M V Alaska Cruise Sundarban

M V Alaska Cruise Sundarban Most Luxury Cruise ship in Sundarban Bangladesh, Five star Quality service & Fatality in Sundarban Tours, Hight Quality Low Coast Tour Package Sundarban.

Our Service : Customer Service is our key to success. Our reputation is built on integrity, dependability and the success of our clients. You can now take an exciting sea trip, which has given tourism on Sundarban a whole new dimension. To us, every moment of your trip to Sundarban by MV Alaska cruise Ship is priceless. That is why, we care from the moment you buy your ticket to the time you retur

n. Take a tour of Bangladesh's coastal routes on our luxury MV Alaska cruise Ship and marvel at the beauty of the blue water and the sky. All of the facilities are here, as is the peace between the sky and the blue silky water, while this luxury ship sails on the ocean. This royal ship makes a sea voyage to Sundarban more pleasurable for travelers. Bangladesh's maritime tourism industry is largely untapped. It is, however, going at a snail's pace. The MV Alaska cruise Ship is regarded as a forerunner in the world of maritime tourism. MV Alaska cruise Ship will depart from Khulna for Sundarban Mangrove off the coast of Bangladesh. The passengers on this luxury ship have a number of options, including two nights three days accommodations. At a Glance
MV Alaska cruise Ship

Some attractive Feature of:
✅ The Largest ship of Sundarbans
✅ 180° Panorama View from room
✅ Enclosed balcony
✅ Attached Bath
✅ Bathroom with modern fittings.
✅ No bunk bed.
✅ Enough open space with seating arrangement.
✅ Two separate private lounge.
✅ Private movie theatre.
✅ Satellite Television.
✅ Swimming pool
✅ Dining hall/ Conference Hall with 80 seating capacity.

সুন্দরবন ট্যুরিজমে সম্পূর্ণ নতুন ধরণের ভ্রমণ অভিজ্ঞতা দিতে প্রাইভেট বারান্দা সহ আমাদের দ্বিতীয় জাহাজ MV ALASKA ডিসেম্বর থেকে যাত্রা শুরু করেছে। বিগত বছরগুলোতে সুন্দরবন ট্যুরিজম খাতে চলাচলকারী জাহাজগুলোর চাইতে একেবারে ভিন্ন আঙ্গিকে নতুন কিছু তৈরির পরিকল্পনা নিয়ে Jui Tourism & Shipping Lines এগিয়ে আসে। প্রায় নয় মাসের নিরলস পরিশ্রম শেষে সফলভাবে আমরা MV ALASKA সার্ভিসে আনতে সক্ষম হই। আমাদের দ্বিতীয় প্রোজেক্ট এটি। আমাদের প্রথম প্রজেক্ট Mv The Crown।
আল্লাহর অশেষ রহমতে শুরু থেকেই আমরা আপনাদের থেকে ব্যপক সাড়া পেয়েছি।
সুন্দরবন ট্যুরিজমে MV ALASKA জাহাজটির সামগ্রিক বৈশিষ্ট্য এবং সুযোগসুবিধা সম্পর্কে আলোকপাত করতে যাচ্ছি। আশা করি জাহাজের বিস্তারিত সকল তথ্য এবং প্রকাশিত ছবিগুলো আপনাদের স্বচ্ছ ধারণা দিবে।
সাধারণ বৈশিষ্ট্য এবং বিন্যাস / Common Features & Layout:
✓ MV ALASKA জাহাজের প্রত্যেকটি ফ্লোর সুপরিকল্পিতভাবে ডিজাইন করা। যাত্রীদের ওঠানামা, চলাচল এবং ভ্রমণ উপভোগের জন্য জাহাজের কোন যান্ত্রিক অথবা স্টাফ ইউনিট স্থান দৃশ্যমান নাই। আরও সহজ করে বললে জাহাজের ইঞ্জিন রুম, স্টাফ রুম অথবা কিচেন রুম সবকিছুই থাকবে যাত্রীদের নজরের বাইরে।
✓ জাহাজে প্রবেশের জন্য থাকছে দুটি এন্ট্রি পয়েন্ট/প্রবেশদ্বার, যেগুলো রয়েছে মেইন ডেকের পিছনে এবং সামনের দিকে।
✓ মেইন ডেক এ সার্বক্ষণিক যোগাযোগের জন্য একটি রিসিপশন ডেস্ক।
✓ জাহাজের মধ্যবর্তী স্থানে প্রশস্ত করিডোর এবং প্রত্যেকটি ফ্লোরে ওঠানামার জন্য সিঁড়ি।
✓ প্রেয়ার রুম বা নামাজের স্থান।
✓ গেস্ট রুমের সর্বোচ্চ প্রাইভেসি নিশ্চিত করার জন্য মেইন ডেক এবং আপার ডেক এ থাকবেনা কোন কমন বারান্দা।
✓ ৫০,০০০+ লিটার বিশুদ্ধ পানি রিজার্ভ ক্ষমতা।
✓ MV ALASKA জাহাজে রয়েছে চারটি ডেক, যেমন- লোয়ার ডেক, মেইন ডেক, আপার ডেক এবং ব্রীজ ডেক। মেইন এবং আপার ডেক এ সাজানো হয়েছে সর্বোচ্চ সুবিধা এবং বারান্দা সম্বলিত ২৮'টি কাপল, ৪ টি ফোর বেড ও ১ টি থ্রী বেড রুম। আতিথিবৃন্দের রিসিভশন এর জন্য রয়েছে সুবিশাল রিসিভশন লবি। লবি থেকে মেইন ডেক আপার ডেক এবং ব্রিজ ডেকে ওঠানামার সিঁড়ি রয়েছে। মেইন ও আপার ডেকের সামনে ও পেছনে রয়েছে আলাদা করে প্রবেশদ্বার। জাহাজের লোয়ার ডেক এ থাকবে নামাযের জায়গা, আড্ডা রুম এবং শিশুদের জন্য প্লে জোন। ব্রীজ ডেকের সামনে মাস্টারব্রীজ এবং তার পেছনেই সুবিশাল Dining / Multi Purpose Hall. আপার ডেকের একেবারে শেষ প্রান্তে থাকবে Swimming Pool.
রুমের বিন্যাস এবং সুবিধা / Room Layout and Facilities:
MV ALASKA জাহাজে রয়েছে ৩১'টি আধুনিক এবং সুসজ্জিত রুম। এই রুমগুলোতে মোট ৭৫ জন যাত্রী আরামে থাকতে পারবেন।আমাদের রুমগুলোতে কোন বাঙ্ক বেড নাই এবং সব রুমের সাথে রয়েছে আলাদা এবং প্রাইভেট বারান্দা।
রুমগুলোতে থাকবে ১৮০° রিভারভিউ সুবিধা এবং যাত্রীদের চাহিদা অনুযায়ী সাজানো হয়েছে, যেমন- CUPLE, TRIPLE & FOUR BEDROOM. MV ALASKA জাহাজের প্রত্যেকটি রুমে একই ধরণের সুযোগসুবিধা নিশ্চিত করা হয়েছে, যেমনঃ-
✓ আধুনিক অভ্যন্তরীণ সাজসজ্জা সহ প্রশস্ত রুম।
✓প্রতিটি রুমে আলাদা শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা।
✓ প্রতি রুমে আলাদা এবং প্রাইভেট বারান্দা।
✓ আরামদায়ক বিছানা।
✓ সোফা এবং আয়না।
✓ ইন্টারকম সুবিধা।
✓ ২৪ ঘন্টা রুম সার্ভিস।
✓ ব্যাগ/লাগেজ সংরক্ষনের জন্য কেবিনেট
✓ প্রতিটি রুমে স্যাটেলাইট টেলিভিশন।
✓ এটাচড ওয়াশরুম।
✓ ওয়াশরুমে সার্বক্ষণিক নরমাল এবং হট ওয়াটার সাপ্লাই।
ডাইনিং-মাল্টি পারপাস রুম এবং সুবিধা / Dining-multipurpose room and facilities:
MV ALASKA জাহাজে রয়েছে এই সেক্টরের সবচাইতে বড় ডাইনিং এবং মাল্টি পারপাস রুম যেখানে একইসাথে ৮০+ জনের আসন ব্যবস্থা রয়েছে। মিটিং এবং সেমিনারের জন্য থিয়েটার স্টাইলে আসন ব্যবস্থা সাজানো হলে এখানে ১০০ জনেরও বেশি আসন ব্যবস্থা করা যেতে পারে। অভিজ্ঞ শেফ সবসময় জাহাজের ডাইনিং রুমে সুস্বাদু খাবারের ব্যবস্থা নিশ্চিত করবেন।
✓ একইসাথে ৮০ জনের অধিক অতিথির খাবারের ব্যবস্থা।
✓ ৮০ জনেরও অধিক অতিথি নিয়ে সেমিনার আয়োজনের ব্যবস্থা।
✓ সুস্বাদু খাবার তৈরির জন্য খুলনার বিশেষজ্ঞ শেফ।
✓ সার্বক্ষণিক চা ও কফির ব্যবস্থা।
✓ জুস কর্নার।
✓ লাইভ বার-বি-কিউ-এর ব্যবস্থা।
✓ স্যাটেলাইট সংযোগ সহ বিনোদনের জন্য বড় টেলিভিশন।
✓ মাল্টিমিডিয়া সেটআপ।
✓ সেমিনার পরিচালনার জন্য মঞ্চ।
✓ আধুনিক সাউন্ড সিস্টেম।
✓ ডিজে সেটআপ ইত্যাদি।
বিনোদন / Entertainment:
✓ ব্রীজ ডেক এবং মেইন ডেক থেকে সুন্দরবন উপভোগের জন্য প্রচুর খোলা জায়গা এবং বসার ব্যবস্থা।
✓ গল্প আড্ডার জন্য আরামদায়ক এবং আলাদা রুম।
✓ বড়দের জন্য ও লোয়ার ডেক এ রয়েছে সুদৃশ্য প্লে জোন
✓ রিডিং কর্নার।
✓ মিউজিক কর্নার।
✓ সিটিং সুবিধাসহ সুইমিং পুল।
শিশুদের জন্য / For Children:
✓ বাচ্চাদের জন্য লোয়ার ডেক এ রয়েছে সুদৃশ্য প্লে জোন
✓ প্রয়োজনে বাচ্চাদের জন্য স্ন্যাকস পাওয় যাবে।
নেভিগেশন উপকরণ / Navigation Equipments:
✓ সুসজ্জিত মাস্টারব্রীজ।
✓ ইলেক্ট্রো হাইড্রলিক এবং মেকানিক্যাল স্টিয়ারিং সিস্টেম।
✓ জিপিএস, রাডার, ইকো-সাউন্ডার, ভিএইএফ ইত্যাদি আধুনিক ইকুইপমেন্ট।
✓ ব্র্যান্ড নিউ দুইটি মেইন প্রোপালশন ইঞ্জিন।
পাওয়ার সাপ্লাই / Power supply:
✓ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জাপান ও জার্মানির তৈরি দুটি পর্যাপ্ত ক্ষমতার জেনারেটর।
✓ ডিজে এবং স্টেজ প্রোগ্রামের জন্য অতিরিক্ত বিদ্যুৎ চাহিদার জন্য আরও একটি জেনারেটর।
নিরাপত্তা ব্যবস্থা / ও নিরাপত্তা ব্যবস্থা / Security System:
✓ সব রুমে লাইফ জ্যাকেট।
✓ জাহাজে পর্যাপ্ত লাইফবয়া
✓ পর্যাপ্ত ফার্স্ট এইড বক্স।
✓আধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা।
✓ইঞ্জিনরুমের নিরাপত্তার জন্য কার্বন ডাই অক্সাইড রুম।
অভ্যন্তরীণ সাজসজ্জা / Interior Design:
বিশ্বমানের সুযোগ সুবিধাসহ আধুনিক ইন্টেরিয়র ডিজাইন যাত্রীদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করবে। ইন্টেরিয়র ডিজাইন Furniture, কনসালটেন্সি এবং এক্সিকিউশন সম্পন্ন করেছে ইন্টেরিয়র ফার্মগুলোর মধ্যে অন্যতম Bay Heights ।
বিশ্বের সবচাইতে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের কটকা, কচিখালি, হিরণ পয়েন্ট, দুবলার চর, হারবারিয়া এবং করমজল ইত্যাদি নৈসর্গিক স্থান ঘুরে দেখতে বেঁছে নিতে পারেন সুন্দরবনের নতুন সর্বাধুনিক ও বিলাসবহুল জাহাজ MV Alaska। আমাদের বিশ্বাস জাহাজটি আপনাদের সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা দিবে এবং আমরাও অত্যাধুনিক সার্ভিস প্রদান করতে দৃঢ় প্রতিজ্ঞ।
ট্যুর প্যাকেজ ও বুকিং সংক্রান্ত বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক পেজ অথবা কল করুন আমাদের যোগাযোগ নম্বরে-
+8801720-331144, +8801680-331144

সুন্দরবন ভ্রমন করুন বাংলাদেশের সবচেয়ে ফ্যামিলি ফ্রেন্ডলি ও ফিমেল ফ্রেন্ডলি  আমাদের সঙ্গে। 2 Nights 3 Days Packages Price...
26/01/2024

সুন্দরবন ভ্রমন করুন বাংলাদেশের সবচেয়ে ফ্যামিলি ফ্রেন্ডলি ও ফিমেল ফ্রেন্ডলি আমাদের সঙ্গে।
2 Nights 3 Days Packages Price Per Parson BDT 22000
𝗦𝗨𝗡𝗗𝗔𝗥𝗕𝗔𝗡 𝗧𝗢𝗨𝗥 এ আমাদের রয়েছে বিলাসবহুল এসি ৭৫ জনের ক্রুজ শীপ।
জানুয়ারি ২৯-৩০-৩১ (সোম-বুধ)
বিশেষ বিশেষ দিনসমূহে নিয়মিত ট্যুর রয়েছে। আপনার পছন্দের ভ্রমণের তারিখ জানিয়ে বুকিং করতে পারেন।
সুন্দরবন। বিশ্বের অন্যতম ঐতিহ্য। প্রতি বছর দেশ বিদেশের ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ সুন্দরবন। যারা পরিবার নিয়ে একটু আরাম আয়েশে সুন্দরবন ঘুরতে চাচ্ছেন তাদের জন্যই আমাদের আয়োজন। যেখানে শিশু থেকে বৃদ্ধ সবাই জয়েন করতে পারবেন। কর্পোরেট, ফ্যামেলি ট্যুরের জন্য- বিলাসবহুল এসি শিপ, যার ধারন ক্ষমতা ৭৫ জন।
🔹𝗝𝗮𝗻𝘂𝗮𝗿𝘆’𝟮𝟬𝟮𝟰
💢29-30-31 (Mon-Wed)
🔹𝗙𝗲𝗯𝗿𝘂𝗮𝗿𝘆’𝟮𝟬𝟮4
💢02-𝟎3-𝟎4 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢𝟎𝟗-𝟏𝟎-𝟏𝟏 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢𝟭𝟲-𝟭𝟕-𝟭𝟴 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢23-24-25 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
🔹𝗠𝗮𝗿𝗰𝗵’𝟮𝟬𝟮𝟰
💢𝟎𝟏-𝟎𝟐-𝟎𝟑 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢𝟬𝟴-𝟎𝟗-𝟭𝟬 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
🛑আরো অন্যান্য তারিখসমূহ অনুগ্রহ করে ফোনে জেনে নিতে পারেন।
🔳 ট্যুরের সময়সূচি: ২ রাত ৩ দিন (জাহাজে)
🔷 ১ম দিন:
নির্ধারিত দিনে খুলনার বাস কাউন্টার/ট্র্রেন স্টেশন থেকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে জাহাজে নিয়ে আসবে। অত:পর আপনার রুমে চেকইন। ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। জাহাজ মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা ব্রীজ, খুলনা শীপ ইর্য়াড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে। দুপুর ১ টার মধ্যে আমরা চাঁদপাই ফরেস্ট অফিস পৌঁছাবো। অত:পর ২/৩ টার মধ্যে হারবাড়িয়া/আন্দারমানিক পৌছে এ ইকো ট্যুরিজম সেন্টার ভ্রমণ। এরপর বনের ভিতর দিয়ে ছোট ছোট ক্যানেল পার হয়ে কটকা অভয়ারণ্যের উদ্দেশ্যে রওনা হয়ে আনুমানিক রাত ৯/১০ টায় পৌছানো এবং রাতে জাহাজে অবস্থান।
🔷২য় দিন:
ভোরে কান্ট্রি বোটে করে কটকার আশেপাশে ক্যানেল ক্রুজিং। তারপর ওয়াচ টাওয়ার হয়ে জামতলা হয়ে গহীন বনের মধ্যে দিয়ে পায়ে হেটে অভয়ারণ্য, সী-বিচ ভ্রমণ। ফিরে এসে ব্রেকফাস্ট করে কটকা শরণখোলা অভয়ারণ্য কেন্দ্র পরিদর্শন। যেখানে প্রচুর হরিন দেখা যায়, সেখান থেকে ঘুরে আমরা জাহাজে ফিরবো এবং কচিখালীর উদ্দেশে রওনা হবো। ছোট ক্যানেল দিয়ে জঙ্গলের কোল ঘেষে জাহাজ এগিয়ে চলবে- এ দৃশ্য অসাধারণ।
এরপর ডিমেরচর ভ্রমণ ও সমূদ্র স্নান। দুপুরের পর কচিখালী অভয়ারণ্য ভ্রমণ ও রোমাঞ্চকর অনুভূতি অর্জন করে অথবা হিরনপয়েন্ট ও দুবৱার চরে ভ্রমণ শেষে সূর্যাস্তের পরে শীপে এসে বার-বি-কিউ ডিনার করে জাহাজে রাত্রি যাপন।
🔷৩য় দিন :
সকালের নাস্তা খেয়ে করমজল ইকো ট্যুরিজম সেন্টার পরিদর্শন। সকাল ১০টায় করমজলে কুমিরের প্রজননকেন্দ্র দেখে দুপুরের দিকে খুলনার উদ্দেশ্যে রওনা। বিকালে/সন্ধ্য়ায় খুলনা পৌছে আনুমানিক ৪/৫ টায়।
🔺ফুড মেন্যু জানতে আমাদেরকে ফোন করুন , হোয়াটসঅ্যাপ/মেইলে বিস্তারিত অবহিত করা হবে।
🔹বুকিং ফোন:
📞01720-331144
🔺নিরাপত্তাঃ
বনবিভাগ থেকে থাকবে সার্বক্ষনিক আর্মসসহ দুজন নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VHF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।
🔺রয়েছে উন্নত আইনশৃংখলা ব্যবস্থা।
🔺 #সাইটসিইং
🛑হাড়বাড়িয়া / আন্ধারমানিক
🛑কটকা অভয়ারণ্য কেন্দ্র
🛑জামতলা সী-বীচ
🛑করমজল
🛑ক্যানেল ক্রুজিং
🛑কটকা সীবিচ
🛑কচিখালী/ হিরনপয়েন্ট অভয়ারণ্য কেন্দ্র
🛑ডিমেরচর/ দুবলার চর
🔺প্রসঙ্গত:
🔹বুকিং এর আগে ফোন করে বিস্তারিত জেনে নিন অনুগ্রহ করে।
🔹বুকিং মানি জমা দেবার আগে আপনার জন্য নির্ধারিত রুম সম্পর্কে নিশ্চিত হোন, ছবিসহ তথ্য সংগ্রহ করুন অত:পর টাকা জমা দিন ও আপনার ‘রশিদ’ সংগ্রহ করুন।
🔹দেশের ভেতরে অন্যান্য পর্যটন কেন্দ্রে ভ্রমণের তুলনায় সুন্দরবন ভ্রমণ খরচ একটু বেশি হয়। এর অনেকগুলি কারণ আছে। অতিথি এ বিষয়ে প্রশ্ন করলে অবশ্যই আমরা উত্তর দেব।
🔹বুকিং যেভাবে দিতে পারবেন...
📞হোয়াটসঅ্যাপ: 01720-331144 এই নম্বরসমূহে ফোন করে আপনার প্রাথমিক বুকিং নিশ্চিত করতে পারেন। এরপর আমাদের অফিস পরিদর্শন করে সবকিছু বিস্তারিত জেনে ভালো লাগলে বুকিং কনফার্ম করতে পারেন। তবে অফিসে আসতে না চাইলে ওভারফোনে কথা বলেও বুকিং করতে পারবেন।
❐ বুকিং মানি ৫০% অফিসে নগদ, ব্যাংক একাউন্টে এর মাধ্যমে দিতে পারবেন। বুকিং এর সময় ট্যুরের বিস্তারিত কোম্পানীর পক্ষ থেকে আপনাকে লিখিতভাবে দেয়া হবে এবং এর একটি কপি আমাদের কাছেও থাকবে।
❐ অতিথিদের যৌক্তিক যে কোন প্রশ্নের উত্তর দিতে আমরা সাধ্যমত চেষ্টা করবো। ভালো লাগলে বুকিং কনফার্ম করুন। সেক্ষেত্রে ব্যাংক একাউন্ট, বিকাশ অথবা রকেট একাউন্টে টাকা জমা দিয়ে আমাদেরকে ফোনে জানিয়ে দিলেই হবে।
❐ ব্যাংক একাউন্ট বা বিকাশ, রকেট একাউন্টে টাকা পাঠালে- টাকা পাঠানো মাত্রই ফোন করে জেনে নিন ও মেসেজের মাধ্যমে জমা নিশ্চিত হয়ে তথ্য সংরক্ষণ করুন।
❐ ব্যাংকিং মাধ্যমে টাকা পাঠিয়ে বুকিং করলে ব্যাংক স্লিপ জমা দিতে হবে এবং টাকা পাঠানোর সময়েই ফোন করে বুকিং কনফার্ম করতে হবে।
❐ ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এ আমাদের একাউন্ট রয়েছে। আপনার জন্য সুবিধাজনক ব্যাংকের একাউন্ট নাম্বার কল করে জেনে নিতে পারেন। এ ছাড়াও বিকাশ/রকেট/নগদ একাউন্ট রয়েছে। তবে আমরা অনুরোধ করবো– সবকিছু বুঝে, ট্যুরের বিস্তারিত এবং উল্লেখিত টাকার মধ্যে কী কী রয়েছে তা লিখিতভাবে নিয়ে তারপর বুকিং চূড়ান্ত করতে। যাতে কারো মধ্যেই কোন গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে আপনার ভ্রমণের আনন্দ এবং আমাদের সুনাম দুটিই নষ্ট হতে পারে। যা আমরা কেউই চাইনা।
Sundarban Tours BD
4 No BIWTA launch Ghat, Khulna
𝐏𝐡𝐨𝐧𝐞:
📞+𝟖𝟖𝟎1720331144

2 Nights 3 Days Packages Price Per Parson BDT 22000𝗦𝗨𝗡𝗗𝗔𝗥𝗕𝗔𝗡 𝗧𝗢𝗨𝗥 এ আমাদের রয়েছে  বিলাসবহুল এসি ৭৫ জনের  ক্রুজ শীপ।জানুয...
18/01/2024

2 Nights 3 Days Packages Price Per Parson BDT 22000
𝗦𝗨𝗡𝗗𝗔𝗥𝗕𝗔𝗡 𝗧𝗢𝗨𝗥 এ আমাদের রয়েছে বিলাসবহুল এসি ৭৫ জনের ক্রুজ শীপ।
জানুয়ারি ২৬-২৭-২৮ (শুক্র-রবি)
বিশেষ বিশেষ দিনসমূহে নিয়মিত ট্যুর রয়েছে। আপনার পছন্দের ভ্রমণের তারিখ জানিয়ে বুকিং করতে পারেন।
সুন্দরবন। বিশ্বের অন্যতম ঐতিহ্য। প্রতি বছর দেশ বিদেশের ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ সুন্দরবন। যারা পরিবার নিয়ে একটু আরাম আয়েশে সুন্দরবন ঘুরতে চাচ্ছেন তাদের জন্যই আমাদের আয়োজন। যেখানে শিশু থেকে বৃদ্ধ সবাই জয়েন করতে পারবেন। কর্পোরেট, ফ্যামেলি ট্যুরের জন্য- বিলাসবহুল এসি শিপ, যার ধারন ক্ষমতা ৭৫ জন।
🔹𝗝𝗮𝗻𝘂𝗮𝗿𝘆’𝟮𝟬𝟮𝟰
💢19-20-21 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢26-27-28 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
🔹𝗙𝗲𝗯𝗿𝘂𝗮𝗿𝘆’𝟮𝟬𝟮4
💢02-𝟎3-𝟎4 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢𝟎𝟗-𝟏𝟎-𝟏𝟏 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢𝟭𝟲-𝟭𝟕-𝟭𝟴 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢23-24-25 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
🔹𝗠𝗮𝗿𝗰𝗵’𝟮𝟬𝟮𝟰
💢𝟎𝟏-𝟎𝟐-𝟎𝟑 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢𝟬𝟴-𝟎𝟗-𝟭𝟬 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
🛑আরো অন্যান্য তারিখসমূহ অনুগ্রহ করে ফোনে জেনে নিতে পারেন।
🔳 ট্যুরের সময়সূচি: ২ রাত ৩ দিন (জাহাজে)
🔷 ১ম দিন:
নির্ধারিত দিনে খুলনার বাস কাউন্টার/ট্র্রেন স্টেশন থেকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে জাহাজে নিয়ে আসবে। অত:পর আপনার রুমে চেকইন। ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। জাহাজ মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা ব্রীজ, খুলনা শীপ ইর্য়াড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে। দুপুর ১ টার মধ্যে আমরা চাঁদপাই ফরেস্ট অফিস পৌঁছাবো। অত:পর ২/৩ টার মধ্যে হারবাড়িয়া/আন্দারমানিক পৌছে এ ইকো ট্যুরিজম সেন্টার ভ্রমণ। এরপর বনের ভিতর দিয়ে ছোট ছোট ক্যানেল পার হয়ে কটকা অভয়ারণ্যের উদ্দেশ্যে রওনা হয়ে আনুমানিক রাত ৯/১০ টায় পৌছানো এবং রাতে জাহাজে অবস্থান।
🔷২য় দিন:
ভোরে কান্ট্রি বোটে করে কটকার আশেপাশে ক্যানেল ক্রুজিং। তারপর ওয়াচ টাওয়ার হয়ে জামতলা হয়ে গহীন বনের মধ্যে দিয়ে পায়ে হেটে অভয়ারণ্য, সী-বিচ ভ্রমণ। ফিরে এসে ব্রেকফাস্ট করে কটকা শরণখোলা অভয়ারণ্য কেন্দ্র পরিদর্শন। যেখানে প্রচুর হরিন দেখা যায়, সেখান থেকে ঘুরে আমরা জাহাজে ফিরবো এবং কচিখালীর উদ্দেশে রওনা হবো। ছোট ক্যানেল দিয়ে জঙ্গলের কোল ঘেষে জাহাজ এগিয়ে চলবে- এ দৃশ্য অসাধারণ।
এরপর ডিমেরচর ভ্রমণ ও সমূদ্র স্নান। দুপুরের পর কচিখালী অভয়ারণ্য ভ্রমণ ও রোমাঞ্চকর অনুভূতি অর্জন করে অথবা হিরনপয়েন্ট ও দুবৱার চরে ভ্রমণ শেষে সূর্যাস্তের পরে শীপে এসে বার-বি-কিউ ডিনার করে জাহাজে রাত্রি যাপন।
🔷৩য় দিন :
সকালের নাস্তা খেয়ে করমজল ইকো ট্যুরিজম সেন্টার পরিদর্শন। সকাল ১০টায় করমজলে কুমিরের প্রজননকেন্দ্র দেখে দুপুরের দিকে খুলনার উদ্দেশ্যে রওনা। বিকালে/সন্ধ্য়ায় খুলনা পৌছে আনুমানিক ৪/৫ টায়।
🔺ফুড মেন্যু জানতে আমাদেরকে ফোন করুন , হোয়াটসঅ্যাপ/মেইলে বিস্তারিত অবহিত করা হবে।
🔹বুকিং ফোন:
📞+8801720331144
🔺নিরাপত্তাঃ
বনবিভাগ থেকে থাকবে সার্বক্ষনিক আর্মসসহ দুজন নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VHF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।
🔺রয়েছে উন্নত আইনশৃংখলা ব্যবস্থা।
🔺 #সাইটসিইং
🛑হাড়বাড়িয়া / আন্ধারমানিক
🛑কটকা অভয়ারণ্য কেন্দ্র
🛑জামতলা সী-বীচ
🛑করমজল
🛑ক্যানেল ক্রুজিং
🛑কটকা সীবিচ
🛑কচিখালী/ হিরনপয়েন্ট অভয়ারণ্য কেন্দ্র
🛑ডিমেরচর/ দুবলার চর
🔺প্রসঙ্গত:
🔹বুকিং এর আগে ফোন করে বিস্তারিত জেনে নিন অনুগ্রহ করে।
🔹বুকিং মানি জমা দেবার আগে আপনার জন্য নির্ধারিত রুম সম্পর্কে নিশ্চিত হোন, ছবিসহ তথ্য সংগ্রহ করুন অত:পর টাকা জমা দিন ও আপনার ‘রশিদ’ সংগ্রহ করুন।
🔹দেশের ভেতরে অন্যান্য পর্যটন কেন্দ্রে ভ্রমণের তুলনায় সুন্দরবন ভ্রমণ খরচ একটু বেশি হয়। এর অনেকগুলি কারণ আছে। অতিথি এ বিষয়ে প্রশ্ন করলে অবশ্যই আমরা উত্তর দেব।
🔹বুকিং যেভাবে দিতে পারবেন...
📞হোয়াটসঅ্যাপ: 01720-331144 এই নম্বরসমূহে ফোন করে আপনার প্রাথমিক বুকিং নিশ্চিত করতে পারেন। এরপর আমাদের অফিস পরিদর্শন করে সবকিছু বিস্তারিত জেনে ভালো লাগলে বুকিং কনফার্ম করতে পারেন। তবে অফিসে আসতে না চাইলে ওভারফোনে কথা বলেও বুকিং করতে পারবেন।
❐ বুকিং মানি ৫০% অফিসে নগদ, ব্যাংক একাউন্টে এর মাধ্যমে দিতে পারবেন। বুকিং এর সময় ট্যুরের বিস্তারিত কোম্পানীর পক্ষ থেকে আপনাকে লিখিতভাবে দেয়া হবে এবং এর একটি কপি আমাদের কাছেও থাকবে।
❐ অতিথিদের যৌক্তিক যে কোন প্রশ্নের উত্তর দিতে আমরা সাধ্যমত চেষ্টা করবো। ভালো লাগলে বুকিং কনফার্ম করুন। সেক্ষেত্রে ব্যাংক একাউন্ট, বিকাশ অথবা রকেট একাউন্টে টাকা জমা দিয়ে আমাদেরকে ফোনে জানিয়ে দিলেই হবে।
❐ ব্যাংক একাউন্ট বা বিকাশ, রকেট একাউন্টে টাকা পাঠালে- টাকা পাঠানো মাত্রই ফোন করে জেনে নিন ও মেসেজের মাধ্যমে জমা নিশ্চিত হয়ে তথ্য সংরক্ষণ করুন।
❐ ব্যাংকিং মাধ্যমে টাকা পাঠিয়ে বুকিং করলে ব্যাংক স্লিপ জমা দিতে হবে এবং টাকা পাঠানোর সময়েই ফোন করে বুকিং কনফার্ম করতে হবে।
❐ ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এ আমাদের একাউন্ট রয়েছে। আপনার জন্য সুবিধাজনক ব্যাংকের একাউন্ট নাম্বার কল করে জেনে নিতে পারেন। এ ছাড়াও বিকাশ/রকেট/নগদ একাউন্ট রয়েছে। তবে আমরা অনুরোধ করবো– সবকিছু বুঝে, ট্যুরের বিস্তারিত এবং উল্লেখিত টাকার মধ্যে কী কী রয়েছে তা লিখিতভাবে নিয়ে তারপর বুকিং চূড়ান্ত করতে। যাতে কারো মধ্যেই কোন গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে আপনার ভ্রমণের আনন্দ এবং আমাদের সুনাম দুটিই নষ্ট হতে পারে। যা আমরা কেউই চাইনা।
Sundarban Tours BD
4 No BIWTA launch Ghat, Khulna
𝐏𝐡𝐨𝐧𝐞:
📞+𝟖𝟖𝟎1720331144

সুন্দরবন ভ্রমন করুন বাংলাদেশের সবচেয়ে ফ্যামিলি ফ্রেন্ডলি ও ফিমেল ফ্রেন্ডলি  আমাদের সঙ্গে। 2 Nights 3 Days Packages Price...
15/01/2024

সুন্দরবন ভ্রমন করুন বাংলাদেশের সবচেয়ে ফ্যামিলি ফ্রেন্ডলি ও ফিমেল ফ্রেন্ডলি আমাদের সঙ্গে।
2 Nights 3 Days Packages Price Per Parson BDT 25000
𝗦𝗨𝗡𝗗𝗔𝗥𝗕𝗔𝗡 𝗧𝗢𝗨𝗥 এ আমাদের রয়েছে বিলাসবহুল এসি ৭৫ জনের ক্রুজ শীপ।
জানুয়ারি ২৬-২৭-২৮ (শুক্র-রবি)
বিশেষ বিশেষ দিনসমূহে নিয়মিত ট্যুর রয়েছে। আপনার পছন্দের ভ্রমণের তারিখ জানিয়ে বুকিং করতে পারেন।
সুন্দরবন। বিশ্বের অন্যতম ঐতিহ্য। প্রতি বছর দেশ বিদেশের ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ সুন্দরবন। যারা পরিবার নিয়ে একটু আরাম আয়েশে সুন্দরবন ঘুরতে চাচ্ছেন তাদের জন্যই আমাদের আয়োজন। যেখানে শিশু থেকে বৃদ্ধ সবাই জয়েন করতে পারবেন। কর্পোরেট, ফ্যামেলি ট্যুরের জন্য- বিলাসবহুল এসি শিপ, যার ধারন ক্ষমতা ৭৫ জন।
🔹𝗝𝗮𝗻𝘂𝗮𝗿𝘆’𝟮𝟬𝟮𝟰
💢19-20-21 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢26-27-28 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
🔹𝗙𝗲𝗯𝗿𝘂𝗮𝗿𝘆’𝟮𝟬𝟮4
💢02-𝟎3-𝟎4 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢𝟎𝟗-𝟏𝟎-𝟏𝟏 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢𝟭𝟲-𝟭𝟕-𝟭𝟴 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢23-24-25 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
🔹𝗠𝗮𝗿𝗰𝗵’𝟮𝟬𝟮𝟰
💢𝟎𝟏-𝟎𝟐-𝟎𝟑 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢𝟬𝟴-𝟎𝟗-𝟭𝟬 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
🛑আরো অন্যান্য তারিখসমূহ অনুগ্রহ করে ফোনে জেনে নিতে পারেন।
🔳 ট্যুরের সময়সূচি: ২ রাত ৩ দিন (জাহাজে)
🔷 ১ম দিন:
নির্ধারিত দিনে খুলনার বাস কাউন্টার/ট্র্রেন স্টেশন থেকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে জাহাজে নিয়ে আসবে। অত:পর আপনার রুমে চেকইন। ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। জাহাজ মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা ব্রীজ, খুলনা শীপ ইর্য়াড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে। দুপুর ১ টার মধ্যে আমরা চাঁদপাই ফরেস্ট অফিস পৌঁছাবো। অত:পর ২/৩ টার মধ্যে হারবাড়িয়া/আন্দারমানিক পৌছে এ ইকো ট্যুরিজম সেন্টার ভ্রমণ। এরপর বনের ভিতর দিয়ে ছোট ছোট ক্যানেল পার হয়ে কটকা অভয়ারণ্যের উদ্দেশ্যে রওনা হয়ে আনুমানিক রাত ৯/১০ টায় পৌছানো এবং রাতে জাহাজে অবস্থান।
🔷২য় দিন:
ভোরে কান্ট্রি বোটে করে কটকার আশেপাশে ক্যানেল ক্রুজিং। তারপর ওয়াচ টাওয়ার হয়ে জামতলা হয়ে গহীন বনের মধ্যে দিয়ে পায়ে হেটে অভয়ারণ্য, সী-বিচ ভ্রমণ। ফিরে এসে ব্রেকফাস্ট করে কটকা শরণখোলা অভয়ারণ্য কেন্দ্র পরিদর্শন। যেখানে প্রচুর হরিন দেখা যায়, সেখান থেকে ঘুরে আমরা জাহাজে ফিরবো এবং কচিখালীর উদ্দেশে রওনা হবো। ছোট ক্যানেল দিয়ে জঙ্গলের কোল ঘেষে জাহাজ এগিয়ে চলবে- এ দৃশ্য অসাধারণ।
এরপর ডিমেরচর ভ্রমণ ও সমূদ্র স্নান। দুপুরের পর কচিখালী অভয়ারণ্য ভ্রমণ ও রোমাঞ্চকর অনুভূতি অর্জন করে অথবা হিরনপয়েন্ট ও দুবৱার চরে ভ্রমণ শেষে সূর্যাস্তের পরে শীপে এসে বার-বি-কিউ ডিনার করে জাহাজে রাত্রি যাপন।
🔷৩য় দিন :
সকালের নাস্তা খেয়ে করমজল ইকো ট্যুরিজম সেন্টার পরিদর্শন। সকাল ১০টায় করমজলে কুমিরের প্রজননকেন্দ্র দেখে দুপুরের দিকে খুলনার উদ্দেশ্যে রওনা। বিকালে/সন্ধ্য়ায় খুলনা পৌছে আনুমানিক ৪/৫ টায়।
🔺ফুড মেন্যু জানতে আমাদেরকে ফোন করুন , হোয়াটসঅ্যাপ/মেইলে বিস্তারিত অবহিত করা হবে।
🔹বুকিং ফোন:
📞+8801720331144
🔺নিরাপত্তাঃ
বনবিভাগ থেকে থাকবে সার্বক্ষনিক আর্মসসহ দুজন নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VHF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।
🔺রয়েছে উন্নত আইনশৃংখলা ব্যবস্থা।
🔺 #সাইটসিইং
🛑হাড়বাড়িয়া / আন্ধারমানিক
🛑কটকা অভয়ারণ্য কেন্দ্র
🛑জামতলা সী-বীচ
🛑করমজল
🛑ক্যানেল ক্রুজিং
🛑কটকা সীবিচ
🛑কচিখালী/ হিরনপয়েন্ট অভয়ারণ্য কেন্দ্র
🛑ডিমেরচর/ দুবলার চর
🔺প্রসঙ্গত:
🔹বুকিং এর আগে ফোন করে বিস্তারিত জেনে নিন অনুগ্রহ করে।
🔹বুকিং মানি জমা দেবার আগে আপনার জন্য নির্ধারিত রুম সম্পর্কে নিশ্চিত হোন, ছবিসহ তথ্য সংগ্রহ করুন অত:পর টাকা জমা দিন ও আপনার ‘রশিদ’ সংগ্রহ করুন।
🔹দেশের ভেতরে অন্যান্য পর্যটন কেন্দ্রে ভ্রমণের তুলনায় সুন্দরবন ভ্রমণ খরচ একটু বেশি হয়। এর অনেকগুলি কারণ আছে। অতিথি এ বিষয়ে প্রশ্ন করলে অবশ্যই আমরা উত্তর দেব।
🔹বুকিং যেভাবে দিতে পারবেন...
📞হোয়াটসঅ্যাপ: 01720-331144 এই নম্বরসমূহে ফোন করে আপনার প্রাথমিক বুকিং নিশ্চিত করতে পারেন। এরপর আমাদের অফিস পরিদর্শন করে সবকিছু বিস্তারিত জেনে ভালো লাগলে বুকিং কনফার্ম করতে পারেন। তবে অফিসে আসতে না চাইলে ওভারফোনে কথা বলেও বুকিং করতে পারবেন।
❐ বুকিং মানি ৫০% অফিসে নগদ, ব্যাংক একাউন্টে এর মাধ্যমে দিতে পারবেন। বুকিং এর সময় ট্যুরের বিস্তারিত কোম্পানীর পক্ষ থেকে আপনাকে লিখিতভাবে দেয়া হবে এবং এর একটি কপি আমাদের কাছেও থাকবে।
❐ অতিথিদের যৌক্তিক যে কোন প্রশ্নের উত্তর দিতে আমরা সাধ্যমত চেষ্টা করবো। ভালো লাগলে বুকিং কনফার্ম করুন। সেক্ষেত্রে ব্যাংক একাউন্ট, বিকাশ অথবা রকেট একাউন্টে টাকা জমা দিয়ে আমাদেরকে ফোনে জানিয়ে দিলেই হবে।
❐ ব্যাংক একাউন্ট বা বিকাশ, রকেট একাউন্টে টাকা পাঠালে- টাকা পাঠানো মাত্রই ফোন করে জেনে নিন ও মেসেজের মাধ্যমে জমা নিশ্চিত হয়ে তথ্য সংরক্ষণ করুন।
❐ ব্যাংকিং মাধ্যমে টাকা পাঠিয়ে বুকিং করলে ব্যাংক স্লিপ জমা দিতে হবে এবং টাকা পাঠানোর সময়েই ফোন করে বুকিং কনফার্ম করতে হবে।
❐ ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এ আমাদের একাউন্ট রয়েছে। আপনার জন্য সুবিধাজনক ব্যাংকের একাউন্ট নাম্বার কল করে জেনে নিতে পারেন। এ ছাড়াও বিকাশ/রকেট/নগদ একাউন্ট রয়েছে। তবে আমরা অনুরোধ করবো– সবকিছু বুঝে, ট্যুরের বিস্তারিত এবং উল্লেখিত টাকার মধ্যে কী কী রয়েছে তা লিখিতভাবে নিয়ে তারপর বুকিং চূড়ান্ত করতে। যাতে কারো মধ্যেই কোন গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে আপনার ভ্রমণের আনন্দ এবং আমাদের সুনাম দুটিই নষ্ট হতে পারে। যা আমরা কেউই চাইনা।
Sundarban Tours BD
4 No BIWTA launch Ghat, Khulna
𝐏𝐡𝐨𝐧𝐞:
📞+𝟖𝟖𝟎1720331144

31/12/2023
Our Vassal Layout with Room Plan at M V Alaska Cruise Sundarban
30/12/2023

Our Vassal Layout with Room Plan at M V Alaska Cruise Sundarban

সুন্দরবন ভ্রমন করুন বাংলাদেশের সবচেয়ে ফ্যামিলি ফ্রেন্ডলি ও ফিমেল ফ্রেন্ডলি  আমাদের সঙ্গে। 𝗦𝗨𝗡𝗗𝗔𝗥𝗕𝗔𝗡 𝗧𝗢𝗨𝗥 এ আমাদের রয়েছে ...
28/12/2023

সুন্দরবন ভ্রমন করুন বাংলাদেশের সবচেয়ে ফ্যামিলি ফ্রেন্ডলি ও ফিমেল ফ্রেন্ডলি আমাদের সঙ্গে।
𝗦𝗨𝗡𝗗𝗔𝗥𝗕𝗔𝗡 𝗧𝗢𝗨𝗥 এ আমাদের রয়েছে বিলাসবহুল এসি ৭৫ জনের ক্রুজ শীপ।
জানুয়ারি ০৫-০৬-০৭ (শুক্র - রবি)
জানুয়ারি ১৫-১৬-১৭ (সোম - বুধ)
জানুয়ারি ২৯-৩০-৩১ (সোম - বুধ)

আপনার পছন্দের ভ্রমণের তারিখ জানিয়ে বুকিং করতে পারেন।
সুন্দরবন। বিশ্বের অন্যতম ঐতিহ্য। প্রতি বছর দেশ বিদেশের ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ সুন্দরবন। যারা পরিবার নিয়ে একটু আরাম আয়েশে সুন্দরবন ঘুরতে চাচ্ছেন তাদের জন্যই আমাদের আয়োজন। যেখানে শিশু থেকে বৃদ্ধ সবাই জয়েন করতে পারবেন। কর্পোরেট, ফ্যামেলি ট্যুরের জন্য- বিলাসবহুল এসি শিপ, যার ধারন ক্ষমতা ৭৫ জন।
🔹𝗗𝗮𝘁𝗲𝘀 𝗼𝗳 𝘁𝗿𝗮𝘃𝗲𝗹:
January - 5,6,7 Special Program
🔹𝗝𝗮𝗻𝘂𝗮𝗿𝘆’𝟮𝟬𝟮𝟰
💢𝟭𝟮-𝟭𝟯-𝟭𝟰 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢19-20-21 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢26-27-28 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
🔹𝗙𝗲𝗯𝗿𝘂𝗮𝗿𝘆’𝟮𝟬𝟮4
💢02-𝟎3-𝟎4 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢𝟎𝟗-𝟏𝟎-𝟏𝟏 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢𝟭𝟲-𝟭𝟕-𝟭𝟴 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢23-24-25 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
🔹𝗠𝗮𝗿𝗰𝗵’𝟮𝟬𝟮𝟰
💢𝟎𝟏-𝟎𝟐-𝟎𝟑 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢𝟬𝟴-𝟎𝟗-𝟭𝟬 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
🛑আরো অন্যান্য তারিখসমূহ অনুগ্রহ করে ফোনে জেনে নিতে পারেন।
🔳 ট্যুরের সময়সূচি: ২ রাত ৩ দিন (জাহাজে)
🔷 ১ম দিন:
নির্ধারিত দিনে খুলনার বাস কাউন্টার/ট্র্রেন স্টেশন থেকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে জাহাজে নিয়ে আসবে। অত:পর আপনার রুমে চেকইন। ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। জাহাজ মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা ব্রীজ, খুলনা শীপ ইর্য়াড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে। দুপুর ১ টার মধ্যে আমরা চাঁদপাই ফরেস্ট অফিস পৌঁছাবো। অত:পর ২/৩ টার মধ্যে হারবাড়িয়া/আন্দারমানিক পৌছে এ ইকো ট্যুরিজম সেন্টার ভ্রমণ। এরপর বনের ভিতর দিয়ে ছোট ছোট ক্যানেল পার হয়ে কটকা অভয়ারণ্যের উদ্দেশ্যে রওনা হয়ে আনুমানিক রাত ৯/১০ টায় পৌছানো এবং রাতে জাহাজে অবস্থান।
🔷২য় দিন:
ভোরে কান্ট্রি বোটে করে কটকার আশেপাশে ক্যানেল ক্রুজিং। তারপর ওয়াচ টাওয়ার হয়ে জামতলা হয়ে গহীন বনের মধ্যে দিয়ে পায়ে হেটে অভয়ারণ্য, সী-বিচ ভ্রমণ। ফিরে এসে ব্রেকফাস্ট করে কটকা শরণখোলা অভয়ারণ্য কেন্দ্র পরিদর্শন। যেখানে প্রচুর হরিন দেখা যায়, সেখান থেকে ঘুরে আমরা জাহাজে ফিরবো এবং কচিখালীর উদ্দেশে রওনা হবো। ছোট ক্যানেল দিয়ে জঙ্গলের কোল ঘেষে জাহাজ এগিয়ে চলবে- এ দৃশ্য অসাধারণ।
এরপর ডিমেরচর ভ্রমণ ও সমূদ্র স্নান। দুপুরের পর কচিখালী অভয়ারণ্য ভ্রমণ ও রোমাঞ্চকর অনুভূতি অর্জন করে অথবা হিরনপয়েন্ট ও দুবৱার চরে ভ্রমণ শেষে সূর্যাস্তের পরে শীপে এসে বার-বি-কিউ ডিনার করে জাহাজে রাত্রি যাপন।
🔷৩য় দিন :
সকালের নাস্তা খেয়ে করমজল ইকো ট্যুরিজম সেন্টার পরিদর্শন। সকাল ১০টায় করমজলে কুমিরের প্রজননকেন্দ্র দেখে দুপুরের দিকে খুলনার উদ্দেশ্যে রওনা। বিকালে/সন্ধ্য়ায় খুলনা পৌছে আনুমানিক ৪/৫ টায়।
🔺ফুড মেন্যু জানতে আমাদেরকে ফোন করুন , হোয়াটসঅ্যাপ/মেইলে বিস্তারিত অবহিত করা হবে।
🔹বুকিং ফোন:
📞+8801720331144
🔺নিরাপত্তাঃ
বনবিভাগ থেকে থাকবে সার্বক্ষনিক আর্মসসহ দুজন নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VHF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।
🔺রয়েছে উন্নত আইনশৃংখলা ব্যবস্থা।
🔺 #সাইটসিইং
🛑হাড়বাড়িয়া / আন্ধারমানিক
🛑কটকা অভয়ারণ্য কেন্দ্র
🛑জামতলা সী-বীচ
🛑করমজল
🛑ক্যানেল ক্রুজিং
🛑কটকা সীবিচ
🛑কচিখালী/ হিরনপয়েন্ট অভয়ারণ্য কেন্দ্র
🛑ডিমেরচর/ দুবলার চর
🔺প্রসঙ্গত:
🔹বুকিং এর আগে ফোন করে বিস্তারিত জেনে নিন অনুগ্রহ করে।
🔹বুকিং মানি জমা দেবার আগে আপনার জন্য নির্ধারিত রুম সম্পর্কে নিশ্চিত হোন, ছবিসহ তথ্য সংগ্রহ করুন অত:পর টাকা জমা দিন ও আপনার ‘রশিদ’ সংগ্রহ করুন।
🔹দেশের ভেতরে অন্যান্য পর্যটন কেন্দ্রে ভ্রমণের তুলনায় সুন্দরবন ভ্রমণ খরচ একটু বেশি হয়। এর অনেকগুলি কারণ আছে। অতিথি এ বিষয়ে প্রশ্ন করলে অবশ্যই আমরা উত্তর দেব।
🔹বুকিং যেভাবে দিতে পারবেন...
📞হোয়াটসঅ্যাপ: 01720331144 এই নম্বরসমূহে ফোন করে আপনার প্রাথমিক বুকিং নিশ্চিত করতে পারেন। এরপর আমাদের অফিস পরিদর্শন করে সবকিছু বিস্তারিত জেনে ভালো লাগলে বুকিং কনফার্ম করতে পারেন। তবে অফিসে আসতে না চাইলে ওভারফোনে কথা বলেও বুকিং করতে পারবেন।
❐ বুকিং মানি ৫০% অফিসে নগদ, ব্যাংক একাউন্টে এর মাধ্যমে দিতে পারবেন। বুকিং এর সময় ট্যুরের বিস্তারিত কোম্পানীর পক্ষ থেকে আপনাকে লিখিতভাবে দেয়া হবে এবং এর একটি কপি আমাদের কাছেও থাকবে।
❐ অতিথিদের যৌক্তিক যে কোন প্রশ্নের উত্তর দিতে আমরা সাধ্যমত চেষ্টা করবো। ভালো লাগলে বুকিং কনফার্ম করুন। সেক্ষেত্রে ব্যাংক একাউন্ট, বিকাশ অথবা রকেট একাউন্টে টাকা জমা দিয়ে আমাদেরকে ফোনে জানিয়ে দিলেই হবে।
❐ ব্যাংক একাউন্ট বা বিকাশ, রকেট একাউন্টে টাকা পাঠালে- টাকা পাঠানো মাত্রই ফোন করে জেনে নিন ও মেসেজের মাধ্যমে জমা নিশ্চিত হয়ে তথ্য সংরক্ষণ করুন।
❐ ব্যাংকিং মাধ্যমে টাকা পাঠিয়ে বুকিং করলে ব্যাংক স্লিপ জমা দিতে হবে এবং টাকা পাঠানোর সময়েই ফোন করে বুকিং কনফার্ম করতে হবে।
❐ ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এ আমাদের একাউন্ট রয়েছে। আপনার জন্য সুবিধাজনক ব্যাংকের একাউন্ট নাম্বার কল করে জেনে নিতে পারেন। এ ছাড়াও বিকাশ/রকেট/নগদ একাউন্ট রয়েছে। তবে আমরা অনুরোধ করবো– সবকিছু বুঝে, ট্যুরের বিস্তারিত এবং উল্লেখিত টাকার মধ্যে কী কী রয়েছে তা লিখিতভাবে নিয়ে তারপর বুকিং চূড়ান্ত করতে। যাতে কারো মধ্যেই কোন গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে আপনার ভ্রমণের আনন্দ এবং আমাদের সুনাম দুটিই নষ্ট হতে পারে। যা আমরা কেউই চাইনা।
Sundarban Tours BD
4 No BIWTA launch Ghat, Khulna
𝐏𝐡𝐨𝐧𝐞:
📞+𝟖𝟖𝟎1720331144

সুন্দরবন ভ্রমন করুন বাংলাদেশের সবচেয়ে ফ্যামিলি ফ্রেন্ডলি ও ফিমেল ফ্রেন্ডলি  আমাদের সঙ্গে। 𝗦𝗨𝗡𝗗𝗔𝗥𝗕𝗔𝗡 𝗧𝗢𝗨𝗥 এ আমাদের রয়েছে ...
26/12/2023

সুন্দরবন ভ্রমন করুন বাংলাদেশের সবচেয়ে ফ্যামিলি ফ্রেন্ডলি ও ফিমেল ফ্রেন্ডলি আমাদের সঙ্গে।
𝗦𝗨𝗡𝗗𝗔𝗥𝗕𝗔𝗡 𝗧𝗢𝗨𝗥 এ আমাদের রয়েছে বিলাসবহুল এসি ৭৫ জনের ক্রুজ শীপ।
ডিসেম্বর ২৯-৩০-৩১ (শুক্র-রবি)
থার্টিফাষ্টসহ বিশেষ দিনসমূহে নিয়মিত ট্যুর রয়েছে। আপনার পছন্দের ভ্রমণের তারিখ জানিয়ে বুকিং করতে পারেন।
সুন্দরবন। বিশ্বের অন্যতম ঐতিহ্য। প্রতি বছর দেশ বিদেশের ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ সুন্দরবন। যারা পরিবার নিয়ে একটু আরাম আয়েশে সুন্দরবন ঘুরতে চাচ্ছেন তাদের জন্যই আমাদের আয়োজন। যেখানে শিশু থেকে বৃদ্ধ সবাই জয়েন করতে পারবেন। কর্পোরেট, ফ্যামেলি ট্যুরের জন্য- বিলাসবহুল এসি শিপ, যার ধারন ক্ষমতা ৭৫ জন।
🔹𝗗𝗮𝘁𝗲𝘀 𝗼𝗳 𝘁𝗿𝗮𝘃𝗲𝗹:
🔹𝗗𝗲𝗰𝗲𝗺𝗯𝗲𝗿’𝟮𝟬𝟮𝟯
💢𝟮𝟵-𝟯𝟬-𝟯𝟭 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
🔹𝗝𝗮𝗻𝘂𝗮𝗿𝘆’𝟮𝟬𝟮𝟰
💢𝟭𝟮-𝟭𝟯-𝟭𝟰 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢19-20-21 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢26-27-28 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
🔹𝗙𝗲𝗯𝗿𝘂𝗮𝗿𝘆’𝟮𝟬𝟮4
💢02-𝟎3-𝟎4 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢𝟎𝟗-𝟏𝟎-𝟏𝟏 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢𝟭𝟲-𝟭𝟕-𝟭𝟴 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢23-24-25 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
🔹𝗠𝗮𝗿𝗰𝗵’𝟮𝟬𝟮𝟰
💢𝟎𝟏-𝟎𝟐-𝟎𝟑 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢𝟬𝟴-𝟎𝟗-𝟭𝟬 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
🛑আরো অন্যান্য তারিখসমূহ অনুগ্রহ করে ফোনে জেনে নিতে পারেন।
🔳 ট্যুরের সময়সূচি: ২ রাত ৩ দিন (জাহাজে)
🔷 ১ম দিন:
নির্ধারিত দিনে খুলনার বাস কাউন্টার/ট্র্রেন স্টেশন থেকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে জাহাজে নিয়ে আসবে। অত:পর আপনার রুমে চেকইন। ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। জাহাজ মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা ব্রীজ, খুলনা শীপ ইর্য়াড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে। দুপুর ১ টার মধ্যে আমরা চাঁদপাই ফরেস্ট অফিস পৌঁছাবো। অত:পর ২/৩ টার মধ্যে হারবাড়িয়া/আন্দারমানিক পৌছে এ ইকো ট্যুরিজম সেন্টার ভ্রমণ। এরপর বনের ভিতর দিয়ে ছোট ছোট ক্যানেল পার হয়ে কটকা অভয়ারণ্যের উদ্দেশ্যে রওনা হয়ে আনুমানিক রাত ৯/১০ টায় পৌছানো এবং রাতে জাহাজে অবস্থান।
🔷২য় দিন:
ভোরে কান্ট্রি বোটে করে কটকার আশেপাশে ক্যানেল ক্রুজিং। তারপর ওয়াচ টাওয়ার হয়ে জামতলা হয়ে গহীন বনের মধ্যে দিয়ে পায়ে হেটে অভয়ারণ্য, সী-বিচ ভ্রমণ। ফিরে এসে ব্রেকফাস্ট করে কটকা শরণখোলা অভয়ারণ্য কেন্দ্র পরিদর্শন। যেখানে প্রচুর হরিন দেখা যায়, সেখান থেকে ঘুরে আমরা জাহাজে ফিরবো এবং কচিখালীর উদ্দেশে রওনা হবো। ছোট ক্যানেল দিয়ে জঙ্গলের কোল ঘেষে জাহাজ এগিয়ে চলবে- এ দৃশ্য অসাধারণ।
এরপর ডিমেরচর ভ্রমণ ও সমূদ্র স্নান। দুপুরের পর কচিখালী অভয়ারণ্য ভ্রমণ ও রোমাঞ্চকর অনুভূতি অর্জন করে অথবা হিরনপয়েন্ট ও দুবৱার চরে ভ্রমণ শেষে সূর্যাস্তের পরে শীপে এসে বার-বি-কিউ ডিনার করে জাহাজে রাত্রি যাপন।
🔷৩য় দিন :
সকালের নাস্তা খেয়ে করমজল ইকো ট্যুরিজম সেন্টার পরিদর্শন। সকাল ১০টায় করমজলে কুমিরের প্রজননকেন্দ্র দেখে দুপুরের দিকে খুলনার উদ্দেশ্যে রওনা। বিকালে/সন্ধ্য়ায় খুলনা পৌছে আনুমানিক ৪/৫ টায়।
🔺ফুড মেন্যু জানতে আমাদেরকে ফোন করুন , হোয়াটসঅ্যাপ/মেইলে বিস্তারিত অবহিত করা হবে।
🔹বুকিং ফোন:
📞+8801720331144
🔺নিরাপত্তাঃ
বনবিভাগ থেকে থাকবে সার্বক্ষনিক আর্মসসহ দুজন নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VHF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।
🔺রয়েছে উন্নত আইনশৃংখলা ব্যবস্থা।
🔺 #সাইটসিইং
🛑হাড়বাড়িয়া / আন্ধারমানিক
🛑কটকা অভয়ারণ্য কেন্দ্র
🛑জামতলা সী-বীচ
🛑করমজল
🛑ক্যানেল ক্রুজিং
🛑কটকা সীবিচ
🛑কচিখালী/ হিরনপয়েন্ট অভয়ারণ্য কেন্দ্র
🛑ডিমেরচর/ দুবলার চর
🔺প্রসঙ্গত:
🔹বুকিং এর আগে ফোন করে বিস্তারিত জেনে নিন অনুগ্রহ করে।
🔹বুকিং মানি জমা দেবার আগে আপনার জন্য নির্ধারিত রুম সম্পর্কে নিশ্চিত হোন, ছবিসহ তথ্য সংগ্রহ করুন অত:পর টাকা জমা দিন ও আপনার ‘রশিদ’ সংগ্রহ করুন।
🔹দেশের ভেতরে অন্যান্য পর্যটন কেন্দ্রে ভ্রমণের তুলনায় সুন্দরবন ভ্রমণ খরচ একটু বেশি হয়। এর অনেকগুলি কারণ আছে। অতিথি এ বিষয়ে প্রশ্ন করলে অবশ্যই আমরা উত্তর দেব।
🔹বুকিং যেভাবে দিতে পারবেন...
📞হোয়াটসঅ্যাপ: 01720331144 এই নম্বরসমূহে ফোন করে আপনার প্রাথমিক বুকিং নিশ্চিত করতে পারেন। এরপর আমাদের অফিস পরিদর্শন করে সবকিছু বিস্তারিত জেনে ভালো লাগলে বুকিং কনফার্ম করতে পারেন। তবে অফিসে আসতে না চাইলে ওভারফোনে কথা বলেও বুকিং করতে পারবেন।
❐ বুকিং মানি ৫০% অফিসে নগদ, ব্যাংক একাউন্টে এর মাধ্যমে দিতে পারবেন। বুকিং এর সময় ট্যুরের বিস্তারিত কোম্পানীর পক্ষ থেকে আপনাকে লিখিতভাবে দেয়া হবে এবং এর একটি কপি আমাদের কাছেও থাকবে।
❐ অতিথিদের যৌক্তিক যে কোন প্রশ্নের উত্তর দিতে আমরা সাধ্যমত চেষ্টা করবো। ভালো লাগলে বুকিং কনফার্ম করুন। সেক্ষেত্রে ব্যাংক একাউন্ট, বিকাশ অথবা রকেট একাউন্টে টাকা জমা দিয়ে আমাদেরকে ফোনে জানিয়ে দিলেই হবে।
❐ ব্যাংক একাউন্ট বা বিকাশ, রকেট একাউন্টে টাকা পাঠালে- টাকা পাঠানো মাত্রই ফোন করে জেনে নিন ও মেসেজের মাধ্যমে জমা নিশ্চিত হয়ে তথ্য সংরক্ষণ করুন।
❐ ব্যাংকিং মাধ্যমে টাকা পাঠিয়ে বুকিং করলে ব্যাংক স্লিপ জমা দিতে হবে এবং টাকা পাঠানোর সময়েই ফোন করে বুকিং কনফার্ম করতে হবে।
❐ ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এ আমাদের একাউন্ট রয়েছে। আপনার জন্য সুবিধাজনক ব্যাংকের একাউন্ট নাম্বার কল করে জেনে নিতে পারেন। এ ছাড়াও বিকাশ/রকেট/নগদ একাউন্ট রয়েছে। তবে আমরা অনুরোধ করবো– সবকিছু বুঝে, ট্যুরের বিস্তারিত এবং উল্লেখিত টাকার মধ্যে কী কী রয়েছে তা লিখিতভাবে নিয়ে তারপর বুকিং চূড়ান্ত করতে। যাতে কারো মধ্যেই কোন গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে আপনার ভ্রমণের আনন্দ এবং আমাদের সুনাম দুটিই নষ্ট হতে পারে। যা আমরা কেউই চাইনা।
Sundarban Tours BD
4 No BIWTA launch Ghat, Khulna
𝐏𝐡𝐨𝐧𝐞:
📞+𝟖𝟖𝟎1720331144

ছুটির দিনগুলোকে করে রাখুন স্মরণীয়। জলদি আপনার প্যকেজ এবং যেকোন কর্পোরেট বুকিং এর জন্য কল করুন।👇Hotline - 01720-331144🛳ড...
12/12/2023

ছুটির দিনগুলোকে করে রাখুন স্মরণীয়।
জলদি আপনার প্যকেজ এবং যেকোন কর্পোরেট বুকিং এর জন্য কল করুন।👇
Hotline - 01720-331144
🛳ডিসেম্বর: ১৫-১৬-১৭ (খুলনা সুন্দরবন খুলনা)
🛳ডিসেম্বর: ২২-২৩-২৪ (খুলনা সুন্দরবন খুলনা)
🛳ডিসেম্বর: ২৯-৩০-৩১ জানুয়ারি (খুলনা সুন্দরবন খুলনা)
বাংলাদেশের সব থেকে বিলাশবহুল জাহাজে ভ্রমন করে ঘুরে আসুন পৃথিবীর সব থেকে বড় ❤️ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন থেকে ❤️। আপনাদের ব্যপক আগ্রহের কারনে আমরা আরো প্যাকেজ সাজিয়েছি এবং "আমরা খুব শীঘ্রই আরো একটি নতুন জাহাজ নিয়ে হাজির হচ্ছি লাক্সারি ভ্রমণ পিপাসুদের জন্য" নাম:"এম ভি আলাস্কা"। তাই দেরি করলেই মিস করবেন আপনার রুম।
৩দিন ২ রাত, থাকবেন ৫স্টার মানের MV THE ALASKA ক্রুজ শিপে, সাথে সুইমিং পুল, বাফেট খাবার, লাইভ BBQ ডিনার, ইনডোর গেম সহ আরো অনেক কিছু। দেখবেন এবং জানবেন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন।
এখানে আপনি পাবেন এক সাথে চারটি সৌন্দর্য।
১) নৌ বিহার।
২) ওয়াইল্ড লাইফ।
৩) প্রকৃতি।
৪) সাগর।
বাংলাদেশের আর কোথাও নৌযানে করে তিনদিন ভ্রমনের সুযোগ নাই একমাত্র সুন্দরবন ছাড়া, আপনি এখানে নৌ বিহার, প্রকৃতি, ওয়াইল্ড লাইফ, সমুদ্র সব একসাথে পাচ্ছেন। এই সময় খুব কাছে থেকে বন্যপ্রানী দেখার এক অপূর্ব সুযোগ পাওয়া যায়। এমন কি এই সময় পৃথিবী বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারও দেখা যাবার সম্ভবনা খুব বেশী।
এই সময় সমুদ্রকে পাবেন আপনার মনের মত করে।
আর হ্যাঁ সুন্দরবনে আপনাদের জন্য বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে বার-বি-কিউ নাইট।
আরও সাথে থাকছে অভিজ্ঞ গাইড।
ভ্রমনের সময়: ৩ দিন ২ রাত
(খুলনা -সুন্দরবন -খুলনা)
আমাদের ভ্রমনের স্থানঃ
১ঃ হারবাড়িয়া/ আন্দার মানিক।
২ঃ কটকা জামতলা সী বিচ।
৩ঃ কটকা অফিস।
৪ঃ কচিখালি।
৫ঃ ডিমের চর।
৬ঃ করমজল।
★১ম দিন :
নির্ধারিত দিনে ঢাকা থেকে খুলনাগামী বাসে/ট্রেনে করে খুলনা শহরের রয়েল মোড়/রেল স্টেশন থেকে অটোরিক্সাতে করে ৫ মিনিটে জেলখানা ঘাটে সকাল ৭ টার মধ্যে পৌঁছানো। আপনাকে আমাদের ট্যুর গাইড রিসিভ করে ট্রলারে শীপে নিয়ে আসবে। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। জাহাজ মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা ব্রীজ, খুলনা শীপ ইর্য়াড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে। দুপুর ১ টা থেকে ২:৩০ মিনিটের মধ্যে আমরা চাঁদপাই ফরেস্ট অফিস পৌছাবো। বন বিভাগের অনুমোদনপত্র ও গার্ড নিয়ে বিকাল ৩:৩০- ৪ টার মধ্যে হাড়বাড়িয়ায় পৌছানো যেখানে বন বিভাগের ইকো ট্যুরিজম স্পট দেখতে পাওয়া যাবে। এরপর বনের ভিতর দিয়ে ছোট ছোট ক্যানেল পার হয়ে কটকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১ টায় পৌছানো এবং রাতে জাহাজে অবস্থান।
★★২য় দিন :
ভোরে ট্রলারে করে কটকার আশেপাশে ক্যানেল ক্রুজিং। প্রাকৃতিক সৌন্দর্যকে গভীরভাবে উপলব্দি করার জন্যে ট্রলার বন্ধ করে বিভিন্ন প্রকার প্রানী যেমন হরিন,মাছরাঙা, বানর, বনমোরগ, হরিণ, বন্য শূকর এবং বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলী সাথে ওয়াচ টাওয়ার উপভোগ করা হবে। ব্রেকফাস্ট করে কটকার অফিস পার নামবো ভাগ্য সুপ্রসন্ন হলে সেখানে প্রচুর হরিন দেখা পেতে পারি, সেখান থেকে ঘুরে আমরা লঞ্চে ফিরবো,
লাঞ্চ করে আমরা কচিখালীর দিকে রওনা করবো পূর্বে ডিমের চর ( যদি আবওহা অনুকূল থাকে ডিমের চরে যাবো) ও বিকাল ৪ টায় ভয়ংকর কিন্তু সুন্দর কচিখালীতে ঘুরাঘুরি করে বিকাল নাগাদ ট্যুরিষ্ট শীপে চলে আসব। রাতে বার-বি-কিউ ডিনার করে জাহাজে রাত্রি যাপন।
★★৩য় দিন :
সকালের নাস্তা খেয়ে করমজল ইকো ট্যুরিজম স্পট পরিদর্শন। সকালে ১০ টায় করমজলে নেমে প্রচুর বানর, হরিন, কুমিরের প্রজননকেন্দ্র দেখতে পাওয়া যাবে। দুপুরের দিকে খুলনার উদ্দেশ্যে রওনা। আনুমানিক রাত ৫/৬ টা নাগাদ খুলনা আসা এবং রাতের বাসে/ ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়া হবে।
জোয়ার ভাটার কারনে ২/৩ ঘন্টা সময় ব্যবধান হতে পারে।
🟢জন প্রতি খরচ ১৬,০০০/- থেকে ২২,০০০/- টাকা।
আপনার রুম বুক করতে এবং বিস্তারিত জানতে কল করুন:
Mob: 01720-331144
Mob: +8801680331144

বিক্রির পর ভ্যানে করে আড়তে লিচু নিয়ে যাচ্ছেন ব্যাপারীরা I
30/05/2022

বিক্রির পর ভ্যানে করে আড়তে লিচু নিয়ে যাচ্ছেন ব্যাপারীরা I

এমভি বে-ওয়ান ক্রুজ ফেব্রুয়ারী মাসের নিয়মিত শিডিউলের পাশাপাশি একুশে_ফেব্রুয়ারি  উপলক্ষে ২০-ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে রাত ...
03/02/2022

এমভি বে-ওয়ান ক্রুজ ফেব্রুয়ারী মাসের নিয়মিত শিডিউলের পাশাপাশি একুশে_ফেব্রুয়ারি উপলক্ষে ২০-ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে রাত ১০ঃ০০ ঘটিকায় সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
২২-এ ফেব্রুয়ারী সকাল ১০ঃ০০ ঘটিকায় সেন্টমার্টিন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ফিরে আসবে।

03/02/2022

The state-of-the-art cruise ship MV Bay One has been added to the St. Martin route from Chittagong. Presidential suites, cabins, general seats all in all, th...

02/02/2022

Beast resort in saint martin, Beach site resort saint martin, sea beach resort saintmartinVisit our website✔️ http://www.everesttoursbd.comPlease Subscribe t...

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পহেলা ফেব্রুয়ারী  থেকে ০৭-এ ফেব্রুয়ারী পর্যন্ত কর্ণvফুলী এক্সপ্রেস-এ জেনারেল সিট এবং ক...
01/02/2022

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পহেলা ফেব্রুয়ারী থেকে ০৭-এ ফেব্রুয়ারী পর্যন্ত কর্ণvফুলী এক্সপ্রেস-এ জেনারেল সিট এবং কেবিন/রুমে ১০% স্পেশাল ডিসকাউন্ট চলমান থাকবে। এ আকর্ষণীয় অফার দিয়ে এসময় ও পরবর্তী সময়ের টিকেট বুকিং দিতে পারবেন।

Special Discounts for M V Bay One Ship Chittagong - Saint Martin - Chittagong for Booking 01720331144
01/02/2022

Special Discounts for M V Bay One Ship Chittagong - Saint Martin - Chittagong for Booking 01720331144

Upcoming Schedule Of Bay One Cruise Ship February 2022
31/01/2022

Upcoming Schedule Of Bay One Cruise Ship February 2022

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ৩১জানুয়ারি থেকে ২১-এ ফেব্রুয়ারি পর্যন্ত বে-ওয়ানের  সকল কেবিনে/ রুমে এ আকর্ষণীয় ...
31/01/2022

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ৩১জানুয়ারি থেকে ২১-এ ফেব্রুয়ারি পর্যন্ত বে-ওয়ানের সকল কেবিনে/ রুমে এ আকর্ষণীয় নতুন প্রমোশনাল অফার দিয়ে এসময় ও পরবর্তী সময়ের কেবিন/রুম-এর টিকেট বুকিং করতে পারবেন।

Way Price List
1) The Emperors Cabin=Regular price- 60,000/-
New Offer Price- 40,000.
2) Vvip Cabin= Regular Price-60,000/-
New Offer Price -40,000/-
3) Vvip Presidential Plus =Regular Price-60,000/-
New Offer price - 40,000/-
4) Royal Cabin =Regular Price -55,000/-
New Offer price - 35,000/-
5) Vvip Presidential =Regular Price -40,000/-
New Offer price- 33,000/-
6) Family Bunker Cabin=Regular Price- 60,000/-
New Offer price 30,000/-

Way Price List
1) The Emperors Cabin=Regular Price -35,000/-
New Offer Price- 24,000/-
2) Vvip Cabin=Regular Price- 35,000/-
New Offer price - 24,000/-
3) Vvip Presidential Plus =Regular Price-35,000/-
New Offer Price- 24,000/-
4) Royal Cabin =Regular Price-33,000/-
New Offer price - 20,000/-
5) Vvip Presidential =Regular Price-24,000/-
New Offer price - 18,000/-
6) Family Bunker Cabin=Regular Price- 35,000/-
New Offer price - 16,000/-

সম্মানিত যাত্রী সাধারণ,জোয়ার-ভাটা জনিত কারণে কর্ণফুলী এক্সপ্রেস-এর পরিবর্তিত সময়সূচি।আগামী ২৭/০১/২২এ সকাল ০৬ঃ৩০ ঘটিকায় ক...
26/01/2022

সম্মানিত যাত্রী সাধারণ,
জোয়ার-ভাটা জনিত কারণে কর্ণফুলী এক্সপ্রেস-এর পরিবর্তিত সময়সূচি।আগামী ২৭/০১/২২এ সকাল ০৬ঃ৩০ ঘটিকায় কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

সেন্টমার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ফিরে আসবে বিকাল ০৩ঃ০০ ঘটিকায়।
ধন্যবাদ*

Advance Ticket Booking Number 01720331144

Address

4 BIWTA Lonch Ghat, Khulna Division
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when M V Alaska Cruise Sundarban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M V Alaska Cruise Sundarban:

Share


Other Khulna travel agencies

Show All