Travelers Link bd

Travelers Link bd Travelers link bd is the largest local tourism marketplace in Bangladesh. You can find community-based authentic tours here.
(14)

সুন্দরবন ভ্রমণের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ট্রাভেলার্স লিংক বিডি সঙ্গে ভ্রমণ করুন খুলনা-সুন্দরবন-খুলনা। আমাদের রয়েছে ৮ বছরের ও ২০০+ ভ্রমন পরিচালনা করার অভিজ্ঞতা। আমরা আপনার প্রতিষ্ঠান বা আপনার পরিবারের নিরাপদ ভ্রমণের সঙ্গী হতে আগ্রহী।

🐅 স্বল্প খরচে ঘুরে আসি সুন্দরবন🐅 01747-185605 ...🐅বাংলাদেশের একমাত্র ফিমেল ও ফ্যামিলি ফ্রেন্ডলি সুন্দরবন ভ্রমনের বিশ্বস্...
16/11/2024

🐅 স্বল্প খরচে ঘুরে আসি সুন্দরবন🐅

01747-185605

...🐅

বাংলাদেশের একমাত্র ফিমেল ও ফ্যামিলি ফ্রেন্ডলি সুন্দরবন ভ্রমনের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ভ্রমন সঙ্গী Travelers Link bd এর সঙ্গে হোক আপনার সুন্দরবন ভ্রমনের রোমাঞ্চকর অভিজ্ঞতা। শহুরে জীবনের ধুলোময়লা ঝেড়ে ঝেড়ে ফেলে চলুন না ঘুরে আসি সুন্দরবন।

#সুন্দরবন_ভ্রমণ🐅 আমাদের রয়েছে এসি ও নন এসি জাহাজে দীর্ঘ ৯ বছরের ভ্রমন পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন লোকাল গাইড। যা আপনার ভ্রমনকে আরও বেশি প্রানবন্ত করবে। কারণ একজন দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন গাইড ছাড়া সুন্দরবন ভ্রমন করা আর না করা সমান কথা।

🌿 সুন্দরবনে রকমারী স্বাস্থ্যসম্মত খাবার, আরামদায়ক নৌ ভ্রমণ ও প্রকৃতি উপভোগ ও উন্মুক্ত বন্য প্রাণী দেখা এবং সমূদ্র দর্শনের আমন্ত্রণ জানাচ্ছি
#আমাদের প্যাকেজ সমূহ:
🌱গ্রুপ ট্যুর
🌱কর্পোরেট ট্যুর
🌱ফ্যামিলি ট্যুর
🌱স্টুডেন্ট ট্যুর
🍀 প্যাকেজ ট্যুর

এর ক্ষেত্রে থাকবে সর্বচ্চ ছাড়।
#সুন্দরবন ট্যুরে আমাদের সাথে উপভোগ করতে পারবেন সবুজ প্রকৃতি🌳, সমুদ্র দেখা, উম্মুক্ত বন্যপ্রাণী 🐊🐢🐈🐅🐾🐍🦅🦉

#খুলনা_সুন্দরবন_খুলনা #খুলনা_সুন্দরবন_মংলা
৩ দিন ২ রাতের ট্যুর প্যাকেজ এর তারিখ সমূহঃ

#প্রতি সপ্তাহের
শুক্র শনি রবি এবং
সোম মঙ্গল বুধ
আমাদের প্যাকেজ থাকে এছাড়া ডিসেম্বর ও জানুয়ারী মাসে আমাদের রয়েছে কিছিু স্পেশাল প্যাকেজ।

#এছাড়াও আপনারা চাইলে সপ্তাহের যেকোনো দিন আপনাদের সুযোগ অনুযায়ী কাস্টমাইজ কপরে সুন্দরবন ট্যুরের প্যাকেজ সাজাতে পারেন।

#ভ্রমণ_স্পট :
🛑▪হাড়বাড়িয়া /আন্দারমানিক🐅
🛑▪জামতলা সী-বীচ🐅
🛑▪কটকা অফিস পাড় 🐅
🛑▪টাইগার পয়েন্ট 🐅
🛑▪কচিখালি/হিরন পয়েন্ট 🐅
🛑▪করমজল 🐅
🛑▪ডিমের চর/ দুবলার চর 🐅

#খাবার: প্রতিদিন ৫ বেলা স্নাক্স সহ ডবল মেনুর খাবার থাকবে। চা এবং কফির ব্যাবস্থা থাকবে পর্যাপ্ত।

িন:
সকাল ৭:৩০ খুলনা জেলখানা ঘাট থকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে। রুপসা এবং পশুর নদী ধরে খুলনা শিপইয়ার্ড,রুপসা ব্রিজ,রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মংলা বন্দর পাশে রেখে আমাদের শীপ চলবে হাড়বাড়িয়া বা আন্ধার মানিকের উদ্দেশ্যে।

দুপুরের খাবার খেয়ে নামবো "হাড়বাড়িয়া বা আন্ধার মানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি পানির পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়ের ছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে।প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে নবনির্মিত ওয়াচ টাওয়ার এ বিশ্রাম নিয়ে শীপে ফিরে আসবো। শীপে ফিরে বিকালের নাস্তা খাবো।

শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যে।

িন:
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের জামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান।

এরপর কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে।
এরপর ফিরবো শীপে৷ সকালের নাস্তা করতে করতে শীপ যাবে হিরণ পয়েন্ট বা "কচিখালির" উদ্দেশ্যে।

হিরণ পয়েন্ট বা "কচিখালিতে" গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এখানকে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে। শীপে করে যাবো দুবলার চর বা ডিমের চর
মনরম সুন্দর সী বীচে থাকবো সন্ধা পর্যন্ত। তারপর ফিরবো শীপে। শীপ চলবে করমজলের উদ্দেশ্যে।

িনঃ
করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনা/মংলার উদ্দেশ্যে যাত্রা করবো।

#প্যাকেজ খরচ
নন এসি প্যাকেজ -৮৫০০ টাকা থেকে শুরু
এসি প্যাকেজ -১৩৫০০ টাকা থেকে শুরু

#নিরাপত্তা: 🐅
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VHF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

#সুন্দরবন_ভ্রমণের_করনীয় :🐅
🌿উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌿কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌿পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌿এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।

আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

#শিশু_পলিসি :
🌱১-০৩ বছরের বাচ্চাদের জন্য চার্জ প্রযোজ্য নয় ( খাবার মা - বাবার সাথে শেয়ারিং)।
🌱০৩-০৭ বছরের বাচ্চাদের জন্য এডাল্টের ৫০% চার্জ প্রযোজ্য (খাবার, পারমিশন ও মা - বাবার সাথে বেড শেয়ারিং)।

:
☎️ 01747-185605
☎️ +8801711650831


#সুন্দরবন #সুন্দরবন_ভ্রমণ

14/11/2024

সুন্দরবনের হিরনপয়েন্ট কেওড়া শুঠিতে শুকনো যায়গায় কিভাবে মাছ ধরলাম দেখুন

12/11/2024

Dublarchor
Sundarbans

12/11/2024

সুন্দরবন ভ্রমন সম্পর্কে জানতে
+8801747185605

শেখেরটেকে ৪০০ বছরের পুরানো কালী  মন্দির সংস্কার কাজের শ্রমিকরা ৪০০ বছরের পুরানো ডিজাইন তৈরি করার কাজে ব্যাস্ত
11/11/2024

শেখেরটেকে ৪০০ বছরের পুরানো কালী মন্দির সংস্কার কাজের শ্রমিকরা ৪০০ বছরের পুরানো ডিজাইন তৈরি করার কাজে ব্যাস্ত

09/11/2024

আপনি কি সুন্দরবন ভ্রমণে আগ্রহী
আপনার সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত আমরা।
আমাদের সঙ্গে যোগাযোগ করুন
+8801711650831,01747185605

09/11/2024

শেখেরটেক কালী মন্দির

08/11/2024

সুন্দরবন ভ্রমণের আগে অবশ্যই ভিডিওটা ভালো ভাবে দেখে নিবেন।

08/11/2024

হিরনপয়েন্ট, সুন্দরবন
আসলে কি ইচ্ছে থাকলেও যাওয়া যায়?

08/11/2024

ছুটিতে সুন্দরবন ভ্রমন
না ছুটি নিয়ে সুন্দরবন ভ্রমণ?

07/11/2024
07/11/2024

কালাবগি ইকো টুরিজম কেন্দ্র

06/11/2024

Our Honorable Guest comments

আলহামদুলিল্লাহ ডেনমার্কের দুইজন নাগরিক নিয়ে ৩ দিন ২ রাতের ভ্রমণ শেষ করে খুলনার  পথে
06/11/2024

আলহামদুলিল্লাহ ডেনমার্কের দুইজন নাগরিক নিয়ে ৩ দিন ২ রাতের ভ্রমণ শেষ করে খুলনার পথে

06/11/2024

ডেনমার্কের দুইজন পর্যটক নিয়ে সফল সুন্দরবন ভ্রমণ শেষে, খুলনার উদ্দেশ্য

06/11/2024

হিরনপয়েন্ট

06/11/2024

হিরনপয়েন্ট থেকে

Address

চন্দ্রা সুপার মার্কেট, বিশ্বরোড মোড়, রুপসা সেতু বাইপাস সড়ক, লবনচোরা, খুলনা
Khulna
9200

Telephone

+8801747185605

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travelers Link bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travelers Link bd:

Videos

Share

Category