হজ্জ পরবর্তী উমরাহর বুকিং চলছে🕋
✈️ ফ্লাইট সময় : ২০-২৫ জুলাইয়ের মধ্যে
🔸 ১৪ দিনের প্যাকেজ :
ডাইরেক্ট বিমান :১,৪০,০০০/=
ট্রানজিট বিমান: ১,৩০,০০০/=
(ব্যক্তিগত খরচ ছাড়া সব থাকবে)
🔸 ৮৫ দিনের জন্য (টিকেট ও ভিসা)
রিয়াদ ও দাম্মাম :১,২০,০০০/=(পরিবর্তনশীল)
জেদ্দার জন্য :১,২৫,০০০/=(পরিবর্তনশীল)
মদিনার জন্য : ১,২৫,০০০/=(পরিবর্তনশীল)
(ফিরার সময় ডাবল লাগিজ)
🔸অতএব, আপনি বা আপনার পরিবারের কেউ কি সহি শুদ্ধ ও মান সম্মত ব্যবস্হাপনায় উমরাহ আদায় করতে চায়?
তাহলে, আহনাফ হজ্জ-ওমরা কাফেলা আছে আপনাদের সাথে। আমাদের রয়েছে নিজস্ব মুয়াল্লিম ও সার্বিক সহযোগিতার জন্য সাপোর্ট টিম।
✅ ১৪ দিনের প্যাকেজে যা যা থাকছে:
★ আপ-ডাউন টিকেট।
★ ভিসা।
★ মান সম্মত ৩* মানের হোটেল
(হারাম শরিফ থেকে ৮/১০ মিনিট দূরত্ব।)
★ অল ট্রান্সপোর্ট
★ জিয়ারাহ ( মক্কা ও মদিনা শরিফের দর্শনীয় স্থানগুলো নিজস্ব গাড়িতে করে দেখানো।
★ ৩ বে
♦️পবিত্র রমজান মাসের ওমরা বুকিং চলছে🕋✈️
👉আমাদের কাফেলার সাথে একটি সুন্দর আমলি সফর করার জন্য যোগাযোগ করতে পারুন।
📌যোগাযোগ এর ঠিকানা: মাও. হুমায়ূন কবীর
নদীরবাধ,জালালপুর রোড,কটিয়াদী,কিশোরগঞ্জ।
☎️BD: 01797400280
☎️SAUDI: 0570714051
বি.দ্র: আমাদের পেইজে গত নভেম্বর ও জানুয়ারি ওমরা কাফেলার হাজীদের রিভিও আছে।তাদের মতামত শুনে,তাদের সাথে সরাসরি কথা বলে,আমাদের সকল সার্ভিস সম্পর্কে জেনে বুকিং দিতে পারুন ইনশাআল্লাহ।
🕋 রমজান মাসের শুরুতে ওমরা প্যাকেজ🕋
📌যা যা থাকছে আমাদের এই প্যাকেজে:
✈যাওয়া-আসা বিমান টিকিট।
📗৯০ দিন মেয়াদী ওমরা ভিসা ও হেলথ ইনসুরেন্স।
🏢মক্কা-মদিনার নিকটতম দূরত্বে থাকার হোটেল।
📌পায়ে হেটে ৬-৮ মিনিটের দূরত্বে হোটেল হবে।
🍲রোজার আগে ৩ বেলা করে ও রোজায় সাহরী ইফতারে দেশি উন্নত মানের খাবার।
🚌 মক্কা-মদিনার নিকটতম দর্শনীয় স্থান যিয়ারা।
❣️আমানতদার,দায়িত্বশীল ও অভিজ্ঞ মুয়াল্লিম।
🔷উল্লেখ্য:
📌রমজানের ২-৩ দিন আগে যাওয়া,তারপর ১২ রমজানে দেশে আসা ইনশাআল্লাহ।
♦️মক্কায় ১ জুমা,মদিনা ১ জুমা হবে ইনশাআল্লাহ।
♦️১৪-১৫ দিনের প্যাকেজ।
♦️মক্কা-মদিনার হোটেলে এক রুমে ৪-৫ জন করে থাকবে।ব্যক্তিগত ভাবে এক রুমে ২-৩ জন থাকতে চাইলে আলাদা খরচ দিতে হবে।
♦️বুকিং এর জন্য মেইন পাসপোর্ট ও ৫০ হাজার টাকা জমা দিতে হবে এবং ফ্লাইটের ১০ দিন পূর্বে বাকি সকল টাকা পরিশোধ করতে হবে।
☎️যোগাযো
ফজরের মামাজ🕋
মক্কা-মুকাররমা🕋
জানুয়ারি ওমর কাফেলা🕋
📌আসা যাওয়ার এই ধারাবাহিকতা থাকবে কিয়ামত পর্যন্ত 🕋
আল্লাহ তায়ালা সবাইকে বায়তুল্লাহ তাওয়াফ করার তাওফিক দান করুন 🤲
#গারস_কুপ
#হাজীদেরকে_নিয়ে_মদিনার_ঐতিহাসিক_স্থানপরিদর্শন
#মদিনা_যিয়ারাহ
#নভেম্বর_ওমরা_সফর
আলহামদুলিল্লাহ❣️🕋
একদিকে দুনিয়ায় সবচেয়ে মর্যাদাপূর্ন স্থান আর অন্যদিক তাহাজ্জুদের সময়।এ যেন আল্লাহর এক অসীম কৃপা❤️
আল্লাহ বড়ই দয়াশীল ❤️
#রিয়াদুল_জান্নাত
🕋আজকে আমরা হাজীদের নিয়ে #মসজিদে_কুবা পরিদর্শন ও নামাজ আদায় করেছি।
📌মসজিদে কুবায় নামাজ আদায়ে অত্যাধিক ফজিলত রয়েছে। মসজিদে কুবায় নামাজের ফজিলতের কথা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। যেমন- হযরত ইবনে উমর রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অশ্বারোহণ করে কিংবা হেঁটে মসজিদে কুবায় আগমন করতেন এবং দুই রাকাত নামাজ আদায় করতেন। অন্য এক হাদিসে রয়েছে, প্রতি শনিবারে রাসুল সা. কুবায় আগমন করতেন। (বুখারি-মুসলিম)।
💥আরেক হাদিসে বর্ণিত আছে, মসজিদে কুবায় নামাজ আদায় করার সওয়াব একটি ওমরাহর সমপরিমাণ। (তিরমিজি) রাসুল সা. আরো ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের ঘরে ভালোভাবে পবিত্রতা অর্জন করে (সুন্নাত মোতাবেক অজু করে) মসজিদে কুবায় আগমন করে নামাজ আদায় করে তাকে একটি ওমরাহর সমপরিমাণ সওয়াব দান করা হবে। (ইবনে মাজাহ) তাই তো রাসুল সা. এর যুগ থেকেই প্রতি শনিবার মসজিদে কুবায় ন
আলহামদুলিল্লাহ🕋
নভেম্বর এর সকল ওমরা যাত্রীদের নিয়ে একসাথে বিমানে আসন গ্রহন করেছি।সকলের কাছে দোয়ার দরখাস্ত🤲