Travel of Khulna

Travel of Khulna Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Travel of Khulna, Tour Agency, Khulna, Khulna.

যারা সুন্দরবনে ঘুরতে আসতে চান তারা আসতে পারেন সুন্দরী করি রিসোর্ট যোগাযোগ করুন 01917-173418
13/09/2024

যারা সুন্দরবনে ঘুরতে আসতে চান তারা আসতে পারেন সুন্দরী করি রিসোর্ট যোগাযোগ করুন 01917-173418

মাত্র ২০০০/- টাকায় রাত্রীযাপন (তিন বেলা খাবার সহ)!!!১ নভেম্বর, ২০২৩ মাস জুড়ে থাকছে সুন্দরীর আকর্ষণীয় অফার-- - Dangmar...
13/11/2023

মাত্র ২০০০/- টাকায় রাত্রীযাপন (তিন বেলা খাবার সহ)!!!
১ নভেম্বর, ২০২৩ মাস জুড়ে থাকছে সুন্দরীর আকর্ষণীয় অফার--
- Dangmari F&F Villa (ঢাংমারী এফএন্ডএফ ভিলা-নন এসি) – ২০০০/- (কম পক্ষে ৬জন হতে হবে।)
পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ – বিশ্ব পর্যটন সংস্থার এই প্রতিপাদ্যকে কেন্দ্র করেই তৈরী হয়েছে Sundori Eco Resort - সুন্দরবন।

ভ্রমণ পরিকল্পনা:
১ম দিন: মোংলা জেটি থেকে রিসিভ করে সুন্দরবনের পাশ দিয়ে রিসোর্টে পৌছানো, ওয়েলকাম ড্রিংকস গ্রহণ, রুম চেক ইন, নিজস্ব সময় কাটানো। বিকাল বেলা ঢাংমাঢ়ী ক্যানেল এ সা্ইল্যান্ট বোট এ সুন্দরবন ভ্রমণ। রাতে রিসোরট এ রাত্রী যাপন।
মিল: দুপুরের খাবার, বিকালের স্ন্যাকস ও রাতের খাবার
২য় দিন: সকালের নাস্তার পর, রুম চেকআউট, সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা, করমজল ভ্রমণ শেষে মোংলা জেটিতে স্থানান্তর।
মিল: সকালের নাস্তা

ছাড়ের পর জনপ্রতি খরচ:
- Mangrove (AC room)- Sundorbon View (ম্যানগ্রুভ- সুন্দরবন-ভিউ) – ৫৫০০/- জনপ্রতি
- Gol Pata (AC room) (গুল পাতা- জঙ্গল ভিউ) – ৫৫০০/- জনপ্রতি
- Rain Castle (AC room) (রেইন ক্যাসেল- সুন্দরবন ভিউ) – ৫৫০০/- জনপ্রতি
- Bon Moyori (AC room) (বন ময়ুরী - জঙ্গল ভিউ) – ৫৫০০/- জনপ্রতি
- Chaya Sundori (AC room) (ছায়া সুন্দরী - লেক ভিউ) – ৫৫০০/- জনপ্রতি
- Dimer Chor (AC room) (ডিমের চর - লেক ভিউ) – ৫৫০০/- জনপ্রতি

নোট:
- এই অফারটির ক্ষেত্রে কমপক্ষে ২জন এক সাথে ভ্রমণ করতে হবে।
- এক রুম এ ৩/৪ জন থাকতে চাইলে, অতিরিক্ত মেট্রেস প্রদান করা হবে এবং জনপ্রতি অতিরিক্ত ২০০০/- টাকা প্রদান করতে হবে, খাবার, যাতায়াত, ও ট্যুর বাবদ।
- ৫ বছরের কম বয়সের বাচ্চা হলে অতিরিক্ত কোন টাকা পরিশোধ করতে হবে না। ৫ এর অধিক বয়স হলে ২০০০/- পরিশোধ করতে হবে।
- দুপুর ও রাতের খাবার আমাদের নির্ধারিত মেন্যু প্রদান করা হবে। যদি কেউ অতিরিক্ত খাবার অরডার করে নিতে চায় তাহলে আলাদা পরিশোধ করতে হবে।

প্যাকেজে অন্তর্ভূক্তঃ
- ওয়েলকাম ড্রিংক
- ফ্লাওয়ার গারল্যান্ড
- কমপ্লিমেন্টরী ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাকস ও ডিনার (সেট মেন্যু)
- স্ট্যান্ডার্ড টয়লেট্রিজ (টুথ পেস্ট, টুথ ব্রাশ, বাথ জেল)
- হট ওয়াটার কেটলি এবং চা/কফির সরঞ্জাম
- টাওয়েল প্রতি রুম এ
- মশা নিরোধক ব্যবস্থা স্প্রে/মশারী
- মোংলা জেটি – রিসোর্ট -ট্রান্সফার (শেয়ারিং বেসিস)।
- রিসোর্ট – করমজল – মোংলা জেটি ট্রান্সফার (শেয়ারিং বেসিস)।
– ঢাংমাঢ়ী ক্যানেল এ ভ্রমণ ১ ঘন্টা (শেয়ারিং বেসিস)।

সম্ভাব্য খাবার তালিকাঃ
সকালের নাস্তাঃ ভুনা খিচুরি, ডিম ভাজী, বেগুন ভাজী, আচার ও মিনারেল ওয়াটার
দুপুরের খাবারঃ প্লেইন রাইস, ২ প্রকার ভর্তা, মিক্সড সবজি, ডাল, চিকেন কারি/ফিস কারি, সালাদ, লোকাল সিজনাল ফল ও মিনারেল ওয়াটার।
বিকালের স্ন্যাকসঃ নুডলস/পাকুরা
রাতের খাবারঃ প্লেইন রাইস, ২ প্রকার ভর্তা, মিক্সড সবজি, ডাল, হাসের মাংস/মাছ, সালাদ, কোল্ড ড্রিংকস ও মিনারেল ওয়াটার।

বুকিং করতে যোগাযোগ করুনঃ
01917-173418

Dhaka Office Address:
85, Kazi Nazrul Islam Avenue (2nd Floor), Farmgate, Dhaka – 1215, Bangladesh

Khulna Office Address:
KDA Bhaban, Ground floor, Shibbari more, KDA Avenue

সুন্দরবনে পড়ন্ত বিকেলে রিসোর্টে  কিছু সময় 🇧🇩
26/11/2022

সুন্দরবনে পড়ন্ত বিকেলে রিসোর্টে কিছু সময় 🇧🇩

ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট শহর থেকে মাত্র ৭ কিলোকিটার দুরে খুলনা-বাগেরহাট মহাসড়কের উত্তর পাসে ষাটগুম্বজ বাসস্ট...
26/11/2022

ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট শহর থেকে মাত্র ৭ কিলোকিটার দুরে খুলনা-বাগেরহাট মহাসড়কের উত্তর পাসে ষাটগুম্বজ বাসস্টপেজ লাগোয়া সুন্দরঘোনা গ্রামে অবস্থিত। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই। তাই এটি কে কোন সময় নির্মাণ নির্মাণ করা হয়েছিলো সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে খান ই জাহান নির্মাণ করেছিলেন সে সম্পর্কে কারো কোনো সন্দেহ নেই। ধারণা করা হয় তিনি ১৫শত শতাব্দীতে এটি নির্মাণ করেছিলেন। এই মসজিদটি বহু বছর ধরে এবং বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিলো। এর পাথরগুলো আনা হয়েছিলো রাজমহল থেকে। এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি। মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট এবং ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা আর পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় ১০৪ ফুট এবং ভিতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া। দেওয়ালগুলো প্রায় ৮·৫ ফুট। দেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত প্রাচীন এ মসজিদটিকে ১৯৮৩ খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য (World Heritage Sites) হিসাবে মর্যাদা দেয়। মসজিদটি বাগেরহাট শহরকে বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী শহরের মধ্যে স্থান করে দিয়েছে।

মসজিদটির পূর্ব দিকে দেওয়ালে ১১টি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে। মাঝের দরজাটি অন্যগুলোর তুলনায় বেশ বড়। উত্তর এবং দক্ষিণ দেওয়ালে আছে ৭টি করে দরজা। আর মসজিদের ৪ কোণে ৪টি মিনারও আছে। এগুলোর নকশা গোলাকার এবং এরা উপরের দিকে সরু হয়ে গেছে। এদের কার্ণিশের কাছে বলয়াকার ব্যান্ড এবং চূঁড়ায় গোলাকার গম্বুজ আছে। মিনারগুলোর উচ্চতা ছাদের কার্নিশের চেয়ে বেশি। সামনের দুটি মিনারে প্যাঁচানো সিঁড়ি আছে এবং এখান থেকে আযান দেবার ব্যবস্থাও ছিলো। এদের একটির নাম রওশন কোঠা, অপরটির নাম আন্ধার কোঠা। মসজিদের ভেতরে ৬০টি স্তম্ভ বা পিলার আছে। এগুলো উত্তর থেকে দক্ষিণে ৬ সারিতে অবস্থিত এবং প্রত্যেক সারিতে ১০টি করে স্তম্ভ আছে। প্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো শুধু ৫টি স্তম্ভ বাইরে থেকে ইট দিয়ে ঢেকে দেয়া হয়েছে। এই ৬০টি স্তম্ভ এবং চারপাশের দেয়ালের ওপর তৈরি করা হয়েছে গম্বুজ।

মসজিদটির নাম ৬০ গম্বুজ হলেও এখানে গম্বুজ মোটেও ৬০টি নয় বরং গম্বুজ সংখ্যা ৭৭টি । ৭৭টি গম্বুজের মধ্যে ৭০ টির উপরিভাগ গোলাকার এবং পূর্ব দেওয়ালের মাঝের দরজা এবং পশ্চিম দেয়ালের মাঝের মিহরাবের মধ্যবর্তি সারিতে যে সাতটি গম্বুজ সেগুলো দেখতে অনেকটা বাংলাদেশের চৌচালা ঘরের চালের মতো। মিনারে গম্বুজের সংখ্যা ৪ টি এ হিসেবে গম্বুজের সংখ্যা দাঁড়ায় মোট ৮১ তে। তবুও এর নাম হয়েছে ষাটগম্বুজ। ঐতিহাসিকরা মনে করেন সাতটি সারিবদ্ধ গম্বুজ সারি আছে বলে এ মসজিদের সাত গম্বুজ এবং তা থেকে ষাটগম্বুজ নাম হয়েছে। আবার অনেক ঐতিহাসিক মনে করেন গম্বুজগুলো ৬০ টি প্রস্তরনির্মিত স্তম্ভের ওপর অবস্থিত বলেই নাম ষাটগম্বুজ হয়েছে।

টিকেট মূল্য

জনপ্রতি টিকেট এর দাম বিশ টাকা করে, তবে পাঁচ বছরের কম কোন বাচ্চার জন্যে টিকেট এর দরকার পড়েনা। যেকোনো বিদেশি দর্শনার্থীর জন্যে টিকেট মূল্য দুইশত টাকা করে।

খোলা বন্ধের সময়সূচী

গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেল্লা খোলা থাকে। মাঝখানে দুপুর ১টা থেকে ১.৩০ পর্যন্ত আধ ঘণ্টার জন্যে বন্ধ থাকে। আর শীতকালে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। শীতকালেও দুপুর ১টা থেকে ১.৩০ পর্যন্ত বন্ধ থাকে। আর সবসময়ের জন্যেই শুক্রবারে জুম্মার নামাযের জন্যে সাড়ে বারোটা থেকে তিনটা পর্যন্ত বন্ধ থাকে। রবিবার সাধারণ ছুটি এবং সোমবার বেলা ২.০০ থেকে খোলা থাকে।

কিভাবে যাবেন
ঢাকার গুলিস্তান ও সায়দাবাদ থেকে প্রতিদিন অসংখ্য গাড়ির যাতায়াত করে।

আন্তঃনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেসে খুলনা গিয়ে এরপর বাস ধরে বাগেরহাটে যেতে পারেন। রূপসা থেকে বাগেরহাটে যেতে প্রায় ৪০ মিনিট লাগে।

বাসস্ট্যান্ড থেকে ষাট গম্বুজ মসজিদ সাত কিলোমিটার এবং খানজাহান আলীর (রহ.) সমাধিসৌধ থেকে ৩ কিলোমিটার দূরে পশ্চিমে ষাট গম্বুজ মসজিদ চত্বর। রিকশাভাড়া ৩০ টাকা।

যোগাযোগ করুন
ট্রাভেল অফ খুলনার
০১৯১৭-১৭৩৪১৮

সুন্দরবন যাই আশরাফপুর ঘাট 🇧🇩💞
25/11/2022

সুন্দরবন যাই আশরাফপুর ঘাট 🇧🇩💞

25/11/2022

কপোতাক্ষের তীরে কবি মাইকেল মধুসূদনসূদন এর বাড়ি বাড়িতে ইনজয় করলাম আমরা।

বিগ সাইজের এই টাবুতে নয়জন থাকতে পারবেন। যোগাযোগ করুন আমাদের সাথে।
25/11/2022

বিগ সাইজের এই টাবুতে নয়জন থাকতে পারবেন।
যোগাযোগ করুন আমাদের সাথে।

Sundarban tour booking going on January 14/15/16 Khulna Sundarban khulna 2 night 3 days package programme. Call for deta...
03/01/2022

Sundarban tour booking going on January 14/15/16 Khulna Sundarban khulna 2 night 3 days package programme. Call for details 01917173418

কটকা সুন্দরবন 🇧🇩💞😊
29/12/2021

কটকা সুন্দরবন 🇧🇩💞😊

29/12/2021
সকল ভ্রমনে আমাদের সংগে থাকুন 😊💞🇧🇩
29/12/2021

সকল ভ্রমনে আমাদের সংগে থাকুন 😊💞🇧🇩

Address

Khulna

Telephone

+8801917173418

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel of Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel of Khulna:

Videos

Share

Category