আহনাফ হজ্জ-ওমরা কাফেলা

আহনাফ হজ্জ-ওমরা কাফেলা Assalamu Alaikum. Our main aim is to earn the pleasure of Allah by serving the guests of Allah S.W.
(1)

ওমরা প্যাকেজে ধামাকা অফার🕋মাত্র ১২৫০০০ টাকায় ডাইরেক্ট বিমানে ফুল ওমরা প্যাকেজ রেডি🕋ফ্লাইট: ০৫ নভেম্বর✈️01797-400280
22/10/2024

ওমরা প্যাকেজে ধামাকা অফার🕋
মাত্র ১২৫০০০ টাকায় ডাইরেক্ট বিমানে
ফুল ওমরা প্যাকেজ রেডি🕋
ফ্লাইট: ০৫ নভেম্বর✈️
01797-400280

আলহামদুলিল্লাহ সমুদ্রপথে বাংলাদেশী হাজী গ্রহণে সৌদি আরবের সম্মতি🇸🇦🕋🇧🇩 সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউয...
07/10/2024

আলহামদুলিল্লাহ সমুদ্রপথে বাংলাদেশী হাজী গ্রহণে
সৌদি আরবের সম্মতি🇸🇦🕋🇧🇩

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউযান আল রাবিয়ার সাথে বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের অনুষ্ঠিত বৈঠকে এ সম্মতি জ্ঞাপন করা হয়। জেদ্দাস্থ সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকটি ছিল আন্তরিক ও সৌহার্দপূর্ণ। মন্ত্রী বলেন সমুদ্র পথে বাংলাদেশ থেকে হাজী প্রেরণে সৌদি সরকারের কোন
বাধা নেই। তবে বন্দর কর্তৃপক্ষের সাথে আলাপ করে নেব। বাংলাদেশকেও জাহাজ কোম্পানির সাথে আলোচনা করতে হবে।

পানির জাহাজযোগে ২/৩ হাজার হাজীকে পরীক্ষা মূলকভাবে হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রেরণের ব্যাপারে বাংলাদেশ চিন্তাভাবনা করছে।

সৌদি মন্ত্রী হাজীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিকে আপগ্রেড করার ব্যাপারে নিশ্চয়তা প্রদান করেন। বাংলাদেশের হজ এজেন্সির মালিক অথবা তাঁদের প্রতিনিধিদের হজের ২/৩ মাস আগে আবাসন ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য বারবার সৌদি আরব যেতে হয়। সেজন্য মুনাজ্জেম (মাল্টিপল) ভিসার প্রয়োজন হয়। বাংলাদেশের ধর্ম উপদেষ্টা এ ব্যাপারে হজ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি মুনাজ্জেম ভিসা ইস্যুর আশ্বাস দেন।

রোড টু মক্কা কর্মসূচীর আওতায় ঢাকার হজ ক্যাম্পে সৌদি ইমিগ্রেশন সম্পন্ন করা হয় এবং হাজীদের লাগেজ সৌদি হোটেলে পৌঁছে দেওয়ার কথা। কিন্তু ২০২৩ ও ২০২৪ সালে বেশ কিছু লাগেজ হারিয়ে যায়। প্রসঙ্গটি তুলে ধরলে মন্ত্রী বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইতঃপূর্বে সৌদি হজ মন্ত্রণালয় থেকে প্রতি এজেন্সীকে কমপক্ষে দুই হাজার হাজি প্রেরণের কোটা দেওয়া হয়। ধর্মীয় উপদেষ্টা এ ব্যাপারে ২০২৪ সালের অনুরূপ ২৫০ এ সিলিং করার অনুরোধ করেন। সৌদি মন্ত্রী ব্যাপারটি সদয় বিবেচনার আশ্বাস দেন।

দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি হজ মন্ত্রীকে সহায়তা করেন হজ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ডেপুটি মিনিস্টার ড. হাসান আল মানাখেরা ও হজ বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক বদর আল সেলামী।

বাংলাদেশী টিমে ছিলেন ধর্ম মন্ত্রনালয়ের সচির আবদুল হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ব্রিগেডিয়ার রাকিবুল্লাহ, জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল, মিয়া মুহাম্মদ মঈনুল কবির, জেদ্দা হজ মিশনের কাউন্সেলর, জহিরুল ইসলাম, হজ কন্সাল মুহাম্মদ আসলামুদ্দিন, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ড. সাদিক হোসাইন ও জেদ্দা হজ মিশনের কর্মকর্তা মাহমুদুল হাসান।

🕋২০২৪ এর সেরা অফার🔥🕋কম খরচে বায়তুল্লাহ সফর করতে চান? মাত্র:১২০০০০ টাকায় ১৪ দিনের ফুল ওমরা প্যাকেজ।যাওয়া-বিশ্বের সর্বাধুন...
29/08/2024

🕋২০২৪ এর সেরা অফার🔥
🕋কম খরচে বায়তুল্লাহ সফর করতে চান?
মাত্র:১২০০০০ টাকায় ১৪ দিনের ফুল ওমরা প্যাকেজ।
যাওয়া-বিশ্বের সর্বাধুনিক বিমান(এমিরেটস এয়ার:ট্রা:)
আসা- সকলের পছনের বিমান(সৌদি এয়ার:ডাইরেক্ট)
☎️বিস্তারিত জানতে বা কনফার্ম করতে এখনি কল করুন: wa.me/+8801636434335

আলহামদুলিল্লাহ🕋🇸🇦গতকাল দিনে সাবমিট,রাতেই ৮৫ দিনের ওমরা ভিসা হাতে পেয়ে গেলাম।🇸🇦সৌদি প্রবাসী ভাইয়েরা, যারা ৩ মাসের ওমরা ভি...
14/07/2024

আলহামদুলিল্লাহ🕋🇸🇦
গতকাল দিনে সাবমিট,রাতেই ৮৫ দিনের ওমরা ভিসা হাতে পেয়ে গেলাম।
🇸🇦সৌদি প্রবাসী ভাইয়েরা, যারা ৩ মাসের ওমরা ভিসায় পরিবার নিতে চান,ভিসা-টিকেট সহ যে কোন সার্ভিস নিতে যোগাযোগ করুন।

☎️ +8801636434335
☎️+8801797400280

🇸🇦যারা ৩ মাসের ওমরা ভিসা(সিঙ্গেল) নিবেন তাদের কি কি ডকুমেন্টস লাগবে:১।সৌদিতে যার কাছে যাবেন,তার ইকামা কপি।২।সৌদিতে যার ক...
05/07/2024

🇸🇦যারা ৩ মাসের ওমরা ভিসা(সিঙ্গেল) নিবেন তাদের কি কি ডকুমেন্টস লাগবে:

১।সৌদিতে যার কাছে যাবেন,তার ইকামা কপি।
২।সৌদিতে যার কাছে থাকবেন,তার পাসপোর্ট কপি
৩। সৌদিতে যার কাছে যাচ্ছেন,তার ইকামা দিয়ে তোলা(যদি থাকে) সিমের মোবাইল নাম্বার।

☎️আরো বিস্তারিত জানতে:
+8801797400280 (Imo+whatsapp)

ব্রেকিং নিউজ♦️এ বছরের বার্ষিক কাবার গোসল তথা গিলাফ পরিবর্তন অনুষ্ঠান আগামী শনিবার, ৬ জুলাই ২০২৪ এশার নামাজের পর অনুষ্ঠিত...
04/07/2024

ব্রেকিং নিউজ♦️
এ বছরের বার্ষিক কাবার গোসল তথা গিলাফ পরিবর্তন অনুষ্ঠান আগামী
শনিবার, ৬ জুলাই ২০২৪ এশার নামাজের পর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।🤲

জরুরি নোটিশ!
30/06/2024

জরুরি নোটিশ!

24/06/2024

হজ্জ পরবর্তী উমরাহর বুকিং চলছে🕋

✈️ ফ্লাইট সময় : ২০-২৫ জুলাইয়ের মধ্যে
🔸 ১৪ দিনের প্যাকেজ :
ডাইরেক্ট বিমান :১,৪০,০০০/=
ট্রানজিট বিমান: ১,৩০,০০০/=
(ব্যক্তিগত খরচ ছাড়া সব থাকবে)

🔸 ৮৫ দিনের জন্য (টিকেট ও ভিসা)
রিয়াদ ও দাম্মাম :১,২০,০০০/=(পরিবর্তনশীল)
জেদ্দার জন্য :১,২৫,০০০/=(পরিবর্তনশীল)
মদিনার জন্য : ১,২৫,০০০/=(পরিবর্তনশীল)
(ফিরার সময় ডাবল লাগিজ)

🔸অতএব, আপনি বা আপনার পরিবারের কেউ কি সহি শুদ্ধ ও মান সম্মত ব্যবস্হাপনায় উমরাহ আদায় করতে চায়?
তাহলে, আহনাফ হজ্জ-ওমরা কাফেলা আছে আপনাদের সাথে। আমাদের রয়েছে নিজস্ব মুয়াল্লিম ও সার্বিক সহযোগিতার জন্য সাপোর্ট টিম।

✅ ১৪ দিনের প্যাকেজে যা যা থাকছে:
★ আপ-ডাউন টিকেট।
★ ভিসা।
★ মান সম্মত ৩* মানের হোটেল
(হারাম শরিফ থেকে ৮/১০ মিনিট দূরত্ব।)
★ অল ট্রান্সপোর্ট
★ জিয়ারাহ ( মক্কা ও মদিনা শরিফের দর্শনীয় স্থানগুলো নিজস্ব গাড়িতে করে দেখানো।
★ ৩ বেলা দেশিয় খাবার
★ অভিজ্ঞ আলেম মুয়াল্লিম গাইড।

🏠 ঠিকানা :
আহনাফ হজ্জ-ওমরা কাফেলা
জালালপুর,কটিয়াদী,কিশোরগঞ্জ।

📞 যোগাযোগ-
মাওলানা হুমায়ূন কবীর
+8801797400280
+8801636434335

24/06/2024
আজ দেশে ফিরেছেন ২০২৪ সালে হজ্জ পালনকারী হাজীগণ। কিন্তু................🕋অনেকেই মনে করেন হজ থেকে ফিরে এসে ৪০ দিন বাড়ি থেকে...
21/06/2024

আজ দেশে ফিরেছেন ২০২৪ সালে হজ্জ পালনকারী হাজীগণ। কিন্তু................

🕋অনেকেই মনে করেন হজ থেকে ফিরে এসে ৪০ দিন বাড়ি থেকে বের হওয়া যাবেনা। এ প্রসঙ্গে ইসলাম কী বলে?

প্রশ্ন: "যে ব্যক্তি হজ থেকে ফিরে আসবে সে ৪০ দিন বাড়ি থেকে বের হবে না" ইসলামে এ কথার কোনও ভিত্তি আছে কি?
উত্তর :
"যে ব্যক্তি হজ থেকে ফিরে আসবে সে ৪০ দিন বাড়ি থেকে বের হবে না" এমন কোন কথা কুরআন ও হাদিসে নেই। সুতরাং তা নিঃসন্দেহে ভ্রান্ত কথা। যুক্তির নিরিখেও তা অগ্রহণযোগ্য। কারণ নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই তাদের নিজস্ব গণ্ডীর মধ্যে বিভিন্ন কারণে বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন হতে পারে। বিশেষ করে হজের দীর্ঘ সফর শেষে।
যেমন—
হজ সফর থেকে ফিরে এসে একজন নারী শরিয়তের সীমার মধ্যে থেকে তার পিতা-মাতার বাড়িতে যাবেন, তার প্রতিবেশী, নিকটাত্মীয় ও প্রিয়জনদের সাথে দেখা-সাক্ষাত করবেন, তাদের তাদের খোঁজ-খবর নিবেন
আর পুরুষ মানুষের জন্য পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে গমন করা অতীব গুরুত্বপূর্ণ (সুন্নতে মুয়াক্কাদা মতান্তরে ওয়াজিব), জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়া ফরজ, কোন মুসলিম মারা গেলে তার জানাজা ও কাফন-দাফনে অংশগ্রহণ করা ফরজে কেফায়া, রোগী দেখতে যাওয়া, কেউ দাওয়াত দিলে তাতে অংশগ্রহণ ইত্যাদি মুসলিমের হক, অর্থ উপার্জনের জন্য চাকরি, ব্যবসা-বাণিজ্য, কৃষিকাজ ইত্যাদি মানুষের মৌলিক প্রয়োজন, নিজের অথবা পরিবারের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হতে পারে, জ্ঞান অর্জনের উদ্দেশ্যে আলেমের বক্তৃতা শোনা বা পড়াশোনা করতে শিক্ষা প্রতিষ্ঠানে গমন করা অতীব গুরুত্বপূর্ণ, হজের শিক্ষা ও ইসলামের সৌন্দর্য মণ্ডিত বিভিন্ন দিক মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং আল্লাহ পথে মানুষকে আহ্বান করার জন্য বাইরে যাওয়া দরকার। এ ছাড়াও সমাজ ও দেশের বিভিন্ন দায়-দায়িত্ব তার কাঁধে ন্যস্ত থাকতে পারে সে জন্য তাকে বাইরে যেতে হতে পারে। কিন্তু এত কিছু দায়-দায়িত্ব ও প্রয়োজন বাদ দিয়ে দীর্ঘ ৪০ দিন ঘরে বসে থাকা কিভাবে শরিয়ত সম্মত হতে পারে?
তবে হজের পরে মানুষের আরও নিয়ন্ত্রিত জীবন যাপন করা উচিত। যথাসম্ভব চেষ্টা করবে, তার দ্বারা যেন কোনও ধরণের গুনাহ সংঘটিত না হয়, কারো হক নষ্ট না হয়, কাউকে কষ্ট দেওয়া না হয়, অনর্থক কাজে সময়, শ্রম ও অর্থ অপচয় না করা হয়। বরং আরও অধিক পরিমাণে আল্লাহ মুখী হওয়ার এবং ঈমান ও তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনার চেষ্টা করতে হবে। সেই সাথে মানুষের সাথে কথাবার্তা, লেনদেন ও আচার-আচরণ আরও সুন্দর করতে হবে।
সতর্ক হতে হবে যেন, হজের আগের জীবন এবং পরের জীবন এক না হয়ে যায়। বরং হজের পরের জীবন যেন আরও সুন্দর, শৃঙ্খল, নিয়ন্ত্রিত, আল্লাহর পথে নিবেদিত এবং মানব কল্যাণে অবদান রাখা সহ অনুকরণীয় আদর্শ জীবন গঠিত হয়-সে চেষ্টা করতে হবে।
মোটকথা, একজন হাজি সাহেব হজ থেকে ফিরে এসে আল্লাহর দ্বীনের পথে নিজেকে পরিপূর্ণভাবে পরিচালিত করার সর্বাত্মক চেষ্টা করবে।

◈◈ বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর মুহাম্মদ সাইফুল্লাহ (হাফিযাহুল্লাহ)-কে NTV-এর “আপনার জিজ্ঞাসা” শীর্ষক অনুষ্ঠানে প্রশ্ন করা হয় যে, হজ করে আসার পর, বিশেষ করে মহিলা হাজিরা নাকি ৪০ দিন বাড়ির বাইরে যেতে পারেন না?
তিনি উত্তরে বলেন,
“না, এ ধরনের কোনও বিধান ইসলামের মধ্যে নেই। মহিলা হোক বা পুরুষ হাজি হোক, হজ করে আসার পর ৪০ দিন পর্যন্ত ঘরেই থাকতে হবে, বাইরে যেতে পারবেন না—এ বক্তব্য সঠিক নয়। কুসংস্কারের মতো আমরা নিজেরা এটি আবিষ্কার করেছি।
যিনি হজ করে ফিরেছেন, তিনি তো হজের বার্তা সঙ্গে নিয়ে এসেছেন। তিনি আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাৎ করবেন, কথা বলবেন, যা শিখেছেন সেটি ভাগাভাগি করবেন এবং ইসলামের সৌন্দর্যের বিষয়টি তাদের কাছে তুলে ধরবেন। যদি জ্ঞানের বিষয় থাকে, তাহলে মানুষকেও সে বিষয়ে জানাবেন।” [উৎস: NTVBD]
মহান আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আমিন।
উত্তর প্রদানে
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার,
সৌদি আরব।

🕋আলহামদুলিল্লাহ 🕋ইন্ডিয়া এবং পাকিস্তানের ওমরাহর ভিসা আজ থেকে চালু হয়ে গেছে। আশাকরি ২/৩দিনের মধ্যে বাংলাদেশেরও শুরু হয়ে য...
20/06/2024

🕋আলহামদুলিল্লাহ 🕋
ইন্ডিয়া এবং পাকিস্তানের ওমরাহর ভিসা আজ থেকে চালু হয়ে গেছে। আশাকরি ২/৩দিনের মধ্যে বাংলাদেশেরও শুরু হয়ে যাবে।
♦️আমাদের জুলাই মাসের ওমরা কাফেলার বুকিং চলমান।
📌প্রয়োজনে যোগাযোগ:
☎️01636434335
☎️01797-400280

19/06/2024

🔥ব্রেকিং নিউজ🔥

❣️আলহামদুলিল্লাহ ২২ এ জুন থেকে চালু হচ্ছে হজ্জ পরবর্তী #ওমরা_ভিসা।

🕋জুলাই মাসে আমাদের কাফেলায় কেউ ওমরায় যেতে চাইলে দ্রুত পাসপোর্ট জমা দিয়ে কনফার্ম করুন।

আহনাফ হজ্জ-ওমরা কাফেলা
ফেকামারা,জালালপুর,কটিয়াদী,কিশোরগঞ্জ।

☎️01636434335
☎️01797400280

Address

Nadirbadh, Jalalpur, Katiadi
Kishoreganj
2300

Telephone

+8801797400280

Website

Alerts

Be the first to know and let us send you an email when আহনাফ হজ্জ-ওমরা কাফেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আহনাফ হজ্জ-ওমরা কাফেলা:

Videos

Share

Category