়ি। তাই জেলা ও শহরের নাম রাখা হলো খাগড়াছড়ি। আর আলুটিলায় প্রচুর পরিমাণে জঙ্গলী বিভিন্ন জাতের আলু পাওয়া যেত বলে এই টিলার নাম দেওয়া হলো আলুটিলা। পাহাড় আর সমতলের সম্মিলনে অপূর্ব রূপ ধারণ করেছে এই খাগড়াছড়ি শহর।
তাই প্রিয় Ruposhi Chakma দিদি ফেসবুকে লিখেছেন নিচের এই কথাটি-
এই পড়ন্ত বিকেলে আবারো ডাকছে আমায় সেই আলুটিলা সৌন্দর্যের জায়গাটি🥰🤗
দূর থেকে দেখা যাচ্ছে প্রিয় খাগড়াছড়ি শহর।
#আলুটিলা