Wasi Tours and Travels

Wasi Tours and Travels Travels

ACI World projects 10% growth for passenger traffic in 2024 to reach 9.5 billion 📈 • Global passenger traffic reached 8....
21/09/2024

ACI World projects 10% growth for passenger traffic in 2024 to reach 9.5 billion 📈

• Global passenger traffic reached 8.7 billion in 2023, representing an increase of 30.6% from 2022 or a recovery at 95% from pre-pandemic results (2019).

• By June 2024 year-to-date (YTD), total passenger traffic increased by 11% year-over-year, reaching 102% of the June 2019 YTD level.

📱 Access more air travel demand highlights: https://aci.aero/2024/09/18/aci-world-projects-10-growth-for-passenger-traffic-in-2024-to-reach-9-5-billion/

17/09/2024
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এই সুযোগ স...
01/09/2024

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এই সুযোগ সুবিধাগুলো সকল যাত্রীদের জন্য প্রযোজ্য। আপনি জানলে হয়তো কোনো না কোনো সময় আপনার অথবা আপনার আত্মীয় স্বজনদের কাজে লাগতে পারে।
১. বিভিন্ন পয়েন্টে টেলিফোন রাখা আছে। আপনি চাইলে যেকোনো নম্বরে কথা বলতে পারবেন। এজন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না।
২. সার্বক্ষণিক ফ্রি ওয়াই ফাই সুবিধা।
৩. যাত্রীদের সার্ভিস দেয়ার জন্য হেল্প ডেস্কের ব্যবস্থা। আপনার কোনো কিছু জানার থাকলে হেল্প ডেস্কের যে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাকে সঠিক পরামর্শ দিবে।
৪. লাগেজ ভাঙলে কমপ্লেইনের ব্যবস্থা আছে। দ্রুত সময়ের মধ্যে আপনার সমস্যা সমাধান করা হবে।
৫. লাগেজ চুরির ঘটনা এখন নাই বললেই চলে। তবে কোনো লাগেজ হারিয়ে গেলে/খুঁজে না পেলে Lost and Found নামক একটা অফিস আছে ওখানে কমপ্লেইন করলে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়া হয়ে থেকে।
৬. দেশের সব সিম অপারেটরদের কাস্টমার সার্ভিস সুবিধা (২৪ ঘণ্টা)। আপনি চাইলে সিম কিনতে/রিপ্লেস করতে পারবেন।
৭. কারেন্সি চেঞ্জ করার জন্য দেশের প্রায় সব ব্যাংকের বুথ ২৪ ঘণ্টা খোলা থাকে। অতিরিক্ত টাকা ছাড়াই বর্তমান বাজার মূল্যে কারেন্সি চেঞ্জ করতে পারবেন।
এরপরও আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তবে আপনার আশে পাশে থাকা বাংলাদেশ বিমান বাহিনীর যে কোনো সদস্যকে জিজ্ঞাসা করলে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে।
বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী দেশের সকল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে।
Wasi Tours and Travels

ধরুন আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন। অনলাইনে এয়ারটিকিট সার্চ করলেন। টিকিট এর ভাড়া ৩,৮০০ টাকা কিন্তু আমাদের দেশের কোন এক ...
01/09/2024

ধরুন আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন। অনলাইনে এয়ারটিকিট সার্চ করলেন। টিকিট এর ভাড়া ৩,৮০০ টাকা কিন্তু আমাদের দেশের
কোন এক অনলাইন এ সার্চ পেজে দেখালো ভাড়া ৩,৪০০ টাকা।
এটা দেখে আপনি মহাখুশী। আপনি নেক্সট পেজে অর্থাৎ বুকিং পেজে না গিয়েই ধরে নিলেন টিকিট এর মূল্য ৩,৪০০ টাকা কিন্তু বাস্তব চিত্র একটু ভিন্ন।
আপনি বুকিং পেজে গেলেই ৩৪০০ টাকার সাথে আরও কিছু অদ্ভুত জিনিস দেখবেন এই যেমন:
টিকিট বেজ ফেয়ার: ৩২০০
টিকিট এর ট্যাক্স: ৫০০
সার্ভিস চার্জ: ২০০
মোট: ৩,৯০০ টাকা
(যদি নির্দিষ্ট ব্যাংক এর ক্রেডিট কার্ড থাকে তাহলে ডিসকাউন্ট ৫০০ টাকা)
এখন আপনার কাছে ঐ ব্যাংক এর কার্ড নাই তাহলে উপায়?
না থাকলে আপনাকে যারা ৩৪০০ টাকা দেখালো তাদের কেই টিকিট এর মূল দামের থেকেও ১০০ টাকা বেশি অর্থাৎ ৩৯০০ টাকা পেমেন্ট করতে হবে সব চার্জ মিলিয়ে আর না হয় কারও হাতে পায়ে ধরে সেই ব্যাংক এর কার্ড ব্যবস্থা করতে হবে।
কার্ড না হয় ব্যবস্থা করলেন, কিন্তু কাহানী আভি বাকী হেয়, এই ধরেন আপনি আন্তর্জাতিক কোন ভ্রমণের টিকিট নিলেন এখন ক্রেডিট কার্ড আপনার না, সেই ক্ষেত্রে ক্রেডিট কার্ড হোল্ডার থেকে বিশেষ ভাবে ডিক্লারেশন ফর্ম নিতে হবে কার্ড এর ছবি সহ। এখন নিরাপত্তার স্বার্থে কেউ কখনো কারো কার্ডের ছবি কাউকে দিবে না। হয়তো কেউ না বুঝে দিয়েও দিতে পারে। আর এই কাজটা না করলে যে কোন সময় আপনি প্রশ্নের সম্মুখীন হতে পারেন যে কার্ড এর মালিক কে? আপনি কি ভাবে এই কার্ড পেলেন কারণ আন্তর্জাতিক বিমান সংস্থা ষ্ট্যাণ্ডার্ড পলিসি হিসেবেই এই ভ্যারিফিকেশন গুলো করে থাকে ভ্রমণের পূর্বে।
এখন মূলত বিষয়টা দাঁড়ালো যে, আপনাকে যা দেখানো হচ্ছে বাস্তবে আসলে এমনটা নয়। এই সব আসলে মানুষ বোকা বানানোর পলিসি মাত্র। দিন শেষে লস দিয়ে কেউ বিজনেস করবে না আর করলেও সে টিকে থাকতে পারবে না। এটাই বাস্তব।
Wasi Tours and Travels

বিনামূল্যে বাংলাদেশ বিমানে ফ্লাইটের টিকিটের তারিখ পরিবর্তন করতে পারবে যাত্রীরা
27/08/2024

বিনামূল্যে বাংলাদেশ বিমানে ফ্লাইটের টিকিটের তারিখ পরিবর্তন করতে পারবে যাত্রীরা

25/08/2024

⚠️ বিদেশ যেতে চাইলে এই ভুলগুলো করা যাবে না!

‘সবাই বিদেশ যাচ্ছে, আমিও যাবো’ –এই চিন্তা থেকে যারা বিদেশ যেতে চায়, তারা অনেকগুলো ভুল করে। এই ভুলের কারণে তাদের বিদেশ যাওয়া বিলম্ব হয়। এমনকি ভুল সংশোধন করতে অনেকের লক্ষাধিক টাকাও ব্যয় করতে হয়!


🔴 ১. আপনি যেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছেন বিদেশ যাবেন, সেটা আগামী মাসে হোক বা ২ বছর পর হোক, আপনাকে অনেকগুলো ডকুমেন্টস রেডি করতে হবে। প্রথমত আপনার ভোটার আইডি কার্ড, আপনার মা-বাবার ভোটার আইডি কার্ড, আপনার জন্ম-নিবন্ধন, আপনার SSC-HSC সার্টিফিকেট, মার্কশিট সবগুলোতে কয়েকটা বিষয় একই আছে কিনা দেখতে হবে।

👉 আপনার নামের বানান (বাংলা-ইংরেজি) সবগুলোতে এক কিনা

👉 আপনার জন্ম-তারিখ এক কিনা

👉 আপনার মা-বাবার নামের বানান এক কিনা

সাধারণত প্রায় ৮০% মানুষেরই এসব ডকুমেন্টসে ভুল থাকে। বিদেশ না গেলেও এগুলো ঠিক করা লাগবে। বিদেশ যেতে চাইলে তো ঠিক না করে উপায় নেই।


🔴 ২. পাসপোর্ট রেডি করে ফেলতে হবে।

আমাদের অনেক শিক্ষার্থী IELTS –এ ভর্তি হবার পর পাসপোর্ট রেডি করে। এটা স্ট্রাটেজিক্যাল ভুল। আপনি IELTS –এ ভর্তিই হয়েছেনই বিদেশ যাবার জন্য। IELTS দিতে চাইলেও পাসপোর্ট থাকাই লাগবে। তাহলে আপনি কেনো IELTS –এর প্রস্তুতি নেবার সময় পাসপোর্ট বানাবেন?

ঐ সময় বেশিরভাগের মনোযোগ বিঘ্ন ঘটে। পাসপোর্ট বানানোর সময় দৌড়াদৌড়ি করতে হয়। ভুল হলে দুশ্চিন্তা করতে হয়। এর ফলে IELTS প্রস্তুতি কয়েকদিন ঠিকমতো হয় না।

ভালো রেজাল্ট করতে গেলে নির্বিঘ্নে পড়ালেখা জরুরি। এজন্য IELTS –এ ভর্তি হবার আগেই পাসপোর্ট বানানো থেকে শুরু করে ডকুমেন্টস সংশোধনের জন্য যা যা প্রয়োজন, সব তৈরি করে নিন।


🔴 ৩. আপনার সংগৃহীত SSC-HSC সার্টিফিকেট, মার্কশিট এবং অনার্স সম্পন্ন করলে সেটার মার্কশিট শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভ্যারিফাই করে নিন।

অনেকেই এটা জানেন না। যখন এটা দরকার হয়, তখন দৌড়াদৌড়ি করেন। কেউ কেউ তো আবার এসব কাজের জন্যও দালাল খুঁজেন। এটা একটা বদ-অভ্যাস। কারণ, এখন অনলাইনে খুব সহজে এগুলো শেখা যায়। প্রক্রিয়া অনুসরণ করে নিজে নিজেই প্রায় ৯৫% ভুল সংশোধন করা যায়।


🔴 ৪. আপনি নিজের পাসপোর্ট আবেদন করা নিজেই শিখুন।

শিখতে লাগবে সর্বোচ্চ ১০ মিনিট, পাসপোর্ট আবেদন করতে লাগবে আরো ১০ মিনিট।

এটা শুধুমাত্র পাসপোর্ট আবেদনের টাকা বাঁচানোর জন্যই করবেন না। বরং এটা একটা স্কিল। বিদেশে গেলে এরকম অনেক কাজ অনলাইনে আপনাকেই করতে হবে, তখন ‘দালাল’ পাবেন না!

আপনি যদি একবার এরকম কাজ করেন, সেটা পাসপোর্টের আবেদন হতে পারে, ভুল সংশোধনের কাজ হতে পারে, আপনার মধ্যে তখন আত্মবিশ্বাস তৈরি হবে।

আমাদের বেশিরভাগ শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাস নেই। তারা অনার্সে পড়ে, অনার্স-মাস্টার্স পাশ করেও নিজের পাসপোর্ট নিজে আবেদন না করে দোকানে গিয়ে করায়। সেই আবেদন তারা করে, যাদের যোগ্যতা তারচেয়েও কম!

সফল হবার অন্যতম শর্ত হলো আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস একবার যদি আপনার মধ্যে তৈরি হয়, আপনাকে কেউ আটকাতে পারবে না।

পৃথিবীর অনেক যোগ্য মানুষও সফল হতে পারে না আত্মবিহস্বাসের অভাবে, অন্যদিকে অনেক কম যোগ্যতাসম্পন্ন মানুষও সফল হয় শুধুমাত্র আত্মবিশ্বাসের কারণে।


🔴 ৫. আপনি পড়ালেখা ছাড়া কোনোদিন আর কোনো কাজ করেননি। রাঁধতে পারেন না, বাইক চালাতে পারেন না, প্রাইভেট কার চালাতে পারেন না; এমনকি সাইকেল চালাতেও পারেন না।

তাহলে বিদেশ গিয়ে সার্ভাইভ করা আপনার জন্য অনেক কঠিন হবে। এজন্য দেশে থাকতেই আপনি অন্তত চলনসই রান্না এবং প্রাইভেট কার বা অন্তত সাইকেল চালানো শিখে ফেলুন।

দেশে অনেক কাজ ম্যানুয়ালি হয়। কিন্তু, বিদেশে গেলে বেশিরভাগ কাজ কম্পিউটারে করতে হবে। কম্পিউটারের বেসিক ফাংশন শিখে নিন।

আমাদের দেশে যেরকম রাস্তার পাশেই কম্পিউটারের দোকানে গেলে সব আবেদন করে দেয়, বিদেশে এই সুযোগ যেমন কম, তেমনি ডলার-পাউন্ড ব্যয় করেই এগুলো করতে হবে।

অথচ নিজে সপ্তাহখানেক বা মাসখানেক সময় দিয়ে এগুলো শিখতে পারলে তখন কারো মুখাপেক্ষী হওয়া লাগবে না। ✅
Wasi Tours and Travels

World's Best Low-Cosr Airline’s(2024)Air tickets are discounted up to 7-12%Tickets are booked from Bangladesh to anywher...
24/08/2024

World's Best Low-Cosr Airline’s(2024)
Air tickets are discounted up to 7-12%
Tickets are booked from Bangladesh to anywhere in the world.
Call or inbox us to know the ticket prices from one place to another.
01731-430802
01621-101643

23/08/2024

এই ভিডিও টা যতো বার দেখি ততবার বুকটা কেপে উঠে। 😴😪😭

22/08/2024

যেখানে মানুষ নিজের জীবন নিয়ে পালাতে ব্যস্ত সেখানে এই মানুষটি কিছু বোবা প্রাণীকে বাঁচাতে ব্যস্ত।
এটি সত্যিই ভয়ংকর সুন্দর। ❣️

20/08/2024

এয়ার টিকেটে ৭-১২% পর্যন্ত ছাড়
Wasi Tours and Travels
01731-430802
01621-101643

ইনশাআল্লাহ 🤲🤲🤲🌃
18/08/2024

ইনশাআল্লাহ 🤲🤲🤲🌃

Alhamdulillah 🤲🌃
18/08/2024

Alhamdulillah 🤲🌃

Address

QVR8+XMH, রামগতি মহাসড়ক
Lakshmipur
3700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wasi Tours and Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share