07/10/2023
#কেন_সুন্দরবন_ভ্রমণ_করবো?
"👍বিলাশবহুল জাহাজে নদী ভ্রমণ"
"👍বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন ভ্রমণ"
"👍মায়া হরিন, কুমির, বানর, পাখি সহ প্রাণীজগৎ দেখা"
"👍সমুদ্র সৈকত ও শুটকি পল্লী ভ্রমণ"
"👍ভরপুর খাওয়াদাওয়া আর এডভেঞ্চার"
✳️দেশের কোন ট্যুরিস্ট স্পটে আপনি একসাথে এতগুলো ভ্রমণের মজা নিতে পারবেন না।
✳️ভ্রমণের চিন্তা মাথায় আসলে প্রথম চিন্তা আসে খরচের বেপার, কোথায় থাকব? কি খাব? এক স্পষ্ট থেকে অন্য স্পটে কিভাবে যাব ইত্যাদি ইত্যাদি! কিন্তু সুন্দরবন ভ্রমণে আপনার এধরণের কোন চিন্তাই নেই, ট্রাভেল এজেন্সির হাতে টাকা দিয়ে ৩রাত ২দিনের জন্য নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন। আপনার ভ্রমণ আনন্দদায়ক করতে এজেন্সিগুলো সকল দায়িত্ব নিয়ে থাকেন।
✳️ #কোথায়_থাকব?
প্যাকেজের মধ্যে বিলাসবহুল এসি/নন এসি জাহাজের ক্যাবিনে থাকার ব্যবস্থা। জাহাজের ক্যাবিনে রাত্রিযাপন। জাহাজের ভিতর বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা। মিউজিং ও লাইটিং সিস্টেম সহ সকল ব্যবস্থাই বিদ্যমান।
✳️ #কি_খাবো?
ভ্রমণের সময় সবচেয়ে বড় চিন্তা থাকে খাবার নিয়ে। কি খাব কোথায় খাব? দাম কেমন হবে? এগুলো ভাবতেই আপনার ভ্রমনের আনন্দ মলিন হয়ে যায়। খাবারের উচ্চ মূল্যের কারনে অনেক সময় শখের খাবার টা আর খাওয়া হয় না!
✳️সুন্দরবন ভ্রমনে খাবার নিয়ে আপনার চিন্তা করতে হবে না কেননা এই ভ্রমনের অন্যতম আকর্ষণ হল খাবার! সকাল, মধ্যাহ্ন, দুপুর, বিকেল ও রাত্রে উন্নত মানের খাবারের ব্যবস্থা থাকবে। খাবারের মধ্যে প্রতিদিনই হরেক রকমের সামুদ্রিক মাছ সাথে মাংস, সবজি সহ সার্বক্ষণিক চা কফি তো থাকছেই। ট্যুরের শেষের দিন থাকবে বারবিকিউ পার্টি। সবমিলিয়ে সুন্দরবন ভ্রমণে খাবার ও খাবারের মান নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। সময় মত খাবার পরিবেশন করা হবে আপনার সামনে।
✳️ #কোথায়_ভ্রমণ_করব? #কিভাবে_যাব?
সুন্দরবন ভ্রমনে কোথায় কোন ট্যুর স্পটে যাবেন! কিভাবে যাবেন তা নিয়েও আপনার চিন্তা নেই। প্যাকেজের মধ্যেই সকল প্রকার ট্রান্সপোর্ট যুক্ত থাকবে। একজন অভিজ্ঞ গাইড আপনাকে বনের ভিতর ভ্রমণ করাবে। জাহাজ থেকে ছোট ট্রলারে উঠে বনের ভিতর ছোট ছোট খালে ক্যানেল রাইড করানো হবে। গভীর বনে পায়ে হেটে ট্রাকিং করানো হবে। এসময় আপনারা খুব কাছে থেকে হরিন, বানর, শুকোর, পাখি, কুমির সহ বন্যপ্রাণী দেখতে পাবেন। কপাল ভাল থাকলে বাঘ মামার দেখাও মিলতে পারে।
✳️ভ্রমণ স্পষ্ট গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলঃ
১। হাড়বাড়িয়া।
২। কটকা।
৩। জামতলা সমুদ্র সৈকত।
৪। টাইগার টিলা।
৫। কচিখালি।
৬। ডিমের চর।
৭। হিরোন পয়েন্ট।
৮। দুবলার চর।
আপনার সার্বক্ষণিক নিরাপত্তার জন্য থাকবে অস্ত্রধারী ফরেষ্ট গার্ড। এছাড়া অভিজ্ঞ গাইড আপনাকে শতভাগ এডভেঞ্চার দিবে।
♦️প্যাকেজের বাহিরে আপনার কোন খরজ বা হিডেন চার্জ নেই।
সবচেয়ে বড় কথা হচ্ছে সুন্দরবন ভ্রমণ সম্পুর্ন প্রাকৃতিক এখানে কৃত্রিমত্তার কোন স্থান নেই। সুন্দরবন প্রকৃতির অপরুপ লীলাভূমি।
শহর থেকে দূরে নেটওয়ার্কের বাহিরের এক জীবন যা আপনাকে আপনার শহুরে একঘেয়ে জীবনের হতাশা থেকে মুক্তি ।
সুন্দরবন ভ্রমণের প্রয়োজনে যোগাযোগ করুন
01711871072