আহনাফ হজ্জ-ওমরা সার্ভিস

আহনাফ হজ্জ-ওমরা সার্ভিস Assalamu Alaikum. Our main aim is to earn the pleasure of Allah by serving the guests of Allah S.W.

10/12/2023

🕋আপনি কি জানুয়ারি-২০২৪ সালে ওমরা করতে চান?

👉তাহলে জানুয়ারি ১ম সপ্তাহে আমার সাথে ওমরায় যেতে পারেন ইনশাআল্লাহ।

👉আমাদের এই ওমরা প্যাকেজের সুবিধা সমূহ:

✈️ডাইরেক্ট বিমানে ফ্লাইট-Sv/Flynas/Biman

📗৯০ দিন মেয়াদী ওমরা ভিসা।

🕍মক্কা-মদিনায় ৫-৭ মিনিটের দূরত্বে উন্নত মানের হোটেল।

🥧মক্কা-মদিনায় ৩ বেলা বাংলাদেশী মানের খাবার।

🚌সকল ট্রান্সপোর্ট

🏔️মক্কা-মদিনার দর্শনীয় স্থান পরিদর্শন

✅ ২৪ ঘন্টা গাইড/মুয়াল্লিম সার্ভিস

📌ওমরা সংক্রান্ত যে কোন তথ্য জানতে কল করুন।

👉হুমায়ূন কবীর
☎️01797400280
☎️01636434335

10/12/2023
09/12/2023

🕋আলহামদুলিল্লাহ,ছুম্মা আলহামদুলিল্লাহ🕋
এবার হজ্জে থাকছে না বয়সের বিধিনিষেধ..

হজে মুসল্লিদের অংশগ্রহণ বাড়াতে এবার থাকছে না কোনো বিধিনিষেধ, উঠিয়ে দেওয়া হয়েছে বয়সসীমাও। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সৌদি আরবের হজ ও ওমরাবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ দেশটির রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, হজযাত্রীর সংখ্যা করোনা মহামারির আগের সময়ের মতো করা হবে। এতে কোনো বয়সসীমা থাকবে না।


তিনি আরও বলেন, করোনার কারণে হজযাত্রীদের বয়সসীমা ৬৫ বছরের নিচে সীমিত রেখেছি। বাধ্যতামূলক করা হয়েছিল করোনার টিকা ও নেগেটিভ সনদ। বর্তমানে সেগুলোর আর প্রয়োজন নেই। তাই এ বাধ্যবাধকতা উঠিয়ে নেয়া হয়েছে।

২০১৯ সালের হজে ২৫ লাখ মুসলমান অংশ নেন। পরের দুই বছর মহামারির কারণে হজযাত্রীর সংখ্যা কমানো হয়। ২০২২ সালের প্রায় ৯ লাখ হজযাত্রীর মধ্যে ৭ লাখ ৮০ হাজার ছিলেন সৌদি আরবের বাইরের দেশের।

এদিকে ২০২৪ সালে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমের কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটায় এক লাখ ১৭ হাজার জন। নিবন্ধনের জন্য হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ আগামী বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে।

সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে লাগবে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০, বিশেষ হজ প্যাকেজে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

আর বেসরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। প্রথম প্যাকেজের (সাধারণ) খরচ ধরা হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৮০০, দ্বিতীয় প্যাকেজের খরচ ধরা হয়েছে ৮ লাখ ২৮ হাজার ৮১৮ টাকা। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সালের পবিত্র হজ অনুষ্ঠিত হবে ১৬ জুন।

সূত্রঃ সময় নিউজ

07/12/2023

21 December
Full Umrah Package only 120000 tk
Air Arabia flight
Hotel,Food,Jiarah All available in this package

02/12/2023

#গারস_কুপ
#হাজীদেরকে_নিয়ে_মদিনার_ঐতিহাসিক_স্থানপরিদর্শন
#মদিনা_যিয়ারাহ
#নভেম্বর_ওমরা_সফর

🕋জানুয়ারি-২০২৪ এ... আমার সাথে ওমরায় যেতে চান? পেতে চান একটি ভালো সার্ভিস৷ ও আমলী সফর?তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করুন।পাসপ...
28/11/2023

🕋জানুয়ারি-২০২৪ এ...
আমার সাথে ওমরায় যেতে চান?
পেতে চান একটি ভালো সার্ভিস৷ ও আমলী সফর?
তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করুন।
পাসপোর্ট জমা দিয়ে আপনার আসন নিশ্চিত করুন।

28/11/2023

🕋কে কত বার ওমরায় গেল,
এটার উপর হাজীদের খেদমত নির্ভর করে না।

👉বরং ১ বার ওমরায় গিয়েও,
কোন মুয়াল্লিম হাজীদের প্রতি কতটা দায়িত্ব পালন করলো,
তাদেরকে কতটা সম্মান করলো,তাদের যে কোন প্রয়োজনে তাদের সাথে কেমন ব্যবহার করলো এটাই আসল বিষয়❣️

26/11/2023

🕋কি ধরণের ওমরা প্যাকেজ চান আপনি?
✅সব ধরণের ওমরা প্যাকেজ আছে।
👉১২০০০০ টাকা
👉১২৫০০০ টাকা
👉১৩৫০০০ টাকা
👉১৪০০০০ টাকা
👉১৬০০০০ টাকা
👉১৮৫০০০ টাকা
📌যেটাতে আপনার বাজেট মিলে,সেটার বিস্তারিত জানতে কল করুন।
☎️01797400280

হাফেজে কুরআন হতে পারলেই ওমরা পালনের সুযোগ 🕋বিস্তারিত................ ১ম কমেন্টে👉👉
24/11/2023

হাফেজে কুরআন হতে পারলেই ওমরা পালনের সুযোগ 🕋

বিস্তারিত................ ১ম কমেন্টে👉👉

22/11/2023

আলহামদুলিল্লাহ ❣️
সকল হাজীদের নিয়ে সুস্থ ও নিরাপদ ভাবে বাংলাদেশ এয়ারপোর্টে পৌছালাম।
মাত্র মাইক্রোতে উঠলাম বাড়ির উদ্দেশ্যে।
নিরাপদে গন্তব্যে পৌছার জন্য সকলের কাছে দোয়া চাই।

21/11/2023

বেশি সংখ্যক ওমরাহ করাটা তখনই ফলপ্রসূ হবে যদি আপনি ওমরাহর হক আদায় করতে পারেন। ওমরাহ করে যদি লাইফের কোনও পরিবর্তন না হয়, গোনাহ থেকে বাচার জন্য কার্যকর প্রচেষ্টা না করেন, তাহলে লাভবান হওয়া কঠিন।

কেউ জীবনে একবার ওমরাহ করেছে কিন্তু একটা ওমরাহ করার পর তাকওয়াপূর্ণ জীবন গঠন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রাণপণে। গোনাহমুক্ত জীবন গঠন করার চেষ্টা করছে- সে সফল হবে ইনশাআল্লাহ।
আর যদি ওমরা করার পরও আগের যাচ্ছেতাই জীবন থাকে, তবে ওমরা কোনো কার্যকর ভূমিকাই যেন তার জীবনে রাখল না। হতে পারে তার নিয়তে কোনো গড়মিল ছিল।

ওমরাহতে যাওয়ার জন্য গাইড হিসেবে নিছক সেলিব্রিটি নয়, আল্লাহওয়ালা কোনও বুজুর্গকে সিলেক্ট করুন৷ তার পিছু নিন৷ লাভবান হবেন।

ওমরাহ হোক আল্লাহর ঘরে হাজির হওয়ার জন্য ব্যাকুল হৃদয়ের আশেকানা ওমরাহ। গোনাহগার হিসেবে গেলেও ফিরে আসবেন আল্লাহওয়ালা হয়ে ইনশাআল্লাহ।

হোটেল, খাওয়াদাওয়া ও মার্কেটিং এর নেশা বাদ দিয়ে মসজিদুল হারামে পড়ে থাকুন দিনরাত। ইস্তেগফার করতে থাকুন।মদীনায় গিয়ে রওজার পাশে বসে তিলাওয়াত কর‍তে থাকুন। দুরুদ পেশ করতে থাকুন৷ অন্যান্য ইবাদাতে মগ্ন থাকুন।

আমাকে শ্রদ্ধা করেন ও ভালোবাসেন এমন দুজন ভাই আজ ওমরাহ করতে যাচ্ছেন। অনুরোধ করেছিলেন তাদের উদ্দেশ্যে কিছু লিখার জন্য । ফেসবুকেই লিখে দিলাম।

ওমরাহ অন্যান্য ভ্রমনের মত নিছক কোনো ট্যুর নয় ইবাদাত। এবং যারা যাচ্ছেন তারাও কোনো ট্যুরিস্ট নয় বরং তারা জুয়ুফুর রাহমান বা আল্লাহর মেহমান।

যারা ওমরাহ করতে যাচ্ছেন এবং আগামীতে যারা যাবেন, আপনাদের ওমরাহ হোক আল্লাহ ও রাসুলের ভালোবাসায় পরিপূর্ণ আশেকানা ওমরাহ। আল্লাহ কবুল করুন।।

(সাইমুম সাদী ভাইয়ের ওয়াল থেকে; ঈষৎ পরিমার্জিত)

🕋জুমার দিনের স্পেশাল আমল:✅সূরা কাহাফ তিলাওয়াত করা।✅বেশি বেশি দুরুদ শরীফ পড়া।✅সকাল সকাল জুমার নামাজে যাওয়া।✅হাতে পায়ের নখ...
17/11/2023

🕋জুমার দিনের স্পেশাল আমল:
✅সূরা কাহাফ তিলাওয়াত করা।
✅বেশি বেশি দুরুদ শরীফ পড়া।
✅সকাল সকাল জুমার নামাজে যাওয়া।
✅হাতে পায়ের নখ কাটা।
✅পরিষ্কার/সুন্দর/উত্তম জামা পরিধান করা।

16/11/2023

আলহামদুলিল্লাহ 🕋
আজকে আমাদের হাজীদেরকে নিয়ে মক্কার উল্লেখযোগ্য স্থানগুলো ঘুড়িয়ে দেখিয়েছি।

★মদিনা ছেড়ে পবিত্র কাবার পথে....🕋মদিনা মুনাওয়ারা ছেড়ে যেতে কারোর ই মন চায় না😥তবুও যে আমাদের পরিচয় “মুসাফির”সোনার মদিনা ছ...
13/11/2023

★মদিনা ছেড়ে পবিত্র কাবার পথে....🕋
মদিনা মুনাওয়ারা ছেড়ে যেতে কারোর ই মন চায় না😥
তবুও যে আমাদের পরিচয় “মুসাফির”
সোনার মদিনা ছেড়ে চলে যেতে হচ্ছে,এটা আমাদের জন্য অনেক কস্টের বিষয়।কিন্তু আল্লাহ তায়ালা যেন আমাদের বারবার এই সোনার মদিনায় আসার তাওফিক দেন সবাই সেই দোয়া করি।

13/11/2023

আজকে আমরা হাজীদের নিয়ে মদিনা ছেড়ে মক্কায় চলে যাবো,,,😥
এ যাওয়া-আসার ধারাবাহিকতা যেন আল্লাহ তায়ালা অব্যাহত রাখেন🤲

আলহামদুলিল্লাহ ❣️আমাদের পুরুষ হাজীগণ রিয়াদুল জান্নাতে নামাজ আদায়ের সৌভাগ্য অর্জন করেছে।
12/11/2023

আলহামদুলিল্লাহ ❣️
আমাদের পুরুষ হাজীগণ রিয়াদুল জান্নাতে নামাজ আদায়ের সৌভাগ্য অর্জন করেছে।

12/11/2023

আলহামদুলিল্লাহ❣️🕋
একদিকে দুনিয়ায় সবচেয়ে মর্যাদাপূর্ন স্থান আর অন্যদিক তাহাজ্জুদের সময়।এ যেন আল্লাহর এক অসীম কৃপা❤️
আল্লাহ বড়ই দয়াশীল ❤️
#রিয়াদুল_জান্নাত

আলহামদুলিল্লাহ❣️আজ আমরা হাজীদের নিয়ে মসজিদে কুবা ও বিরে গারস(গারস কুপ) পরিদর্শন করেছি ও (কুবা মসজিদে) সালাত আদায় করেছি।
11/11/2023

আলহামদুলিল্লাহ❣️
আজ আমরা হাজীদের নিয়ে মসজিদে কুবা ও বিরে গারস(গারস কুপ) পরিদর্শন করেছি ও (কুবা মসজিদে) সালাত আদায় করেছি।

11/11/2023

🕋আজকে আমরা হাজীদের নিয়ে #মসজিদে_কুবা পরিদর্শন ও নামাজ আদায় করেছি।

📌মসজিদে কুবায় নামাজ আদায়ে অত্যাধিক ফজিলত রয়েছে। মসজিদে কুবায় নামাজের ফজিলতের কথা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। যেমন- হযরত ইবনে উমর রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অশ্বারোহণ করে কিংবা হেঁটে মসজিদে কুবায় আগমন করতেন এবং দুই রাকাত নামাজ আদায় করতেন। অন্য এক হাদিসে রয়েছে, প্রতি শনিবারে রাসুল সা. কুবায় আগমন করতেন। (বুখারি-মুসলিম)।

💥আরেক হাদিসে বর্ণিত আছে, মসজিদে কুবায় নামাজ আদায় করার সওয়াব একটি ওমরাহর সমপরিমাণ। (তিরমিজি) রাসুল সা. আরো ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের ঘরে ভালোভাবে পবিত্রতা অর্জন করে (সুন্নাত মোতাবেক অজু করে) মসজিদে কুবায় আগমন করে নামাজ আদায় করে তাকে একটি ওমরাহর সমপরিমাণ সওয়াব দান করা হবে। (ইবনে মাজাহ) তাই তো রাসুল সা. এর যুগ থেকেই প্রতি শনিবার মসজিদে কুবায় নামাজ আদায় করার জন্য গমন করা মদিনাবাসীর অভ্যাসে পরিণত হয়েছিল। বর্তমানেও তাদের এই আমল অব্যাহত আছে।

 #হাজোদের_প্রতি_প্রবাসীদের_ভালোবাসা❤️আমাদের নভেম্বর এর ওমরা যাত্রীদের  কিছু ফল-ফলাদি কেনার জন্য মার্কেটে গিয়েছিলাম।কিন্ত...
10/11/2023

#হাজোদের_প্রতি_প্রবাসীদের_ভালোবাসা❤️
আমাদের নভেম্বর এর ওমরা যাত্রীদের কিছু ফল-ফলাদি কেনার জন্য মার্কেটে গিয়েছিলাম।কিন্তু প্রবাসীরা আমাকে কিছুই কিনতে দেয়নি।প্রায় ২০ কেজি ফল-ফলাদি কিনে তারা আল্লাহর ঘরের মেহমানদের মেহমানদারি করেছে।
এই প্রবাসীদের ভালোবাসায় সিক্ত হলো আমাদের হাজীদের মন🕋❤️আল্লাহ তায়ালা সকল প্রবাসীদের হেফাজত করুন এবং তাদের কামাই রুজিতে বরকত দান করুন🤲

10/11/2023

আমার সৌদি নাম্বার: +9660597029584
জরুরি প্রয়োজনে এটাতে কল করতে পারেন।

আলহামদুলিল্লাহ 🕋 আমাদের হাজীদের নিয়ে মসজিদে গামামা,আবু বকর সিদ্দিকও মসজিদে আলী রা: ঘুড়ে দেখালাম এবং নামাজ আদায় করলাম।
10/11/2023

আলহামদুলিল্লাহ 🕋
আমাদের হাজীদের নিয়ে মসজিদে গামামা,আবু বকর সিদ্দিকও মসজিদে আলী রা: ঘুড়ে দেখালাম এবং নামাজ আদায় করলাম।

আলহামদুলিল্লাহ🕋হাজীদের নিয়ে আজ সকালে সোনার মদিনায় তাহাজ্জুদ,ফজর, ইশরাকের সালাত আদায় করেছি।আমাদের সকল হাজীরা আলহামদুলিল্ল...
09/11/2023

আলহামদুলিল্লাহ🕋
হাজীদের নিয়ে আজ সকালে সোনার মদিনায় তাহাজ্জুদ,ফজর, ইশরাকের সালাত আদায় করেছি।
আমাদের সকল হাজীরা আলহামদুলিল্লাহ সুস্থ আছে,ভালো আছে।দোয়া করবেন,আমাদের সকলের জন্য।

08/11/2023

আলহামদুলিল্লাহ🕋
নভেম্বর এর সকল ওমরা যাত্রীদের নিয়ে একসাথে বিমানে আসন গ্রহন করেছি।সকলের কাছে দোয়ার দরখাস্ত🤲

আমাদের ৮ নভেম্বর/২০২৩ এর সৌদি এয়ারলাইনস এর (ডাইরেক্ট)ওমরা গ্রুপের ফ্লাইট আগামিকাল সকাল ৬.৪০ মিনিটে ইনশাআল্লাহ। সকলের কাছ...
07/11/2023

আমাদের ৮ নভেম্বর/২০২৩ এর সৌদি এয়ারলাইনস এর (ডাইরেক্ট)ওমরা গ্রুপের ফ্লাইট আগামিকাল সকাল ৬.৪০ মিনিটে ইনশাআল্লাহ। সকলের কাছে নিরাপদ সফরের জন্য দোয়া চাই🤲

Address

Nadirbadh, Jalalpur, Katiadi
Kishoreganj
2300

Telephone

+8801797400280

Website

Alerts

Be the first to know and let us send you an email when আহনাফ হজ্জ-ওমরা সার্ভিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আহনাফ হজ্জ-ওমরা সার্ভিস:

Videos

Share

Category