01/03/2024
পৈত্রিক বাড়ি কোথায় জানতে চাইলে আমার জবাব শুনে কেউ যখন প্রত্যুত্তরে বলেন: ও ময়মনসিংহ কিশোরগঞ্জ! আমি তাকে টানা কয়েক মিনিটের আলোচনা শুনিয়ে দিই..
আপনি চন্দ্রাবতীর নাম শুনেছেন?
পিতার সাথে যৌথভাবে মনসামঙ্গল লিখেছেন যিনি। এছাড়াও লিখেছেন নানান পদ। প্রেমিক জয়ানন্দের কাছে প্রতারিত হয়ে চন্দ্রাবতী মনসা পুজো করেছেন ফুলেশ্বরী নদীর তীরে। জয়ানন্দ ফিরে এসেছিলেন, পুজোয় মগ্ন চন্দ্রাবতী তা বুঝতে পারেন নি। সেই অবহেলা সইতে না পেরে অভিমানী জয়ানন্দ ঝাঁপ দিলেন বহতা ফুলেশ্বরী নদী জলধারায়।
জয়ানন্দের সলিলসমাধি রচিত হয়েছিল যে ফুলেশ্বরী নদীতে চন্দ্রাবতীও জীবন বিসর্জন দিলেন সেই ফুলেশ্বরীর জলেই। না, আজ আর সেই ফুলেশ্বরী নেই, তবে চন্দ্রাবতীর স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছে আমার জেলা ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ।
মোঘলদের সাথে যখন সকলেই আপোষ করেছিলেন, তখন অনন্য সাহসিকতায় বুক চিতিয়ে লড়ে গিয়েছিলেন এই বাংলার এক অদম্য বীর যোদ্ধা। নাম- ঈশা খাঁ। যুদ্ধের কৌশল হিসেবে অস্থায়ী রাজধানী স্থাপন করেছিলেন জঙ্গলবাড়িতে। জ্বি, কিশোরগঞ্জ জেলার জঙ্গলবাড়ি একসময় ছিল ঈশা খাঁ'র রাজধানী..
বিপুল সৈন্য বাহিনীর সাথে দ্বিমুখী যুদ্ধ হলে প্রাণ যাবে অগুনতি। তাই, মোঘল সেনাপতি মানসিংহকে মল্লযুদ্ধের আহ্বান জানিয়েছিলেন বাংলার প্রাজ্ঞ বীর ঈশা খাঁ। সেই যুদ্ধ হয়েছিল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার এগারসিন্ধু নামক স্থানে আর সে যুদ্ধে বিজয়ী হয়েছিলেন ঈশা খাঁ..
সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায়ের জন্ম কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মসূয়া গ্রামে। তার দাদা উপেন্দ্র কিশোর রায়ে চৌধুরীর জমিদারি ছিলো এখানেই। সেই জমিদার বাড়ির ভগ্নাংশ এখনো সেখানে বিদ্যমান যা 'বাবুর বাড়ি' মানেই সুপরিচিত।
কিশোরগঞ্জের নিকলী উপজেলা হাওরাঞ্চলের সুপ্রাচীন বাণিজ্য কেন্দ্র। দামপাড়ায় অবস্থিত জুট মিল থেকে ব্রিটিশ আমলে পাট রপ্তানি হতো সরাসরি পানিতে নামা কার্গো উড়োজাহাজে করে।
অষ্টগ্রামের পনির খেয়েছেন কখনো? সুযোগ পেলে একবার চেখে দেখবেন। বাজিতপুরের হিলচিয়ার সন্দেশ খেতে হলেও একবার আসুন আমাদের কিশোরগঞ্জে, ঠকবেন না কথা দিচ্ছি!
মিঠামইনে আছে দিল্লির আখড়া। তার পেছনেও আছে চমৎকার মিথ। ভরা বর্ষায় মিঠামইনের হাওরে ঘুরতে আসুন।
নিকলী বেড়িবাঁধ, করিমগঞ্জের বালিখোলা, ছাতিরচরের জলে ভাসমান বন, ইটনা, অষ্টগ্রামের seasonal submersible রাস্তা দেখতে দেশ-বিদেশের ভ্রমণপিয়াসীরা আসেন এখানে।
আমাদের কিশোরগঞ্জের ভূভাগের বিশেষত্ব হলো এ জেলাটি উজান ও ভাটির এক চমৎকার সংমিশ্রণ..
উপমহাদেশের প্রথম র্যাংলার আনন্দমোহন বসু আমাদের কিশোরগঞ্জেরই সূর্য সন্তান।
এখানে রয়েছে বত্রিশের পরমানিকের দীঘি, কাটাখাল, হোসেনপুরের জমিদার বাড়ি আরো কত কি..
স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবর্তমানে প্রবাসী সরকারের নেতৃত্ব দিয়েছেন আমাদের কিশোরগঞ্জের গর্ব, জাতীয় চার নেতার অন্যতম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম।বাংলাদেশের প্রথম বেসরকারী জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল স্থাপন করেন সেরা শিল্পপতি জহিরুল ইসলাম।
কিশোরগঞ্জের বাণিজ্যিক কেন্দ্র ভৈরবের উজ্জ্বল রত্ন প্রয়াত মো. জিল্লুর রহমান ছিলেন একজন প্রখ্যাত রাজনৈতিক সংগঠক, জননেতা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কৃতী সন্তান জনাব আব্দুল হামিদ ছিলেন জাতীয় সংসদের তৎকালীন স্পিকার এবং পরে বাংলাদেশের টানা দু'বারের রাষ্ট্রপতিও ছিলেন তিনি।
আমাদের কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আরেক কৃতী সন্তান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি, নিরাপদ সড়ক চাই আন্দোলন (নিসচার) চেয়ারম্যান, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী সফল অভিনেতা ইদ্রিস আলী ওরফে ইলিয়াস কাঞ্চন।
সাবেক প্রধান বিচারপতি, অস্থায়ী রাষ্ট্রপতি, পরবর্তীতে রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন আহমেদ কিশোরগঞ্জ জেলার বিখ্যাত ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
প্রয়াত সৈয়দ নজরুল সাহেবের জ্যেষ্ঠ পুত্র প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম একজন নির্মোহ, সফেদ চরিত্রের রাজনৈতিক নেতার নাম। দলমতের ঊর্ধ্বে সমধিক জনপ্রিয় সৈয়দ আশরাফ আমাদের কিশোরগঞ্জের গর্বের ধন।
মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী কর্নেল হায়দার বীর উত্তম এবং ক্যাপ্টেন সিতারা পারভীন বীর প্রতীক আমাদের সন্তান।
উপমহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে!
জ্বি, ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশের ঢাকা বিভাগ ভুক্ত এক অনন্য জনপদ আমাদের কিশোরগঞ্জ জেলা।
আপনি চিনবেন নিশ্চয়ই?
আর এটা মোটেই ময়মনসিংহ নয়!😊🤷♂️
নরসুন্দা নদ তীরবর্তী কিশোরগঞ্জ আমার প্রাণের স্পন্দন
আমি গর্বিত আমার কিশোরগঞ্জের ঠিকানা নিয়ে..
সংকলনে- 🇧🇩 #লেখক- মাহমুদ ।